আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

১৭- নামাযে কসরের অধ্যায়

হাদীস নং: ১০৩৫
আন্তর্জাতিক নং: ১০৯৭ - ১০৯৮
৭০৩. ফরয নামাযের জন্য সওয়ারী থেকে অবতরণ করা।
১০৩৫। ইয়াহয়া ইবনে বুকাইর (রাহঃ) ......... আমীর ইবনে রবীআ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে দেখেছি, তিনি সওয়ারীর উপর উপবিষ্ট অবস্থায় মাথা দিয়ে ইশারা করে সেদিকেই নামায আদায় করতেন যেদিকে সওয়ারী ফিরত। কিন্তু রাসূলুল্লাহ (ﷺ) ফরয নামাযে এরূপ করতেন না।
লাইস (রাহঃ) ......... সালিম (রাহঃ) থেকে বর্ণিত, আব্দুল্লাহ (রাযিঃ) সফরকালে রাতের বেলায় সওয়ারীর উপর থাকা অবস্থায় নামায আদায় করতেন, কোন্ দিকে তাঁর মুখ রয়েছে সে দিকে লক্ষ্য করতেন না এবং ইবনে উমর (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) সওয়ারীর উপর নফল নামায আদায় করেছেন, সওয়ারী যে দিকে মুখ ফিরিয়েছে সেদিকেই এবং তার উপর বিতরও আদায় করেছেন। কিন্তু সওয়ারীর উপর ফরয নামায আদায় করতেন না।
باب يَنْزِلُ لِلْمَكْتُوبَةِ
1097 - حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَامِرِ بْنِ رَبِيعَةَ، أَنَّ عَامِرَ بْنَ رَبِيعَةَ أَخْبَرَهُ، قَالَ: «رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ عَلَى الرَّاحِلَةِ يُسَبِّحُ، يُومِئُ بِرَأْسِهِ قِبَلَ أَيِّ وَجْهٍ تَوَجَّهَ، وَلَمْ يَكُنْ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصْنَعُ ذَلِكَ فِي الصَّلاَةِ المَكْتُوبَةِ»
1098 - وَقَالَ اللَّيْثُ: حَدَّثَنِي يُونُسُ، عَنْ ابْنِ شِهَابٍ، قَالَ: قَالَ سَالِمٌ: «كَانَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا يُصَلِّي عَلَى دَابَّتِهِ مِنَ اللَّيْلِ، وَهُوَ مُسَافِرٌ مَا يُبَالِي حَيْثُ مَا كَانَ وَجْهُهُ» قَالَ ابْنُ عُمَرَ: «وَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُسَبِّحُ عَلَى الرَّاحِلَةِ قِبَلَ أَيِّ وَجْهٍ تَوَجَّهَ، وَيُوتِرُ عَلَيْهَا، غَيْرَ أَنَّهُ لاَ يُصَلِّي عَلَيْهَا المَكْتُوبَةَ»
সহীহ বুখারী - হাদীস নং ১০৩৫ | মুসলিম বাংলা