শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

شرح معاني الآثار المختلفة المروية عن رسول الله صلى الله عليه وسلم في الأحكام

২. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস ২০ টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:২৬৩৩
৬৮. মুসল্লীর সামনে দিয়ে যাতায়াত করা, এটা তার সালাতকে বিনষ্ট করে কিনা?
২৬৩৩। সাহিল ইবন আব্দুর রহমান (রাহঃ) ...... আবু যার (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, মুসল্লীর সামনে যদি উটের পিঠের কাঠের আসনের মত কিছু বিদ্যমান থাকে তাহলে সালাতকে কোন কিছু বিনষ্ট করবে না। তিনি বললেন, (তবে) কালো কুকুর, স্ত্রী লোক এবং গাধা সালাত বিনষ্ট করে দিবে। আব্দুল্লাহ ইবন সামিত (রাযিঃ) বলেনঃ আমি বললাম, হে আবু যার! লাল বা সাদা কুকুর বাদ দিয়ে কালো কুকুরের কথা উল্লেখ করার কারন কি? তিনি বললেনঃ হে ভাতিজা! তুমি যে বিষয়ে আমাকে প্রশ্ন করছ, আমিও সে সম্পর্কে রাসূলুল্লাহ ﷺ -কে প্রশ্ন করেছিলাম। তিনি তখন বলেছিলেনঃ কালো কুকুর হলো শয়তান।
بَابُ الْمُرُورِ بَيْنَ يَدَيِ الْمُصَلِّي هَلْ يَقْطَعُ عَلَيْهِ ذَلِكَ صَلَاتَهُ أَمْ لَا؟
2633 - حَدَّثَنَا صَالِحُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ , قَالَ: ثنا سَعِيدُ بْنُ مَنْصُورٍ , قَالَ: ثنا هُشَيْمٌ , عَنْ يُونُسَ , وَمَنْصُورٌ , عَنْ حُمَيْدِ بْنِ هِلَالٍ , عَنْ عَبْدِ اللهِ بْنِ الصَّامِتِ , عَنْ أَبِي ذَرٍّ , قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يَقْطَعُ الصَّلَاةَ شَيْءٌ إِذَا كَانَ بَيْنَ يَدَيْهِ كَآخِرَةِ الرَّحْلِ» وَقَالَ: «يَقْطَعُ الصَّلَاةَ , الْمَرْأَةُ , وَالْحِمَارُ , وَالْكَلْبُ الْأَسْوَدُ» . قَالَ قُلْتُ: يَا أَبَا ذَرٍّ , مَا بَالُ الْكَلْبِ الْأَسْوَدِ مِنَ الْأَحْمَرِ وَالْأَبْيَضِ؟ فَقَالَ: يَا ابْنَ أَخِي سَأَلْتنِي عَمَّا سَأَلْتُ عَنْهُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «إِنَّ الْكَلْبَ الْأَسْوَدَ شَيْطَانٌ»
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:২৬৩৪
মুসল্লীর সামনে দিয়ে যাতায়াত করা, এটা তার সালাতকে বিনষ্ট করে কিনা?
২৬৩৪। ইউনুস (রাহঃ) ..... সাহল ইবন আবী হাসমা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, নবী করীম ﷺ বলেছেনঃ তোমাদের কেউ সুতরা অভিমুখী সালাত আদায় করলে এর নিকটবর্তী হওয়া বাঞ্ছনীয়। তাহলে শয়তান সালাতকে বিনষ্ট করতে পারবে না।
2634 - حَدَّثَنَا يُونُسُ، قَالَ: ثنا سُفْيَانُ، عَنْ صَفْوَانَ بْنِ سُلَيْمٍ، عَنْ نَافِعِ بْنِ جُبَيْرٍ، عَنْ سَهْلِ بْنِ أَبِي حَثْمَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا صَلَّى أَحَدُكُمْ إِلَى سُتْرَةٍ فَلْيَدْنُ مِنْهَا لَا يَقْطَعَ الشَّيْطَانُ عَلَيْهِ صَلَاتَهُ»
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:২৬৩৫
মুসল্লীর সামনে দিয়ে যাতায়াত করা, এটা তার সালাতকে বিনষ্ট করে কিনা?
২৬৩৫। আহমদ ইবন দাউদ (রাহঃ) ...... ইবন আব্বাস (রাযিঃ) বর্ননা করেন যে (শু'বা র এটি মারফু' হিসাবে বর্ননা করেছেন) তিনি বলেছেনঃ ঋতুবতী স্ত্রীলোক ও কুকুর সালাতকে বিনষ্ট করে দেয়।
2635 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ دَاوُدَ , قَالَ: ثنا مُسَدَّدٌ , قَالَ: ثنا يَحْيَى بْنُ سَعِيدٍ , عَنْ شُعْبَةَ , عَنْ قَتَادَةَ , قَالَ: سَمِعْتُ جَابِرَ بْنَ زَيْدٍ يُحَدِّثُ عَنِ ابْنِ عَبَّاسٍ , رَفَعَهُ شُعْبَةُ , قَالَ: «يَقْطَعُ الصَّلَاةَ الْمَرْأَةُ الْحَائِضُ , وَالْكَلْبُ»
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:২৬৩৬
মুসল্লীর সামনে দিয়ে যাতায়াত করা, এটা তার সালাতকে বিনষ্ট করে কিনা?
২৬৩৬। ইবন আবু দাউদ (রাহঃ) ..... ইবন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণনা করেন, রাবী বলেন, এ হাদীসটি সম্পর্কে আমার ধারণা যে, তিনি সূত্র পরম্পরায় এটিকে নবী করীম ﷺ পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছেন। তিনি বলেছেনঃ ঋতুবতী স্ত্রীলোক, কুকুর, গাধা, ইয়াহুদী, খ্রিস্টান ও শুকর (সম্মুখ দিয়ে যাতায়াত করলে) সালাতকে বিনষ্ট করে দেয়। তোমার জন্য যথেষ্ট যদি তারা তোমার থেকে এক তীর সমপরিমাণ দূরত্বে (যাতায়াত করে) থাকে তবে তোমার সালাতকে বিনষ্ট করবে না।
2636 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا الْمُقَدَّمِيُّ، قَالَ: ثنا مُعَاذُ بْنُ هِشَامٍ، قَالَ: ثنا أَبِي، عَنْ يَحْيَى، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ: أَحْسَبُهُ قَدْ أَسْنَدَهُ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «يَقْطَعُ الصَّلَاةَ الْمَرْأَةُ الْحَائِضُ , وَالْكَلْبُ وَالْحِمَارُ , وَالْيَهُودِيُّ , وَالنَّصْرَانِيُّ. وَالْخِنْزِيرُ , وَيَكْفِيكَ إِذَا كَانُوا مِنْكَ قَدْرَ رَمْيَةٍ , لَمْ يَقْطَعُوا عَلَيْكَ صَلَاتَكَ»
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:২৬৩৭
মুসল্লীর সামনে দিয়ে যাতায়াত করা, এটা তার সালাতকে বিনষ্ট করে কিনা?
২৬৩৭। আহমদ ইবন দাউদ (রাহঃ) ....... আব্দুল্লাহ ইবন মুগাফফল (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ ﷺ বলেছেনঃ কুকুর, গাধা ও স্ত্রীলোক (এর সম্মুখ দিয়ে যাতায়াত) সালাতকে বিনষ্ট করে দেয়।
আবু জা'ফর তাহাবী (রাহঃ) বলেনঃ একদল 'আলিম এই সমস্ত হাদীসের মর্ম গ্রহণ করে বলেছেন যে, কালো কুকুর, স্ত্রীলোক ও গাধা যদি সম্মুখ দিয়ে যাতায়াত করে, তাহলে তা সালাত বিনষ্ট করে দিবে।
পক্ষান্তরে অপরাপর আলিমগন এ বিষয়ে তাদের বিরোধিতা করে বলেছেন যে, এইগুলোর কিছুই সালাতকে বিনষ্ট করবে না। এই বিষয়ে তাঁরা নিন্মোক্ত হাদীসসমূহ দ্বারা দলীল পেশ করেনঃ
2637 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ دَاوُدَ، قَالَ: ثنا مُسَدَّدٌ، قَالَ: ثنا مُعَاذُ بْنُ مُعَاذٍ، عَنِ ابْنِ أَبِي عَرُوبَةَ، عَنْ قَتَادَةَ، عَنِ الْحَسَنِ، عَنْ عَبْدِ اللهِ بْنِ مُغَفَّلٍ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «يَقْطَعُ الصَّلَاةَ الْكَلْبُ , وَالْحِمَارُ , وَالْمَرْأَةُ» قَالَ أَبُو جَعْفَرٍ: فَذَهَبَ قَوْمٌ إِلَى هَذِهِ الْآثَارِ فَقَالُوا: يَقْطَعُ الصَّلَاةَ الْكَلْبُ الْأَسْوَدُ , وَالْمَرْأَةُ , وَالْحِمَارُ , إِذَا مَرُّوا بَيْنَ يَدَيِ الْمُصَلِّي. وَخَالَفَهُمْ فِي ذَلِكَ آخَرُونَ فَقَالُوا: لَا يَقْطَعُ الصَّلَاةَ شَيْءٌ مِنْ هَذَا
وَاحْتَجُّوا فِي ذَلِكَ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:২৬৩৮
আন্তর্জাতিক নং: ২৬৩৯
মুসল্লীর সামনে দিয়ে যাতায়াত করা, এটা তার সালাতকে বিনষ্ট করে কিনা?
২৬৩৮-২৬৩৯। ইউনুস (রাহঃ) ....... ইবন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ একবার আমি এবং ফযল একটি গাধীর উপর আরোহন করে (আরাফাতে অথবা মিনায়) আসলাম। রাসূলুল্লাহ ﷺ তখন লোকদের নিয়ে আরাফাতে সালাত আদায় করছিলেন। আমরা কিছু কাতার অতিক্রম করে গাধীটি থেকে নামলাম। আর আমরা এটিকে ছেড়ে দিলে এটি চড়ে বেড়াতে থাকে। এতে রাসূলুল্লাহ ﷺ আমাদেরকে কিছু বললেন না।


ইউনুস (রাহঃ) ..... ইবন শিহাব (রাহঃ) থেকে অনুরূপ উল্লেখ করেছেন। তবে তিনি বলেছেনঃ এবং রাসূলুল্লাহ ﷺ তখন মিনাতে লোকদেরকে নিয়ে সালাত আদায় করছিলেন।
2638 - بِمَا حَدَّثَنَا يُونُسُ , قَالَ: ثنا سُفْيَانُ عَنِ الزُّهْرِيِّ , عَنْ عُبَيْدِ اللهِ بْنِ عَبْدِ اللهِ , عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ: «جِئْتُ أَنَا وَالْفَضْلُ , وَنَحْنُ عَلَى أَتَانٍ , وَرَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي بِالنَّاسِ بِعَرَفَةَ , فَمَرَرْنَا عَلَى بَعْضِ الصَّفِّ , فَنَزَلْنَا عَنْهَا , وَتَرَكْنَاهَا تَرْتَعُ , فَلَمْ يَقُلْ لَنَا رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَيْئًا»

2639 - حَدَّثَنَا يُونُسُ، قَالَ: أنا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي مَالِكٌ، وَيُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ , إِلَّا أَنَّهُ قَالَ: " وَرَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي بِالنَّاسِ بِ مِنًى
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:২৬৪০
মুসল্লীর সামনে দিয়ে যাতায়াত করা, এটা তার সালাতকে বিনষ্ট করে কিনা?
২৬৪০। আবু বাকরা (রাহঃ) ইবন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ আমি রাসূলুল্লাহ ﷺ -এর কাছ দিয়ে গাধার উপর আরোহন করে যাতায়াত করছি, তখন তিনি সালাত আদায় করছিলেন এবং আমার সাথে বনু হাশিম গোত্রের একটি তরুনও ছিল। এতে তিনি (সালাত) ছেড়ে দেন নি।
ইবন আব্বাস (রাযিঃ) সূত্রে বর্নিত উবাইদুল্লাহ (রাহঃ) -এর হাদীসে ব্যক্ত হয়েছে যে, তাঁরা উভয়ে (কিছু) কাতার অতিক্রম করেছেন। সম্ভবত তাঁরা ইমাম ব্যতীত মুকতাদীদের সম্মুখ দিয়ে যাতায়াত করেছেন, আর এটি মুকতাদীদের সালাতকে বিনষ্টকারী হয়নি। বস্তুত এতে ইমামের সম্মুখ দিয়ে গাধা যাতায়াতের বিধান সম্পর্কে কিছু নেই। তবে ইবন আব্বাস (রাযিঃ) সূত্রে বর্নিত সুহায়ব (রাহঃ)- এর হাদীসে ব্যক্ত হয়েছে যে, তিনি রাসূলুল্লাহ ﷺ -এর কাছ (সম্মুখ) দিয়ে যাতায়াত করেছেন এতে তিনি (সালাত) ছেড়ে দেননি। এতে বুঝা যাচ্ছে যে, ইমামের সম্মুখ দিয়ে গাধা যাতায়াত করলেও সালাতকে বিনষ্টকারী হয়না।
প্রথম দল 'আলিমদের দলীলের উত্তর
বস্তুত ইবন আব্বাস (রাযিঃ) থেকে বর্নিত হাদীস যা আমরা তাঁরই সূত্রে অনুচ্ছেদের প্রথম দিকে ইবন আবী দাউদ (রাহঃ) বর্নিত হাদীসে উল্লেখ করে এসেছি, তাতে বলা হয়েছে যে, "গাধা (যাতায়াতে) সালাত বিনষ্ট করে দেয়" এর সাথে সেই হাদীসে আরো কতিপয় বস্তুর উল্লেখ করেছেন। আর রাবী বলেছেনঃ আমার ধারণা যে, তিনি হাদীসটি সূত্র পরম্পরা রাসূলুল্লাহ ﷺ পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছেন।
অতএব এই হাদীস যা আমরা ইবন আব্বাস (রাযিঃ) সূত্রে উবাইদুল্লাহ (রাহঃ) এবং সুহায়ব (রাহঃ) থেকে বর্ণনা করছি, এটি তাঁরই সূত্রে বর্নিত ইকরামা (রাহঃ) -এর হাদীসের পরিপন্থী। অতএব আমরা জানতে চাচ্ছি দুইটির কোনটি অপরটিকে রহিত করেছে? এই বিষয়ে আমরা লক্ষ্য করে নিন্মোক্ত হাদীসকে পেয়েছিঃ
2640 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا سَعِيدُ بْنُ عَامِرٍ، وَرَوْحٌ , وَوَهْبٌ قَالُوا: ثنا شُعْبَةُ، عَنِ الْحَكَمِ، عَنْ يَحْيَى بْنِ الْجَزَّارِ، عَنْ صُهَيْبٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ: «مَرَرْتُ بِرَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , وَهُوَ يُصَلِّي , وَأَنَا عَلَى حِمَارٍ , وَمَعِي غُلَامٌ مِنْ بَنِي هَاشِمٍ فَلَمْ يَنْصَرِفْ» فَفِي حَدِيثِ عُبَيْدِ اللهِ عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا أَنَّهُمَا مَرَّا عَلَى الصَّفِّ. فَقَدْ يَجُوزُ أَنْ يَكُونَا مَرَّا عَلَى الْمَأْمُومِينَ دُونَ الْإِمَامِ , فَكَانَ ذَلِكَ غَيْرَ قَاطِعٍ عَلَى الْمَأْمُومِينَ وَلَمْ يَكُنْ فِي ذَلِكَ دَلِيلٌ عَلَى حُكْمِ مُرُورِ الْحِمَارِ بَيْنَ يَدَيِ الْإِمَامِ. وَلَكِنْ فِي حَدِيثِ صُهَيْبٍ , «عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا أَنَّهُ مَرَّ بِرَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمْ يَنْصَرِفْ» . فَدَلَّ ذَلِكَ عَلَى أَنَّ مُرُورَ الْحِمَارِ بَيْنَ يَدَيِ الْإِمَامِ أَيْضًا , غَيْرُ قَاطِعٍ لِلصَّلَاةِ. وَقَدْ رُوِيَ عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُ فِي الْحَدِيثِ الَّذِي ذَكَرْنَاهُ عَنْهُ فِي الْفَصْلِ الْأَوَّلِ مِنْ حَدِيثِ ابْنِ أَبِي دَاوُدَ أَنَّ الْحِمَارَ يَقْطَعُ الصَّلَاةَ فِي أَشْيَاءَ ذَكَرَهَا مَعَهُ فِي ذَلِكَ الْحَدِيثِ , قَالَ: وَأَحْسَبُهُ قَدْ أَسْنَدَهُ. فَهَذَا الْحَدِيثُ الَّذِي رَوَيْنَاهُ عَنْ عُبَيْدِ اللهِ وَصُهَيْبٍ , عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا , مُخَالِفٌ لِذَلِكَ , فَأَرَدْنَا أَنْ نَعْلَمَ أَيُّهَا نَسَخَ الْأَمْرَ
فَنَظَرْنَا فِي ذَلِكَ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:২৬৪১
মুসল্লীর সামনে দিয়ে যাতায়াত করা, এটা তার সালাতকে বিনষ্ট করে কিনা?
২৬৬১। আবু বাকরা (রাহঃ) ইকরামা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ "কোন জিনিস সালাতকে বিনষ্ট করে" এ বিষয়ে ইবন আব্বাস (রাযিঃ) এর নিকট উল্লেখ করা হলে লোকেরা বললঃ কুকুর এবং গাধা। এতে ইবন আব্বাস (রাযিঃ) বললেন,
আল্লাহর বানী إِلَيْهِ يَصْعَدُ الْكَلِمُ الطَّيِّبُ
- তাঁরই দিকে উত্থিত হয় পবিত্র কালাম" এটাকে তা নষ্ট করতে পারে না, তবে তা মাকরূহ।
বস্তুত এই ইবন আব্বাস (রাযিঃ) রাসূলুল্লাহ ﷺ -এর ইন্তিকালের পরে বলেছেন, গাধা সালাত বিনষ্ট করে না। এতে বুঝা যাচ্ছে ইবন আব্বাস (রাযিঃ) থেকে উবাইদুল্লাহ (রাহঃ) ও সুহায়ব (রাহঃ) -এর হাদীস তাঁরই সূত্রে এই বিষয়ে বর্নিত ইকরামা (রাযিঃ) -এর হাদীস থেকে পরবর্তী সময়ের। ফযল ইবন আব্বাস (রাযিঃ) সূত্রে নবী করীম ﷺ থেকে বর্নিত হাদীস দ্বারা বুঝা যাচ্ছে যে, গাধাও সালাত বিনষ্ট করে না।
2641 - فَإِذَا أَبُو بَكْرَةَ قَدْ حَدَّثَنَا قَالَ: ثنا مُؤَمَّلٌ , عَنْ سُفْيَانَ , قَالَ: ثنا سِمَاكٌ , عَنْ عِكْرِمَةَ , قَالَ: ذُكِرَ عِنْدَ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا مَا يَقْطَعُ الصَّلَاةَ؟ قَالُوا: الْكَلْبُ وَالْحِمَارُ. فَقَالَ ابْنُ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا: " {إِلَيْهِ يَصْعَدُ الْكَلِمُ الطَّيِّبُ} [فاطر: 10] وَمَا يَقْطَعُ هَذَا , وَلَكِنَّهُ يُكْرَهُ " فَهَذَا ابْنُ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا قَدْ قَالَ بَعْدَ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ الْحِمَارَ لَا يَقْطَعُ الصَّلَاةَ فَدَلَّ ذَلِكَ عَلَى أَنَّ مَا رَوَى عَنْهُ عُبَيْدِ اللهِ وَصُهَيْبٌ , كَانَ مُتَأَخِّرًا عَمَّا رَوَاهُ عَنْهُ عِكْرِمَةُ مِنْ ذَلِكَ. وَقَدْ رُوِيَ عَنِ الْفَضْلِ بْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا يَدُلُّ عَلَى أَنَّ الْحِمَارَ , أَيْضًا , لَا يَقْطَعُ الصَّلَاةَ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:২৬৪২
আন্তর্জাতিক নং: ২৬৪৩
মুসল্লীর সামনে দিয়ে যাতায়াত করা, এটা তার সালাতকে বিনষ্ট করে কিনা?
২৬৪২-২৬৪৩। ইবন মারযূক (রাহঃ) ...... ফযল ইবন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ ﷺ আমাদের এক প্রান্তরে এসে আমাদের সাথে সাক্ষাত করেন। আমাদের ছিল ছোট একটি কুকুর এবং একটি গাধা, যা সেখানে চরত। তিনি সেই দুইটি জন্তুকে সম্মুখে রেখে আসরের সালাত আদায় করলেন। তিনি তাদেরকে তাড়ালেন না বা পিছনে সরিয়ে দিলেন না।


ইবন মারযূক (রাহঃ) ..... মুহাম্মাদ ইবন উমর (রাহঃ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন।
2642 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا أَبُو عَاصِمٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عُمَرَ، عَنْ عَبَّاسِ بْنِ عَبْدِ اللهِ، عَنِ الْفَضْلِ بْنِ عَبَّاسٍ، رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ: «زَارَنَا رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَادِيَةٍ لَنَا , وَلَنَا كُلَيْبَةٌ وَحِمَارٌ تَرْعَيَانِ , فَصَلَّى الْعَصْرَ , وَهُمَا بَيْنَ يَدَيْهِ , فَلَمْ يُزْجَرَا , وَلَمْ يُؤَخَّرَا»

2643 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا مُعَاذُ بْنُ فَضَالَةَ، قَالَ: ثنا يَحْيَى بْنُ أَيُّوبَ، عَنْ مُحَمَّدِ بْنِ عُمَرَ بْنِ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ رَضِيَ اللهُ عَنْهُمْ , فَذَكَرَ بِإِسْنَادِهِ نَحْوَهُ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:২৬৪৪
আন্তর্জাতিক নং: ২৬৪৬
মুসল্লীর সামনে দিয়ে যাতায়াত করা, এটা তার সালাতকে বিনষ্ট করে কিনা?
২৬৪৪-২৬৪৬। মুহাম্মাদ ইবন হুমাযদ (রাহঃ) ও মুহাম্মাদ (রাহঃ) ....... মুহাম্মাদ ইবন উমর (রাহঃ) থেকে অনুরূপ উল্লেখ করেছেন। তবে তিনি বলেছেনঃ রাসূলুল্লাহ ﷺ আব্বাস (রাযিঃ) -এর সাথে সাক্ষাত করেন।
সুতরাং এই হাদীস অনুচ্ছেদের প্রথম দিকে উল্লেখিত ইবন আব্বাস (রাযিঃ) সূত্রে বর্নিত সুহায়ব (রাহঃ) ও উবাইদুল্লাহ (রাহঃ) -এর হাদীসের অনুকূলে প্রমাণিত হয়েছে।
তারপর আমরা ফিরে আসবো মুসল্লীর সম্মুখ দিয়ে কুকুর যাতায়াতের ব্যাপারে, যে এটির বিধান কী এবং তা সালাতকে বিনষ্ট করে কি না?
বস্তুত এ বিষয়ে একজন হচ্ছেন ইবন আব্বাস (রাযিঃ), যিনি রাসূলুল্লাহ ﷺ থেকে রিওয়ায়াত করেছেন যে তা (কুকুর) সালাতকে বিনষ্ট করে দেয়। আমরা এটি তারই সূত্রে এই অনুচ্ছেদের শুরুর ভাগে রিওয়ায়াত করে এসেছে। তারপর ফযল (রাযিঃ) -এর হাদীস আমরা উল্লেখ করেছি, যা এর পরিপন্থী। তারপর রাসূলুল্লাহ ﷺ -এর ইন্তিকালের পরে ইবন আব্বাস (রাযিঃ) থেকে তাঁর নিজস্ব অভিমত রিওয়ায়াত করেছি, যা তাঁরই সূত্রে ইকরামা (রাহঃ) -এর হাদীসে ব্যক্ত হয়েছে যে, নিশ্চয়ই কুকুর সালাতকে বিনষ্ট করে না। এতে প্রমাণিত হয় যে, এটি, তাঁর নিকট রহিত হয়ে গিয়েছে এবং ফযল (রাযিঃ) এ বিষয়ে নবী করীম ﷺ থেকে যে হাদীসটি রিওয়ায়াত করেছেন তা ইবন আব্বাস (রাযিঃ) কর্তৃক নবী করীম ﷺ থেকে বর্নিত হাদীস অপেক্ষা পরবর্তীকালের। তবে আবু যার (রাযিঃ) নবী করীম ﷺ থেকে রিওয়ায়াতে করেছেন যে, তিনি ﷺ কালো কুকুরকে অপরাপর কুকুর থেকে পার্থক্য করেছেন। কালো কুকুরকে সালাত বিনষ্টকারী হিসাবে সাব্যস্ত করেছেন এবং অপরাপর কুকুরের ব্যাপারে এর বিপরীত বলেছেন। রাসূলুল্লাহ ﷺ কে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেছেনঃ 'কালো (কুকুর) শয়তান'। এতে বুঝা যাচ্ছে, যে অর্থে সালাত বিনষ্ট হওয়া জরুরী হয় তা হচ্ছে কালো হওয়া, যেহেতু এটি শয়তান। আমরা তলিয়ে দেখছি এর বিরোধী কিছু আছে কি না? নিন্মোক্ত হাদীসগুলো এর বিরোধী হিসাবে বিবেচিতঃ
2644 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حُمَيْدٍ، قَالَ: ثنا عَبْدُ اللهِ بْنُ صَالِحٍ، قَالَ: حَدَّثَنِي اللَّيْثُ، عَنْ يَحْيَى بْنِ أَيُّوبَ. ح

2645 - وَحَدَّثَنَا مُحَمَّدٌ، قَالَ: ثنا ابْنُ أَبِي مَرْيَمَ، قَالَ: أنا يَحْيَى بْنُ أَيُّوبَ، قَالَ عَبْدُ اللهِ بْنُ صَالِحٍ فِي حَدِيثِهِ , عَنْ مُحَمَّدِ بْنِ عُمَرَ،. وَقَالَ ابْنُ أَبِي مَرْيَمَ فِي حَدِيثِهِ ,

2646 - قَالَ: حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عُمَرَ، ثُمَّ ذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ , غَيْرَ أَنَّهُ قَالَ: " زَارَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَبَّاسًا فَقَدْ وَافَقَ هَذَا الْحَدِيثُ , حَدِيثَ صُهَيْبٍ وَعُبَيْدِ اللهِ , عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا اللَّذَيْنِ قَدَّمْنَا ذِكْرَهُمَا فِي الْفَصْلِ الَّذِي قَبْلَ هَذَا. ثُمَّ رَجَعْنَا إِلَى حُكْمِ مُرُورِ الْكَلْبِ بَيْنَ يَدَيِ الْمُصَلِّي , كَيْفَ هُوَ؟ وَهَلْ يَقْطَعُ الصَّلَاةَ أَمْ لَا؟ . فَكَانَ أَحَدَ مَنْ رُوِيَ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ يَقْطَعُ الصَّلَاةَ , ابْنُ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا , قَدْ رَوَيْنَا ذَلِكَ عَنْهُ فِي أَوَّلِ هَذَا الْبَابِ. ثُمَّ قَدْ رَوَيْنَا فِي حَدِيثِ الْفَضْلِ الَّذِي قَدْ ذَكَرْنَا مَا قَدْ خَالَفَهُ. ثُمَّ رَوَيْنَا عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا بَعْدُ , مِنْ قَوْلِهِ بَعْدَ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حَدِيثِ عِكْرِمَةَ عَنْهُ , أَنَّ الْكَلْبَ لَا يَقْطَعُ الصَّلَاةَ. فَدَلَّ ذَلِكَ عَلَى ثُبُوتِ نَسْخِ ذَلِكَ عِنْدَهُ , وَعَلَى أَنَّ مَا رَوَاهُ الْفَضْلُ , عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ فَصَلَ بَيْنَ الْكَلْبِ الْأَسْوَدِ مِنْ غَيْرِهِ مِنَ الْكِلَابِ , فَجَعَلَ الْأَسْوَدَ يَقْطَعُ الصَّلَاةَ وَجَعَلَ مَا سِوَاهُ بِخِلَافِ ذَلِكَ , وَأَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سُئِلَ عَنْ ذَلِكَ فَقَالَ: «الْأَسْوَدُ شَيْطَانٌ» فَدَلَّ ذَلِكَ عَلَى أَنَّ الْمَعْنَى الَّذِي وَجَبَ لَهُ قَطْعُهُ إِنَّمَا هُوَ لِأَنَّهُ شَيْطَانٌ. فَأَرَدْنَا أَنَّ نَنْظُرَ هَلْ عَارَضَ ذَلِكَ شَيْءٌ؟
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:২৬৪৭
আন্তর্জাতিক নং: ২৬৪৯
মুসল্লীর সামনে দিয়ে যাতায়াত করা, এটা তার সালাতকে বিনষ্ট করে কিনা?
২৬৪৭-২৬৪৯। ইউনুস (রাহঃ) ...... আবু সাঈদ খুদরী (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ ﷺ বলেছেনঃ তোমাদের কেউ সালাত আদায়কালে সে যেন তার সম্মুখ দিয়ে অতিক্রমকারী কাউকে কস্মিনকালেও ছেড়ে না দেয় এবং যথাসম্ভব সে যেন তাকে প্রতিরোধ করে। এতে সে অস্বীকৃতি জ্ঞাপন করলে সে যেন তার সাথে লড়াই করে। যেহেতু সে হচ্ছে শয়তান।


ইবন আবী দাউদ (রাহঃ) ....... আবু সাঈদ খুদরী (রাযিঃ) সূত্রে নবী করীম ﷺ থেকে অনুরূপ বর্ণনা করেছেন।


আহমদ ইবন দাউদ (রাহঃ) ..... আবু সাঈদ (রাযিঃ) সূত্রে নবী করীম ﷺ অনুরূপ বর্ণনা করেছেন।
বস্তুত এ হাদীসে ব্যক্ত হয়েছে যে, মুসল্লীর সম্মুখ দিয়ে যে কোন যাতায়াতকারী শয়তান এবং এতে মানুষ ও কালো কুকুরের মাঝে সমতা আরোপ করা হয়েছে, যখন তারা মুসল্লীর সম্মুখ দিয়ে যাতায়াত করবে। তাঁরা ইবন উমর (রাযিঃ) সূত্রেও নবী করীম ﷺ থেকে অনুরূপ বর্ণনা করেছেনঃ
2647 - فَإِذَا يُونُسُ قَدْ حَدَّثَنَا قَالَ: أنا ابْنُ وَهْبٍ , أَنَّ مَالِكًا أَخْبَرَهُ عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ , عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ , عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا كَانَ أَحَدُكُمْ يُصَلِّي فَلَا يَدَعَنَّ أَحَدًا يَمُرُّ بَيْنَ يَدَيْهِ , وَلْيَدْرَأْهُ مَا اسْتَطَاعَ , فَإِنْ أَبَى فَلْيُقَاتِلْهُ , فَإِنَّمَا هُوَ شَيْطَانٌ»
2648 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ , قَالَ: ثنا أَبُو ظَفَرَ , قَالَ: ثنا سُلَيْمَانُ بْنُ الْمُغِيرَةِ , عَنْ حُمَيْدِ بْنِ هِلَالٍ , عَنْ أَبِي صَالِحٍ , عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ , عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ

2649 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ دَاوُدَ، قَالَ: ثنا يَعْقُوبُ بْنُ حُمَيْدٍ، قَالَ: ثنا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، عَنْ صَفْوَانَ بْنِ سُلَيْمٍ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، وَعَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي سَعِيدٍ، جَمِيعًا , عَنْ أَبِي سَعِيدٍ، رَضِيَ اللهُ عَنْهُ , عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , مِثْلَهُ فَفِي هَذَا الْحَدِيثِ: أَنَّ كُلَّ مَارٍّ بَيْنَ يَدَيِ الْمُصَلِّي شَيْطَانٌ , وَقَدْ سَوَّى فِي هَذَا بَيْنَ بَنِي آدَمَ وَبَيْنَ الْكَلْبِ الْأَسْوَدِ إِذَا مَرُّوا بَيْنَ يَدَيِ الْمُصَلِّي. وَقَدْ رَوَوْا مِثْلَ ذَلِكَ أَيْضًا , عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا , عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:২৬৫০
মুসল্লীর সামনে দিয়ে যাতায়াত করা, এটা তার সালাতকে বিনষ্ট করে কিনা?
২৬৫০। আহমদ ইবন দাউদ (রাহঃ) ...... ইবন উমর (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ ﷺ বলেছেনঃ তোমাদের কেউ যখন সালাত আদায় করবে সে যেন তার সম্মুখ দিয়ে কাউকে কখনো যাতায়াত করতে না দেয়। যদি সে অস্বীকৃতি জ্ঞাপন করে সে যেন তার সাথে লড়াই করে; কারণ তার ঐ সঙ্গীটি শয়তান।
আবু জা'ফর তাহাবী (রাহঃ) বলেনঃ এ হাদীসের অর্থ আবু সাঈদ (রাযিঃ) কর্তৃক বর্নিত হাদীসের অর্থের অনুরূপ। আর মানুষ তার মুসল্লী ভাইয়ের সম্মুখ দিয়ে যাতায়াত করা মানে তার সম্মুখ দিয়ে তার সঙ্গীটির যাতায়াত করা, সে হচ্ছে শয়তান। তারপর এ বিষয়ে ঐক্যমত রয়েছে যে, মানুষের মধ্যে কেউ কারো সালাতের সম্মুখ দিয়ে যাতায়াত করলে এতে সালাত বিনষ্ট করে না।
বস্তুত এ বিষয়টি নবী করীম ﷺ থেকে একাধিক সূত্রে বর্নিত আছেঃ
2650 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ دَاوُدَ، قَالَ: ثنا يَعْقُوبُ بْنُ حُمَيْدٍ، قَالَ: ثنا ابْنُ أَبِي فُدَيْكٍ، عَنِ الضَّحَّاكِ بْنِ عُثْمَانَ، عَنْ صَدَقَةَ، عَنِ ابْنِ عُمَرَ، رَضِيَ اللهُ عَنْهُمَا أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا كَانَ أَحَدُكُمْ يُصَلِّي , فَلَا يَدَعَنَّ أَحَدًا يَمُرُّ بَيْنَ يَدَيْهِ فَإِنْ أَبَى فَلْيُقَاتِلْهُ , فَإِنَّ مَعَهُ الْقَرِينَ - شَيْطَانٌ» . قَالَ أَبُو جَعْفَرٍ: فَمَعْنَى هَذَا مَعْنَى حَدِيثِ أَبِي سَعِيدٍ سَوَاءٌ , وَأَنَّ ابْنَ آدَمَ فِي مُرُورِهِ بَيْنَ يَدَيْ أَخِيهِ الْمُصَلِّي , مُرُورٌ لِقَرِينِهِ أَيْضًا , بَيْنَ يَدَيْهِ , وَهُوَ شَيْطَانٌ ". ثُمَّ قَدْ أُجْمِعَ عَلَى أَنَّ مُرُورَ بَنِي آدَمَ بَعْضِهِمْ بِبَعْضٍ , فِي صَلَاتِهِمْ , لَا يَقْطَعُهَا , قَدْ رُوِيَ ذَلِكَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ غَيْرِ وَجْهٍ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:২৬৫১
আন্তর্জাতিক নং: ২৬৫৩
মুসল্লীর সামনে দিয়ে যাতায়াত করা, এটা তার সালাতকে বিনষ্ট করে কিনা?
২৬৫১-২৬৫৩। ইউনুস (রাহঃ) ...... মুত্তালিব (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ আমি নবী করীম ﷺ কে বনু সাহম (গোত্র) -এর দরজার সন্নিকটে সালাত আদায় করতে দেখেছি, লোকেরা তাঁর সম্মুখ দিয়ে যাতায়াত করছিল। তাঁর এবং কিবলার মাঝখানে কোন কিছু (আড়াল) ছিল না।


আহমদ ইবন দাউদ (রাহঃ) ...... মুত্তালিব ইবন আবী ওয়াদাআ (রাযিঃ) থেকে অনুরূপ উল্লেখ করেছেন। তবে তিনি বলেছেনঃ তাঁর ও তাওয়াফের মাঝখানে 'সুতরা' (আড়াল) ছিল না। সুফইয়ান (রাহঃ) বলেন, আমি এই হাদীসটি ইবন জুরাইজ (রাহঃ) থেকে শুনার পর আমাকে কাসীর ইবন কাসীর বর্ননা করেছেন, তিনি বলেছেন, আমাকে আমার পরিবারের একজন বর্ননা করেছে এবং আমি তা আমার পিতা থেকে শুনিনি।


ইয়াযীদ ইবন সিনান (রাহঃ) ...... মুত্তালিব ইবন আবী ওয়াদাআ (রাযিঃ) নবী করীম ﷺ থেকে এরূপ বর্ননা করেছেন।
2651 - حَدَّثَنَا يُونُسُ، قَالَ: ثنا سُفْيَانُ، عَنْ كَثِيرِ بْنِ كَثِيرٍ، عَنْ بَعْضِ، أَهْلِهِ , أَنَّهُ سَمِعَ الْمُطَّلِبَ، يَقُولُ: رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي , مِمَّا يَلِي بَابَ بَنِي سَهْمٍ , وَالنَّاسُ يَمُرُّونَ بَيْنَ يَدَيْهِ , وَلَيْسَ بَيْنَهُ وَبَيْنَ الْقِبْلَةِ شَيْءٌ "

2652 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ دَاوُدَ، قَالَ: ثنا إِبْرَاهِيمُ بْنُ بَشَّارٍ، قَالَ: ثنا سُفْيَانُ، قَالَ: سَمِعْتُ ابْنَ جُرَيْجٍ، يُحَدِّثُ عَنْ كَثِيرِ بْنِ كَثِيرٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ الْمُطَّلِبِ بْنِ أَبِي وَدَاعَةَ، فَذَكَرَ مِثْلَهُ , غَيْرَ أَنَّهُ قَالَ: «لَيْسَ بَيْنَهُ وَبَيْنَ الطَّوَافِ سُتْرَةٌ» قَالَ سُفْيَانُ: فَحَدَّثَنَا كَثِيرُ بْنُ كَثِيرٍ بَعْدَمَا سَمِعْتُهُ مِنِ ابْنِ جُرَيْجٍ , قَالَ: أَخْبَرَنِي بَعْضُ أَهْلِي , وَلَمْ أَسْمَعْهُ مِنْ أَبِي

2653 - حَدَّثَنَا يَزِيدُ بْنُ سِنَانٍ، قَالَ: ثنا يَزِيدُ بْنُ هَارُونَ، قَالَ: أنا هِشَامٌ، أَرَاهُ عَنِ ابْنِ عَمِّ الْمُطَّلِبِ بْنِ أَبِي وَدَاعَةَ، عَنْ كَثِيرِ بْنِ كَثِيرِ بْنِ الْمُطَّلِبِ بْنِ أَبِي وَدَاعَةَ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِذَلِكَ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:২৬৫৪
মুসল্লীর সামনে দিয়ে যাতায়াত করা, এটা তার সালাতকে বিনষ্ট করে কিনা?
২৬৫৪। আবু বিশর আল-রকী (রাহঃ) ...... মাসরূক (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ লোকেরা আয়িশা (রাযিঃ) -এর নিকট কোন জিনিস সালাতকে বিনষ্ট করে দেয় সে বিষয়ে আলোচনা করল। তখন লোকেরা বলল, কুকুর, গাধা ও স্ত্রীলোক সালাতকে বিনষ্ট করে দেয়। এতে আয়িশা (রাযিঃ) বললেনঃ তোমরা আমাদের কে (নারীদের) কুকুর ও গাধার সমতুল্য করেছ। অথচ রাসূলুল্লাহ ﷺ খাটের মাঝখানের দিকে মুখ করে সালাত আদায় করতেন এবং আমি এতে শুয়ে থাকতাম। খাট থাকত তাঁর ও কিবলা'র মাঝখানে। আমার প্রয়োজনে যেতে চাইলে, এবং তাঁর সম্মুখে বসা আমি পছন্দ করতাম না, এজন্য নিজের গায়ের দিক দিয়ে হেচড়িয়ে বেরিয়ে পড়তাম।
2654 - حَدَّثَنَا أَبُو بِشْرٍ الرَّقِّيُّ، قَالَ: ثنا شُجَاعُ بْنُ الْوَلِيدِ، عَنْ سُلَيْمَانَ بْنِ مِهْرَانَ، عَنْ مُسْلِمِ بْنِ صُبَيْحٍ، عَنْ مَسْرُوقٍ، أَنَّهُ قَالَ: " تَذَاكَرُوا عِنْدَ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا مَا يَقْطَعُ الصَّلَاةَ , فَقَالُوا: يَقْطَعُ الصَّلَاةَ , الْكَلْبُ وَالْحِمَارُ وَالْمَرْأَةُ. فَقَالَتْ عَائِشَةُ رَضِيَ اللهُ عَنْهَا: «لَقَدْ عَدَلْتُمُونَا بِالْكِلَابِ وَالْحَمِيرِ , وَقَدْ كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي إِلَى وَسَطِ السَّرِيرِ وَأَنَا عَلَيْهِ مُضْطَجِعَةٌ , وَالسَّرِيرُ بَيْنَهُ وَبَيْنَ الْقِبْلَةِ , فَتَبْدُو لِي الْحَاجَةُ فَأَكْرَهَ أَنْ أَجْلِسَ بَيْنَ يَدَيْهِ فَأُوذِيهُ , فَأَنْسَلُّ مِنْ قِبَلِ رِجْلَيْهِ انْسِلَالًا»
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:২৬৫৫
মুসল্লীর সামনে দিয়ে যাতায়াত করা, এটা তার সালাতকে বিনষ্ট করে কিনা?
২৬৫৫। ইবন মারযূক (রাহঃ) ...... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ রাসূলুল্লাহ ﷺ সালাত আদায় করতেন, আমি তখন তাঁর ও কিবলা'র মাঝখানে বিদ্যমান থাকতাম। আমি যখন উঠতে চাইতাম তখন তাঁর সম্মুখে উঠাকে আমি পছন্দ করতাম না, এই জন্য পায়ের দিক দিয়ে সরে পড়তাম।
2655 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ , قَالَ: ثنا وَهْبٌ , وَبِشْرُ بْنُ عُمَرَ , عَنْ شُعْبَةَ , عَنْ مَنْصُورٍ , عَنْ إِبْرَاهِيمَ , عَنِ الْأَسْوَدِ , عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ: كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي وَأَنَا بَيْنَهُ , وَبَيْنَ الْقِبْلَةِ , فَإِذَا أَرَدْتُ أَنْ أَقُومَ , كَرِهْتُ أَنْ أَقُومَ بَيْنَ يَدَيْهِ , فَأَنْسَلُّ انْسِلَالًا "
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:২৬৫৬
আন্তর্জাতিক নং: ২৬৫৭
মুসল্লীর সামনে দিয়ে যাতায়াত করা, এটা তার সালাতকে বিনষ্ট করে কিনা?
২৬৫৬-২৬৫৭। সাহিল ইবন আব্দুর রহমান (রাহঃ) ও ইউনুস (রাহঃ) ....... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ আমি আমার পা রাসূলুল্লাহ ﷺ এর কিবলামুখী প্রসারিত করতাম, তখন তিনি সালাত আদায় করতাম। তিনি যখন সিজদা করতেন আমাকে ইশারা করতেন আমি পা দু'টি গুটিয়ে ফেলতাম। যখন তিনি দাঁড়াতেন আমি পা দু'টি প্রসারিত করতাম।
2656 - حَدَّثَنَا صَالِحُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ: ثنا عَبْدُ اللهِ بْنُ مَسْلَمَةَ، قَالَ: ثنا مَالِكٌ، عَنْ أَبِي النَّضْرِ، ح

2657 - وَحَدَّثَنَا يُونُسُ، قَالَ: أنا ابْنُ وَهْبٍ، وَأَشْهَبُ , عَنْ مَالِكٍ، عَنْ أَبِي النَّضْرِ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ عَائِشَةَ، رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ: «كُنْتُ أَمُدُّ رِجْلَيَّ فِي قِبْلَةِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , وَهُوَ يُصَلِّي , فَإِذَا سَجَدَ غَمَزَنِي فَرَفَعْتُهُمَا , فَإِذَا قَامَ مَدَدْتُهُمَا»
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা
হাদীস নং:২৬৫৮
মুসল্লীর সামনে দিয়ে যাতায়াত করা, এটা তার সালাতকে বিনষ্ট করে কিনা?
২৬৫৮। মুহাম্মাদ ইবন খুযায়মা (রাহঃ) ...... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ ﷺ সালাত আদায় করতেন আর তিনি (আয়িশা রা) তাঁর সম্মুখে কিবলার দিকে প্রস্থে শুয়ে থাকতেন। তিনি বিতর আদায়ের ইচ্ছা করলে নিজ পা দিয়ে তাঁকে ইশারা করতেন এবং বলতেন 'সরে যাও'।
2658 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خُزَيْمَةَ، قَالَ: ثنا عَبْدُ اللهِ بْنُ رَجَاءٍ، قَالَ: أنا زَائِدَةُ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، قَالَ: أَخْبَرَتْنِي عَائِشَةُ، رَضِيَ اللهُ عَنْهَا: أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُصَلِّي , وَهِيَ مُعْتَرِضَةٌ أَمَامَهُ فِي الْقِبْلَةِ , فَإِذَا أَرَادَ أَنْ يُوتِرَ , غَمَزَهَا بِرِجْلِهِ فَقَالَ: «تَنَحِّي»
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা
হাদীস নং:২৬৫৯
মুসল্লীর সামনে দিয়ে যাতায়াত করা, এটা তার সালাতকে বিনষ্ট করে কিনা?
২৬৫৯। ইবরাহীম ইবন মুহাম্মাদ (রাহঃ) ..... আলী ইবন আবী তালিব (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ রাসূলুল্লাহ ﷺ রাতে তাসবীহ (সালাত) আদায় করতেন এবং আয়িশা (রাযিঃ) তাঁর ও কিবলা'র মাঝখানে প্রস্থে শুয়ে থাকতেন।
2659 - حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدِ بْنِ يُونُسَ الْبَصْرِيُّ، قَالَ: ثنا الْمُقْرِئُ، قَالَ: ثنا مُوسَى بْنُ أَيُّوبَ، عَنْ عَمِّهِ، إِيَاسَ بْنِ عَامِرٍ الْغَافِقِيِّ , عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، قَالَ: «كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُسَبِّحُ مِنَ اللَّيْلِ , وَعَائِشَةُ رَضِيَ اللهُ عَنْهَا مُعْتَرِضَةٌ بَيْنَهُ وَبَيْنَ الْقِبْلَةِ»
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:২৬৬০
মুসল্লীর সামনে দিয়ে যাতায়াত করা, এটা তার সালাতকে বিনষ্ট করে কিনা?
২৬৬০। মুহাম্মাদ ইবন আমর ইবন ইউনুস (রাহঃ) ..... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ রাসূলুল্লাহ ﷺ রাতে সালাত আদায় করতেন এবং আমি তাঁর ও কিবলা'র মাঝখানে প্রস্থে বিছানায় শুয়ে থাকতাম, যাতে তিনি ও তাঁর পরিজন শয়ন করতেন। তিনি বিতর আদায়ের ইচ্ছা করলে আমাকে জাগ্রত করতেন, তখন তিনি আমি বিতর আদায় করতাম।
2660 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرِو بْنِ يُونُسَ، قَالَ: ثنا عَبْدُ اللهِ بْنُ نُمَيْرٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ: «كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي مِنَ اللَّيْلِ , وَأَنَا مُعْتَرِضَةٌ بَيْنَهُ وَبَيْنَ الْقِبْلَةِ , عَلَى الْفِرَاشِ الَّذِي يَرْقُدُ عَلَيْهِ هُوَ وَأَهْلُهُ , فَإِذَا أَرَادَ أَنْ يُوتِرَ أَيْقَظَنِي فَأُوتِرُ»
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:২৬৬১
মুসল্লীর সামনে দিয়ে যাতায়াত করা, এটা তার সালাতকে বিনষ্ট করে কিনা?
২৬৬১। ইবন মারযূক (রাহঃ) .... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, নবী করীম ﷺ সালাত আদায় করতেন আর তিনি তাঁর সম্মুখে প্রস্থে শুয়ে থাকতেন।
2661 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ , قَالَ: ثنا أَبُو عَاصِمٍ , عَنِ ابْنِ جُرَيْجٍ , قَالَ: أَخْبَرَنِي عَطَاءٌ , عَنْ عُرْوَةَ , عَنْ عَائِشَةَ «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُصَلِّي , وَهِيَ مُعْتَرِضَةٌ بَيْنَ يَدَيْهِ»
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান