শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

شرح معاني الآثار المختلفة المروية عن رسول الله صلى الله عليه وسلم في الأحكام

৬. হজ্বের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস ২০ টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৪০৯১
৩০. যে তামাত্তু হজ্জ পালনকারীর কাছে হাদী নেই এবং সে দশটি দিনে সিয়ামও পালন করে না।
৪০৯১। মুহাম্মাদ ইব্ন আব্দুল্লাহ ইব্ন হাকাম (রাহঃ) ….. সালিম (রাহঃ) এর পিতা থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ (সা:) ঐ তামাত্তু হজ্জ পালনকারী সম্পর্কে বলেছেন, যার কাছে হাদী নেই এবং সে দশ দিনে সিয়াম পালন করতে পারে না, সে আইয়্যামে তাশরীকের মাঝে সিয়াম পালন করবে।
بَابُ الْمُتَمَتِّعِ الَّذِي لَا يَجِدُ هَدْيًا وَلَا يَصُومُ فِي الْعَشْرِ
4091 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ بْنِ عَبْدِ الْحَكَمِ قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَلَامٍ قَالَ: ثنا شُعْبَةُ , عَنِ ابْنِ أَبِي لَيْلَى , عَنِ الزُّهْرِيِّ , عَنْ سَالِمٍ , عَنْ أَبِيهِ «أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فِي الْمُتَمَتِّعِ إِذَا لَمْ يَجِدِ الْهَدْيَ , وَلَمْ يَصُمْ فِي الْعَشْرِ أَنَّهُ يَصُومُ أَيَّامَ التَّشْرِيقِ»
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৪০৯২
আন্তর্জাতিক নং: ৪০৯৩
যে তামাত্তু হজ্জ পালনকারীর কাছে হাদী নেই এবং সে দশটি দিনে সিয়ামও পালন করে না।
৪০৯০-৯৩। ইয়াযীদ ইব্ন সিনান (রাহঃ) ….. আয়িশা (রাযিঃ) থেকে ও সালিম সূত্রে ইব্ন উমর (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তারা উভয়ে বলেছেন, রাসূলুল্লাহ্ (সা:) আইয়্যামে তাশরীকে সিয়াম পালনের অনুমতি শুধু অবরুদ্ধ ব্যক্তি অথবা তামাত্তু হজ্জ পালনকারীকে দিয়েছেন।
93 - 4092 - حَدَّثَنَا يَزِيدُ بْنُ سِنَانٍ , قَالَ: ثنا أَبُو كَامِلٍ , فُضَيْلُ بْنُ الْحُسَيْنِ الْجَحْدَرِيُّ قَالَ: ثنا أَبُو عَوَانَةَ , عَنْ عَبْدِ اللهِ بْنِ عِيسَى , عَنِ الزُّهْرِيِّ , عَنْ عُرْوَةَ , عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا , وَعَنْ سَالِمٍ , عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَا: لَمْ يُرَخِّصْ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي صَوْمِ أَيَّامِ التَّشْرِيقِ إِلَّا لِمُحْصَرٍ أَوْ مُتَمَتِّعٍ "
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৪০৯৪
যে তামাত্তু হজ্জ পালনকারীর কাছে হাদী নেই এবং সে দশটি দিনে সিয়ামও পালন করে না।
৪০৯৪। মুহাম্মাদ ইব্ন নু’মান সাকাতী (রাহঃ) ….. আয়িশা (রাযিঃ) থেকে ও সালিম (রাহঃ) -এর পিতা থেকে বর্ণনা করেন যে, তারা উভয়ে এরুপ তামাত্তু হজ্জ পালনকারীকে আইয়্যামে তাশরীকে সিয়াম পালনের অনুমতি প্রদান করতেন, যার কাছে হাদী নেই এবং সে (৯ই যিলহজ্জ) আরাফার পূর্বে সিয়াম পালনও করতে পারে নি।
আবু জা’ফর তাহাবী (রাযিঃ) বলেন, একদল আলিম এই মত প্রহণ করেছেন এবং তাঁরা তামাত্তু হজ্জ পালনকারী, কিরান হজ্জ পালনকারী ও অবরুদ্ধ ব্যক্তির জন্য আইয়্যামে তাশরীকে সিয়াম পালন করা জায়েয সাব্যস্ত করেছেন, যখন তাদের কাছে হাদী থাকবে না এবং এর পূর্বে সিয়াম পালন না করে থাকে এই দিনগুলো (তাশরীকের) তারা সিয়াম পালন করবে। এদের ব্যতীত অন্য লোকদেরকে এই দিনগুলোতে সিয়াম পালন করতে তাঁরা বারণ করেছেন। তারা এ বিষয়ে এই সমস্ত হাদীস দ্বারা প্রমান পেশ করেছেন। পক্ষান্তরে অপরাপর আলিমগণ এ বিষযে তাঁদের বিরোধিতা করে বলেছেন, এরা এবং এরা ব্যতীত অন্য সমস্ত লোক আইয়্যামে তাশরীকে ঐ উদ্দেশ্য বা কোন কাফ্ফারায় অথবা নফল হিসাবে কোন প্রকার সিয়াম পালন করতে পারবে না। কেননা নবী (সা:) এ থেকে নিষেধ করেছেন। কিন্তু মুতামাত্তি এবং কারিন -এর উপর দু’টি কুরবানী ওয়াজিব হবে। একটি তাদের তামাত্তু ও কিরানের কারণে এবং আপরটি হাদী অথাবা সিয়াম পালনের কোনটি ব্যতীত তারা ইহরাম থেকে হালাল হওয়ার কারণে।
তাঁরা এ বিষয়ে রাসূলুল্লাহ্ (সা;) থেকে বর্ণিত নিম্নোক্ত রিওয়ায়াতসমূহ দ্বারা প্রমাণ পেশ করেছনঃ
4094 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ النُّعْمَانِ السَّقَطِيُّ , قَالَ: ثنا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللهِ الْأُوَيْسِيُّ , قَالَ: ثنا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ , عَنِ ابْنِ شِهَابٍ , عَنْ عُرْوَةَ , عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا وَعَنْ سَالِمٍ , عَنْ أَبِيهِ , أَنَّهُمَا كَانَا يُرَخِّصَانِ لِلْمُتَمَتِّعِ إِذَا لَمْ يَجِدْ هَدْيًا , وَلَمْ يَكُنْ صَامَ قَبْلَ عَرَفَةَ , أَنْ يَصُومَ أَيَّامَ التَّشْرِيقِ قَالَ أَبُو جَعْفَرٍ: فَذَهَبَ قَوْمٌ إِلَى هَذَا , وَأَبَاحُوا صِيَامَ أَيَّامِ التَّشْرِيقِ لِلْمُتَمَتِّعِ , وَالْقَارِنِ , وَالْمُحْصَرِ إِذَا لَمْ يَجِدُوا هَدْيًا , وَلَمْ يَكُونُوا صَامُوا قَبْلَ ذَلِكَ , صَامُوا هَذِهِ الْأَيَّامَ , وَمَنَعُوا مِنْهَا مَنْ سِوَاهُمْ , وَاحْتَجُّوا فِي ذَلِكَ بِهَذِهِ الْآثَارِ. وَخَالَفَهُمْ فِي ذَلِكَ آخَرُونَ فَقَالُوا: لَيْسَ لِهَؤُلَاءِ وَلَا لِغَيْرِهِمْ مِنَ النَّاسِ أَنْ يَصُومُوا هَذِهِ الْأَيَّامَ عَنْ شَيْءٍ مِنْ ذَلِكَ وَلَا عَنْ شَيْءٍ مِنَ الْكَفَّارَاتِ , وَلَا فِي تَطَوُّعٍ لِنَهْيِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ ذَلِكَ. وَلَكِنْ عَلَى الْمُتَمَتِّعِ وَالْقَارِنِ الْهَدْيُ لِمُتْعَتِهِمَا وَقِرَانِهِمَا , وَهَدْيٌ آخَرُ , لِأَنَّهُمَا حَلَّا بِغَيْرِ هَدْيٍ وَلَا صَوْمٍ. وَاحْتَجُّوا فِي ذَلِكَ مِنَ الْآثَارِ الْمَرْوِيَّةِ عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৪০৯৫
যে তামাত্তু হজ্জ পালনকারীর কাছে হাদী নেই এবং সে দশটি দিনে সিয়ামও পালন করে না।
৪০৯৫। ইবরাহীম ইব্ন মারযূক (রাহঃ) ….. আলী ইব্ন আবী তালিব (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আইয়্যামে তাশরীকের মাঝে রাসূলুল্লাহ্ (সা:) -এর ঘোষক বাইরে আসল এবং ঘোষণা দিয়ে বললঃ এই দিন হল পানাহারের দিন।
4095 - بِمَا حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مَرْزُوقٍ قَالَ: ثنا أَبُو عَبْدِ الرَّحْمَنِ [ص:244] الْمُقْرِئُ قَالَ: ثنا الْمَسْعُودِيُّ , عَنْ حَبِيبِ بْنِ ثَابِتٍ , عَنْ نَافِعِ بْنِ جُبَيْرٍ , عَنْ بِشْرِ بْنِ سُحَيْمٍ الْأَسْلَمِيِّ , عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: " خَرَجَ مُنَادِي رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي أَيَّامِ التَّشْرِيقِ فَقَالَ: «إِنَّ هَذِهِ الْأَيَّامَ , أَيَّامُ أَكْلٍ وَشُرْبٍ»
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৪০৯৬
যে তামাত্তু হজ্জ পালনকারীর কাছে হাদী নেই এবং সে দশটি দিনে সিয়ামও পালন করে না।
৪০৯৬। আলী ইব্ন শায়বা (রাহঃ) ….. ইসমাঈল ইব্ন মুহাম্মাদ ইব্ন সা’দ ইব্ন আবী ওয়াক্কাস (রাহঃ) -এর দাদা (সা’দ) থেকে রিওয়ায়াত করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ্ (সা:) আমাকে এই মর্মে নির্দেশ দিয়েছেন, আমি যেন মিনার দিনগুলোতে (আইয়্যামে তাশরীকে) ঘোষণা করে দেই যে, এগুলো পানাহার ও স্ত্রী সঙ্গমের দিন। সুতরাং এই দিনগুলোতে সিয়াম পালন নেই। অর্থাৎ আইয়্যামে তাশরীক।
4096 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ شَيْبَةَ , قَالَ: ثنا رَوْحُ بْنُ عُبَادَةَ , قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ أَبِي حُمَيْدٍ الْمَدَنِيُّ , قَالَ: ثنا إِسْمَاعِيلُ بْنُ مُحَمَّدِ بْنِ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ رَضِيَ اللهُ عَنْهُ , عَنْ أَبِيهِ , عَنْ جَدِّهِ , قَالَ: أَمَرَنِي رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ أُنَادِيَ أَيَّامَ مِنًى , أَنَّهَا أَيَّامُ أَكْلٍ وَشُرْبٍ وَبِعَالٍ , فَلَا صَوْمَ فِيهَا " يَعْنِي أَيَّامَ التَّشْرِيقِ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৪০৯৭
যে তামাত্তু হজ্জ পালনকারীর কাছে হাদী নেই এবং সে দশটি দিনে সিয়ামও পালন করে না।
৪০৯৭। ইবরাহীম ইব্ন আবী দাউদ (রাহঃ) ….. আয়িশা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ (সা:) বলেছেন, আইয়্যামে তাশরীক পানাহার ও আল্লাহ্ তাআলার যিকরের দিন।
4097 - حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ أَبِي دَاوُدَ , قَالَ: ثنا سَعِيدُ بْنُ مَنْصُورٍ , قَالَ: ثنا هُشَيْمٌ , قَالَ: أنا ابْنُ أَبِي لَيْلَى , عَنْ عَطَاءٍ , عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَيَّامُ التَّشْرِيقِ , أَيَّامُ أَكْلٍ وَشُرْبٍ وَذِكْرٍ لِلَّهِ تَعَالَى عَزَّ وَجَلَّ»
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৪০৯৮
যে তামাত্তু হজ্জ পালনকারীর কাছে হাদী নেই এবং সে দশটি দিনে সিয়ামও পালন করে না।
৪০৯৮। ইউনুস (রাহঃ) ….. আকীল ইব্ন আবু তালিব (রাযিঃ) -এর আযাদকৃত গোলাম আবু মুরবা (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি এবং আব্দুল্লাহ ইব্ন আমর ইব্নুল আস্ (রাহঃ) ঈদুল আযহার দ্বিতীয় অথবা তৃতীয় দিনে আমর ইব্নুল আস্ (রাযিঃ) -এর দরবারে উপস্থিত হন। আমর (ইব্নুল আস রা) তাঁদের সম্মুখে খানা পেশ করলেন। আব্দুল্লাহ (রাহঃ) বললেন, ’আমি সিয়ামরত’। আমর (রাযিঃ) তাঁকে বললেন, সিয়াম ভেঙ্গে ফেল। কেননা রাসূলুল্লাহ্ (সা:) আমাদেরকে এই দিনগুলোতে সিয়াম ভেঙ্গে ফেলার নির্দেশ দিতেন। অথবা বলেছেন, আমাদেরকে এই দিনগুলোতে সিয়াম পালন করতে নিষেধ করতেন। তখন আব্দূল্লাহ (রাহঃ) সিয়াম ভেঙ্গে আহার করেছেন, আমিও আহার করেছি।
4098 - حَدَّثَنَا يُونُسُ , قَالَ: ثنا عَبْدُ اللهِ بْنُ يُوسُفَ , قَالَ: ثنا اللَّيْثُ , عَنِ ابْنِ الْهَادِ , عَنْ أَبِي مُرَّةَ , مَوْلَى عَقِيلِ بْنِ أَبِي طَالِبٍ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّهُ دَخَلَ هُوَ وَعَبْدُ اللهِ بْنُ عَمْرِو بْنِ الْعَاصِ , عَلَى عَمْرِو بْنِ الْعَاصِ , وَذَلِكَ الْغَدَ أَوْ بَعْدَ الْغَدِ مِنْ يَوْمِ الْأَضْحَى , فَقَرَّبَ إِلَيْهِمْ عَمْرٌو , طَعَامًا. فَقَالَ عَبْدُ اللهِ إِنِّي صَائِمٌ فَقَالَ لَهُ عَمْرٌو: «أَفْطِرْ فَإِنَّ هَذِهِ الْأَيَّامَ , الَّتِي كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْمُرُنَا بِفِطْرِهَا , أَوْ يَنْهَانَا عَنْ صِيَامِهَا فَأَفْطَرَ عَبْدُ اللهِ , فَأَكَلَ , وَأَكَلْتُ»
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৪০৯৯
যে তামাত্তু হজ্জ পালনকারীর কাছে হাদী নেই এবং সে দশটি দিনে সিয়ামও পালন করে না।
৪০৯৯। আলী ইব্‌ন শায়বা (রাহঃ) ..... জা'ফর ইব্‌ন আব্দুল মুত্তালিব (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আব্দুল্লাহ ইব্‌ন আমর ইব্‌ন আস্ (রাহঃ) 'আমর ইব্‌ন আস্ (রাযিঃ) নিকট উপস্থিত হলেন। তখন তিনি
তাঁকে নাস্তা করার জন্য আহ্বান জানালেন। তিনি বললেন, আমি সিয়াম পালন করছি। তারপর দ্বিতীয় এবং তৃতীয় বার অনুরূপ উত্তর দিলেন এবং বললেন, তবে আপনি যদি তা রাসূলুল্লাহ (ﷺ) থেকে শুনে থাকেন (তাহলে ভিন্ন কথা)। তিনি বললেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) থেকে তা শুনেছি। অর্থাৎ তিনি আইয়্যামে
তাশরীকে সিয়াম পালন থেকে নিষেধ করতেন।
4099 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ شَيْبَةَ , قَالَ: ثنا رَوْحُ بْنُ عُبَادَةَ , قَالَ: حَدَّثَنِي ابْنُ جُرَيْجٍ , قَالَ: أَخْبَرَنِي سَعِيدُ بْنُ كَثِيرٍ , أَنَّ جَعْفَرَ بْنَ الْمُطَّلِبِ أَخْبَرَهُ , أَنَّ عَبْدَ اللهِ بْنَ عَمْرِو بْنِ الْعَاصِ دَخَلَ عَلَى عَمْرِو بْنِ الْعَاصِ , فَدَعَاهُ إِلَى الْغَدَاءِ فَقَالَ: إِنِّي صَائِمٌ ثُمَّ الثَّانِيَةُ كَذَلِكَ , ثُمَّ الثَّالِثَةُ. فَقَالَ: لَا , إِلَّا أَنْ تَكُونَ سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. قَالَ: فَإِنِّي قَدْ سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , يَعْنِي النَّهْيَ عَنِ الصِّيَامِ أَيَّامَ التَّشْرِيقِ "
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৪১০০
যে তামাত্তু হজ্জ পালনকারীর কাছে হাদী নেই এবং সে দশটি দিনে সিয়ামও পালন করে না।
৪১০০। ফাহাদ ইব্‌ন সুলায়মান (রাহঃ) ..... আব্দুল্লাহ ইব্‌ন হুযাফা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, নবী (ﷺ) তাঁকে আইয়্যামে তাশরীকে এই মর্মে ঘােষণা দেয়ার জন্য নিদের্শ দিয়েছেন যে, এটা পানাহারের দিন।
4100 - حَدَّثَنَا فَهْدُ بْنُ سُلَيْمَانَ , قَالَ: ثنا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ , قَالَ: ثنا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ , عَنْ سُفْيَانَ , عَنْ عَبْدِ اللهِ بْنِ أَبِي بَكْرٍ , عَنْ سَالِمٍ , عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ , عَنْ عَبْدِ اللهِ بْنِ حُذَافَةَ , أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَهُ أَنْ يُنَادِيَ فِي أَيَّامِ التَّشْرِيقِ أَنَّهَا أَيَّامُ أَكْلٍ وَشُرْبٍ "
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৪১০১
যে তামাত্তু হজ্জ পালনকারীর কাছে হাদী নেই এবং সে দশটি দিনে সিয়ামও পালন করে না।
৪১০১। আলী ইব্‌ন শায়বা (রাহঃ) ..... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (ﷺ) আব্দুল্লাহ ইব্‌ন হুযাইফা (রাযিঃ) কে নির্দেশ দিয়েছেন যে, তিনি যেন মিনার দিনগুলােতে (আইয়্যামে তাশরীকে) চতুর্দিকে ঘুরে ঘুরে ঘােষণা করে- শুনে রেখ! এই দিনগুলােতে সিয়ামপালন করবে না, কেননা এগুলাে পানাহার এবং আল্লাহর যিকরের দিন।
4101 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ شَيْبَةَ , قَالَ: ثنا رَوْحُ بْنُ عُبَادَةَ , قَالَ: ثنا صَالِحُ بْنُ أَبِي الْأَخْضَرِ , عَنِ ابْنِ شِهَابٍ , عَنِ ابْنِ الْمُسَيِّبِ , عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ " أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَ عَبْدَ اللهِ بْنَ حُذَافَةَ أَنْ يَطُوفَ فِي أَيَّامِ مِنًى: «أَلَا , لَا تَصُومُوا هَذِهِ الْأَيَّامَ فَإِنَّهَا أَيَّامُ أَكْلٍ وَشُرْبٍ , وَذِكْرِ اللهِ»
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৪১০২
আন্তর্জাতিক নং: ৪১০৩
যে তামাত্তু হজ্জ পালনকারীর কাছে হাদী নেই এবং সে দশটি দিনে সিয়ামও পালন করে না।
৪১০২-০৩। ইব্‌ন আবী দাউদ (রাহঃ) ….. আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আইয়্যামে তাশরীক পানাহার এবং আল্লাহ তা'আলার যিকরের দিন।

ইব্‌ন আবী দাউদ (রাহঃ) ….. নুবাইশা হুযালী (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি নবী (ﷺ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
4102 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ قَالَ: ثنا سَعِيدُ بْنُ مَنْصُورٍ قَالَ: ثنا هُشَيْمٌ قَالَ أنا عُمَرُ بْنُ أَبِي سَلَمَةَ , عَنْ أَبِيهِ , عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَيَّامُ التَّشْرِيقِ , أَيَّامُ أَكْلٍ , وَشُرْبٍ , وَذِكْرِ اللهِ عَزَّ وَجَلَّ»

4103 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ , قَالَ: ثنا سَعِيدٌ هُوَ ابْنُ مَنْصُورٍ , قَالَ: ثنا هُشَيْمٌ , قَالَ: أنا خَالِدٌ الْحَذَّاءُ , عَنْ أَبِي الْمَلِيحِ الْهُذَلِيِّ , عَنْ نُبَيْشَةَ الْهُذَلِيِّ , عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , مِثْلَهُ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৪১০৩
empty
৪১০৩।
4103 -
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৪১০৪
আন্তর্জাতিক নং: ৪১০৭
যে তামাত্তু হজ্জ পালনকারীর কাছে হাদী নেই এবং সে দশটি দিনে সিয়ামও পালন করে না।
৪১০৪-০৭। আলী ইব্‌ন শায়বা (রাহঃ) ….. আমর ইব্‌ন দীনার (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, নাফি' ইবন জুবাইর (রাহঃ) তাঁকে নবী (ﷺ)-এর এক সাহাবী থেকে রিওয়ায়াত করেছেন। আমর (ইব্‌ন দীনার র) বলেন, নাফি' (রাহঃ) তার নাম বলেছিলেন, কিন্তু আমি তা ভুলে গিয়েছি। (তিনি বলেন) নবী(ﷺ) মিনার দিনগুলােতে (আইয়্যামে তাশরীকে) বনু গিফারের বিশর ইব্‌ন সুহাইম নামক এক ব্যক্তিকে বললেন, উঠ এবং লােকদেরকে ঘােষণা কর যে, এগুলাে পহারের দিন।


মুহাম্মাদ ইব্‌ন খুযায়মা (রাহঃ) ..... বিশর ইব্‌ন সুহাইম (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি নবী(ﷺ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।


আলী ইব্‌ন শায়বা (রাহঃ) ও ইবরাহীম ইব্‌ন মারযূক ….. বিশর ইব্‌ন সুহাইম (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি নবী(ﷺ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
4104 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ شَيْبَةَ , قَالَ: ثنا رَوْحٌ , قَالَ: ثنا ابْنُ جُرَيْجٍ , قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ دِينَارٍ , أَنَّ نَافِعَ بْنَ جُبَيْرٍ , أَخْبَرَهُ عَنْ رَجُلٍ , مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ.، قَالَ عَمْرٌو: وَقَدْ سَمَّاهُ نَافِعٌ فَنَسِيتُهُ، " أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِرَجُلٍ مِنْ بَنِي غِفَارٍ يُقَالُ لَهُ بِشْرُ بْنُ سُحَيْمٍ: قُمْ فَنَادِ فِي النَّاسِ: «إِنَّهَا أَيَّامُ أَكْلٍ وَشُرْبٍ فِي أَيَّامِ مِنًى»

4105 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خُزَيْمَةَ , قَالَ: ثنا حَجَّاجُ بْنُ الْمِنْهَالِ , قَالَ: ثنا حَمَّادٌ , قَالَ: أنا عَمْرُو بْنُ دِينَارٍ , عَنْ نَافِعِ بْنِ جُبَيْرٍ , عَنْ بِشْرِ بْنِ سُحَيْمٍ , عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ

4106 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ شَيْبَةَ , قَالَ: ثنا يَزِيدُ بْنُ هَارُونَ , قَالَ: أنا شُعْبَةُ , ح

4107 - وَحَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مَرْزُوقٍ , قَالَ: ثنا وَهْبٌ , قَالَ: ثنا شُعْبَةُ , عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ , عَنْ نَافِعِ بْنِ جُبَيْرٍ , عَنْ بِشْرِ بْنِ سُحَيْمٍ , عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৪১০৫
empty
৪১০৫।
4105 -
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৪১০৬
empty
৪১০৬।
4106 -
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৪১০৭
empty
৪১০৭।
4107 -
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৪১০৮
আন্তর্জাতিক নং: ৪১০৯
যে তামাত্তু হজ্জ পালনকারীর কাছে হাদী নেই এবং সে দশটি দিনে সিয়ামও পালন করে না।
৪১০৮-০৯। আলী (রাহঃ) ..... ইয়াযীদ রাক্কাশী (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, আনাস ইব্‌ন মালিক (রাযিঃ) বলেছেনঃ
রাসূলুল্লাহ(ﷺ) ইয়াওমুন নাহার (১০ই যিলহজ্জ) এরপর আইয়্যামে তাশরীকের তিন দিন সিয়াম পালন করতে নিষেধ করেছেন।


ইব্‌ন মারযূক (রাহঃ) ….. আনাস ইব্‌ন মালিক (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি নবী(ﷺ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
4108 - حَدَّثَنَا عَلِيٌّ , قَالَ: ثنا رَوْحٌ , قَالَ: ثنا الرَّبِيعُ بْنُ صُبَيْحٍ , وَمَرْزُوقٌ أَبُو عَبْدِ اللهِ الشَّامِيُّ , قَالَا: ثنا يَزِيدُ الرَّقَاشِيُّ , أَنَّ أَنَسَ بْنَ مَالِكٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: «نَهَى رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ صَوْمِ أَيَّامِ التَّشْرِيقِ الثَّلَاثَةِ , بَعْدَ يَوْمِ النَّحْرِ»

4109 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ , قَالَ: ثنا سَعِيدُ بْنُ عَامِرٍ , عَنِ الرَّبِيعِ بْنِ صُبَيْحٍ , عَنْ يَزِيدَ الرَّقَاشِيِّ , عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلُهُ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৪১০৯
empty
৪১০৯।
4109 -
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৪১১০
যে তামাত্তু হজ্জ পালনকারীর কাছে হাদী নেই এবং সে দশটি দিনে সিয়ামও পালন করে না।
৪১১০। ইব্‌ন মারযূক (রাহঃ) ….. মা'মার ইব্‌ন আব্দুল্লাহ আল আদাবী (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ্(ﷺ) আমাকে আইয়্যামে তাশরীকে মিনাতে পাঠালেন যেন আমি ঘােষণা দেই যে, কেউ সিয়াম পালন করবে না। এগুলাে পানাহারের দিন।
4110 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ , قَالَ: ثنا أَبُو عَبْدِ الرَّحْمَنِ الْمُقْرِئُ , قَالَ: أَخْبَرَنِي ابْنُ لَهِيعَةَ , عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ , عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ جُبَيْرٍ , عَنْ مَعْمَرِ بْنِ عَبْدِ اللهِ الْعَدَوِيِّ , قَالَ: بَعَثَنِي رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أُؤَذِّنُ فِي أَيَّامِ التَّشْرِيقِ بِمِنًى لَا يَصُومُ مِنْ أَحَدٍ فَإِنَّهَا أَيَّامُ أَكْلٍ وَشُرْبٍ "
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৪১১১
যে তামাত্তু হজ্জ পালনকারীর কাছে হাদী নেই এবং সে দশটি দিনে সিয়ামও পালন করে না।
৪১১১। রবী'উল জীযী (রাহঃ) ….. আব্বাস ইব্‌ন আব্দুল মুত্তালিব (রাযিঃ)-এর স্ত্রী উম্মুল ফযল (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমরা আইয়্যামে তাশরীকে রাসূলুল্লাহ(ﷺ) এর সঙ্গে মিনাতে ছিলাম। আমি এক ঘােষককে ঘােষণা দিতে শুনেছি, এই দিন পানাহার এবং আল্লার যিকরের দিন। তিনি বলেন,আমি একদূত পাঠালাম যে, এ (ঘােষক) কে এবং তাকে কে নির্দেশ দিয়েছেন? দূত ফিরে এসে আমাকে জানাল, তিনি হলেন হুযাইফা নামী একব্যক্তি। তিনি বলছেন, আমাকে রাসূলুল্লাহ্(ﷺ)-এর নির্দেশ প্রদান করেছেন।
4111 - حَدَّثَنَا رَبِيعٌ الْجِيزِيُّ , قَالَ: ثنا أَبُو الْأَسْوَدِ , وَيَحْيَى بْنُ عَبْدِ اللهِ بْنِ بُكَيْرٍ , قَالَا: ثنا ابْنُ لَهِيعَةَ , عَنْ أَبِي النَّضْرِ , أَنَّهُ سَمِعَ سُلَيْمَانَ بْنَ يَسَارٍ , وَقَبِيصَةَ بْنَ ذُؤَيْبٍ , يُحَدِّثَانِ عَنْ أُمِّ الْفَضْلِ , امْرَأَةِ عَبَّاسِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ رَضِيَ اللهُ عَنْهُ قَالَتْ: كُنَّا مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمِنًى أَيَّامَ التَّشْرِيقِ , فَسَمِعْتُ مُنَادِيًا يَقُولُ: إِنَّ هَذِهِ الْأَيَّامَ أَيَّامُ طُعْمٍ , وَشُرْبٍ , وَذِكْرِ اللهِ. قَالَتْ: فَأَرْسَلْتُ رَسُولًا: مَنِ الرَّجُلُ , وَمَنْ أَمَرَهُ؟ . فَجَاءَنِي الرَّسُولُ فَحَدَّثَنِي أَنَّهُ رَجُلٌ يُقَالُ لَهُ ابْنُ حُذَافَةَ , يَقُولُ: أَمَرَنِي بِهَا رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ "
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান