শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

شرح معاني الآثار المختلفة المروية عن رسول الله صلى الله عليه وسلم في الأحكام

১৬. চাষাবাদ ও সেচকার্য সম্পর্কিত - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস ২০ টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৫৯১৮
অধ্যায় : পারস্পরিক চাষাবাদ ও সেচকার্যকরণ পর্ব
৫৯১৮। আলী ইব্‌ন শায়বা ও ফাহদ ইব্‌ন সুলায়মান ..... আমর ইব্‌ন দীনার বলেন, আমি হযরত ইব্‌ন উমর (রাযিঃ)-কে বলতে শুনেছি তিনি বলেন, আমি রাফে' ইব্‌ন খাদীজকে বলতে শুনেছি; রাসূলুল্লাহ্(ﷺ) মুযারাআত হতে নিষেধ করেছেন।
كِتَابُ الْمُزَارَعَةِ وَالْمُسَاقَاةِ
5918 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ شَيْبَةَ وَفَهْدُ بْنُ سُلَيْمَانَ قَالَا: ثنا أَبُو نُعَيْمٍ الْفَضْلُ بْنُ دُكَيْنٍ قَالَ: ثنا سُفْيَانُ عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ قَالَ: سَمِعْتُ ابْنَ عُمَرَ يَقُولُ: سَمِعْتُ رَافِعَ بْنَ خَدِيجٍ يَقُولُ: نَهَى رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْمُزَارَعَةِ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৫৯১৯
অধ্যায় : পারস্পরিক চাষাবাদ ও সেচকার্যকরণ পর্ব
৫৯১৯। আবু বাকরা বাক্কার ইব্‌ন কুতায়বা ….. আমর ইব্‌ন দীনার বলেন, আমি ইব্‌ন উমর (রাযিঃ)-কে বলতে শুনেছি, আমরা মুযারাআত করতাম এবং এতে কোন অসুবিধা আছে বলে মনে করতাম না। এমনকি রাফে ইব্‌ন খাদীজ (রাযিঃ) বললেন, রাসূলুল্লাহ্(ﷺ) মুযারাআত হতে নিষেধ করেছেন। অতঃপর আমরা তা ত্যাগ করলাম।
5919 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ بَكَّارُ بْنُ قُتَيْبَةَ قَالَ ثنا إِبْرَاهِيمُ بْنُ بَشَّارٍ، قَالَ ثنا سُفْيَانُ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، قَالَ: سَمِعْتُ ابْنَ عُمَرَ، يَقُولُ: كُنَّا نُخَابِرُ وَلَا نَرَى بِذَلِكَ بَأْسًا حَتَّى زَعَمَ رَافِعُ بْنُ خَدِيجٍ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنِ الْمُخَابَرَةِ فَتَرَكْنَاهَا
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৫৯২০
অধ্যায় : পারস্পরিক চাষাবাদ ও সেচকার্যকরণ পর্ব
৫৯২০। নসর ইব্‌ন মারযূক ও ইব্‌ন আবু দাউদ ..... সালেম ইব্‌ন আব্দুল্লাহ ইব্‌ন উমর (রাযিঃ) বলেন, তাঁর পিতা আব্দুল্লাহ ইব্‌ন উমর যমীন ভাড়া দিতেন। এমনকি তাঁর নিকট এ সংবাদ পৌঁছল যে, রাফে ইব্‌ন খাদীজ আনসারী যমীন ভাড়া দিতে নিষেধ করেন। অতঃপর তিনি তার সাথে সাক্ষাত করে বললেন, হে রাফে ইব্‌ন খাদীজ! যমীন ভাড়া দেয়া সম্পর্কে আপনি রাসূলুল্লাহ্(ﷺ) হতে কি বর্ণনা করেন ? তখন তিনি বললেন, আমার দু-চাচা যারা বদর যুদ্ধে শরীক হয়েছিলেন, তাদেরকে আমি বাড়ির লােকদেরকে বলতে শুনেছি, রাসূলুল্লাহ্(ﷺ) যমীন ভাড়া দিতে নিষেধ করেছেন। আব্দুল্লাহ ইব্‌ন উমর (রাযিঃ) বলেন, আমি এ কথা জানতাম যে, রাসূলুল্লাহ্(ﷺ) -এর যুগে যমীন ভাড়া দেয়া হতো। অতঃপর তিনি আশংকা বােধ করলেন, সম্ভবত রাসূলুল্লাহ্(ﷺ) নতুন কোন ফরমান জারী করেছেন, যা তিনি জানেন না। অতঃপর যমীন ভাড়া দেয়া বন্ধ করেন।
5920 - حَدَّثَنَا نَصْرُ بْنُ مَرْزُوقٍ، وَابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا أَبُو صَالِحٍ، قَالَ: حَدَّثَنِي اللَّيْثُ، قَالَ: حَدَّثَنِي عُقَيْلٌ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ: أَخْبَرَنِي سَالِمُ بْنُ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ، أَنَّ أَبَاهُ يَعْنِي عَبْدَ اللهِ بْنَ عُمَرَ، كَانَ يُكْرِي أَرْضَهُ حَتَّى بَلَغَهُ أَنَّ رَافِعَ بْنَ خَدِيجٍ الْأَنْصَارِيَّ كَانَ يُنْهِي عَنْ كِرَاءِ الْأَرْضِ. فَلَقِيَهُ فَقَالَ: يَا ابْنَ خَدِيجٍ مَاذَا تُحَدِّثُ عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي كِرَاءِ الْأَرْضِ؟ . فَقَالَ: سَمِعْتُ عَمَّيَّ وَكَانَا قَدْ شَهِدَا بَدْرًا يُحَدِّثَانِ أَهْلَ الدَّارِ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ كِرَاءِ الْأَرْضِ. قَالَ عَبْدُ اللهِ: لَقَدْ كُنْتُ أَعْلَمُ أَنَّ الْأَرْضَ كَانَتْ تُكْرَى عَلَى عَهْدِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ خَشِيَ عَبْدُ اللهِ أَنْ يَكُونَ رَسُولُ اللهِ أَحْدَثَ فِي ذَلِكَ شَيْئًا لَمْ يَكُنْ عَلِمَهُ فَتَرَكَ كِرَاءَ الْأَرْضِ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৫৯২১
অধ্যায় : পারস্পরিক চাষাবাদ ও সেচকার্যকরণ পর্ব
৫৯২১। ইবরাহীম ইব্‌ন মারযূক ..... মুজাহিদ রাফে ইব্‌ন খাদীজ (রাযিঃ) হতে বর্ণনা করেন নবী(ﷺ) হিকল হতে নিষেধ করেছেন। শুবা বলেন, আমি হাকামকে জিজ্ঞেস করলাম, হিকল কি? তিনি বললেন, যমীন ভাড়া দেয়া। আবু জাফর বলেন, আমার ধারণা তিনি বলেছেন এক-তৃতীয়াংশ ও এক-চতুর্থাংশের বিনিময়ে।
5921 - حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا أَبُو عَامِرٍ، قَالَ: ثنا شُعْبَةُ، عَنِ الْحَكَمِ، عَنْ مُجَاهِدٍ، عَنْ رَافِعِ بْنِ خَدِيجٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنِ الْحَقْلِ. قَالَ شُعْبَةُ: فَقُلْتُ لِلْحَكَمِ: مَا الْحَقْلُ؟ قَالَ: أَنْ تُكْرَى الْأَرْضُ قَالَ أَبُو جَعْفَرٍ: أَرَاهُ أَنَا قَالَ: بِالثُّلُثِ وَالرُّبُعِ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৫৯২২
আন্তর্জাতিক নং: ৫৯২৩
অধ্যায় : পারস্পরিক চাষাবাদ ও সেচকার্যকরণ পর্ব
৫৯২২-২৩। আবু বাকরা ….. রাফে ইব্‌ন খাদীজ (রাযিঃ) বলেন, রাসুলুল্লাহ্(ﷺ) আমাদেরকে এমন এক কাজ হতে নিষেধ করেছন, যা ছিল আমাদের জন্য উপকারী। কিন্তু আল্লাহর নবী যে নির্দেশ দিয়েছেন তা আমাদের জন্য অধিক উপাকরী। তিনি বলেছেন, যে ব্যক্তির যমীন আছে তা যেন সে নিজে চাষাবাদ করে অথবা (অন্যকে) চাষাবাদ করতে দেয়।

ইব্‌ন আবু দাউদ বলেন, ….. সাঈদ ইব্‌ন আব্দুর রহমান রাবাদী বলেন, আমি মুজাহিদকে বলতে শুনেছি, রাফে' ইব্‌ন খাদীজ (রাযিঃ)-এর ভ্রাতুস্পুত্র বলেন, রাফে ইব্‌ন খাদীজ বলেছেন, অতঃপর তিনি অনুরূপ বর্ণনা করেন। তবে তিনি তার বর্ণনায় বলেন, (যার যমীন আছে) সে যেন তা চাষাবাদ করে, যদি সে নিজে চাষাবাদ করতে অক্ষম হয়, তবে যেন সে তার ভাইকে চাষাবাদ করতে দেয়।
এ হাদীসের রাবী রাফে ইবুন খাদীজ (রাযিঃ)-এর ভ্রাতুষ্পপুত্র উসাইদ, তিনি মূলত উসায়দ ইব্‌ন হুযায়র ইব্‌ন রাফে' আল-আনসারী। তিনি ও তাঁর পিতা দুজনই সাহাবী ছিলেন। অবশ্য কেউ কেউ বলেন, তিনি হযরত রাফে'-এর চাচাত ভাই ছিলেন।
5922 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ قَالَ: ثنا يَحْيَى بْنُ حَمَّادٍ قَالَ: ثنا أَبُو عَوَانَةَ عَنْ سُلَيْمَانَ عَنْ مُجَاهِدٍ عَنْ رَافِعِ بْنِ خَدِيجٍ قَالَ: نَهَانَا رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ أَمْرٍ كَانَ لَنَا نَافِعًا وَأَمْرُ نَبِيِّ اللهِ أَنْفَعُ لَنَا قَالَ: «مَنْ كَانَتْ لَهُ أَرْضٌ فَلْيَزْرَعْهَا أَوْ لِيُزْرِعْهَا»

5923 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا عِيسَى بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: ثنا عَبْدُ الْوَاحِدِ بْنُ زِيَادٍ، قَالَ: ثنا سَعِيدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الزُّبَيْدِيُّ، قَالَ سَمِعْتُ مُجَاهِدًا، يَقُولُ: حَدَّثَنِي أَسَدٌ ابْنُ أَخِي، رَافِعِ بْنِ خَدِيجٍ قَالَ: قَالَ رَافِعُ بْنُ خَدِيجٍ فَذَكَرَ مِثْلَهُ غَيْرَ أَنَّهُ قَالَ: «فَلْيَزْرَعْهَا فَإِنْ عَجَزَ عَنْهَا فَلْيُزْرِعْهَا أَخَاهُ»
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৫৯২৩
empty
৫৯২৩।
5923 -
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৫৯২৪
অধ্যায় : পারস্পরিক চাষাবাদ ও সেচকার্যকরণ পর্ব
৫৯২৪। ইউনুস ইব্‌ন আব্দুল আ’লা ..... মুজাহিদ বলেন, একবার আমি তাউসের হাত ধরে তাঁকে হযরত রাফে' ইব্‌ন খাদীজ (রাযিঃ)-এর পুত্রের কাছে দাখিল করলাম। অতঃপর তিনি তার পিতার মাধ্যমে রাসূলুল্লাহ্(ﷺ) হতে এ হাদীস বর্ণনা করলেন যে, তিনি যমীন ভাড়া দিতে নিষেধ করেছেন। অতঃপর তাউস তা অস্বীকার করলেন এবং বললেন, আমি ইব্‌ন আব্বাস (রাযিঃ)-কে বলতে শুনেছি, তিনি এতে কোন অসুবিধা বােধ করতেন না।
5924 - حَدَّثَنَا يُونُسُ بْنُ عَبْدِ الْأَعْلَى قَالَ: ثنا عَلِيُّ بْنُ مَعْبَدٍ قَالَ: ثنا عُبَيْدُ اللهِ بْنُ عَمْرٍو، عَنْ عَبْدِ الْكَرِيمِ الْجَزَرِيِّ عَنْ مُجَاهِدٍ قَالَ: أَخَذْتُ بِيَدِ طَاوُسٍ حَتَّى أَدْخَلْتُهُ عَلَى ابْنِ رَافِعِ بْنِ خَدِيجٍ فَحَدَّثَهُ عَنْ أَبِيهِ عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ نَهَى عَنْ كَرْيِ الْأَرْضِ. فَأَبَى طَاوُسٌ وَقَالَ: سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ أَنَّهُ لَا يَرَى بِذَلِكَ بَأْسًا
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৫৯২৫
আন্তর্জাতিক নং: ৫৯২৬
অধ্যায় : পারস্পরিক চাষাবাদ ও সেচকার্যকরণ পর্ব
৫৯২৫-২৬। সালিহ ইব্‌ন আব্দুর রহমান ….. রাফে' ইব্‌ন খাদীজ (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ্(ﷺ) মুযাবানা (গাছের ঝুলন্ত ফলের বিনিময়ে ঘরের ফল বিক্রয় করা) ও মুহাকাল (ভাগে চাষাবাদ করা) হতে নিষেধ করেছেন এবং তিনি বলেন, তিন ব্যক্তি চাষাবাদ করবে। যার নিজের যমীন আছে, সে চাষাবাদ করবে। যে ব্যক্তি তার ভাইকে চাষাবাদ করার জন্য যমীন দান করেছে, সে চাষাবাদ করবে ঐ যমীন যা তার ভাই তাকে চাষাবাদ করতে দিয়েছে। আর এক ব্যক্তি যে সােনা কিংবা রূপার বিনিময়ে ভাড়া নিয়েছে (সে চাষাবাদ করবে)।


আবু উমায়্যা ….. আবুল আহওয়াস তার সনদে অনুরূপ বর্ণনা করেছেন।
5925 - حَدَّثَنَا صَالِحُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ: ثنا سَعِيدُ بْنُ مَنْصُورٍ، قَالَ: ثنا أَبُو الْأَحْوَصِ، عَنْ طَارِقِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، عَنْ رَافِعِ بْنِ خَدِيجٍ، قَالَ: نَهَى رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْمُزَابَنَةِ وَالْمُحَاقَلَةِ. وَقَالَ: «إِنَّمَا يَزْرَعُ ثَلَاثَةٌ رَجُلٌ لَهُ أَرْضٌ فَهُوَ يَزْرَعُهَا وَرَجُلٌ مَنَحَ أَخَاهُ أَرْضًا فَهُوَ يَزْرَعُ مَا مُنِحَ مِنْهَا وَرَجُلٌ اكْتَرَى بِذَهَبٍ أَوْ فِضَّةٍ»

5926 - حَدَّثَنَا أَبُو أُمَيَّةَ قَالَ: ثنا أَبُو نُعَيْمٍ وَالْمُعَلَّى بْنُ مَنْصُورٍ قَالَا: ثنا أَبُو الْأَحْوَصِ ثُمَّ ذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৫৯২৬
empty
৫৯২৬।
5926 -
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৫৯২৭
অধ্যায় : পারস্পরিক চাষাবাদ ও সেচকার্যকরণ পর্ব
৫৯২৭। ইউনুস ….. হযরত রাফে' ইব্‌ন খাদীজ (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ্(ﷺ) ইরশাদ করেছেন,যার যমিন আছে, সে যেন তা নিজে চাষাবাদ করে, অথবা তার ভাইকে চাষাবাদ করার জন্য দেয়। আর এক-তৃতীয়াংশ কিংবা এক-চতুর্থাংশের বিনিময়ে ভাড়া না দেয় এবং নির্দিষ্ট খাদ্যের বিনিময়েও যেন ভাড়া না দেয়।
5927 - حَدَّثَنَا يُونُسُ، قَالَ: ثنا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي جَرِيرُ بْنُ حَازِمٍ، عَنْ يَعْلَى بْنِ حَكِيمٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ، عَنْ رَافِعِ بْنِ خَدِيجٍ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ كَانَتْ لَهُ أَرْضٌ فَلْيَزْرَعْهَا أَوْ يُزْرِعْهَا أَخَاهُ وَلَا يُكْرِيهَا بِالثُّلُثِ وَلَا بِالرُّبُعِ وَلَا بِطَعَامٍ مُسَمًّى»
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৫৯২৮
আন্তর্জাতিক নং: ৫৯২৯
অধ্যায় : পারস্পরিক চাষাবাদ ও সেচকার্যকরণ পর্ব
৫৯২৮-২৯। ফাহদ ….. রাফে ইব্‌ন খাদীজ (রাযিঃ) বলেন, একবার তিনি একটা যমীন চাষ করলেন, অতঃপর রাসূলুল্লাহ্(ﷺ) তার নিকট দিয়ে অতিক্রম করলেন এবং তখন তিনি যমীনটিতে সেচ দিচ্ছিলেন। তিনি তাকে জিজ্ঞেস করলেন, ফসল কার এবং যমীন কার ? তিনি বললেন, আমার বীজ ও কাজের বিনিময়ে ফসল আমার। তবে ফসলের অর্ধেক আমার এবং অর্ধেক অমুক গােত্রীয় লােকদের। তখন তিনি বললেন, তুমি তাে সুদী কারবার করেছ, যমীনের মালিককে যমীন ফেরত দাও এবং তােমার খরচ নিয়ে নাও।


ফাহদ ….. শা'বী হযরত রাফে (রাযিঃ) হতে অনুরূপ বর্ণনা করেছেন।
5928 - حَدَّثَنَا فَهْدٌ، قَالَ: ثنا أَبُو نُعَيْمٍ، قَالَ: ثنا بُكَيْرُ بْنُ عَامِرٍ، عَنِ ابْنِ أَبِي نُعْمٍ، قَالَ: حَدَّثَنِي رَافِعُ بْنُ خَدِيجٍ، أَنَّهُ زَرَعَ أَرْضًا فَمَرَّ بِهِ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَسْقِيهَا فَسَأَلَهُ: لِمَنِ الزَّرْعُ وَلِمَنِ الْأَرْضُ؟ فَقَالَ زَرْعِي بِبَذْرِي وَعَمَلِي لِي الشَّطْرُ وَلِبَنِي فُلَانٍ الشَّطْرُ. فَقَالَ: «أَرْبَيْتَ فَرُدَّ الْأَرْضَ عَلَى أَهْلِهَا وَخُذْ نَفَقَتَكَ»

5929 - حَدَّثَنَا فَهْدٌ قَالَ: ثنا أَبُو نُعَيْمٍ قَالَ: ثنا بُكَيْرٌ عَنِ الشَّعْبِيِّ عَنْ رَافِعٍ مِثْلَهُ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৫৯২৯
empty
৫৯২৯।
5929 -
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৫৯৩০
অধ্যায় : পারস্পরিক চাষাবাদ ও সেচকার্যকরণ পর্ব
৫৯৩০। আবু বকরা ….. রাফে' ইব্‌ন খাদীজ (রাযিঃ)-এর আযাদ করা গােলাম আবুন নাজ্জাশী বলেন, একবার আমি রাফে' (রাযিঃ)-কে বললাম, আমার একটা যমীন আছে যা আমি ভাড়া দিতে চাই। তখন তিনি আমাকে নিষেধ করলেন। আমার ধারণা তিনি আমাকে একথা বলেছিলেন যে, রাসূলুল্লাহ্(ﷺ) যমীন ভাড়া দিতে নিষেধ করেছেন। তিনি বললেন, তােমাদের কারাে যমীন থাকলে সে যেন তা চাষাবাদ করে অথবা তার ভাইকে যেন চাষ করতে দেয়। যদি সে তা না করে, তবে যেন রেখে দেয় এবং কোন কিছুর বিনিময়ে ভাড়া না দেয়। অতঃপর আমি জিজ্ঞেস করলাম, আমি যদি রেখে দেই চাষ না করি বা আর ভাড়াও না দেই; অতঃপর কিছু লােক তা চাষ করে এবং তার উৎপাদিত বস্তু হতে আমাকে কিছু দান করে, তবে কি আমি তা গ্রহণ করতে পারব? তিনি বললেন, না।
5930 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا عُمَرُ بْنُ يُونُسَ، قَالَ: ثنا عِكْرِمَةُ بْنُ عَمَّارٍ، قَالَ: حَدَّثَنِي أَبُو النَّجَاشِيِّ، مَوْلَى رَافِعِ بْنِ خَدِيجٍ قَالَ: قُلْتُ لِرَافِعٍ: إِنَّ لِي أَرْضًا أُكْرِيهَا فَنَهَانِي رَافِعٌ وَأَرَاهُ قَالَ لِي: إِنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ كِرَاءِ الْأَرْضِ قَالَ: «إِذَا كَانَتْ لِأَحَدِكُمْ أَرْضٌ فَلْيَزْرَعْهَا أَوْ لِيُزْرِعْهَا أَخَاهُ فَإِنْ لَمْ يَفْعَلْ فَلْيَدَعْهَا وَلَا يُكْرِيهَا بِشَيْءٍ» . فَقُلْتُ: أَرَأَيْتَ إِنْ تَرَكْتُهَا فَلَمْ أَزْرَعْهَا وَلَمْ أُكْرِهَا بِشَيْءٍ فَزَرَعَهَا قَوْمٌ فَوَهَبُوا لِي مِنْ نَبَاتِهَا شَيْئًا آخُذُهُ؟ قَالَ: لَا
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৫৯৩১
আন্তর্জাতিক নং: ৫৯৩৩
অধ্যায় : পারস্পরিক চাষাবাদ ও সেচকার্যকরণ পর্ব
৫৯৩১-৩৩। ইবরাহীম ইব্‌ন মারযূক ….. আব্দুল্লাহ্ ইব্‌ন সায়িব বলেন, একবার আমি আব্দুল্লাহ্ ইব্‌ন্ মুগাফফালকে মুযারাআত সম্পর্কে জিজ্ঞেস করলাম, অতঃপর তিনি বললেন, সাবিত ইব্‌ন দাহহাক বলেছেন, রাসূলুল্লাহ্(ﷺ) মুযারাআত হতে নিষেধ করেছেন।


ফাহদ .... আব্দুল্লাহ ইব্‌ন সায়িব তার সনদে অনুরূপ বর্ণনা করেছেন ।
5931 - حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا حَبَّانُ بْنُ هِلَالٍ ح

5932 - وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَلِيِّ بْنِ دَاوُدَ، قَالَ: ثنا عَفَّانَ بْنُ مُسْلِمٍ، قَالَا: ثنا عَبْدُ الْوَاحِدِ بْنُ زِيَادٍ، قَالَ: ثنا سُلَيْمَانُ الشَّيْبَانِيُّ، قَالَ: حَدَّثَنِي عَبْدُ اللهِ بْنُ السَّائِبِ، قَالَ: سَأَلْتُ عَبْدَ اللهِ بْنَ مُغَفَّلٍ عَنِ الْمُزَارَعَةِ، فَقَالَ: أَخْبَرَنِي ثَابِتُ بْنُ الضَّحَّاكِ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنِ الْمُزَارَعَةِ [ص:107]

5933 - حَدَّثَنَا فَهْدٌ قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ سَعِيدٍ الْأَصْبَهَانِيُّ قَالَ: ثنا عَلِيُّ بْنُ مِهْرَانَ عَنِ الشَّيْبَانِيِّ قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللهِ بْنُ السَّائِبِ فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৫৯৩২
empty
৫৯৩২।
5932 -
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৫৯৩৩
empty
৫৯৩৩।
5933 -
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৫৯৩৪
আন্তর্জাতিক নং: ৫৯৩৫
অধ্যায় : পারস্পরিক চাষাবাদ ও সেচকার্যকরণ পর্ব
৫৯৩৪-৩৫। রাবী আল-মুআযিন ….. আতা ইব্‌ন আবু রাবাহ হযরত জাবির ইব্‌ন আব্দুল্লাহ (রাযিঃ) হতে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ্(ﷺ) -এর যুগে আমাদের কতিপয় লোকের অতিরিক্ত যমীন ছিল। তারা সে যমীন অর্ধেক, এক-তৃতীয়াংশ ও এক-চতুর্থাংশ ফসলের ওপর ভাড়া দিত। তখন রাসূলুল্লাহ্(ﷺ) বললেন, যার যমীন আছে, সে যেন নিজে তা চাষ করে, অথবা তার ভাইকে চাষ করতে দেয়। যদি সে এতে অস্বীকার করে, তবে যেন বিরত থাকে।


ইব্‌ন মারযূক ….. আতা হযরত জাবির (রাযিঃ) হতে অনুরূপ বর্ণনা করেছেন।
5934 - حَدَّثَنَا رَبِيعٌ الْمُؤَذِّنُ، قَالَ: ثنا بِشْرُ بْنُ بَكْرٍ، عَنِ الْأَوْزَاعِيِّ قَالَ: حَدَّثَنِي عَطَاءُ بْنُ أَبِي رَبَاحٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ، قَالَ: كَانَ لِرِجَالٍ مِنَّا فُضُولُ أَرَضِينَ عَلَى عَهْدِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَكَانُوا يُؤَاجِرُونَهَا عَلَى النِّصْفِ وَالثُّلُثِ وَالرُّبُعِ. فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ كَانَتْ لَهُ أَرْضٌ فَلْيَزْرَعْهَا أَوْ لِيَمْنَحْ أَخَاهُ , فَإِنْ أَبَى فَلْيُمْسِكْ»

5935 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا أَبُو عَاصِمٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ: ثنا عَطَاءٌ، عَنْ جَابِرٍ، مِثْلَهُ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৫৯৩৫
empty
৫৯৩৫।
5935 -
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৫৯৩৬
আন্তর্জাতিক নং: ৫৯৩৮
অধ্যায় : পারস্পরিক চাষাবাদ ও সেচকার্যকরণ পর্ব
৫৯৩৬-৩৮। সুলায়মান ইব্‌ন শুআয়ব ….. হাম্মাম বলেন, একবার আতাকে জিজ্ঞেস করা হলাে, হযরত জাবির ইব্‌ন আব্দুল্লাহ (রাযিঃ) কি আপনার নিকট এ হাদীস বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ্(ﷺ) ইরশাদ করেছেন, যার যমীন আছে সে যেন তা চাষাবাদ করে, অথবা তার ভাইকে যেন চাষ করতে দেয় এবং সে যেন তা ভাড়ায় না দেয়? আতা (রাহঃ) বললেন, হ্যাঁ।


মুহাম্মাদ ইব্‌ন খুযায়মা ….. হাম্মাম বলেন, সুলায়মান ইব্‌ন মুসা আতাকে জিজ্ঞেস করলেন, আর আমি তখন উপস্থিত ছিলাম। অতঃপর তিনি নিজস্ব সনদে অনুরূপ বর্ণনা করেন।


ইবরাহীম ইব্‌ন আবু দাউদ ….. আতা হযরত জাবির ইব্‌ন আব্দুল্লাহ (রাযিঃ) হতে বর্ণনা করেন, তিনি বলেন, একবার রাসূলুল্লাহ্(ﷺ) আমাদের সম্বােধন করে ভাষণ দান করলেন, অতঃপর তিনি তার সনদে অনুরূপ বর্ণনা করেন।
38 - 5936 - حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ شُعَيْبٍ، قَالَ: ثنا الْخَصِيبُ، قَالَ: ثنا هَمَّامٌ، قَالَ: قِيلَ لِعَطَاءٍ: هَلْ حَدَّثَكَ جَابِرُ بْنُ عَبْدِ اللهِ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ كَانَتْ لَهُ أَرْضٌ فَلْيَزْرَعْهَا أَوْ لِيُزْرِعْهَا أَخَاهُ وَلَا يُؤَاجِرْهَا» ؟ فَقَالَ عَطَاءٌ: نَعَمْ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خُزَيْمَةَ، قَالَ: ثنا عَبْدُ اللهِ بْنُ رَجَاءٍ، قَالَ: ثنا هَمَّامٌ، قَالَ: سَأَلَ سُلَيْمَانُ بْنُ مُوسَى عَطَاءً وَأَنَا شَاهِدٌ، ثُمَّ ذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ

حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا خَطَّابُ بْنُ عُثْمَانَ الْفَوْزِيُّ، قَالَ: ثنا ضَمْرَةُ، عَنِ ابْنِ شَوْذَبٍ، عَنْ مَطَرٍ، عَنْ عَطَاءٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ، قَالَ: خَطَبَنَا رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ ذَكَرَ مِثْلَهُ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৫৯৩৭
empty
৫৯৩৭।
5937 -
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান