শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

شرح معاني الآثار المختلفة المروية عن رسول الله صلى الله عليه وسلم في الأحكام

৭. বিবাহ-শাদীর অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস ১৭ টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৪৩০৭
৬. মুতা'আ বিবাহ
৪৩০৭। আলী ইবন মা'বাদ (রাহঃ)..... আব্দুল্লাহ ইবন মাসউদ (রাযিঃ) হতে বর্ণনা করেন। তিনি বলেন, "আমরা রাসুলুল্লাহ ﷺ-এর সাথে যুদ্ধ করছিলাম; কিন্তু আমাদের সাথে কোন মহিলা ছিলনা। তখন আমরা রাসূলুল্লাহ ﷺ কে বললাম, আমরা কি প্রজনন ক্ষমতা রহিত করব? রাসূলুল্লাহ ﷺ আমাদেরকে এ কাজ হতে বারণ করেন। আর আমাদেরকে অনুমতি দেন যে, আমরা কাপড়ের পরিবর্তে একটি নির্দিষ্ট সময়ের জন্যে বিবাহ করি। অতঃপর তিনি এ আয়াতটি পাঠ করলেন يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تُحَرِّمُوا طَيِّبَاتِ مَا أَحَلَّ اللَّهُ لَكُمْ وَلَا تَعْتَدُوا ۚ إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْمُعْتَدِينَ
অর্থাৎ হে মু'মিনগণ! আল্লাহ্ তোমাদের জন্যে যে সব বস্তু হালাল করেছেন, সে সমুদয়কে তোমরা হারাম করোনা এবং সীমালংঘন করবেনা। আল্লাহ্ সীমালঙ্ঘনকারীকে পসন্দ করেন না। (সূরা মায়িদা : ৮৭)
بَابُ نِكَاحِ الْمُتْعَةِ
4307 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ مَعْبَدٍ قَالَ: ثنا الْوَلِيدُ بْنُ الْقَاسِمِ بْنِ الْوَلِيدِ قَالَ إِسْمَاعِيلُ بْنُ أَبِي خَالِدٍ , عَنْ قَيْسِ بْنِ أَبِي حَازِمٍ , عَنْ عَبْدِ اللهِ بْنِ مَسْعُودٍ قَالَ: " كُنَّا نَغْزُو مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَيْسَ لَنَا نِسَاءٌ , فَقُلْنَا يَا رَسُولَ اللهِ , أَلَا نَسْتَخْصِي فَنَهَانَا عَنْ ذَلِكَ , وَرَخَّصَ لَنَا أَنْ نَنْكِحَ بِالثَّوْبِ إِلَى أَجَلٍ , ثُمَّ قَرَأَ هَذِهِ الْآيَةَ {لَا تُحَرِّمُوا طَيِّبَاتِ مَا أَحَلَّ اللهُ لَكُمْ وَلَا تَعْتَدُوا إِنَّ اللهَ لَا يُحِبُّ الْمُعْتَدِينَ} [المائدة: 87] "
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৪৩০৮
মুতা'আ বিবাহ
৪৩০৮। সালিহ ইবন আব্দুর রহমান ......... সায়ীদ ইবন জুবাইর (রাযিঃ) হতে বর্ণনা করেন। তিনি বলেন, আমি আব্দুল্লাহ ইবন জুবাইর (রাযিঃ)-কে খুতবা দিতে শুনেছি, তিনি আব্দুল্লাহ্ ইবন আব্বাস (রাযিঃ)-এর বিরোধিতা করছিলেন এবং সাময়িক বিয়ের ব্যাপারে তার সমালোচনা করছিলেন। আব্দুল্লাহ ইবন আব্বাস (রাযিঃ) বলেনঃ সে যেন তার মাতাকে এ ব্যাপারে জিজ্ঞেস করে যদি সে সত্যবাদী হয়ে থাকে। তিনি তার মাতাকে জিজ্ঞেস করেন। তার মাতা বলেন, “ইবন আব্বাস (রাযিঃ) সত্য বলেছেন, ব্যাপারটি এরূপই ছিল। ইবন আব্বাস (রাযিঃ) বলেন, "তুমি যদি ইচ্ছে কর তাহলে আমি কুরাইশনের কিছু সংখ্যক লোকের নাম উল্লেখ করতে পারি, যারা এরূপ বিয়েতে জন্মগ্রহণ করেছেন।"
4308 - حَدَّثَنَا صَالِحُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ قَالَ: ثنا سَعِيدُ بْنُ مَنْصُورٍ قَالَ: ثنا هِشَامٌ قَالَ: أَخْبَرَنَا أَبُو بِشْرٍ , عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ قَالَ: سَمِعْتُ عَبْدَ اللهِ بْنَ الزُّبَيْرِ , يَخْطُبُ وَهُوَ يُعَرِّضُ بِابْنِ عَبَّاسٍ , يَعِيبُ عَلَيْهِ قَوْلَهُ فِي الْمُتْعَةِ. فَقَالَ ابْنُ عَبَّاسٍ: «يَسْأَلُ أُمَّهُ إِنْ كَانَ صَادِقًا» , فَسَأَلَهَا , فَقَالَتْ: صَدَقَ ابْنُ عَبَّاسٍ , قَدْ كَانَ ذَلِكَ. فَقَالَ ابْنُ عَبَّاسٍ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُمَا: «لَوْ شِئْتُ لَسَمَّيْتُ رِجَالًا مِنْ قُرَيْشٍ وُلِدُوا فِيهَا»
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৪৩০৯
মুতা'আ বিবাহ
৪৩০৯। ইবন আবু দাউদ (রাহঃ)...... জাবির ইবন আব্দুল্লাহ্ (রাহঃ) এবং সালামা ইবনুল আকওয়া' (রাযিঃ) থেকে বর্ণনা করেন। তারা বলেন, রাসুলুল্লাহ ﷺ তাদের কাছে আগমন করেন এবং তাদেরকে সাময়িক বিয়েতে অনুমতি প্রদান করেন।
আবু জাফর আত-তাহাবী (রাহঃ) বলেন: একদল 'আলিম এ হাদীসগুলো সমর্থন করেন এবং বলেন, পুরুষ মহিলা থেকে নির্দিষ্ট বস্তুর পরিবর্তে নির্দিষ্ট দিনের জন্যে উপকার হাসিল করবে, তাতে দোষের কিছু নেই। যখন এ নির্দিষ্ট দিনগুলো অতিক্রান্ত হবে তখন মহিলাটি তার জন্যে হারাম হয়ে যাবে। তাদের মতে তারা বিয়ের কারণে একে অন্যের উত্তরাধিকারী করেন এবং তারা বলেন, এ ধরনের বিয়ে বৈধ নয়। তারা দলীল হিসেবে উল্লেখ করেন যে, যে সব হাদীস প্রথম পক্ষ উল্লেখ করেছেন এগুলোর হুকুন কোন এক সময় প্রচলিত ছিল এর পর এগুলোর হুকুম রহিত হয়ে যায়। আর রাসূলুল্লাহ ﷺ সাময়িক বিয়ে থেকে বারণ করেন। তারা রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত এ সম্পর্কে রহিতকরণ উল্লেখ ছাড়া নিষেধাজ্ঞা উল্লেখ করেনঃ
4309 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ قَالَ: ثنا أُمَيَّةُ بْنُ بِسْطَامٍ قَالَ: ثنا يَزِيدُ بْنُ زُرَيْعٍ , عَنْ رَوْحِ بْنِ الْقَاسِمِ , عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ , عَنِ الْحَسَنِ بْنِ مُحَمَّدٍ , عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ , وَسَلَمَةَ بْنِ الْأَكْوَعِ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَتَاهُمْ فَأَذِنَ لَهُمْ فِي الْمُتْعَةِ " قَالَ أَبُو جَعْفَرٍ: فَذَهَبَ قَوْمٌ إِلَى هَذِهِ الْآثَارِ فَقَالُوا: لَا بَأْسَ أَنْ يَتَمَتَّعَ الرَّجُلُ مِنَ الْمَرْأَةِ أَيَّامًا مَعْلُومَةً , بِشَيْءٍ مَعْلُومٍ فَإِذَا مَضَتْ تِلْكَ الْأَيَّامُ , حَرُمَتْ عَلَيْهِ , لَا بِطَلَاقٍ. وَلَكِنْ بِانْقِضَاءِ الْمُدَّةِ الَّتِي كَانَا تَعَاقَدَا عَلَى الْمُتْعَةِ فِيهَا , وَلَا يَتَوَارَثَانِ بِذَلِكَ فِي قَوْلِهِمْ. وَخَالَفَهُمْ فِي ذَلِكَ آخَرُونَ , فَقَالُوا: لَا يَجُوزُ هَذَا النِّكَاحُ. وَاحْتَجُّوا بِأَنَّ الْآثَارَ الَّتِي احْتَجَّ بِهَا عَلَيْهِمْ أَهْلُ الْمَقَالَةِ الْأُولَى قَدْ كَانَتْ , ثُمَّ نُسِخَتْ بَعْدَ ذَلِكَ , وَأَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ نَهَى عَنِ الْمُتْعَةِ. وَذَكَرُوا مَا قَدْ رُوِيَ عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ نَهْيِهِ عَنْهَا مِمَّا لَمْ يُذْكَرْ فِيهَا النُّسَخُ مَا قَدْ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৪৩১০
আন্তর্জাতিক নং: ৪৩১১
মুতা'আ বিবাহ
৪৩১০-১১। ইবন আবু দাউদ (রাহঃ) ....আব্দুল্লাহ্ ইবন মুহাম্মাদ ইবন আলী ইবন আবু তালিব (রাহঃ) এবং আল-হাসান ইবন মুহাম্মাদ ইবন আলী (রাহঃ) হতে বর্ণনা করেন। তারা দু'জনে তাদের পিতা হতে বর্ণনা করেন। তারা বলেন, তাদের পিতা তাদেরকে সংবাদ দিয়েছেন যে, তিনি আলী ইবন আবু তালিব (রাযিঃ) কে বলতে শুনেছেন। তিনি আব্দুল্লাহ্ ইবন আব্বাস (রাযিঃ) কে বলেন, “তুমি একজন আত্মভোলা লোক। নিশ্চয়ই রাসূলুল্লাহ ﷺ মহিলাদের সাময়িক নিয়ে থেকে বারণ করেছেন।

ইউনুস (রাহঃ) …….. ইবন শিহাব হতে বর্ননা করেন। তিনি নিজ সনদে অনুরূপ বর্ণনা পেশ করেছেন। তবে তিনি “তুমি একজন আত্মভোলা লোক" কথাটি উল্লেখ করেননি।
4310 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ قَالَ: ثنا عَبْدُ اللهِ بْنُ مُحَمَّدِ بْنِ أَسْمَاءَ قَالَ: ثنا جُوَيْرِيَةُ , عَنْ مَالِكٍ , عَنِ الزُّهْرِيِّ , أَنَّ عَبْدَ اللهِ بْنَ مُحَمَّدِ بْنِ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ , وَمُحَمَّدَ بْنَ عَلِيٍّ أَخْبَرَاهُ , أَنَّ أَبَاهُمَا أَخْبَرَهُمَا أَنَّهُ سَمِعَ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ يَقُولُ لِابْنِ عَبَّاسٍ: «إِنَّكَ رَجُلٌ تَابِهٌ إِنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ مُتْعَةِ النِّسَاءِ» .

4311 - حَدَّثَنَا يُونُسُ قَالَ: أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ قَالَ: أَخْبَرَنِي يُونُسُ , وَأُسَامَةُ , وَمَالِكٌ , عَنِ ابْنِ شِهَابٍ , فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ , غَيْرَ أَنَّهُ لَمْ يَقُلْ: إِنَّكَ رَجُلٌ تَابِهٌ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৪৩১১
empty
৪৩১১।
4311 -
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৪৩১২
মুতা'আ বিবাহ
৪৩১২। সালিহ ইবন আব্দুর রহমান (রাহঃ) ……. আব্দুল্লাহ (রাহঃ) এবং আল-হাসান (রাহঃ) হতে বর্ননা করেন। তারা দুই ভাই আপন পিতা মুহাম্মাদ ইবনুল হানাফিয়া (রাহঃ) হতে বর্ননা করেন। তিনি বলেন, আলী (রাযিঃ) একদিন আব্দুল্লাহ্ ইবন আব্বাস (রাযিঃ) এর নিকট নিয়ে যাচ্ছিলেন। তিনি মহিলাদের সাময়িক বিয়ে সম্বন্ধে ফাতওয়া দিচ্ছিলেন। তিনি বলছিলেন যে, এটাতে কোন দোষ নেই। আলী (রাযিঃ) তাকে বললেন, “রাসূলুল্লাহ্ ﷺ খাইবারের যুদ্ধের দিন গৃহপালিত গাধার গোশত ও সামরিক বিয়ে হতে নিষেধ করেছেন।"
4312 - حَدَّثَنَا صَالِحُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ قَالَ: ثنا سَعِيدُ بْنُ مَنْصُورٍ قَالَ: ثنا هِشَامٌ قَالَ: أَخْبَرَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ , عَنِ الزُّهْرِيِّ , عَنْ عَبْدِ اللهِ وَالْحَسَنِ ابْنَيْ مُحَمَّدِ بْنِ الْحَنَفِيَّةِ , عَنْ أَبِيهِمَا أَنَّ عَلِيًّا مَرَّ بِابْنِ عَبَّاسٍ وَهُوَ يُفْتِي بِالْمُتْعَةِ مُتْعَةِ النِّسَاءِ، أَنَّهُ لَا بَأْسَ بِهَا. فَقَالَ لَهُ عَلِيٌّ: «قَدْ نَهَى عَنْهَا رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَعَنْ لُحُومِ الْحُمُرِ الْأَهْلِيَّةِ يَوْمَ خَيْبَرَ»
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৪৩১৩
মুতা'আ বিবাহ
৪৩১৩। ইউনূস (রাহঃ)....... সালিম ইবন আব্দুল্লাহ (রাহঃ) হতে বর্ণনা করেন। তিনি বলেন, "এক ব্যক্তি একদিন আব্দুল্লাহ ইবন উমার (রাযিঃ) কে সাময়িক বিয়ে সম্বন্ধে জিজ্ঞেস করলেন। তিনি বললেন, এটা হারাম। লোকটি বলল অমুকে এটার বৈধতা সম্বন্ধে অভিমত পেশ করেছেন। তিনি বললেন, আল্লাহর শপথ, সে জেনেছে যে, রাসূলুল্লাহ ﷺ খাইবারের যুদ্ধের দিন এটাকে হারাম ঘোষণা করেছেন, আর আমরা তো ব্যভিচারী নই।
আবু জাফর আত-তাহাবী বলেনঃ উপরোক্ত হাদীসগুলোতে সাময়িক বিয়ে সম্পর্কে রাসূলুল্লাহ ﷺ হতে নিষেধাজ্ঞা এসেছে। সুতরাং রাসূলুল্লাহ্ ﷺ হতে এ সম্পর্কে যে অনুমতি পাওয়া যায় এটা সম্ভবত নিষেধ করার পূর্বে ছিল। অতঃপর তিনি তা নিষেধ করেন, কাজেই নিষেধাজ্ঞাটি অনুমতি রহিতকারী হিসেবে গণ্য। এ সম্পর্কে আমরা গবেষণা ও চিন্তার আশ্রয় নিয়ে নিম্ন বর্ণিত হাদীসগুলো দেখতে পেলামঃ
4313 - حَدَّثَنَا يُونُسُ قَالَ: أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ قَالَ: أَخْبَرَنِي عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْعُمَرِيُّ , عَنِ ابْنِ شِهَابٍ قَالَ: أَخْبَرَنِي سَالِمُ بْنُ عَبْدِ اللهِ , أَنَّ رَجُلًا سَأَلَ عَبْدَ اللهِ بْنَ عُمَرَ عَنِ الْمُتْعَةِ فَقَالَ: حَرَامٌ. قَالَ: فَإِنَّ فُلَانًا يَقُولُ فِيهَا قَالَ: «وَاللهِ لَقَدْ عَلِمَ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَرَّمَهَا يَوْمَ خَيْبَرَ , وَمَا كُنَّا مُسَافِحِينَ» فَفِي هَذِهِ الْآثَارِ النَّهْيُ مِنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْمُتْعَةِ. فَاحْتَمَلَ أَنْ يَكُونَ مَا ذَكَرْنَا عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنَ الْإِذْنِ فِيهَا , كَانَ ذَلِكَ مِنْهُ قَبْلَ النَّهْيِ ثُمَّ نَهَى عَنْهَا فَكَانَ ذَلِكَ النَّهْيُ نَاسِخًا , لِمَا كَانَ مِنَ الْإِبَاحَةِ قَبْلَ ذَلِكَ. فَنَظَرْنَا فِي ذَلِكَ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৪৩১৪
আন্তর্জাতিক নং: ৪৩১৫
মুতা'আ বিবাহ
৪৩১৪-১৫। ইউনুস (রাহঃ) ..... সাবরা আল-জুহানী (রাযিঃ) হতে বর্ণনা করেন। তিনি বলেন, “বিদায় হজ্জে আমি রাসূলুল্লাহ্ ﷺ-এর সাথে ঘর থেকে মক্কার দিকে বের হলাম। রাসূলুল্লাহ্ ﷺ আমাদেরকে সাময়িক বিয়ের অনুমতি দিলেন। তখন আমি এবং আমার এক বন্ধু বনু আমিরের লম্বা গর্দান ওয়ালী একটি যুবতী মহিলার কাছে আগমন করলাম এবং তার কাছে আমাদেরকে পেশ করলাম। সে বলল, “তুমি আমাকে কি দেবে?" আমি বললাম, “আমার চাদরটি তোমাকে প্রদান করব।” আমার বন্ধু বললেন, “আমিও তোমাকে আমার চাদরটি প্রদান করব।” আমার বন্ধুর চাদরটি আমারটির চেয়ে ছিল উত্তম। তবে আমি তার চেয়ে অধিক যুবক ছিলাম। মহিলাটি আমার বন্ধুর চাদরটি দেখে খুব পসন্দ করল, আর আমার দিকে নযর করে আমাকে খুবই পসন্দ করল। অতঃপর সে আমাকে বলল, তুমি ও তোমার চাদর আমার জন্যে যথেষ্ট। এরপর আমি তার সাথে তিন দিন অবস্থান করলাম। অতঃপর রাসূলুল্লাহ ﷺ বললেন, তোমাদের কারো কাছে যদি এরূপ সাময়িক বিয়ের কোন মহিলা থাকে যাদেরকে তোমরা ব্যবহার করেছ, তাহলে এগুলোকে পরিত্যাগ কর।

রাবী' আল-মুয়াযযিন (রাহঃ) ……. সাবূরা আল-জুহানী (রাযিঃ) হতে অনুরূপ হাদীস বর্ণনা করেন।
4314 - فَإِذَا يُونُسُ قَدْ حَدَّثَنَا قَالَ: ثنا أَنَسُ بْنُ عِيَاضٍ اللَّيْثِيُّ , عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ عُمَرَ بْنِ عَبْدِ الْعَزِيزِ عَنِ الرَّبِيعِ بْنِ سَبْرَةَ الْجُهَنِيِّ , عَنْ أَبِيهِ قَالَ: خَرَجْنَا مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى مَكَّةَ فِي حَجَّةِ الْوَدَاعِ , فَأَذِنَ لَنَا فِي الْمُتْعَةِ. فَانْطَلَقْتُ أَنَا وَصَاحِبٌ لِي إِلَى امْرَأَةٍ مِنْ بَنِي عَامِرٍ , كَأَنَّهَا بَكْرَةٌ عَيْطَاءُ، فَعَرَضْنَا عَلَيْهَا أَنْفُسَنَا. فَقَالَتْ: مَا تُعْطِينِي؟ فَقُلْتُ: رِدَائِي , وَقَالَ صَاحِبِي: رِدَاءَيْنِ , وَكَانَ رِدَاءُ صَاحِبِي أَجْوَدَ مِنْ رِدَائِي، وَكُنْتُ أَشَبَّ مِنْهُ، فِإِذَا نَظَرَتْ إِلَى رِدَاءَيْ صَاحِبِي أَعْجَبَهَا , وَإِذَا نَظَرَتْ إِلَيَّ أَعْجَبْتُهَا , فَقَالَتْ: أَنْتَ وَرِدَاؤُكَ تَكْفِينِي. فَمَكَثْتُ مَعَهَا ثَلَاثَةَ أَيَّامٍ. ثُمَّ إِنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ كَانَ عِنْدَهُ شَيْءٌ مِنْ هَذِهِ النِّسَاءِ اللَّاتِي يُتَمَتَّعُ بِهِنَّ , فَلْيُخَلِّ سَبِيلَهَا» .

4315 - حَدَّثَنَا رَبِيعٌ الْمُؤَذِّنُ قَالَ: ثنا شُعَيْبُ بْنُ اللَّيْثِ قَالَ: ثنا اللَّيْثُ , عَنِ الرَّبِيعِ بْنِ سَبْرَةَ الْجُهَنِيِّ , عَنْ أَبِيهِ مِثْلَهُ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৪৩১৫
empty
৪৩১৫।
4315 -
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৪৩১৬
মুতা'আ বিবাহ
৪৩১৬। ইবন আবু দাউদ (রাহঃ) .... আয়্যুব (রাহঃ) হতে বর্ণনা করেন। তিনি ইমাম যুহরী (রাহঃ) হতে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ মক্কা বিজয়ের দিন মহিলাদের সাময়িক বিয়ে থেকে বারণ করেন। বর্ণনাকারী আয়্যুব (রাহঃ) ইবন যুহরী (রাহঃ) কে জিজ্ঞেস করেন যে, আপনি কার কাছ থেকে শুনেছেন? তিনি বলেন, আমাকে এক ব্যক্তি তার পিতা হতে উমার ইবন আব্দুল আযীয (রাহঃ)-এর কাছে হাদীস বর্ণনা করেন। বর্ণনাকারী মা'মার (রাহঃ) বলেন “এ লোকটি ছিলেন আর-রাবী' ইবন সাবুরা।"
4316 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ قَالَ: ثنا مُسَدَّدٌ قَالَ: ثنا حَمَّادُ بْنُ زَيْدٍ , عَنْ أَيُّوبَ , عَنِ الزُّهْرِيِّ , «أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ مُتْعَةِ النِّسَاءِ يَوْمَ الْفَتْحِ» فَقُلْتُ: مِمَّنْ سَمِعْتُهُ؟ فَقَالَ: حَدَّثَنِي رَجُلٌ عَنْ أَبِيهِ , عَنْ عُمَرَ بْنِ عَبْدِ الْعَزِيزِ وَزَعَمَ مَعْمَرٌ أَنَّهُ الرَّبِيعُ بْنُ سَبْرَةَ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৪৩১৭
মুতা'আ বিবাহ
৪৩১৭। ইবন আবু দাউদ (রাহঃ)..... আর-রাবী' ইবন সাবরা (রাহঃ) হতে বর্ণনা করেন। তিনি তার পিতা হতে বর্ণনা করেন। তিনি বলেন রাসূলুল্লাহ ﷺ সাময়িক বিয়ের অনুমতি দিলেন। তখন এক ব্যক্তি একটি মহিলাকে বিয়ে করে। অতঃপর রাসূলুল্লাহ ﷺ এটাকে কঠোরভাবে হারাম ঘোষণা করেন এবং এ সম্পর্কে কঠোর ভাষা ব্যবহার করেন।
4317 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ قَالَ: ثنا أَبُو عُمَرَ الْحَوْضِيُّ قَالَ: ثنا شُعْبَةُ , عَنْ عَبْدِ رَبِّهِ بْنِ سَعِيدٍ , عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ عُمَرَ , عَنِ الرَّبِيعِ بْنِ سَبْرَةَ , عَنْ أَبِيهِ , «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَخَّصَ فِي الْمُتْعَةِ , فَتَزَوَّجَ رَجُلٌ امْرَأَةً فَلَمَّا كَانَ بَعْدَ ذَلِكَ , إِذَا هُوَ يُحَرِّمُهَا أَشَدَّ التَّحْرِيمِ , وَيَقُولُ فِيهَا أَشَدَّ الْقَوْلِ»
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৪৩১৮
মুতা'আ বিবাহ
৪৩১৮। আলী ইবনে মা‘বাদ (রাহঃ) …. ইয়াস ইব্‌ন সালামা ইবনুল আকওয়া' (রাযিঃ) হতে বর্ণনা করেন। তিনি তার পিতা হতে বর্ণনা করেন । তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) সাময়িক বিয়ের অনুমতি প্রদান করেন এবং পরে তা থেকে বারণ করেন।
4318 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ مَعْبَدٍ قَالَ: ثنا يُونُسُ بْنُ مُحَمَّدٍ قَالَ: أَخْبَرَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ زِيَادٍ قَالَ: ثنا أَبُو عُمَيْسٍ , عَنْ إِيَاسِ بْنِ سَلَمَةَ بْنِ الْأَكْوَعِ , عَنْ أَبِيهِ قَالَ: «أَذِنَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي مُتْعَةِ النِّسَاءِ , ثُمَّ نَهَى عَنْهَا»
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৪৩১৯
মুতা'আ বিবাহ
৪৩১৯। আবু বাকরা (রাহঃ)..... আবু হুরাইরা (রাযিঃ) হতে বর্ণনা করেন। তিনি বলেন : আমরা রাসূলুল্লাহ্ (ﷺ) -এর সাথে তাবুক যুদ্ধে বের হয়েছিলাম। রাসূলুল্লাহ (ﷺ) সানিয়াতুল বিদায়ে অবতরণ করেন এবং কিছু সংখ্যক বাতি ও মহিলাকে দেখতে পেলেন, যারা ক্রন্দন করছিল। রাসূলুল্লাহ্ তাদের সম্বন্ধে জিজ্ঞেস করলেন, এদের কি হয়েছে? বলা হল, এরা এমন কতেক মহিলা, যাদেরকে তাদের স্বামী সাময়িকভাবে বিয়ে করেছিল এবং তাদেরকে এখন ছেড়ে তারা চলে গেছে। রাসূলুল্লাহ্ ( বলেন, “আল্লাহ্ তা'আলা সাময়িক বিয়েকে তালাক, নিকাহ, ইদ্দত ও মীরাস ইত্যাদির মাধ্যমে হারাম ঘোষণা করেছেন।”
পরোক্ত হাদীসগুলোর মাধ্যমে স্পষ্ট বুঝা যায় যে, সাময়িক বিয়েকে রাসূলুল্লাহ্ (ﷺ) অনুমতি দেয়ার পর বৈধ ঘোষণা করেন। সুতরাং প্রমাণ হল যে, এ অনুচ্ছেদের প্রথমে অনুমতিমূলক যেসব হাদীস আমরা উল্লেখ রেছি, এগুলোর হুকুম রহিত হয়ে গেছে। অতঃপর রাসূলুল্লাহ্ (ﷺ) -এর সাহাবায়ে কিরাম (রাযিঃ) থেকেও নিষেধাজ্ঞাসূচক হাদীস বর্ণনা করা হয়েছে :
4319 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ قَالَ: حَدَّثَنَا مُؤَمَّلُ بْنُ إِسْمَاعِيلَ قَالَ: ثنا عِكْرِمَةُ بْنُ عَمَّارٍ , عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ الْمَقْبُرِيِّ , عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: خَرَجْنَا مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي غَزْوَةِ تَبُوكَ فَنَزَلَ ثَنِيَّةَ الْوَدَاعِ فَرَأَى مَصَابِيحَ وَنِسَاءً يَبْكِينَ فَقَالَ مَا هَذَا؟ فَقِيلَ: نِسَاءٌ تَمَتَّعَ بِهِنَّ أَزْوَاجُهُنَّ وَفَارَقُوهُنَّ. فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ اللهَ حَرَّمَ أَوْ هَدَرَ الْمُتْعَةَ بِالطَّلَاقِ وَالنِّكَاحِ وَالْعِدَّةِ وَالْمِيرَاثِ» فَفِي هَذِهِ الْآثَارِ , تَحْرِيمُ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمُتْعَةَ بَعْدَ إِذْنِهِ فِيهَا وَإِبَاحَتِهِ إِيَّاهَا. فَثَبَتَ بِمَا ذَكَرْنَا نَسْخُ مَا فِي الْآثَارِ الْأُوَلِ الَّتِي ذَكَرْنَاهَا فِي أَوَّلِ هَذَا الْبَابِ. ثُمَّ قَدْ رُوِيَ عَنْ أَصْحَابِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَرَضِيَ عَنْهُمُ النَّهْيُ عَنْهَا أَيْضًا
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৪৩২০
মুতা'আ বিবাহ
৪৩২০। রাবী আল জীযী….. আব্দুল্লাহ্ ইব্‌ন আব্বাস (রাযিঃ) হতে বর্ণনা করেন। তিনি বলেন, সাময়িক বিয়ে এ উম্মতের জন্যে আল্লাহ্ তা'আলার একটি করুণা হিসেবে গণ্য ছিল। যদি উমার ইবনুল খাত্তাব (রাযিঃ) সাময়িক বিয়ে হতে নিষেধ না করতেন তাহলে হতভাগা ব্যতীত অন্য কেউ ব্যভিচারের শিকার হতনা। বর্ণনাকারী আরো বলেন, এখনও যেন আমি আব্দুল্লাহ্ ইব্‌ন আব্বাস (রাযিঃ) হতে إِلَّا شَقِيٌّ কথাটির উচ্চারণ শুনছি।
4320 - حَدَّثَنَا رَبِيعٌ الْجِيزِيُّ قَالَ: ثنا سَعِيدُ بْنُ كَثِيرِ بْنِ عُفَيْرٍ قَالَ: ثنا يَحْيَى بْنُ أَيُّوبَ , عَنِ ابْنِ جُرَيْجٍ , عَنْ عَطَاءٍ , عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: «مَا كَانَتِ الْمُتْعَةُ إِلَّا رَحْمَةً رَحِمَ اللهُ بِهَا هَذِهِ الْأُمَّةَ , وَلَوْلَا نَهْيُ عُمَرَ بْنِ الْخَطَّابِ عَنْهَا مَا زَنَى إِلَّا شَقِيٌّ» . قَالَ عَطَاءٌ: كَأَنِّي أَسْمَعُهَا مِنَ ابْنِ عَبَّاسٍ: إِلَّا شَقِيٌّ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৪৩২১
মুতা'আ বিবাহ
৪৩২১। আবু বিশর আর-রাকী (রাহঃ).... আবু যর (রাযিঃ) হতে বর্ণনা করেন। তিনি বলেন, মহিলাদের সাথে সাময়িক বিয়ে করার বিশেষ অনুমতি শুধু আমাদের জন্যেই ছিল ।
4321 - حَدَّثَنَا أَبُو بِشْرٍ الرَّقِّيُّ قَالَ: ثنا شُجَاعُ بْنُ الْوَلِيدِ , عَنْ لَيْثِ بْنِ أَبِي سُلَيْمٍ , عَنْ طَلْحَةَ بْنِ مُصَرِّفٍ , عَنْ خَيْثَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ , عَنْ أَبِي ذَرٍّ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: «إِنَّمَا كَانَتْ مُتْعَةُ النِّسَاءِ لَنَا خَاصَّةً»
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৪৩২২
মুতা'আ বিবাহ
৪৩২২। সালিহ ইবন আব্দুর রহমান (রাহঃ) …… জাবির (রাযিঃ) হতে বর্ণনা করেন। তিনি বলেন, সাহাবায়ে কিরাম (রাযিঃ) মহিলাদের সাথে সাময়িক বিয়ের মাধ্যমে উপভোগ করছিলেন, যতক্ষণনা হযরত উমার (রাযিঃ) তাদেরকে নিষেধ করেন।
4322 - حَدَّثَنَا صَالِحُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ قَالَ: ثنا سَعِيدٌ , قَالَ هِشَامٌ: أَخْبَرَنَا عَبْدُ الْمَلِكِ , عَنْ عَطَاءٍ , عَنْ جَابِرٍ , «أَنَّهُمْ كَانُوا يَتَمَتَّعُونَ مِنَ النِّسَاءِ , حَتَّى نَهَاهُمْ عُمَرُ»
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৪৩২৩
মুতা'আ বিবাহ
৪৩২৩। ইবন মারযূক (রাহঃ)..... আবু জামরা (রাহঃ) হতে বর্ণনা করেন । তিনি বলেন : আমি ইব্‌ন আব্বাস (রাযিঃ) কে মহিলাদের সাথে সাময়িক বিয়ের ব্যাপারে জিজ্ঞেস করলাম, তখন ইব্‌ন আব্বাস (রাযিঃ) এর একজন গোলাম বলল, এটা ছিল যুদ্ধ ক্ষেত্রের ব্যাপার। আর মহিলা ছিল তখন স্বল্প। ইব্‌ন আব্বাস (রাযিঃ) বলেন, তুমি সত্য বলেছ।
আবু জা'ফর আত-তাহাবী (রাহঃ) বলেন : হযরত উমার (রাযিঃ) রাসূলুল্লাহ্ -এর সাহাবীদের সামনেই মহিলাদের সাথে সাময়িক বিয়ে করাকে নিষেধ করেন, তাদের মধ্যে থেকে কেউ এটার বিরোধিতা করেনি। এটাতে হযরত উমার (রাযিঃ)-এর নিষেধের প্রতি তাদের আনুগত্য প্রকাশ পায় এবং এটার নিষেধাজ্ঞার উপর তাদের তরফ থেকে ইজমা প্রতিষ্ঠিত হয়।আর এটা সাময়িক বিয়ে রহিত হবারও একটি দলীল। অতঃপর ইবন আব্বাস (রাযিঃ) বলেছেন, সাময়িক বিয়ের অনুমতি দেয়া হয়েছিল যখন ছিল মহিলা স্বল্প। আর যখন মহিলা বেড়ে যায় তখন ঐ কারণটি রহিত হয়ে যায় যে কারণটির জন্যে এরূপ বিয়ের অনুমতি হয়েছিল। আবু যর (রাযিঃ) বলেছিলেন, এটা আমাদের জন্যে ছিল একটি বিশেষ অনুমতি। এটাতেও সম্ভাবনা রয়েছে যে, যে কারণে এরূপ বিয়ের অনুমতি দেয়া হয়েছিল এবং আব্দুল্লাহ ইবন আব্বাস (রাযিঃ) তা উল্লেখ করেছেন সেই কারণেই সাময়িক বিয়ের বিশেষ অনুমতি প্রদান করা হয়েছিল।
তবে জাবির (রাযিঃ) এর কথা كُنَّا نَتَمَتَّعُ حَتَّى نَهَانَا عَنْهَا عُمَرُ অর্থাৎ হযরত উমার (রাযিঃ)-এর নিষেধের পূর্ব পর্যন্ত আমরা সাময়িক বিয়ে উপভোগ করছিলাম, এতে সম্ভাবনা রয়েছে যে, রাসূলুল্লাহ (ﷺ) এর সাময়িক বিয়েকে অবৈধ ঘোষণার বিষয়টি সম্বন্ধে তিনি অবগত ছিলেন না। যতক্ষণ না তিনি হযরত উমার (রাযিঃ)-এর কথার মাধ্যমে অবগত হলেন। রাসূলুল্লাহ্ যে সাময়িক বিয়ের অনুমতি দিয়েছিলেন তা পরিত্যাগের হুকুমে প্রমাণিত হয় যে, এটার হুকুম রহিত হওয়ার পক্ষে তার কাছে নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া গিয়েছিল। সুতরাং এ অনুচ্ছেদের প্রথমে সাময়িক বিয়ের অনুমতি প্রসঙ্গে যেসব হাদীস বর্ণনা করা হয়েছিল এগুলোর হুকুম রহিত হয়ে গিয়েছিল। কোন কোন জ্ঞানী ব্যক্তি বলেছেন, কিছু দিনের উপভোগের শর্তে যদি বিয়ে অনুষ্ঠিত হয় তাহলে এটা চিরস্থায়ী বিয়েতে রূপান্তরিত করা যায় এবং শর্তটি বাতিল বলে গণ্য হবে। তবে এরূপ অভিমতের বিরুদ্ধে রাসূলুল্লাহ (ﷺ) -এর উক্তিটি একটি শক্তিশালী দলীল হিসেবে প্রমাণিত। রাসূলুল্লাহ্ (ﷺ) যখন সাহাবায়ে কিরামদেরকে সাময়িক বিয়ের ব্যাপারে নিষেধ করেন তখন তিনি বলেছিলেনঃمَنْ كَانَ عِنْدَهُ مِنْ هَذِهِ النِّسَاءِ اللَّاتِي يُتَمَتَّعُ بِهِنَّ شَيْءٌ , فَلْيُفَارِقْهُنَّ
অর্থাৎ “যার কাছে সাময়িক বিয়ের কোন মহিলা রয়েছে সেগুলোকে উপভোগ করা যেন পরিত্যাগ করা হয়। রাসূলুল্লাহ (ﷺ) -এর এ কথাটি প্রমাণ করে যে, পূর্বেকার সাময়িক বিয়েটা চিরস্থায়ী বন্ধনে রূপান্তরিত হয় না। কেননা এটা যদি চিরস্থায়ী বন্ধনে রূপান্তরিত হয়ে যেত তাহলে ক্ষণকালের স্বামী স্ত্রী যে শর্তের ভিত্তিতে আব্দ্ধ হয়েছিল সেই শর্ত বাতিল হয়ে যেত এবং নিষেধের পূর্বে যে অনুমতি ও বিশুদ্ধতার ভিত্তিতে বিয়েটা সম্পন্ন হয়েছিল তাও বাতিল হতনা। সুতরাং পরিত্যাগের হুকুমের কারণে প্রমাণিত হয় যে, এরূপ বিবাহ বন্ধনের ফলে স্বামী স্ত্রীর সম্ভোগ অঙ্গের মালিক হয় না, আর এটাই হযরত ইমাম আবু হানীফা (রাহঃ), ইমাম আবু ইউসুফ (রাহঃ) ও ইমাম মুহাম্মাদ (রাহঃ) এর অভিমত।
4323 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ قَالَ: ثنا وَهْبٌ قَالَ: ثنا شُعْبَةُ , عَنْ أَبِي جَمْرَةَ قَالَ: سَأَلْتُ ابْنَ عَبَّاسٍ عَنْ مُتْعَةِ النِّسَاءِ , فَقَالَ مَوْلًى لَهُ: إِنَّمَا كَانَ ذَلِكَ فِي الْغَزْوِ , وَالنِّسَاءُ قَلِيلٌ , فَقَالَ ابْنُ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا: «صَدَقْتَ» [ص:27] قَالَ أَبُو جَعْفَرٍ: فَهَذَا عُمَرُ رَضِيَ اللهُ عَنْهُ قَدْ نَهَى عَنْ مُتْعَةِ النِّسَاءِ , بِحَضْرَةِ أَصْحَابِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , فَلَمْ يُنْكِرْ ذَلِكَ عَلَيْهِ مِنْهُمْ مُنْكِرٌ , وَفِي هَذَا دَلِيلٌ عَلَى مُتَابَعَتِهِمْ لَهُ عَلَى مَا نَهَى عَنْهُ مِنْ ذَلِكَ , وَفِي إِجْمَاعِهِمْ عَلَى النَّهْيِ فِي ذَلِكَ عَنْهَا , دَلِيلٌ عَلَى نَسْخِهَا وَحُجَّةٌ. ثُمَّ هَذَا ابْنُ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا يَقُولُ: إِنَّمَا أُبِيحَتْ وَالنِّسَاءُ قَلِيلٌ أَيْ: فَلَمَّا كَثُرْنَ , ارْتَفَعَ الْمَعْنَى الَّذِي مِنْ أَجْلِهِ أُبِيحَتْ. وَقَالَ أَبُو ذَرٍّ رَضِيَ اللهُ عَنْهُ: إِنَّمَا كَانَتْ لَنَا خَاصَّةً , فَقَدْ يُحْتَمَلُ أَنْ يَكُونَ كَانَتْ لَهُمُ لِلْمَعْنَى الَّذِي ذَكَرَهُ عَبْدُ اللهِ بْنُ عَبَّاسٍ أَنَّهَا أُبِيحَتْ مِنْ أَجْلِهِ , وَأَمَّا قَوْلُ جَابِرٍ رَضِيَ اللهُ عَنْهُ: كُنَّا نَتَمَتَّعُ حَتَّى نَهَانَا عَنْهَا عُمَرُ فَقَدْ يَجُوزُ أَنْ يَكُونَ لَمْ يَعْلَمْ بِتَحْرِيمِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِيَّاهَا , حَتَّى عَلِمَهُ مِنْ قَوْلِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُ. وَفِي تَرْكِهِ مَا قَدْ كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَبَاحَهُ لَهُمْ , دَلِيلٌ عَلَى أَنَّ الْحُجَّةَ قَدْ قَامَتْ عِنْدَهُ عَلَى نَسْخِ ذَلِكَ وَتَحْرِيمِهِ. فَوَجَبَ بِمَا ذَكَرْنَا , نَسْخُ مَا رَوَيْنَا فِي أَوَّلِ هَذَا الْبَابِ مِنْ إِبَاحَةِ مُتْعَةِ النِّسَاءِ. وَقَدْ قَالَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ: إِنَّ النِّكَاحَ إِذَا عُقِدَ عَلَى مُتْعَةِ أَيَّامٍ , فَهُوَ جَائِزٌ عَلَى الْأَبَدِ , وَالشَّرْطُ بَاطِلٌ. فَمِنَ الْحُجَّةِ عَلَى هَذَا الْقَوْلِ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا نَهَاهُمْ عَنِ الْمُتْعَةِ قَالَ لَهُمْ: مَنْ كَانَ عِنْدَهُ مِنْ هَذِهِ النِّسَاءِ اللَّاتِي يُتَمَتَّعُ بِهِنَّ شَيْءٌ , فَلْيُفَارِقْهُنَّ. فَدَلَّ ذَلِكَ عَلَى أَنَّ ذَلِكَ الْعَقْدَ الْمُتَقَدِّمَ , لَا يُوجِبُ دَوَامَ الْعَقْدِ لِلْأَبَدِ , لِأَنَّهُ لَوْ كَانَ يُوجِبُ دَوَامَ الْعَقْدِ لِلْأَبَدِ , لَكَانَ يُفْسَخُ الشَّرْطُ الَّذِي كَانَا تَعَاقَدَا بَيْنَهُمَا , وَلَا يُفْسَخُ النِّكَاحُ إِذَا كَانَ قَدْ ثَبَتَ عَلَى صِحَّةٍ وَجَوَازٍ قَبْلَ النَّهْيِ. فَفِي أَمْرِهِ إِيَّاهُمْ بِالْمُفَارَقَةِ , دَلِيلٌ عَلَى أَنَّ مِثْلَ ذَلِكَ الْعَقْدِ لَا يَجِبُ بِهِ مِلْكُ بُضْعٍ , وَهَذَا قَوْلُ أَبِي حَنِيفَةَ , وَأَبِي يُوسُفَ , وَمُحَمَّدٍ , رَحْمَةُ اللهِ عَلَيْهِمْ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান