আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ

১৭- বিবাহ-শাদীর অধ্যায়

হাদীস নং: ৩৪০৩
আন্তর্জাতিক নং: ১৪৩৪-২
১৮. মিলনের প্রাক্কালে যা পাঠ করা মুস্তাহাব
৩৪০৩। মুহাম্মাদ ইবনে মুসান্না ও ইবনে বাশশার (রাহঃ) ......... শু’বা (রাহঃ) থেকে ইবনে নুমাইর তাঁর পিতা থেকে। আব্দ ইবনে হুমায়দ (রাহঃ) আব্দুর রাযযাক (রাহঃ) থেকে, সকলেই সাওরী (রাহঃ) থেকে রিওয়ায়াত করেন। তারা উভয়ে মনসুর থেকে জারীরের হাদীসের মর্মানুযায়ী, তবে শু’বা তার হাদীসে ‘বিসমিল্লাহ এর উল্লেখ করেননি এবং সাওরী সূত্রে আব্দুর রাযযাক এর রিওয়ায়াতে ‘বিসমিল্লাহ রয়েছে। আর ইবনে নুমাইর এর রিওয়ায়াতে রয়েছে যে, মনসুর বলেছেন, আমি মনে করি তিনি বলেছেন, ’বিসমিল্লাহ’।
باب مَا يُسْتَحَبُّ أَنْ يَقُولَهُ عِنْدَ الْجِمَاعِ
وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَابْنُ، بَشَّارٍ قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، ح وَحَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي ح، وَحَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ، أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، جَمِيعًا عَنِ الثَّوْرِيِّ، كِلاَهُمَا عَنْ مَنْصُورٍ، بِمَعْنَى حَدِيثِ جَرِيرٍ غَيْرَ أَنَّ شُعْبَةَ لَيْسَ فِي حَدِيثِهِ ذِكْرُ " بِاسْمِ اللَّهِ " . وَفِي رِوَايَةِ عَبْدِ الرَّزَّاقِ عَنِ الثَّوْرِيِّ " بِاسْمِ اللَّهِ " . وَفِي رِوَايَةِ ابْنِ نُمَيْرٍ قَالَ مَنْصُورٌ أُرَاهُ قَالَ " بِاسْمِ اللَّهِ " .
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)