আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ

১৬- হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ৩০৯৩
আন্তর্জাতিক নং: ১২১১-২৮
- হজ্ব - উমরার অধ্যায়
৬৪. বিদায়ী তাওয়াফ বাধ্যতামুলক কিন্তু ঋতুবতী মহিলার ক্ষেত্রে তা পরিত্যাজ্য
৩০৯৩। আবু তাহির, হারামালা ইবনে ইয়াহয়া ও আহমদ ইবনে ঈসা (রাহঃ) ইবনে ওয়াহাব থেকে তিনি ইউনুস থেকে এবং তিনি ইবনে শিহাব (রাহঃ) থেকে এই সনদে বর্ণিত। আয়িশা (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর স্ত্রী সাফিয়্যা বিনতে হুওয়াই বিদায় হজ্জকালে পবিত্র অবস্থায় তাওয়াফে ইফাযা করার পর হায়যগ্রস্ত হন......। অবশিষ্ট বর্ণনা পূর্বোক্ত লাঈসের হাদীসের অনুরূপ।
كتاب الحج
باب وُجُوبِ طَوَافِ الْوَدَاعِ وَسُقُوطِهِ عَنِ الْحَائِضِ
حَدَّثَنِي أَبُو الطَّاهِرِ، وَحَرْمَلَةُ بْنُ يَحْيَى، وَأَحْمَدُ بْنُ عِيسَى، قَالَ أَحْمَدُ حَدَّثَنَا وَقَالَ، الآخَرَانِ أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، بِهَذَا الإِسْنَادِ قَالَتْ طَمِثَتْ صَفِيَّةُ بِنْتُ حُيَىٍّ زَوْجُ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي حَجَّةِ الْوَدَاعِ بَعْدَ مَا أَفَاضَتْ طَاهِرًا بِمِثْلِ حَدِيثِ اللَّيْثِ .