আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

১৮- তাহাজ্জুদ - নফল নামাযের অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১১৩৪
৭২২. সাহরীর পর ফজরের নামায পর্যন্ত জাগ্রত থাকা।
১০৬৭। ইয়াকুব ইবনে ইবরাহীম (রাহঃ) ......... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত, নবী (ﷺ) এবং যায়দ ইবনে সাবিত (রাযিঃ) সাহরী খেলেন। যখন তারা দু’জন সাহরী সমাপ্ত করলেন, তখন নবী (ﷺ) নামাযে দাঁড়িয়ে গেলেন এবং নামায আদায় করলেন। (কাতাদা (রাহঃ) বলেন) আমরা আনাস ইবনে মালিক (রাযিঃ) কে জিজ্ঞাসা করলাম, তাঁদের সাহরী সমাপ্ত করা ও (ফজরের) নামায শুরু করার মধ্যে কি পরিমাণ সময় ছিল? তিনি বললেন, কেউ পঞ্চাশ আয়াত তিলাওয়াত করতে পারে এ পরিমাণ সময়।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন