আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
১৮- দুগ্ধপান সংক্রান্ত আহকাম
হাদীস নং: ৩৪৬৩
আন্তর্জাতিক নং: ১৪৫১-৪
- দুগ্ধপান সংক্রান্ত আহকাম
শিরোনামবিহীন পরিচ্ছেদ
৩৪৬৩। আবু বকর ইবনে আবি শাঈবা ও ইসহাক ইবনে ইবরাহীম (রাহঃ) ......... ইবনে আবু আরুবা (রাহঃ) সূত্রে এই সনদে অনুরূপ বর্ণিত। ইসহাক ইবনে বিশরের রিওয়ায়াতে বলেন, দু’বার দুধপান অথবা দু’চুমূক। ইবনে আবি শাঈবা (রাহঃ) বলেন, দু’বার দুধপান অথবা দু’চুমুক।
كتاب الرضاع
وَحَدَّثَنَاهُ أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، جَمِيعًا عَنْ عَبْدَةَ بْنِ سُلَيْمَانَ، عَنِ ابْنِ أَبِي عَرُوبَةَ، بِهَذَا الإِسْنَادِ أَمَّا إِسْحَاقُ فَقَالَ كَرِوَايَةِ ابْنِ بِشْرٍ " أَوِ الرَّضْعَتَانِ أَوِ الْمَصَّتَانِ " . وَأَمَّا ابْنُ أَبِي شَيْبَةَ فَقَالَ " وَالرَّضْعَتَانِ وَالْمَصَّتَانِ " .
বর্ণনাকারী: