আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ

১৬- হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ৩১৫৫
আন্তর্জাতিক নং: ১৩৪৬-১
৭৩. হজ্জ, উমরা ইত্যাদি সমাপান্তে প্রত্যাবর্তনের পথে যুল হুলাইফার বাতহা নামক স্থানে অবতরণ ও নামায আদায় করা মুস্তাহাব
৩১৫৫। মুহাম্মাদ ইবনে আব্বাদ (রাহঃ) ......... সালিম (রাহঃ) থেকে তার পিতার সূত্রের বর্ণিত। যূল-হুলায়ফায় রাতের শেষ ভাগে রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট (কোন আগন্তুক ফিরিশতা) আবির্ভূত হয়। তাঁকে বলা হল, আপনি বরকতপূর্ণ পাথরময় স্থানে (অবস্থান করছেন)।
وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبَّادٍ، حَدَّثَنَا حَاتِمٌ، - وَهُوَ ابْنُ إِسْمَاعِيلَ - عَنْ مُوسَى، - وَهُوَ ابْنُ عُقْبَةَ - عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أُتِيَ فِي مُعَرَّسِهِ بِذِي الْحُلَيْفَةِ فَقِيلَ لَهُ إِنَّكَ بِبَطْحَاءَ مُبَارَكَةٍ .
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
সহীহ মুসলিম - হাদীস নং ৩১৫৫ | মুসলিম বাংলা