শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

شرح معاني الآثار المختلفة المروية عن رسول الله صلى الله عليه وسلم في الأحكام

৩. জানাযা-কাফন-দাফনের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস ২০ টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:২৮১৫
আন্তর্জাতিক নং: ২৮১৬
৬ -সালাতুল জানাযা-এর তাকবীর সংখ্যা কত?
২৮১৫-২৮১৬। আবু বাকরা রে) ও ইবন মারযূক (রাহঃ) ..... (আব্দুর রহমান) ইবন আবী লায়লা (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, যায়দ ইবন আরকাম (রাযিঃ) আমাদের সালাতুল জানাযা পড়াতেন। তিনি এতে চার তাকবীর পাঠ করতেন। তিনিই একবার এক জানাযায় পাঁচ তাকবীর দেন। এ বিষয়ে তকে জিজ্ঞাসা করা হলে আবু বাকরা তার হাদীসে বলেন, রাসূলুল্লাহ্‌ (ﷺ) পাঁচ তাকবীর পাঠ করেছেন। ইবন মারযুক তাঁর হাদীসে বলেছেন, তারপর তিনি বললেনঃ রাসূলুল্লাহ (ﷺ) এরূপ তাকবীর দিতেন অথবা এরূপ তাকবীর দিয়েছেন।
بَابُ التَّكْبِيرِ عَلَى الْجَنَائِزِ كَمْ هُوَ؟
2815 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ , قَالَ: ثنا أَبُو دَاوُدَ. ح

2816 - وَحَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ , قَالَ: ثنا وَهْبٌ , قَالَا: ثنا شُعْبَةُ , عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ , عَنِ ابْنِ أَبِي لَيْلَى , قَالَ: " كَانَ زَيْدُ بْنُ أَرْقَمَ يُصَلِّي عَلَى جَنَائِزِنَا فَيُكَبِّرُ أَرْبَعًا. فَكَبَّرَ يَوْمًا خَمْسًا , فَسُئِلَ عَنْ ذَلِكَ , فَقَالَ أَبُو بَكْرَةَ فِي حَدِيثِهِ , فَقَالَ: «كَبَّرَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَمْسًا» . وَقَالَ ابْنُ مَرْزُوقٍ فِي حَدِيثِهِ , فَقَالَ: «كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُكَبِّرُهَا أَوْ كَبَّرَهَا»
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:২৮১৬
empty
২৮১৬।
- 2816
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:২৮১৭
সালাতুল জানাযা-এর তাকবীর সংখ্যা কত?
২৮১৭। আহমদ ইবন দাউদ (রাহঃ) ..... আব্দুল আ'লা (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি একবার যায়দ ইবন আরকাম (রাযিঃ)-এর পিছনে জানাযার সালাত পড়েন, তিনি এতে পাঁচ তাকবীর দিলেন। তাকে আব্দুর রহমান ইবন লায়লা (এই বিষয়ে) জিজ্ঞাসা করলেন। তিনি তার হাত ধরে বললেন, আপনি কি ভুল করেছেন? তিনি বললেন, না, বরং আমি আমার বন্ধু আবুল কাসিম (ﷺ)-এর পিছনে সালাতুল জানাযা আদায় করেছি, তিনি পাঁচ তাকবীর দিয়েছেন। আমি তা কখনো ত্যাগ করব না।
- 2817 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ دَاوُدَ , قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ , قَالَ: أنا إِسْرَائِيلُ بْنُ يُونُسَ , قَالَ: ثنا عَبْدُ الْأَعْلَى: أَنَّهُ صَلَّى خَلْفَ زَيْدِ بْنِ أَرْقَمَ عَلَى جِنَازَةٍ فَكَبَّرَ خَمْسًا. فَسَأَلَهُ عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي لَيْلَى , فَأَخَذَ بِيَدِهِ , فَقَالَ: أَنَسِيتَ؟ قَالَ: «لَا , وَلَكِنِّي صَلَّيْتُ خَلْفَ أَبِي الْقَاسِمِ خَلِيلِي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَكَبَّرَ خَمْسًا فَلَا أَتْرُكُهُ أَبَدًا»
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:২৮১৮
সালাতুল জানাযা-এর তাকবীর সংখ্যা কত?
২৮১৮। ইবন আবী দাউদ (রাহঃ) ..... ইয়াহইয়া ইবন আব্দুল্লাহ আত্‌ তায়মী (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি হুযায়ফা ইবনুল ইয়ামান (রাযিঃ)-এর (মুক্ত) গোলাম ঈসা (রাহঃ)-এর সাথে জানাযার সালাত আদায় করি, এতে তিনি পাঁচটি তাকবীর পাঠ করেন। তারপর তিনি আমাদের দিকে ফিরে বললেন, আমি সন্দিহানও হইনি এবং ভুলেও যাইনি; বরং আমি তাকবীর দিয়েছি, যেমনি ভাবে তাকবীর দিয়েছেন আমার মনিব ও আমার নিয়ামতের মালিক অর্থাৎ হুযায়ফা ইব্নুল ইয়ামান (রাযিঃ)। একবার তিনি সালাতুল জানাযা আদায় করেন এবং এতে তিনি পাঁচ তাকবীর দিয়েছেন, তারপর তিনি আমাদের দিকে ফিরে বললেনঃ আমি সন্দিহানও হইনি, ভুলেও যাইনি; বরং আমি তাকবীর দিয়েছি যেমনিভাবে তাকবীর দিয়েছেন রাসূলুলাহ্ (ﷺ)।
আবু জা'ফর তাহাবী (রাহঃ) বলেনঃ একদল 'আলিম এই মত গ্রহণ করে বলেন যে, সালাতুল জানাযায় পাঁচ তাকবীর রয়েছে। তারা এই বিষয়ে এই সমস্ত (উক্ত) হাদীস দ্বারা দলীল পেশ করে থাকেন।
পক্ষান্তরে এ বিষয়ে অপরাপর আলিমগণ তাঁদের বিরোধিতা করেছেন। তারা বলেছেনঃ বরং (সালাতুল জানাযায়) তাকবীর হল চারটি। এর থেকে কম-বেশী করা ঠিক হবে না।
- 2818 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا عِيسَى بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: ثنا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُسْلِمٍ، عَنْ يَحْيَى بْنِ عَبْدِ اللهِ التَّيْمِيِّ، قَالَ: صَلَّيْتُ مَعَ عِيسَى مَوْلَى حُذَيْفَةَ بْنِ الْيَمَانِ , عَلَى جِنَازَةٍ , فَكَبَّرَ عَلَيْهَا خَمْسًا , ثُمَّ الْتَفَتَ إِلَيْنَا فَقَالَ: مَا وَهِمْتُ وَلَا نَسِيتُ , وَلَكِنِّي كَبَّرْتُ كَمَا كَبَّرَ مَوْلَايَ , وَوَلِيُّ نِعْمَتِي , يَعْنِي حُذَيْفَةَ بْنَ الْيَمَانِ , صَلَّى عَلَى جِنَازَةٍ فَكَبَّرَ عَلَيْهَا خَمْسًا , ثُمَّ الْتَفَتَ إِلَيْنَا فَقَالَ: «مَا وَهِمْتُ وَلَا نَسِيتُ , وَلَكِنِّي كَبَّرْتُ كَمَا كَبَّرَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ» قَالَ أَبُو جَعْفَرٍ: فَذَهَبَ قَوْمٌ إِلَى أَنَّ التَّكْبِيرَ عَلَى الْجَنَائِزِ خَمْسًا , وَاحْتَجُّوا فِي ذَلِكَ بِهَذِهِ الْآثَارِ. وَخَالَفَهُمْ فِي ذَلِكَ آخَرُونَ فَقَالُوا: بَلْ هِيَ أَرْبَعٌ , لَا يَنْبَغِي أَنْ يُزَادَ عَلَى ذَلِكَ , وَلَا يَنْقُصَ مِنْهُ
وَاحْتَجُّوا فِي ذَلِكَ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:২৮১৯
সালাতুল জানাযা-এর তাকবীর সংখ্যা কত?
২৮১৯। আহমদ ইবন দাউদ (রাহঃ) ..... আবু কাতাদা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি রাসূলুল্লাহ্ (ﷺ) কর্তৃক কোন এক মৃতের সালাতুল জানাযা আদায় কালে তাঁর সাথে উপস্থিত ছিলেন। এতে তিনি চার তাকবীর দিয়েছেন।
- 2819 - بِمَا حَدَّثَنَا أَحْمَدُ بْنُ دَاوُدَ , قَالَ: ثنا هُدْبَةُ , قَالَ: ثنا هَمَّامٌ , قَالَ: ثنا يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ , عَنْ عَبْدِ اللهِ بْنِ أَبِي قَتَادَةَ أَنَّهُ حَدَّثَهُ عَنْ أَبِيهِ: «أَنَّهُ شَهِدَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى عَلَى مَيِّتٍ , فَكَبَّرَ عَلَيْهِ أَرْبَعًا»
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:২৮২০
সালাতুল জানাযা-এর তাকবীর সংখ্যা কত?
২৮২০। ইবন মারযূক (রাহঃ) ..... জাবির ইবন আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্‌ (ﷺ) নাজাশী-এর সালাতুল জানাযায় চার তাকবীর দিয়েছেন।
- 2820 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا أَبُو دَاوُدَ، عَنْ سُلَيْمِ بْنِ حِبَّانَ، عَنْ سَعِيدِ بْنِ مِينَاءَ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ «أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَبَّرَ عَلَى النَّجَاشِيِّ أَرْبَعًا»
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:২৮২১
সালাতুল জানাযা-এর তাকবীর সংখ্যা কত?
২৮২১-২৩। ইবন মারযূক (রাহঃ), সালিহ ইবন আব্দুর রহমান (রাহঃ) ও আলী ইবন শায়বা (রাহঃ) ..... যায়দ ইবন সাবিত (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্‌ (ﷺ) কিলাবা (রাযিঃ)-এর কবরে সালাতুল জানাযা আদায় করেছেন এবং এতে তিনি চার তাকবীর দিয়েছেন।
23 - 2821 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا أَبُو الْوَلِيدِ، قَالَ: ثنا شَرِيكٌ،. ح

وَحَدَّثَنَا صَالِحُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ: ثنا سَعِيدٌ، قَالَ: ثنا هُشَيْمٌ ح

وَحَدَّثَنَا عَلِيُّ بْنُ شَيْبَةَ، قَالَ: ثنا يَحْيَى بْنُ يَحْيَى، قَالَ: ثنا هُشَيْمٌ، عَنْ عُثْمَانَ بْنِ حَكِيمٍ الْأَنْصَارِيِّ، عَنْ خَارِجَةَ بْنِ زَيْدٍ، عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ «أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى عَلَى قَبْرِ قِلَابَةَ , فَكَبَّرَ أَرْبَعًا»
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:২৮২২
empty
২৮২২।
- 2822
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:২৮২৩
empty
২৮২৩।
- 2823
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:২৮২৪
সালাতুল জানাযা-এর তাকবীর সংখ্যা কত?
২৮২৪। আহমদ ইবন দাউদ (রাযিঃ) ..... জাবির ইবন আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (ﷺ) (সালাতুল জানাযায়) চার তাকবীর দিয়েছেন।
2824 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ دَاوُدَ، قَالَ: ثنا شَيْبَانُ قَالَ: ثنا سُوَيْدٌ أَبُو حَاتِمٍ قَالَ: حَدَّثَنِي قَتَادَةُ، عَنْ عَطَاءٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ «أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَبَّرَ أَرْبَعًا»
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:২৮২৫
সালাতুল জানাযা-এর তাকবীর সংখ্যা কত?
২৮২৫। আহমদ (রাহঃ) ..... সালমানুল মুআ'যযিন (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আবু শুরায়হা (রাহঃ) ইন্তিকাল করলে যায়দ ইবন আরকাম (রাযিঃ) তার সালাতুল জানাযা আদায় করেন এবং এতে তিনি চার তাকবীর পাঠ করেন। আমরা বললাম এটি কী? তিনি বললেন, আমি রাসূলুল্লাহ্‌ (ﷺ) থেকে এরূপ করতে দেখেছি।
2825 - حَدَّثَنَا أَحْمَدُ، قَالَ: ثنا أَبُو الْوَلِيدِ، قَالَ: ثنا شَرِيكٌ، عَنْ عُثْمَانَ بْنِ أَبِي زُرْعَةَ، عَنْ سَلْمَانَ الْمُؤَذِّنِ، قَالَ: تُوُفِّيَ أَبُو شُرَيْحَةَ , فَصَلَّى عَلَيْهِ زَيْدُ بْنُ أَرْقَمَ , فَكَبَّرَ عَلَيْهِ أَرْبَعًا. فَقُلْنَا: مَا هَذَا؟ فَقَالَ: «هَكَذَا رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَفْعَلُ»
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:২৮২৬
আন্তর্জাতিক নং: ২৮২৭
সালাতুল জানাযা-এর তাকবীর সংখ্যা কত?
২৮২৬-২৭। ইবন আবী দাউদ (রাহঃ) ..... সাহল্‌ ইবন হুনায়ফ (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্‌ (ﷺ) মদীনাবাসী অভাবী গরীব লোকদের দেখতে যেতেন। একবার তাঁকে এক স্ত্রীলোক সম্পর্কে সংবাদ দেয়া হল যে, সে মৃত্যুবরণ করেছে, তারপর তারা তাকে রাতে দাফন করে ফেলেছেন। সকাল বেলা তারা তাকে (তার দাফনস্থল সম্পর্কে) অবগত করলে তিনি তাঁর কবরের নিকট তাশরীফ নিয়ে গেলেন এবং তার সালাতুল জানাযা চার তাকবীরের সাথে আদায় করেন।

ইবন মারযূক (রাহঃ) ..... কতেক সাহাবী সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
2826 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا عَيَّاشٌ الرَّقَّامُ، قَالَ: ثنا سَعِيدُ بْنُ يَحْيَى الْحِمْيَرِيُّ، قَالَ: ثنا سُفْيَانُ بْنُ حُسَيْنٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي أُمَامَةَ بْنِ سَهْلِ بْنِ حُنَيْفٍ، عَنْ أَبِيهِ: «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَعُودُ فُقَرَاءَ أَهْلِ الْمَدِينَةِ , وَأَنَّهُ أُخْبِرَ بِامْرَأَةٍ مَاتَتْ , فَدَفَنُوهَا لَيْلًا , فَلَمَّا أَصْبَحَ آذَنُوهُ فَمَشَى إِلَى قَبْرِهَا , فَصَلَّى عَلَيْهَا وَكَبَّرَ أَرْبَعًا»

2827 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ , قَالَ: ثنا وَهْبٌ قَالَ: ثنا أَبِي قَالَ: سَمِعْتُ النُّعْمَانَ يُحَدِّثُ عَنِ الزُّهْرِيِّ , عَنْ أَبِي أُمَامَةَ عَنْ بَعْضِ أَصْحَابِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَحْوَهُ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:২৮২৭
empty
২৮২৭।
- 2827
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:২৮২৮
আন্তর্জাতিক নং: ২৮৩০
সালাতুল জানাযা-এর তাকবীর সংখ্যা কত?
২৮২৮-৩০। ইসমাঈল ইবন ইসহাক (রাহঃ) ..... ইবরাহীম আল-হিজরী (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমাদেরকে নিয়ে ইবন আবী আওফা (রাযিঃ) তার মেয়ের সালাতুল জানাযা পড়ালেন এবং এতে তিনি চার তাকবীর দিলেন। তারপর তিনি থামলেন, আমরা চতুর্থ তাকবীরের পরে তার সালামের অপেক্ষা করলাম, (তার দেরী হওয়াতে) আমরা ধারণা করলাম যে, তিনি অতিসত্বর পঞ্চম তাকবীর দিবেন। এরপর তিনি সালাম দিলেন এবং বললেন, আমি তোমাদেরকে দেখছি, তোমরা ধারণা পোষণ করেছ যে, আমি পঞ্চম তাকবীর দিব। আমি কিন্তু তা করতাম না, আমি রাসূলুল্লাহ্ (ﷺ) এরূপ করতে দেখেছি।

ইবন আবী দাউদ (রাহঃ) ..... (ইবরাহীম) আল হিজরী (রাহঃ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন।

ইবন মারযূক (রাহঃ) ..... (ইবরাহীম) আল-হিজরী (রাহঃ) থেকে অনুরূপ বর্ণনা করেন।
2828 - حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِسْحَاقَ، قَالَ: ثنا أَبُو نُعَيْمٍ، قَالَ: ثنا شَرِيكٌ، عَنْ إِبْرَاهِيمَ الْهَجَرِيِّ، قَالَ: صَلَّى بِنَا ابْنُ أَبِي أَوْفَى عَلَى ابْنَةٍ لَهُ فَكَبَّرَ عَلَيْهَا أَرْبَعًا , ثُمَّ وَقَفَ فَانْتَظَرْنَا بَعْدَ الرَّابِعَةِ تَسْلِيمَهُ , حَتَّى ظَنَنَّا أَنَّهُ سَيُكَبِّرُ الْخَامِسَةَ , ثُمَّ سَلَّمَ , ثُمَّ قَالَ: «أَرَاكُمْ ظَنَنْتُمْ أَنِّي سَأُكَبِّرُ الْخَامِسَةَ , وَلَمْ أَكُنْ لِأَفْعَلُ ذَلِكَ , وَهَكَذَا رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَفْعَلُ»

2829 - حَدَّثَنَا ابْنُ دَاوُدَ، قَالَ: ثنا الْحَوْضِيُّ، قَالَ: ثنا خَالِدُ بْنُ عَبْدِ اللهِ، عَنِ الْهَجَرِيِّ، فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ

2830 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا وَهْبٌ، قَالَ: ثنا شُعْبَةُ، عَنِ الْهَجَرِيِّ، فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:২৮২৯
empty
২৮২৯।
- 2829
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:২৮৩০
empty
২৮৩০।
- 2830
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:২৮৩১
আন্তর্জাতিক নং: ২৮৩৩
সালাতুল জানাযা-এর তাকবীর সংখ্যা কত?
২৮৩১-৩৩। ইউনুস (রাহঃ) ..... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ (ﷺ) যেদিন নাজাশী ইন্তেকাল করেছেন, সেদিন লোকদেরকে তার মৃত্যু সংবাদ পরিবেশন করেন। তারপর (তাঁর সালাতুল জানাযা পড়ার জন্য) তিনি ময়দানে বেরিয়ে গেলেন, লোকদের কাতারবন্দী করলেন এবং চার তাকবীর পাঠ করে তার সালাতুল জানাযা আদায় করেন।

ইবন আবী দাউদ (রাহঃ) ..... আবু হুরায়রা (রাযিঃ) সুত্রে রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন।

আবু বিশর আর-রকী (রাহঃ) ..... কতেক সাহাবী সূত্রে নবী করীম (ﷺ) পরপর থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
2831 - حَدَّثَنَا يُونُسُ، قَالَ: ثنا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، رَضِيَ اللهُ عَنْهُ «أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَعَى لِلنَّاسِ النَّجَاشِيَّ فِي الْيَوْمِ الَّذِي مَاتَ فِيهِ , ثُمَّ خَرَجَ إِلَى الْمُصَلَّى , فَصَفَّ بِهِمْ , وَكَبَّرَ عَلَيْهِ أَرْبَعَ تَكْبِيرَاتٍ»

2832 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا عَبْدُ اللهِ بْنُ صَالِحٍ، قَالَ: حَدَّثَنِي اللَّيْثُ، قَالَ: حَدَّثَنِي عُقَيْلٌ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ: أَخْبَرَنِي سَعِيدُ بْنُ الْمُسَيِّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، رَضِيَ اللهُ عَنْهُ , عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ

2833 - حَدَّثَنَا أَبُو بِشْرٍ الرَّقِّيُّ، قَالَ: ثنا شُجَاعٌ، عَنْ عُبَيْدِ اللهِ بْنِ عُمَرَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، عَنْ بَعْضِ، أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:২৮৩২
empty
২৮৩২।
- 2832
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:২৮৩৩
empty
২৮৩৩।
- 2833
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:২৮৩৪
সালাতুল জানাযা-এর তাকবীর সংখ্যা কত?
২৮৩৪। ফাহাদ (রাহঃ) ..... আনাস (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, নবী করীম (ﷺ) মৃতের সালাতুল জানাযায় চারবার তাকবীর পাঠ করতেন।
আলিমগণ যায়দ ইব্ন আরকাম (রাযিঃ)-এর হাদীস প্রসঙ্গে বলেছেন, যা আমরা এই অনুচ্ছেদের সূচনাতে উল্লেখ করে এসেছি। তিনি সালাতুল জানাযায় পাঁচবার তাকবীর পাঠের পূর্বে চারবার তাকবীর পাঠ করতেন। সুতরাং এটি হতে পারে না যে, তিনি এমনটি করতেন আর রাসূলুল্লাহ্ (ﷺ)-কে তিনি এর বিপরীত করতে দেখেছেন। অবশ্যই এরূপ কোন কারণ রয়েছে, যার পরিপ্রেক্ষিতে তিনি তাঁকে উক্তরূপ করতে দেখেছেন। আর তা হচ্ছে সেই হাদীস, যা সালমানুল মুয়াযযিন (রাহঃ) তাঁর থেকে আবু শুরায়হা (রাযিঃ)-এর উপর তাঁর সালাতুল জানাযা ও তাতে তার চার তাকবীর পাঠ করা সম্পর্কে রিওয়ায়াত করেছেন। উক্ত জানাযায় তাঁর পাচ বার তাকবীর পাঠ করায়, সেই কারণ নিহিত থাকতে পারে। যেহেতু সেই মৃতের বিধান ছিল, তাঁর প্রতি পাঁচ বার তাকবীর পাঠ করা। কারণ তিনি ছিলেন বদরের যুদ্ধে অংশ গ্রহণকারী সাহাবী। তদের সালাতুল জানাযায় তাকবীরের ব্যাপারে অন্যদের অপেক্ষা তাঁরা শ্রেষ্ঠত্বের অধিকারী ছিলেন।
2834 - حَدَّثَنَا فَهْدٌ، قَالَ: ثنا الْحِمَّانِيُّ، قَالَ: ثنا عَبْدُ الْوَارِثِ بْنُ سَعِيدٍ، عَنْ أَبِي غَالِبٍ، عَنْ أَنَسٍ رَضِيَ اللهُ عَنْهُ «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُكَبِّرُ أَرْبَعَ تَكْبِيرَاتٍ عَلَى الْمَيِّتِ» وَقَالُوا فِي حَدِيثِ زَيْدِ بْنِ أَرْقَمَ الَّذِي بَدَأْنَا بِذِكْرِهِ فِي هَذَا الْبَابِ , أَنَّهُ كَانَ يُكَبِّرُ عَلَى الْجَنَائِزِ أَرْبَعًا قَبْلَ الْمَرَّةِ الَّتِي كَبَّرَ فِيهَا خَمْسًا. وَلَا يَجُوزُ أَنْ يَكُونَ كَانَ يَفْعَلُ ذَلِكَ , وَقَدْ رَأَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَفْعَلُ خِلَافَهُ إِلَّا لِمَعْنًى قَدْ رَأَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَفْعَلُهُ. وَهُوَ مَا رَوَاهُ عَنْهُ سَلْمَانُ الْمُؤَذِّنُ فِي صَلَاتِهِ عَلَى أَبِي شُرَيْحَةَ فِي تَكْبِيرِهِ عَلَيْهِ أَرْبَعًا. وَيَحْتَمِلُ تَكْبِيرُهُ عَلَى تِلْكَ الْجِنَازَةِ خَمْسًا , أَنْ يَكُونَ ذَلِكَ لِأَنَّ حُكْمَ ذَلِكَ الْمَيِّتِ أَنْ يُكَبَّرَ عَلَيْهِ خَمْسًا , لِأَنَّهُ مِنْ أَهْلِ بَدْرٍ فَإِنَّهُمْ كَانُوا يُفَضِّلُونَ فِي التَّكْبِيرِ فِي الصَّلَاةِ عَلَيْهِمْ , عَلَى مَا يُكَبَّرُ عَلَى غَيْرِهِمْ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান