আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

১৭- নামাযে কসরের অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১০৯৫
৭০১. বাহনের উপরে বাহন যেদিকে মুখ করে সেদিকে ফিরে নফল নামায আদায় করা।
১০৩৩। আব্দুল আ’লা ইবনে হাম্মাদ (রাহঃ) ......... নাফি’ (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, ইবনে উমর (রাযিঃ) তাঁর সওয়ারীর উপর (নফল) নামায আদায় করতেন এবং এর উপর বিতরও আদায় করতেন। তিনি বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) এরূপ করতেন।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন