শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
شرح معاني الآثار المختلفة المروية عن رسول الله صلى الله عليه وسلم في الأحكام
৪. যাকাতের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২০ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৩১৩৭
১০. সা'-এর ওজন কতটুকু?
৩১৩৭। ইবন আবী ইমরান (রাহঃ) ...... . মুজাহিদ (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমরা একবার আয়েশা (রাযিঃ)-এর খিদমতে হাজির হলাম। আমাদের মধ্যে থেকে কেউ পানি চাইল, তারপর পানির বড় পাত্র নিয়ে আসা হল। তখন আয়েশা (রাযিঃ) বললেন, নবী করীম এরূপ পাত্রে গোসল করতেন। মুজাহিদ ( বলেন, আমি সেটিকে মেপে অনুমান করলাম। (তো সেটির পরিমাণ ছিলো) আট রতল বা নয় বা দশ রতল। আবু জা'ফর (তাহাবী র) বলেন : একদল 'আলিম মত গ্রহণ করেছেন যে, সা’-এর ওজন হচ্ছে আট রতল। এই বিষয়ে তাঁরা এই হাদীস দ্বারা প্রমাণ পেশ করেন এবং তাঁরা বলেছেন, মুজাহিদ (রাহঃ) (সেটির পরিমাণ) আট রতল হওয়ার ব্যাপারে সন্দেহ করেননি বরং তিনি তার অতিরিক্ত নয় বা দশ রতল হওয়ার ব্যাপারে সন্দেহ করেছেন। সুতরাং এই হাদীস দ্বারা আট রতল হওয়া প্রমাণিত হলাে এবং অতিরিক্ত হওয়া নাকচ হয়ে গেল। এই অভিমত যারা ব্যক্ত করেছেন ইমাম আবু হানীফা (রাহঃ) তাদের অন্যতম। পক্ষান্তরে সংশ্লিষ্ট বিষয়ে অপরাপর “আলিমগণ তাদের বিরােধিতা করেছেন। তারা বলেছেন, তার ওজন হচ্ছে পাঁচ রতল ও এক রতলের এক তৃতীয়াংশ। এই অভিমত যারা ব্যক্ত করেছেন ইমাম আবু ইউসুফ (রাহঃ) তাঁদের অন্যতম। তারা বলেছেন, এই সেই পরিমাণ যার দ্বারা রাসূলুল্লাহ গােসল করেছেন তা হচ্ছে (দেড় সা") পরিমাণ। এই বিষয়ের তাঁরা নিম্নোক্ত হাদীসসমূহ পেশ করেছেনঃ
بَابُ وَزْنِ الصَّاعِ كَمْ هُوَ؟
3137 - حَدَّثَنَا ابْنُ أَبِي عِمْرَانَ , قَالَ: قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ شُجَاعٍ , وَسُلَيْمَانُ بْنُ بَكَّارٍ , وَأَحْمَدُ بْنُ مَنْصُورٍ الرَّمَادِيُّ , قَالُوا: ثنا يَعْلَى بْنُ عُبَيْدٍ , عَنْ مُوسَى الْجُهَنِيِّ , عَنْ مُجَاهِدٍ , قَالَ: دَخَلْنَا عَلَى عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا , فَاسْتَسْقَى بَعْضُنَا فَأُتِيَ بِعُسٍّ , قَالَتْ عَائِشَةُ رَضِيَ اللهُ عَنْهَا كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَغْتَسِلُ بِمِثْلِ هَذَا «قَالَ مُجَاهِدٌ فَحَزَرْتُهُ فِيمَا أَحْزِرُ , ثَمَانِيَةَ أَرْطَالٍ , تِسْعَةَ أَرْطَالٍ , عَشَرَةَ أَرْطَالٍ» قَالَ أَبُو جَعْفَرٍ: فَذَهَبَ ذَاهِبُونَ إِلَى أَنَّ وَزْنَ الصَّاعِ ثَمَانِيَةُ أَرْطَالٍ , وَاحْتَجُّوا فِي ذَلِكَ بِهَذَا الْحَدِيثِ , وَقَالَ: لَمْ يَشُكَّ مُجَاهِدٌ فِي الثَّمَانِيَةِ , وَإِنَّمَا شَكَّ فِيمَا فَوْقَهَا , فَثَبَتَتِ الثَّمَانِيَةُ بِهَذَا الْحَدِيثِ , وَانْتَفَى مَا فَوْقَهَا , وَمِمَّنْ قَالَ بِهَذَا الْقَوْلِ أَبُو حَنِيفَةَ رَحِمَهُ اللهُ. وَخَالَفَهُمْ فِي ذَلِكَ آخَرُونَ , فَقَالُوا: وَزْنُهُ خَمْسَةُ أَرْطَالٍ وَثُلُثُ رَطْلٍ , وَمِمَّنْ قَالَ بِذَلِكَ , أَبُو يُوسُفَ رَحِمَهُ اللهُ , وَقَالُوا: هَذَا الَّذِي كَانَ يَغْتَسِلُ بِهِ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هُوَ صَاعٌ وَنِصْفٌ وَذَكَرُوا فِي ذَلِكَ مَا

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩১৩৮
সা'-এর ওজন কতটুকু?
৩১৩৮। ফায়াদ (রাহঃ) ..... আয়েশা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি এবং রাসূলুল্লাহ্ (ﷺ) এক পাত্র থেকে গােসল করতাম আর তা হচ্ছে ফারাক’ (তিন সা’ পরিমাণ)।
3138 - حَدَّثَنَا فَهْدٌ , قَالَ: ثنا أَحْمَدُ بْنُ يُونُسَ , قَالَ: ثنا زَائِدَةُ , عَنْ جَعْفَرِ بْنِ بُرْقَانَ , عَنِ الزُّهْرِيِّ , عَنْ عُرْوَةَ , عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ: كُنْتُ أَغْتَسِلُ أَنَا وَرَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ إِنَاءٍ وَاحِدٍ، وَهُوَ الْفَرَقُ "

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩১৩৯
আন্তর্জাতিক নং: ৩১৪০
সা'-এর ওজন কতটুকু?
৩১৩৯-৪০। সুলায়মান ইবন শু'আয়ব (রাহঃ) ..... আয়েশা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি এবং রাসূলুল্লাহ্ (ﷺ) কাঠ নির্মিত এক পাত্র থেকে গোসল করেছি যাকে ফারাক' বলা হতাে।
সালিহ্ ইবন আব্দুর রহমান (রাহঃ) ..... ইব্ন শিহাব (রাহঃ) থেকে অনুরূপ উল্লেখ করেছেন। তারা বলেছেন, যখন এই হাদীস দ্বারা সাব্যস্ত হলাে, যা আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ তিনি ও আয়েশা (রাযিঃ) ফারাক থেকে গােসল করে। আর ফারাকের পরিমাণ হচ্ছে, তিন সা', তাহলে উভয়ের প্রত্যেক এক সা' ও অর্ধ সা’ (দেড় সা') দ্বারা গােসল করেছেন। যখন তার পরিমাণ আট রতল, তাহলে সা’ হবে তার দুই তৃতীয়াংশ, তা হচ্ছে পাঁচ রতল ও এক রতলের এক ততীয়াংশ। এটি মদীনাবাসী আলিমদেরও অভিমত। দ্বিতীয় মত পােষণকারী আলিমদের বিরুদ্ধে প্রথমােক্ত মত পােষণকারী আলিমদের দলীল আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত উরওয়া (রাহঃ)-এর হাদীসে ফারাকের উল্লেখ রয়েছে যার থেকে রাসূলুল্লাহ এবং আয়েশা (রাযিঃ) গোসল করেছেন। কিন্তু তাতে সেই পাত্রের পানির পরিমাণ সম্পর্কে উল্লেখ নেই। তাতে পানি কি ভর্তি ছিলাে, না তার থেকে কম ? হতে পারে তিনি এবং আয়েশা (রাযিঃ) ভর্তি পাত্র থেকে গােসল করেছেন। আবার এটিও হতে পারে যে, তিনি এবং আয়েশা (রাযিঃ) ভর্তি থেকে কম পানি দ্বারা গােসল করেছেন যার পরিমাণ ছিলাে দুই সা'। সুতরাং (বুঝা গেল) প্রত্যেকেই এক সা' পরিমাণ পানি দ্বারা গােসল করেছেন। আর এই হাদীসের মর্ম সেই সমস্ত হাদীসসমূহের মর্মের অনুকূলে সাব্যস্ত হবে যা রাসূলুল্লাহ থেকে বর্ণিত আছে।যে, তিনি (ﷺ) এক সা’ পরিমাণ পানি দ্বারা গােসল করেছেন। এই বিষয়ে তাঁর থেকে নিম্নোক্ত হাদীস বর্ণিত
সালিহ্ ইবন আব্দুর রহমান (রাহঃ) ..... ইব্ন শিহাব (রাহঃ) থেকে অনুরূপ উল্লেখ করেছেন। তারা বলেছেন, যখন এই হাদীস দ্বারা সাব্যস্ত হলাে, যা আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ তিনি ও আয়েশা (রাযিঃ) ফারাক থেকে গােসল করে। আর ফারাকের পরিমাণ হচ্ছে, তিন সা', তাহলে উভয়ের প্রত্যেক এক সা' ও অর্ধ সা’ (দেড় সা') দ্বারা গােসল করেছেন। যখন তার পরিমাণ আট রতল, তাহলে সা’ হবে তার দুই তৃতীয়াংশ, তা হচ্ছে পাঁচ রতল ও এক রতলের এক ততীয়াংশ। এটি মদীনাবাসী আলিমদেরও অভিমত। দ্বিতীয় মত পােষণকারী আলিমদের বিরুদ্ধে প্রথমােক্ত মত পােষণকারী আলিমদের দলীল আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত উরওয়া (রাহঃ)-এর হাদীসে ফারাকের উল্লেখ রয়েছে যার থেকে রাসূলুল্লাহ এবং আয়েশা (রাযিঃ) গোসল করেছেন। কিন্তু তাতে সেই পাত্রের পানির পরিমাণ সম্পর্কে উল্লেখ নেই। তাতে পানি কি ভর্তি ছিলাে, না তার থেকে কম ? হতে পারে তিনি এবং আয়েশা (রাযিঃ) ভর্তি পাত্র থেকে গােসল করেছেন। আবার এটিও হতে পারে যে, তিনি এবং আয়েশা (রাযিঃ) ভর্তি থেকে কম পানি দ্বারা গােসল করেছেন যার পরিমাণ ছিলাে দুই সা'। সুতরাং (বুঝা গেল) প্রত্যেকেই এক সা' পরিমাণ পানি দ্বারা গােসল করেছেন। আর এই হাদীসের মর্ম সেই সমস্ত হাদীসসমূহের মর্মের অনুকূলে সাব্যস্ত হবে যা রাসূলুল্লাহ থেকে বর্ণিত আছে।যে, তিনি (ﷺ) এক সা’ পরিমাণ পানি দ্বারা গােসল করেছেন। এই বিষয়ে তাঁর থেকে নিম্নোক্ত হাদীস বর্ণিত
3139 - حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ شُعَيْبٍ , قَالَ: ثنا أَسَدُ بْنُ مُوسَى , قَالَ: ثنا ابْنُ أَبِي ذِئْبٍ , عَنِ الزُّهْرِيِّ , عَنْ عُرْوَةَ ,عَنْ عَائِشَةَ , قَالَتْ: كُنْتُ أَغْتَسِلُ أَنَا وَرَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ إِنَاءٍ وَاحِدٍ مِنْ قَدَحٍ وَاحِدٍ يُقَالُ لَهُ الْفَرَقُ ".
3140 - حَدَّثَنَا صَالِحُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ , قَالَ: ثنا أَبُو عَبْدِ الرَّحْمَنِ الْمُقْرِئُ , قَالَ: ثنا اللَّيْثُ بْنُ سَعْدٍ , قَالَ: حَدَّثَنِي ابْنُ شِهَابٍ , فَذَكَرَ بِإِسْنَادِهِ نَحْوَهُ قَالُوا: فَلَمَّا ثَبَتَ بِهَذَا الْحَدِيثِ الَّذِي رُوِيَ عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَغْتَسِلُ , هُوَ وَهِيَ مِنَ الْفَرَقِ , وَالْفَرَقُ ثَلَاثَةُ آصُعٍ , كَانَ مَا يَغْتَسِلُ بِهِ كُلُّ وَاحِدٍ مِنْهُمَا صَاعًا وَنِصْفًا. فَإِذَا كَانَ ذَلِكَ ثَمَانِيَةَ أَرْطَالٍ , كَانَ الصَّاعُ ثُلُثَيْهَا , وَهُوَ خَمْسَةُ أَرْطَالٍ , وَثُلُثُ رَطْلٍ , وَهَذَا قَوْلُ أَهْلِ الْمَدِينَةِ أَيْضًا. فَكَانَ مِنَ الْحُجَّةِ عَلَيْهِمْ لِأَهْلِ الْمَقَالَةِ الْأُولَى أَنَّ حَدِيثَ عُرْوَةَ , عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا إِنَّمَا فِيهِ ذِكْرُ الْفَرَقِ الَّذِي كَانَ يَغْتَسِلُ مِنْهُ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , وَهِيَ لَمْ تَذْكُرْ مِقْدَارَ الْمَاءِ الَّذِي كَانَ يَكُونُ فِيهِ , هَلْ هُوَ مِلْؤُهُ , أَوْ أَقَلُّ مِنْ ذَلِكَ؟ فَقَدْ يَجُوزُ أَنْ يَكُونَ يَغْتَسِلُ هُوَ وَهِيَ بِمِلْئِهِ ; وَيَجُوزُ أَنْ يَكُونَ كَانَ يَغْتَسِلُ هُوَ وَهِيَ بِأَقَلَّ مِنْ مِلْئِهِ , مِمَّا هُوَ صَاعَانِ , فَيَكُونُ كُلُّ وَاحِدٍ مِنْهُمْ مُغْتَسِلًا بِصَاعٍ مِنْ مَاءٍ , وَيَكُونُ مَعْنَى هَذَا الْحَدِيثِ مُوَافِقًا لِمَعَانِي الْأَحَادِيثِ الَّتِي رُوِيَتْ , عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , أَنَّهُ كَانَ يَغْتَسِلُ بِصَاعٍ
فَإِنَّهُ قَدْ رُوِيَ عَنْهُ فِي ذَلِكَ
3140 - حَدَّثَنَا صَالِحُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ , قَالَ: ثنا أَبُو عَبْدِ الرَّحْمَنِ الْمُقْرِئُ , قَالَ: ثنا اللَّيْثُ بْنُ سَعْدٍ , قَالَ: حَدَّثَنِي ابْنُ شِهَابٍ , فَذَكَرَ بِإِسْنَادِهِ نَحْوَهُ قَالُوا: فَلَمَّا ثَبَتَ بِهَذَا الْحَدِيثِ الَّذِي رُوِيَ عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَغْتَسِلُ , هُوَ وَهِيَ مِنَ الْفَرَقِ , وَالْفَرَقُ ثَلَاثَةُ آصُعٍ , كَانَ مَا يَغْتَسِلُ بِهِ كُلُّ وَاحِدٍ مِنْهُمَا صَاعًا وَنِصْفًا. فَإِذَا كَانَ ذَلِكَ ثَمَانِيَةَ أَرْطَالٍ , كَانَ الصَّاعُ ثُلُثَيْهَا , وَهُوَ خَمْسَةُ أَرْطَالٍ , وَثُلُثُ رَطْلٍ , وَهَذَا قَوْلُ أَهْلِ الْمَدِينَةِ أَيْضًا. فَكَانَ مِنَ الْحُجَّةِ عَلَيْهِمْ لِأَهْلِ الْمَقَالَةِ الْأُولَى أَنَّ حَدِيثَ عُرْوَةَ , عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا إِنَّمَا فِيهِ ذِكْرُ الْفَرَقِ الَّذِي كَانَ يَغْتَسِلُ مِنْهُ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , وَهِيَ لَمْ تَذْكُرْ مِقْدَارَ الْمَاءِ الَّذِي كَانَ يَكُونُ فِيهِ , هَلْ هُوَ مِلْؤُهُ , أَوْ أَقَلُّ مِنْ ذَلِكَ؟ فَقَدْ يَجُوزُ أَنْ يَكُونَ يَغْتَسِلُ هُوَ وَهِيَ بِمِلْئِهِ ; وَيَجُوزُ أَنْ يَكُونَ كَانَ يَغْتَسِلُ هُوَ وَهِيَ بِأَقَلَّ مِنْ مِلْئِهِ , مِمَّا هُوَ صَاعَانِ , فَيَكُونُ كُلُّ وَاحِدٍ مِنْهُمْ مُغْتَسِلًا بِصَاعٍ مِنْ مَاءٍ , وَيَكُونُ مَعْنَى هَذَا الْحَدِيثِ مُوَافِقًا لِمَعَانِي الْأَحَادِيثِ الَّتِي رُوِيَتْ , عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , أَنَّهُ كَانَ يَغْتَسِلُ بِصَاعٍ
فَإِنَّهُ قَدْ رُوِيَ عَنْهُ فِي ذَلِكَ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩১৪০
empty
৩১৪০।
- 3140

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩১৪১
আন্তর্জাতিক নং: ৩১৪২
সা'-এর ওজন কতটুকু?
৩১৪১-৪২। ফাহাদ (রাহঃ) ..... আয়েশা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ্ (ﷺ) এক মুদ পরিমাণ পানি দিয়ে উযু এবং এক সা' পরিমাণ পানি দিয়ে গােসল করতেন।
ফাহাদ (রাহঃ) ......... আয়েশা (রাযিঃ) সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
ফাহাদ (রাহঃ) ......... আয়েশা (রাযিঃ) সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
3141 - مَا حَدَّثَنَا فَهْدٌ , قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ سَعِيدِ بْنِ الْأَصْبَهَانِيِّ , قَالَ: أنا عَبْدُ الرَّحِيمِ بْنُ سُلَيْمَانَ , عَنْ حَجَّاجٍ , عَنْ إِبْرَاهِيمَ , عَنْ صَفِيَّةَ بِنْتِ شَيْبَةَ , عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ: " كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: يَتَوَضَّأُ بِالْمُدِّ , وَيَغْتَسِلُ بِالصَّاعِ "
3142 - حَدَّثَنَا فَهْدٌ , قَالَ: ثنا الْحِمَّانِيُّ , قَالَ: ثنا ابْنُ عُيَيْنَةَ , عَنِ الزُّهْرِيِّ , عَنْ عُرْوَةَ , عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا , عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , مِثْلَهُ
3142 - حَدَّثَنَا فَهْدٌ , قَالَ: ثنا الْحِمَّانِيُّ , قَالَ: ثنا ابْنُ عُيَيْنَةَ , عَنِ الزُّهْرِيِّ , عَنْ عُرْوَةَ , عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا , عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , مِثْلَهُ

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:৩১৪২
empty
৩১৪২।
- 3142

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩১৪৩
সা'-এর ওজন কতটুকু?
৩১৪৩। ফাহাদ (রাহঃ) ......... আয়েশা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) এক সা' পরিমাণ পানি দ্বারা গোসল করেছেন।
3143 - حَدَّثَنَا فَهْدٌ , قَالَ: ثنا الْحِمَّانِيُّ , قَالَ: ثنا أَبُو الْأَحْوَصِ , عَنْ مُسْلِمٍ , يَعْنِي الْمُلَائِيَّ عَنْ إِبْرَاهِيمَ , عَنْ عَلْقَمَةَ , عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ: «كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَغْتَسِلُ بِالصَّاعِ»

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩১৪৪
সা'-এর ওজন কতটুকু?
৩১৪৪। আহমদ ইব্ন দাউদ (রাহঃ) ..... আয়েশা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ (ﷺ) এক সা' পরিমাণ পানি দ্বারা গােসল এবং এক মুদ পরিমাণ পানি দ্বারা উযূ করতেন।
3144 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ دَاوُدَ , قَالَ: ثنا هُدْبَةُ بْنُ خَالِدٍ , قَالَ: ثنا هَمَّامٌ , عَنْ قَتَادَةَ , عَنْ صَفِيَّةَ بِنْتِ شَيْبَةَ , عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا «أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَغْتَسِلُ بِقَدْرِ الصَّاعِ , وَيَتَوَضَّأُ بِقَدْرِ الْمُدِّ»

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩১৪৫
আন্তর্জাতিক নং: ৩১৪৬
সা'-এর ওজন কতটুকু?
৩১৪৫-৪৬। মুহাম্মাদ ইব্ন খুযায়মা (রাহঃ) .... আয়েশা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ্ রাসূলুল্লাহ্ (ﷺ) এক সা' পরিমাণ পানি দিয়ে গােসল এবং এক মুদ পরিমাণ পানি দিয়ে উযূ করতেন।
আলী ইব্ন মা'বাদ (রাহঃ) ......... কাতাদা (রাহঃ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। তবে তিনি মুদ পরিমাণ এবং অনুরূপ বলেছেন।
আলী ইব্ন মা'বাদ (রাহঃ) ......... কাতাদা (রাহঃ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। তবে তিনি মুদ পরিমাণ এবং অনুরূপ বলেছেন।
3145 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خُزَيْمَةَ , قَالَ: ثنا مُسْلِمٌ , قَالَ: ثنا أَبَانُ , عَنْ قَتَادَةَ , عَنْ صَفِيَّةَ بِنْتِ شَيْبَةَ , عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ «كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَغْتَسِلُ بِالصَّاعِ وَيَتَوَضَّأُ بِالْمُدِّ»
3146 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ مَعْبَدٍ , قَالَ: ثنا عَبْدُ الْوَهَّابِ بْنُ عَطَاءٍ , عَنْ سَعِيدٍ , عَنْ قَتَادَةَ , فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ , غَيْرَ أَنَّهُ قَالَ: بِالْمُدِّ وَنَحْوِهِ
3146 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ مَعْبَدٍ , قَالَ: ثنا عَبْدُ الْوَهَّابِ بْنُ عَطَاءٍ , عَنْ سَعِيدٍ , عَنْ قَتَادَةَ , فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ , غَيْرَ أَنَّهُ قَالَ: بِالْمُدِّ وَنَحْوِهِ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩১৪৬
empty
৩১৪৬।
- 3146

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩১৪৭
সা'-এর ওজন কতটুকু?
৩১৪৭। মুহাম্মাদ ইবনুল আব্বাস ইবনে রাবী (রাহঃ).... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ্ (ﷺ) এক মুদ পরিমাণ পানি দিয়ে উযূ করেছেন এবং এক সা’ পরিমাণ পানি দিয়ে গােসল করেছেন।
3147- حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَبَّاسِ بْنِ الرَّبِيعِ , قَالَ: ثنا أَسَدُ , قَالَ: ثنا الْمُبَارَكُ بْنُ فَضَالَةَ قَالَ: حَدَّثَتْنِي أُمِّي , عَنْ مُعَاذَةَ , عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ: «كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَوَضَّأُ بِالْمُدِّ , وَيَغْتَسِلُ بِالصَّاعِ»

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:৩১৪৮
সা'-এর ওজন কতটুকু?
৩১৪৮। আবু উমাইয়া (রাহঃ) …. আব্দুল্লাহ ইবনে জুবায়র ইবনে আতিক (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন,আমরা আনাস (রাযিঃ)কে জিজ্ঞাসা করেছি উযূর পানি সম্পর্কে যা একজন মানুষের জন্য যথেষ্ট। তিনি বললেন, রাসূলুল্লাহ এক মুদ পরিমাণ পানি দ্বারা উযূ করতেন এবং উযূ পূর্ণরূপে করতেন। সম্ভবত তা থেকে (কিছু) অতিরিক্ত হত। তিনি বলেন, আমরা তাঁকে জানাবাতের গােসল সম্পর্কে জিজ্ঞাসা করেছি যে, (তাতে) কতটুকু পানি যথেষ্ট ? তিনি বললেন, এক সা' পরিমাণ (পানি)। আমি তাকে জিজ্ঞাসা করলাম, নবী করীম থেকে সা’র উল্লেখ করা হয়েছে ? তিনি বললেন হ্যাঁ! মুদ এর সাথে উল্লেখ করা হয়েছে।
3148 - حَدَّثَنَا أَبُو أُمَيَّةَ , قَالَ: ثنا حَيْوَةُ بْنُ شُرَيْحٍ , قَالَ: ثنا بَقِيَّةُ , عَنْ عُتْبَةَ بْنِ أَبِي حَكِيمٍ , قَالَ: حَدَّثَنِي عَبْدُ اللهِ بْنُ عَبْدِ اللهِ بْنِ جُبَيْرِ بْنِ عَتِيكٍ , قَالَ: سَأَلْنَا أَنَسًا عَنِ الْوُضُوءِ الَّذِي يَكْفِي الرَّجُلَ مِنَ الْمَاءِ فَقَالَ: كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَوَضَّأُ مِنْ مُدٍّ فَيَسْبُغُ الْوُضُوءَ , وَعَسَى أَنْ يَفْضُلَ مِنْهُ. قَالَ سَأَلْنَاهُ عَنِ الْغُسْلِ مِنَ الْجَنَابَةِ: كَمْ يَكْفِي مِنَ الْمَاءِ؟ قَالَ: الصَّاعُ , فَسَأَلْتُ عَنْهُ: أَعَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ذِكْرُ الصَّاعِ؟ قَالَ: نَعَمْ , مَعَ الْمُدِّ "

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩১৪৯
সা'-এর ওজন কতটুকু?
৩১৪৯। রবীউল মুয়াযযিন (রাহঃ) …. জাবের ইবনে আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ্ (ﷺ) এক মুদ পরিমাণ পানি দিয়ে উযূ এবং এক সা' পরিমাণ পানি দিয়ে গােসল করতেন।
3149 - حَدَّثَنَا رَبِيعٌ الْمُؤَذِّنُ , قَالَ: ثنا أَسَدٌ , قَالَ: ثنا أَبُو عَوَانَةَ , عَنْ يَزِيدَ بْنِ أَبِي زِيَادٍ , عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ , عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ , قَالَ: «كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَوَضَّأُ بِالْمُدِّ , وَيَغْتَسِلُ بِالصَّاعِ»

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:৩১৫০
সা'-এর ওজন কতটুকু?
৩১৫০। আবু বাকরা (রাহঃ) ..... উম্মু সালামা (রাযিঃ) এর আযাদকৃত গােলাম সাফীনা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ্ কে এক সা' পরিমাণ পানি উত্তমভাবে গােসল করাতাে এবং এক মুদ পরিমাণ পানি উযূ করাতো।
এই সমস্ত হাদীসে ব্যক্ত হয়েছে যে, রাসূলুল্লাহ'র এক সা' পরিমাণ পানি দিয়ে গােসল করতেন। কিন্তু তাতে সা’র ওজনের পরিমাণ কতটুকু তার উল্লেখ নেই। আর আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত মুজাহিদ (রাহঃ)-এর হাদীসে কতটুকু পানি দিয়ে তিনি গােসল করতেন তার ওজন উল্লেখ করা হয়েছে, তা হচ্ছে আট রতল। আর আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত উরওয়া (রাহঃ)-এর হাদীসে এসেছে যে, তিনি এবং রাসূলুল্লাহ এক পাত্র থেকে গােসল করেছেন, তা হচ্ছে ‘ফারাক। আর এই হাদীসে বর্ণিত হয়েছে যে, তারা উভয়ে বিশেষভাবে ঐ পাত্র থেকে গােসল করেছেন। কিন্তু তাতে যে পানি দিয়ে তারা গােসল করেছেন তার পরিমাণ উল্লেখ করা হয়নি। পক্ষান্তরে অপরাপর হাদীসে পানির পরিমাণ উল্লেখ করা হয়েছে যা দিয়ে তিনি গােসল করেছেন। তা ছিলাে এক সা' পরিমাণ। এতে এই সমস্ত হাদীসের বিশুদ্ধতা প্রমাণিত হলাে এবং এগুলাের মর্মাবলী সমন্বিত ও উদ্ভাসিত হওয়া সাব্যস্ত হলাে যে, তিনি যে পাত্র থেকে গােসল করতেন তা হচ্ছে ‘ফারাক' এবং সা’ পরিমাণ পানি দিয়ে এবং যার ওজন হচ্ছে আট রিতল। এতে সেই বিষয় বস্তু স্থির হলাে, যা ইমাম আবু হানীফা (রাহঃ) গ্রহণ করেছেন।
আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত আছে, যা এই মর্মের প্রমাণ বহন করে?
এই সমস্ত হাদীসে ব্যক্ত হয়েছে যে, রাসূলুল্লাহ'র এক সা' পরিমাণ পানি দিয়ে গােসল করতেন। কিন্তু তাতে সা’র ওজনের পরিমাণ কতটুকু তার উল্লেখ নেই। আর আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত মুজাহিদ (রাহঃ)-এর হাদীসে কতটুকু পানি দিয়ে তিনি গােসল করতেন তার ওজন উল্লেখ করা হয়েছে, তা হচ্ছে আট রতল। আর আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত উরওয়া (রাহঃ)-এর হাদীসে এসেছে যে, তিনি এবং রাসূলুল্লাহ এক পাত্র থেকে গােসল করেছেন, তা হচ্ছে ‘ফারাক। আর এই হাদীসে বর্ণিত হয়েছে যে, তারা উভয়ে বিশেষভাবে ঐ পাত্র থেকে গােসল করেছেন। কিন্তু তাতে যে পানি দিয়ে তারা গােসল করেছেন তার পরিমাণ উল্লেখ করা হয়নি। পক্ষান্তরে অপরাপর হাদীসে পানির পরিমাণ উল্লেখ করা হয়েছে যা দিয়ে তিনি গােসল করেছেন। তা ছিলাে এক সা' পরিমাণ। এতে এই সমস্ত হাদীসের বিশুদ্ধতা প্রমাণিত হলাে এবং এগুলাের মর্মাবলী সমন্বিত ও উদ্ভাসিত হওয়া সাব্যস্ত হলাে যে, তিনি যে পাত্র থেকে গােসল করতেন তা হচ্ছে ‘ফারাক' এবং সা’ পরিমাণ পানি দিয়ে এবং যার ওজন হচ্ছে আট রিতল। এতে সেই বিষয় বস্তু স্থির হলাে, যা ইমাম আবু হানীফা (রাহঃ) গ্রহণ করেছেন।
আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত আছে, যা এই মর্মের প্রমাণ বহন করে?
3150 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ , قَالَ: ثنا مُسَدَّدٌ , قَالَ: ثنا بِشْرٌ , قَالَ: ثنا أَبُو رَيْحَانَةَ , عَنْ سَفِينَةَ , مَوْلَى أُمِّ سَلَمَةَ قَالَ: «كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُغَسِّلُهُ الصَّاعُ مِنَ الْمَاءِ , وَيُوَضِّئُهُ الْمُدُّ مِنَ الْمَاءِ» فَفِي هَذِهِ الْآثَارِ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , كَانَ يَغْتَسِلُ بِصَاعٍ , وَلَيْسَ فِيهِ مِقْدَارٌ وَزْنِ الصَّاعِ كَمَا هُوَ؟ وَفِي حَدِيثِ مُجَاهِدٍ , عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا ذِكْرُ وَزْنِ مَا كَانَ يَغْتَسِلُ بِهِ , وَهُوَ ثَمَانِيَةُ أَرْطَالٍ. وَفِي حَدِيثِ عُرْوَةَ «عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا أَنَّهَا كَانَتْ تَغْتَسِلُ هِيَ وَرَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ إِنَاءٍ وَاحِدٍ , هُوَ الْفَرَقُ» فَفِي هَذَا الْحَدِيثِ , ذَكَرَ مَا كَانَا يَغْتَسِلَانِ مِنْهُ خَاصَّةً , وَلَيْسَ فِيهِ ذِكْرُ مِقْدَارِ الْمَاءِ الَّذِي كَانَا يَغْتَسِلَانِ بِهِ. وَفِي الْآثَارِ الْأُخَرِ , ذِكْرُ مِقْدَارِ الْمَاءِ الَّذِي كَانَ يَغْتَسِلُ بِهِ , وَأَنَّهُ كَانَ صَاعًا. فَثَبَتَ بِذَلِكَ , لَمَّا صَحَّتْ هَذِهِ الْآثَارُ , وَجُمِعَتْ وَكُشِفَتْ مَعَانِيهَا، أَنَّهُ كَانَ يَغْتَسِلُ مِنْ إِنَاءٍ هُوَ الْفَرَقُ , وَبِصَاعٍ وَزْنُهُ ثَمَانِيَةُ أَرْطَالٍ , فَثَبَتَ بِذَلِكَ مَا ذَهَبَ إِلَيْهِ أَبُو حَنِيفَةَ رَحِمَهُ اللهُ. وَقَدْ قَالَ بِذَلِكَ أَيْضًا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ. وَقَدْ رُوِيَ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللهُ عَنْهُ أَيْضًا , مَا يَدُلُّ عَلَى هَذَا الْمَعْنَى

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩১৫১
সা'-এর ওজন কতটুকু?
৩১৫১। ইবন আবী ইমরান (রাহঃ) ..... আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) এক মুদ পরিমাণ পানি দ্বারা উযূ করতেন আর তা হচ্ছে দু' রিতল পরিমাণ।
3151 - حَدَّثَنَا ابْنُ أَبِي عِمْرَانَ , قَالَ: ثنا يَحْيَى بْنُ عَبْدِ الْحَمِيدِ الْحِمَّانِيُّ , قَالَ: ثنا شَرِيكٌ , عَنْ عَبْدِ اللهِ بْنِ عِيسَى , عَنِ ابْنِ جُبَيْرٍ , عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: «كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَوَضَّأُ بِالْمُدِّ , وَهُوَ رَطْلَانِ»

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩১৫২
সা'-এর ওজন কতটুকু?
৩১৫২। ফাহাদ (রাহঃ) ..... আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণনা করেছেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) দু' রিতল পরিমাণ পানি দ্বারা উযূ এবং এক সা’ পরিমাণ পানি দ্বারা গােসল করতেন। এই আনাস (রাযিঃ) বলেছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) -এর মুদ দু' রিতল পরিমাণ এবং সা’ চার মুদ পরিমাণ। যেহেতু মুদের পরিমাণ দু’রিতল প্রমাণিত হলাে, তাই সা'র পরিমাণ আট রিতল সাব্যস্ত হবে। কোন প্রশ্ন উত্থাপনকারী যদি প্রশ্ন উত্থাপন করে বলেন যে, আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে এর পরিপন্থী হাদীস বর্ণিত আছে, যা নিম্নরূপঃ
3152 - حَدَّثَنَا فَهْدٌ , قَالَ: ثنا سَعِيدُ بْنُ مَنْصُورٍ , قَالَ: ثنا شَرِيكٌ , عَنْ عَبْدِ اللهِ بْنِ عِيسَى , عَنْ عَبْدِ اللهِ , يَعْنِي ابْنَ جُبَيْرٍ , عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: «كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , يَتَوَضَّأُ بِرَطْلَيْنِ , وَيَغْتَسِلُ بِالصَّاعِ» فَهَذَا أَنَسٌ قَدْ أَخْبَرَ أَنَّ مُدَّ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَطْلَانِ , وَالصَّاعُ أَرْبَعَةُ أَمْدَادٍ. فَإِذَا ثَبَتَ أَنَّ الْمُدَّ رَطْلَانِ , ثَبَتَ أَنَّ الصَّاعَ ثَمَانِيَةُ أَرْطَالٍ. فَإِنْ قَالَ قَائِلٌ: فَإِنَّ أَنَسَ بْنَ مَالِكٍ , قَدْ رُوِيَ عَنْهُ خِلَافُ هَذَا

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:৩১৫৩
সা'-এর ওজন কতটুকু?
৩১৫৩। আহমদ ইব্ন দাউদ (রাহঃ) ..... আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ রাসূলুল্লাহ (ﷺ) এক মুদ (মাককুক) পরিমাণ পানি দিয়ে উযূ এবং পাঁচ মুদ পরিমাণ পানি দিয়ে গােসল করতেন।
প্রশ্নকারী বলেছে ঃ এই হাদীস প্রথমােক্ত হাদীসের পরিপন্থী।
উত্তরে তাঁকে বলা হবে যে, আমাদের মতে এটা তার পরিপন্থী নয়। যেহেতু শরীক (রাহঃ)-এর হাদীসে এসেছে যে, নবী (ﷺ) আর এক মুদ পরিমাণ পানি দিয়ে উযূ করতেন। এর সাথে উতবা ইবন আবী হাকীম (রাহঃ) এর সাথে তার অনুকূলে মত প্রকাশ করেছেন। সুতরাং আব্দুল্লাহ ইবন জুবায়র (রাহঃ) থেকে অনুরূপ বর্ণিত আছে। যখন কি-না শুবা (রাহঃ) আব্দুল্লাহ ইবন জুবায়র (রাহঃ) থেকে রিওয়ায়াত করেছেন, যা আমরা উল্লেখ করেছি, এতে সম্ভাবনা থাকছে যে মাকুক দ্বারা মুদ্ বুঝিয়েছেন। যেহেতু তারা মুদকে মাককুক হিসাবে আখ্যায়িত করতেন। অতএব যা দ্বারা তিনি উযু করেছেন তা হচ্ছে এক মদ এবং যা দ্বারা গােসল করেছেন তা হচ্ছে পাচ মুদ পরিমাণ। যার থেকে চার মুদ দ্বারা গােসল করেছেন আর যা এক সা' পরিমাণ এবং অপর এক মুদ দ্বারা উযূ করেছেন। সুতরাং এই হাদীসে সমন্বয় সাধিত হয়ে গেল যে, যে পানি দ্বারা তিনি উযূ করেছেন, তা ছিলাে জানাবাতের (গােসলের পূর্বে উযূ) এবং যে পানি দ্বারা তিনি গােসল করেছেন তা ছিলাে জানাবাতের (গােসল)। আর পক্ষান্তরে উতবা (রাহঃ)-এর হাদীসে পৃথক করে বর্ণনা করা হয়েছে যে, যে পানি দ্বারা তিনি গােসল করেছেন, তা ছিলাে বিশেষ করে জানাবাতের গােসল, এর দ্বারা তিনি (গােসল পূর্ব) উযূ করেননি। তবে তার জন্য উক্ত উযুও (অন্য পানি দ্বারা) থাকত। আমি ইবন আবী ইমরান (রাহঃ)-কে বলতে শুনেছি, আমি ইবনুস ছালাযী (রাহঃ)-কে বলতে শুনেছি সা’র অনুমান করা হয়েছে সেই বস্তুর ওজনের উপর যার, পরিমাপ ও ওজন কিসমিস ও ডাল ইত্যাদির সমপরিমাণ । যেহেতু বলা হয়ে থাকেঃ সেটির পরিমাপ ও ওজন সমান।
প্রশ্নকারী বলেছে ঃ এই হাদীস প্রথমােক্ত হাদীসের পরিপন্থী।
উত্তরে তাঁকে বলা হবে যে, আমাদের মতে এটা তার পরিপন্থী নয়। যেহেতু শরীক (রাহঃ)-এর হাদীসে এসেছে যে, নবী (ﷺ) আর এক মুদ পরিমাণ পানি দিয়ে উযূ করতেন। এর সাথে উতবা ইবন আবী হাকীম (রাহঃ) এর সাথে তার অনুকূলে মত প্রকাশ করেছেন। সুতরাং আব্দুল্লাহ ইবন জুবায়র (রাহঃ) থেকে অনুরূপ বর্ণিত আছে। যখন কি-না শুবা (রাহঃ) আব্দুল্লাহ ইবন জুবায়র (রাহঃ) থেকে রিওয়ায়াত করেছেন, যা আমরা উল্লেখ করেছি, এতে সম্ভাবনা থাকছে যে মাকুক দ্বারা মুদ্ বুঝিয়েছেন। যেহেতু তারা মুদকে মাককুক হিসাবে আখ্যায়িত করতেন। অতএব যা দ্বারা তিনি উযু করেছেন তা হচ্ছে এক মদ এবং যা দ্বারা গােসল করেছেন তা হচ্ছে পাচ মুদ পরিমাণ। যার থেকে চার মুদ দ্বারা গােসল করেছেন আর যা এক সা' পরিমাণ এবং অপর এক মুদ দ্বারা উযূ করেছেন। সুতরাং এই হাদীসে সমন্বয় সাধিত হয়ে গেল যে, যে পানি দ্বারা তিনি উযূ করেছেন, তা ছিলাে জানাবাতের (গােসলের পূর্বে উযূ) এবং যে পানি দ্বারা তিনি গােসল করেছেন তা ছিলাে জানাবাতের (গােসল)। আর পক্ষান্তরে উতবা (রাহঃ)-এর হাদীসে পৃথক করে বর্ণনা করা হয়েছে যে, যে পানি দ্বারা তিনি গােসল করেছেন, তা ছিলাে বিশেষ করে জানাবাতের গােসল, এর দ্বারা তিনি (গােসল পূর্ব) উযূ করেননি। তবে তার জন্য উক্ত উযুও (অন্য পানি দ্বারা) থাকত। আমি ইবন আবী ইমরান (রাহঃ)-কে বলতে শুনেছি, আমি ইবনুস ছালাযী (রাহঃ)-কে বলতে শুনেছি সা’র অনুমান করা হয়েছে সেই বস্তুর ওজনের উপর যার, পরিমাপ ও ওজন কিসমিস ও ডাল ইত্যাদির সমপরিমাণ । যেহেতু বলা হয়ে থাকেঃ সেটির পরিমাপ ও ওজন সমান।
3153 - فَذَكَرَ مَا حَدَّثَنَا أَحْمَدُ بْنُ دَاوُدَ , قَالَ: ثنا أَبُو الْوَلِيدِ الطَّيَالِسِيُّ , قَالَ: ثنا شُعْبَةُ , قَالَ: أنا عَبْدُ اللهِ بْنُ عَبْدِ اللهِ بْنِ جُبَيْرٍ , سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ رَضِيَ اللهُ عَنْهُ يَقُولُ: «إِنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَتَوَضَّأُ بِالْمَكُّوكِ , وَيَغْتَسِلُ بِخَمْسِ مَكَاكِيِّ» قَالَ: فَهَذَا الْحَدِيثُ يُخَالِفُ الْحَدِيثَ الْأَوَّلَ. قِيلَ لَهُ: مَا فِي هَذَا، عِنْدَنَا، خِلَافٌ لَهُ , لِأَنَّ حَدِيثَ شَرِيكٍ إِنَّمَا فِيهِ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَتَوَضَّأُ بِالْمُدِّ , وَقَدْ وَافَقَهُ عَلَى ذَلِكَ , عَتَبَةُ بْنُ أَبِي حَكِيمٍ فَرَوَى عَنْ عَبْدِ اللهِ بْنِ جُبَيْرٍ نَحْوًا مِنْ ذَلِكَ. فَلَمَّا رَوَى شُعْبَةُ مَا ذَكَرْنَا عَنْ عَبْدِ اللهِ بْنِ جُبَيْرٍ , احْتُمِلَ أَنْ يَكُونَ أَرَادَ بِالْمَكُّوكِ , الْمُدَّ , لِأَنَّهُمْ كَانُوا يُسَمُّونَ الْمُدَّ مَكُّوكًا , فَيَكُونُ الَّذِي كَانَ يَتَوَضَّأُ بِهِ مُدًّا , وَيَكُونُ الَّذِي يَغْتَسِلُ بِهِ خَمْسَةَ مَكَاكِيِّ , يَغْتَسِلُ بِأَرْبَعَةٍ مِنْهَا , وَهِيَ أَرْبَعَةُ أَمْدَادٍ , وَهِيَ صَاعٌ , وَيَتَوَضَّأُ بِآخَرَ , وَهُوَ مُدٌّ. فَجَمَعَ فِي هَذَا الْحَدِيثِ مَا كَانَ يَتَوَضَّأُ بِهِ لِلْجَنَابَةِ , وَمَا كَانَ يَغْتَسِلُ بِهِ لَهَا. وَأَفْرَدَ فِي حَدِيثِ عُتْبَةَ , مَا كَانَ يَغْتَسِلُ بِهِ لَهَا خَاصَّةً , دُونَ مَا كَانَ يَتَوَضَّأُ بِهِ , وَأَنَّ ذَلِكَ الْوُضُوءَ لَهَا أَيْضًا. وَسَمِعْتُ ابْنَ أَبِي عِمْرَانَ يَقُولُ: سَمِعْتُ ابْنَ الثَّلْجِيِّ يَقُولُ: «إِنَّمَا قَدْرُ الصَّاعِ عَلَى وَزْنِ مَا يَعْتَدِلُ كَيْلُهُ وَوَزْنُهُ مِنَ الْمَاشِ وَالزَّبِيبِ وَالْعَدَسِ» , فَإِنَّهُ يُقَالُ: إِنَّ كَيْلَ ذَلِكَ وَوَزْنَهُ سَوَاءٌ.

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩১৫৪
সা'-এর ওজন কতটুকু?
৩১৫৪। ইবন আবী ইমরান (রাহঃ) ..... আবু ইউসুফ (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন : আমি মদীনা গিয়ে নির্ভরযােগ্য ব্যক্তির নিকট থেকে সা‘বের করিয়ে নিলাম। তিনি বললেন, এটি নবী করীম (ﷺ) -এর সা‘। তারপর আমি ওটিকে মেপে দেখতে পেলাম পাঁচ রিতল ও এক রিতলের এক তৃতীয়াংশ। আমি ইবন আবী ইমরান (রাহঃ)-কে বলতে শুনেছি, বলা হয়ে থাকে যে, আবু ইউসুফ (রাহঃ)-এর জন্য এটি (ﷺ) যিনি বের করে দেখান, তিনি হচ্ছেন ইমাম মালিক ইবন আনাস (রাহঃ)। আমি আবু হানীফা (রাহঃ)-কে উল্লেখ করতে শুনেছি যে, ইমাম মালিক (রাহঃ)-কে উল্লেখ করতে শুনেছি যে, ইমাম মালিক (রাহঃ)-কে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বললেন, তা তাে উমর ইবনুল খাত্তাব (রাযিঃ)-এর সা‘র ব্যাপারে আব্দুল মালিক (রাহঃ)-এর সুচিন্তিত অনুমান। যখন মালিক (রাহঃ)-এর নিকট প্রমাণিত হলাে যে, আব্দুল মালিক (রাহঃ). উমর (রাযিঃ)-সা’র ব্যাপারে অনুসন্ধানলব্ধ অনুমান। আর উমর (রাযিঃ)-এর সা’ যেটি ছিলাে-সেটিই নবী করীম (ﷺ) -এর সা’ ছিল। অথচ উমর (রাহঃ)-এর সা' পরিমাপ করা হলে দেখা গেল তার পরিপন্থী।
3154 - حَدَّثَنَا ابْنُ أَبِي عِمْرَانَ , قَالَ: أنا عَلِيُّ بْنُ صَالِحٍ , وَبِشْرُ بْنُ الْوَلِيدِ جَمِيعًا , عَنْ أَبِي يُوسُفَ , قَالَ: " قَدِمْتُ الْمَدِينَةَ فَأَخْرَجَ إِلَيَّ مَنْ أَثِقُ بِهِ صَاعًا , فَقَالَ: «هَذَا صَاعُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , فَقَدَّرْتُهُ , فَوَجَدْتُهُ خَمْسَةَ أَرْطَالٍ وَثُلُثَ رَطْلٍ» وَسَمِعْتُ ابْنَ أَبِي عِمْرَانَ , يَقُولُ: يُقَالُ إِنَّ الَّذِي أَخْرَجَ هَذَا لِأَبِي يُوسُفَ. هُوَ مَالِكُ بْنُ أَنَسٍ. وَسَمِعْتُ أَبَا حَازِمٍ يَذْكُرُ , أَنَّ مَالِكًا سُئِلَ عَنْ ذَلِكَ , فَقَالَ: «هُوَ تَحَرِّي عَبْدِ الْمَلِكِ لِصَاعِ عُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِيَ اللهُ عَنْهُ» فَكَانَ مَالِكٌ لَمَّا ثَبَتَ عِنْدَهُ أَنَّ عَبْدَ الْمَلِكِ تَحَرَّى ذَلِكَ مِنْ صَاعِ عُمَرَ , وَصَاعُ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُ , صَاعُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَدْ قُدِّرَ صَاعُ عُمَرَ , عَلَى خِلَافِ ذَلِكَ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩১৫৫
সা'-এর ওজন কতটুকু?
৩১৫৫। আহমদ ইবন দাউদ (রাহঃ) ......... মুসা ইবন তালহা (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, উমর ইবনুল খাত্তাব (রাযিঃ)-এর সা' ছিলাে হাজ্জাজী।
3155- فَحَدَّثَنَا أَحْمَدُ بْنُ دَاوُدَ , قَالَ: ثنا يَعْقُوبُ بْنُ حُمَيْدٍ , قَالَ: ثنا وَكِيعٌ , عَنْ عَلِيِّ بْنِ صَالِحٍ , عَنْ أَبِي إِسْحَاقَ , عَنْ مُوسَى بْنِ طَلْحَةَ قَالَ: «الْحَجَّاجِيُّ صَاعُ عُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِيَ اللهُ عَنْهُ»

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩১৫৬
সা'-এর ওজন কতটুকু?
৩১৫৬। আহমদ (রাহঃ) ..... ইবরাহীম (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ অমরা উমব (রাযিঃ)-এর সা’ অনুমান করে তা হাজ্জাজী পেলাম, আর তাদের নিকট হাজ্জাজী হলাে বাগদাদী আট রিতল-এর সমপরিমাণ।
3156- حَدَّثَنَا أَحْمَدُ قَالَ: ثنا يَعْقُوبُ , قَالَ: ثنا وَكِيعٌ , عَنْ أَبِيهِ , عَنْ مُغِيرَةَ , عَنْ إِبْرَاهِيمَ قَالَ: «عَيَّرْنَا صَاعَ عُمَرَ , فَوَجَدْنَاهُ حَجَّاجِيًّا , وَالْحَجَّاجِيُّ عِنْدَهُمْ , ثَمَانِيَةُ أَرْطَالٍ بِالْبَغْدَادِيِّ»

তাহকীক:
তাহকীক চলমান