শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

شرح معاني الآثار المختلفة المروية عن رسول الله صلى الله عليه وسلم في الأحكام

১২. জিহাদের বিধানাবলী সম্পর্কিত - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস ২০ টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৫০৮০
মুসলিম রাষ্ট্রপ্রধান হারবী কাফিরদের সঙ্গে যুদ্ধ করতে চাইলে প্রথমে কি তাদেরকে ইসলামের দাওয়াত দেয়া তাঁর উপর আবশ্যক কি না?
5080 - حَدَّثَنَا يُونُسُ , قَالَ: ثنا ابْنُ وَهْبٍ , قَالَ: أنا يَعْقُوبُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ , عَنْ أَبِي حَازِمٍ , عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ السَّاعِدِيِّ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا وَجَّهَ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ إِلَى خَيْبَرَ وَأَعْطَاهُ الرَّايَةَ , فَقَالَ عَلِيٌّ لِرَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أُقَاتِلُهُمْ حَتَّى يَكُونُوا مِثْلَنَا؟ . قَالَ انْفُذْ عَلَى رِسْلِكَ حَتَّى تَنْزِلَ بِسَاحَتِهِمْ , ثُمَّ ادْعُهُمْ إِلَى الْإِسْلَامِ , وَأَخْبِرْهُمْ بِمَا يَجِبُ عَلَيْهِمْ مِنْ حَقِّ اللهِ - عَزَّ وَجَلَّ - فَوَاللهِ لَأَنْ يَهْدِيَ اللهُ بِكَ رَجُلًا وَاحِدًا , خَيْرٌ لَكَ مِنْ أَنْ تَكُونَ لَكَ حُمْرُ النَّعَمِ "
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৫০৮০
আন্তর্জাতিক নং: ৫০৮১
অধ্যায়ঃ জিহাদ

১. মুসলিম রাষ্ট্রপ্রধান হারবী কাফিরদের সঙ্গে যুদ্ধ করতে চাইলে প্রথমে কি তাদেরকে ইসলামের দাওয়াত দেয়া তাঁর উপর আবশ্যক কি না?
৫০৮০-৮১। আবু বিশর আব্দুল মালিক ইব্‌ন মারওয়ান রকী (রাহঃ) ….. ইব্‌ন বুরায়দা (রাহঃ) তৎ পিতা বুরায়দা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, যখন রাসূলুল্লাহ্(ﷺ) কোন বাহিনীর উপর কাউকে আমীর নিযুক্ত করে পাঠাতেন তখন তাকে বলতেন, যখন তুমি তােমার মুশরিক শত্রুদের মুকাবিলায় অবতীর্ণ হবে তখন তাদেরকে তিনটি বিষয়ের কোন একটি গ্রহণের আহ্বান জানাবে। তারা তা থেকে যেটি মেনে নিবে তুমি তাদের থেকে সেটি গ্রহণ করবে এবং তাদের বিষয়ে বিরত থাকবে। প্রথমে তাদেরকে ইসলামের প্রতি আহ্বান জানাবে। যদি তারা এতে সাড়া দেয় তুমি তাদের থেকে তা গ্রহণ করবে এবং তাদের বিষয়ে বিরত থাকবে। অতঃপর তাদের দেশ থেকে মুসলমানদের অঞ্চলে (দারুল ইসলাম) হিযরত করতে বলবে এবং তাদের অবহিত করবে। যদি তারা তা করে তবে মুহাজিরগণের উপর যে দায়িত্ব বর্তায় তাদের উপরও সে দায়িত্ব বর্তাবে, মুহাজিরগণ যে অধিকার ভােগ করে তারাও তা ভােগ করবে। যদি তারা (স্থান পরিবর্তনে) অস্বীকৃতি জানায় তবে তাদের অবহিত করবে যে, তারা মরু অঞ্চলে (গ্রামাঞ্চলে) বসবাসরত সাধারণ মুসলিমদের মত গণ্য হবে। তাদের উপর আল্লাহর সেই বিধান প্রযােজ্য হবে, যা মু'মিনদের উপর প্রযােজ্য হয়। জিহাদে মুসলিমদের সঙ্গে সক্রীয়ভাবে অংশ গ্রহণ ব্যতিরেকে গনীমত ও ফাই সম্পদে তাদের কোন অধিকার থাকবে না। যদি তারা ইসলাম গ্রহণে অস্বীকৃতি জানায় তাহলে তাদেরকে ‘ জিয্ইয়া' প্রদানের হুকুম দিবে। যদি তারা তাতে সাড়া দেয় তােমরা তা গ্রহণ করবে এবং তাদের বিষয়ে বিরত থাকবে। যদি তারা তাতে অস্বীকৃতি জানায় তবে তাদের বিরুদ্ধে আল্লাহর সাহায্য প্রার্থনা করবে এবং এদের বিরুদ্ধে যুদ্ধ করবে। আলকামা (রাহঃ) বলেন, আমি এ বিষয়টি মুকাতিল ইব্‌ন হাইয়ান (রাহঃ)-কে বর্ণনা করলে তিনি বললেন, আমাকে মুসলিম ইব্‌ন হায়সাম (রাহঃ) নাে'মান ইব্‌ন মুকাররিন (রাহঃ) সূত্রে নবী(ﷺ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
كِتَابُ السِّيَرِ: بَابُ الْإِمَامِ يُرِيدُ قِتَالَ أَهْلِ الْحَرْبِ هَلْ عَلَيْهِ قَبْلَ ذَلِكَ أَنْ يَدْعُوَهُمْ أَمْ لَا؟
5081 - 5080 - حَدَّثَنَا أَبُو بِشْرٍ عَبْدُ الْمَلِكِ بْنُ مَرْوَانَ الرَّقِّيُّ , قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ يُوسُفَ الْفِرْيَابِيُّ , قَالَ: ثنا سُفْيَانُ بْنُ سَعِيدٍ الثَّوْرِيُّ , عَنْ عَلْقَمَةَ بْنِ مَرْثَدٍ , عَنِ ابْنِ بُرَيْدَةَ , عَنْ أَبِيهِ قَالَ: كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , إِذَا أَمَّرَ رَجُلًا عَلَى سَرِيَّةٍ قَالَ لَهُ إِذَا لَقِيتَ عَدُوَّكَ مِنَ الْمُشْرِكِينَ , فَادْعُهُمْ إِلَى إِحْدَى ثَلَاثِ خِصَالٍ أَوْ خِلَالٍ فَأَيَّتُهُنَّ أَجَابُوكَ إِلَيْهَا , فَاقْبَلْ مِنْهُمْ , وَكُفَّ عَنْهُمْ , ادْعُهُمْ إِلَى الْإِسْلَامِ , فَإِنْ أَجَابُوكَ , فَاقْبَلْ مِنْهُمْ وَكُفَّ عَنْهُمْ , ثُمَّ ادْعُهُمْ إِلَى التَّحَوُّلِ مِنْ دَارِهِمْ إِلَى دَارِ الْمُسْلِمِينَ , وَأَخْبِرْهُمْ أَنَّهُمْ إِنْ فَعَلُوا ذَلِكَ , أَنَّ عَلَيْهِمْ مَا عَلَى الْمُهَاجِرِينَ , وَلَهُمْ مَا لَهُمْ , فَإِنْ هُمْ أَبَوْا , فَأَخْبِرْهُمْ أَنَّهُمْ كَأَعْرَابِ الْمُسْلِمِينَ , يَجْرِي عَلَيْهِمْ حُكْمُ اللهِ الَّذِي يَجْرِي عَلَى الْمُؤْمِنِينَ , وَلَا يَكُونُ لَهُمْ فِي الْفَيْءِ وَالْغَنِيمَةِ [ص:207] شَيْءٌ , إِلَّا أَنْ يُجَاهِدُوا مَعَ الْمُسْلِمِينَ , فَإِنْ هُمْ أَبَوْا أَنْ يَدْخُلُوا فِي الْإِسْلَامِ , فَسَلْهُمْ إِعْطَاءَ الْجِزْيَةِ , فَإِنْ أَجَابُوا فَاقْبَلْ مِنْهُمْ , وَكُفَّ عَنْهُمْ , فَإِنْ أَبَوْا فَاسْتَعِنْ بِاللهِ وَقَاتِلْهُمْ " قَالَ عَلْقَمَةُ: فَحَدَّثْتُ بِهِ مُقَاتِلَ بْنَ حَيَّانَ , فَقَالَ: حَدَّثَنِي مُسْلِمُ بْنُ هَيْصَمٍ , عَنِ النُّعْمَانِ بْنِ مُقْرِنٍ , عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , مِثْلَهُ.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৫০৮১
মুসলিম রাষ্ট্রপ্রধান হারবী কাফিরদের সঙ্গে যুদ্ধ করতে চাইলে প্রথমে কি তাদেরকে ইসলামের দাওয়াত দেয়া তাঁর উপর আবশ্যক কি না?
5081 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ النُّعْمَانِ السَّفْطِيُّ , قَالَ: ثنا الْحُمَيْدِيُّ , قَالَ: ثنا سُفْيَانُ , عَنْ عُمَرَ بْنِ ذَرٍّ , عَنِ ابْنِ أَخِي , أَنَسِ بْنَ مَالِكٍ , عَنْ عَمِّهِ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعَثَ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ إِلَى قَوْمٍ يُقَاتِلُهُمْ , ثُمَّ بَعَثَ فِي أَثَرِهِ يَدْعُوهُ , وَقَالَ لَهُ لَا تَأْتِهِ مِنْ خَلْفِهِ , وَائْتِهِ مِنْ بَيْنِ يَدَيْهِ " قَالَ: وَأَمَرَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلِيًّا أَنْ لَا يُقَاتِلَهُمْ , حَتَّى يَدْعُوَهُمْ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৫০৮২
১. মুসলিম রাষ্ট্রপ্রধান হারবী কাফিরদের সঙ্গে যুদ্ধ করতে চাইলে প্রথমে কি তাদেরকে ইসলামের দাওয়াত দেয়া তাঁর উপর আবশ্যক কি না?
৫০৮২। ইব্‌ন মারযূক (রাহঃ) ….. সুফইয়ান (রাহঃ) থেকে বর্ণিত। অতঃপর তিনি নিজস্ব সনদে অনুরূপ রিওয়ায়াত করেছেন। তবে তিনি মুকাতিল (র.) থেকে আলকামা (র.)-এর রিওয়ায়াত উল্লেখ করেন নাই, যা তিনি (মুকাতিল র.) মুসলিম ইব্‌ন হাইসাম (রাহঃ) থেকে রিওয়ায়াত করেছেন।
5082 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ , قَالَ: ثنا أَبُو حُذَيْفَةَ , قَالَ: ثنا سُفْيَانُ , فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ، غَيْرَ أَنَّهُ لَمْ يَذْكُرْ حَدِيثَ عَلْقَمَةَ، عَنْ مُقَاتِلٍ، عَنْ مُسْلِمِ بْنِ هَيْصَمٍ.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৫০৮৩
আন্তর্জাতিক নং: ৫০৮৪
১. মুসলিম রাষ্ট্রপ্রধান হারবী কাফিরদের সঙ্গে যুদ্ধ করতে চাইলে প্রথমে কি তাদেরকে ইসলামের দাওয়াত দেয়া তাঁর উপর আবশ্যক কি না?
৫০৮৩-৮৪। ফাহাদ (রাহঃ) আবু সালিহ ও রাওহ ইব্‌নুল ফারাজ (রাহঃ) ….. আলকামা ইব্‌ন মারছাদ হাযরামী (রাহঃ) থেকে বর্ণিত। অতঃপর তিনি স্বীয় ইসনাদে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
5083 - حَدَّثَنَا فَهْدٌ أَبُو صَالِحٍ. ح

5084 - وَحَدَّثَنَا رَوْحُ بْنُ الْفَرَجِ قَالَ: ثنا يَحْيَى بْنُ عَبْدِ اللهِ بْنِ بُكَيْرٍ , قَالَ كُلُّ وَاحِدٍ مِنْهُمَا: حَدَّثَنِي اللَّيْثُ بْنُ سَعْدٍ قَالَ: حَدَّثَنِي جَرِيرُ بْنُ حَازِمٍ , عَنْ شُعْبَةَ بْنِ الْحَجَّاجِ , عَنْ عَلْقَمَةَ بْنِ مَرْثَدٍ الْحَضْرَمِيِّ فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৫০৮৪
empty
৫০৮৪।
5084 -
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৫০৮৫
১. মুসলিম রাষ্ট্রপ্রধান হারবী কাফিরদের সঙ্গে যুদ্ধ করতে চাইলে প্রথমে কি তাদেরকে ইসলামের দাওয়াত দেয়া তাঁর উপর আবশ্যক কি না?
৫০৮৫। ইউনুস (রাহঃ) ...... সাহল ইব্‌ন সা’দ আসসাইদী (রাহঃ) থেকে বর্ণিত যে, যখন নবী(ﷺ) আলী ইব্‌ন আবী তালিব (রাযিঃ)-কে খায়বার অভিযানে প্রেরণ করেছেন এবং তাঁকে ঝাণ্ডা প্রদান করেছন। আলী (রাযিঃ) রাসূলুল্লাহ্(ﷺ) -কে বললেন, আমি তাদের সঙ্গে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করব যতক্ষণ না তারা আমাদের অনুরূপ হয়ে যায়?

তিনি বললেন, তুমি স্বাভাবিক অবস্থায় চলতে চলতে যখন তাদের অঞ্চলে অবতীর্ণ হবে তখন তাদেরকে ইসলামের আহ্বান জানিয়ে বলবে যে, তাদের উপর আল্লাহ্ তা'আলার কি হক ওয়াজিব। আল্লাহর কসম যদি আল্লাহ্ তােমার দ্বারা একজনকেও হিদায়াত দান করেন তবে এটা তােমার জন্য লাল উট অপেক্ষা উত্তম হবে।
5085 - حَدَّثَنَا يُونُسُ , قَالَ: ثنا ابْنُ وَهْبٍ , قَالَ: أنا يَعْقُوبُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ , عَنْ أَبِي حَازِمٍ , عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ السَّاعِدِيِّ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا وَجَّهَ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ إِلَى خَيْبَرَ وَأَعْطَاهُ الرَّايَةَ , فَقَالَ عَلِيٌّ لِرَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أُقَاتِلُهُمْ حَتَّى يَكُونُوا مِثْلَنَا؟ . قَالَ انْفُذْ عَلَى رِسْلِكَ حَتَّى تَنْزِلَ بِسَاحَتِهِمْ , ثُمَّ ادْعُهُمْ إِلَى الْإِسْلَامِ , وَأَخْبِرْهُمْ بِمَا يَجِبُ عَلَيْهِمْ مِنْ حَقِّ اللهِ - عَزَّ وَجَلَّ - فَوَاللهِ لَأَنْ يَهْدِيَ اللهُ بِكَ رَجُلًا وَاحِدًا , خَيْرٌ لَكَ مِنْ أَنْ تَكُونَ لَكَ حُمْرُ النَّعَمِ "
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা
হাদীস নং:৫০৮৬
১. মুসলিম রাষ্ট্রপ্রধান হারবী কাফিরদের সঙ্গে যুদ্ধ করতে চাইলে প্রথমে কি তাদেরকে ইসলামের দাওয়াত দেয়া তাঁর উপর আবশ্যক কি না?
৫০৮৬। মুহাম্মাদ ইব্‌ন নাে'মান সাকতী (রাহঃ) ….. আনাস ইব্‌ন মালিক (রাযিঃ)-এর ভাতিজা স্বীয় চাচা (আনাস ইব্‌ন মালিক রা) থেকে রিওয়ায়াত করেন যে, রাসূলুল্লাহ্(ﷺ) আলী ইব্‌ন আবী তালিব (রাযিঃ)-কে এক কওমের দিকে যুদ্ধ করার জন্য প্রেরণ করেন। অতঃপর তাঁর পিছনে কাউকে ডাকার জন্য পাঠালেন এবং তাকে বললেন, তার পিছনের দিক থেকে নয় বরং সামনের দিক দিয়ে আসবে। রাবী বলেন, রাসূলুল্লাহ্(ﷺ) আলী (রাযিঃ)-কে এই নির্দেশ দিলেন যে, যতক্ষণ না তাদের (কাফিরদেরকে) -কে ইসলামের আহ্বান জানাবে তাদের সঙ্গে যুদ্ধ করবেনা।
5086 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ النُّعْمَانِ السَّفْطِيُّ , قَالَ: ثنا الْحُمَيْدِيُّ , قَالَ: ثنا سُفْيَانُ , عَنْ عُمَرَ بْنِ ذَرٍّ , عَنِ ابْنِ أَخِي , أَنَسِ بْنَ مَالِكٍ , عَنْ عَمِّهِ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعَثَ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ إِلَى قَوْمٍ يُقَاتِلُهُمْ , ثُمَّ بَعَثَ فِي أَثَرِهِ يَدْعُوهُ , وَقَالَ لَهُ لَا تَأْتِهِ مِنْ خَلْفِهِ , وَائْتِهِ مِنْ بَيْنِ يَدَيْهِ " قَالَ: وَأَمَرَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلِيًّا أَنْ لَا يُقَاتِلَهُمْ , حَتَّى يَدْعُوَهُمْ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৫০৮৭
আন্তর্জাতিক নং: ৫০৯০
১. মুসলিম রাষ্ট্রপ্রধান হারবী কাফিরদের সঙ্গে যুদ্ধ করতে চাইলে প্রথমে কি তাদেরকে ইসলামের দাওয়াত দেয়া তাঁর উপর আবশ্যক কি না?
৫০৮৭-৯০। মুহাম্মাদ ইব্‌ন খুযায়মা (রাহঃ) ….. ইব্‌ন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্(ﷺ) কোন কাওমকে ইসলামের দাওয়াত দেয়ার পূর্বে তাদের সঙ্গে যুদ্ধ করেন নাই।


ইব্‌ন আবী দাউদ (রাহঃ) ….. আব্দুল্লাহ ইব্‌ন আবী নাজীহ (রাহঃ) থেকে বর্ণিত। অতঃপর তিনি নিজস্ব সনদে অনুরূপ রিওয়ায়াত করেছেন।


সালিহ ইব্‌ন আব্দুর রহমান (রাহঃ) ….. ইব্‌ন আবী নাজীহ (রাহঃ) থেকে বর্ণিত। অতঃপর তিনি নিজস্ব সনদে অনুরূপ রিওয়ায়াত করেছেন।


হুসাইন ইব্‌ন নসর (রাহঃ) ….. হাজ্জাজ (রাহঃ) থেকে বর্ণিত। অতঃপর তিনি স্বীয় ইসনাদে অনুরূপ রিওয়ায়াত করেছেন।

পর্যালােচনা

ইমাম আবু জা'ফর তাহাবী (রাহঃ) বলেনঃ একদল আলিম এই মত গ্রহণ করেছেন যে, ইমাম (রাষ্ট্রপ্রধান) ও সৈন্যবাহিনী যখন শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করার সংকল্প করবে তখন এর (যুদ্ধের) পূর্বে তাদেরকে ওই কথার দিকে আহ্বান জানাবে, যা আমরা বুরায়দা (রাযিঃ)-এর হাদীসে রাসূলুল্লাহ্(ﷺ) থেকে রিওয়ায়াত করেছি। তারা এ বিষয়ে এই সমস্ত (উল্লেখিত) হাদীস দ্বারা প্রমাণ পেশ করেছেন। তারা বলেছেন, যদি ইমাম (রাষ্ট্রপ্রধান) অথবা সৈন্যবাহিনী থেকে কেউ তাদেরকে (ইসলামের) এই দাওয়াত ছাড়াই যুদ্ধ করে তবে তারা গােনাহগার হবে। পক্ষান্তরে অন্যান্যদের মতে তাদের সঙ্গে যুদ্ধ করা এবং তাদের বিরুদ্ধে লুটপাট করাতে কোন দোষ নেই, যদিও এর পূর্বে তাদেরকে ইসলামের আহ্বান জানানাে না হােক। এ বিষয়ে তারা নিম্নোক্ত হাদীসসমূহ দ্বারা প্রমাণ পেশ করেছেনঃ
5087 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خُزَيْمَةَ , قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ , قَالَ: ثنا سُفْيَانُ , عَنِ ابْنِ أَبِي نَجِيحٍ , عَنْ أَبِيهِ , عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ: «مَا قَاتَلَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَوْمًا , حَتَّى يَدْعُوَهُمْ» .

5088 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ , قَالَ: ثنا عِيسَى بْنُ إِبْرَاهِيمَ , قَالَ ثنا عَبْدُ الْوَاحِدِ بْنُ زِيَادٍ , قَالَ ثنا الْحَجَّاجُ , قَالَ ثنا عَبْدُ اللهِ بْنُ أَبِي نَجِيحٍ , فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ

5089 - حَدَّثَنَا صَالِحُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ , قَالَ: ثنا حَجَّاجُ بْنُ إِبْرَاهِيمَ , قَالَ: ثنا يَحْيَى بْنُ زَكَرِيَّا بْنِ أَبِي زَائِدَةَ , قَالَ: ثنا حَجَّاجٌ , عَنِ ابْنِ أَبِي نَجِيحٍ , فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ.

5090 - حَدَّثَنَا حُسَيْنُ بْنُ نَصْرٍ , قَالَ: ثنا يُوسُفُ بْنُ عَدِيٍّ , قَالَ: ثنا حَفْصُ بْنُ غِيَاثٍ , عَنْ حَجَّاجٍ , فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ. قَالَ أَبُو جَعْفَرٍ: فَذَهَبَ قَوْمٌ إِلَى أَنَّ الْإِمَامَ وَأَهْلَ السَّرَايَا , إِذَا أَرَادُوا قِتَالَ الْعَدُوِّ , دَعَوْهُمْ قَبْلَ ذَلِكَ إِلَى مِثْلِ مَا رَوَيْنَا عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حَدِيثِ بُرَيْدَةَ , وَاحْتَجُّوا فِي ذَلِكَ بِهَذِهِ الْآثَارِ , وَقَالُوا: إِنْ قَاتَلَهُمُ الْإِمَامُ أَوْ أَحَدٌ مِنْ أَهْلِ سَرَايَاهُ , مِنْ غَيْرِ هَذَا الدُّعَاءِ فَقَدْ أَسَاءُوا فِي ذَلِكَ. [ص:208] وَخَالَفَهُمْ فِي ذَلِكَ آخَرُونَ فَقَالُوا: لَا بَأْسَ بِقِتَالِهِمْ وَالْغَارَةِ عَلَيْهِمْ , وَإِنْ لَمْ يُدْعَوْا قَبْلَ ذَلِكَ. وَاحْتَجُّوا فِي ذَلِكَ بِمَا
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৫০৮৮
empty
৫০৮৮।
5088 -
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৫০৮৯
empty
৫০৮৯।
5089 -
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৫০৯০
empty
৫০৯০।
5090 -
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৫০৯১
১. মুসলিম রাষ্ট্রপ্রধান হারবী কাফিরদের সঙ্গে যুদ্ধ করতে চাইলে প্রথমে কি তাদেরকে ইসলামের দাওয়াত দেয়া তাঁর উপর আবশ্যক কি না?
৫০৯১। সুলায়মান ইব্‌ন শুআইব (রাহঃ) ….. উসামা ইব্‌ন যায়দ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্(ﷺ) আমাকে বললেন, তুমি উবনা’ অধিবাসীদের উপর ভােরে আক্রমণ কর এবং (তাদের বাগান ইত্যাদীকে) জ্বালিয়ে দাও।
5091 - حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ شُعَيْبٍ قَالَ: ثنا يَحْيَى بْنُ حَسَّانَ قَالَ: أَخْبَرَنَا عِيسَى بْنُ يُونُسَ , عَنْ صَالِحِ بْنِ أَبِي الْأَخْضَرِ , عَنِ الزُّهْرِيِّ , عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ , عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ قَالَ: قَالَ لِي رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَغِرْ عَلَى أُبْنَى صَبَاحًا، ثُمَّ حَرِّقْ»
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৫০৯২
আন্তর্জাতিক নং: ৫০৯৫
১. মুসলিম রাষ্ট্রপ্রধান হারবী কাফিরদের সঙ্গে যুদ্ধ করতে চাইলে প্রথমে কি তাদেরকে ইসলামের দাওয়াত দেয়া তাঁর উপর আবশ্যক কি না?
৫০৯২-৯৫। মুহাম্মাদ ইবনুল হাজ্জাজ (রাহঃ), মুহাম্মাদ ইব্‌ন খুযায়মা (রাহঃ), ইব্‌ন আবী দাউদ (রাহঃ) ও ইব্‌ন মারযূক (রাহঃ) ….. আনাস ইব্‌ন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্(ﷺ) শত্রুর বিরুদ্ধে ফজরের সালাতের সময় অতর্কিত আক্রমণ করতেন। লক্ষ্য করে শুনতেন, যদি আযান (এর শব্দ) শুনতেন বিরত থাকতেন, অন্যথায় অতর্কিত আক্রমণ করতেন।
5092 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْحَجَّاجِ , قَالَ: ثنا خَالِدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ ,. ح

5093 - وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خُزَيْمَةَ , قَالَ: ثنا حَجَّاجٌ , وَعُبَيْدُ اللهِ بْنُ مُحَمَّدِ التَّيْمِيُّ , ح

5094 - وَحَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ , قَالَ: ثنا أَبُو الْوَلِيدِ , ح

5095 - وَحَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ , قَالَ: ثنا بِشْرُ بْنُ عُمَرَ , قَالُوا: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ , عَنْ ثَابِتٍ الْبُنَانِيِّ , عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ , قَالَ ": كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُغِيرُ عَلَى الْعَدُوِّ , عِنْدَ صَلَاةِ الصُّبْحِ فَيَسْتَمِعُ , فَإِنْ سَمِعَ أَذَانًا أَمْسَكَ , وَإِلَّا أَغَارَ.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৫০৯৩
empty
৫০৯৩।
5093 -
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৫০৯৪
empty
৫০৯৪।
5094 -
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৫০৯৫
empty
৫০৯৫।
5095 -
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৫০৯৬
১. মুসলিম রাষ্ট্রপ্রধান হারবী কাফিরদের সঙ্গে যুদ্ধ করতে চাইলে প্রথমে কি তাদেরকে ইসলামের দাওয়াত দেয়া তাঁর উপর আবশ্যক কি না?
৫০৯৬। ইব্‌ন মারযূক (রাহঃ) ….. জাবির ইব্‌ন আব্দুল্লাহ (রাযিঃ) সূত্রে নবী(ﷺ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
5096 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ قَالَ: ثنا بِشْرُ بْنُ عُمَرَ قَالَ: ثنا حَمَّادُ بْنُ سَلَمَةَ , عَنِ الْحَجَّاجِ , عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ , عَنْ زَاذَانَ , عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ , عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , مِثْلَهُ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৫০৯৭
১. মুসলিম রাষ্ট্রপ্রধান হারবী কাফিরদের সঙ্গে যুদ্ধ করতে চাইলে প্রথমে কি তাদেরকে ইসলামের দাওয়াত দেয়া তাঁর উপর আবশ্যক কি না?
৫০৯৭। ফহাদ (রাহঃ) ….. আনাস ইব্‌ন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী(ﷺ) যখন কোন সম্প্রদায়ের বিরুদ্ধে জিহাদ করতে চাইতেন তবে সকাল না হওয়া পর্যন্ত তাদের উপড় অতর্কিত আক্রমণ করতেন না। যদি (সকাল বেলা) আযান শুনতেন বিরত থাকতেন, আর যদি আযান না শুনতেন অতর্কিত আক্রমণ করতেন। আমরা খায়বারে (যুদ্ধের জন্য) অবতীর্ণ হলাম। যখন সকাল হলাে এবং তিনি আযান শুনলেন না তখন তিনি আরােহণ করলে আমরাও তাঁর সঙ্গে আরােহণ করলাম। আমি আবু তালহা (রাযিঃ)-এর পিছনে আরােহণ করলাম। আমার পা রাসূলুল্লাহ(ﷺ)-এর পবিত্র পা-কে স্পর্শ করছিল। খায়বারের মেহনতী (মানুষগুলাে) আমাদের সামনে পড়ল, তারা তাদের কোদাল ও ঝুড়িসহ (কাজের উদ্দেশ্যে) বের হয়েছিল। যখন তারা নবী(ﷺ) ও বাহিনীকে দেখল তখন বলতে লাগল, মুহাম্মাদ পূর্ণাঙ্গ বাহিনী নিয়ে এসেছে। তারা পালিয়ে গেল। নবী(ﷺ) এলাকার বললেন, আল্লাহু আকবার, খায়বার বিনষ্ট হয়ে গেল, আমরা যখন কোন (শত্রু) সম্প্রদায়ের অঙ্গনে অবতরণ করি তখন যাদের সতর্ক করা হয়েছিল কতই না মন্দ হয় তাদের সেই ভাের।
5097 - حَدَّثَنَا فَهْدٌ , قَالَ: ثنا يُوسُفُ بْنُ بُهْلُولٍ , قَالَ: ثنا عَبْدُ اللهِ بْنُ إِدْرِيسَ , عَنِ ابْنِ إِسْحَاقَ , قَالَ: حَدَّثَنِي حُمَيْدٌ الطَّوِيلُ , عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ , قَالَ: " كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا غَزَا قَوْمًا، لَمْ يُغِرْ عَلَيْهِمْ حَتَّى يُصْبِحَ , فَإِنْ سَمِعَ أَذَانًا أَمْسَكَ وَإِنْ لَمْ يَسْمَعْ أَذَانًا أَغَارَ. فَنَزَلْنَا خَيْبَرَ , فَلَمَّا أَصْبَحَ وَلَمْ يَسْمَعْ أَذَانًا , رَكِبَ وَرَكِبْنَا مَعَهُ , فَرَكِبَتْ خَلَفَ أَبِي طَلْحَةَ , وَإِنَّ قَدَمِي لَتَمَسُّ قَدَمَ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاسْتَقْبَلَنَا عُمَّالُ خَيْبَرَ قَدْ أَخْرَجُوا مَسَاحِيَهُمْ وَمَكَاتِلَهُمْ , فَلَمَّا رَأَوُا النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالْجَيْشَ قَالُوا مُحَمَّدٌ وَالْخَمِيسُ فَأَدْبَرُوا هِرَابًا. فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: اللهُ أَكْبَرُ خَرِبَتْ خَيْبَرُ , إِنَّا إِذَا نَزَلْنَا بِسَاحَةِ قَوْمٍ , { «فَسَاءَ صَبَاحُ الْمُنْذَرِينَ» } [الصافات: 177] .
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৫০৯৮
১. মুসলিম রাষ্ট্রপ্রধান হারবী কাফিরদের সঙ্গে যুদ্ধ করতে চাইলে প্রথমে কি তাদেরকে ইসলামের দাওয়াত দেয়া তাঁর উপর আবশ্যক কি না?
৫০৯৮। ফাহাদ (রাহঃ) ….. জুনদুব ইব্‌ন মাকীস জুহানী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একবার রাসূলুল্লাহ্(ﷺ) এমনি গালিব ইব্‌ন আব্দুল্লাহ্ লায়সী (রাযিঃ) কে একটি ছােট বাহিনীতে প্রেরণ করেন, আমিও তাদের মাঝে ছিলাম। তিনি তাদেরকে নির্দেশ দিলেন যে, 'কাদীদ’ নামক স্থানে ইব্‌ন মুলাও-এর উপর অতর্কিত আক্রমণ করবে। রাবী বলেন, সন্ধ্যা বেলা যখন তাদের উট এবং বকরীগুলাে (চারণ ভূমী থেকে) ফিরে এলাে, তারা সেগুলাের দুধ দোহন করল, এবং সেগুলােকে (উটি ঘরে) বসিয়ে দিল। অতঃপর তারা নিশ্চিন্তভাবে শুয়ে পড়ল। তখন আমরা তাদের উপর অতর্কিত আক্রমণ করলাম এবং তাদেরকে হত্যা করে তাদের জন্তগুলাে হাঁকিয়ে নিয়ে এলাম।
5098 - حَدَّثَنَا فَهْدٌ , قَالَ: ثنا يُوسُفُ بْنُ بُهْلُولٍ , قَالَ: ثنا عَبْدُ اللهِ بْنُ إِدْرِيسَ , قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ , عَنْ يَعْقُوبِ بْنِ عُتْبَةَ , عَنْ مُسْلِمِ بْنِ عَبْدِ اللهِ بْنِ حَبِيبٍ الْجُهَنِيِّ , عَنْ جُنْدَبِ بْنِ مَكِيثٍ الْجُهَنِيِّ , قَالَ: " بَعَثَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ غَالِبَ بْنَ عَبْدِ اللهِ اللَّيْثِيَّ فِي سَرِيَّةٍ كُنْتُ فِيهِمْ , وَأَمَرَهُ أَنْ يَشُنَّ الْغَارَةَ عَلَى ابْنِ الْمُلَوِّحِ بِالْكَدِيدِ قَالَ: فَرَاحَتِ الْمَاشِيَةُ مِنْ إِبِلِهِمْ وَغَنَمِهِمْ , فَلَمَّا احْتَلَبُوا , وَعَطَنُوا , وَاطْمَأَنُّوا نِيَامًا , شَنَنَّا عَلَيْهِمِ الْغَارَةَ , فَقَتَلْنَا وَاسْتَقْنَا النَّعَمَ " [ص:209]
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান