আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ

১৭- বিবাহ-শাদীর অধ্যায়

হাদীস নং: ৩৪১৬
আন্তর্জাতিক নং: ১৪৩৮-৪
২২. আযলের হুকুম
৩৪১৬। নসর ইবনে আলী জাহযামী (রাহঃ) ......... আনাস ইবনে সীরীন (রাহঃ) মা’বাদ ইবনে সীরীন (রাহঃ) সূত্রে আবু সাঈদ খুদরী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি (আনাস ইবনে সীরীন) বলেন, আমি তাকে (মা’বাদ ইবনে সীরীন) জিজ্ঞাসা করলাম, আপনি কি আবু সাঈদ খুদরী (রাযিঃ) থেকে এ হাদীসটি শুনেছেন? তিনি বললেন, হ্যাঁ, নবী (ﷺ) থেকে। তিনি বলেন, এটা না করলে তোমাদের কোন ক্ষতি নেই। কেননা, এটা হল তাকদীরের অন্তর্ভুক্ত।
باب حُكْمِ الْعَزْلِ
وَحَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ، حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَنَسِ، بْنِ سِيرِينَ عَنْ مَعْبَدِ بْنِ سِيرِينَ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ قُلْتُ لَهُ سَمِعْتَهُ مِنْ أَبِي سَعِيدٍ، قَالَ نَعَمْ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " لاَ عَلَيْكُمْ أَنْ لاَ تَفْعَلُوا فَإِنَّمَا هُوَ الْقَدَرُ" .
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
সহীহ মুসলিম - হাদীস নং ৩৪১৬ | মুসলিম বাংলা