আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ

২০- লি'আনের অধ্যায়

হাদীস নং: ৩৬১২
আন্তর্জাতিক নং: ১৪৯৩-৬
শিরোনামবিহীন পরিচ্ছেদ
৩৬১২। আবু গাসনান মিসমাঈ, মুহাম্মাদ ইবনুল মুসান্না ও ইবনে বাশশার (রাহঃ) ......... সাঈদ ইবনে জুবাইর (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, মুস’আব (ইবনে যুবাইর) (রাযিঃ) তার শাসনামলে লিআনকারীদের বিচ্ছিন্ন করেন নি। সাঈদ বলেন, এরপর বিষয়টি আমি আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) এর কাছে উত্থাপন করলাম। তখন তিনি বললেন, নবী (ﷺ) বনু আজলান গোত্রের দু’জনকে (স্বামী-স্ত্রীকে) বিচ্ছিন্ন করে দিয়েছিলেন।
وَحَدَّثَنَا أَبُو غَسَّانَ الْمِسْمَعِيُّ، وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَابْنُ، بَشَّارٍ - وَاللَّفْظُ لِلْمِسْمَعِيِّ وَابْنِ الْمُثَنَّى - قَالُوا حَدَّثَنَا مُعَاذٌ، - وَهُوَ ابْنُ هِشَامٍ - قَالَ حَدَّثَنِي أَبِي، عَنْ قَتَادَةَ، عَنْ عَزْرَةَ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، قَالَ لَمْ يُفَرِّقِ الْمُصْعَبُ بَيْنَ الْمُتَلاَعِنَيْنِ . قَالَ سَعِيدٌ فَذُكِرَ ذَلِكَ لِعَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ . فَقَالَ فَرَّقَ نَبِيُّ اللَّهِ صلى الله عليه وسلم بَيْنَ أَخَوَىْ بَنِي الْعَجْلاَنِ .
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)