শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

شرح معاني الآثار المختلفة المروية عن رسول الله صلى الله عليه وسلم في الأحكام

৬. হজ্বের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস ২০ টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৩৫৫৬
৫. ইহরামের সময় সুগন্ধি ব্যবহার প্রসংগে
৩৫৫৬। আবু বাকরা ইব্ন কুতায়বা (রাহঃ) ......... সফওয়ান ইব্ন ইয়া’লা ইব্ন উমাইয়া (রাহঃ) এর পিতা ইয়া’লা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, একবার জনৈক ব্যক্তি জি’ইররানা নামক স্থানে নবী করীম (ﷺ) এর খিদমতে হাজির হয়, তার পরনে পশমী জুব্বা এবং তার দাঁড়ি ও মাথায় হলুদ রং ছিল। সে বলল ঃ “ইয়া রাসূলাল্লাহ্! আমি ইহরাম বেঁধেছি এবং আমার অবস্থা হল যা আপনি দেখতে পাচ্ছেন”। তিনি বললেন, তোমার জুব্বা খুলে ফেল এবং হলুদ রং ধুয়ে ফেল। আর তোমার হজ্জ পালনে যা কিছু কর, উমরাতেও তা কর।
একদল আলিম এই হাদীসের মর্ম গ্রহণ করেছেন। তাঁরা ইহরাম বাঁধার প্রাক্কালে সুগন্ধি ব্যবহার করাকে অপসন্দ করেন। তাঁরা উমর ইব্ন খাত্তাব (রাযিঃ) ও উসমান ইব্ন আফ্ফান (রাযিঃ) থেকে বর্ণিত হাদীসকে (নিজেদের) প্রমাণ হিসাবে পেশ করেন ঃ
بَابُ التَّطَيُّبِ عِنْدَ الْإِحْرَامِ
3556 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ بَكَّارُ بْنُ قُتَيْبَةَ قَالَ: ثنا وَهْبُ بْنُ جَرِيرٍ قَالَ: ثنا أَبِي قَالَ: سَمِعْتُ قَيْسَ بْنَ سَعْدٍ يُحَدِّثُ عَنْ عَطَاءٍ عَنْ صَفْوَانَ بْنِ يَعْلَى بْنِ أُمَيَّةَ عَنْ أَبِيهِ أَنَّ رَجُلًا أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْجِعْرَانَةِ وَعَلَيْهِ جُبَّةُ صُوفٍ وَهُوَ مُصْفِرٌ لِحْيَتَهُ وَرَأْسَهُ فَقَالَ: يَا رَسُولَ اللهِ إِنِّي قَدْ أَحْرَمْتُ وَأَنَا كَمَا تَرَى فَقَالَ: «انْزِعْ عَنْكَ الْجُبَّةَ وَاغْسِلْ عَنْكَ الصُّفْرَةَ وَمَا كُنْتَ صَانِعًا فِي حَجِّكَ فَاصْنَعْهُ فِي عُمْرَتِكَ» . فَذَهَبَ قَوْمٌ إِلَى هَذَا الْحَدِيثِ فَكَرِهُوا بِهِ التَّطَيُّبَ عِنْدَ الْإِحْرَامِ وَقَالُوا بِمَا رُوِيَ عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ وَعُثْمَانَ بْنِ عَفَّانَ رَضِيَ اللهُ عَنْهُمَا
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৩৫৫৭
আন্তর্জাতিক নং: ৩৫৬০
ইহরামের সময় সুগন্ধি ব্যবহার প্রসংগে
৩৫৫৭-৬০। নসর ইব্ন মারযূক (রাহঃ) ......... ইব্ন উমর (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, উমর ইব্ন খাত্তাব (রাযিঃ) একরার যুল হুলাইফাতে সুগন্ধির ঘ্রাণ অনুভব করেন। তিনি বললেন, এ সুগন্ধি কার কাছ থেকে আসছে ? মুআবিয়া (রাযিঃ) বললেন, আমার কাছ থেকে । উমর (রাযিঃ) বললেন, আল্লাহর কসম তোমার থেকে ? মুআবিয়া (রাযিঃ) বললেন, হে আমীরুল মুমিনীন! আমার প্রতি (শাস্তির ব্যাপারে) তাড়াহুড়া করবেন না। উম্মু হাবীবা (রাযিঃ) আমাকে সুগন্ধি লাগিয়ে দিয়েছে এবং আমাকে কসম দিয়েছে। উমর (রাযিঃ) তাঁকে বললেন, আমি তোমাকে কসম দিচ্ছি , তুমি তাঁর (উম্মু হাবীবা) নিকট যাও এবং সেখানে তাঁর কাছে গিয়ে তা ধুয়ে ফেল। সুতরাং তিনি তাঁর নিকট ফিরে গেলেন এবং তা ধুয়ে ফেলেন। তারপর তিনি পথে লোকদের সঙ্গে মিলিত হলেন।

মুহাম্মাদ ইব্ন খুযায়মা (রাহঃ) ......... আয়্যুব (রাহঃ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।

ইউনুস (রাহঃ) ......... আসলাম (রাহঃ) উমর (রাযিঃ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।

রবিউল মুয়াযযিন (রাহঃ) ......... আসলাম (রাহঃ) এর বরাতে উমর (রাযিঃ) থেকে অনুরূপ উল্লেখ করেছেন।
60- 3557 - حَدَّثَنَا نَصْرُ بْنُ مَرْزُوقٍ , قَالَ: ثنا الْخَصِيبُ بْنُ نَاصِحٍ , قَالَ: ثنا وَهْبُ بْنُ خَالِدٍ , عَنْ أَيُّوبَ , عَنْ نَافِعٍ , عَنِ ابْنِ عُمَرَ , أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ رَضِيَ اللهُ عَنْهُمَا وَجَدَ رِيحَ طِيبٍ وَهُوَ بِذِي الْحُلَيْفَةِ فَقَالَ: " مِمَّنْ هَذِهِ الرِّيحُ الطَّيِّبَةُ فَقَالَ مُعَاوِيَةُ مِنِّي , فَقَالَ عُمَرُ: مِنْكَ لَعَمْرِي مِنْكَ لَعَمْرِي. فَقَالَ مُعَاوِيَةُ لَا تُعَجِّلْ عَلَيَّ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ إِنَّ أُمَّ حَبِيبَةَ رَضِيَ اللهُ عَنْهَا طَيَّبَتْنِي وَأَقْسَمَتْ عَلَيَّ. فَقَالَ لَهُ عُمَرُ رَضِيَ اللهُ عَنْهُ: «وَأَنَا أَقْسَمْتُ عَلَيْكَ لَتَرْجِعَنَّ إِلَيْهَا فَتَغْسِلَهُ عِنْدَهَا» فَرَجَعَ إِلَيْهَا فَغَسَلَهُ فَلَحِقَ النَّاسَ بِالطَّرِيقِ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خُزَيْمَةَ قَالَ: ثنا حَجَّاجٌ قَالَ: ثنا حَمَّادٌ عَنْ أَيُّوبَ فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ.

حَدَّثَنَا يُونُسُ , قَالَ: أنا ابْنُ وَهْبٍ , أَنَّ مَالِكًا , حَدَّثَهُ عَنْ نَافِعٍ , عَنْ أَسْلَمَ , عَنْ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا مِثْلَهُ.

حَدَّثَنَا رَبِيعٌ الْمُؤَذِّنُ , قَالَ: ثنا شُعَيْبُ بْنُ اللَّيْثِ , قَالَ: ثنا اللَّيْثُ , عَنْ نَافِعٍ , عَنْ أَسْلَمَ , عَنْ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُ مِثْلَهُ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৩৫৫৮
empty
৩৫৫৮।
- 3558
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৩৫৫৯
empty
৩৫৫৯।
- 3559
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৩৫৬০
empty
৩৫৬০।
- 3560
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৩৫৬১
ইহরামের সময় সুগন্ধি ব্যবহার প্রসংগে
৩৫৬১। ইব্ন মারযূক (রাহঃ) ......... সা’দ ইব্ন ইবরাহীম (রাহঃ)-এর পিতা ইবরাহীম (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি একবার যুল হুলাইফাতে উসমান (রাযিঃ) এর সঙ্গে ছিলাম। তিনি এক ব্যক্তিকে দেখলেন যে, সে ইহরাম বাঁধার ইচ্ছা পোষণ করছিল এবং সে তার মাথায় তেল লাগাচ্ছিল। তিনি তাকে নির্দেশ দিলে সে মাটি দ্বারা নিজ মাথা ধুয়ে ফেলল।
পক্ষান্তরে অপরাপর আলিমগণ এ বিষয়ে তাঁদের বিরোধিতা করেছেন। তাঁরা ইহরামের প্রাক্কালে সুগন্ধি ব্যবহারে কোন দোষ আছে বলে মনে করেন না। তাঁরা বলেন, ইয়া’লা (রাযিঃ)-এর হাদীসে আমাদের বিরোধীদের জন্য কোন দলীল নেই। কেননা, সেই ব্যক্তির উপর যে সুগন্ধি ছিল, তা ছিল হলুদ রং যাকে ‘খালূক (সুগন্ধি বিশেষ) বলা হয়। আর তা এমনিতেই পুরুষের জন্য মাকরূহ, ইহরামের কারণে নয়। যেহেতু তা ইহরাম অবস্থায় এবং হালাল অবস্থায় জায়েয হিসাবে বিবেচিত। আর ইয়া’লা (রাযিঃ) থেকেই বর্ণিত আছে যে, নবী করীম (ﷺ) সেই ব্যক্তিকে যে সুগন্ধি ধুয়ে ফেলার নির্দেশ দিয়েছিলেন তা ছিল ‘খালূক’।
3561 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ , قَالَ: ثنا وَهْبٌ , قَالَ: ثنا شُعْبَةٌ , عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ , عَنْ أَبِيهِ , قَالَ: «كُنْتُ مَعَ عُثْمَانَ رَضِيَ اللهُ عَنْهُ بِذِي الْحُلَيْفَةِ فَرَأَى رَجُلًا يُرِيدُ أَنْ يُحْرِمَ وَقَدْ دَهَنَ رَأْسَهُ فَأَمَرَ بِهِ فَغَسَلَ رَأْسَهُ بِالطِّينِ» وَخَالَفَهُمْ فِي ذَلِكَ آخَرُونَ فَلَمْ يَرَوْا بِالتَّطَيُّبِ عِنْدَ الْإِحْرَامِ بَأْسًا. فَقَالُوا: أَمَّا حَدِيثُ يَعْلَى فَلَا حُجَّةَ فِيهِ لِمَنْ خَالَفَنَا وَذَلِكَ أَنَّ الطِّيبَ الَّذِي كَانَ عَلَى ذَلِكَ الرَّجُلِ إِنَّمَا كَانَ صُفْرَةً وَهُوَ خَلُوقٌ فَذَلِكَ مَكْرُوهٌ لِلرَّجُلِ لَا لِلْإِحْرَامِ وَلَكِنَّهُ لِأَنَّهُ مَكْرُوهٌ فِي نَفْسِهِ فِي حَالِ الْإِحْلَالِ وَفِي حَالِ الْإِحْرَامِ وَإِنَّمَا أُبِيحَ مِنَ الطِّيبِ عِنْدَ الْإِحْرَامِ مَا هُوَ حَلَالٌ فِي حَالِ الْإِحْلَالِ وَقَدْ رُوِيَ عَنْ يَعْلَى مَا بَيَّنَ أَنَّ ذَلِكَ الَّذِي أَمَرَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَلِكَ الرَّجُلَ بِغَسْلِهِ كَانَ خَلُوقًا
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৩৫৬২
আন্তর্জাতিক নং: ৩৫৬৪
ইহরামের সময় সুগন্ধি ব্যবহার প্রসংগে
৩৫৬২-৬৪। ইব্ন আবী দাউদ (রাহঃ) ......... ইয়া’লা ইব্ন মুনাইয়া (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (ﷺ) জনৈক ব্যক্তিকে দেখলেন, যে উমরার জন্য তালবিয়া পাঠ করেছে, তাঁর পরনে জুব্বা এবং কিছু ‘খালূক’ ছিল। তিনি তাকে জুব্বা খুলে ফেলার ,‘খালূক’ মুছে ফেলার এবং উমরাতে সেই কাজ করার নির্দেশ দিলে যা হজ্জে করে থাকে।

ইউনুস (রাহঃ) ......... ইয়া’লা ইব্ন মুনাইয়া এর পিতা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি নবী করীম (ﷺ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।

ইব্ন মারযূক (রাহঃ) ......... সফওয়ান ইব্ন ইয়া’লা ইব্ন উমাইয়া (রাহঃ) এর পিতা সূত্রে নবী করীম (ﷺ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। তবে তিনি বলেছেন যে, তিনি রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন ঃ তোমার থেকে ‘খালূক’ বা হলুদ রংের চিহ্ন ধুয়ে ফেল।
64 - 3562 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ , قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ الْمِنْهَالِ , قَالَ: ثنا يَزِيدُ بْنُ زُرَيْعٍ , قَالَ: ثنا سَعِيدُ بْنُ أَبِي عَرُوبَةَ ,عَنْ مَطَرِ الْوَرَّاقِ , عَنْ عَطَاءٍ , عَنْ يَعْلَى بْنِ مُنْيَةَ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى رَجُلًا لَبَّى بِعُمْرَةٍ وَعَلَيْهِ جُبَّةٌ وَشَيْءٌ مِنْ خَلُوقٍ فَأَمَرَهُ أَنْ يَنْزِعَ الْجُبَّةَ وَيَمْسَحَ خَلُوقَهُ وَيَصْنَعَ فِي عُمْرَتِهِ مَا يَصْنَعُ فِي حَجَّتِهِ "

حَدَّثَنَا يُونُسُ , قَالَ: ثنا ابْنُ وَهْبٍ , قَالَ: حَدَّثَنِي اللَّيْثُ , أَنَّ عَطَاءَ بْنَ أَبِي رَبَاحٍ , حَدَّثَهُ عَنِ ابْنِ يَعْلَى بْنِ مُنْيَةَ , عَنْ أَبِيهِ , عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ

حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ , قَالَ: ثنا حَبَّانُ بْنُ هِلَالٍ , قَالَ: ثنا هَمَّامٌ , قَالَ: ثنا عَطَاءٌ , عَنْ صَفْوَانَ بْنِ يَعْلَى بْنِ أُمَيَّةَ , عَنْ أَبِيهِ , عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَحْوَهُ غَيْرَ أَنَّهُ قَالَ «وَاغْسِلْ عَنْكَ أَثَرَ الْخَلُوقِ أَوِ الصُّفْرَةِ»
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৩৫৬৩
empty
৩৫৬৩।
- 3563
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৩৫৬৪
empty
৩৫৬৪।
- 3564
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৩৫৬৫
ইহরামের সময় সুগন্ধি ব্যবহার প্রসংগে
৩৫৬৫। সালিহ্ ইব্ন আব্দুর রহমান (রাহঃ) ......... ইয়া’লা ইব্ন উমাইয়া (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, জৈনক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ) এর দরবারে হাযির হয়ে বলল ‘ইয়া রাসুলাল্লাহ! আমি ইহরাম বেঁধেছি এবং আমার পরনে এই জুব্বাটি ছিল। আর তার জুব্বাটিতে ‘খালূকে’র (যাফরান মিশ্রিত সুগন্ধি) কিছু চিহ্ন ছিল। লোকেরা আমাকে নিয়ে বিদ্রূপ করছে। তিনি কিছুক্ষণ পর তাঁকে বললেন, তুমি এই জুব্বাটি খুলে ফেল এবং তোমার (ব্যবহৃত) যাফরান ধুয়ে নাও। আর উমরাতে তাই কর, যা হজ্জে করে থাক।
বস্তুত এই সমস্ত হাদীস দ্বারা স্পষ্টরূপে প্রমাণিত হল যে, নবী করীম (ﷺ) যে সুগন্ধি ধুয়ে ফেলার নির্দেশ দিয়েছিলেন তা ছিল ‘খালূক’। আর তা ইহরাম ও হালাল উভয় অবস্থায় নিষিদ্ধ। সম্ভবত নবী করীম (ﷺ) তাঁকে এ উদ্দেশ্যে ধুতে নির্দেশ দিয়েছেন যে, তিনি পুরুষকে যাফরান ব্যবহার করতে নিষেধ করেছেন। এই জন্য নয় যে, এটা সেই সুগন্ধি ছিল যা ইহরাম পূর্বে লাগান হয়, এরপর ইহরাম এটাকে হারাম করে দেয়।
নবী করীম (ﷺ) কর্তৃক পুরুষেদেরকে যাফরান থেকে নিষেধ করার ব্যাপারে নিম্মোক্ত হাদীসসমূহ বর্ণিত আছে ঃ
3565 - حَدَّثَنَا صَالِحُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ , قَالَ: ثنا سَعِيدُ بْنُ مَنْصُورٍ , قَالَ: ثنا هُشَيْمٌ , قَالَ: أنا عَبْدُ الْمَلِكِ , وَمَنْصُورٌ , وَابْنُ أَبِي لَيْلَى , عَنْ عَطَاءٍ , عَنْ يَعْلَى بْنِ أُمَيَّةَ , " أَنَّ رَجُلًا جَاءَ إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللهِ إِنِّي أَحْرَمْتُ وَعَلَيَّ جُبَّتِي هَذِهِ وَعَلَى جُبَّتِهِ رَدُوعٌ مِنْ خَلُوقٍ وَالنَّاسُ يَسْخَرُونَ مِنِّي فَأَطْرَقَ عَنْهُ سَاعَةً ثُمَّ قَالَ: «اخْلَعْ عَنْكَ هَذِهِ الْجُبَّةَ وَاغْسِلْ عَنْكَ هَذَا الزَّعْفَرَانَ وَاصْنَعْ فِي عُمْرَتِكَ مَا كُنْتَ صَانِعًا فِي حَجَّتِكَ» فَبَيَّنَتْ لَنَا هَذِهِ الْآثَارُ أَنَّ ذَلِكَ الطِّيبَ الَّذِي أَمَرَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِغَسْلِهِ كَانَ خَلُوقًا وَذَلِكَ مَنْهِيٌّ عَنْهُ فِي حَالِ الْإِحْلَالِ وَحَالِ الْإِحْرَامِ فَيَجُوزُ أَنْ يَكُونَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَرَادَ بِأَمْرِهِ إِيَّاهُ بِغَسْلِهِ لَمَا كَانَ مِنْ نَهْيِهِ أَنْ يَتَزَعْفَرَ الرَّجُلُ لَا لِأَنَّهُ طِيبٌ تَطَيَّبَ بِهِ قَبْلَ الْإِحْرَامِ ثُمَّ حَرَّمَهُ عَلَيْهِ الْإِحْرَامُ. فَأَمَّا مَا رُوِيَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي نَهْيِهِ الرِّجَالَ عَنِ التَّزَعْفُرِ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৩৫৬৬
ইহরামের সময় সুগন্ধি ব্যবহার প্রসংগে
৩৫৬৬। ইব্ন আবী দাউদ (রাহঃ) ......... আনাস (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) পুরুষদেরকে যাফরান নিষেধ করেছেন।
3566 - فَإِنَّ ابْنَ أَبِي دَاوُدَ حَدَّثَنَا قَالَ: ثنا أَبُو مَعْمَرٍ قَالَ: ثنا عَبْدُ الْوَارِثِ عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ صُهَيْبٍ عَنْ أَنَسٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: «نَهَى رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَتَزَعْفَرَ الرَّجُلُ»
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৩৫৬৭
আন্তর্জাতিক নং: ৩৫৬৮
ইহরামের সময় সুগন্ধি ব্যবহার প্রসংগে
৩৫৬৭-৬৮। আবু বাকরা (রাহঃ) ......... হাম্মাদ (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) পুরুষদেরকে যাফরান লাগাতে নিষেধ করেছেন।

মুহাম্মাদ ইব্ন খুযায়মা (রাহঃ) হাম্মাদ (রাহঃ) থেকে বর্ণনা অনুরূপ রিওয়ায়াত করেছেন।
3567 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ قَالَ: ثنا مُسَدَّدٌ قَالَ: ثنا حَمَّادُ بْنُ زَيْدٍ عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ صُهَيْبٍ عَنْ أَنَسٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: «نَهَى رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ التَّزَعْفُرِ لِلرِّجَالِ»

3568 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خُزَيْمَةَ , قَالَ: ثنا حَجَّاجٌ , قَالَ: ثنا حَمَّادٌ , فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৩৫৬৮
empty
৩৫৬৮।
- 3568
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৩৫৬৯
ইহরামের সময় সুগন্ধি ব্যবহার প্রসংগে
৩৫৬৯। ইউনুস (রাহঃ) ......... আনাস (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) পুরুষকে যাফরান লাগাতে নিষেধ করেছেন।
3569 - حَدَّثَنَا يُونُسُ , قَالَ: ثنا ابْنُ وَهْبٍ , عَنْ إِسْمَاعِيلَ ابْنِ عُلَيَّةَ , قَالَ أَرَاهُ عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ صُهَيْبٍ , عَنْ أَنَسٍ , قَالَ: «نَهَى رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الرَّجُلَ أَنْ يَتَزَعْفَرَ»
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৩৫৭০
ইহরামের সময় সুগন্ধি ব্যবহার প্রসংগে
৩৫৭০। সালিহ্ ইব্ন আব্দির রহমান (রাহঃ) ......... আনাস ইব্ন মালিক (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) যাফরান লাগাতে নিষেধ করেছেন।
3570 - حَدَّثَنَا صَالِحُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ قَالَ: ثنا سَعِيدُ بْنُ مَنْصُورٍ قَالَ: ثنا هُشَيْمٌ عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ صُهَيْبٍ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: «نَهَى رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ التَّزَعْفُرِ»
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৩৫৭১
ইহরামের সময় সুগন্ধি ব্যবহার প্রসংগে
৩৫৭১। ইব্ন আবী ইমরান ও ইব্ন আবী দাউদ (রাহঃ) ......... আনাস (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) যাফরান লাগাতে নিষেধ করেছেন। ইব্ন আবী ইমরান বিশেষভাবে উল্লেখ করেছেন যে, আলী ইব্ন জা’দ (রাহঃ) বলেছেন, তারপর আমি ইসমাঈল এর সাথে সাক্ষাত করে এ বিষয়ে তাঁকে জিজ্ঞাসা করি এবং তাঁকে সংবাদ দেই যে, শু’বা (রাহঃ) তাঁর বরাতে আমাদেরকে বিষয়টি বর্ণনা করেছেন। তিনি আমাকে বলেন, আমি তাঁকে এভাবে বর্ণনা করিনি, বরং আমি তাঁকে এটি বর্ণনা করেছি যে, রাসূলুল্লাহ (ﷺ) পুরুষদেরকে যাফরান লাগাতে নিষেধ করেছেন। ইব্ন আবী ইমরান বলেন, এর দ্বারা তাঁর উদ্দেশ্য হল যে, নবী করীম (ﷺ) এর পক্ষ থেকে এই নিষেধাজ্ঞা শুধুমাত্র পুরুষদের জন্য, নারীদের জন্য নয়।
3571 - حَدَّثَنَا ابْنُ أَبِي عِمْرَانَ وَابْنُ أَبِي دَاوُدَ قَالَا: ثنا عَلِيُّ بْنُ الْجَعْدِ قَالَ: أنا شُعْبَةُ قَالَ حَدَّثَنِي إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ صُهَيْبٍ عَنْ أَنَسٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: «نَهَى رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ التَّزَعْفُرِ» قَالَ عَلِيٌّ: فِيمَا ذَكَرَ ابْنُ أَبِي عِمْرَانَ خَاصَّةً ثُمَّ لَقِيتُ إِسْمَاعِيلَ فَسَأَلْتُهُ عَنْ ذَلِكَ وَأَخْبَرْتُهُ أَنَّ شُعْبَةَ حَدَّثَنَا بِهِ عَنْهُ فَقَالَ لِي: لَيْسَ هَكَذَا حَدَّثْتُهُ إِنَّمَا حَدَّثْتُهُ «أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى أَنْ يَتَزَعْفَرَ الرَّجُلُ» قَالَ ابْنُ أَبِي عِمْرَانَ: أَرَادَ بِذَلِكَ أَنَّ النَّهْيَ الَّذِي كَانَ مِنَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي ذَلِكَ وَقَعَ عَلَى الرِّجَالِ خَاصَّةً دُونَ النِّسَاءِ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৩৫৭২
আন্তর্জাতিক নং: ৩৫৭৪
ইহরামের সময় সুগন্ধি ব্যবহার প্রসংগে
৩৫৭২-৭৪। ইব্ন আবী দাউদ (রাহঃ) ......... আতা ইব্ন সায়িব (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন যে, তিনি বলেছেন, আমি আবু হাফসা ইব্ন আমর (রাহঃ) কে ইয়া’লা (রাযিঃ) থেকে বর্ণনা করতে শুনেছি যে, তিনি একবার নবী করীম (ﷺ) এর কাছ দিয়ে যাচ্ছিলেন এবং তিনি ‘খালূক’ (যাফরান মিশ্রিত সুগন্ধি) লাগিয়ে ছিলেন। এতে রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তুমি কি নারী ? তিনি বললেন, জী না। তিনি বললেন, যাও, তা ধুয়ে ফেল।

আবু বাকরা (রাহঃ) ও আলী ইব্ন শায়বা (রাহঃ) ......... ইয়া’লা (রাযিঃ) সূত্রে নবী করীম (ﷺ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। আবু বাকরা (রাহঃ) তাঁর বর্ণনায় এরূপই বলেছেন। আতা ইব্ন সায়িব থেকে বর্ণিত আলী ইব্ন শায়বা (রাহঃ) তাঁর বর্ণনায় বলেছেন, আমি এটা আবু হাফ্স ইব্ন আমর অথবা আবু আমর ইব্ন হাফ্স সকফী (রাহঃ) থেকে শুনেছি।
74- 3572 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ , قَالَ: ثنا الْمُقَدَّمِي , قَالَ: ثنا خَالِدُ بْنُ الْحَارِثِ , عَنْ شُعْبَةَ , عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ , قَالَ: سَمِعْتُ أَبَا حَفْصِ بْنِ عَمْرٍو , يُحَدِّثُ " عَنْ يَعْلَى , أَنَّهُ مَرَّ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ مُتَخَلِّقٌ فَقَالَ: «إِنَّكَ امْرَأَةٌ؟» فَقَالَ: لَا، فَقَالَ: «اذْهَبْ فَاغْسِلْهُ»

حَدَّثَنَا أَبُو بَكْرَةَ قَالَ: ثنا أَبُو عَامِرٍ ح

وَحَدَّثَنَا عَلِيُّ بْنُ شَيْبَةَ قَالَ: ثنا رَوْحٌ قَالَ: ثنا شُعْبَةٌ عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ عَنْ رَجُلٍ مِنْ ثَقِيفٍ عَنْ يَعْلَى عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ هَكَذَا قَالَ أَبُو بَكْرَةَ فِي حَدِيثِهِ وَقَالَ عَلِيٌّ فِي حَدِيثِهِ عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ قَالَ: سَمِعْتُ أَبَا حَفْصِ بْنَ عَمْرٍو وَأَبَا عَمْرِو بْنَ حَفْصٍ الثَّقَفِيَّ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৩৫৭৩
empty
৩৫৭৩।
- 3573
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৩৫৭৪
empty
৩৫৭৪।
- 3574
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৩৫৭৫
আন্তর্জাতিক নং: ৩৫৭৬
ইহরামের সময় সুগন্ধি ব্যবহার প্রসংগে
৩৫৭৫-৭৬। ইব্ন আবী দাউদ (রাহঃ) ......... ইমরান ইব্ন হুসাইন (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ শোন! পুরুষদের সুগন্ধিতে ঘ্রাণ হয়, রং হয় না, পক্ষান্তরে নারীদের সুগন্ধিতে রং হয় ,ঘ্রাণ হয় না।

মুহাম্মাদ ইব্ন হাজ্জাজ আল-হাযরামী (রাহঃ) ......... আনাস ইবন মালিক (রাযিঃ) সূত্রে নবী করীম (ﷺ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
3575 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ , قَالَ: ثنا عَيَّاشٌ الرَّقَّامُ , قَالَ: ثنا عَبْدُ الْأَعْلَى , قَالَ: ثنا سَعِيدٌ , عَنْ قَتَادَةَ أَوْ مَطَرٌ عَنِ الْحَسَنِ , عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ , قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَلَا وَطِيبُ الرِّجَالِ رِيحٌ لَا لَوْنٌ أَلَا وَطِيبُ النِّسَاءِ لَوْنٌ لَا رِيحٌ»

3576 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْحُجَّاجِ الْحَضْرَمِيُّ قَالَ: ثنا صَاعِدُ بْنُ عُبَيْدٍ قَالَ: ثنا زُهَيْرُ بْنُ مُعَاوِيَةَ قَالَ: ثنا حُمَيْدٌ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَحْوَهُ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান