আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
১৭- নামাযে কসরের অধ্যায়
হাদীস নং: ১০২৭
আন্তর্জাতিক নং: ১০৮৮
- নামাযে কসরের অধ্যায়
৬৯৮. কত দিনের সফরে নামায কসর করবে।
১০২৭। আদম (রাহঃ) ......... আবু হুরাইরা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) বলেছেনঃ যে মহিলা আল্লাহ্ এবং আখিরাতের প্রতি ঈমান রাখে, তার পক্ষে কোন মাহরাম পুরুষকে সাথে না নিয়ে এক দিন ও এক রাত্রির পথ সফর করা জায়েয নয়।
ইয়াহয়া ইবনে আবু কাসীর, সুহাইল ও মালিক (রাহঃ) ......... হাদীস বর্ণনায় ইবনে আবু যি'ব (রাহঃ) এর অনুসরণ করেছেন।
ইয়াহয়া ইবনে আবু কাসীর, সুহাইল ও মালিক (রাহঃ) ......... হাদীস বর্ণনায় ইবনে আবু যি'ব (রাহঃ) এর অনুসরণ করেছেন।
أبواب تقصير الصلوة
باب فِي كَمْ يَقْصُرُ الصَّلاَةَ
1088 - حَدَّثَنَا آدَمُ، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، قَالَ: حَدَّثَنَا سَعِيدٌ المَقْبُرِيُّ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لاَ يَحِلُّ لِامْرَأَةٍ تُؤْمِنُ بِاللَّهِ وَاليَوْمِ الآخِرِ أَنْ تُسَافِرَ مَسِيرَةَ يَوْمٍ وَلَيْلَةٍ لَيْسَ مَعَهَا حُرْمَةٌ» تَابَعَهُ يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، وَسُهَيْلٌ، وَمَالِكٌ، عَنِ المَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ