শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
شرح معاني الآثار المختلفة المروية عن رسول الله صلى الله عليه وسلم في الأحكام
৬. হজ্বের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২০ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৩৭৪৯
১১. ইহরাম পালনকারী ব্যক্তি কি কি প্রাণি হত্যা করতে পারে?
৩৭৪৯। আলী ইবনে আব্দুর রহমান র….. আবু হুরায়রা রা. সূত্রে নবী সা. থেকে মালিক র. ও লাইস র. এর হাদীসের অনুরূপ বর্ণনা করেছেন। অর্থাৎ রাসূলুল্লাহ সা. বলেছেন: পাঁচটি প্রাণি হারামের ভিতরেও হত্যা করা যায়, বিচ্ছু, চিল, কাক, ইঁদুর, হিংস্র কুকুর। তবে তিনি তাঁর বর্ণনায় বলেছেন: সাপ, বাঘ ও হিংস্র কুকুর।
بَابُ مَا يَقْتُلُ الْمُحْرِمُ مِنَ الدَّوَابِّ
3749 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ الرَّحْمَنِ , قَالَ: ثنا ابْنُ أَبِي مَرْيَمَ , قَالَ: أنا يَحْيَى بْنُ أَيُّوبَ , عَنْ مُحَمَّدِ بْنِ الْعَجْلَانِ , عَنِ الْقَعْقَاعِ بْنِ حَكِيمٍ , عَنْ أَبِي صَالِحٍ , عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِنَحْوِ حَدِيثِ مَالِكٍ وَاللَّيْثِ , يَعْنِي أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " خَمْسٌ مِنَ الدَّوَابِّ يُقْتَلْنَ فِي الْحَرَمِ: الْعَقْرَبُ , وَالْحِدَأُ , وَالْغُرَابُ , وَالْفَأْرَةُ , وَالْكَلْبُ الْعَقُورُ «إِلَّا أَنَّهُ قَالَ فِي حَدِيثِهِ» وَالْحَيَّةُ وَالذِّئْبُ وَالْكَلْبُ الْعَقُورُ "

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩৭৫০
আন্তর্জাতিক নং: ৩৭৫১
ইহরাম পালনকারী ব্যক্তি কি কি প্রাণি হত্যা করতে পারে?
৩৭৫০-৫১। মুহাম্মাদ ইবনে খুযায়মা র. …. আবু হুরায়রা রা. থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, হিংস্র কুকুর হলো সিংহ।
ইবনে আবী দাউদ র. … আবু হুরায়রা রা. থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
আবু জা’ফর তাহাবী র. বলেন: একদল আলিম এই মত গ্রহণ করে বলেছেন, যে হিংস্র কুকুরের হত্যা করা নবী সা. বৈধ করেছেন সেটি হলো সিংহ এবং প্রত্যেক হিংস্র জন্তু এর অন্তর্ভূক্ত। পক্ষান্তরে অপরাপর আলিমগণ এর বিষয়ে তাঁদের বিরোধিতা করে বলেছেন যে, হিংস্র কুকুর দ্বারা প্রচলিত কুকুরকেই বুঝানো হয়েছে, সিংহের সাথে এর কোন সম্পর্ক নেই। তাঁরা বলেন, আবু হুরায়রা রা. এর হাদীসে নবী সা. থেকে এটা বর্ণিত নেই যে, হিংস্র কুকুর হলো সিংহ। বরং এটা আবু হুরায়রা রা. এর নিজস্ব বক্তব্য।
আমরা রাসূলুল্লাহ সা. থেকে ও এরূপ রিওয়ায়াত পেয়েছি যা সেটাকে প্রত্যাখ্যান করে, তা নিম্নরূপ:
ইবনে আবী দাউদ র. … আবু হুরায়রা রা. থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
আবু জা’ফর তাহাবী র. বলেন: একদল আলিম এই মত গ্রহণ করে বলেছেন, যে হিংস্র কুকুরের হত্যা করা নবী সা. বৈধ করেছেন সেটি হলো সিংহ এবং প্রত্যেক হিংস্র জন্তু এর অন্তর্ভূক্ত। পক্ষান্তরে অপরাপর আলিমগণ এর বিষয়ে তাঁদের বিরোধিতা করে বলেছেন যে, হিংস্র কুকুর দ্বারা প্রচলিত কুকুরকেই বুঝানো হয়েছে, সিংহের সাথে এর কোন সম্পর্ক নেই। তাঁরা বলেন, আবু হুরায়রা রা. এর হাদীসে নবী সা. থেকে এটা বর্ণিত নেই যে, হিংস্র কুকুর হলো সিংহ। বরং এটা আবু হুরায়রা রা. এর নিজস্ব বক্তব্য।
আমরা রাসূলুল্লাহ সা. থেকে ও এরূপ রিওয়ায়াত পেয়েছি যা সেটাকে প্রত্যাখ্যান করে, তা নিম্নরূপ:
3750 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خُزَيْمَةَ , قَالَ: ثنا أَبُو حُذَيْفَةَ , قَالَ: ثنا زُهَيْرُ بْنُ مُحَمَّدٍ , عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ , عَنْ أَبِي صَالِحٍ , عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: " الْكَلْبُ الْعَقُورُ: الْأَسَدُ
3751 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ , قَالَ: ثنا سَعِيدُ بْنُ مَنْصُورٍ , قَالَ: ثنا حَفْصُ بْنُ مَيْسَرَةَ , قَالَ: حَدَّثَنِي زَيْدُ بْنُ أَسْلَمَ , عَنِ ابْنِ سِيلَانَ , عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ مِثْلَهُ قَالَ أَبُو جَعْفَرٍ: فَذَهَبَ قَوْمٌ إِلَى هَذَا فَقَالُوا: الْكَلْبُ الْعَقُورُ الَّذِي أَبَاحَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَتْلَهُ , هُوَ الْأَسَدُ , وَكُلُّ سَبُعٍ عَقُورٍ , فَهُوَ دَاخِلٌ فِي ذَلِكَ وَخَالَفَهُمْ فِي ذَلِكَ آخَرُونَ , فَقَالُوا: الْكَلْبُ الْعَقُورُ , هُوَ الْكَلْبُ الْمَعْرُوفُ , وَلَيْسَ الْأَسَدُ مِنْهُ فِي شَيْءٍ وَقَالُوا: لَيْسَ فِي حَدِيثِ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّ الْكَلْبَ الْعَقُورَ هُوَ الْأَسَدُ , وَإِنَّمَا ذَلِكَ مِنْ قَوْلِ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ وَقَدْ وَجَدْنَا عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيْضًا , مَا يَدْفَعُ ذَلِكَ
3751 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ , قَالَ: ثنا سَعِيدُ بْنُ مَنْصُورٍ , قَالَ: ثنا حَفْصُ بْنُ مَيْسَرَةَ , قَالَ: حَدَّثَنِي زَيْدُ بْنُ أَسْلَمَ , عَنِ ابْنِ سِيلَانَ , عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ مِثْلَهُ قَالَ أَبُو جَعْفَرٍ: فَذَهَبَ قَوْمٌ إِلَى هَذَا فَقَالُوا: الْكَلْبُ الْعَقُورُ الَّذِي أَبَاحَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَتْلَهُ , هُوَ الْأَسَدُ , وَكُلُّ سَبُعٍ عَقُورٍ , فَهُوَ دَاخِلٌ فِي ذَلِكَ وَخَالَفَهُمْ فِي ذَلِكَ آخَرُونَ , فَقَالُوا: الْكَلْبُ الْعَقُورُ , هُوَ الْكَلْبُ الْمَعْرُوفُ , وَلَيْسَ الْأَسَدُ مِنْهُ فِي شَيْءٍ وَقَالُوا: لَيْسَ فِي حَدِيثِ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّ الْكَلْبَ الْعَقُورَ هُوَ الْأَسَدُ , وَإِنَّمَا ذَلِكَ مِنْ قَوْلِ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ وَقَدْ وَجَدْنَا عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيْضًا , مَا يَدْفَعُ ذَلِكَ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩৭৫১
empty
৩৭৫১।
- 3751

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩৭৫২
ইহরাম পালনকারী ব্যক্তি কি কি প্রাণি হত্যা করতে পারে?
৩৭৫২। ইয়াযিদ ইবনে সিনান র. … আব্দুর রহমান ইবনে আবি আম্মার র. থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি জাবির ইবনে আব্দুল্লাহ রা. কে ضبع (হায়নার মত এক প্রাণি)* সম্পর্কে জিজ্ঞাসা করেছি যে, আমি কি তা খেতে পারব? তিনি বললেন, হ্যাঁ। আমি কি তা শিকার করতে পারবো? তিনি বললেন, হ্যাঁ। আমি বললাম, আপনি কি তা নবী সা. থেকে শুনেছেন? তিনি বললেন, হ্যাঁ।
3752 - وَهُوَ مَا حَدَّثَنَا يَزِيدُ بْنُ سِنَانٍ , قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ بَكْرٍ الْبُرْسَانِيُّ , قَالَ: أنا ابْنُ جُرَيْجٍ , قَالَ: أَخْبَرَنِي عَبْدُ اللهِ بْنُ عُبَيْدِ بْنِ عُمَيْرٍ أَنَّ عَبْدَ الرَّحْمَنِ بْنَ أَبِي عَمَّارٍ أَخْبَرَهُ , قَالَ: " سَأَلْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللهِ رَضِيَ اللهُ عَنْهُ عَنِ الضَّبُعِ فَقُلْتُ: آكُلُهَا؟ قَالَ: نَعَمْ قُلْتُ: أَصَيْدٌ هِيَ؟ قَالَ: نَعَمْ , فَقُلْتُ: وَسَمِعْتُ ذَلِكَ مِنَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ فَقَالَ: نَعَمْ "

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩৭৫৩
আন্তর্জাতিক নং: ৩৭৫৫
ইহরাম পালনকারী ব্যক্তি কি কি প্রাণি হত্যা করতে পারে?
৩৭৫৩-৫৫। ইয়াযিদ ইবনে সিনান র., আলী ইবনে শায়বা র. ও মুহাম্মাদ ইবনে খুযায়মা র. …. জাবির ইবনে আব্দুল্লাহ রা. থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ সা. কে ضبع (হায়নার মত এক প্রাণি) সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। তিনি বললেন, এটা শিকারের অন্তর্ভূক্ত এবং এটা যখন কোন ইহরাম পালনকারী ব্যক্তি শিকার করবে তার উপর তিনি একটি ভেড়া ‘দম’ দেয়া ওয়াজিব করেছেন।
55- 3753 - حَدَّثَنَا يَزِيدُ بْنُ سِنَانٍ , قَالَ: ثنا حِبَّانُ , وَشَيْبَانُ , وَهُدْبَةُ , قَالُوا: ثنا جَرِيرُ بْنُ حَازِمٍ , ح
وَحَدَّثَنَا عَلِيُّ بْنُ شَيْبَةَ , قَالَ: ثنا أَبُو غَسَّانَ ح
وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خُزَيْمَةَ , قَالَ: ثنا حَجَّاجُ بْنُ الْمِنْهَالِ , قَالَ: ثنا جَرِيرٌ , قَالَ: ثنا عَبْدُ اللهِ بْنُ عُبَيْدِ بْنِ عُمَيْرٍ , قَالَ: ثنا ابْنُ أَبِي عَمَّارٍ , عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ رَضِيَ اللهُ عَنْهُ " أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سُئِلَ عَنِ الضَّبُعِ فَقَالَ: «هِيَ مِنَ الصَّيْدِ وَجَعَلَ فِيهَا إِذَا أَصَابَهَا الْمُحْرِمُ كَبْشًا»
وَحَدَّثَنَا عَلِيُّ بْنُ شَيْبَةَ , قَالَ: ثنا أَبُو غَسَّانَ ح
وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خُزَيْمَةَ , قَالَ: ثنا حَجَّاجُ بْنُ الْمِنْهَالِ , قَالَ: ثنا جَرِيرٌ , قَالَ: ثنا عَبْدُ اللهِ بْنُ عُبَيْدِ بْنِ عُمَيْرٍ , قَالَ: ثنا ابْنُ أَبِي عَمَّارٍ , عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ رَضِيَ اللهُ عَنْهُ " أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سُئِلَ عَنِ الضَّبُعِ فَقَالَ: «هِيَ مِنَ الصَّيْدِ وَجَعَلَ فِيهَا إِذَا أَصَابَهَا الْمُحْرِمُ كَبْشًا»

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩৭৫৪
empty
৩৭৫৪।
- 3754

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩৭৫৫
empty
৩৭৫৫।
- 3755

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩৭৫৬
আন্তর্জাতিক নং: ৩৭৫৮
ইহরাম পালনকারী ব্যক্তি কি কি প্রাণি হত্যা করতে পারে?
৩৭৫৬-৫৮। হারূন ইবনে কামিল র. …. আব্দুর রহমান ইবনে আবী আম্মার র. থেকে বর্ণনা করেন যে, তিনি জাবির ইবনে আব্দুল্লাহ রা.কে ‘দাবু’ সম্পর্কে জিজ্ঞাসা করেন যে, তা কি আমি খেতে পারবো? তিনি বললেন, হ্যাঁ। আমি বললাম, তা কি আমি শিকার করতে পারবো? তিনি বললেন, হ্যাঁ। আমি বললাম আপনি কি তা রাসূলুল্লাহ সা. থেকে শুনেছেন? তিনি বললেন, হ্যাঁ।
ইয়াযিদ ইবনে সিনান র. ও ইবনে আবি দাউদ র. … জাবির রা. সূত্রে নবী সা. থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। তবে তিনি এতে এ বাক্যটি সংযোজন করেছেন এবং যদি তা ইহরাম পালনকারী শিকার করে, তবে তাতে তিনি একটি পূর্ণ বছর বয়সের ভেড়া ‘দম’ দেয়া ওয়াজিব করেছেন, যার গোশত ভক্ষণ করা যায়।
ইয়াযিদ ইবনে সিনান র. ও ইবনে আবি দাউদ র. … জাবির রা. সূত্রে নবী সা. থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। তবে তিনি এতে এ বাক্যটি সংযোজন করেছেন এবং যদি তা ইহরাম পালনকারী শিকার করে, তবে তাতে তিনি একটি পূর্ণ বছর বয়সের ভেড়া ‘দম’ দেয়া ওয়াজিব করেছেন, যার গোশত ভক্ষণ করা যায়।
58- 3756 - حَدَّثَنَا هَارُونُ بْنُ كَامِلٍ , قَالَ: ثنا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ , عَنْ يَحْيَى بْنِ أَيُّوبَ , قَالَ: حَدَّثَنِي إِسْمَاعِيلُ بْنُ أُمَيَّةَ , وَابْنُ جُرَيْجٍ , وَجَرِيرُ بْنُ حَازِمٍ , أَنَّ عَبْدَ اللهِ بْنَ عُبَيْدِ اللهِ بْنِ عُمَيْرٍ , حَدَّثَهُمْ , قَالَ: حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي عَمَّارٍ , أَنَّهُ " سَأَلَ جَابِرَ بْنَ عَبْدِ اللهِ رَضِيَ اللهُ عَنْهُ عَنِ الضَّبُعِ , فَقَالَ: آكُلُهَا؟ فَقَالَ: نَعَمْ قُلْتُ: أَصَيْدٌ هِيَ؟ قَالَ: نَعَمْ , قُلْتُ: أَسَمِعْتُ ذَلِكَ مِنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَ: «نَعَمْ»
حَدَّثَنَا يَزِيدُ بْنُ سِنَانٍ , قَالَ: ثنا حِبَّانُ ح
وَحَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ , قَالَ: ثنا أَبُو عُمَرَ الْحَوْضِيُّ , قَالَا: ثنا حَسَّانُ بْنُ إِبْرَاهِيمَ , عَنْ إِبْرَاهِيمَ الصَّائِغِ , عَنْ عَطَاءٍ , عَنْ جَابِرٍ رَضِيَ اللهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ , وَزَادَ وَجَعَلَ فِيهَا إِذَا أَصَابَهَا الْمُحْرِمُ كَبْشًا مُسِنًّا , وَتُؤْكَلُ
حَدَّثَنَا يَزِيدُ بْنُ سِنَانٍ , قَالَ: ثنا حِبَّانُ ح
وَحَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ , قَالَ: ثنا أَبُو عُمَرَ الْحَوْضِيُّ , قَالَا: ثنا حَسَّانُ بْنُ إِبْرَاهِيمَ , عَنْ إِبْرَاهِيمَ الصَّائِغِ , عَنْ عَطَاءٍ , عَنْ جَابِرٍ رَضِيَ اللهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ , وَزَادَ وَجَعَلَ فِيهَا إِذَا أَصَابَهَا الْمُحْرِمُ كَبْشًا مُسِنًّا , وَتُؤْكَلُ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩৭৫৭
empty
৩৭৫৭।
- 3757

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩৭৫৮
empty
৩৭৫৮।
- 3758

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩৭৫৯
ইহরাম পালনকারী ব্যক্তি কি কি প্রাণি হত্যা করতে পারে?
৩৭৫৯। সালিহ ইবনে আব্দুর রহমান র. …. জাবির ইবনে আব্দুল্লাহ রা. থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, ইহরাম পালনকারী ‘দাবু’ হত্যা করলে একটি ভেড়া দম দেয়ার ফয়সালা করা হয়।
সুতরাং যখন দাবু’ হিংস্র প্রাণির অন্তর্ভূক্ত এবং নবী সা. এর হত্যাকে বৈধ করেননি বরং এটাকে শিকাররূপে সাব্যস্ত করেছেন এবং এর হত্যাকারীর উপর জরিমানা আবশ্যক করেছেন। এতে আমাদের জন্য দিকনির্দেশনা বিদ্যমান যে, হিংস্র কুকুর বলতে অন্য হিংস্র জন্তু বুঝানো হয়নি। আর এর দ্বারা আবু হুরায়রা রা. যে মত পোষণ করেছেন তা বাতিল হয়ে গিয়েছে এবং হিংস্র কুকুর দ্বারা সেই কুকুর ই উদ্দেশ্য যা সাধারণ লোকেরা চিনে।
যদি কোন প্রশ্নকারী প্রশ্ন উত্থাপন করে যে, তোমরা কেন নেকড়ে বাঘ হত্যাকে বৈধ মনে কর না? তাঁকে উত্তর দেয়া হবে যে, যেহেতু নবী সা. বলেছেন, পাঁচটি জন্তু এরূপ রয়েছে যেগুলো হারাম শরীফে এবং ইহরাম অবস্থায় ও হত্যা করা যাবে। তিনি সেই পাঁচটি কি কি তাও উল্যেখ করেছেন। সুতরাং পাঁচের উল্যেখ করায় প্রতীয়মান হয় যে, ঐ পাঁচটি ব্যতীত অন্য জন্তুর বিধান ঐগুলোর বিধানের পরিপন্থি। অন্যথায় পাঁচের উল্যেখ করার কোন অর্থ হবে না। যারা নেকড়ে বাঘ হত্যাকে বৈধ সাব্যস্ত করেছেন তাঁরা সমস্ত হিংস্র প্রাণির হত্যাকে বৈধ করেছেন। আর যারা নেকড়ে বাঘ হত্যাকে নিষেধ করেছেন। তারা বিশেষভাবে হিংস্র কুকুর ব্যতীত সমস্ত হিংস্র প্রাণির হত্যাকে নিষেধ করেছেন। দাবু’ কে হত্যা করা যে ব্যতিক্রম এটা প্রমাণিত হয়েছে এবং এটা হিংস্র কুকুর নয়। আরো সাব্যস্ত হয়েছে যে, হিংস্র কুকুর দ্বারা সেই কুকুরকেই বুঝানো হয়েছে যা সাধারণ লোকেরা বুঝে।
ইহরাম পালন অবস্থায় এবং হারাম শরীফে হত্যার বিষয়ে নবী সা. থেকে বর্ণিত রিওয়ায়াতসমূহ নিম্নরূপ:
সুতরাং যখন দাবু’ হিংস্র প্রাণির অন্তর্ভূক্ত এবং নবী সা. এর হত্যাকে বৈধ করেননি বরং এটাকে শিকাররূপে সাব্যস্ত করেছেন এবং এর হত্যাকারীর উপর জরিমানা আবশ্যক করেছেন। এতে আমাদের জন্য দিকনির্দেশনা বিদ্যমান যে, হিংস্র কুকুর বলতে অন্য হিংস্র জন্তু বুঝানো হয়নি। আর এর দ্বারা আবু হুরায়রা রা. যে মত পোষণ করেছেন তা বাতিল হয়ে গিয়েছে এবং হিংস্র কুকুর দ্বারা সেই কুকুর ই উদ্দেশ্য যা সাধারণ লোকেরা চিনে।
যদি কোন প্রশ্নকারী প্রশ্ন উত্থাপন করে যে, তোমরা কেন নেকড়ে বাঘ হত্যাকে বৈধ মনে কর না? তাঁকে উত্তর দেয়া হবে যে, যেহেতু নবী সা. বলেছেন, পাঁচটি জন্তু এরূপ রয়েছে যেগুলো হারাম শরীফে এবং ইহরাম অবস্থায় ও হত্যা করা যাবে। তিনি সেই পাঁচটি কি কি তাও উল্যেখ করেছেন। সুতরাং পাঁচের উল্যেখ করায় প্রতীয়মান হয় যে, ঐ পাঁচটি ব্যতীত অন্য জন্তুর বিধান ঐগুলোর বিধানের পরিপন্থি। অন্যথায় পাঁচের উল্যেখ করার কোন অর্থ হবে না। যারা নেকড়ে বাঘ হত্যাকে বৈধ সাব্যস্ত করেছেন তাঁরা সমস্ত হিংস্র প্রাণির হত্যাকে বৈধ করেছেন। আর যারা নেকড়ে বাঘ হত্যাকে নিষেধ করেছেন। তারা বিশেষভাবে হিংস্র কুকুর ব্যতীত সমস্ত হিংস্র প্রাণির হত্যাকে নিষেধ করেছেন। দাবু’ কে হত্যা করা যে ব্যতিক্রম এটা প্রমাণিত হয়েছে এবং এটা হিংস্র কুকুর নয়। আরো সাব্যস্ত হয়েছে যে, হিংস্র কুকুর দ্বারা সেই কুকুরকেই বুঝানো হয়েছে যা সাধারণ লোকেরা বুঝে।
ইহরাম পালন অবস্থায় এবং হারাম শরীফে হত্যার বিষয়ে নবী সা. থেকে বর্ণিত রিওয়ায়াতসমূহ নিম্নরূপ:
3759 - حَدَّثَنَا صَالِحُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ , قَالَ: ثنا سَعِيدُ بْنُ مَنْصُورٍ , قَالَ: ثنا هُشَيْمٌ , عَنْ مَنْصُورِ بْنِ زَاذَانَ , عَنْ عَطَاءٍ , عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: «قُضِيَ فِي الضَّبُعِ، إِذَا قَتَلَهَا الْمُحْرِمُ، بِكَبْشٍ» فَلَمَّا كَانَتِ الضَّبُعُ هِيَ سَبُعٌ , وَلَمْ يُبِحِ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَتْلَهَا , وَجَعَلَهَا صَيْدًا , وَجَعَلَ عَلَى قَاتِلِهَا الْجَزَاءَ , دَلَّنَا ذَلِكَ عَلَى أَنَّ الْكَلْبَ الْعَقُورَ , لَيْسَ هُوَ السَّبُعَ , وَبَطَلَ بِذَلِكَ مَا ذَهَبَ إِلَيْهِ أَبُو هُرَيْرَةَ , وَكَانَ الْكَلْبُ الْعَقُورُ , هُوَ الْكَلْبُ الَّذِي تَعْرِفُهُ الْعَامَّةُ فَإِنْ قَالَ قَائِلٌ: فَلِمَ لَا تُبِيحُونَ قَتْلَ الذِّئْبِ؟ قِيلَ لَهُ: لِأَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «خَمْسٌ مِنَ الدَّوَابِّ يُقْتَلْنَ فِي الْحِلِّ وَالْحَرَمِ» فَذَكَرَ الْخَمْسَ مَا هُنَّ فَذِكْرُ الْخَمْسِ يَدُلُّ عَلَى أَنَّ غَيْرَ الْخَمْسِ , حُكْمُهُ غَيْرُ حُكْمِهِنَّ , وَإِلَّا لَمْ يَكُنْ لِذِكْرِهِ الْخَمْسَ مَعْنًى فَالَّذِينَ أَبَاحُوا قَتْلَ الذِّئْبِ أَبَاحُوا قَتْلَ جَمِيعِ السِّبَاعِ , وَالَّذِينَ مَنَعُوا قَتْلَ الذِّئْبِ حَظَرُوا قَتْلَ سَائِرِ السِّبَاعِ , غَيْرَ الْكَلْبِ الْعَقُورِ خَاصَّةً وَقَدْ ثَبَتَ خُرُوجُ الضَّبُعِ مِنَ الْقَتْلِ , وَلَمْ يَكُنْ كَلْبًا عَقُورًا , وَثَبَتَ أَنَّ الْكَلْبَ الْعَقُورَ , هُوَ الْكَلْبُ الَّذِي تَعْرِفُهُ الْعَامَّةُ
فَأَمَّا مَا رُوِيَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِيمَا يُقْتَلُ فِي الْإِحْرَامِ وَالْحَرَمِ
فَأَمَّا مَا رُوِيَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِيمَا يُقْتَلُ فِي الْإِحْرَامِ وَالْحَرَمِ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩৭৬০
আন্তর্জাতিক নং: ৩৭৭৩
ইহরাম পালনকারী ব্যক্তি কি কি প্রাণি হত্যা করতে পারে?
৩৭৬০-৭৩। ঈসা ইবনে ইবরাহীম আল গাফেকী র. ও আহমাদ ইবনে আব্দুর রহমান র. … হাফসা রা. থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ সা. বলেছেন: পাঁচটি প্রাণি এরূপ, যেগুলো মুহরিম (ইহরাম পালনকারী) হত্যা করতে পারে-কাক, চিল, ইঁদুর, বিচ্ছু ও হিংস্র কুকুর।
রবীউল জীযী র. …. হাফসা রা. থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ সা. বলেছেন। তারপর তিনি অনুরূপ রিওয়ায়াত করেছেন।
মুহাম্মাদ ইবনে খুযায়মা র. …. যায়দ ইবনে জুবাইর র. থেকে বর্ণনা করেন যে, এক ব্যক্তি ইবনে উমর রা. কে সেই সমস্ত প্রাণি সম্পর্কে জিজ্ঞাসা করে যেগুলো মুহরিম (ইহরাম পালনকারী) হত্যা করতে পারে। তিনি বললেন, আমাকে রাসূলুল্লাহ সা. এর এক স্ত্রী (হাফসা রা.) সংবাদ দিয়েছেন যে, তিনি নির্দেশ দিতেন। তারপর তিনি অনুরূপ রিওয়ায়াত করেছেন।
মুহাম্মাদ ইবনে উমর র. …. ইবনে উমর রা. থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ সা. কে জিজ্ঞাসা করা হয় যে, মুহরিম কোন কোন প্রাণি হত্যা করতে পারবে? তারপর তিনি অনুরূপ রিওয়ায়াত করেছেন।
ইয়াযিদ ইবনে সিনান র…… ইবনে উমর রা. সূত্রে রাসূলুল্লাহ সা. থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
রবীউল মুয়াযযিন র….. ইবনে উমর রা. সূত্রে রাসূলুল্লাহ সা. থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
ইয়াযিদ র. … ইবনে উমর রা. সূত্রে রাসূলুল্লাহ সা. থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
ইউনুস র….. ইবনে উমর রা. সূত্রে রাসূলুল্লাহ সা. থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
মুহাম্মাদ ইবনে খুযায়মা র. … ইবনে উমর রা. সূত্রে রাসূলুল্লাহ সা. থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
ইয়াযিদ র. …. ইবনে উমর রা. সূত্রে রাসূলুল্লাহ সা. থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
ইবনে মারযুক র. … ইবনে উমর রা. থেকে বর্ণনা করেন যে, শু’বা র. বলেছেন, আমি তাঁকে (আব্দুল্লাহ ইবনে দীনার র.) বললাম, তিনি (ইবনে উমর রা.) কি তা নবী সা. থেকে রিওয়ায়াত করেছেন? তিনি বললেন, হ্যাঁ, তিনি অনুরূপ উদ্ধৃত করেছেন।
ইবনে মারযুক র. … আয়িশা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে অনূরূপ রিওয়ায়াত করেছেন।
মুহাম্মাদ ইব্ন খুযায়মা (রাহঃ) ..... শু’বা(রাহঃ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। তবে তিনি সাদা চিহ্নযুক্ত কাকের কথা উল্লেখ করেছেন।
রবীউল জীযী র. …. হাফসা রা. থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ সা. বলেছেন। তারপর তিনি অনুরূপ রিওয়ায়াত করেছেন।
মুহাম্মাদ ইবনে খুযায়মা র. …. যায়দ ইবনে জুবাইর র. থেকে বর্ণনা করেন যে, এক ব্যক্তি ইবনে উমর রা. কে সেই সমস্ত প্রাণি সম্পর্কে জিজ্ঞাসা করে যেগুলো মুহরিম (ইহরাম পালনকারী) হত্যা করতে পারে। তিনি বললেন, আমাকে রাসূলুল্লাহ সা. এর এক স্ত্রী (হাফসা রা.) সংবাদ দিয়েছেন যে, তিনি নির্দেশ দিতেন। তারপর তিনি অনুরূপ রিওয়ায়াত করেছেন।
মুহাম্মাদ ইবনে উমর র. …. ইবনে উমর রা. থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ সা. কে জিজ্ঞাসা করা হয় যে, মুহরিম কোন কোন প্রাণি হত্যা করতে পারবে? তারপর তিনি অনুরূপ রিওয়ায়াত করেছেন।
ইয়াযিদ ইবনে সিনান র…… ইবনে উমর রা. সূত্রে রাসূলুল্লাহ সা. থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
রবীউল মুয়াযযিন র….. ইবনে উমর রা. সূত্রে রাসূলুল্লাহ সা. থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
ইয়াযিদ র. … ইবনে উমর রা. সূত্রে রাসূলুল্লাহ সা. থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
ইউনুস র….. ইবনে উমর রা. সূত্রে রাসূলুল্লাহ সা. থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
মুহাম্মাদ ইবনে খুযায়মা র. … ইবনে উমর রা. সূত্রে রাসূলুল্লাহ সা. থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
ইয়াযিদ র. …. ইবনে উমর রা. সূত্রে রাসূলুল্লাহ সা. থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
ইবনে মারযুক র. … ইবনে উমর রা. থেকে বর্ণনা করেন যে, শু’বা র. বলেছেন, আমি তাঁকে (আব্দুল্লাহ ইবনে দীনার র.) বললাম, তিনি (ইবনে উমর রা.) কি তা নবী সা. থেকে রিওয়ায়াত করেছেন? তিনি বললেন, হ্যাঁ, তিনি অনুরূপ উদ্ধৃত করেছেন।
ইবনে মারযুক র. … আয়িশা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে অনূরূপ রিওয়ায়াত করেছেন।
মুহাম্মাদ ইব্ন খুযায়মা (রাহঃ) ..... শু’বা(রাহঃ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। তবে তিনি সাদা চিহ্নযুক্ত কাকের কথা উল্লেখ করেছেন।
73- 3760 - فَمَا حَدَّثَنَا عِيسَى بْنُ إِبْرَاهِيمَ الْغَافِقِيُّ , وَأَحْمَدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ , قَالَا: ثنا عَبْدُ اللهِ بْنُ وَهْبٍ , قَالَ: أَخْبَرَنِي يُونُسُ , عَنِ ابْنِ شِهَابٍ , عَنْ سَالِمٍ , عَنْ أَبِيهِ , قَالَ: قَالَتْ حَفْصَةُ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «خَمْسٌ مِنَ الدَّوَابِّ يَقْتُلُهُنَّ الْمُحْرِمُ , الْغُرَابُ , وَالْحِدَأُ , وَالْفَأْرَةُ , وَالْعَقْرَبُ , وَالْكَلْبُ الْعَقُورُ»
حَدَّثَنَا رَبِيعٌ الْجِيزِيُّ , قَالَ: ثنا أَبُو زُرْعَةَ , قَالَ: أنا يُونُسُ , عَنِ ابْنِ شِهَابٍ , عَنْ سَالِمٍ أَنَّ عَبْدَ اللهِ بْنَ عُمَرَ قَالَ: قَالَتْ حَفْصَةُ رَضِيَ اللهُ عَنْهَا: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , ثُمَّ ذَكَرَ مِثْلَهُ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خُزَيْمَةَ , قَالَ: ثنا حَجَّاجٌ , قَالَ: ثنا أَبُو عَوَانَةَ , قَالَ: ثنا زَيْدُ بْنُ جُبَيْرٍ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ رَجُلًا سَأَلَ ابْنَ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا عَمَّا يَقْتُلُ الْمُحْرِمُ فَقَالَ: أَخْبَرَتْنِي إِحْدَى نِسْوَةِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ كَانَ يَأْمُرُ , ثُمَّ ذَكَرَ مِثْلَهُ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو , قَالَ: ثنا أَسْبَاطُ بْنُ مُحَمَّدٍ , عَنْ عُبَيْدِ اللهِ , عَنْ نَافِعٍ , عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ: سُئِلَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا يَقْتُلُ الْمُحْرِمُ , فَذَكَرَ مِثْلَهُ
حَدَّثَنَا يَزِيدُ بْنُ سِنَانٍ , قَالَ: ثنا عَبْدُ الْأَعْلَى بْنُ حَمَّادٍ , قَالَ: ثنا وُهَيْبٌ , قَالَ: ثنا أَيُّوبُ , ح
وَحَدَّثَنَا يَزِيدُ ,: قَالَ: ثنا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ , قَالَ: ثنا حَمَّادُ بْنُ سَلَمَةَ , عَنْ أَيُّوبَ , عَنْ نَافِعٍ , عَنِ ابْنِ عُمَرَ , عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , مِثْلَهُ
حَدَّثَنَا رَبِيعٌ الْمُؤَذِّنُ , قَالَ: ثنا شُعَيْبُ بْنُ اللَّيْثِ , قَالَ: ثنا اللَّيْثُ , عَنْ نَافِعٍ , عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , مِثْلَهُ
حَدَّثَنَا يَزِيدُ , قَالَ: ثنا شَيْبَانُ , قَالَ: ثنا جَرِيرٌ , عَنْ نَافِعٍ , عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , مِثْلَهُ
حَدَّثَنَا يُونُسُ , قَالَ: أنا ابْنُ وَهْبٍ , قَالَ: أَخْبَرَنِي مَالِكٌ , عَنْ نَافِعٍ وَعَبْدِ اللهِ بْنِ دِينَارٍ , عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خُزَيْمَةَ , قَالَ: ثنا حَجَّاجٌ , قَالَ: ثنا حَمَّادٌ , عَنْ أَيُّوبَ , عَنْ نَافِعٍ , عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , مِثْلَهُ
حَدَّثَنَا يَزِيدُ , قَالَ: ثنا الْقَعْنَبِيُّ , قَالَ: قَرَأْتُ عَلَى مَالِكٍ , عَنْ عَبْدِ اللهِ بْنِ دِينَارٍ , عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , مِثْلَهُ
حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ , قَالَ: ثنا وَهْبٌ , قَالَ: ثنا شُعْبَةُ , عَنْ عَبْدِ اللهِ بْنِ دِينَارٍ , عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ شُعْبَةُ: قُلْتُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَ نَعَمْ , وَهُوَ مُتَنَاقَلٌ مِثْلُهُ
حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ , قَالَ: ثنا أَبُو عَامِرٍ الْعَقَدِيُّ , قَالَ: ثنا شُعْبَةُ , عَنْ قَتَادَةَ , عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ , عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا , عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , مِثْلَهُ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خُزَيْمَةَ , قَالَ: ثنا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ , قَالَ: ثنا شُعْبَةُ , فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ , غَيْرَ أَنَّهُ قَالَ «الْغُرَابُ الْأَبْقَعُ»
حَدَّثَنَا رَبِيعٌ الْجِيزِيُّ , قَالَ: ثنا أَبُو زُرْعَةَ , قَالَ: أنا يُونُسُ , عَنِ ابْنِ شِهَابٍ , عَنْ سَالِمٍ أَنَّ عَبْدَ اللهِ بْنَ عُمَرَ قَالَ: قَالَتْ حَفْصَةُ رَضِيَ اللهُ عَنْهَا: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , ثُمَّ ذَكَرَ مِثْلَهُ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خُزَيْمَةَ , قَالَ: ثنا حَجَّاجٌ , قَالَ: ثنا أَبُو عَوَانَةَ , قَالَ: ثنا زَيْدُ بْنُ جُبَيْرٍ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ رَجُلًا سَأَلَ ابْنَ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا عَمَّا يَقْتُلُ الْمُحْرِمُ فَقَالَ: أَخْبَرَتْنِي إِحْدَى نِسْوَةِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ كَانَ يَأْمُرُ , ثُمَّ ذَكَرَ مِثْلَهُ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو , قَالَ: ثنا أَسْبَاطُ بْنُ مُحَمَّدٍ , عَنْ عُبَيْدِ اللهِ , عَنْ نَافِعٍ , عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ: سُئِلَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا يَقْتُلُ الْمُحْرِمُ , فَذَكَرَ مِثْلَهُ
حَدَّثَنَا يَزِيدُ بْنُ سِنَانٍ , قَالَ: ثنا عَبْدُ الْأَعْلَى بْنُ حَمَّادٍ , قَالَ: ثنا وُهَيْبٌ , قَالَ: ثنا أَيُّوبُ , ح
وَحَدَّثَنَا يَزِيدُ ,: قَالَ: ثنا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ , قَالَ: ثنا حَمَّادُ بْنُ سَلَمَةَ , عَنْ أَيُّوبَ , عَنْ نَافِعٍ , عَنِ ابْنِ عُمَرَ , عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , مِثْلَهُ
حَدَّثَنَا رَبِيعٌ الْمُؤَذِّنُ , قَالَ: ثنا شُعَيْبُ بْنُ اللَّيْثِ , قَالَ: ثنا اللَّيْثُ , عَنْ نَافِعٍ , عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , مِثْلَهُ
حَدَّثَنَا يَزِيدُ , قَالَ: ثنا شَيْبَانُ , قَالَ: ثنا جَرِيرٌ , عَنْ نَافِعٍ , عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , مِثْلَهُ
حَدَّثَنَا يُونُسُ , قَالَ: أنا ابْنُ وَهْبٍ , قَالَ: أَخْبَرَنِي مَالِكٌ , عَنْ نَافِعٍ وَعَبْدِ اللهِ بْنِ دِينَارٍ , عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خُزَيْمَةَ , قَالَ: ثنا حَجَّاجٌ , قَالَ: ثنا حَمَّادٌ , عَنْ أَيُّوبَ , عَنْ نَافِعٍ , عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , مِثْلَهُ
حَدَّثَنَا يَزِيدُ , قَالَ: ثنا الْقَعْنَبِيُّ , قَالَ: قَرَأْتُ عَلَى مَالِكٍ , عَنْ عَبْدِ اللهِ بْنِ دِينَارٍ , عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , مِثْلَهُ
حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ , قَالَ: ثنا وَهْبٌ , قَالَ: ثنا شُعْبَةُ , عَنْ عَبْدِ اللهِ بْنِ دِينَارٍ , عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ شُعْبَةُ: قُلْتُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَ نَعَمْ , وَهُوَ مُتَنَاقَلٌ مِثْلُهُ
حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ , قَالَ: ثنا أَبُو عَامِرٍ الْعَقَدِيُّ , قَالَ: ثنا شُعْبَةُ , عَنْ قَتَادَةَ , عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ , عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا , عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , مِثْلَهُ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خُزَيْمَةَ , قَالَ: ثنا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ , قَالَ: ثنا شُعْبَةُ , فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ , غَيْرَ أَنَّهُ قَالَ «الْغُرَابُ الْأَبْقَعُ»

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩৭৬১
empty
৩৭৬১।
- 3761

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩৭৬২
empty
৩৭৬২।
- 3762

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩৭৬৩
empty
৩৭৬৩।
- 3763

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩৭৬৪
empty
৩৭৬৪।
- 3764

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩৭৬৫
empty
৩৭৬৫।
- 3765

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩৭৬৬
empty
৩৭৬৬।
- 3766

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩৭৬৭
empty
৩৭৬৭।
- 3767

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩৭৬৮
empty
৩৭৬৮।
- 3768

তাহকীক:
তাহকীক চলমান