শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
شرح معاني الآثار المختلفة المروية عن رسول الله صلى الله عليه وسلم في الأحكام
৪. যাকাতের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২০ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৩০৬৪
আন্তর্জাতিক নং: ৩০৭০
৭. যমীন থেকে উৎপন্ন দ্রব্যের যাকাত
৩০৬৪-৭০। হুসাইন ইব্ন নসর (রাহঃ) ….. আবু সাঈদ খুদরী (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন,
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ পাঁচ ওয়াসাক (এক ওয়াসাক = ৬০ সা')-এর কম শস্যের যাকাত নেই, পাঁচটি উটের কমে যাকাত নেই, পাঁচ উকিয়া (এক উকিয়া = ৪০ দিরহাম)-এর কম রৌপ্য মু্দ্রায় যাকাত নেই।
আবু বাকরা (রাহঃ) ….. আমর ইব্ন ইয়াহ্ইয়া (রাহঃ) থেকে অনুরূপ উল্লেখ করেছেন।
আলী ইব্ন শায়বা (রাহঃ) ….. আমর (রাহঃ) থেকে অনুরূপ উল্লেখ করেছেন।
ইউনুস (রাহঃ) ….. আমর ইব্ন ইয়াহ্ইয়া (রাহঃ) থেকে অনুরূপ উল্লেখ করেছেন।
ইব্ন আবী দাউদ (রাহঃ) ..... আমর ইব্ন ইয়াহ্ইয়া (রাহঃ) থেকে অনুরূপ উল্লেখ করেছেন।
ইবরাহীম ইব্ন মারযূক (রাহঃ) ….. আবু সাঈদ (রাযিঃ) সূত্রে রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
ইউনুস (রাহঃ) ….. আবু সাঈদ খুদরী (রাযিঃ) সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন।
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ পাঁচ ওয়াসাক (এক ওয়াসাক = ৬০ সা')-এর কম শস্যের যাকাত নেই, পাঁচটি উটের কমে যাকাত নেই, পাঁচ উকিয়া (এক উকিয়া = ৪০ দিরহাম)-এর কম রৌপ্য মু্দ্রায় যাকাত নেই।
আবু বাকরা (রাহঃ) ….. আমর ইব্ন ইয়াহ্ইয়া (রাহঃ) থেকে অনুরূপ উল্লেখ করেছেন।
আলী ইব্ন শায়বা (রাহঃ) ….. আমর (রাহঃ) থেকে অনুরূপ উল্লেখ করেছেন।
ইউনুস (রাহঃ) ….. আমর ইব্ন ইয়াহ্ইয়া (রাহঃ) থেকে অনুরূপ উল্লেখ করেছেন।
ইব্ন আবী দাউদ (রাহঃ) ..... আমর ইব্ন ইয়াহ্ইয়া (রাহঃ) থেকে অনুরূপ উল্লেখ করেছেন।
ইবরাহীম ইব্ন মারযূক (রাহঃ) ….. আবু সাঈদ (রাযিঃ) সূত্রে রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
ইউনুস (রাহঃ) ….. আবু সাঈদ খুদরী (রাযিঃ) সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন।
بَابٌ زَكَاةُ مَا يَخْرُجُ مِنَ الْأَرْضِ
70 - 3064 - حَدَّثَنَا حُسَيْنُ بْنُ نَصْرٍ , قَالَ: ثنا أَبُو نُعَيْمٍ , قَالَ: ثنا سُفْيَانُ الثَّوْرِيُّ , عَنْ عَمْرِو بْنِ يَحْيَى الْمَازِنِيِّ , عَنْ أَبِيهِ , عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ , قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَيْسَ فِيمَا دُونَ خَمْسَةِ أَوْسُقٍ صَدَقَةٌ , وَلَيْسَ فِيمَا دُونَ خَمْسِ ذَوْدٍ صَدَقَةٌ , وَلَيْسَ فِيمَا دُونَ خَمْسِ أَوَاقٍ صَدَقَةٌ»
حَدَّثَنَا أَبُو بَكْرَةَ , قَالَ: ثنا سَعِيدُ بْنُ عَامِرٍ , قَالَ: ثنا هَمَّامٌ , عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ , عَنْ عَمْرِو بْنِ يَحْيَى , فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ شَيْبَةَ , قَالَ: ثنا يَزِيدُ بْنُ هَارُونَ , قَالَ: أنا يَحْيَى بْنُ سَعِيدٍ , عَنْ عَمْرٍو , فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ
حَدَّثَنَا يُونُسُ , قَالَ: ثنا ابْنُ وَهْبٍ , قَالَ: أَخْبَرَنِي يَحْيَى بْنُ عَبْدِ اللهِ بْنِ سَالِمٍ , وَمَالِكٌ , وَسُفْيَانُ الثَّوْرِيُّ , وَعَبْدُ اللهِ بْنُ عُمَرَ , أَنَّ عَمْرَو بْنَ يَحْيَى , حَدَّثَهُمْ فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ.
حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ , قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ الْمِنْهَالِ , قَالَ: ثنا يَزِيدُ بْنُ زُرَيْعٍ , قَالَ: ثنا رَوْحُ بْنُ الْقَاسِمِ , عَنْ عَمْرِو بْنِ يَحْيَى , فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ.
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مَرْزُوقٍ , قَالَ: ثنا أَبُو حُذَيْفَةَ , قَالَ: ثنا سُفْيَانُ , عَنْ إِسْمَاعِيلَ بْنِ أُمَيَّةَ , عَنْ مُحَمَّدِ بْنِ يَحْيَى بْنِ حَبَّابٍ , عَنْ يَحْيَى بْنِ عُمَارَةَ , عَنْ أَبِي سَعِيدٍ , عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ
حَدَّثَنَا يُونُسُ , قَالَ: أنا ابْنُ وَهْبٍ , أَنَّ مَالِكًا , حَدَّثَهُ , عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ اللهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ صَعْصَعَةَ الْمَازِنِيِّ , عَنْ أَبِيهِ , عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ , عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ
حَدَّثَنَا أَبُو بَكْرَةَ , قَالَ: ثنا سَعِيدُ بْنُ عَامِرٍ , قَالَ: ثنا هَمَّامٌ , عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ , عَنْ عَمْرِو بْنِ يَحْيَى , فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ شَيْبَةَ , قَالَ: ثنا يَزِيدُ بْنُ هَارُونَ , قَالَ: أنا يَحْيَى بْنُ سَعِيدٍ , عَنْ عَمْرٍو , فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ
حَدَّثَنَا يُونُسُ , قَالَ: ثنا ابْنُ وَهْبٍ , قَالَ: أَخْبَرَنِي يَحْيَى بْنُ عَبْدِ اللهِ بْنِ سَالِمٍ , وَمَالِكٌ , وَسُفْيَانُ الثَّوْرِيُّ , وَعَبْدُ اللهِ بْنُ عُمَرَ , أَنَّ عَمْرَو بْنَ يَحْيَى , حَدَّثَهُمْ فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ.
حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ , قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ الْمِنْهَالِ , قَالَ: ثنا يَزِيدُ بْنُ زُرَيْعٍ , قَالَ: ثنا رَوْحُ بْنُ الْقَاسِمِ , عَنْ عَمْرِو بْنِ يَحْيَى , فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ.
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مَرْزُوقٍ , قَالَ: ثنا أَبُو حُذَيْفَةَ , قَالَ: ثنا سُفْيَانُ , عَنْ إِسْمَاعِيلَ بْنِ أُمَيَّةَ , عَنْ مُحَمَّدِ بْنِ يَحْيَى بْنِ حَبَّابٍ , عَنْ يَحْيَى بْنِ عُمَارَةَ , عَنْ أَبِي سَعِيدٍ , عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ
حَدَّثَنَا يُونُسُ , قَالَ: أنا ابْنُ وَهْبٍ , أَنَّ مَالِكًا , حَدَّثَهُ , عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ اللهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ صَعْصَعَةَ الْمَازِنِيِّ , عَنْ أَبِيهِ , عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ , عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩০৬৫
empty
৩০৬৫।
- 3065

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩০৬৬
empty
৩০৬৬।
- 3066

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩০৬৭
empty
৩০৬৭।
- 3067

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩০৬৮
empty
৩০৬৮।
- 3068

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩০৬৯
empty
৩০৬৯।
- 3069

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩০৭০
empty
৩০৭০।
- 3070

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩০৭১
যমীন থেকে উৎপন্ন দ্রব্যের যাকাত
৩০৭১। ইয়াযীদ ইব্ন সিনান (রাহঃ) ..... জাবির ইব্ন আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন,
রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ পাঁচ ওয়াসাক না হওয়া পর্যন্ত কৃষিজ ফসলে ও আঙ্গুর ফলের কোনটিতে যাকাত নেই, দুইশত দিরহাম না হওয়া পর্যন্ত রৌপ্য মুদ্রায় যাকাত নেই।
রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ পাঁচ ওয়াসাক না হওয়া পর্যন্ত কৃষিজ ফসলে ও আঙ্গুর ফলের কোনটিতে যাকাত নেই, দুইশত দিরহাম না হওয়া পর্যন্ত রৌপ্য মুদ্রায় যাকাত নেই।
3071 - حَدَّثَنَا يَزِيدُ بْنُ سِنَانٍ , قَالَ: ثنا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ , قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ مُسْلِمٍ , قَالَ: أنا عَمْرُو بْنُ دِينَارٍ , عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ , قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا صَدَقَةَ فِي شَيْءٍ مِنَ الزَّرْعِ أَوِ الْكَرْمِ حَتَّى يَكُونَ خَمْسَةَ أَوْسُقٍ , وَلَا فِي الرِّقَّةِ حَتَّى تَبْلُغَ مِئَتَيْ دِرْهَمٍ»

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩০৭২
যমীন থেকে উৎপন্ন দ্রব্যের যাকাত
৩০৭২। সুলায়মান ইব্ন শু'আয়ব (রাহঃ) ..... জাবির (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ পাঁচ ওয়াসাক এর কম শস্যে যাকাত নেই।
3072 - حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ شُعَيْبٍ , قَالَ: ثنا الْخَصِيبُ , قَالَ: ثنا حَمَّادُ بْنُ سَلَمَةَ , عَنْ أَبِي الزُّبَيْرِ , عَنْ جَابِرٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَيْسَ فِيمَا دُونَ خَمْسَةِ أَوْسُقٍ صَدَقَةٌ»

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩০৭৩
আন্তর্জাতিক নং: ৩০৭৬
যমীন থেকে উৎপন্ন দ্রব্যের যাকাত
৩০৭৩-৭৬। আলী ইব্ন শায়বা (রাহঃ) ….. ইব্ন উমার (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ পাঁচটি উটের কমে যাকাত নেই, পাঁচ উকিয়া রৌপ্য মুদ্রায় ও পাঁচ ওয়াসাক শস্যের ক্ষেত্রে যাকাত নেই।
আহমদ ইব্ন দাউদ (রাহঃ) ….. লায়স (রাহঃ) থেকে অনুরূপ উল্লেখ করেছেন।
ফাহাদ (রাহঃ) ….. ইব্ন উমার (রাযিঃ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। তিনি এটি 'মারফূ" হিসাবে
বর্ণনা করেননি।
সালিহ ইব্ন আব্দুর রহমান (রাহঃ) ….. আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে নবী করীম (ﷺ) থেকে অনুরূপ বর্ণিত আছে।
আহমদ ইব্ন দাউদ (রাহঃ) ….. লায়স (রাহঃ) থেকে অনুরূপ উল্লেখ করেছেন।
ফাহাদ (রাহঃ) ….. ইব্ন উমার (রাযিঃ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। তিনি এটি 'মারফূ" হিসাবে
বর্ণনা করেননি।
সালিহ ইব্ন আব্দুর রহমান (রাহঃ) ….. আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে নবী করীম (ﷺ) থেকে অনুরূপ বর্ণিত আছে।
76 - 3073 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ شَيْبَةَ , قَالَ: ثنا الْحَسَنُ بْنُ مُوسَى الْأَشْيَبُ , قَالَ: ثنا شَيْبَانُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ , عَنْ لَيْثِ بْنِ أَبِي سُلَيْمٍ , عَنْ نَافِعٍ , عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَيْسَ فِيمَا دُونَ خَمْسٍ مِنَ الْإِبِلِ صَدَقَةٌ , وَلَا خَمْسِ أَوَاقٍ , وَلَا خَمْسَةِ أَوْسَاقٍ صَدَقَةٌ»
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ دَاوُدَ , قَالَ: ثنا أَبُو مَعْمَرٍ , قَالَ: ثنا عَبْدُ الْوَارِثِ , قَالَ: ثنا لَيْثٌ , فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ
حَدَّثَنَا فَهْدٌ , قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ , عَنِ الْأَوْزَاعِيِّ , عَنْ أَيُّوبَ بْنِ مُوسَى , عَنْ نَافِعٍ , عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُ نَحْوَهُ , وَلَمْ يَرْفَعْهُ.
حَدَّثَنَا صَالِحُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ , قَالَ: ثنا نُعَيْمُ بْنُ حَمَّادٍ , قَالَ: ثنا ابْنُ الْمُبَارَكِ , عَنْ مَعْمَرٍ , عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ , عَنْ أَبِيهِ , عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ , عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ دَاوُدَ , قَالَ: ثنا أَبُو مَعْمَرٍ , قَالَ: ثنا عَبْدُ الْوَارِثِ , قَالَ: ثنا لَيْثٌ , فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ
حَدَّثَنَا فَهْدٌ , قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ , عَنِ الْأَوْزَاعِيِّ , عَنْ أَيُّوبَ بْنِ مُوسَى , عَنْ نَافِعٍ , عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُ نَحْوَهُ , وَلَمْ يَرْفَعْهُ.
حَدَّثَنَا صَالِحُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ , قَالَ: ثنا نُعَيْمُ بْنُ حَمَّادٍ , قَالَ: ثنا ابْنُ الْمُبَارَكِ , عَنْ مَعْمَرٍ , عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ , عَنْ أَبِيهِ , عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ , عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩০৭৪
empty
৩০৭৪।
- 3074

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩০৭৫
empty
৩০৭৫।
- 3075

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩০৭৬
empty
৩০৭৬।
- 3076

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩০৭৭
যমীন থেকে উৎপন্ন দ্রব্যের যাকাত
৩০৭৭। ইব্ন আবী দাউদ (রাহঃ) ..... আমর ইব্ন হায্ম (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (ﷺ) ইয়ামান বাসীদের উদ্দেশ্যে একটি ফরমান লিখে প্রেরণ করেছিলেন, তাতে ফরয ও সুন্নত সমূহ লিপিবদ্ধ ছিল। তাতে তিনি লিখেনঃ বৃষ্টি নদী-নালার পানি দিয়ে যা উৎপাদিত হয় অথবা খেজুর ইত্যাদি বৃক্ষ নদী-নালার কিনারায় হওয়ার কারণে তার কান্ড পানি পর্যন্ত পৌছে যায়, যাতে সেচের প্রয়ােজন হয় না তাতে হল উশর (দশ ভাগের এক ভাগ) যদি তা পাঁচ ওয়াসাক পর্যন্ত পৌছে এবং আর পানি সেচ অথবা পানি উঠানাের চরকির মাধ্যমে যা উৎপাদিত হয় তাতে হল নিসফ্ উশর (বিশ ভাগের এক ভাগ) যদি পাঁচ ওয়াসাক পর্যন্ত পৌছে।
আবু জা'ফর (তাহাবী র) বলেনঃ একদল 'আলিম এই সমস্ত হাদীস সমূহের মর্ম গ্রহণ করেছেন। তাঁরা
বলেছেন, গম, যব, খেজুর ও কিসমিসের কোন কিছুতে পাঁচ ওয়াসাক না হওয়া পর্যন্ত যাকাত (উশর) ওয়াজিব হবে না। অনুরূপ ভাবে যমীন থেকে উৎপন্ন প্রতিটি বস্তু যেমন মটর কলাই, ডাল ইত্যাদি কিছুতেই যাকাত নেই যতক্ষণ না উক্ত পরিমাণ পর্যন্ত পৌছে। এই উক্ত অভিমত যাঁরা পেশ করেছেন তাঁদের মধ্যে ইমাম আবু ইউসুফ (রাহঃ), ইমাম মুহাম্মাদ (রাহঃ) ও মদীনাবাসী আলিমগণ অন্তর্ভুক্ত।
পক্ষান্তরে এ বিষয়ে অপরাপর আলিমগণ তাঁদের বিরােধিতা করেছেন। তাঁরা উৎপন্ন দ্রব্যের কম ও বেশীর ক্ষেত্রে সাদাকা (উশর) ওয়াজিব বলেন, (কোন নির্দিষ্ট পরিমাণ নেই)। তাঁরা এই বিষয়ে নিম্মােক্ত হাদীস দ্বারা প্রমাণ পেশ করেনঃ
আবু জা'ফর (তাহাবী র) বলেনঃ একদল 'আলিম এই সমস্ত হাদীস সমূহের মর্ম গ্রহণ করেছেন। তাঁরা
বলেছেন, গম, যব, খেজুর ও কিসমিসের কোন কিছুতে পাঁচ ওয়াসাক না হওয়া পর্যন্ত যাকাত (উশর) ওয়াজিব হবে না। অনুরূপ ভাবে যমীন থেকে উৎপন্ন প্রতিটি বস্তু যেমন মটর কলাই, ডাল ইত্যাদি কিছুতেই যাকাত নেই যতক্ষণ না উক্ত পরিমাণ পর্যন্ত পৌছে। এই উক্ত অভিমত যাঁরা পেশ করেছেন তাঁদের মধ্যে ইমাম আবু ইউসুফ (রাহঃ), ইমাম মুহাম্মাদ (রাহঃ) ও মদীনাবাসী আলিমগণ অন্তর্ভুক্ত।
পক্ষান্তরে এ বিষয়ে অপরাপর আলিমগণ তাঁদের বিরােধিতা করেছেন। তাঁরা উৎপন্ন দ্রব্যের কম ও বেশীর ক্ষেত্রে সাদাকা (উশর) ওয়াজিব বলেন, (কোন নির্দিষ্ট পরিমাণ নেই)। তাঁরা এই বিষয়ে নিম্মােক্ত হাদীস দ্বারা প্রমাণ পেশ করেনঃ
3077 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ , قَالَ: ثنا الْحَكَمُ بْنُ مُوسَى , قَالَ: ثنا يَحْيَى بْنُ حَمْزَةَ , عَنْ سُلَيْمَانَ بْنَ دَاوُدَ , قَالَ: حَدَّثَنِي الزُّهْرِيُّ , عَنْ أَبِي بَكْرِ بْنِ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ حَزْمٍ , عَنْ أَبِيهِ , عَنْ جَدِّهِ , أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَتَبَ إِلَى أَهْلِ الْيَمَنِ بِكِتَابٍ , فِيهِ الْفَرَائِضُ وَالسُّنَنُ , فَكَتَبَ فِيهِ مَا سَقَتِ السَّمَاءُ أَوْ كَانَ سَحًّا , أَوْ بَعْلًا فِيهِ الْعُشْرُ إِذَا بَلَغَ خَمْسَةَ أَوْسُقٍ , وَمَا سُقِيَ بِالرِّشَاءِ أَوْ بِالدَّالِيَةِ , فَفِيهِ نِصْفُ الْعُشْرِ إِذَا بَلَغَ خَمْسَةَ أَوْسُقٍ " قَالَ أَبُو جَعْفَرٍ: فَذَهَبَ قَوْمٌ إِلَى هَذِهِ الْآثَارِ , فَقَالُوا: لَا تَجِبُ الصَّدَقَةُ فِي شَيْءٍ مِنَ الْحِنْطَةِ وَالشَّعِيرِ وَالتَّمْرِ وَالزَّبِيبِ , حَتَّى يَكُونَ خَمْسَةَ أَوْسُقٍ. وَكَذَلِكَ كُلُّ شَيْءٍ مِمَّا تُخْرِجُ الْأَرْضُ , مِثْلُ: الْحِمَّصِ , وَالْعَدَسِ , وَالْمَاشِّ , وَمَا أَشْبَهَ ذَلِكَ , فَلَيْسَ فِي شَيْءٍ مِنْهُ صَدَقَةٌ حَتَّى يَبْلُغَ هَذَا الْمِقْدَارَ أَيْضًا. وَمِمَّنْ ذَهَبَ إِلَى ذَلِكَ أَبُو يُوسُفَ , وَمُحَمَّدٌ رَحِمَهُمَا اللهُ , وَأَهْلُ الْمَدِينَةِ. وَخَالَفَهُمْ فِي ذَلِكَ آخَرُونَ , فَأَوْجَبُوا الصَّدَقَةَ فِي قَلِيلِ ذَلِكَ أَوْ كَثِيرِهِ
وَاحْتَجُّوا فِي ذَلِكَ
وَاحْتَجُّوا فِي ذَلِكَ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩০৭৮
আন্তর্জাতিক নং: ৩০৭৯
যমীন থেকে উৎপন্ন দ্রব্যের যাকাত
৩০৭৮-৭৯। রবী'উল মু'আযযিন (রাহঃ) ….. মু'আয ইব্ন জাবাল (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন,
রাসূলুল্লাহ্ (ﷺ) আমাকে (শাসকরূপে) ইয়ামান প্রেরণ করেন। আমাকে তিনি নির্দেশ দিয়েছেন যেন আমি বৃষ্টির পানির মাধ্যমে উৎপাদিত পণ্য থেকে উশর (দশভাগের এক ভাগ) এবং আর যা কান্ডদেশ দিয়ে সিঞ্চিত হয় তার থেকে নিসফ উশর (বিশ ভাগের এক ভাগ) গ্রহণ করি।
ইব্ন আবী দাউদ (রাহঃ) ….. আবু বাকর ইব্ন আইয়্যাশ (রাহঃ) থেকে অনুরূপ উল্লেখ করেছেন।
রাসূলুল্লাহ্ (ﷺ) আমাকে (শাসকরূপে) ইয়ামান প্রেরণ করেন। আমাকে তিনি নির্দেশ দিয়েছেন যেন আমি বৃষ্টির পানির মাধ্যমে উৎপাদিত পণ্য থেকে উশর (দশভাগের এক ভাগ) এবং আর যা কান্ডদেশ দিয়ে সিঞ্চিত হয় তার থেকে নিসফ উশর (বিশ ভাগের এক ভাগ) গ্রহণ করি।
ইব্ন আবী দাউদ (রাহঃ) ….. আবু বাকর ইব্ন আইয়্যাশ (রাহঃ) থেকে অনুরূপ উল্লেখ করেছেন।
3078 - بِمَا حَدَّثَنَا رَبِيعٌ الْمُؤَذِّنُ , قَالَ: ثنا أَسَدٌ , قَالَ: ثنا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ , قَالَ حَدَّثَنِي عَاصِمُ بْنُ أَبِي النَّجُودِ , عَنْ أَبِي وَائِلٍ , " عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ , قَالَ: بَعَثَنِي رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى الْيَمَنِ , فَأَمَرَنِي أَنْ آخُذَ مِمَّا سَقَتِ السَّمَاءُ الْعُشْرَ , وَمِمَّا سُقِيَ بَعْلًا نِصْفَ الْعُشْرِ "
3079 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ , قَالَ: ثنا عَبْدُ الْحَمِيدِ بْنُ صَالِحٍ , قَالَ: ثنا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ , فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ
3079 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ , قَالَ: ثنا عَبْدُ الْحَمِيدِ بْنُ صَالِحٍ , قَالَ: ثنا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ , فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩০৭৯
empty
৩০৭৯।
- 3079

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩০৮০
যমীন থেকে উৎপন্ন দ্রব্যের যাকাত
৩০৮০। আহমদ ইব্ন আব্দুর রহমান ইব্ন ওয়াহব (রাহঃ) ..... সালিম (রাহঃ)-এর পিতা ইব্ন উমার (রাযিঃ) থেকে
বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ "বৃষ্টির পানির মাধ্যমে যা উৎপাদিত হয় তাতে হল উশর ১/১০ আর উট দিয়ে সেচ দেওয়ার মাধ্যমে যা উৎপাদিত হয় তাতে নিসফ উশর" (১/২০)।
বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ "বৃষ্টির পানির মাধ্যমে যা উৎপাদিত হয় তাতে হল উশর ১/১০ আর উট দিয়ে সেচ দেওয়ার মাধ্যমে যা উৎপাদিত হয় তাতে নিসফ উশর" (১/২০)।
3080 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ وَهْبٍ , قَالَ: ثنا عَمِّي عَبْدُ اللهِ بْنُ وَهْبٍ , قَالَ: أَخْبَرَنِي يُونُسُ , عَنِ ابْنِ شِهَابٍ , عَنْ سَالِمٍ , عَنْ أَبِيهِ , قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فِيمَا سَقَتِ السَّمَاءُ الْعُشُورُ , وَفِيمَا سُقِيَ بِالسَّانِيَةِ نِصْفُ الْعُشُورِ»

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩০৮১
আন্তর্জাতিক নং: ৩০৮৩
যমীন থেকে উৎপন্ন দ্রব্যের যাকাত
৩০৮১-৮৩। রবী'উল জীযী (রাহঃ) ..... সালিম (রাহঃ)-এর পিতা ইব্ন উমর (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ
(ﷺ) নালা ও ঝর্ণার পানি দিয়ে যা উৎপাদিত হয় অথবা বৃষ্টির পানি দ্বারা যা উৎপদিত হয় তার উপর উশর ১/১০ ফরব (ধার্য) করেছেন, আর সেচের মাধ্যমে যা উৎপাদিত হয় তার উপর নিসৃফ উশর (১/২০)।
ইয়াযীদ ইব্ন সিনান (রাহঃ) ….. সালিম (রাহঃ)-এর পিতা ইব্ন উমর (রাযিঃ) সূত্রে রাসুলুল্লাহ (ﷺ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
ইয়াযীদ ইব্ন সিনান (রাহঃ) ….. সালিম (রাহঃ)-এর পিতা ইব্ন উমর (রাযিঃ) সূত্রে রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
(ﷺ) নালা ও ঝর্ণার পানি দিয়ে যা উৎপাদিত হয় অথবা বৃষ্টির পানি দ্বারা যা উৎপদিত হয় তার উপর উশর ১/১০ ফরব (ধার্য) করেছেন, আর সেচের মাধ্যমে যা উৎপাদিত হয় তার উপর নিসৃফ উশর (১/২০)।
ইয়াযীদ ইব্ন সিনান (রাহঃ) ….. সালিম (রাহঃ)-এর পিতা ইব্ন উমর (রাযিঃ) সূত্রে রাসুলুল্লাহ (ﷺ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
ইয়াযীদ ইব্ন সিনান (রাহঃ) ….. সালিম (রাহঃ)-এর পিতা ইব্ন উমর (রাযিঃ) সূত্রে রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
3081 - حَدَّثَنَا رَبِيعٌ الْجِيزِيُّ , قَالَ: ثنا أَبُو الْأَسْوَدِ , قَالَ: ثنا ابْنُ لَهِيعَةَ , عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ , عَنِ ابْنِ شِهَابٍ , عَنْ سَالِمٍ , عَنْ أَبِيهِ , أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرَضَ فِيمَا سَقَتِ الْأَنْهَارُ وَالْعُيُونُ , أَوْ كَانَ عَثَرِيًّا يُسْقَى بِالسَّمَاءِ الْعُشُورَ وَفِيمَا سُقِيَ بِالنَّاضِحِ نِصْفَ الْعُشُورِ "
3082 - حَدَّثَنَا يَزِيدُ بْنُ سِنَانٍ , قَالَ: ثنا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ , قَالَ: أنا عَبْدُ اللهِ بْنُ وَهْبٍ , قَالَ: حَدَّثَنِي يُونُسُ بْنُ يَزِيدَ , عَنِ ابْنِ شِهَابٍ , عَنْ سَالِمٍ , عَنْ أَبِيهِ , عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ
3083 - حَدَّثَنَا يَزِيدُ بْنُ سِنَانٍ , قَالَ: ثنا ابْنُ أَبِي مَرْيَمَ , قَالَ: ثنا ابْنُ لَهِيعَةَ , عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ , عَنِ ابْنِ شِهَابٍ , عَنْ سَالِمٍ , عَنْ أَبِيهِ , عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ
3082 - حَدَّثَنَا يَزِيدُ بْنُ سِنَانٍ , قَالَ: ثنا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ , قَالَ: أنا عَبْدُ اللهِ بْنُ وَهْبٍ , قَالَ: حَدَّثَنِي يُونُسُ بْنُ يَزِيدَ , عَنِ ابْنِ شِهَابٍ , عَنْ سَالِمٍ , عَنْ أَبِيهِ , عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ
3083 - حَدَّثَنَا يَزِيدُ بْنُ سِنَانٍ , قَالَ: ثنا ابْنُ أَبِي مَرْيَمَ , قَالَ: ثنا ابْنُ لَهِيعَةَ , عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ , عَنِ ابْنِ شِهَابٍ , عَنْ سَالِمٍ , عَنْ أَبِيهِ , عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩০৮২
empty
৩০৮২।
- 3082

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩০৮৩
empty
৩০৮৩।
- 3083

তাহকীক:
তাহকীক চলমান