আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
১৬- হজ্ব - উমরার অধ্যায়
হাদীস নং: ৩১৭৮
আন্তর্জাতিক নং: ১৩৫৭
৮১. মক্কায় ইহরামবিহীন অবস্থায় প্রবেশ জায়েয
৩১৭৮। আব্দুল্লাহ ইবনে মাসলামা কা’নবী ইয়াহয়া ইবনে ইয়াহয়া ও কুতায়বা ইবনে সাঈদ মালিক থেকে তিনি ইবনে শিহাব থেকে এবং তিনি আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণনা করেন। ইয়াহয়ার বর্ণনায় হাদীসটি এখানে উদ্ধৃত হল। তিনি বলেন, আমি মালিককে জিজ্ঞাসা করলাম, যুহরী আনাস (রাযিঃ) সূত্রে কি আপনার কাছে বর্ণনা করেছেন যে, নবী (ﷺ) মক্কা বিজয়ের সময়ে লৌহ শিরস্ত্রাণ পরিহিত অবস্থায় মক্কায় প্রবেশ করলেন। তিনি যখন তা মাথা থেকে নামিয়ে রাখলেন তখন এক ব্যক্তি তার নিকট এসে বলল, ইবনে খাতাল কাবার গিলাফ ধরে ঝুলে আছে। তিনি বললেনঃ তোমরা তাকে হত্যা কর। (ইয়াহয়া ইবনে ইয়াহয়া ইমাম মালিককে জিজ্ঞাসা করেন যে, ইমাম যুহরী (রাহঃ) আনাস (রাযিঃ) এর সূত্রে তাঁকে এই হাদীস বলেছেন, কিনা), তিনি বলেন, হ্যাঁ।*
*হানাফী মাযহাবে কোন অবস্থায় ইহরাম ব্যতীত মক্কায় প্রবেশ জায়িয নয়। মক্কা বিজয়ের দিন যেহেতু মক্কা রাসূলুল্লাহ জন্য হালাল ছিল, তাই তিনি শিরস্ত্রাণ পরিধান করে মক্কায় প্রবেশ করেন।
*হানাফী মাযহাবে কোন অবস্থায় ইহরাম ব্যতীত মক্কায় প্রবেশ জায়িয নয়। মক্কা বিজয়ের দিন যেহেতু মক্কা রাসূলুল্লাহ জন্য হালাল ছিল, তাই তিনি শিরস্ত্রাণ পরিধান করে মক্কায় প্রবেশ করেন।
باب جَوَازِ دُخُولِ مَكَّةَ بِغَيْرِ إِحْرَامٍ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ الْقَعْنَبِيُّ، وَيَحْيَى بْنُ يَحْيَى، وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، أَمَّا الْقَعْنَبِيُّ فَقَالَ قَرَأْتُ عَلَى مَالِكِ بْنِ أَنَسٍ وَأَمَّا قُتَيْبَةُ فَقَالَ حَدَّثَنَا مَالِكٌ وَقَالَ يَحْيَى - وَاللَّفْظُ لَهُ - قُلْتُ لِمَالِكٍ أَحَدَّثَكَ ابْنُ شِهَابٍ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم دَخَلَ مَكَّةَ عَامَ الْفَتْحِ وَعَلَى رَأْسِهِ مِغْفَرٌ فَلَمَّا نَزَعَهُ جَاءَهُ رَجُلٌ فَقَالَ ابْنُ خَطَلٍ مُتَعَلِّقٌ بِأَسْتَارِ الْكَعْبَةِ . فَقَالَ " اقْتُلُوهُ " . فَقَالَ مَالِكٌ نَعَمْ .
