শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

شرح معاني الآثار المختلفة المروية عن رسول الله صلى الله عليه وسلم في الأحكام

২. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস ২০ টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:২২১৪
আন্তর্জাতিক নং: ২২১৭
৫৩. এক কাপড়ে সালাত আদায় করা
২২১৪-২২১৭। আবু বাকরা (রাহঃ) ..... নাফি' (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, ইবন উমর (রাযিঃ) তাঁকে বালক অবস্থায় দু'টি কাপড় পরিয়ে ছিলেন, পরে তিনি মসজিদে প্রবেশ করেন। ইবন উমর (রাযিঃ) তাঁকে একটি চাদর পরে সালাত আদায় করতে দেখতে পেলেন। তিনি বললেন, তোমার কি দু'টি কাপড় নেই? তিনি বললেন, হ্যাঁ আছে। তিনি বললেন, আমি যদি তোমাকে কোন কাজের জন্য বাড়ির বাহিরে পাঠাই তখন কি তুমি দুটি কাপড় পরিধান করবে ? তিনি বললেন, অবশ্যই। পরে তিনি বললেন, আল্লাহর জন্য সুসজ্জিত হওয়া অধিক উপযোগী, না মানুষের জন্য ? নাফি' (রাহঃ) বললেন, বরং আল্লাহর জন্য। তারপর তিনি রাসূলূল্লাহ (ﷺ) থেকে অথবা উমর (রাযিঃ) থেকে তাঁর নিকট হাদীস বর্ণনা করেছেন। নাফি' (রাহঃ) বলেন, আমি এ বিষয়ে নিশ্চিতরূপে জেনেছি যে, তা তাঁদের দু'জনের একজন থেকে বর্ণিত এবং তা রাসূলুল্লাহ (ﷺ) থেকেই বর্ণিত বলে আমার ধারণা। (হাদীসটি হলো) রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমাদের কেউ যেন ইয়াহুদীদের ন্যায় শরীরে এক কাপড় পেঁচিয়ে সালাত আদায় না করে। যার দুটি কাপড় রয়েছে সে যেন একটিকে লুঙ্গি আর অপরটিকে চাদর হিসাবে পরিধান করে। আর যার দুটি কাপড় নেই সে যেন এটিকে লুঙ্গি হিসাবে ব্যবহার করে তারপর সালাত আদায় করে নেয়।

ইবন আবু দাউদ (রাহঃ) ….. নাফি' (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি অনুরূপ বর্ণনা করেছেন।

ইয়াযিদ ইবন সিনান (রাহঃ) ….. নাফি' (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, ইবন উমর (রাযিঃ) বর্ণনা করেছেন, তবে আমি অবহিত নই যে, এটিকে তিনি রাসূলুল্লাহ (ﷺ) থেকে মারফূ হিসাবে রিওয়ায়াত করেছেন, না উমর (রাযিঃ) থেকে বর্ণনা করেছেন ? এ বিষয়ে নাফি' (রাহঃ) সন্দেহ পোষণ করেছেন। তারপর তিনি প্রথম হাদীসে রাসূলুল্লাহ (ﷺ)-এর বাণী থেকে অথবা উমর (রাযিঃ) এর বাণী থেকে ইবন উমর (রাযিঃ) সূত্রে বর্ণিত নাফি' (রাহঃ) যে হাদীস বর্ণনা করেছেন অনুরূপ হাদীস উল্লেখ করেছেন।

ইবন মারযূক (রাহঃ) ….. নাফি' (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি ইবন উমর (রাযিঃ)-কে অনুরূপ বলতে শুনেছেন।
আবু জা'ফর তাহাবী (রাহঃ) বলেনঃ একদল আলিম এমত পোষণ করেন। তাঁরা সে ব্যক্তির জন্য এক কাপড়ে সালাত আদায় করাকে মাকরূহ বলেছেন, যে ব্যক্তি দুটি কাপড়ের সামর্থ্য রাখে। এবং তাঁরা শরীরে এক কাপড় পেঁচিয়ে সালাত আদায় করাকেও মাকরূহ বলেছেন। বরং তার জন্য এটিকে লুঙ্গি হিসাবে ব্যবহার করা উচিত। বস্তুত তাঁরা এ হাদীস দ্বারা দলীল উপস্থাপন করেছেন। তাঁরা বলেছেনঃ এটি রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণিত, এতে কোনরূপ সন্দেহ নেই। তাঁরা এ বিষয়ে নিম্নোক্ত হাদীসেরও উল্লেখ করেছেনঃ
بَابُ الصَّلَاةِ فِي الثَّوْبِ الْوَاحِدِ
2214 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ قَالَ: ثنا رَوْحُ بْنُ عُبَادَةَ , قَالَ: ثنا ابْنُ جُرَيْجٍ , قَالَ: أَخْبَرَنِي نَافِعٌ: أَنَّ ابْنَ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا كَسَاهُ وَهُوَ غُلَامٌ , فَدَخَلَ الْمَسْجِدَ , فَوَجَدَهُ يُصَلِّي مُتَوَشِّحًا , فَقَالَ: أَلَيْسَ لَكَ ثَوْبَانِ؟ قَالَ: بَلَى , قَالَ: أَرَأَيْتَ لَوِ اسْتَعَنْتُ بِكَ وَرَاءَ الدَّارِ , أَكُنْتَ لَابِسَهُمَا؟ قَالَ: نَعَمْ. قَالَ: فَاللهُ أَحَقُّ أَنْ تَزَّيَّنَ لَهُ أَمِ النَّاسُ؟ قَالَ نَافِعٌ: بَلِ اللهُ، فَأَخْبَرَهُ عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوْ عَنْ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ نَافِعٌ: قَدِ اسْتَيْقَنْتُ أَنَّهُ عَنْ أَحَدِهِمَا وَمَا أُرَاهُ إِلَّا عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا يَشْتَمِلْ أَحَدُكُمْ فِي الصَّلَاةِ اشْتِمَالَ الْيَهُودِ , مَنْ كَانَ لَهُ ثَوْبَانِ فَلْيَتَّزِرْ وَلْيَرْتَدِ , وَمَنْ لَمْ يَكُنْ لَهُ ثَوْبَانِ فَلْيَتَّزِرْ ثُمَّ لِيُصَلِّ»

2215 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا عَبْدُ اللهِ بْنُ عَبْدِ الْوَهَّابِ الْحَجَبِيُّ، قَالَ: ثنا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، فَذَكَرَ بِإِسْنَادِهِ , مِثْلَهُ سَوَاءٌ

2216 - حَدَّثَنَا يَزِيدُ بْنُ سِنَانٍ، قَالَ: ثنا شَيْبَانُ بْنُ فَرُّوخَ، قَالَ: ثنا جَرِيرُ بْنُ حَازِمٍ، عَنْ نَافِعٍ، قَالَ: حَدَّثَنَا ابْنُ عُمَرَ، رَضِيَ اللهُ عَنْهُمَا , فَلَا أَدْرِي أَرَفَعَهُ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوْ حَدَّثَ بِهِ عَنْ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُ شَكَّ نَافِعٌ , ثُمَّ ذَكَرَ مِثْلَ مَا حَدَّثَ بِهِ نَافِعٌ , عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا مِنْ كَلَامِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , أَوْ كَلَامِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُ فِي الْحَدِيثِ الْأَوَّلِ

2217 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا وُهَيْبٌ، قَالَ: ثنا أُبَيٌّ، قَالَ: سَمِعْتُ نَافِعًا، قَالَ: سَمِعْتُ ابْنَ عُمَرَ، رَضِيَ اللهُ عَنْهُمَا فَذَكَرَ مِثْلَهُ قَالَ أَبُو جَعْفَرٍ: فَذَهَبَ إِلَى هَذَا قَوْمٌ , فَكَرِهُوا الصَّلَاةَ فِي ثَوْبٍ وَاحِدٍ لِمَنْ كَانَ قَادِرًا عَلَى ثَوْبَيْنِ , وَكَرِهُوا الصَّلَاةَ لِمَنْ لَمْ يَكُنْ قَادِرًا إِلَّا عَلَى ثَوْبٍ وَاحِدٍ , مُشْتَمِلًا بِهِ مُلْتَحِفًا , قَالُوا: وَلَكِنْ يَنْبَغِي لَهُ أَنْ يَتَّزِرَ بِهِ. وَاحْتَجُّوا بِهَذَا الْحَدِيثِ وَقَالُوا: هُوَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا شَكَّ فِيهِ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:২২১৮
এক কাপড়ে সালাত আদায় করা
২২১৮। ইবন আবু দাউদ (রাহঃ) ..... ইবন উমর (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমাদের কেউ যখন সালাত আদায় করবে সে যেন দু'কাপড় পরিধান করে। যেহেতু আল্লাহ অধিক উপযোগী যে, তাঁর জন্য সাজসজ্জা করা হয়। আর তার যদি দুটি কাপড় না থাকে তবে সে যেন সালাত আদায়কালে এটিকে লুঙ্গি হিসাবে ব্যবহার করে। তোমাদের কেউ যেন ইয়াহুদীদের ন্যায় শরীরে এক কাপড় পেঁচিয়ে সালাত আদায় না করে।
2218 - وَذَكَرُوا فِي ذَلِكَ مَا حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ , قَالَ: ثنا زُهَيْرُ بْنُ عَبَّادٍ , قَالَ: ثنا حَفْصُ بْنُ مَيْسَرَةَ , عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ عَنْ نَافِعٍ , عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا صَلَّى أَحَدُكُمْ فَلْيَلْبَسْ ثَوْبَيْهِ , فَإِنَّ اللهَ أَحَقُّ مَنْ يُزَّيَّنَ لَهُ , فَإِنْ لَمْ يَكُنْ لَهُ ثَوْبَانِ , فَلْيَتَّزِرْ إِذَا صَلَّى , وَلَا يَشْتَمِلُ أَحَدُكُمْ فِي صَلَاتِهِ اشْتِمَالَ الْيَهُودِ»
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:২২১৯
এক কাপড়ে সালাত আদায় করা
২২১৯। ইবন আবু দাউদ (রাহঃ) ….. ইবন উমর (রাযিঃ) সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ তোমাদের কেউ যখন সালাত আদায় করবে সে যেন (দু'কাপড়ের) একটিকে লুঙ্গি, অপরটিকে চাদর হিসাবে ব্যবহার করে।
বস্তুত এই মুসা ইবন উব্বা (রাহঃ) নাফি' (রাহঃ)-এর বিশিষ্ট এবং প্রথম যুগের শিষ্যদের অন্তর্ভুক্ত ছিলেন। তিনি নাফি' (রাহঃ) থেকে আর নাফি' (রাহঃ) ইবন উমর (রাযিঃ) সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণনা করেছেন এবং তিনি, (এতে কোনরূপ) সন্দেহ করেননি। আর এ বিষয়ে তাওবা আম্বরী (রাহঃ) উক্ত মতের অনুকূলে মত ব্যক্ত করেছেন।
তাদেরকে বলা হবেঃ ইবন উমর (রাযিঃ) থেকে নাফি (রাহঃ) ব্যতীত অন্যরাও এ রিওয়ায়াত করেছেন। আর তারা এটিকে ইবন উমর (রাযিঃ) সূত্রে উমর (রাযিঃ) থেকে বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ (ﷺ) থেকে নয়।
2219 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ , قَالَ: ثنا عُبَيْدِ اللهِ بْنُ مُعَاذٍ , قَالَ: ثنا أُبَيٌّ , قَالَ: ثنا شُعْبَةُ , عَنْ تَوْبَةَ الْعَنْبَرِيِّ , عَنْ نَافِعٍ , عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: «إِذَا صَلَّى أَحَدُكُمْ فَلْيَتَّزِرْ وَلْيَرْتَدِ» قَالَ: فَهَذَا مُوسَى بْنُ عُقْبَةَ , وَهُوَ مِنْ جُلَّةِ أَصْحَابِ نَافِعٍ وَقُدَمَائِهِمْ , فَذَكَرَ ذَلِكَ عَنْ نَافِعٍ , عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا , عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , وَلَمْ يَشُكَّ وَوَافَقَهُ عَلَى ذَلِكَ , تَوْبَةُ الْعَنْبَرِيُّ. قِيلَ لَهُمْ: فَقَدْ رَوَى عَنِ ابْنِ عُمَرَ غَيْرُ نَافِعٍ , فَذَكَرَهُ عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا لَا عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:২২২০
এক কাপড়ে সালাত আদায় করা
২২২০। ইবন আবু দাউদ (রাহঃ) ..... সালিম ইবন আব্দুল্লাহ (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, আব্দুল্লাহ ইবন উমর (রাযিঃ) বলেছেনঃ উমর ইবন খাত্তাব এক ব্যক্তিকে শরীরে এক কাপড় পেঁচিয়ে সালাত আদায় করতে দেখলেন। সে সালাম ফিরালে উমর (রাযিঃ) তাকে বললেনঃ তোমাদের কেউ যেন এক কাপড় পেঁচিয়ে সালাত আদায় না করে এবং ইয়াহুদীদের সাথে সাদৃশ্য গ্রহণ না করে। তোমাদের কারো যদি শুধু মাত্র একটি কাপড় থাকে তাহলে সে যেন এটিকে লুঙ্গি হিসাবে ব্যবহার করে।
বস্তুত এই রাবী সালিম (রাহঃ) নাফি' (রাহঃ) অপেক্ষা অধিক নির্ভরযোগ্য ও স্মৃতিশক্তির অধিকারী। তিনি এ হাদীসটিকে ইবন উমর (রাযিঃ) সূত্রে উমর (রাযিঃ) থেকে মাউকুফ হিসাবে রিওয়ায়াত করেছেন। রাসূলুল্লাহ (ﷺ) থেকে মারফূ হিসাবে নয়। অতএব এ হাদীসটি উমর (রাযিঃ) থেকে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণিত হয়নি। আর এ হাদীসটিই ইমাম মালিক (রাহঃ) তাঁর উক্তিরূপে বর্ণনা করেছেন। এতে কিন্তু তিনি রাসূলুল্লাহ (ﷺ) অথবা উমর (রাযিঃ)-এর উল্লেখ করেননি।
2220 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا عَبْدُ اللهِ بْنُ صَالِحٍ، قَالَ: حَدَّثَنِي اللَّيْثُ، قَالَ: حَدَّثَنِي عُقَيْلٌ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ: أَخْبَرَنِي سَالِمُ بْنُ عَبْدِ اللهِ، أَنَّ عَبْدَ اللهِ بْنَ عُمَرَ، رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ: " رَأَى عُمَرُ بْنُ الْخَطَّابِ رَضِيَ اللهُ عَنْهُ رَجُلًا يُصَلِّي , مُلْتَحِفًا , فَقَالَ لَهُ عُمَرُ رَضِيَ اللهُ عَنْهُ حِينَ سَلَّمَ: «لَا يُصَلِّيَنَّ أَحَدُكُمْ مُلْتَحِفًا , وَلَا تَشَبَّهُوا بِالْيَهُودِ , فَإِنْ لَمْ يَكُنْ لِأَحَدِكُمْ إِلَّا ثَوْبٌ وَاحِدٌ , فَلْيَتَّزِرْ بِهِ» فَهَذَا سَالِمٌ , وَهُوَ أَثْبَتُ مِنْ نَافِعٍ وَأَحْفَظُ , إِنَّمَا رَوَى ذَلِكَ عَنِ ابْنِ عُمَرَ , عَنْ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُ لَا عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَصَارَ هَذَا الْحَدِيثُ عَنْ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُ , لَا عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. وَرَوَاهُ مَالِكٌ , عَنْ نَافِعٍ , عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا مِنْ قَوْلِهِ , وَلَمْ يَذْكُرْ فِيهِ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , وَلَا عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:২২২১
এক কাপড়ে সালাত আদায় করা
২২২১। মুহাম্মাদ ইবন খুযায়মা (রাহঃ) …… ইবন উমর (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি নাফি' (রাহঃ)-কে দু'টি কাপড় পরিয়ে দিয়েছিলেন। কিন্তু তিনি দাঁড়িয়ে এক কাপড়ে সালাত আদায় করেন। এতে ইবন উমর (রাযিঃ) তাঁর উপর বিরক্ত হলেন এবং বললেন, এরূপ কাজ থেকে বিরত থাকা বাঞ্ছনীয়। যেহেতু আল্লাহ তা'আলার জন্য সাজসজ্জা করা অধিক উপযোগী।
এ বিষয়ে অপরাপর আলিমগণ বিরোধিতা করে বলেছেনঃ এক কাপড়ে সালাত আদায় করাতে কোনরূপ অসুবিধা নেই । এ বিষয়ে তাঁরা দলীল হিসেবে নিম্নোক্ত হাদীস পেশ করেনঃ
2221 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خُزَيْمَةَ، قَالَ: ثنا يَحْيَى بْنُ عَبْدِ اللهِ بْنِ بُكَيْرٍ، قَالَ: ثنا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، رَضِيَ اللهُ عَنْهُمَا أَنَّهُ كَسَا نَافِعًا ثَوْبَيْنِ , فَقَامَ يُصَلِّي فِي ثَوْبٍ وَاحِدٍ فَعَابَ ذَلِكَ عَلَيْهِ وَقَالَ: «احْذَرْ ذَلِكَ فَإِنَّ اللهَ أَحَقُّ أَنْ يُتَجَمَّلَ لَهُ» وَخَالَفَ فِي ذَلِكَ آخَرُونَ , فَقَالُوا: لَا بَأْسَ بِالصَّلَاةِ فِي ثَوْبٍ وَاحِدٍ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:২২২২
আন্তর্জাতিক নং: ২২২৮
এক কাপড়ে সালাত আদায় করা
২২২২-২২২৮। মুহাম্মাদ ইবন আমর ইবন ইউনুস (রাহঃ) ….. আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ জনৈক ব্যক্তি দাঁড়িয়ে বলল, হে আল্লাহর রাসূল! এক কাপড়ে সালাত আদায় করা যায় ? তিনি বললেন, তোমরা কি সকলে দু’কাপড়ের সামর্থ্য রাখ?

আবু বাকরা (রাহঃ) এবং আলী ইবন মা'বাদ (রাহঃ) ….. আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন।

আবু বাকরা (রাহঃ) ….. আবু সালামা ইবন আব্দুর রহমান (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, আবু হুরায়রা (রাযিঃ) রাসূলুল্লাহ (ﷺ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন। আবু হুরায়রা (রাযিঃ) বলেছেনঃ আমি কসম খেয়ে বলছি, আমি অবশ্যই আমার কাপড় আলনায় রেখে এক কাপড়ে সালাত আদায় করব।

ইউনুস (রাহঃ) .... ইবন শিহাব (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি অনুরূপ বর্ণনা করেছেন; কিন্তু তিনি আবু হুরায়রা (রাযিঃ)-এর উক্তির উল্লেখ করেননি।

হুসাইন ইবন নসর (রাহঃ) ..... আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।

হুসাইন ইবন নসর (রাহঃ) ..... তালক (রাযিঃ) সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
2222 - وَاحْتَجُّوا فِي ذَلِكَ بِمَا حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرِو بْنِ يُونُسَ , قَالَ: ثنا أَبُو مُعَاوِيَةَ , عَنْ عَاصِمٍ , عَنِ ابْنِ سِيرِينَ , عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ , قَالَ: قَامَ رَجُلٌ فَقَالَ: يَا رَسُولَ اللهِ , أَيُصَلَّى فِي ثَوْبٍ وَاحِدٍ؟ فَقَالَ: «أَوَكُلُّكُمْ يَجِدُ ثَوْبَيْنِ»

2223 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ , قَالَ: ثنا وَهْبٌ ح

2224 - وَحَدَّثَنَا عَلِيُّ بْنُ سَعِيدٍ , قَالَ: ثنا عَبْدُ اللهِ بْنُ بُكَيْرٍ , قَالَا: ثنا هِشَامُ بْنُ حَسَّانَ , عَنْ مُحَمَّدٍ , عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلُهُ

2225 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا رَوْحُ بْنُ عُبَادَةَ، قَالَ: ثنا ابْنُ جُرَيْجٍ، وَمَالِكٌ , وَمُحَمَّدُ بْنُ أَبِي حَفْصَةَ , قَالُوا: أنا ابْنُ شِهَابٍ , عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ حَدَّثَهُ عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ. قَالَ أَبُو هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ: فَلَعَمْرِي إِنِّي لَأَتْرُكُ ثِيَابِي فِي الْمِشْجَبِ وَأُصَلِّي فِي الثَّوْبِ الْوَاحِدِ

2226 - حَدَّثَنَا يُونُسُ، قَالَ: أنا ابْنُ وَهْبٍ، أَنَّ مَالِكًا، حَدَّثَهُ عَنِ ابْنِ شِهَابٍ، فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ , وَلَمْ يَذْكُرْ قَوْلَ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ

2227 - حَدَّثَنَا حُسَيْنُ بْنُ نَصْرٍ، قَالَ: سَمِعْتُ يَزِيدَ بْنَ هَارُونَ، قَالَ: أنا مُحَمَّدُ بْنُ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، رَضِيَ اللهُ عَنْهُ , عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ

2228 - حَدَّثَنَا حُسَيْنُ بْنُ نَصْرٍ، قَالَ: ثنا يُوسُفُ بْنُ عَدِيٍّ، قَالَ: ثنا مُلَازِمُ بْنُ عَمْرٍو، عَنْ عَبْدِ اللهِ بْنِ بَدْرٍ، عَنْ قَيْسِ بْنِ طَلْقٍ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:২২২৯
এক কাপড়ে সালাত আদায় করা
২২২৯। ইবন আবু দাউদ (রাহঃ) ….. তালক (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট উপস্থিত ছিলেন। তখন তাঁকে জনৈক ব্যক্তি এক কাপড়ে সালাত আদায়কারী ব্যক্তির ব্যাপারে প্রশ্ন করল। তিনি তাকে কিছু বললেন না। যখন সালাত কায়িম হতে লাগল তখন রাসূলুল্লাহ (ﷺ) নিজের উভয় কাপড় একত্রিত করলেন এবং এতে সালাত আদায় করলেন।
2229 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا أَبُو سَلَمَةَ مُوسَى بْنُ إِسْمَاعِيلَ , قَالَ: ثنا أَبَانُ بْنُ يَزِيدَ، قَالَ: ثنا يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، عَنْ عُثْمَانَ بْنِ خُثَيْمٍ، عَنْ قَيْسِ بْنِ طَلْقٍ، عَنْ أَبِيهِ: «أَنَّهُ شَهِدَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَسَأَلَهُ رَجُلٌ , عَنِ الرَّجُلِ يُصَلِّي فِي ثَوْبٍ وَاحِدٍ , فَلَمْ يَقُلْ لَهُ شَيْئًا , فَلَمَّا أُقِيمَتِ الصَّلَاةُ قَارَنَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ ثَوْبَيْهِ , فَصَلَّى فِيهِمَا»
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:২২৩০
এক কাপড়ে সালাত আদায় করা
২২৩০। রবীউল মুয়াযযিন (রাহঃ) ..... কা'কা ইবন হাকীম (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমরা জাবির (রাযিঃ) এর নিকট গেলাম (দেখলাম) তিনি এক কাপড়ে সালাত আদায় করছেন, অথচ তাঁর জামা এবং চাদর আলনায় লটকানো। তিনি সালাত শেষে আল্লাহর কসম করে বললেন, আমি এমনটি শুধুমাত্র তোমাদের জন্য করেছি। রাসূলুল্লাহ (ﷺ)-কে এক কাপড়ে সালাত আদায় করা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে, তিনি বলেছেন, হ্যাঁ আদায় করা যাবে। এবং তোমাদের দু'টি কাপড় কখন হবে?
2230 - حَدَّثَنَا رَبِيعٌ الْمُؤَذِّنُ، قَالَ: ثنا أَسَدٌ، قَالَ: ثنا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنِ الْمَقْبُرِيِّ، عَنِ الْقَعْقَاعِ بْنِ حَكِيمٍ، قَالَ: دَخَلْنَا عَلَى جَابِرِ بْنِ عَبْدِ اللهِ وَهُوَ يُصَلِّي فِي ثَوْبٍ وَاحِدٍ , وَقَمِيصُهُ وَرِدَاؤُهُ فِي الْمِشْجَبِ , فَلَمَّا انْصَرَفَ قَالَ: أَمَا وَاللهِ مَا صَنَعْتُ هَذَا إِلَّا مِنْ أَجْلِكُمْ , إِنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سُئِلَ عَنِ الصَّلَاةِ فِي ثَوْبٍ وَاحِدٍ , فَقَالَ: «نَعَمْ , وَمَتَى يَكُونُ لِأَحَدِكُمْ ثَوْبَانِ؟»
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:২২৩১
এক কাপড়ে সালাত আদায় করা
২২৩১। আবু বাকরা (রাহঃ) ..... সালিমের পিতা (ইবন উমর) সূত্রে অনুরূপ বর্ণনা করেন, যেরূপ জাবির (রাযিঃ) রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণনা করেছেন। এভাবে ইবন উমর (রাযিঃ) রাসূলুল্লাহ (ﷺ) থেকে এক কাপড়ে সালাত আদায়ের বৈধতা রিওয়ায়াত করেছেন।
2231 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا رَوْحٌ، قَالَ: ثنا زَمْعَةُ بْنُ صَالِحٍ، قَالَ: سَمِعْتُ ابْنَ شِهَابٍ، يُحَدِّثُ عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَ مَا ذَكَرَ جَابِرٌ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَهَذَا ابْنُ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا قَدْ رَوَى عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِبَاحَةَ الصَّلَاةِ فِي ثَوْبٍ وَاحِدٍ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:২২৩২
এক কাপড়ে সালাত আদায় করা
২২৩২। আবু বাকরা (রাহঃ) ..... উমর ইবন আবী সালামা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি উম্মু সালামা (রাযিঃ) থেকে বর্ণনা করেন.যে, তিনি উম্মে সালামা (রাযিঃ) এর গৃহে রাসূলুল্লাহ (ﷺ) -কে এক কাপড়ে সালাত আদায় করতে দেখেছেন।

ইবন আবু দাউদ (রাহঃ) উমর ইবন আবি সালামা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) -কে এক কাপড়ে শরীর পেঁচিয়ে সালাত আদায় করতে দেখেছি ।
2232 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا أَبُو دَاوُدَ، قَالَ: ثنا شُعْبَةُ، قَالَ: أنا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عُمَرَ بْنِ أَبِي سَلَمَةَ «أَنَّهُ رَأَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي فِي ثَوْبٍ وَاحِدٍ , فِي بَيْتِ أُمِّ سَلَمَةَ رَضِيَ اللهُ عَنْهَا»
حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ , قَالَ: ثنا ابْنُ أَبِي مَرْيَمَ , وَعَبْدُ اللهِ بْنُ صَالِحٍ , قَالَا: ثنا اللَّيْثُ , عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ , عَنْ أَبِي أُمَامَةَ بْنِ سَهْلٍ , عَنْ عُمَرَ بْنِ أَبِي سَلَمَةَ , قَالَ: «رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي فِي ثَوْبٍ وَاحِدٍ , مُلْتَحِفًا بِهِ»
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:২২৩৩
এক কাপড়ে সালাত আদায় করা
২২৩৩। ইবন আবী দাউদ (রাহঃ) ..... সালমা ইবন আকওয়া (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ আমি বললাম, হে আল্লাহর রাসূল! আমি শিকারের জন্য যাই, আমি কি (সেখানে) এক জামা পরে সালাত আদায় করতে পারব? তিনি বললেন, হ্যাঁ, এটিকে কাঁটা দিয়ে হলেও আটকিয়ে দিবে।
বস্তুত এ হাদীস গুলোতে এক কাপড়ে সালাত আদায়ের বৈধতা ব্যক্ত হয়েছে। এগুলো সেই সমস্ত হাদীসের সাথে বিরোধপূর্ণ যেগুলোতে এক কাপড়ে সালাত আদায় নিষেধ করা হয়েছে। এতে বুঝা যাচ্ছে যে, দু'কাপড় থাকা এবং না থাকা (উভয়) অবস্থায় এক কাপড়ে সালাত আদায় করতে কোনরূপ অসুবিধা নেই। কারণ প্রশ্নকারী রাসূলুল্লাহ (ﷺ) -কে প্রশ্ন করেছেঃ আমাদের কেউ কি এক কাপড়ে সালাত আদায় করতে পারবে ? রাসূলুল্লাহ (ﷺ) তাকে সাধারণ উত্তর প্রদান করে বলেছেন, তোমাদের সকলে কি দুটি কাপড়ের সামর্থ্য রাখে। অর্থাৎ যদি এক কাপড়ে সালাত আদায় করা মাকরূহ হয় তাহলে যে ব্যক্তি একাধিক কাপড়ের সামর্থ্য রাখেনা তার জন্যও মাকরূহ হবে। অতএব তাঁর এ উত্তর দ্বারা বুঝা গেল যে, দু' কাপড়ের অধিকারী ব্যক্তির এক কাপড়ে সালাত আদায় করার বিধান ঐ ব্যক্তির অনুরূপ যে একাধিক কাপড়ের সামর্থ্য না রেখে এক কাপড়ের সালাত আদায় করে।
তাহাবী (রাহঃ)-এর যুক্তিভিত্তিক দলীল
অতঃপর আমরা এক কাপড়ে সালাত আদায় কিভাবে করা বাঞ্ছনীয় এর দিকে নজর দেয়ার ইচ্ছা পোষণ করছি। এটি কি শরীর পেঁচিয়ে সালাত আদায় করবে না তা লুঙ্গি হিসেবে ব্যবহার করবে। এ বিষয়ে আমরা লক্ষ্য করেছিঃ
2233 - حَدَّثَنَا: ابْنُ أَبِي دَاوُدَ , قَالَ: ثنا ابْنُ أَبِي قَبِيلَةَ , قَالَ: أنا الدَّرَاوَرْدِيُّ , عَنْ مُوسَى بْنِ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ , عَنْ أَبِيهِ , عَنْ سَلَمَةَ بْنِ الْأَكْوَعِ , قَالَ: قُلْتُ يَا رَسُولَ اللهِ إِنِّي أُعَالِجُ الصَّيْدَ , أَفَأُصَلِّي فِي الْقَمِيصِ الْوَاحِدِ؟ قَالَ: «نَعَمْ , وَزِرَّهُ وَلَوْ بِشَوْكَةٍ» فَفِي هَذِهِ الْآثَارِ إِبَاحَةُ الصَّلَاةِ فِي ثَوْبِ الْوَاحِدِ , فَذَلِكَ يُضَادُّ مَا مَنَعَ الصَّلَاةَ فِي ثَوْبٍ وَاحِدٍ , وَيَدُلُّ أَنَّ ذَلِكَ لَا بَأْسَ بِهِ عَلَى حَالِ الْوُجُودِ وَحَالِ الْإِعْوَازِ. وَذَلِكَ " أَنَّ السَّائِلَ سَأَلَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيُصَلِّي أَحَدُنَا فِي ثَوْبٍ وَاحِدٍ؟ فَأَجَابَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جَوَابًا مُطْلَقًا فَقَالَ: «أَوَكُلُّكُمْ يَجِدُ ثَوْبَيْنِ؟» أَيْ لَوْ كَانَتِ الصَّلَاةُ مَكْرُوهَةً فِي الثَّوْبِ الْوَاحِدِ , لَكُرِهَتْ لِمَنْ لَا يَجِدُ إِلَّا ثَوْبًا وَاحِدًا فَفِي جَوَابِهِ ذَلِكَ , مَا يَدُلُّ عَلَى أَنَّ حُكْمَ الصَّلَاةِ فِي الثَّوْبِ الْوَاحِدِ لِمَنْ يَجِدُ الثَّوْبَيْنِ , كَهُوَ فِي الصَّلَاةِ فِي الثَّوْبِ الْوَاحِدِ , لِمَنْ لَا يَجِدُ غَيْرَهُ. ثُمَّ أَرَدْنَا أَنَّ نَنْظُرَ كَيْفَ يَنْبَغِي أَنْ يَفْعَلَ بِالثَّوْبِ الْوَاحِدِ الَّذِي يُصَلَّى فِيهِ , أَيَشْتَمِلُ بِهِ أَوْ يَتَّزِرُ؟ فَنَظَرْنَا فِي ذَلِكَ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:২২৩৪
আন্তর্জাতিক নং: ২২৩৬
এক কাপড়ে সালাত আদায় করা
২২৩৪-২২৩৬। ইবন মারযূক (রাহঃ) ..... উম্মু হানী বিনত আবু তালিব (রাযিঃ) থেকে একট দীর্ঘ হাদীসে বর্ণনা করেছেন যে, তিনি বলেছেন, তারপর রাসূলুল্লাহ (ﷺ) ফাতিমা (রাযিঃ) কে গোসলের পানি ঢেলে দেয়ার জন্য নির্দেশ করেন। তিনি তাঁর জন্য পানি ঢাললে তিনি গোসল করেন, তারপর তিনি এক কাপড়ে কয়েক রাক'আত সালাত আদায় করেন, যার দু'প্রান্ত তার উভয় কাঁধের উপর আড়াআড়িভাবে ছিল।

মুহাম্মাদ ইবন খুযায়মা (রাহঃ) আবু মুররা (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি সালাত বিষয়ে অনুরূপ উল্লেখ করেছেন, এবং বলেছেন, আট রাক'আত সালাত'।

ইউনুস (রাহঃ) .....আবু মুররা (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, উম্মু হানী বিনত আবু তালিব (রাযিঃ) তাঁকে রাসূলুল্লাহ (ﷺ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন।
2234 - فَإِذَا ابْنُ مَرْزُوقٍ قَدْ حَدَّثَنَا قَالَ: ثنا أَبُو عَامِرٍ الْعَقَدِيُّ , قَالَ: ثنا ابْنُ أَبِي ذِئْبٍ , عَنِ الْمَقْبُرِيِّ , عَنْ أَبِي مُرَّةَ مَوْلَى عَقِيلِ بْنِ أَبِي طَالِبٍ , عَنْ أُمِّ هَانِئٍ بِنْتِ أَبِي طَالِبٍ رَضِيَ اللهُ عَنْهُمْ , فِي حَدِيثٍ طَوِيلٍ قَالَتْ: «فَأَمَرَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاطِمَةَ فَسَكَبَتْ لَهُ غِسْلًا فَاغْتَسَلَ , ثُمَّ صَلَّى فِي ثَوْبٍ وَاحِدٍ , مُخَالِفًا بَيْنَ طَرَفَيْهِ رَكَعَاتٍ»

2235 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خُزَيْمَةَ، قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ الْأَنْصَارِيُّ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، قَالَ: ثنا إِبْرَاهِيمُ بْنُ عَبْدِ اللهِ بْنِ حُنَيْنٍ، عَنْ أَبِي مُرَّةَ، فَذَكَرَ بِإِسْنَادِهِ فِي الصَّلَاةِ مِثْلَهُ , وَقَالَ: ثَمَانِ رَكَعَاتٍ

2236 - حَدَّثَنَا يُونُسُ , قَالَ: أنا ابْنُ وَهْبٍ , أَنَّ مَالِكًا حَدَّثَهُ , عَنْ مُوسَى بْنِ مَيْسَرَةَ , وَأَبِي النَّضْرِ , مَوْلَى عُمَرَ بْنِ عُبَيْدِ اللهِ , أَنَّ أَبَا مُرَّةَ أَخْبَرَهُمَا أَنَّ أُمَّ هَانِئٍ بِنْتَ أَبِي طَالِبٍ رَضِيَ اللهُ عَنْهَا أَخْبَرَتْهُ عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:২২৩৭
এক কাপড়ে সালাত আদায় করা
২২৩৭। রবি'উল মু'আযযিন (রাহঃ) …… সাঈদ ইবন আবু হিন্দ (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, আবু মুররা (রাহঃ) তাঁকে বর্ণনা করেছেন। তারপর তিনি অনুরূপ উল্লেখ করেছেন।
2237 - حَدَّثَنَا رَبِيعٌ الْمُؤَذِّنُ، قَالَ: ثنا شُعَيْبُ بْنُ اللَّيْثِ، قَالَ: ثنا اللَّيْثُ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي هِنْدٍ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، حَدَّثَهُ , ثُمَّ، ذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:২২৩৮
এক কাপড়ে সালাত আদায় করা
২২৩৮। মুহাম্মাদ ইবন আলী ইবন মুহরিয (রাহঃ) ….. ইবন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে দেখেছি, তিনি হাযরামাউত দেশীয় তাঁর চাদর গায়ে দিয়ে সালাত আদায় করছেন, যা শরীরে পেঁচানো ছিল এবং এর উপর অন্য কোন কাপড় ছিল না।
2238 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَلِيِّ بْنِ مُحْرِزٍ، قَالَ: ثنا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ، قَالَ: ثنا أَبِي، عَنِ ابْنِ إِسْحَاقَ، قَالَ: حَدَّثَنِي سَلَمَةُ بْنُ كُهَيْلٍ، وَمُحَمَّدُ بْنُ الْوَلِيدِ , عَنْ كُرَيْبٍ مَوْلَى ابْنِ عَبَّاسٍ , عَنِ ابْنِ عَبَّاسٍ، رَضِيَ اللهُ عَنْهُمَا , قَالَ: «رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي فِي بُرْدٍ لَهُ حَضْرَمِيٍّ , مُتَوَشِّحًا بِهِ , مَا عَلَيْهِ غَيْرُهُ»
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:২২৩৯
এক কাপড়ে সালাত আদায় করা
২২৩৯। রবি'উল জীযী (রাহঃ) ….. আম্মার ইবন ইয়াসীর (রাযিঃ)-এর পুত্র থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমার পিতা (আম্মার) বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) এক কাপড় পেঁচিয়ে আমাদের ইমামতি করেছেন।
2239 - حَدَّثَنَا رَبِيعٌ الْجِيزِيُّ، قَالَ: ثنا أَحْمَدُ بْنُ عَبْدِ اللهِ بْنِ يُونُسَ، قَالَ: ثنا يَعْلَى بْنُ الْحَارِثِ الْمُحَارِبِيُّ، قَالَ: سَمِعْتُ غَيْلَانَ بْنَ جَامِعٍ، يُحَدِّثُ عَنْ إِيَاسِ بْنِ سَلَمَةَ بْنِ الْأَكْوَعِ، عَنِ ابْنٍ لَعَمَّارَ بْنِ يَاسِرٍ، قَالَ: قَالَ أَبَيِ: «أَمَّنَا رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي ثَوْبٍ وَاحِدٍ , مُتَوَشِّحًا بِهِ»
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:২২৪০
এক কাপড়ে সালাত আদায় করা
২২৪০। আবু বাকরা (রাহঃ) ..... জাবির (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমাকে আবু সাঈদ (রাযিঃ) হাদীস বর্ণনা করেছেন যে, তিনি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট গিয়েছেন এবং তাঁকে এক কাপড় পেঁচিয়ে সালাত আদায় করতে দেখেছেন।
2240 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ , قَالَ: ثنا يَحْيَى بْنُ حَمَّادٍ , قَالَ: ثنا أَبُو عَوَانَةَ , عَنْ سُلَيْمَانَ , قَالَ: ثنا أَبُو سُفْيَانَ , عَنْ جَابِرٍ قَالَ: حَدَّثَنِي أَبُو سَعِيدٍ رَضِيَ اللهُ عَنْهُ «أَنَّهُ دَخَلَ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , فَرَآهُ يُصَلِّي فِي ثَوْبٍ وَاحِدٍ , مُتَوَشِّحًا بِهِ»
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:২২৪১
এক কাপড়ে সালাত আদায় করা
২২৪১। ইবরাহীম ইবন মুনকিয (রাহঃ) .... আমর ইবন হারিস (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, আবুয যুবাইর মক্কী (রাহঃ) তাঁকে খবর দিয়েছেন যে, তিনি জাবির ইবন আব্দুল্লাহ্ (রাযিঃ)-এর নিকট প্রবেশ করেছেন আর তিনি এক কাপড় পেঁচিয়ে সালাত আদায় করছিলেন অথচ তাঁর কাপড়গুলো তাঁর নিকটেই ছিল। তারপর তিনি আমাদের দিকে ফিরে বললেন, আমি এরূপ এজন্য করেছি যেন তোমরা দেখে নিতে পার। অবশ্যই আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে এমনটি করতে দেখেছি।
2241 - حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُنْقِذٍ، قَالَ: حَدَّثَنِي إِدْرِيسُ بْنُ يَحْيَى، عَنْ بَكْرِ بْنِ مُضَرَ، عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ أَنَّ أَبَا الزُّبَيْرِ الْمَكِّيَّ، أَخْبَرَهُ: أَنَّهُ، دَخَلَ عَلَى جَابِرِ بْنِ عَبْدِ اللهِ وَهُوَ يُصَلِّي مُلْتَحِفًا بِثَوْبِهِ , وَثِيَابُهُ قَرِيبَةٌ مِنْهُ , ثُمَّ الْتَفَتَ إِلَيْنَا فَقَالَ: «إِنَّمَا صَنَعْتُ هَذَا لِكَيْمَا تَرَوْا , وَإِنِّي رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصْنَعُ ذَلِكَ»
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:২২৪২
এক কাপড়ে সালাত আদায় করা
২২৪২। ইয়াযিদ ইবন সিনান (রাহঃ) ও ইবন মারযূক (রাহঃ) ….. জাবির (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, তোমাদের কেউ যখন এক কাপড়ে সালাত আদায় করবে সে যেন শরীর পেঁচিয়ে তা আদায় করে।
2242 - حَدَّثَنَا يَزِيدُ بْنُ سِنَانٍ، وَابْنُ مَرْزُوقٍ , قَالَا: ثنا أَبُو عَاصِمٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا صَلَّى أَحَدُكُمْ فِي ثَوْبٍ وَاحِدٍ فَلْيَتَعَطَّفْ بِهِ»
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:২২৪৩
এক কাপড়ে সালাত আদায় করা
২২৪৩। ইউনুস (রাহঃ) ….. জাবির (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে এক কাপড়ে সালাত আদায় করতে দেখেছেন। এর উভয় প্রান্ত তাঁর উচু কাঁধের উপর বিপরীতভাবে পরা অবস্থায় ছিল এবং তাঁর (অন্য) কাপড়গুলো আলনায় রাখা ছিল।
2243 - حَدَّثَنَا يُونُسُ، قَالَ: أنا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، وَأُسَامَةُ بْنُ زَيْدٍ اللَّيْثِيُّ , عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، رَضِيَ اللهُ عَنْهُ , «أَنَّهُ رَأَى رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي فِي ثَوْبٍ وَاحِدٍ مُخَالِفًا بَيْنَ طَرَفَيْهِ عَلَى عَاتِقَيْهِ , وَثَوْبُهُ عَلَى الْمِشْجَبِ»
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:২২৪৪
এক কাপড়ে সালাত আদায় করা
২২৪৪। ইবন আবু দাউদ (রাহঃ) ..... আসিম ইবন উবায়দুল্লাহ্ (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি জাবির ইবন আব্দুল্লাহ্ (রাযিঃ)-এর নিকট প্রবেশ করেন। যখন সালাতের সময় হলো তখন তিনি উঠে শরীরে একটি চাদর পেঁচিয়ে সালাত আদায় করলেন, অথচ তাঁর অন্যান্য কাপড়গুলো আলনায় রাখা ছিলো। তিনি সালাত শেষে আমাদের দিকে ফিরে বললেনঃ আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে এভাবে সালাত আদায় করতে দেখেছি ।
2244 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا ابْنُ أَبِي مَرْيَمَ، قَالَ: ثنا أَبُو غَسَّانَ، عَنْ عَاصِمِ بْنِ عَبْدِ اللهِ: أَنَّهُ دَخَلَ عَلَى جَابِرِ بْنِ عَبْدِ اللهِ رَضِيَ اللهُ عَنْهُمَا , فَلَمَّا حَضَرَتِ الصَّلَاةُ , قَامَ فَصَلَّى وَهُوَ مُتَوَشِّحٌ بِإِزَارٍ , وَثِيَابُهُ عَلَى الْمِشْجَبِ , فَلَمَّا صَلَّى انْصَرَفَ إِلَيْنَا , فَقَالَ: «رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى هَكَذَا»
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান