আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
২১- গোলাম আযাদ করা
হাদীস নং: ৩৬৩৪
আন্তর্জাতিক নং: ১৫০৩-৩
শিরোনামবিহীন পরিচ্ছেদ
৩৬৩৪। হারুন ইবনে আব্দুল্লাহ (রাহঃ) ......... ওয়াহব ইবনে জারীর (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি কাতাদা (রাহঃ) কে এ সনদে ইবনে আবু আরুবা এর হাদীসের মর্মানুযায়ী হাদীস বর্ণনা করতে শুনেছি। তিনি তার বর্ণনায় উল্লেখ করেন, ″দাসের উপযুক্ত মূল্য নিরূপণ করতে হবে।″
حَدَّثَنِي هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ، حَدَّثَنَا أَبِي قَالَ، سَمِعْتُ قَتَادَةَ، يُحَدِّثُ بِهَذَا الإِسْنَادِ بِمَعْنَى حَدِيثِ ابْنِ أَبِي عَرُوبَةَ وَذَكَرَ فِي الْحَدِيثِ قُوِّمَ عَلَيْهِ قِيمَةَ عَدْلٍ.


বর্ণনাকারী: