শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

شرح معاني الآثار المختلفة المروية عن رسول الله صلى الله عليه وسلم في الأحكام

১৯. শিকার,জবাই ও কুরবানীর বিধান - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস ২০ টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৬৩০৯
মদীনার শিকার প্রসঙ্গ
৬৩০৯। ফাহদ ইবন সুলায়মান ..... ইবরাহীম তায়মী বলেন, আমার পিতা (ইয়াযীদ ইবন শারীক ইবন তারিক তাইমী) বলেন, একবার হযরত আলী (রাযিঃ) পাকা ইঁটের মিম্বরে দাঁড়িয়ে আমাদেরকে খুতবা দিলেন। তখন তিনি তরবারি সজ্জিত ছিলেন, যার সাথে একখানা সহীফা ঝুলন্ত ছিল। তিনি বললেন, আল্লাহর কসম, কিতাবুল্লাহ্ এবং এই সহীফার মধ্যে যা কিছু আছে, তা ব্যতীত আমাদের নিকট কোন কিতাব নেই, যা আমরা পাঠ করি। অতঃপর তিনি সহীফাখানা খুলে দিলেন তখন দেখা গেল, তার মধ্যে রয়েছে, আ-ইর হতে সাওর পর্যন্ত মদীনা হচ্ছে হারাম।
بَابُ صَيْدِ الْمَدِينَةِ
6309 - حَدَّثَنَا فَهْدُ بْنُ سُلَيْمَانَ قَالَ: ثنا عُمَرُ بْنُ حَفْصِ بْنِ غِيَاثٍ قَالَ: ثنا أَبِي قَالَ ثنا الْأَعْمَشُ قَالَ: حَدَّثَنِي إِبْرَاهِيمُ التَّيْمِيُّ , قَالَ حَدَّثَنِي أَبِي , قَالَ: خَطَبَنَا عَلِيٌّ رَضِيَ اللهُ عَنْهُ عَلَى مِنْبَرٍ مِنْ آجُرٍّ , وَعَلَيْهِ سَيْفٌ فِيهِ صَحِيفَةٌ مُعَلَّقَةٌ بِهِ , فَقَالَ: وَاللهِ مَا عِنْدَنَا مِنْ كِتَابٍ نَقْرَؤُهُ إِلَّا كِتَابَ اللهِ , وَمَا فِي هَذِهِ الصَّحِيفَةِ ثُمَّ نَشَرَهَا , فَإِذَا فِيهَا: «الْمَدِينَةُ حَرَامٌ , مِنْ عَيْرٍ إِلَى ثَوْرٍ»
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৬৩১০
মদীনার শিকার প্রসঙ্গ
৬৩১০। ইবরাহীম ইবন মারযূক..... ইসমাঈল ইবন মুহাম্মাদ হযরত আমের ইবন সা'দ (রাযিঃ) হতে বর্ণনা করেন, একবার হযরত সা'দ (রাযিঃ) তার আক্বীক্ব-এ অবস্থিত প্রাসাদে সাওয়ার অবস্থায় গমন করেন, তখন সেখানে একজন গোলামকে একটা গাছ কাটতে কিংবা পাতা ছিঁড়তে দেখতে পেলেন। আবু জাফর বলেন, আমার ধারণা, এ হাদীসের মধ্যে এ কথাও রয়েছে, অতঃপর তিনি তার থেকে (গোলামের থেকে) কেড়ে নেয়া জিনিস নিয়ে নিলেন। তারপর যখন তিনি ফিরে এলেন, তখন গোলামের লোকজন তার নিকট এসে তাদের গোলাম থেকে ছিনিয়ে নেয়া জিনিসপত্র ফিরিয়ে দেয়ার জন্য কথা বলল। তখন হযরত সা'দ বললেন, এমন বস্তু ফিরিয়ে দেয়া হতে আল্লাহর পানাহ, যা রাসূলুল্লাহ্ (ﷺ) আমাকে নফল (অতিরিক্ত গনীমতের মাল) হিসেবে প্রদান করেছেন। এ কথা বলে তিনি তাদের নিকট তা ফিরিয়ে দিতে অস্বীকার করলেন।
6310 - حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا أَبُو عَامِرٍ الْعَقَدِيُّ، قَالَ: ثنا عَبْدُ اللهِ بْنُ جَعْفَرٍ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ مُحَمَّدٍ، عَنْ عَامِرِ بْنِ سَعْدٍ، " أَنَّ سَعْدًا، رَكِبَ إِلَى قَصْرِهِ بِالْعَقِيقِ , فَوَجَدَ غُلَامًا يَقْطَعُ شَجَرَةً أَوْ يَحْتَطِبُهُ، قَالَ أَبُو جَعْفَرٍ رَضِيَ اللهُ عَنْهُ أَظُنُّ فِيهِ: فَأَخَذَ سَلَبَهُ فَلَمَّا رَجَعَ , أَتَاهُ أَهْلُ الْغُلَامِ , فَكَلَّمُوهُ أَنْ يَرُدَّ عَلَيْهِمْ مَا أَخَذَ مِنْ غُلَامِهِمْ. فَقَالَ: «مَعَاذَ اللهِ أَنْ أَرُدَّ شَيْئًا نَفَّلَنِيهِ رَسُولُ اللهِ , وَأَبَى أَنْ يَرُدَّهُ إِلَيْهِمْ»
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৬৩১১
মদীনার শিকার প্রসঙ্গ
৬৩১১। ইবরাহীম ইবন মারযূক..... সুলায়মান ইব্‌ন আবু আব্দুল্লাহ্ হতে বর্ণনা করেন, তিনি বলেন, একবার আমি হযরত সা'দ ইবন আবু ওয়াক্কাস (রাযিঃ)-এর নিকট উপস্থিত ছিলাম। তখন তাঁর নিকট কিছু লোক তাদের এমন এক গোলামের ব্যাপারে উপস্থিত হলো যাকে হযরত সা'দ (রাযিঃ) মদীনার হারাম শরীফে শিকার করতে‌ দেখে তার জিনিসপত্র ছিনিয়ে নিয়েছিলেন। হযরত সা'দ (রাযিঃ) তা ছিনিয়ে নেয়ার পর তারা তা ফিরিয়ে দেয়ার জন্য তাঁকে অনুরোধ করল, কিন্তু তিনি অস্বীকার করলেন এবং বললেন, রাসূলুল্লাহ্ (ﷺ) যখন মদীনার হারামের সীমা নির্ধারণ করলেন তখন তিনি বললেন, এ সীমার মধ্যে তোমরা যাকে শিকার করতে পাবে, তার নিকট হতে ছিনিয়ে নেয়া বস্তু তারই হবে। অতএব রাসূলুল্লাহ্ (ﷺ) আমাকে যে ভোগ করার জন্য দান করেছেন, আমি‌ তা ফিরিয়ে দিব না। অবশ্য তোমরা যদি এর মূল্য নিতে চাও তবে আমি তা দিতে প্রস্তুত।
6311 - حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا وَهْبُ بْنُ جَرِيرٍ، عَنْ أَبِيهِ، عَنْ يَعْلَى بْنِ حَكِيمٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ أَبِي عَبْدِ اللهِ، قَالَ: شَهِدْتُ سَعْدَ بْنَ أَبِي وَقَّاصٍ رَضِيَ اللهُ عَنْهُ , وَقَدْ أَتَاهُ قَوْمٌ فِي عَبْدٍ لَهُمْ , أَخَذَ سَعْدُ بْنُ أَبِي وَقَّاصٍ سَلَبَهُ , رَآهُ يَصِيدُ فِي حَرَمِ الْمَدِينَةِ , الَّذِي حَرَّمَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَخَذَ سَلَبَهُ فَكَلَّمُوهُ أَنْ يَرُدَّ عَلَيْهِ سَلَبَهُ فَأَبَى وَقَالَ: إِنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا أَحَدَّ حُدُودَ الْحَرَامِ , حَرَّمَ الْمَدِينَةَ فَقَالَ: «مَنْ وَجَدْتُمُوهُ يَصِيدُ فِي شَيْءٍ مِنْ هَذِهِ الْحُدُودِ , فَمَنْ وَجَدَهُ فَلَهُ سَلَبُهُ» فَلَا أَرُدُّ عَلَيْكُمْ طُعْمَةً أَطْعَمَنِيهَا رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَكِنْ إِنْ شِئْتُمْ غَرِمْتُ لَكُمْ ثَمَنَ سَلَبِهِ , فَعَلْتُ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৬৩১২
মদীনার শিকার প্রসঙ্গ
৬৩১২। আহমদ ইব্‌ন দাউদ...... আমের ইবন সা'দ তাঁর পিতা হতে বর্ণনা করেন। রাসূলুল্লাহ্ (ﷺ) মদীনার দুটি প্রস্তরময় ভূখণ্ডের মধ্যবর্তী স্থানের গাছপালা কর্তন করা হারাম করেছেন এবং সেখানে অবস্থানরত শিকার হত্যা করাও হারাম করেছেন।
6312 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ دَاوُدَ، قَالَ: ثنا يَعْقُوبُ بْنُ حُمَيْدٍ، قَالَ: أَخْبَرَنَا مَرْوَانُ بْنُ مُعَاوِيَةَ، عَنْ عُثْمَانَ بْنِ حَكِيمٍ، قَالَ: أَخْبَرَنِي عَامِرُ بْنُ سَعْدٍ، عَنْ أَبِيهِ، «أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَرَّمَ مَا بَيْنَ لَابَتَيِ الْمَدِينَةِ أَنْ يُقْطَعَ عِضَاهُهَا أَوْ يُقْتَلَ صَيْدُهَا»
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৬৩১৩
মদীনার শিকার প্রসঙ্গ
৬৩১৩। আলী ইব্‌ন মা'বাদ ..... সালিহ ইবন ইবরাহীম তাঁর পিতা হতে বর্ণনা করেন, তিনি বলেন, একবার কুম্বুলা নামক স্থানে আমি একটা পাখি শিকার করলাম, অতঃপর তা হাতে নিয়ে আমি বের হলাম। এমন সময় আমার পিতা আব্দুর রহমান ইবন আওফ (রাযিঃ)-এর সাথে আমার সাক্ষাত হলো। তিনি আমাকে জিজ্ঞেস করলেন, এটা কি ? আমি বললাম এটা একটা পাখি, যা কুম্বুলা নামক স্থানে শিকার করেছি। অতঃপর তিনি অতি কঠিন হস্তে আমার কান মলে দিলেন। তারপর তিনি আমার হাত থেকে নিয়ে পাখিটা ছেড়ে দিলেন। অতঃপর তিনি বললেন, রাসূলুল্লাহ্ (ﷺ) মদীনার দু'প্রস্তরময় ভূখণ্ডের মাঝের শিকার হারাম করেছেন।
6313 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ مَعْبَدٍ، قَالَ: ثنا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، قَالَ: حَدَّثَنِي أَبُو ثَابِتٍ عِمْرَانُ بْنُ عَبْدِ الْعَزِيزِ الزُّهْرِيُّ , عَنْ عَبْدِ اللهِ بْنِ يَزِيدَ، مَوْلَى الْمُنْبَعِثِ , عَنْ صَالِحِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ أَبِيهِ، قَالَ: اصْطَدْتُ طَيْرًا بِالْقُنْبُلَةِ , فَخَرَجْتُ بِهِ فِي يَدِي فَلَقِيَنِي أَبِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ رَضِيَ اللهُ عَنْهُ فَقَالَ: مَا هَذَا؟ فَقُلْتُ: طَيْرًا اصْطَدْتُهُ بِالْقُنْبُلَةِ , فَعَرَكَ أُذُنِي عَرْكًا شَدِيدًا ثُمَّ أَرْسَلَهُ مِنْ يَدِي ثُمَّ قَالَ: «حَرَّمَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَيْدَ مَا بَيْنَ لَابَتَيْهَا»
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৬৩১৪
মদীনার শিকার প্রসঙ্গ
৬৩১৪। ইউনুস ....... আতা ইবন ইয়াসার হযরত আবু আইয়ূব আনসারী (রাযিঃ) হতে বর্ণনা করেন, একবার তিনি কতিপয় গোলামকে পেয়েছিলেন, যারা একটি শৃগালকে ধরা দেয়ার জন্য বাধ্য করেছিল। অতঃপর তিনি তাদেরকে তাড়িয়ে দিলেন। মালিক বলেন, আমি তো শুধু এ কথাই জানি যে, তিনি তাদেরকে এ কথাই বলেছিলেন, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর হারাম করা এলাকায় এমন করা হচ্ছে।
6314 - حَدَّثَنَا يُونُسُ قَالَ: أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ قَالَ أَخْبَرَنِي مَالِكٌ , عَنْ يُونُسَ بْنِ يُوسُفَ , عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ , عَنْ أَبِي أَيُّوبَ الْأَنْصَارِيِّ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّهُ وَجَدَ غِلْمَانًا , قَدْ لَجَئُوا ثَعْلَبًا إِلَى زَاوِيَةٍ , فَطَرَدَتْهُمْ. قَالَ مَالَكَ: لَا أَعْلَمُ إِلَّا أَنَّهُ قَالَ: «أَفِي حَرَمِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصْنَعُ هَذَا؟»
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৬৩১৫
মদীনার শিকার প্রসঙ্গ
৬৩১৫। ইবরাহীম ইবন মারযূক ...... ইব্‌ন আমর, সুহায়ল ইবন হানীফ হতে বর্ণনা করেন, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে মদীনার দিকে হাত দ্বারা ইশারা করে বলতে শুনেছি, এটা হলো নিরাপদ হারাম।
6315 - حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مَرْزُوقٍ قَالَ: ثنا عَفَّانَ , قَالَ: ثنا عَبْدُ الْوَاحِدِ بْنُ زِيَادٍ , قَالَ: ثنا سُلَيْمَانُ الشَّيْبَانِيُّ , عَنْ يَسِيرِ بْنِ عَمْرٍو , عَنْ سَهْلِ بْنِ حُنَيْفٍ , قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوْ أَهْوَى بِيَدِهِ إِلَى الْمَدِينَةِ يَقُولُ: «إِنَّهُ حَرَمٌ آمِنٌ»
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৬৩১৬
মদীনার শিকার প্রসঙ্গ
৬৩১৬। ইবন খুযায়মা..... শারজীল বলেন, একবার হযরত যায়দ ইবন সাবিত (রাযিঃ) আমাদের নিকট আগমন করলেন, তখন আমরা (শিকার ধরবার জন্য) মদীনায় জাল টানাচ্ছিলাম। অতঃপর তিনি তা ধরে নিক্ষেপ করলেন এবং বললেন, তোমরা কি জান না যে, রাসূলুল্লাহ্ (ﷺ) মদীনার শিকার ধরা হারাম করেছেন?
6316 - حَدَّثَنَا ابْنُ خُزَيْمَةَ، قَالَ: ثنا إِبْرَاهِيمُ بْنُ بَشَّارٍ الرَّمَادِيُّ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ: ثنا زِيَادُ بْنُ سَعْدٍ، عَنْ شُرَحْبِيلَ، قَالَ: أَتَانَا زَيْدُ بْنُ ثَابِتٍ رَضِيَ اللهُ عَنْهُ , وَنَحْنُ نَنْصِبُ فِخَاخًا لَنَا بِالْمَدِينَةِ , فَرَمَى بِهَا وَقَالَ: «أَلَمْ تَعْلَمُوا أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَرَّمَ صَيْدَهَا؟»
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৬৩১৭
আন্তর্জাতিক নং: ৬৩১৮
মদীনার শিকার প্রসঙ্গ
৬৩১৭-১৮। আলী ইব্‌ন মা'বাদ..... আব্দুল্লাহ্ ইবন যায়দ (রাযিঃ) হতে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) ইরশাদ করেন, হযরত ইবরাহীম (আ) মক্কা মুকাররামাকে হারাম করেছেন এবং মক্কার অধিবাসীদের জন্য দু'আ করেছেন। আর আমি মদীনাকে হারাম করেছি এবং মদীনার অধিবাসীদের জন্যও তদ্রূপ দুআ করেছি যেমন
হযরত ইবরাহীম (আ) মক্কার লোকদের জন্য দু'আ করেছেন। আল্লাহ্ পাক যেন তাদের সা ও মুদ্দ-এর মধ্যে বরকত প্রদান করেন।

আলী ..... আমর ইবন ইয়াহইয়া হতে বর্ণনা করেন, অতঃপর তিনি তাঁর সনদে অনুরূপ বর্ণনা করেন।
6317 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ مَعْبَدٍ قَالَ: ثنا أَحْمَدُ بْنُ إِسْحَاقَ الْحَضْرَمِيُّ , قَالَ: ثنا وُهَيْبٌ , قَالَ: ثنا عَمْرُو بْنُ يَحْيَى , عَنْ عَبَّادِ بْنِ تَمِيمٍ , عَنْ عَبْدِ اللهِ بْنِ زَيْدٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِبْرَاهِيمُ عَلَيْهِ السَّلَامُ حَرَّمَ مَكَّةَ , وَدَعَا لَهُمْ , وَإِنِّي حَرَّمْتُ الْمَدِينَةَ , وَدَعَوْتُ لَهُمْ بِمِثْلِ مَا دَعَا بِهِ إِبْرَاهِيمُ لِأَهْلِ مَكَّةَ , أَنْ يُبَارِكَ لَهُمْ فِي صَاعِهِمْ وَمُدِّهِمْ»

6318 - حَدَّثَنَا عَلِيٌّ، قَالَ: أَخْبَرَنَا ابْنُ أَبِي مَرْيَمَ، قَالَ: أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ يَحْيَى، فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৬৩১৮
empty
৬৩১৮।
6318 -
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৬৩১৯
মদীনার শিকার প্রসঙ্গ
৬৩১৯। আলী ইবন শায়বা..... হযরত জাবির (রাযিঃ) হতে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) ইরশাদ করেন, হযরত ইবরাহীম (আ) বায়তুল্লাহকে হারাম করেছেন এবং নিরাপদ করেছেন আর আমি মদীনার দু'প্রস্তরময় ভূখণ্ডের মধ্যবর্তী স্থানকে হারাম করেছি। তার না ঘাস কাটা যাবে, আর না তার কোন শিকার ধরা যাবে।
6319 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ شَيْبَةَ، قَالَ ثنا قَبِيصَةُ بْنُ عُقْبَةَ، قَالَ: ثنا سُفْيَانُ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، رَضِيَ اللهُ عَنْهُ , قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ إِبْرَاهِيمَ عَلَيْهِ السَّلَامُ , حَرَّمَ بَيْتَ اللهِ وَأَمَّنَهُ , وَإِنِّي حَرَّمْتُ الْمَدِينَةَ مَا بَيْنَ لَابَتَيْهَا , لَا يُقْطَعُ عِضَاهُهَا , وَلَا يُصَادُ صَيْدُهَا»
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৬৩২০
আন্তর্জাতিক নং: ৬৩২১
মদীনার শিকার প্রসঙ্গ
৬৩২০-২১। ইয়াযীদ ইবন সিনান ও ইউনুস স্ব স্ব সনদে .... হযরত যায়নাব বিনত কা'ব হযরত আবু সাঈদ খুদরী (রাযিঃ) হতে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) মদীনার দু-প্রস্তরময় ভূখণ্ডের মধ্যবর্তী স্থানে গাছ কাটা বা তার পাতা ছেঁড়া হারাম করেছেন।
6320 - حَدَّثَنَا يَزِيدُ بْنُ سِنَانٍ، قَالَ ثنا يَحْيَى بْنُ سَعِيدٍ الْقَطَّانُ ح

6321 - وَحَدَّثَنَا يُونُسُ، قَالَ ثنا: أَنَسُ بْنُ عِيَاضٍ، عَنْ سَعْدِ بْنِ إِسْحَاقَ، عَنْ زَيْنَبَ بِنْتِ كَعْبٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، رَضِيَ اللهُ عَنْهُ , «أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَرَّمَ مَا بَيْنَ لَابَتَيِ الْمَدِينَةِ أَنْ يُعْضَدَ شَجَرُهَا , أَوْ يُخْبَطَ»
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৬৩২১
empty
৬৩২১।
6321 -
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৬৩২২
মদীনার শিকার প্রসঙ্গ
৬৩২২। হুসায়ন ইবন নসর ও আলী ইবন মা'বাদ..... হযরত রাফে ইবন খাদীজ (রাযিঃ) হতে বর্ণনা করেন, রাসূলুল্লাহ্ (ﷺ) মদীনার দু'প্রস্তরময় ভূখণ্ডের মধ্যবর্তী স্থানকে হারাম করেছেন।
6322 - حَدَّثَنَا حُسَيْنُ بْنُ نَصْرٍ، وَعَلِيُّ بْنُ مَعْبَدٍ، قَالَا: ثنا ابْنُ أَبِي مَرْيَمَ، قَالَ: أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، قَالَ أَخْبَرَنِي عُتْبَةُ بْنُ مُسْلِمٍ، مَوْلَى بَنِي تَيْمٍ , عَنْ نَافِعِ بْنِ جُبَيْرٍ، عَنْ رَافِعِ بْنِ خَدِيجٍ، رَضِيَ اللهُ عَنْهُ , «أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَرَّمَ مَا بَيْنَ لَابَتَيِ الْمَدِينَةِ»
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৬৩২৩
মদীনার শিকার প্রসঙ্গ
৬৩২৩। সালিহ ইবন আব্দুর রহমান ..... নাফে ইবন জুবায়র হতে বর্ণনা করেন, তিনি বলেন, একবার মারওয়ান ইবনুল হাকাম খুতবা প্রদান করলেন এবং তিনি মক্কা, মক্কার হারাম হওয়া এবং মক্কার অধিবাসীদের আলোচনা করলেন কিন্তু মদীনা, মদীনার হারাম হওয়া ও তার অধিবাসীদের আলোচনা করলেন না। তখন হযরত রাফে ইবন খাদীজ (রাযিঃ) দাঁড়িয়ে বললেন, কি ব্যাপার ? আপনাকে তো আমি মক্কা, মক্কার হারাম হওয়া ও মক্কার অধিবাসীদের আলোচনা করতে শুনলাম, আর মদীনা, মদীনার হারাম হওয়া ও মদীনার অধিবাসীদের আলোচনা আপনি করলেন না? অথচ রাসূলুল্লাহ্ (ﷺ) মদীনার দু’প্রস্তরময় ভূখণ্ডের মধ্যবর্তী স্থানকে হারাম করেছেন এবং তা একটা কামরার মধ্যে আমার নিকট রক্ষিত রয়েছে। আপনি ইচ্ছা করলে আমি তা আপনাকে পড়ে শোনাতে পারি। তখন মারওয়ান বললেন, আমি তা শুনেছি।
6323 - حَدَّثَنَا صَالِحُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ: ثنا الْقَعْنَبِيُّ، قَالَ: ثنا سُلَيْمَانُ بْنُ بِلَالٍ، عَنْ عُتْبَةَ بْنِ جُبَيْرٍ، أَنَّ مَرْوَانَ بْنَ الْحَكَمِ، خَطَبَ , فَذَكَرَ مَكَّةَ وَحُرْمَتَهَا وَأَهْلَهَا , وَلَمْ يَذْكُرِ الْمَدِينَةَ وَحُرْمَتَهَا وَأَهْلَهَا. فَقَامَ رَافِعُ بْنُ خَدِيجٍ رَضِيَ اللهُ عَنْهُ فَقَالَ: «مَالِي أَسْمَعُكَ ذَكَرْتَ مَكَّةَ وَحُرْمَتَهَا وَأَهْلَهَا وَلَمْ تَذْكُرِ الْمَدِينَةَ وَحُرْمَتَهَا وَأَهْلَهَا؟ وَقَدْ حَرَّمَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا بَيْنَ لَابَتَيِ الْمَدِينَةِ وَذَلِكَ عِنْدَنَا فِي الْأَدِيمِ الْخَوْلَانِيِّ , إِنْ شِئْتَ اقْرَأْ تَلَّهُ» , فَقَالَ مَرْوَانُ: قَدْ سَمِعْتُ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৬৩২৪
মদীনার শিকার প্রসঙ্গ
৬৩২৪। মুহাম্মাদ ইব্‌ন খুযায়মা ও ফাহদ ...... হযরত রাফে ইবন খাদীজ (রাযিঃ) হতে বর্ণনা করেন, তিনি একবার রাসূলুল্লাহ্ (ﷺ)-কে মক্কার আলোচনা করতে শুনলেন। অতঃপর তিনি বললেন, হযরত ইবরাহীম (আ) মক্কাকে হারাম করেছেন আর আমি মদীনার দু'প্রস্তরময় ভূখণ্ডের মধ্যবর্তী স্থানকে হারাম করেছি।
6324 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خُزَيْمَةَ وَفَهْدٌ قَالَا: ثنا عَبْدُ اللهِ بْنُ صَالِحٍ قَالَ: حَدَّثَنِي اللَّيْثُ , قَالَ: حَدَّثَنِي ابْنُ الْهَادِ , عَنْ أَبِي بَكْرِ بْنِ مُحَمَّدٍ عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرِو بْنِ عُثْمَانَ , عَنْ رَافِعِ بْنِ خَدِيجٍ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّهُ سَمِعَ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَكَرَ مَكَّةَ ثُمَّ قَالَ: " إِنَّ إِبْرَاهِيمَ عَلَيْهِ السَّلَامُ حَرَّمَ مَكَّةَ , وَإِنِّي حَرَّمْتُ مَا بَيْنَ لَابَتَيْهَا يَعْنِي الْمَدِينَةَ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৬৩২৫
আন্তর্জাতিক নং: ৬৩২৭
মদীনার শিকার প্রসঙ্গ
৬৩২৫-২৭। ইউনুস ....... হযরত আনাস ইবন মালিক (রাযিঃ) হতে বর্ণনা করেন, একবার নবী (ﷺ) উহুদ পাহাড়ের প্রতি তাকিয়ে বললেন, এটা এমন এক পাহাড় যা আমাদেরকে ভালবাসে এবং আমরা তাকে ভালবাসি। হে আল্লাহ্! ইবরাহীম (আ) মক্কাকে হারাম করেছেন, আর আমি মদীনার দু-প্রস্তরময় ভূখণ্ডকে হারাম করলাম।

ইবরাহীম ইবন মারযূক....হযরত আনাস (রাযিঃ) নবী (ﷺ) হতে অনুরূপ বর্ণনা করেছেন।

মুহাম্মাদ ইবনে খুযায়মা..... আমর ইবন আবু আমর হযরত আনাস (রাযিঃ) হতে বর্ণনা করেন, তিনি নবী (ﷺ) হতে অনুরূপ করেছেন।
27 - 6325 - حَدَّثَنَا يُونُسُ، قَالَ: أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَنَّ مَالِكًا، حَدَّثَهُ عَنْ عَمْرٍو، مَوْلَى الْمُطَّلِبِ , عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ طَلَعَ عَلَى أُحُدٍ فَقَالَ: «هَذَا جَبَلٌ يُحِبُّنَا وَنُحِبُّهُ , اللهُمَّ إِنَّ إِبْرَاهِيمَ حَرَّمَ مَكَّةَ , وَإِنِّي أُحَرِّمُ مَا بَيْنَ لَابَتَيْهَا»

حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا الْقَعْنَبِيُّ، قَالَ: ثنا عَبْدُ الْعَزِيزِ الدَّرَاوَرْدِيُّ، عَنْ عَمْرٍو، عَنْ أَنَسٍ، رَضِيَ اللهُ عَنْهُ , عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَحْوَهُ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خُزَيْمَةَ، قَالَ: ثنا سَعِيدُ بْنُ مَنْصُورٍ، قَالَ: ثنا يَعْقُوبُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَمْرِو بْنِ أَبِي عَمْرٍو، عَنْ أَنَسٍ، رَضِيَ اللهُ عَنْهُ , عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৬৩২৬
empty
৬৩২৬।
6326 -
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৬৩২৭
empty
৬৩২৭।
6327 -
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৬৩২৮
আন্তর্জাতিক নং: ৬৩২৯
মদীনার শিকার প্রসঙ্গ
৬৩২৮-২৯। আবু উমাইয়্যা.... আসিম হতে বর্ণনা করেন, তিনি বলেন, একবার আমি হযরত আনাস (রাযিঃ)-এর নিকট জিজ্ঞেস করলাম, নবী (ﷺ) কি মদীনাকে হারাম করেছেন। তিনি বললেন, হ্যাঁ, মদীনা এই স্থান হতে ঐ স্থান পর্যন্ত হারাম।

মুহাম্মাদ ইবনে খুযায়মা...... হযরত আনাস (রাযিঃ) হতে বর্ণনা করেন, নবী (ﷺ) অনুরূপ বর্ণনা করেছেন।
6328 - حَدَّثَنَا أَبُو أُمَيَّةَ، قَالَ: ثنا عُبَيْدُ اللهِ بْنُ مُوسَى، قَالَ: ثنا الْحَسَنُ بْنُ صَالِحٍ، عَنْ عَاصِمٍ، قَالَ: سَأَلْتُ أَنَسًا رَضِيَ اللهُ عَنْهُ: أَكَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَرَّمَ الْمَدِينَةَ؟ فَقَالَ: «نَعَمْ , هِيَ حَرَامٌ مِنْ لَدُنْ كَذَا إِلَى كَذَا»

6329 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خُزَيْمَةَ، قَالَ: ثنا حَجَّاجٌ، قَالَ: ثنا حَمَّادٌ، عَنْ عَاصِمٍ الْأَحْوَلِ، عَنْ أَنَسٍ، رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান