আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ

১৮- দুগ্ধপান সংক্রান্ত আহকাম

হাদীস নং: ৩৪৮৩
আন্তর্জাতিক নং: ১৪৫৭-২
- দুগ্ধপান সংক্রান্ত আহকাম
২. সন্তান বিছানার অধিপতির এবং সন্দেহ পরিহার
৩৪৮৩। সাঈদ ইবনে মনসুর ও আবু বকর ইবনে আবি শাঈবা, আমর আন-নাকিদ ও আব্দ ইবনে হুমায়দ (রাহঃ) ......... সুফিয়ান ইবনে উয়াইনা এবং মা’মার সূত্রে যুহরী (রাহঃ) থেকে এ সনদে অনুরূপ বর্ণনা করেন। তবে উভয়ে তাদের হাদীসে শুধু ″সন্তান তো বিছানা অধিপতির″ কথাটুকু বর্ণনা করেছেন। ″ব্যভিচারীর জন্য পাথর″ অংশের উল্লেখ করেন নি।
كتاب الرضاع
باب الْوَلَدِ لِلْفِرَاشِ وَتَوَقِّي الشُّبُهَاتِ
حَدَّثَنَا سَعِيدُ بْنُ مَنْصُورٍ، وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَعَمْرٌو النَّاقِدُ قَالُوا حَدَّثَنَا سُفْيَانُ، بْنُ عُيَيْنَةَ ح وَحَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ، أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، كِلاَهُمَا عَنِ الزُّهْرِيِّ، بِهَذَا الإِسْنَادِ نَحْوَهُ . غَيْرَ أَنَّ مَعْمَرًا وَابْنَ عُيَيْنَةَ فِي حَدِيثِهِمَا " الْوَلَدُ لِلْفِرَاشِ " . وَلَمْ يَذْكُرَا " وَلِلْعَاهِرِ الْحَجَرُ " .
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
rabi
বর্ণনাকারী: