শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

شرح معاني الآثار المختلفة المروية عن رسول الله صلى الله عليه وسلم في الأحكام

৬. হজ্বের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস ১৭ টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৩৯৬৭
আন্তর্জাতিক নং: ৩৯৬৮
২১. মুযদালিফার উকুফ পরিত্যাগের অবকাশ প্রাপ্ত দুর্বল লােকদের জামরা আকাবায় রমী করার সময়
৩৯৬৭-৬৮। ইবন মারযুক (রাহঃ) ও ইউনুস (রাহঃ) ..... ইবন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, কুরবানীর দিন (১০ই যিলহজ্জ) নবী (ﷺ) যে সমস্ত লােকদের প্রেরণ করেছেন, আমিও তাদের অন্তর্ভুক্ত ছিলাম। তারপর আমরা ফজরের (সালাতের) সাথে সাথেই কংকর নিক্ষেপ করেছি।
بَابُ وَقْتِ رَمْيِ جَمْرَةِ الْعَقَبَةِ لِلضُّعَفَاءِ الَّذِينَ يُرَخَّصُ لَهُمْ فِي تَرْكِ الْوُقُوفِ بِالْمُزْدَلِفَةِ
3967 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ , قَالَ: ثنا أَبُو عَامِرٍ ح

3968 - وَحَدَّثَنَا يُونُسُ قَالَ: ثنا ابْنُ أَبِي وَهْبٍ , عَنِ ابْنِ أَبِي ذِئْبٍ , عَنْ شُعْبَةَ , مَوْلَى ابْنِ عَبَّاسٍ , " عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: كُنْتُ فِيمَنْ بَعَثَ بِهِ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ النَّحْرِ فَرَمَيْنَا الْجَمْرَةَ مَعَ الْفَجْرِ "
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৩৯৬৮
empty
৩৯৬৮।
- 3968
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৩৯৬৯
মুযদালিফার উকুফ পরিত্যাগের অবকাশ প্রাপ্ত দুর্বল লােকদের জামরা আকাবায় রমী করার সময়
৩৯৬৯। আলী ইব্‌ন মা'বাদ (রাহঃ) ..... ইব্ন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ মুযদালিফা’র রাতে আব্বাস (রাযিঃ) কে বললেন, আমাদের দুর্বল ও নারীদের নিয়ে যান, তারা মিনাতে ফজরের সালাত আদায় করবে এবং লােকদের ভিড়ের পূর্বে জামরা আকাবায় কংকর নিক্ষেপ করবে। ইসমাঈল ইব্ন আব্দুল মালিক (রাহঃ) বলেন, আতা (রাহঃ) বৃদ্ধ এবং দুর্বল হয়ে যাওয়ার পর অনুরূপ করতেন।
আবু জাফর তাহাবী (রাহঃ) বলেন, একদল আলিম এই মত গ্রহণ করেছেন যে, দুর্বল লােকেরা ফজর শুরু হওয়ার পর জামরা আকাবায় কংকর নিক্ষেপ করতে পারবে। তারা এ বিষয়ে এই হাদীস দ্বারা প্রমাণ পেশ করেছেন। পক্ষান্তরে অপরাপর আলিমগণ এ বিষয়ে তাদের বিরােধিতা করে বলেছেন, সূর্যোদয় পর্যন্ত তাদের জন্য কংকর নিক্ষেপ করা সমীচীন নয়। যদি তারা এর পূর্বে কংকর নিক্ষেপ করে তাহলে তাদের জন্য তা যথেষ্ট হবে, কিন্তু তারা গুনাহগার হবে। তারা বলেন, শুবা (রাহঃ)-এর রিওয়ায়াতে ইব্ন আব্বাস (রাযিঃ) একথা উল্লেখ করেননি যে, তারা রাসূলুল্লাহ্ (ﷺ) -এর নির্দেশে ফজর শুরুর সময় কংকর নিক্ষেপ করেছিলেন। হতে পারে তাঁরা নিজেদের ধারণা মুতাবিক তা করেছেন যে, এটা নিক্ষেপের সময় অথচ প্রকৃতপক্ষে এর সময় অন্যটি ছিল। আতা (রাহঃ) যা কিছু তার থেকে রিওয়ায়াত করেছেন তাতে তিনি জামরা আকাবায় কংকর নিক্ষেপের সময় উল্লেখ করেননি যে, তা সূর্যোদয়ের পরে ছিল, না পূর্বে।
প্রথমােক্ত মত পােষণকারীগণ নিজেদের মতাদর্শের পক্ষে নিম্নোক্ত হাদীস দ্বারাও প্রমাণ পেশ করেছেন ।
3969 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ مَعْبَدٍ , قَالَ: ثنا خَلَّادُ بْنُ يَحْيَى , قَالَ: ثنا إِسْمَاعِيلُ بْنُ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي الصَّفِيرِ , عَنْ عَطَاءٍ , قَالَ: أَخْبَرَنِي ابْنُ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا «أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِلْعَبَّاسِ لَيْلَةَ الْمُزْدَلِفَةِ اذْهَبْ بِضُعَفَائِنَا وَنِسَائِنَا , فَلْيُصَلُّوا الصُّبْحَ بِمِنًى , وَلْيَرْمُوا جَمْرَةَ الْعَقَبَةِ قَبْلَ أَنْ يُصِيبَهُمْ دَفْعَةُ النَّاسِ» قَالَ: فَكَانَ عَطَاءٌ يَفْعَلُهُ بَعْدَمَا كَبِرَ , وَضَعُفَ قَالَ أَبُو جَعْفَرٍ: فَذَهَبَ قَوْمٌ إِلَى أَنَّ لِلضَّعَفَةِ أَنْ يَرْمُوا جَمْرَةَ الْعَقَبَةِ بَعْدَ طُلُوعِ الْفَجْرِ , وَاحْتَجُّوا فِي ذَلِكَ بِهَذَا الْحَدِيثِ. وَخَالَفَهُمْ فِي ذَلِكَ آخَرُونَ فَقَالُوا: لَا يَنْبَغِي لَهُمْ أَنْ يَرْمُوهَا حَتَّى تَطْلُعَ الشَّمْسُ , فَإِنْ رَمَوْهَا قَبْلَ ذَلِكَ , أَجْزَأَتْهُمْ وَقَدْ أَسَاءُوا. وَقَالُوا: لَمْ يَذْكُرِ ابْنُ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا فِي حَدِيثِ شُعْبَةَ مَوْلَاهُ , أَنَّهُمْ رَمَوْا الْجَمْرَةَ عِنْدَ طُلُوعِ الْفَجْرِ بِأَمْرِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِيَّاهُمْ بِذَلِكَ. وَقَدْ يَجُوزُ أَنْ يَكُونُوا فَعَلُوا ذَلِكَ بِالتَّوَهُّمِ مِنْهُمْ أَنَّهُ وَقْتُ الرَّمْيِ لَهَا , وَوَقْتُهُ فِي الْحَقِيقَةِ غَيْرُ ذَلِكَ. [ص:216] وَأَمَّا مَا رَوَاهُ عَطَاءٌ عَنْهُ , فَإِنَّهُ لَمْ يَذْكُرْ فِيهِ وَقْتَ رَمْيِ جَمْرَةِ الْعَقَبَةِ , هَلْ هُوَ بَعْدَ طُلُوعِ الشَّمْسِ؟ أَوْ قَبْلَ ذَلِكَ؟ وَاحْتَجَّ أَهْلُ الْمَقَالَةِ الْأُولَى لِقَوْلِهِمْ أَيْضًا
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৩৯৭০
মুযদালিফার উকুফ পরিত্যাগের অবকাশ প্রাপ্ত দুর্বল লােকদের জামরা আকাবায় রমী করার সময়
৩৯৭০। ইউনুস (রাহঃ) ..... সালিম (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, আব্দুল্লাহ ইবন উমর (রাযিঃ) নিজের পরিবারের দুর্বলদের আগে পাঠিয়ে দিতেন; তারা রাতে ‘মাশআরুল হারাম এবং মুযদালিফায় অবস্থান করতেন। আর যতটুকু সম্ভব হতাে তারা আল্লাহ তাআলার যিকর করতেন। তারপর ইমাম অবস্থান করার এবং যাওয়ার পূর্বে চলে যেতেন। তাদের কেউ কেউ ফজরের সালাতের সময় মিনায় আসতেন, এবং কিছু সংখ্যক এর পরে পৌছতেন। যখন তারা এসে যেতেন তখন জামরা আকাবায় কংকর নিক্ষেপ করতেন। ইব্ন উমর (রাযিঃ) বলতেন, রাসূলুল্লাহ (ﷺ) সে সব লােকদেরকে অনুমতি দিয়েছিলেন।
তাদের বিরুদ্ধে দ্বিতীয় দল আলিমের প্রমাণ হল যে, এই হাদীসে ইব্ন উমর (রাযিঃ) থেকে এ কথা উল্লেখ নেই যে, রাসূলুল্লাহ (ﷺ) তাদেরকে সেই সময় জামরা আকাবায় কংকর নিক্ষেপ করার নির্দেশ দিয়েছেন। হতে পারে তিনি তাদেরকে শুধু এ ব্যাপারে অনুমতি দিয়েছিলেন যে, মুযদালিফা থেকে রাতের সময় চলে যেতে পারে। তারা এ বিষয়ে নিম্নোক্ত হাদীস দ্বারাও দলীল দিয়েছেনঃ
3970 - بِمَا حَدَّثَنَا يُونُسُ قَالَ: أنا ابْنُ وَهْبٍ قَالَ: أَخْبَرَنِي يُونُسُ , عَنِ ابْنِ شِهَابٍ , عَنْ سَالِمٍ , أَنَّ عَبْدَ اللهِ بْنَ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا كَانَ يُقَدِّمُ ضَعَفَةَ أَهْلِهِ فَيَقِفُونَ عِنْدَ الْمَشْعَرِ الْحَرَامِ وَالْمُزْدَلِفَةِ بِلَيْلٍ , فَيَذْكُرُونَ اللهَ عَزَّ وَجَلَّ مَا بَدَا لَهُمْ , ثُمَّ يَدْفَعُونَ قَبْلَ أَنْ يَقِفَ الْإِمَامُ , وَقَبْلَ أَنْ يَدْفَعَ. فَمِنْهُمْ مَنْ يَقْدَمُ مِنًى لِصَلَاةِ الْفَجْرِ , وَمِنْهُمْ مِنْ يَقْدَمُ بَعْدَ ذَلِكَ , فَإِذَا قَدِمُوا رَمَوْا الْجَمْرَةَ. وَكَانَ ابْنُ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُ يَقُولُ: رَخَّصَ لِأُولَئِكَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَكَانَ مِنَ الْحُجَّةِ عَلَيْهِمْ لِأَهْلِ الْمَقَالَةِ الْأُخْرَى , أَنَّهُ لَمْ يَذْكُرْ فِي هَذَا الْحَدِيثِ عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَخَّصَ لَهُمْ فِي رَمْيِ جَمْرَةِ الْعَقَبَةِ حِينَئِذٍ. وَقَدْ يَجُوزُ أَنْ تَكُونَ الرُّخْصَةُ الَّتِي كَانَ رَخَّصَهَا لَهُمْ هِيَ الدَّفْعُ , مِنْ مُزْدَلِفَةَ بِلَيْلٍ خَاصَّةً. وَاحْتَجُّوا أَيْضًا فِي ذَلِكَ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৩৯৭১
মুযদালিফার উকুফ পরিত্যাগের অবকাশ প্রাপ্ত দুর্বল লােকদের জামরা আকাবায় রমী করার সময়
৩৯৭১। রবীউল মুয়াযযিন (রাহঃ) ..... আসমা (রাযিঃ)-এর গােলাম আব্দুল্লাহ বিনত আবু বাকর (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, মুযদালিফার রাতে যখন সেখানে অবস্থান করছিলেন এবং সালাত আদায় করছিলেন তখন বলেছিলেন, হে আমার সন্তান! চাঁদ কি অস্ত গিয়েছে ? আমি বললাম, না। তিনি আবার কিছুক্ষণ সালাত আদায় করলেন, এরপর বললেন, বাছা! চাঁদ কি অস্ত গিয়েছে ? তখন চাঁদ অস্তমিত হয়ে গিয়েছিল। আমি বললাম; ‘জ্বী, হ্যাঁ? তিনি বললেন, তা হলে এখন রওয়ানা কর। তখন আমরা রওয়ানা করি এবং তার সঙ্গে চলতে থাকি । অবশেষে তিনি কংকর নিক্ষেপ করেন। তারপর ফিরে এসে নিজ অবস্থান স্থলে ফজরের সালাত আদায় করেন। আমি তাকে বললাম। জী ! আপনি তাে আমাদেরকে অন্ধকারে জাগিয়ে তুলেছেন। তিনি বললেন, না বেটা! কখনাে নয়, রাসূলুল্লাহ (ﷺ) নারীদেরকে এ বিষয়ে অনুমতি প্রদান করেছেন।
বস্তুত এতে এ কথার সম্ভাবনা রয়েছে যে, তিনি মুযদালিফা থেকে অন্ধকারে প্রত্যাবর্তনের সময় বুঝিয়েছেন। আবার এটাও হতে পারে যে, কংকর নিক্ষেপ করার সময়ের অন্ধকার করা বুঝিয়েছেন। আসমা (রাযিঃ) তার । জিজ্ঞাসা করার জওয়াবে তাকে বলেছেন যে, নবী (ﷺ) কার তাদেরকে অন্ধকারে এর অনুমতি প্রদান করেছেন। যারা বলেন যে, কংকর নিক্ষেপ করার সময় হল সূর্যোদয়ের পরে, নিম্নোক্ত হাদীস হল তাদের দলীলঃ
3971 - بِمَا حَدَّثَنَا رَبِيعٌ الْمُؤَذِّنُ قَالَ: ثنا أَسَدٌ , قَالَ: ثنا سَعِيدُ بْنُ سَالِمٍ , عَنِ ابْنِ جُرَيْجٍ قَالَ: أَخْبَرَنِي عَبْدُ اللهِ مَوْلَى " أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ رَضِيَ اللهُ عَنْهَا أَنَّهَا قَالَتْ: أَيْ بُنَيَّ , هَلْ غَابَ الْقَمَرُ لَيْلَةَ جَمْعٍ؟، وَهِيَ تُصَلِّي , وَنَزَلَتْ عِنْدَ الْمُزْدَلِفَةِ، قَالَ: قُلْتُ لَا فَصَلَّتْ سَاعَةً , ثُمَّ قَالَتْ: أَيْ بُنَيَّ , هَلْ غَابَ الْقَمَرُ؟ أَوْ قَدْ غَابَ؟ , فَقُلْتُ نَعَمْ. قَالَتْ: فَارْتَحِلُوا إِذًا , فَارْتَحَلْنَا بِهَا حَتَّى رَمَتِ الْجَمْرَةَ , ثُمَّ رَجَعَتْ فَصَلَّتِ الصُّبْحَ فِي مَنْزِلِهَا. فَقُلْتُ لَهَا: أَيْ هَنَتَاهُ لَقَدْ غَلَّسْتِنَا قَالَتْ: كَلًّا يَا بُنَيَّ , إِنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَذِنَ لِلظُّعُنِ " فَقَدْ يُحْتَمَلُ أَنْ يَكُونَ أَرَادَ التَّغْلِيسَ فِي الدَّفْعِ مِنْ مُزْدَلِفَةَ , وَيَجُوزُ أَنْ يَكُونَ أَرَادَ التَّغْلِيسَ فِي الرَّمْيِ فَأَخْبَرَتْهُ أَنَّ نَبِيَّ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَذِنَ لَهُمْ فِي التَّغْلِيسِ لَمَّا سَأَلَهَا عَنِ التَّغْلِيسِ بِهِ مِنْ ذَلِكَ. وَكَانَ مِنَ الْحُجَّةِ لِلَّذِينَ ذَهَبُوا إِلَى أَنَّ وَقْتَ رَمْيِهِمْ بَعْدَ طُلُوعِ الشَّمْسِ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৩৯৭২
মুযদালিফার উকুফ পরিত্যাগের অবকাশ প্রাপ্ত দুর্বল লােকদের জামরা আকাবায় রমী করার সময়
৩৯৭২। ইব্ন আবী দাউদ(রাহঃ) ..... ইব্ন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, নবী (ﷺ) তাঁর পরিবারের নারীদের ও সামানাপত্র মুযদালিফার ভাের অন্ধকারে পাঠিয়ে দেয়ার নির্দেশ দিতেন; তবে ফর্সা না হওয়া পর্যন্ত কংকর নিক্ষেপ না করার নির্দেশ দিতেন। এই হাদীসে ব্যক্ত হয়েছে যে, রাসূলুল্লাহ্ (ﷺ) ও তাঁদেরকে ফজরের শুরুতেই চলে যেতে এবং ফর্সা হওয়ার পরে কংকর নিক্ষেপ করার নির্দেশ দিয়েছেন। এতে প্রতীয়মান হয় যে, তাদেরকে যে সময় কংকর নিক্ষেপ করার নির্দেশ দিয়েছেন, এর সূচনা ফজর উদয় থেকে নয় বরং এর পরবর্তী সময়, তা হল ফর্সা হওয়ার পর।
3972 - مَا حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ , قَالَ: ثنا الْمُقَدَّمِيُّ , قَالَ: ثنا فُضَيْلُ بْنُ سُلَيْمَانَ , قَالَ: حَدَّثَنِي مُوسَى بْنُ عُقْبَةَ قَالَ: أنا كُرَيْبٌ , عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَأْمُرُ نِسَاءَهُ وَثَقَلَهُ صَبِيحَةَ جَمْعٍ أَنْ يُفِيضُوا مَعَ أَوَّلِ الْفَجْرِ بِسَوَادٍ , وَلَا يَرْمُوا الْجَمْرَةَ إِلَّا مُصْبِحِينَ» [ص:217] فَفِي هَذَا الْحَدِيثِ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَهُمْ بِالْإِفَاضَةِ مَعَ أَوَّلِ الْفَجْرِ , وَأَنْ لَا يَرْمُوا حَتَّى يُصْبِحُوا. فَدَلَّ ذَلِكَ عَلَى أَنَّ الْوَقْتَ الَّذِي أَمَرَهُمْ بِالرَّمْيِ فِيهِ , لَيْسَ أَوَّلُهُ طُلُوعَ الْفَجْرِ , وَلَكِنَّ أَوَّلَهُ الْإِصْبَاحُ الَّذِي بَعْدَ ذَلِكَ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৩৯৭৩
মুযদালিফার উকুফ পরিত্যাগের অবকাশ প্রাপ্ত দুর্বল লােকদের জামরা আকাবায় রমী করার সময়
৩৯৭৩। মুহাম্মাদ ইব্‌ন খুযায়মা (রাহঃ) ..... ইব্ন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে মাল-সামানবাহী (দলের) সঙ্গে পাঠিয়েছেন এবং বলেছেন, ভাের না হওয়া পর্যন্ত কংকর নিক্ষেপ করবে না। হতে পারে এখানে ‘ভাের' দ্বারা সূর্যোদয় বুঝান হয়েছে, আবার এর পূর্ববর্তী সময়ও বুঝান হতে পারে। সুতরাং আমরা এ বিষয়ে চিন্তা-ভাবনা করেছি এবং নিম্নোক্ত হাদীসসমূহ পেয়েছি ।
3973 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خُزَيْمَةَ , قَالَ: ثنا حَجَّاجٌ , قَالَ: أنا الْحَجَّاجُ , عَنِ الْحَكَمِ , عَنْ مِقْسَمٍ , " عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعَثَهُ فِي الثَّقَلِ وَقَالَ: «لَا تَرْمُوا الْجِمَارَ حَتَّى تُصْبِحُوا» فَاحْتُمِلَ أَنْ يَكُونَ ذَلِكَ الْإِصْبَاحُ , هُوَ طُلُوعُ الشَّمْسِ , وَاحْتُمِلَ أَنْ يَكُونَ قَبْلَ ذَلِكَ , فَنَظَرْنَا فِي ذَلِكَ
فَإِذَا ابْنُ أَبِي دَاوُدَ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৩৯৭৪
মুযদালিফার উকুফ পরিত্যাগের অবকাশ প্রাপ্ত দুর্বল লােকদের জামরা আকাবায় রমী করার সময়
৩৯৭৪। ইব্ন আবী দাউদ(রাহঃ) ..... ইব্‌ন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বানু হাশিমকে বলেছেন, “হে আমার ভাতিজারা! লােকদের ভিড়ের পূর্বে যাত্রাকে ত্বরান্বিত কর। কিন্তু সূর্যোদয়ের পূর্বে কংকর নিক্ষেপ করবে না।
- 3974 - ابن ابى داؤد قَدْ حَدَّثَنَا قَالَ: ثنا أَحْمَدُ بْنُ عَبْدِ اللهِ بْنِ يُونُسَ , قَالَ: ثنا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ عَنِ الْأَعْمَشِ عَنِ الْحَكَمِ , عَنْ مِقْسَمٍ , عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: «قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِبَنِي هَاشِمٍ يَا بَنِي أَخِي تَعَجَّلُوا قَبْلَ حَازِمِ النَّاسِ , وَلَا تَرْمُوا الْجَمْرَةَ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ»
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৩৯৭৫
মুযদালিফার উকুফ পরিত্যাগের অবকাশ প্রাপ্ত দুর্বল লােকদের জামরা আকাবায় রমী করার সময়
৩৯৭৫। সুলায়মান ইব্‌ন শু'আইব (রাহঃ) ..... ইব্ন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ্ (ﷺ) মুযদালিফার রাতে তাঁর পরিবারের দুর্বলদের আগে পাঠিয়ে দিয়েছেন। রাবী বলেন, তারপর রাসূলুল্লাহ্ (ﷺ) তাদের এক ব্যক্তির কাছে এলেন এবং তার রানে নাড়া দিয়ে বললেন, সূর্যোদয় না হওয়া পর্যন্ত জামরা আকাবায় কংকর নিক্ষেপ করবে না।
3975 - حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ شُعَيْبٍ , قَالَ: ثنا خَالِدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ , قَالَ: ثنا الْمَسْعُودِيُّ , عَنِ الْحَكَمِ , عَنْ مِقْسَمٍ , عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: " قَدَّمَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ضَعَفَةَ أَهْلِهِ , لَيْلَةَ جَمْعٍ. قَالَ: فَأَتَى رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنْسَانًا مِنْهُمْ , فَحَرَّكَ فَخِذَهُ وَقَالَ: «لَا تَرْمِيَنَّ جَمْرَةَ الْعَقَبَةِ , حَتَّى تَطْلُعَ الشَّمْسُ»
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৩৯৭৬
আন্তর্জাতিক নং: ৩৯৭৯
মুযদালিফার উকুফ পরিত্যাগের অবকাশ প্রাপ্ত দুর্বল লােকদের জামরা আকাবায় রমী করার সময়
৩৯৭৬-৭৯। মুহাম্মাদ ইব্‌ন আমর ইব্ন ইউনুস (রাহঃ), ইব্‌ন মারযূক (রাহঃ) ও হুসাইন ইব্ন নসর (রাহঃ) ..... ইব্ন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ্ (ﷺ) মুযদালিফার রাতে বানূ আব্দুল মুত্তালিব-এর শিশুদেরকে আগে পাঠিয়ে দিয়েছেন। তিনি হাত দিয়ে আমাদের রান স্পর্শ করতেন এবং বলতেন, (বাছারা) ! জামরা আকাবায় সূর্যোদয় না হওয়া পর্যন্ত কংকর নিক্ষেপ করবে না।

ফাহাদ (রাহঃ) .....ইব্ন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। তবে তিনি বলেছেনঃ তিনি আমাদের প্রত্যেকের বাহু ধরতেন।
79- 3976 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرِو بْنِ يُونُسَ , قَالَ: ثنا يَحْيَى بْنُ عِيسَى , ح

وَحَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ , قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ , ح

وَحَدَّثَنَا حُسَيْنُ بْنُ نَصْرٍ , قَالَ: ثنا أَبُو نُعَيْمٍ , قَالُوا: حَدَّثَنَا سُفْيَانُ , عَنْ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ , عَنِ الْحَسَنِ الْعُرَنِيُّ , عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ قَدَّمَنَا رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أُغَيْلِمَةَ بَنِي عَبْدِ الْمُطَّلِبِ , مِنْ جَمْعٍ بِلَيْلٍ , فَجَعَلَ يَلْطَخُ أَفْخَاذَنَا وَيَقُولُ: أَيْ بَنِيَّ لَا تَرْمُوا جَمْرَةَ الْعَقَبَةِ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ "

حَدَّثَنَا فَهْدٌ , قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ عِمْرَانَ ابْنَ أَبِي لَيْلَى قَالَ حَدَّثَنِي أَبِي قَالَ: حَدَّثَنِي ابْنُ أَبِي لَيْلَى , عَنِ الْحَكَمِ , عَنْ مِقْسَمٍ , عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ غَيْرَ أَنَّهُ قَالَ: فَكَانَ يَأْخُذُ بِعَضُدِ كُلِّ إِنْسَانٍ مِنَّا
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৩৯৭৭
empty
৩৯৭৭।
- 3977
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৩৯৭৮
empty
৩৯৭৮।
- 3978
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৩৯৭৯
empty
৩৯৭৯।
- 3979
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৩৯৮০
মুযদালিফার উকুফ পরিত্যাগের অবকাশ প্রাপ্ত দুর্বল লােকদের জামরা আকাবায় রমী করার সময়
৩৯৮০। ইব্ন মারমূক (রাহঃ) .....ইব্ন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমরা মুযদালিফা থেকে প্রত্যাবর্তন করি, যখন আমরা মিনাতে পৌঁছলাম, রাসূলুল্লাহ্ (ﷺ) বললেন, সূর্যোদয় না হওয়া পর্যন্ত জামরা আকাবায় কংকর নিক্ষেপ করবে না।

এই হাদীসে রাসূলুল্লাহ্ (ﷺ) তাদের জন্য ‘ভাের’ সময়ের স্পষ্ট ব্যাখ্যা করেছেন, যাতে তাদেরকে কংকর নিক্ষেপ করার নির্দেশ দিয়েছিলেন। সেটা এর পূর্ববর্তী অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে। আর সে সময় হল সূর্যোদয়ের পরের সময়। সুতরাং এই হাদীস, ইব্ন আব্বাস (রাযিঃ)-এর আয়দকৃত দাস শু’বা (রাহঃ)-এর হাদীস অপেক্ষা উৎকৃষ্ট। কেননা এটা তাদেরকে রাসূলুল্লাহ (ﷺ) -এর নির্দেশে ইব্‌ন আব্বাস (রাযিঃ) থেকে ‘তাওয়াতু’র বা সন্দেহাতীত সূত্র পরম্পরায় বর্ণিত আছে, যা আমরা উল্লেখ করেছি। অধিকন্তু যেহেতু মুযদালিফা থেকে রাতে প্রত্যাবর্তনের অনুমতি দুর্বল লােকদেরকে দেয়া হয়েছে যেন তারা লােকদের ভিড় থেকে নিরাপদ থাকে। যখন তারা মিনাতে পৌঁছে যাবে তখন তাদের জন্য লােকদের আসার পূর্বে সূর্যোদয়ের পরে জামরা আকাবায় কংকর নিক্ষেপ করা সম্ভবপর হয়ে যায়। যেমনিভাবে দুর্বল ব্যতীত অন্য লােকদের জন্য সেখান থেকে আসার পরে কংকর নিক্ষেপ করা সম্ভব হয় না। কেননা শক্তিশালী লােকরা প্রত্যাবর্তনের সময়েই এসে থাকে। আর সেটা হল সূর্যোদয়ের পূর্বের মুহূর্ত। রাসূলুল্লাহ (ﷺ) তাদেরকে এরূপই নির্দেশ প্রদান করেছেন।
3980 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ , قَالَ: ثنا أَبُو عَاصِمٍ , عَنْ سُفْيَانَ , عَنْ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ , عَنِ الْحَسَنِ الْعُرَنِيِّ , عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ: أَفَضْنَا مِنْ جَمْعٍ , فَلَمَّا أَنْ صِرْنَا بِمِنًى , قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَرْمُوا جَمْرَةَ الْعَقَبَةِ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ» فَبَيَّنَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَهُمْ فِي هَذَا الْحَدِيثِ وَقْتَ الْإِصْبَاحِ الَّذِي أَمَرَهُمْ بِالرَّمْيِ فِيهِ , فِي الْحَدِيثِ الَّذِي فِي الْفَصْلِ الَّذِي قَبْلَ هَذَا , وَأَنَّهُ بَعْدَ طُلُوعِ الشَّمْسِ. فَهَذَا الْحَدِيثُ هُوَ أَوْلَى مِنْ حَدِيثِ شُعْبَةَ , مَوْلَى ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا , لِأَنَّ هَذَا قَدْ تَوَاتَرَ عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا بِأَمْرِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , إِيَّاهُمْ عَلَى مَا ذَكَرْنَا. وَلِأَنَّ الْإِفَاضَةَ مِنْ مُزْدَلِفَةَ إِنَّمَا رَخَّصَ لِلضُّعَفَاءِ فِيهَا لَيْلًا , لِئَلَّا يُصِيبَهُمْ حُطَمَةُ النَّاسِ فِي وَقْتِ إِفَاضَتِهِمْ فَإِذَا صَارُوا إِلَى «مِنًى» أَمْكَنَهُمْ مِنْ رَمْيِ جَمْرَةِ الْعَقَبَةِ , بَعْدَ طُلُوعِ الشَّمْسِ , قَبْلَ مَجِيءِ النَّاسِ , مَا يُمْكِنُ غَيْرَ الضُّعَفَاءِ إِذَا جَاءُوا وَلِأَنَّ غَيْرَ الضُّعَفَاءِ , إِنَّمَا يَأْتُونَهُمْ فِي وَقْتِ مَا يُفِيضُونَ , وَذَلِكَ قَبْلَ طُلُوعِ الشَّمْسِ , هَكَذَا أَمَرَهُمْ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৩৯৮১
আন্তর্জাতিক নং: ৩৯৮২
মুযদালিফার উকুফ পরিত্যাগের অবকাশ প্রাপ্ত দুর্বল লােকদের জামরা আকাবায় রমী করার সময়
৩৯৮১-৮২। ইব্ন মারযূক (রাহঃ) ও ইয়াযীদ ইব্ন সিনান (রাহঃ) .....আমর ইব্ন মায়মূন (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমরা উমর (রাযিঃ)-এর সঙ্গে মুযদালিফাতে অবস্থানরত ছিলাম। তখন তিনি বললেন, জাহিলিয়াতের লােকেরা সূর্যোদয় না হওয়া পর্যন্ত এখান থেকে রওয়ানা করত না। তারা বলত, হে ছাবির (মুযদালিফার একটি পাহাড়) তুমি আলােকিত হও। রাসূলুল্লাহ তাদের বিপরীত আমল করেছেন। তিনি সূর্য উঠার পূর্বেই রওয়ানা হয়ে পড়েন।
3981 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ , قَالَ: ثنا وَهْبٌ , قَالَ: ثنا شُعْبَةُ , عَنِ ابْنِ إِسْحَاقَ , ح

3982 - وَحَدَّثَنَا يَزِيدُ بْنُ سِنَانٍ , قَالَ: ثنا أَبُو عَاصِمٍ , عَنْ سُفْيَانَ , عَنْ أَبِي إِسْحَاقَ , عَنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ قَالَ: كُنَّا وُقُوفًا مَعَ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُ بِجَمْعٍ , فَقَالَ: «إِنَّ أَهْلَ الْجَاهِلِيَّةِ كَانُوا لَا يُفِيضُونَ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ , وَيَقُولُونَ أَشْرِقْ ثَبِيرُ وَأَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَالَفَهُمْ , فَأَفَاضَ قَبْلَ طُلُوعِ الشَّمْسِ»
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৩৯৮২
empty
৩৯৮২।
- 3982
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৩৯৮৩
আন্তর্জাতিক নং: ৩৯৮৪
মুযদালিফার উকুফ পরিত্যাগের অবকাশ প্রাপ্ত দুর্বল লােকদের জামরা আকাবায় রমী করার সময়
৩৯৮৩-৮৪। রবীউল মুয়াযযিন (রাহঃ) ও ফাহাদ (রাহঃ) .... আমর ইব্ন মায়মূন (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমরা মুযদালিফায় উমর (রাযিঃ)-এর সঙ্গে উকুফরত ছিলাম। তখন তিনি বললেন, জাহিলিয়্যাতের লােকেরা সূর্যোদয় না হওয়া পর্যন্ত এখান থেকে রওয়ানা করত না। তারা বলত, হে ছাবির আলােকিত হও। যেন আমরা তাড়াতাড়ি রওয়ানা হতে পারি। রাসূলুল্লাহ্ (ﷺ) অন্য তাদের বিপরীত আমল করেছেন। তিনি সূর্যোদয়ের ততটুকু পূর্বে রওয়ানা হয়ে পড়েন, যতটুকু পূর্বে মুসাফির ফজরের সালাত আদায় করে। বস্তুত যখন শক্তিশালী লােকেরা সূর্যোদয়ের সামান্য পূর্বে মুযদালিফা থেকে রওয়ানা হয়, তাহলে দুর্বল লােকেরা যারা আগেই মিনাতে এসে যায় তাদের জন্য সূর্যোদয়ের পরে অপরাপর লােকেরা আসার পূর্বে কংকর নিক্ষেপ করা সম্ভব হয়ে যায়। সুতরাং দুর্বল লােকদেরকে সূর্যোদয়ের পূর্বে কংকর নিক্ষেপ করার অনুমতি দেয়ার কোন অর্থ হয় না। কেননা এরূপ স্থানে প্রয়ােজনের অনুপাতে অনুমতি দেয়া হয়, আর এখানে কোন প্রয়ােজন নেই।
এতে সেই বিষয়টি সাব্যস্ত হল যা আমরা ইব্ন আব্বাস (রাযিঃ)-এর হাদীসের অধীনে উল্লেখ করেছি যে, জামরা আকাবায় কংকর নিক্ষেপ করাকে সূর্যোদয় পর্যন্ত বিলম্ব করা হবে। এটাই ইমাম আবু হানীফা (রাহঃ), ইমাম আবু ইউসুফ (রাহঃ) ও ইমাম মুহাম্মাদ (রাহঃ)-এর অভিমত।
3983 - حَدَّثَنَا رَبِيعٌ الْمُؤَذِّنُ , قَالَ: ثنا أَسَدٌ ح

3984 - وَحَدَّثَنَا فَهْدٌ , قَالَ: ثنا أَبُو غَسَّانَ , قَالَ: ثنا إِسْرَائِيلُ , عَنْ أَبِي إِسْحَاقَ , عَنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ , قَالَ: كُنَّا وُقُوفًا مَعَ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُ بِجَمْعٍ , فَقَالَ: «إِنَّ أَهْلَ الْجَاهِلِيَّةِ كَانُوا لَا يُفِيضُونَ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ , وَيَقُولُونَ» أَشْرِقْ ثَبِيرُ كَمَا نُغِيرُ «وَأَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَالَفَهُمْ فَأَفَاضَ قَبْلَ طُلُوعِ الشَّمْسِ بِقَدْرِ صَلَاةِ الْمُسَافِرِ , صَلَاةَ الصُّبْحِ» فَلَمَّا كَانَ غَيْرُ الضُّعَفَاءِ إِنَّمَا يُفِيضُونَ مِنْ مُزْدَلِفَةَ قَبْلَ طُلُوعِ الشَّمْسِ بِهَذِهِ الْمُدَّةِ الْيَسِيرَةِ أَمْكَنَ الضُّعَفَاءَ الَّذِينَ قَدْ تَقَدَّمُوهُمْ إِلَى «مِنًى» أَنْ يَرْمُوا الْجَمْرَةَ بَعْدَ طُلُوعِ الشَّمْسِ قَبْلَ مَجِيءِ الْآخَرِينَ إِلَيْهِمْ فَلَمْ يَكُنْ لِلرُّخْصَةِ لِلضُّعَفَاءِ أَنْ يَرْمُوا قَبْلَ طُلُوعِ الشَّمْسِ مَعْنًى , لِأَنَّ الرُّخْصَةَ إِنَّمَا تَكُونُ فِي مِثْلِ هَذَا لِلضَّرُورَةِ , وَهَذَا لَا ضَرُورَةَ فِيهِ. فَثَبَتَ بِذَلِكَ مَا ذَكَرْنَا مِنْ حَدِيثِ ابْنِ عَبَّاسٍ الَّذِي رَوَيْنَاهُ فِي تَأْخِيرِ رَمْيِ جَمْرَةِ الْعَقَبَةِ إِلَى طُلُوعِ الشَّمْسِ , وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ وَأَبِي يُوسُفَ , وَمُحَمَّدٍ , رَحِمَهُمُ اللهُ تَعَالَى
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান