৪৩. আরাফার থেকে মুযদালিফায় প্রত্যাবর্তন এবং মুযদালিফায় এই রাতের মাগরিব ও ইশার নামায একত্রে আদায় করা মুস্তাহাব
২৯৭৭। আবু বকর ইবনে আবি শাঈবা (রাহঃ) ......... হিশাম ইবনে উরওয়া (রাহঃ) থেকে এই সূত্রে হাদীস অনুরূপ বর্ণিত হয়েছে। হুমায়দের রিওয়ায়াতে আছে, রাবী হিশাম (রাহঃ) বলেন عَنَق এর চেয়ে আরো দ্রুত গতিতে চলাকেنص বলা হয়।