৪৫. দুর্বল ও বৃদ্ধদের, বিশেষত মহিলাদের ভোররাতে রাস্তায় ভিড় হওয়ার পূর্বেই মুযদালিফা থেকে মিনায় পাঠানো এবং অন্যদের ফজর পর্যন্ত মুযদালিফায় অবস্থান করা মুস্তাহাব
২৯৮৮। আব্দুল্লাহ ইবনে মাসলামা ইবনে কা’নাব (রাহঃ) ......... কাসিম [রহ ] আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, সাওদা (রাযিঃ) মুযদালিফার রাতে রাসুলুলাহ (ﷺ) এর আগেই এবং রাস্তায় জনতার ভিড় হওয়ার পূর্বেই মিনার উদ্দেশ্যে যাত্রার জন্য তাঁর নিকট অনুমতি প্রার্থনা করেন। তিনি ছিলেন স্থুলদেহী। কাসিম বলেন, الثَّبِطَة শব্দের অর্থ الثَّقِيلَة (ভারী)। আয়িশা (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তাকে অনুমতি দিলেন। অতএব তিনি তাঁর আগেই রওয়ানা হয়ে গেলেন এবং আমরা ফজর পর্যন্ত সেখানে অবস্থান করলাম। এরপর আমরা রাসূলুল্লাহ (ﷺ) এর সাখে রওয়ানা হলাম। আমিও যদি সাওদা (রাযিঃ) এর মত রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট অনুমতি নিয়ে আগেভাগে চলে যেতাম, তবে আমার কাছে তা যে কোন আনন্দদায়ক বস্তু হতে বেশী আনন্দদায়ক হত।