আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
১৮- তাহাজ্জুদ - নফল নামাযের অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১১৪০
৭২৪. নবী (ﷺ) এর নামায কিরূপ ছিল এবং রাতে তিনি কত রাকাআত নামায আদায় করতেন?
১০৭৩। উবাইদুল্লাহ ইবনে মুসা (রাহঃ) ......... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) রাতের বেলা তের রাকআত নামায আদায় করতেন, বিতর এবং ফজরের দু’রাকআতও (সুন্নত) এর অন্তর্ভূক্ত।
হাদীসের ব্যাখ্যা:
প্রাগুক্ত
