আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ

২২- ক্রয়-বিক্রয়ের আহকাম

হাদীস নং: ৩৬৯২
আন্তর্জাতিক নং: ১৫২৪-৫
- ক্রয়-বিক্রয়ের আহকাম
৭. দুধ আব্দ্ধ করে ওলান ফুলিয়ে দুধের পশু বিক্রির হুকুম
৩৬৯২। ইবনে আবু উমর (রাহঃ) উপরে উল্লিখিত হাদীসটি আব্দুল ওয়াহব থেকে উপরোক্ত সূত্রে বর্ণনা করেন। অবশ্য আব্দুল ওয়াহবের বর্ণনায় شَاة এর স্থলে غَنَم আছে।
كتاب البيوع
باب حُكْمِ بَيْعِ الْمُصَرَّاةِ
وَحَدَّثَنَاهُ ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، عَنْ أَيُّوبَ، بِهَذَا الإِسْنَادِ غَيْرَ أَنَّهُ قَالَ " مَنِ اشْتَرَى مِنَ الْغَنَمِ فَهُوَ بِالْخِيَارِ " .
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
rabi
বর্ণনাকারী:
সহীহ মুসলিম - হাদীস নং ৩৬৯২ | মুসলিম বাংলা