আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
২১- গোলাম আযাদ করা
হাদীস নং: ৩৬৪৬
আন্তর্জাতিক নং: ১৫০৬-১
২. ওয়ালা বিক্রি কিংবা হেবা করা নিষিদ্ধ
৩৬৪৬। ইয়াহয়া ইবনে ইয়াহয়া তামীমী (রাহঃ) ......... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) ’ওয়ালা’ বিক্রি করা এবং তা হেবে (দান বা উইল) করা নিষিদ্ধ করেছেন। মুসলিম ইবনুল হাজ্জাজ (রাহঃ) বলেন, সকল মানুষ এই হাদীসের ব্যপারে আব্দুল্লাহ ইবনে দীনারের কৃপাধন্য [অর্থাৎ ইবনে উমর (রাযিঃ) থেকে এ হাদীসটি কেবল তার সূত্রেই পাওয়া গেছে]
باب النَّهْىِ عَنْ بَيْعِ الْوَلاَءِ، وَهِبَتِهِ،
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى التَّمِيمِيُّ، أَخْبَرَنَا سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى عَنْ بَيْعِ الْوَلاَءِ وَعَنْ هِبَتِهِ . قَالَ مُسْلِمٌ النَّاسُ كُلُّهُمْ عِيَالٌ عَلَى عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ فِي هَذَا الْحَدِيثِ .
