শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
شرح معاني الآثار المختلفة المروية عن رسول الله صلى الله عليه وسلم في الأحكام
৬. হজ্বের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২০ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৩৪৮৭
আন্তর্জাতিক নং: ৩৪৮৯
১. যে নারী মাহরাম না পায় তার উপর হজ্জ ফরয কি-না
৩৪৮৭-৮৯। ইউনুস ইব্ন আব্দুল আ’লা (রাহঃ) ......... ইব্ন আব্বাস (রাযিঃ) এর আযাদকৃত গোলাম আবু মা’বাদ (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন ইব্ন আব্বাস (রাযিঃ) বলেন, একবার রাসূলুল্লাহ (ﷺ) লোকদেরকে ভাষণ দিতে গিয়ে বললেন, কোন নারী মাহরাম ব্যতীত সফর করবে না। যতক্ষণ পর্যন্ত তাঁর নিকট কোন মাহরাম না থাকবে,কোন অপরিচিত লোক তার নিকট যাবে না। জনৈক ব্যক্তি দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলাল্লাহ! অমুক অমুক যুদ্ধে আমার নাম তালিকাভুক্ত হয়েছে, অথচ আমি নিজ স্ত্রীকে নিয়ে হজ্জ পালনের ইচ্ছা পোষণ করেছি। রাসূলুল্লাহ (ﷺ) বললেন ঃ নিজ স্ত্রীর সঙ্গে হজ্জব্রত পালন কর।
ইউনুস ইব্ন আব্দুল আ’লা (রাহঃ) ......... ইবন জুরাইজ (রাহঃ) ,আমর (রাহঃ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন।
আবু বাকরা বাকরা ইব্ন কুতায়বা (রাহঃ) ......... ইব্ন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি রাসূলুল্লাহ (ﷺ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
ইউনুস ইব্ন আব্দুল আ’লা (রাহঃ) ......... ইবন জুরাইজ (রাহঃ) ,আমর (রাহঃ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন।
আবু বাকরা বাকরা ইব্ন কুতায়বা (রাহঃ) ......... ইব্ন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি রাসূলুল্লাহ (ﷺ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
كِتَابُ مَنَاسِكِ الْحَجِّ بَابُ الْمَرْأَةِ لَا تَجِدُ مَحْرَمًا هَلْ يَجِبُ عَلَيْهَا فَرْضُ الْحَجِّ أَمْ لَا؟
89- 3487 - حَدَّثَنَا يُونُسُ بْنُ عَبْدِ الْأَعْلَى قَالَ: ثنا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ عَنْ عَمْرٍو سَمِعَ أَبَا مَعْبَدٍ مَوْلَى ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا يَقُولُ: قَالَ ابْنُ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا: " خَطَبَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ النَّاسَ فَقَالَ: " لَا تُسَافِرِ امْرَأَةٌ إِلَّا وَمَعَهَا ذُو مَحْرَمٍ وَلَا يَدْخُلْ عَلَيْهَا رَجُلٌ إِلَّا وَمَعَهَا ذُو مَحْرَمٍ. فَقَامَ رَجُلٌ فَقَالَ: يَا رَسُولَ اللهِ إِنِّي قَدِ اكْتَتَبْتُ فِي غَزْوَةِ كَذَا وَكَذَا وَقَدْ أَرَدْتُ أَنْ أَحُجَّ بِامْرَأَتِي فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ احْجُجْ مَعَ امْرَأَتِكَ "
حَدَّثَنَا يُونُسُ بْنُ عَبْدِ الْأَعْلَى قَالَ: ثنا ابْنُ وَهْبٍ قَالَ: ثنا ابْنُ جُرَيْجٍ عَنْ عَمْرٍو فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ
حَدَّثَنَا أَبُو بَكْرَةَ بَكَّارُ بْنُ قُتَيْبَةَ قَالَ: ثنا أَبُو عَاصِمٍ , قَالَ: أنا ابْنُ جُرَيْجٍ , قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ دِينَارٍ , عَنْ أَبِي مَعْبَدٍ , عَنِ ابْنِ عَبَّاسٍ , عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ
حَدَّثَنَا يُونُسُ بْنُ عَبْدِ الْأَعْلَى قَالَ: ثنا ابْنُ وَهْبٍ قَالَ: ثنا ابْنُ جُرَيْجٍ عَنْ عَمْرٍو فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ
حَدَّثَنَا أَبُو بَكْرَةَ بَكَّارُ بْنُ قُتَيْبَةَ قَالَ: ثنا أَبُو عَاصِمٍ , قَالَ: أنا ابْنُ جُرَيْجٍ , قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ دِينَارٍ , عَنْ أَبِي مَعْبَدٍ , عَنِ ابْنِ عَبَّاسٍ , عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩৪৮৮
empty
৩৪৮৮।
- 3488

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩৪৮৯
empty
৩৪৮৯।
- 3489

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩৪৯০
যে নারী মাহরাম না পায় তার উপর হজ্জ ফরয কি-না
৩৪৯০। রাওহ ইব্নুল ফারাজ (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কোন নারী মাহরাম ব্যতীত সফর করবে না।
আবু জা’ফর (তাহাবী র) বলেনঃ একদল আলিম এ মত গ্রহণ করেছেন যে. নারী মাহরাম ব্যতীত সফর করবে না, নিকটবর্তী সফর হোক কিংবা দূরবর্তী। তাঁরা এ বিষয়ে এ সমস্ত রিওয়ায়াত দ্বারা প্রমাণ পেশ করেন। পক্ষান্তরে অপরাপর আলিম তাঁদের বিরোধিতা করে বলেছেন ,এক বারীদ (প্রায় বার মাইল) অপেক্ষা কম সফর মাহরাম ব্যতীত করা যেতে পারে। যখন এক বারীদ বা তার চাইতে অধিক সফর মাহরাম ব্যতীত জায়েয নয়। তাঁরা এ বিষয়ে নিম্নোক্ত হাদীসসমূহ দ্বারা প্রমাণ পেশ করেছেনঃ
আবু জা’ফর (তাহাবী র) বলেনঃ একদল আলিম এ মত গ্রহণ করেছেন যে. নারী মাহরাম ব্যতীত সফর করবে না, নিকটবর্তী সফর হোক কিংবা দূরবর্তী। তাঁরা এ বিষয়ে এ সমস্ত রিওয়ায়াত দ্বারা প্রমাণ পেশ করেন। পক্ষান্তরে অপরাপর আলিম তাঁদের বিরোধিতা করে বলেছেন ,এক বারীদ (প্রায় বার মাইল) অপেক্ষা কম সফর মাহরাম ব্যতীত করা যেতে পারে। যখন এক বারীদ বা তার চাইতে অধিক সফর মাহরাম ব্যতীত জায়েয নয়। তাঁরা এ বিষয়ে নিম্নোক্ত হাদীসসমূহ দ্বারা প্রমাণ পেশ করেছেনঃ
- 3490 - حَدَّثَنَا رَوْحُ بْنُ الْفَرَجِ , قَالَ: ثنا حَامِدُ بْنُ يَحْيَى , قَالَ: ثنا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ , قَالَ: ثنا ابْنُ عَجْلَانَ , عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدِ الْمَقْبُرِيِّ , عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا تُسَافِرِ الْمَرْأَةُ إِلَّا وَمَعَهَا ذُو مَحْرَمٍ» قَالَ أَبُو جَعْفَرٍ: فَذَهَبَ قَوْمٌ إِلَى أَنَّ الْمَرْأَةَ لَا تُسَافِرُ سَفَرًا قَرِيبًا أَوْ بَعِيدًا إِلَّا مَعَ ذِي مَحْرَمٍ وَاحْتَجُّوا فِي ذَلِكَ بِهَذِهِ الْآثَارِ. وَخَالَفَهُمْ فِي ذَلِكَ آخَرُونَ فَقَالُوا: كُلُّ سَفَرٍ هُوَ دُونَ الْبَرِيدِ فَلَهَا أَنْ تُسَافِرَ بِلَا مَحْرَمٍ وَكُلُّ سَفَرٍ يَكُونُ بَرِيدًا فَصَاعِدًا فَلَيْسَ لَهَا أَنْ تُسَافِرَ إِلَّا بِمَحْرَمٍ وَاحْتَجُّوا فِي ذَلِكَ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩৪৯১
আন্তর্জাতিক নং: ৩৪৯২
যে নারী মাহরাম না পায় তার উপর হজ্জ ফরয কি-না
৩৪৯১-৯২। আবু বাকরা (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণনা করেন, যে, তিনি বলেছেন রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কোন নারী এক ‘বারীদ’ (দূরত্বের) সফরে স্বামী কিংবা মাহরাম ব্যতীত যাবে না।
মুহাম্মাদ ইব্ন খুযায়মা (রাহঃ) ......... সুহাইল (রাহঃ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
তাঁরা বলেছেন, নবী করীম (ﷺ) কর্তৃক এক ‘বারীদ’ নির্ধারণ করা এ কথার প্রমাণ বহন করে যে, এর চাইতে কমের বিধান এর থেকে ভিন্ন।
অপরাপর আলিমগণ এ বিষয়ে তাঁদের বিরোধিতা করে বলেছেন যে, একদিনের কম (দূরত্বের) সফর হলে (কোন স্ত্রীলোক ) মাহরাম ব্যতীত সফর করতে পরবে। কিন্তু যদি এক দিন বা তার চাইতে অতিরিক্ত দূরত্বের সফর হলে মাহরাম ব্যতীত সফর করতে পারবে না। তাঁরা এ বিষয়ে নিম্নোক্ত হাদীসসমূহ দ্বারা প্রমাণ পেশ করেছেনঃ
মুহাম্মাদ ইব্ন খুযায়মা (রাহঃ) ......... সুহাইল (রাহঃ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
তাঁরা বলেছেন, নবী করীম (ﷺ) কর্তৃক এক ‘বারীদ’ নির্ধারণ করা এ কথার প্রমাণ বহন করে যে, এর চাইতে কমের বিধান এর থেকে ভিন্ন।
অপরাপর আলিমগণ এ বিষয়ে তাঁদের বিরোধিতা করে বলেছেন যে, একদিনের কম (দূরত্বের) সফর হলে (কোন স্ত্রীলোক ) মাহরাম ব্যতীত সফর করতে পরবে। কিন্তু যদি এক দিন বা তার চাইতে অতিরিক্ত দূরত্বের সফর হলে মাহরাম ব্যতীত সফর করতে পারবে না। তাঁরা এ বিষয়ে নিম্নোক্ত হাদীসসমূহ দ্বারা প্রমাণ পেশ করেছেনঃ
- 3491 - بِمَا حَدَّثَنَا أَبُو بَكْرَةَ قَالَ: ثنا أَبُو عُمَرَ هُوَ الضَّرِيرُ عَنْ حَمَّادِ بْنِ سَلَمَةَ قَالَ أنا سُهَيْلُ بْنُ أَبِي صَالِحٍ عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ الْمَقْبُرِيِّ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تُسَافِرِ امْرَأَةٌ بَرِيدًا إِلَّا مَعَ زَوْجٍ أَوْ ذِي رَحِمٍ مَحْرَمٍ»
3492 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خُزَيْمَةَ قَالَ: ثنا مُعَلَّى بْنُ أَسَدٍ قَالَ: ثنا عَبْدُ الْعَزِيزِ بْنُ الْمُخْتَارِ عَنْ سُهَيْلٍ فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ قَالُوا: فَفِي تَوْقِيتِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْبَرِيدَ مَا يَدُلُّ عَلَى أَنَّ مَا دُونَهُ بِخِلَافِهِ. وَخَالَفَهُمْ فِي ذَلِكَ آخَرُونَ فَقَالُوا: إِذَا كَانَ سَفَرٌ هُوَ دُونَ الْيَوْمِ فَلَهَا أَنْ تُسَافِرَ بِلَا مَحْرَمٍ وَكُلُّ سَفَرٍ يَكُونُ يَوْمًا فَصَاعِدًا فَلَيْسَ لَهَا أَنْ تُسَافِرَ إِلَّا بِمَحْرَمٍ وَاحْتَجُّوا فِي ذَلِكَ
3492 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خُزَيْمَةَ قَالَ: ثنا مُعَلَّى بْنُ أَسَدٍ قَالَ: ثنا عَبْدُ الْعَزِيزِ بْنُ الْمُخْتَارِ عَنْ سُهَيْلٍ فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ قَالُوا: فَفِي تَوْقِيتِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْبَرِيدَ مَا يَدُلُّ عَلَى أَنَّ مَا دُونَهُ بِخِلَافِهِ. وَخَالَفَهُمْ فِي ذَلِكَ آخَرُونَ فَقَالُوا: إِذَا كَانَ سَفَرٌ هُوَ دُونَ الْيَوْمِ فَلَهَا أَنْ تُسَافِرَ بِلَا مَحْرَمٍ وَكُلُّ سَفَرٍ يَكُونُ يَوْمًا فَصَاعِدًا فَلَيْسَ لَهَا أَنْ تُسَافِرَ إِلَّا بِمَحْرَمٍ وَاحْتَجُّوا فِي ذَلِكَ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩৪৯২
empty
৩৪৯২।
- 3492

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩৪৯৩
হাদীস নং:৩৪৯৪
empty
৩৪৯৪।
- 3494

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩৪৯৫
empty
৩৪৯৫।
- 3495

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩৪৯৬
empty
৩৪৯৬।
- 3496

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩৪৯৭
হাদীস নং:৩৪৯৮
empty
৩৪৯৮।
- 3498

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩৪৯৯
হাদীস নং:৩৫০০
যে নারী মাহরাম না পায় তার উপর হজ্জ ফরয কি-না
৩৫০০। ইবরাহীম ইবন মারযূক (রাহঃ) ......... আব্দুল্লাহ ইবন আমর (রাযিঃ) রাসূলুল্লাহ (ﷺ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
3500 - حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مَرْزُوقٍ قَالَ: ثنا مَكِّيُّ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: ثنا ابْنُ جُرَيْجٍ قَالَ: ثنا عَبْدُ الْكَرِيمِ بْنُ مَالِكٍ عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو رَضِيَ اللهُ عَنْهُمَا عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩৫০১
হাদীস নং:৩৫০২
হাদীস নং:৩৫০৩
empty
৩৫০৩।
- 3503

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩৫০৪
হাদীস নং:৩৫০৫
empty
৩৫০৫।
- 3505

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩৫০৬
empty
৩৫০৬।
- 3506

তাহকীক:
তাহকীক চলমান