আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ

১৬- হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ২৯৭৯
আন্তর্জাতিক নং: ১২৮৭-২
- হজ্ব - উমরার অধ্যায়
৪৩. আরাফার থেকে মুযদালিফায় প্রত্যাবর্তন এবং মুযদালিফায় এই রাতের মাগরিব ও ইশার নামায একত্রে আদায় করা মুস্তাহাব
২৯৭৯। কুতায়বা ও ইবনে রুমহ (রাহঃ) ......... ইয়াহয়া ইবনে সাঈদ (রাহঃ) থেকে এই সূত্রে উপরোক্ত হাদীসের অমূরূপ বর্ণনা করেছেন। ইবনে রুমহ তার বর্ণনায় আব্দুল্লাহ ইবনে ইয়াযীদ খাতমীর সূত্রে উল্লেখ করেছেন যে, আবু আইয়ুব আনসারী (রাযিঃ) আব্দুল্লাহ ইবনে যুবাইর (রাযিঃ) এর খিলাফতকালে কুফার আমীর ছিলেন।
كتاب الحج
باب الإِفَاضَةِ مِنْ عَرَفَاتٍ إِلَى الْمُزْدَلِفَةِ وَاسْتِحْبَابِ صَلاَتَىِ الْمَغْرِبِ وَالْعِشَاءِ جَمْعًا بِالْمُزْدَلِفَةِ فِي هَذِهِ اللَّيْلَةِ
وَحَدَّثَنَاهُ قُتَيْبَةُ، وَابْنُ، رُمْحٍ عَنِ اللَّيْثِ بْنِ سَعْدٍ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، بِهَذَا الإِسْنَادِ . قَالَ ابْنُ رُمْحٍ فِي رِوَايَتِهِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ الْخَطْمِيِّ، وَكَانَ، أَمِيرًا عَلَى الْكُوفَةِ عَلَى عَهْدِ ابْنِ الزُّبَيْرِ .
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)