শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
شرح معاني الآثار المختلفة المروية عن رسول الله صلى الله عليه وسلم في الأحكام
৫. রোযার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১০ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৩২৫৩
আন্তর্জাতিক নং: ৩২৫৪
৬. আরাফা দিবসে সিয়াম পালন
৩২৫৩-৫৪। সুলায়মান ইব্ন শু'আয়ব (রাহঃ), ফাহাদ (রাহঃ), বাকর ইবন ইদরীস (রাহঃ) ও সালিহ্ ইবন আব্দুর রহমান, (রাহঃ) ..... উব্বা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ আয্হা, তারিক ও আরাফার দিবসগুলো মুসলিমদের জন্য ঈদের দিবস, পানাহারের দিবস।
আবু জা'ফর (তাহাবী র) বলেনঃ একদল 'আলিম এই হাদীসের এ মর্ম গ্রহণ করেছেন যে, তাঁরা এর দ্বারা আরাফা দিবসের সিয়াম পালনকে মাকরূহ বলেছেন এবং তাঁরা এর সিয়াম পালনকে ইয়াওমুল্লাহর' তথা কুরবানী দিবসের সিয়াম পালনের অনুরূপ সাব্যস্ত করেছেন। পক্ষান্তরে এই বিষয়ে অপরাপর আলিমগণ তাঁদের বিরোধিতা করেছেন এবং তাঁরা বলেছেন : আরাফা দিবসের সিয়াম পালনে কোন রূপ অসুবিধা নেই।
সংশ্লিষ্ট বিষয়ে তাঁদের দলীলঃ সম্ভবত নবী করীম (ﷺ) কর্তৃক আরাফা দিবসে সিয়াম পালনের নিষেধাজ্ঞা দ্বারা উদ্দেশ্য হচ্ছে আরাফাতের ময়দানে সিয়াম পালন থেকে নিষেধ। যেহেতু সেখানে ঈদ সংঘটিত হচ্ছে। কিন্তু অপরাপর স্থান অনুরূপ নয়। আবু হুরায়রা (রাযিঃ) এই বিষয়টি (নিম্নোক্ত হাদীসে) বর্ণনা করেছেনঃ
আবু জা'ফর (তাহাবী র) বলেনঃ একদল 'আলিম এই হাদীসের এ মর্ম গ্রহণ করেছেন যে, তাঁরা এর দ্বারা আরাফা দিবসের সিয়াম পালনকে মাকরূহ বলেছেন এবং তাঁরা এর সিয়াম পালনকে ইয়াওমুল্লাহর' তথা কুরবানী দিবসের সিয়াম পালনের অনুরূপ সাব্যস্ত করেছেন। পক্ষান্তরে এই বিষয়ে অপরাপর আলিমগণ তাঁদের বিরোধিতা করেছেন এবং তাঁরা বলেছেন : আরাফা দিবসের সিয়াম পালনে কোন রূপ অসুবিধা নেই।
সংশ্লিষ্ট বিষয়ে তাঁদের দলীলঃ সম্ভবত নবী করীম (ﷺ) কর্তৃক আরাফা দিবসে সিয়াম পালনের নিষেধাজ্ঞা দ্বারা উদ্দেশ্য হচ্ছে আরাফাতের ময়দানে সিয়াম পালন থেকে নিষেধ। যেহেতু সেখানে ঈদ সংঘটিত হচ্ছে। কিন্তু অপরাপর স্থান অনুরূপ নয়। আবু হুরায়রা (রাযিঃ) এই বিষয়টি (নিম্নোক্ত হাদীসে) বর্ণনা করেছেনঃ
بَابُ صَوْمِ يَوْمِ عَرَفَةَ
3253 - حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ شُعَيْبٍ , قَالَ: ثنا بِشْرُ بْنُ بَكْرٍ ح وَحَدَّثَنَا فَهْدٌ , قَالَ: ثنا أَبُو نُعَيْمٍ ح
3254 - وَحَدَّثَنَا بَكْرُ بْنُ إِدْرِيسَ , وَصَالِحُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ , قَالَا: ثنا أَبُو عَبْدِ الرَّحْمَنِ الْمُقْرِئُ , قَالُوا: ثنا مُوسَى بْنُ عَلِيٍّ , عَنْ أَبِيهِ , عَنْ عُقْبَةَ. وَقَالَ بَكْرٌ وَصَالِحٌ فِي حَدِيثِهِمَا: قَالَ: سَمِعْتُ أَبِي يُحَدِّثُ , عَنْ عُقْبَةَ , عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ أَيَّامَ الْأَضْحَى وَأَيَّامَ التَّشْرِيقِ , وَيَوْمَ عَرَفَةَ , يَوْمُ عِيدِ أَهْلِ الْإِسْلَامِ , أَيَّامُ أَكْلٍ وَشُرْبٍ» قَالَ أَبُو جَعْفَرٍ: فَذَهَبَ قَوْمٌ إِلَى هَذَا الْحَدِيثِ , فَكَرِهُوا بِهِ صَوْمَ يَوْمِ عَرَفَةَ , وَجَعَلُوا صَوْمَهُ كَصَوْمِ يَوْمِ النَّحْرِ. وَخَالَفَهُمْ فِي ذَلِكَ آخَرُونَ , فَقَالُوا: لَا بَأْسَ بِصَوْمِ يَوْمِ عَرَفَةَ. وَكَانَ مِنَ الْحُجَّةِ لَهُمْ فِي ذَلِكَ أَنَّهُ قَدْ يَجُوزُ أَنْ يَكُونَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّمَا أَرَادَ بِنَهْيِهِ عَنْ صَوْمِ يَوْمِ عَرَفَةَ بِالْمَوْقِفِ , لِأَنَّهُ هُنَاكَ عِيدٌ وَلَيْسَ فِي غَيْرِهِ كَذَلِكَ , وَقَدْ بَيَّنَ ذَلِكَ أَبُو هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ
3254 - وَحَدَّثَنَا بَكْرُ بْنُ إِدْرِيسَ , وَصَالِحُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ , قَالَا: ثنا أَبُو عَبْدِ الرَّحْمَنِ الْمُقْرِئُ , قَالُوا: ثنا مُوسَى بْنُ عَلِيٍّ , عَنْ أَبِيهِ , عَنْ عُقْبَةَ. وَقَالَ بَكْرٌ وَصَالِحٌ فِي حَدِيثِهِمَا: قَالَ: سَمِعْتُ أَبِي يُحَدِّثُ , عَنْ عُقْبَةَ , عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ أَيَّامَ الْأَضْحَى وَأَيَّامَ التَّشْرِيقِ , وَيَوْمَ عَرَفَةَ , يَوْمُ عِيدِ أَهْلِ الْإِسْلَامِ , أَيَّامُ أَكْلٍ وَشُرْبٍ» قَالَ أَبُو جَعْفَرٍ: فَذَهَبَ قَوْمٌ إِلَى هَذَا الْحَدِيثِ , فَكَرِهُوا بِهِ صَوْمَ يَوْمِ عَرَفَةَ , وَجَعَلُوا صَوْمَهُ كَصَوْمِ يَوْمِ النَّحْرِ. وَخَالَفَهُمْ فِي ذَلِكَ آخَرُونَ , فَقَالُوا: لَا بَأْسَ بِصَوْمِ يَوْمِ عَرَفَةَ. وَكَانَ مِنَ الْحُجَّةِ لَهُمْ فِي ذَلِكَ أَنَّهُ قَدْ يَجُوزُ أَنْ يَكُونَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّمَا أَرَادَ بِنَهْيِهِ عَنْ صَوْمِ يَوْمِ عَرَفَةَ بِالْمَوْقِفِ , لِأَنَّهُ هُنَاكَ عِيدٌ وَلَيْسَ فِي غَيْرِهِ كَذَلِكَ , وَقَدْ بَيَّنَ ذَلِكَ أَبُو هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩২৫৪
empty
৩২৫৪।
- 3254

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩২৫৫
আন্তর্জাতিক নং: ৩২৫৬
আরাফা দিবসে সিয়াম পালন
৩২৫৫-৫৬। মুহাম্মাদ ইব্ন ইদরীস মক্কী (রাহঃ), ইবন আবী দাউদ (রাহঃ) ও আবু বাকরা (রাহঃ)..... ইক্রামা (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমরা একবার আবু হুরায়রা (রাযিঃ)-এর সঙ্গে তাঁর গৃহে ছিলাম। তিনি আমাদেকে হাদীস বর্ণনা করেন ঃ রাসূলুল্লাহ্ (ﷺ) আরাফা দিবসে আরাফাতে সিয়াম পালন করতে নিষেধ করেছেন।
আবু হুরায়রা (রাযিঃ) বলেছেন: আরাফা দিবসের সিয়াম পালনের প্রতি রাসূলুল্লাহ্ (ﷺ) -এর নিষেধাজ্ঞা বিশেষ করে আরাফাতের ময়দানে সিয়াম পালন সম্পর্কে। প্রথমোক্ত মত পোষণকারী আলিমগণ তাদের মতের স্বপক্ষে নিম্নোক্ত হাদীস দ্বারাও প্রমাণ উপস্থাপন করেছেন ঃ
আবু হুরায়রা (রাযিঃ) বলেছেন: আরাফা দিবসের সিয়াম পালনের প্রতি রাসূলুল্লাহ্ (ﷺ) -এর নিষেধাজ্ঞা বিশেষ করে আরাফাতের ময়দানে সিয়াম পালন সম্পর্কে। প্রথমোক্ত মত পোষণকারী আলিমগণ তাদের মতের স্বপক্ষে নিম্নোক্ত হাদীস দ্বারাও প্রমাণ উপস্থাপন করেছেন ঃ
3255 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِدْرِيسَ الْمَكِّيُّ , وَابْنُ أَبِي دَاوُدَ , قَالَا: ثنا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ , ح
3256 - وَحَدَّثَنَا أَبُو بَكْرَةَ , قَالَ: ثنا أَبُو دَاوُدَ , قَالَا: ثنا حَوْشَبُ بْنُ عَقِيلٍ , عَنْ مَهْدِيٍّ الْهَجَرِيِّ , عَنْ عِكْرِمَةَ , قَالَ: كُنَّا مَعَ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ فِي بَيْتِهِ , فَحَدَّثَنَا «أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ صِيَامِ يَوْمِ عَرَفَةَ بِعَرَفَةَ» فَأَخْبَرَ أَبُو هُرَيْرَةَ أَنَّ النَّهْيَ مِنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ صَوْمِ يَوْمِ عَرَفَةَ , إِنَّمَا هُوَ بِعَرَفَةَ خَاصَّةً. فَاحْتَجَّ أَهْلُ الْمَقَالَةِ الْأُولَى لِقَوْلِهِمْ أَيْضًا
3256 - وَحَدَّثَنَا أَبُو بَكْرَةَ , قَالَ: ثنا أَبُو دَاوُدَ , قَالَا: ثنا حَوْشَبُ بْنُ عَقِيلٍ , عَنْ مَهْدِيٍّ الْهَجَرِيِّ , عَنْ عِكْرِمَةَ , قَالَ: كُنَّا مَعَ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ فِي بَيْتِهِ , فَحَدَّثَنَا «أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ صِيَامِ يَوْمِ عَرَفَةَ بِعَرَفَةَ» فَأَخْبَرَ أَبُو هُرَيْرَةَ أَنَّ النَّهْيَ مِنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ صَوْمِ يَوْمِ عَرَفَةَ , إِنَّمَا هُوَ بِعَرَفَةَ خَاصَّةً. فَاحْتَجَّ أَهْلُ الْمَقَالَةِ الْأُولَى لِقَوْلِهِمْ أَيْضًا

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩২৫৬
empty
৩২৫৬।
- 3256

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩২৫৭
আরাফা দিবসে সিয়াম পালন
৩২৫৭। ইবন মারযূক (রাহঃ)..... ইবন উমর (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আরাফা দিবসে রাসূলুল্লাহ্ (ﷺ) - সিয়াম পালন করেননি। (অনুরূপভাবে) না আবু বাকর (রাযিঃ), না উমর(রাযিঃ), না উসমান (রাযিঃ), না আলী (রাযিঃ) (আরাফা দিবসে সিয়াম পালন করেছেন)।
উত্তরে তাদেরকে বলা হবে ঃ আমাদের মতে এটিও আরাফার ময়দানে অবস্থানরত আরাফা দিবসে সিয়াম পালনে নিষেধ করাই উদ্দেশ্য। ইবন উমার (রাযিঃ) বিষয়টি অন্য হাদীসে ব্যক্ত করেছেন ঃ
উত্তরে তাদেরকে বলা হবে ঃ আমাদের মতে এটিও আরাফার ময়দানে অবস্থানরত আরাফা দিবসে সিয়াম পালনে নিষেধ করাই উদ্দেশ্য। ইবন উমার (রাযিঃ) বিষয়টি অন্য হাদীসে ব্যক্ত করেছেন ঃ
3257 - بِمَا حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ , قَالَ: ثنا أَبُو حُذَيْفَةَ , قَالَ: ثنا سُفْيَانُ , عَنْ إِسْمَاعِيلَ بْنِ أُمَيَّةَ , عَنْ نَافِعٍ , عَنِ ابْنِ عُمَرَ , قَالَ: «لَمْ يَصُمْ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَا أَبُو بَكْرٍ , وَلَا عُمَرُ , وَلَا عُثْمَانُ وَلَا عَلِيٌّ رَضِيَ اللهُ عَنْهُمْ يَوْمَ عَرَفَةَ» قِيلَ لَهُمْ هَذَا أَيْضًا، عِنْدَنَا، عَلَى الصِّيَامِ يَوْمَ عَرَفَةَ بِالْمَوْقِفِ , وَقَدْ بَيَّنَ ذَلِكَ ابْنُ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا فِي غَيْرِ هَذَا الْحَدِيثِ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩২৫৮
আরাফা দিবসে সিয়াম পালন
৩২৫৮। আবু বাকা (রাহঃ) জনৈক ব্যক্তি থেকে বর্ণনা করেন যে, এক ব্যক্তি ইবন উমার (রাযিঃ)-কে আরাফার দিনে আরাফাতের ময়দানে সিয়াম পালন সম্পর্কে জিজ্ঞাসা করেছিলো। তিনি বললেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ) -এর সঙ্গে (হজ্জের উদ্দেশ্যে) বের হয়েছি, তিনি সে দিন সিয়াম পালন করেননি; আবু বাকর (রাযিঃ)-এর সঙ্গেও বের হয়েছি তিনিও ঐ সিয়াম পালন করেননি, উমার (রাযিঃ)-এর সঙ্গে ও বের হয়েছি তিনিও ঐ সিয়াম পালন করেননি; উসমান (রাযিঃ)-এর সঙ্গেও বের হয়েছি তিনিও ঐ সিয়াম পালন করেননি। আমি নিজেও এই সিয়াম পালন করিনি এবং তা পালন করতে তোমাকে বলিও না আবার তোমাকে নিষেধও করি না। তুমি যদি ইচ্ছা কর তাহলে ঐ সিয়াম পালন করতে পার, আর যদি চাও, ঐ সিয়াম পালন করবে না। সুতরাং এই হাদীস ব্যক্ত করছে যে, ইবন উমর (রাযিঃ) থেকে নাফি' (রাহঃ) যে সিয়ামের বিষয় রিওয়ায়াত করেছেন, তা আরাফাতের ময়দানে সিয়াম পালন সম্পর্কিত।
ইবন উমর (রাযিঃ) থেকে আরাফার দিন সিয়াম পালনের নির্দেশ বর্ণিত আছে :
ইবন উমর (রাযিঃ) থেকে আরাফার দিন সিয়াম পালনের নির্দেশ বর্ণিত আছে :
3258 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ , قَالَ: ثنا رَوْحُ بْنُ عُبَادَةَ , وَأَبُو دَاوُدَ , قَالَا: ثنا شُعْبَةُ , عَنْ عَبْدِ اللهِ بْنِ أَبِي نَجِيحٍ , عَنْ أَبِيهِ , عَنْ رَجُلٍ , " أَنَّ رَجُلًا سَأَلَ ابْنَ عُمَرَ عَنْ صَوْمِ , يَوْمِ عَرَفَةَ بِالْمَوْقِفِ , فَقَالَ: خَرَجْنَا مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمْ يَصُمْهُ وَمَعَ أَبِي بَكْرٍ رَضِيَ اللهُ عَنْهُ فَلَمْ يَصُمْهُ , وَمَعَ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُ , فَلَمْ يَصُمْهُ , وَمَعَ عُثْمَانَ رَضِيَ اللهُ عَنْهُ فَلَمْ يَصُمْهُ , وَأَنَا لَا أَصُومُهُ , وَلَا آمُرُكَ وَلَا أَنْهَاكَ , فَإِنْ شِئْتَ فَلَا تَصُمْهُ " فَبَيَّنَ هَذَا الْحَدِيثُ أَنَّ مَا رَوَى نَافِعٌ عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا هُوَ عَلَى الصَّوْمِ فِي الْمَوْقِفِ. وَقَدْ رُوِيَ عَنِ ابْنِ عُمَرَ فِي الْأَمْرِ بِصَوْمِ يَوْمِ عَرَفَةَ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩২৫৯
আরাফা দিবসে সিয়াম পালন
৩২৫৯। ইবন আবী দাউদ (রাহঃ) ...... জাবালা ইবন সাহীম (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি শুনেছি, ইব্ন উমর (রাযিঃ)-কে জুমু'আ ও আরাফা দিবসের সিয়াম পালন সম্পর্কে প্রশ্ন করা হয়েছে। তিনি উক্ত দুই দিনের সিয়াম পালনের নির্দেশ দিয়েছেন। আরাফার দিনের সিয়াম পালনের ছাওয়াব (ফযীলত) সম্পর্কে রাসূলুল্লাহ (ﷺ) থেকে ইব্ন উমর (রাযিঃ) ও আবু কাতাদা আনসারী (রাযিঃ)-এর হাদীস বর্ণিত আছে ঃ
3259 - مَا حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ , قَالَ: ثنا سَهْلُ بْنُ بَكَّارٍ , قَالَ: ثنا أَبُو عَوَانَةَ , قَالَ: ثنا رَقَبَةُ , عَنْ جَبَلَةَ بْنِ سُحَيْمٍ , قَالَ: سَمِعْتُ ابْنَ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا , سُئِلَ عَنْ صَوْمِ يَوْمِ الْجُمُعَةِ , وَيَوْمِ عَرَفَةَ , فَأَمَرَ بِصِيَامِهِمَا " وَقَدْ رُوِيَ عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي ثَوَابِ صَوْمِ يَوْمِ عَرَفَةَ مِنْ حَدِيثِ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا , وَأَبِي قَتَادَةَ الْأَنْصَارِيِّ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩২৬০
আরাফা দিবসে সিয়াম পালন
৩২৬০। আবু বাকরা (রাহঃ)..... আবু কাতাদা আনসারী (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, আরাফা দিনের সিয়াম পালন সম্পর্কে রাসূলুল্লাহ্ (ﷺ) কে প্রশ্ন করা হলে তিনি বললেন : এর মাধ্যমে পূর্ববর্তী বছর এবং পরবর্তী
বছরের (গুনাহসমূহের) কাফ্ফারা (মাফ) করে দিবেন।
বছরের (গুনাহসমূহের) কাফ্ফারা (মাফ) করে দিবেন।
3260 - مَا قَدْ حَدَّثَنَا أَبُو بَكْرَةَ , قَالَ: ثنا رَوْحٌ , قَالَ: ثنا شُعْبَةُ , قَالَ: سَمِعْتُ غَيْلَانَ بْنَ جَرِيرٍ يُحَدِّثُ عَنْ عَبْدِ اللهِ بْنِ مَعْبَدٍ عَنْ أَبِي قَتَادَةَ الْأَنْصَارِيِّ: أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: سُئِلَ عَنْ صَوْمِ يَوْمِ عَرَفَةَ فَقَالَ: «يُكَفِّرُ السَّنَةَ الْمَاضِيَةَ وَالْبَاقِيَةَ»

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩২৬১
আরাফা দিবসে সিয়াম পালন
৩২৬১। ইব্ন মারযুক (রাহঃ) ..... আবু কাতাদা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন: আরাফা দিবসের সিয়াম সম্পর্কে আমি আল্লাহর কাছে আশা করি যে, তিনি এর মাধ্যমে পূর্ববর্তী বছর এবং পরবর্তী বছরের গুনাসমূহের কাফ্ফারা (মাফ) করে দিবেন।
3261 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ , قَالَ: ثنا وَهْبٌ , قَالَ: ثنا أَبِي , قَالَ: سَمِعْتُ غَيْلَانَ بْنَ جَرِيرٍ , يُحَدِّثُ عَنْ عَبْدِ اللهِ بْنِ مَعْبَدٍ الزِّمَّانِيِّ , عَنْ أَبِي قَتَادَةَ , قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنِّي أَحْتَسِبُ عَلَى اللهِ فِي صِيَامِ يَوْمِ عَرَفَةَ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِي قَبْلَهُ , وَالسَّنَةَ الَّتِي بَعْدَهُ»

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩২৬২
আরাফা দিবসে সিয়াম পালন
৩২৬২। আলী ইবন আব্দুর রহমান (রাহঃ) ....... সাঈদ ইবন জুবায়র (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, জনৈক ব্যক্তি ইবন উমার (রাযিঃ)-কে আরাফা দিবসের সিয়াম সম্পর্কে জিজ্ঞাসা করল। তিনি বললেন, রাসূলুল্লাহ্ (ﷺ) -এর সঙ্গে রয়েছি, তখন আমরা আরাফার সাওমকে এক বছরের সিয়ামের সমতুল্য মনে করতাম।
অতএব রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে বর্ণিত এই হাদীস দ্বারা আরাফা দিবসে সিয়াম পালনের প্রতি উৎসাহ প্রদান সাব্যস্ত হলো। এতে প্রতীয়মান হচ্ছে যে, প্রথমোক্ত হাদীসসমূহে তার সিয়াম পালন যে মাকরূহ ব্যক্ত হয়েছে, তা আরাফাতের ময়দানে তাঁদের অবস্থানগত অত্যন্ত কষ্ট-ক্লেশের কারণে। যা আমরা উল্লেখ করেছি। আর এটি হচ্ছে, ইমাম আবু হানীফা (রাহঃ), ইমাম আবু ইউসুফ (রাহঃ) ও ইমাম মুহাম্মাদ (রাহঃ)-এর অভিমত।
অতএব রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে বর্ণিত এই হাদীস দ্বারা আরাফা দিবসে সিয়াম পালনের প্রতি উৎসাহ প্রদান সাব্যস্ত হলো। এতে প্রতীয়মান হচ্ছে যে, প্রথমোক্ত হাদীসসমূহে তার সিয়াম পালন যে মাকরূহ ব্যক্ত হয়েছে, তা আরাফাতের ময়দানে তাঁদের অবস্থানগত অত্যন্ত কষ্ট-ক্লেশের কারণে। যা আমরা উল্লেখ করেছি। আর এটি হচ্ছে, ইমাম আবু হানীফা (রাহঃ), ইমাম আবু ইউসুফ (রাহঃ) ও ইমাম মুহাম্মাদ (রাহঃ)-এর অভিমত।
3262 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ الرَّحْمَنِ , قَالَ: ثنا يَحْيَى بْنُ مَعِينٍ , قَالَ: ثنا الْمُعْتَمِرُ , قَالَ: قَرَأْتُ عَلَى الْفُضَيْلِ , قَالَ: حَدَّثَنِي أَبُو حَرِيزٍ , أَنَّهُ سَمِعَ سَعِيدَ بْنَ جُبَيْرٍ يَقُولُ: سَأَلَ رَجُلٌ ابْنَ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا عَنْ صَوْمِ يَوْمِ عَرَفَةَ , قَالَ: كُنَّا وَنَحْنُ مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَعْدِلُهُ بِصَوْمِ سَنَةٍ " فَثَبَتَ بِهَذَا الْأَثَرِ , عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ التَّرْغِيبُ فِي صَوْمِ يَوْمِ عَرَفَةَ.فَدَلَّ ذَلِكَ أَنَّ مَا كُرِهَ مِنْ صَوْمِهِ فِي الْآثَارِ الْأُوَلِ , هُوَ لِلْعَارِضِ الَّذِي ذَكَرْنَا مِنَ الْوُقُوفِ بِعَرَفَةَ , لِشِدَّةِ تَعَبِهِمْ , وَهَذَا قَوْلُ أَبِي حَنِيفَةَ , وَأَبِي يُوسُفَ , وَمُحَمَّدٍ , رَحِمَهُمُ اللهُ تَعَالَى

তাহকীক:
তাহকীক চলমান