আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

২- ইলমের অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১০৩
৭৮। কোন কথা শুনে না বুঝলে জানার জন্য পুনরায় জিজ্ঞাসা করা
১০৩। সাঈদ ইবনে আবু মারয়াম (রাহঃ) .... ইবনে আবু মুলায়কা (রাহঃ) বলেন, নবী করিম (ﷺ) এর সহধর্মিণী আয়িশা (রাযিঃ) কোন কথা শুনে বুঝতে না পারলে ভালভাবে না বুঝা পর্যন্ত বার বার প্রশ্ন করতেন। একবার নবী করীম (ﷺ) বললেন, “(কিয়ামতের দিন) যার হিসাব নেয়া হবে তাকে আযাব দেওয়া হবে।” আয়িশা (রাযিঃ) বলেনঃ আমি জিজ্ঞাসা করলাম, আল্লাহ্ তাআলা কি ইরশাদ করেননি, (فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا) (তার হিসার-নিকাশ সহজেই নেয়া হবে) (৮৪ : ৮)। তখন তিনি বললেনঃ তা কেবল হিসাব পেশ করা। কিন্তু যার হিসাব পুঙ্খানুপুঙ্খরূপে নেয়া হবে সে ধবংস হবে।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন