আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ

১৭- বিবাহ-শাদীর অধ্যায়

হাদীস নং: ৩৪২১
আন্তর্জাতিক নং: ১৪৩৮-৯
- বিবাহ-শাদীর অধ্যায়
২২. আযলের হুকুম
৩৪২১। মুহাম্মাদ ইবনুল মুসান্না (রাহঃ) ......... মা’বাদ ইবনে সীরীন (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা আবু সাঈদ খুদরী (রাযিঃ) কে জিজ্ঞাসা করলাম! আপনি কি রাসূলুল্লাহ (ﷺ) কে আযল সম্পর্কে কিছু বলতে শুনেছেন? তিনি বললেন, হ্যাঁ এ বলে তিনি বর্ণিত ইবনে আওনের হাদীসের ন্যায়الْقَدَرُ পর্যন্ত বর্ণনা করেন।
كتاب النكاح
باب حُكْمِ الْعَزْلِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ مُحَمَّدٍ، عَنْ مَعْبَدِ، بْنِ سِيرِينَ قَالَ قُلْنَا لأَبِي سَعِيدٍ هَلْ سَمِعْتَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَذْكُرُ فِي الْعَزْلِ شَيْئًا قَالَ نَعَمْ . وَسَاقَ الْحَدِيثَ بِمَعْنَى حَدِيثِ ابْنِ عَوْنٍ إِلَى قَوْلِهِ " الْقَدَرُ " .
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)