আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
১৬- হজ্ব - উমরার অধ্যায়
হাদীস নং: ৩১৪৯
আন্তর্জাতিক নং: ১৩৪৪-২
৭২. হজ্জের ইত্যাদি সফর থেকে প্রত্যাবর্তন করে যে দুআ পড়তে হয়
৩১৪৯। যুহাইর ইবনে হারব, ইসমাঈল ইবনে উলায়্যা থেকে ও তিনি আইয়ুব থেকে, ইবনে আবু উমর মা’ন থেকে ও তিনি মালিক থেকে, ইবনে রাফি (রাহঃ) ইবনে আবু ফুদায়ক থেকে তিনি দাইহাক থেকে আর তারা সকলে নাফি হতে এবং তিনি ......... ইবনে উমর (রাযিঃ) থেকে এই সূত্রে নবী (ﷺ) এর উপরোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে। শুধুমাত্র আইয়ুবের বর্ণনা দু’বার তাকবীরের কথা উল্লেখ আছে।
باب مَا يَقُولُ إِذَا قَفَلَ مِنْ سَفَرٍ الْحَجِّ وَغَيْرِهِ
وَحَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ، - يَعْنِي ابْنَ عُلَيَّةَ - عَنْ أَيُّوبَ، ح وَحَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا مَعْنٌ، عَنْ مَالِكٍ، ح وَحَدَّثَنَا ابْنُ رَافِعٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي فُدَيْكٍ، أَخْبَرَنَا الضَّحَّاكُ، كُلُّهُمْ عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم . بِمِثْلِهِ إِلاَّ حَدِيثَ أَيُّوبَ فَإِنَّ فِيهِ التَّكْبِيرَ مَرَّتَيْنِ .
