আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
১৭- বিবাহ-শাদীর অধ্যায়
হাদীস নং: ৩৪০৮
আন্তর্জাতিক নং: ১৪৩৬-২
২০. স্বামীর বিছানা পরিহার করা স্ত্রীর জন্য নিষিদ্ধ
৩৪০৮। ইয়াহয়া ইবনে হাবীব (রাহঃ) ......... শুবা (রাহঃ) সূত্রে এই সনদের বর্ণনায় বলেছেন, ″ফিরে না আসা পর্যন্ত″ কথার উল্লেখ আছে।
باب تَحْرِيمِ امْتِنَاعِهَا مِنْ فِرَاشِ زَوْجِهَا
وَحَدَّثَنِيهِ يَحْيَى بْنُ حَبِيبٍ، حَدَّثَنَا خَالِدٌ، - يَعْنِي ابْنَ الْحَارِثِ - حَدَّثَنَا شُعْبَةُ، بِهَذَا الإِسْنَادِ وَقَالَ " حَتَّى تَرْجِعَ " .
হাদীসের ব্যাখ্যা:
এ হাদিসের ব্যাখ্যার জন্য - ৩৪০৭ নং হাদীসের ব্যাখ্যা দেখুন।


বর্ণনাকারী: