শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
شرح معاني الآثار المختلفة المروية عن رسول الله صلى الله عليه وسلم في الأحكام
৬. হজ্বের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৩৫৪৫
৪. তালবিয়’র পদ্ধতি
৩৫৪৫। ইব্ন আবী দাউদ (রাহঃ) ......... আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) এর তালবিয়া ছিলো (নিম্মরূপ) ঃ
আমি হাযির. হে আল্লাহ্। আমি হাযির, আমি হাযির, কেউ তোমার শরীক নেই,আমি হাযির, সব হামদ ও সব নিয়ামত তো তোমারই’।
আমি হাযির. হে আল্লাহ্। আমি হাযির, আমি হাযির, কেউ তোমার শরীক নেই,আমি হাযির, সব হামদ ও সব নিয়ামত তো তোমারই’।
بَابُ التَّلْبِيَةِ كَيْفَ هِيَ؟
3545 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ قَالَ: ثنا الْمُقَدَّمِي قَالَ: ثنا حَمَّادُ بْنُ زَيْدٍ عَنْ أَبَانَ بْنِ تَغْلِبَ عَنْ أَبِي إِسْحَاقَ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ عَنْ عَبْدِ اللهِ قَالَ: «كَانَتْ تَلْبِيَةُ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَبَّيْكَ اللهُمَّ لَبَّيْكَ لَبَّيْكَ لَا شَرِيكَ لَكَ لَبَّيْكَ إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ»

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩৫৪৬
তালবিয়’র পদ্ধতি
৩৫৪৬। ফাহাদ (রাহঃ) ......... আবু আতিয়্যা (রাহঃ) থেকে বর্ণনা করেন। তিনি বলেছেন, আয়িশা (রাযিঃ) বলেছেনঃ অবশ্যই আমার স্বরণ আছে. রাসূলুল্লাহ (ﷺ) কিভাবে তালবিয়া পড়তেন। তারপর তিনিও উল্লিখিত তালবিয়াটি পাঠ করেন।
3546 - حَدَّثَنَا فَهْدٌ قَالَ: ثنا الْحَسَنُ بْنُ الرَّبِيعِ قَالَ: ثنا أَبُو الْأَحْوَصِ عَنِ الْأَعْمَشِ عَنْ عُمَارَةَ عَنْ أَبِي عَطِيَّةَ قَالَ: قَالَتْ عَائِشَةُ رَضِيَ اللهُ عَنْهَا إِنِّي لَأَحْفَظُ كَيْفَ كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُلَبِّي فَذَكَرَ ذَلِكَ أَيْضًا

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩৫৪৭
আন্তর্জাতিক নং: ৩৫৪৮
তালবিয়’র পদ্ধতি
৩৫৪৭-৪৮। ইউনুস (রাহঃ) ......... ইব্ন উমর (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (ﷺ) এর তালবিয়া ছিল অনুরূপ। তবে তিনি নিম্মোক্ত বাক্যটি অতিরিক্ত বর্ণনা করেছেন ঃ (আর সব সাম্রাজ্যও তোমারই, তোমার কোন শরীক নেই)।
মুহাম্মাদ ইব্ন খুযায়মা (রাহঃ) ......... ইব্ন উমর (রাযিঃ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
মুহাম্মাদ ইব্ন খুযায়মা (রাহঃ) ......... ইব্ন উমর (রাযিঃ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
3547 - حَدَّثَنَا يُونُسُ قَالَ: ثنا ابْنُ وَهْبٍ أَنَّ مَالِكًا حَدَّثَهُ عَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا أَنَّ تَلْبِيَةَ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَتْ كَذَلِكَ وَزَادَ «وَالْمُلْكُ لَا شَرِيكَ لَكَ»
3548 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خُزَيْمَةَ قَالَ: ثنا حَجَّاجُ بْنُ مِنْهَالٍ قَالَ: ثنا حَمَّادُ بْنُ سَلَمَةَ قَالَ: أنا أَيُّوبُ وَعُبَيْدُ اللهِ عَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا مِثْلَهُ
3548 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خُزَيْمَةَ قَالَ: ثنا حَجَّاجُ بْنُ مِنْهَالٍ قَالَ: ثنا حَمَّادُ بْنُ سَلَمَةَ قَالَ: أنا أَيُّوبُ وَعُبَيْدُ اللهِ عَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا مِثْلَهُ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩৫৪৮
empty
৩৫৪৮।
- 3548

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩৫৪৯
তালবিয়’র পদ্ধতি
৩৫৪৯। রবীউল মুয়াযযিন (রাহঃ) ......... জাবির (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (ﷺ) হজ্জ পালনের প্রাক্কালে অনুরূপ তালবিয়া পাঠ করেছেন।
3549 - حَدَّثَنَا رَبِيعٌ الْمُؤَذِّنُ , قَالَ: ثنا أَسَدٌ , قَالَ: ثنا حَاتِمُ بْنُ إِسْمَاعِيلَ الْمَدِينِيُّ , قَالَ: ثنا جَعْفَرُ بْنُ مُحَمَّدٍ , عَنْ أَبِيهِ , عَنْ جَابِرٍ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «لَبَّى فِي حَجَّتِهِ كَذَلِكَ أَيْضًا»

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩৫৫০
তালবিয়’র পদ্ধতি
৩৫৫০। আবু উমাইয়া (রাহঃ) ......... শারাহীল ইব্ন কা’কা (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি আমর ইব্ন মা’দীকারাবা (রাযিঃ) কে বলতে শুনেছি যে, আমি দেখেছি, অল্প কিছু দিন আগে আমরা হজ্জ পালন করতে নিম্মোক্ত শব্দে তালবিয়া পাঠ করতামঃ لَبَّيْكَ تَعْظِيمًا إِلَيْكَ عُذْرًا ......... هَذِي زَبِيدُ قَدْ أَتَتْكَ قَسْرًا
تَغْدُوا بِهِمْ مُضْمَرَاتٌ شَزَرًا ......... يَقْطَعْنَ حِينًا وَحَيَالًا وَعْرَا
قَدْ خَلَّفُوا الْأَنْدَادَ خِلْوًا صِفْرَا
তিনি বলেন, আজকাল আমরা সেই সম্স বাক্যাবলী পাঠ করি , যা রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে শিক্ষা দিয়েছেন। রাবী বলেন, আমি জিজ্ঞাসা করলাম যে, আপনাদেরকে তিনি কিভাবে শিখিয়েছেন। তিনি পূর্বোক্ত হাদীসে উল্লিখি তালবিয়ার উল্লেখ করেছেন।
বস্তুত সমস্ত মুসলমানদের মধ্যে ঐকমত্য রয়েছে যে, হজ্জ পালনে অনুরূপ তালবিয়া পাঠ করা বাঞ্ছনীয়। তবে একদল আলিম বলেন, কোন ব্যক্তি নিজ পছন্দ অনুযায়ী তাতে আল্লাহর যিকর এর সংযোজন করতে চাইলে কোন দোষ নেই। আর এটা ইমাম মুহাম্মাদ (রাহঃ) ,ইমাম সাওরী (রাহঃ). ও ইমাম আওযাই (রাহঃ) এর অভিমত। তাঁরা এ বিষয়ের দলীল হিসাবে নিম্মোক্ত হাদীস উল্লেখ করেছেনঃ
تَغْدُوا بِهِمْ مُضْمَرَاتٌ شَزَرًا ......... يَقْطَعْنَ حِينًا وَحَيَالًا وَعْرَا
قَدْ خَلَّفُوا الْأَنْدَادَ خِلْوًا صِفْرَا
তিনি বলেন, আজকাল আমরা সেই সম্স বাক্যাবলী পাঠ করি , যা রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে শিক্ষা দিয়েছেন। রাবী বলেন, আমি জিজ্ঞাসা করলাম যে, আপনাদেরকে তিনি কিভাবে শিখিয়েছেন। তিনি পূর্বোক্ত হাদীসে উল্লিখি তালবিয়ার উল্লেখ করেছেন।
বস্তুত সমস্ত মুসলমানদের মধ্যে ঐকমত্য রয়েছে যে, হজ্জ পালনে অনুরূপ তালবিয়া পাঠ করা বাঞ্ছনীয়। তবে একদল আলিম বলেন, কোন ব্যক্তি নিজ পছন্দ অনুযায়ী তাতে আল্লাহর যিকর এর সংযোজন করতে চাইলে কোন দোষ নেই। আর এটা ইমাম মুহাম্মাদ (রাহঃ) ,ইমাম সাওরী (রাহঃ). ও ইমাম আওযাই (রাহঃ) এর অভিমত। তাঁরা এ বিষয়ের দলীল হিসাবে নিম্মোক্ত হাদীস উল্লেখ করেছেনঃ
3550 - حَدَّثَنَا أَبُو أُمَيَّةَ قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ زِيَادٍ عَنْ زِيَادٍ قَالَ: ثنا شَرْقِيُّ بْنُ قَطَامِيٍّ قَالَ: أنا أَبُو طَلْقٍ الْعَائِذِيُّ قَالَ: سَمِعْتُ شُرَحْبِيلَ بْنَ الْقَعْقَاعِ يَقُولُ: سَمِعْتُ عَمْرَو بْنَ مَعْدِي كَرِبَ يَقُولُ: لَقَدْ رَأَيْتُنَا مُنْذُ قَرِيبٍ وَنَحْنُ إِذَا حَجَجْنَا نَقُولُ:
[البحر الرجز]
لَبَّيْكَ تَعْظِيمًا إِلَيْكَ عُذْرًا ... هَذِي زَبِيدُ قَدْ أَتَتْكَ قَسْرًا
تَغْدُوا بِهِمْ مُضْمَرَاتٌ شَزَرًا ... يَقْطَعْنَ حِينًا وَحَيَالًا وَعْرَا
قَدْ خَلَّفُوا الْأَنْدَادَ خِلْوًا صِفْرَا
وَنَحْنُ الْيَوْمَ نَقُولُ كَمَا عَلَّمْنَا رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. قَالَ: قُلْتُ: وَكَيْفَ عَلَّمَكُمْ؟ فَذَكَرَ التَّلْبِيَةَ عَلَى مِثْلِ مَا فِي الْحَدِيثِ الَّذِي قَبْلَ هَذَا فَأَجْمَعَ الْمُسْلِمُونَ جَمِيعًا عَلَى أَنَّهُ هَكَذَا يُلَبَّى بِالْحَجِّ غَيْرَ أَنَّ قَوْمًا قَالُوا: لَا بَأْسَ لِلرَّجُلِ أَنْ يَزِيدَ فِيهَا مِنَ الذِّكْرِ لِلَّهِ مَا أَحَبَّ وَهُوَ قَوْلُ مُحَمَّدٍ وَالثَّوْرِيِّ وَالْأَوْزَاعِيِّ وَاحْتَجُّوا فِي ذَلِكَ
[البحر الرجز]
لَبَّيْكَ تَعْظِيمًا إِلَيْكَ عُذْرًا ... هَذِي زَبِيدُ قَدْ أَتَتْكَ قَسْرًا
تَغْدُوا بِهِمْ مُضْمَرَاتٌ شَزَرًا ... يَقْطَعْنَ حِينًا وَحَيَالًا وَعْرَا
قَدْ خَلَّفُوا الْأَنْدَادَ خِلْوًا صِفْرَا
وَنَحْنُ الْيَوْمَ نَقُولُ كَمَا عَلَّمْنَا رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. قَالَ: قُلْتُ: وَكَيْفَ عَلَّمَكُمْ؟ فَذَكَرَ التَّلْبِيَةَ عَلَى مِثْلِ مَا فِي الْحَدِيثِ الَّذِي قَبْلَ هَذَا فَأَجْمَعَ الْمُسْلِمُونَ جَمِيعًا عَلَى أَنَّهُ هَكَذَا يُلَبَّى بِالْحَجِّ غَيْرَ أَنَّ قَوْمًا قَالُوا: لَا بَأْسَ لِلرَّجُلِ أَنْ يَزِيدَ فِيهَا مِنَ الذِّكْرِ لِلَّهِ مَا أَحَبَّ وَهُوَ قَوْلُ مُحَمَّدٍ وَالثَّوْرِيِّ وَالْأَوْزَاعِيِّ وَاحْتَجُّوا فِي ذَلِكَ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩৫৫১
আন্তর্জাতিক নং: ৩৫৫২
তালবিয়’র পদ্ধতি
৩৫৫১-৫২। ইউনুস (রাহঃ) ও ইবন মারযূক (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) এর তালবিয়ায় এ বাক্যও ছিল ঃ لَبَّيْكَ إِلَهَ الْحَقِّ لَبَّيْكَ
তাঁরা এ বিষয়ে ইবন উমর (রাযিঃ) থেকে বর্ণিত নিম্মোক্ত হাদীসও উল্লেখ করেছেন ঃ
তাঁরা এ বিষয়ে ইবন উমর (রাযিঃ) থেকে বর্ণিত নিম্মোক্ত হাদীসও উল্লেখ করেছেন ঃ
3551 - بِمَا حَدَّثَنَا يُونُسُ قَالَ: ثنا ابْنُ وَهْبٍ ح
3552 - وَحَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ قَالَ: ثنا أَبُو عَامِرٍ الْعَقَدِيُّ قَالَا: ثنا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللهِ بْنِ أَبِي سَلَمَةَ قَالَ ابْنُ وَهْبٍ: إِنَّ عَبْدَ اللهِ بْنَ الْفَضْلِ حَدَّثَهُ. وَقَالَ أَبُو عَامِرٍ عَنْ عَبْدِ اللهِ بْنِ الْفَضْلِ عَنْ عَبْدِ الرَّحْمَنِ الْأَعْرَجِ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّهُ كَانَ يَقُولُ: كَانَ مِنْ تَلْبِيَةِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «لَبَّيْكَ إِلَهَ الْحَقِّ لَبَّيْكَ» وَذَكَرُوا فِي ذَلِكَ أَيْضًا عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا
3552 - وَحَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ قَالَ: ثنا أَبُو عَامِرٍ الْعَقَدِيُّ قَالَا: ثنا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللهِ بْنِ أَبِي سَلَمَةَ قَالَ ابْنُ وَهْبٍ: إِنَّ عَبْدَ اللهِ بْنَ الْفَضْلِ حَدَّثَهُ. وَقَالَ أَبُو عَامِرٍ عَنْ عَبْدِ اللهِ بْنِ الْفَضْلِ عَنْ عَبْدِ الرَّحْمَنِ الْأَعْرَجِ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّهُ كَانَ يَقُولُ: كَانَ مِنْ تَلْبِيَةِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «لَبَّيْكَ إِلَهَ الْحَقِّ لَبَّيْكَ» وَذَكَرُوا فِي ذَلِكَ أَيْضًا عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩৫৫২
empty
৩৫৫২।
- 3552

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩৫৫৩
আন্তর্জাতিক নং: ৩৫৫৪
তালবিয়’র পদ্ধতি
৩৫৫৩-৫৪। ইউনুস (রাহঃ) ও মুহাম্মাদ ইব্ন খুযায়মা (রাহঃ) ......... নাফি’ (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, ইব্ন উমর (রাযিঃ) এই তালবিয়া’র সঙ্গে যা আমরা তাঁরই সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) থেকে উল্লেখ করেছি, নিম্মোক্ত বাক্যাবলী বৃদ্ধি করতেনঃ لَبَّيْكَ لَبَّيْكَ لَبَّيْكَ وَسَعْدَيْكَ وَالْخَيْرُ بِيَدَيْكَ لَبَّيْكَ وَالرَّغْبَاءُ إِلَيْكَ وَالْعَمَلُ
আমি হাযির,আমি হাযির,আমি হাযির,আমি তোমার সাহায্যে ভাগ্যবান। সকল কল্যাণ তোমারই হাতে,বান্দা হাযির,সব আগ্রহ তোমার উদ্দেশ্যেই,আমলও তোমার জন্যই’।
তাঁরা বলেছেন, অনুরূপ শব্দাবলী তালবিয়াতে বৃদ্ধি করাতে কোন দোষ নেই। পক্ষান্তরে অপরাপর আলিমগণ এ বিষয়ে তাঁদের বিরোধিতা করেছেন। তাঁরা বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) যে তালবিয়া লোকদেরকে শিখিয়েছেন তাতে বৃদ্ধি করা সমীচীন নয়। আমরা তা আমর ইব্ন মা’দী কারাবা (রাযিঃ) এর হাদীসে উল্লেখ করেছি। তারপর অন্য হাদীস সমূহ মুতাবিক তিনি এর উপর আমলও করেছেন আর তিনি যাকে এটা (তালবিয়া) শিখিয়েছেন তাকে তো আর অসম্পূর্ণ শিখাননি এবং তাকে এটাও বলেননি যে, এর সঙ্গে সাদৃশ্যপূর্ণ যা ইচ্ছা কর বলতে পার। বরং তা তাকে সালাতের তাকবীরের ন্যায় শিখিয়েছেন। বস্তুত এখানে তাকবীর ব্যতীত কোন আমল করা সঠিক নয়। সুতরাং যেভাবে সেখানে শিখানো বাক্যাবলীর উপর কোন কিছু বৃদ্ধি করা জায়েয নয়, অনুরূপভাবে তালবিয়াতেও তাঁর শিখানো বাক্যাবলীর উপর কোন কিছু বৃদ্ধি করা সমীচীন নয়।
সা’দ (রাযিঃ) থেকেও অনুরূপ বর্ণিত আছে ঃ
আমি হাযির,আমি হাযির,আমি হাযির,আমি তোমার সাহায্যে ভাগ্যবান। সকল কল্যাণ তোমারই হাতে,বান্দা হাযির,সব আগ্রহ তোমার উদ্দেশ্যেই,আমলও তোমার জন্যই’।
তাঁরা বলেছেন, অনুরূপ শব্দাবলী তালবিয়াতে বৃদ্ধি করাতে কোন দোষ নেই। পক্ষান্তরে অপরাপর আলিমগণ এ বিষয়ে তাঁদের বিরোধিতা করেছেন। তাঁরা বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) যে তালবিয়া লোকদেরকে শিখিয়েছেন তাতে বৃদ্ধি করা সমীচীন নয়। আমরা তা আমর ইব্ন মা’দী কারাবা (রাযিঃ) এর হাদীসে উল্লেখ করেছি। তারপর অন্য হাদীস সমূহ মুতাবিক তিনি এর উপর আমলও করেছেন আর তিনি যাকে এটা (তালবিয়া) শিখিয়েছেন তাকে তো আর অসম্পূর্ণ শিখাননি এবং তাকে এটাও বলেননি যে, এর সঙ্গে সাদৃশ্যপূর্ণ যা ইচ্ছা কর বলতে পার। বরং তা তাকে সালাতের তাকবীরের ন্যায় শিখিয়েছেন। বস্তুত এখানে তাকবীর ব্যতীত কোন আমল করা সঠিক নয়। সুতরাং যেভাবে সেখানে শিখানো বাক্যাবলীর উপর কোন কিছু বৃদ্ধি করা জায়েয নয়, অনুরূপভাবে তালবিয়াতেও তাঁর শিখানো বাক্যাবলীর উপর কোন কিছু বৃদ্ধি করা সমীচীন নয়।
সা’দ (রাযিঃ) থেকেও অনুরূপ বর্ণিত আছে ঃ
3553 وَذَكَرُوا فِي ذَلِكَ أَيْضًا عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا - مَا حَدَّثَنَا يُونُسُ قَالَ: ثنا ابْنُ وَهْبٍ أَنَّ مَالِكًا أَخْبَرَهُ ح
3554 - وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خُزَيْمَةَ قَالَ: ثنا حَجَّاجٌ قَالَ: ثنا حَمَّادٌ قَالَ: أنا أَيُّوبُ وَعُبَيْدُ اللهِ قَالُوا جَمِيعًا عَنْ نَافِعٍ قَالَ: «كَانَ ابْنُ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا يَزِيدُ فِي التَّلْبِيَةِ عَلَى التَّلْبِيَةِ الَّتِي قَدْ ذَكَرْنَاهَا عَنْهُ عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ» لَبَّيْكَ لَبَّيْكَ لَبَّيْكَ وَسَعْدَيْكَ وَالْخَيْرُ بِيَدَيْكَ لَبَّيْكَ وَالرَّغْبَاءُ إِلَيْكَ وَالْعَمَلُ " قَالُوا: فَلَا بَأْسَ أَنْ يُزَادَ فِي التَّلْبِيَةِ مِثْلُ هَذَا وَشِبْهِهِ. وَخَالَفَهُمْ فِي ذَلِكَ آخَرُونَ فَقَالُوا: لَا يَنْبَغِي أَنْ يُزَادَ فِي التَّلْبِيَةِ عَلَى مَا قَدْ عَلَّمَهُ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ النَّاسَ عَلَى مَا ذَكَرْنَا فِي حَدِيثِ عَمْرِو بْنِ مَعْدِيكَرِبَ ثُمَّ فَعَلَهُ هُوَ فِي الْحَدِيثِ الْآخَرِ وَلَمْ يُعَلِّمْ ذَلِكَ مَنْ عَلَّمَهُ وَهُوَ نَاقِصٌ عَنِ التَّلْبِيَةِ وَلَا قَالَ لَهُ لَبِّ بِمَا شِئْتَ مِمَّا هُوَ مِنْ جِنْسِ هَذَا بَلْ عَلَّمَهُ كَمَا عَلَّمَ التَّكْبِيرَ فِي الصَّلَاةِ وَمِمَّا يَنْبَغِي أَنْ يُفْعَلَ فِيهَا مِمَّا سِوَى التَّكْبِيرِ فَكَمَا لَا يَنْبَغِي أَنْ يَتَعَدَّى فِي ذَلِكَ شَيْئًا مِمَّا عَلَّمَهُ فَكَذَلِكَ لَا يَنْبَغِي أَنْ يَتَعَدَّى فِي التَّلْبِيَةِ شَيْئًا مِمَّا عَلَّمَهُ وَقَدْ رُوِيَ نَحْوٌ مِنْ هَذَا عَنْ سَعْدٍ
3554 - وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خُزَيْمَةَ قَالَ: ثنا حَجَّاجٌ قَالَ: ثنا حَمَّادٌ قَالَ: أنا أَيُّوبُ وَعُبَيْدُ اللهِ قَالُوا جَمِيعًا عَنْ نَافِعٍ قَالَ: «كَانَ ابْنُ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا يَزِيدُ فِي التَّلْبِيَةِ عَلَى التَّلْبِيَةِ الَّتِي قَدْ ذَكَرْنَاهَا عَنْهُ عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ» لَبَّيْكَ لَبَّيْكَ لَبَّيْكَ وَسَعْدَيْكَ وَالْخَيْرُ بِيَدَيْكَ لَبَّيْكَ وَالرَّغْبَاءُ إِلَيْكَ وَالْعَمَلُ " قَالُوا: فَلَا بَأْسَ أَنْ يُزَادَ فِي التَّلْبِيَةِ مِثْلُ هَذَا وَشِبْهِهِ. وَخَالَفَهُمْ فِي ذَلِكَ آخَرُونَ فَقَالُوا: لَا يَنْبَغِي أَنْ يُزَادَ فِي التَّلْبِيَةِ عَلَى مَا قَدْ عَلَّمَهُ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ النَّاسَ عَلَى مَا ذَكَرْنَا فِي حَدِيثِ عَمْرِو بْنِ مَعْدِيكَرِبَ ثُمَّ فَعَلَهُ هُوَ فِي الْحَدِيثِ الْآخَرِ وَلَمْ يُعَلِّمْ ذَلِكَ مَنْ عَلَّمَهُ وَهُوَ نَاقِصٌ عَنِ التَّلْبِيَةِ وَلَا قَالَ لَهُ لَبِّ بِمَا شِئْتَ مِمَّا هُوَ مِنْ جِنْسِ هَذَا بَلْ عَلَّمَهُ كَمَا عَلَّمَ التَّكْبِيرَ فِي الصَّلَاةِ وَمِمَّا يَنْبَغِي أَنْ يُفْعَلَ فِيهَا مِمَّا سِوَى التَّكْبِيرِ فَكَمَا لَا يَنْبَغِي أَنْ يَتَعَدَّى فِي ذَلِكَ شَيْئًا مِمَّا عَلَّمَهُ فَكَذَلِكَ لَا يَنْبَغِي أَنْ يَتَعَدَّى فِي التَّلْبِيَةِ شَيْئًا مِمَّا عَلَّمَهُ وَقَدْ رُوِيَ نَحْوٌ مِنْ هَذَا عَنْ سَعْدٍ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩৫৫৪
empty
৩৫৫৪।
- 3554

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩৫৫৫
তালবিয়’র পদ্ধতি
৩৫৫৫। ইব্ন আবী দাউদ (রাহঃ) ......... আমের ইব্ন সা’দ (রাহঃ) এর পিতা সা’দ (রাযিঃ) থেকে বর্ণনা করেন, তিনি জনৈক ব্যক্তিকে নিম্মোক্ত তালবিয়া বলতে শুনেছেন, সে বলছিলো ঃ لَبَّيْكَ ذَا الْمَعَارِجِ لَبَّيْكَ বান্দা হাযির, হে উচ্চতার অধিকারী, বান্দা হাযির’।এতে সা’দ (রাযিঃ) বললেন, রাসূলুল্লাহ (ﷺ) এর যুগে এরূপ তালবিয়া পাঠ করতাম না।
বস্তুত এখানে সা’দ (রাযিঃ), তাঁদেরকে রাসূলুল্লাহ (ﷺ) কর্তৃক শিখানো তালবিয়ার উপর বৃদ্ধি করা অপছন্দ করেছেন। আর এটাই আমাদের মতাদর্শ।
বস্তুত এখানে সা’দ (রাযিঃ), তাঁদেরকে রাসূলুল্লাহ (ﷺ) কর্তৃক শিখানো তালবিয়ার উপর বৃদ্ধি করা অপছন্দ করেছেন। আর এটাই আমাদের মতাদর্শ।
3555 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ قَالَ: ثنا أَصَبْغُ بْنُ الْفَرَجِ قَالَ: ثنا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ الدَّرَاوَرْدِيُّ عَنْ مُحَمَّدِ بْنِ عَجْلَانَ عَنْ عَبْدِ اللهِ بْنِ أَبِي سَلَمَةَ عَنْ عَامِرِ بْنِ سَعْدٍ عَنْ أَبِيهِ أَنَّهُ سَمِعَ رَجُلًا يُلَبِّي، يَقُولُ: «لَبَّيْكَ ذَا الْمَعَارِجِ لَبَّيْكَ» , قَالَ سَعْدٌ: مَا هَكَذَا كُنَّا نُلَبِّي عَلَى عَهْدِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ " فَهَذَا سَعْدٌ قَدْ كَرِهَ الزِّيَادَةَ عَلَى مَا كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَّمَهُمْ مِنَ التَّلْبِيَةِ فَبِهَذَا نَأْخُذُ

তাহকীক:
তাহকীক চলমান