শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

شرح معاني الآثار المختلفة المروية عن رسول الله صلى الله عليه وسلم في الأحكام

২. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস ২০ টি

হাদীস নং: ১৯১৪
আন্তর্জাতিক নং: ১৯১৭
নামাযের অধ্যায়
৩৯. সূর্যগ্রহণের সালাত কিরূপ
১৯১৪-১৯১৭। ইউনুস (রাহঃ) ..... আয়েশা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন ও একবার রাসূলুল্লাহ্ (ﷺ)-এর যুগে সূর্যগ্রহণ হয়েছিল। ফলে তিনি (সালাতে) দাঁড়ালেন। এতে কিরা'আতকে দীর্ঘ করলেন। তারপর রুকূ করলেন এবং রুকূকে দীর্ঘ করলেন। তারপর মাথা উত্তোলন করলেন এবং দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলেন, তবে তা ছিল প্রথম দাঁড়ানোর তুলনায় কিছুটা সংক্ষিপ্ত। তারপর পুনরায় রুকূ করলেন এবং তা দীর্ঘ করলেন । তবে প্রথম রুকূ অপেক্ষা কিছুটা কম। এরপর মাথা উত্তোলন করলেন। পরে সিজদা করলেন। তারপর দাঁড়ালেন। এরপর দাঁড়িয়ে অনুরূপ কাজ করলেন। তবে এ দু'রাক'আতের মধ্যে প্রথম রাক'আত ছিল অনেক দীর্ঘ।

ইউনুস (রাহঃ) …. আয়েশা (রাযিঃ) সূত্রে রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন।

ইউনুস (রাহঃ) ..... আয়েশা (রাযিঃ) সূত্রে রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন।

আবু বাকরা (রাহঃ) .....আয়েশা (রাযিঃ) সূত্রে রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন।
كتاب الصلاة
بَابُ صَلَاةِ الْكُسُوفِ كَيْفَ هِيَ؟
1914 - حَدَّثَنَا يُونُسُ قَالَ: أنا ابْنُ وَهْبٍ قَالَ: أَخْبَرَنِي يُونُسُ , عَنِ ابْنِ شِهَابٍ عَنْ عُرْوَةَ , عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا قَالَ: «انْكَسَفَتِ الشَّمْسُ عَلَى عَهْدِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَامَ فَأَطَالَ الْقِرَاءَةَ , ثُمَّ رَكَعَ فَأَطَالَ الرُّكُوعَ , ثُمَّ رَفَعَ رَأْسَهُ فَأَطَالَ الْقِيَامَ وَهُوَ دُونَ قِيَامِهِ الْأَوَّلِ , ثُمَّ رَكَعَ فَأَطَالَ الرُّكُوعَ وَهُوَ دُونَ رُكُوعِهِ الْأَوَّلِ , ثُمَّ رَفَعَ رَأْسَهُ فَسَجَدَ , ثُمَّ قَامَ فَفَعَلَ مِثْلَ ذَلِكَ , غَيْرَ أَنَّ الرَّكْعَةَ الْأُولَى مِنْهُمَا أَطْوَلُ»

1915 - حَدَّثَنَا يُونُسُ، أنا ابْنُ وَهْبٍ، أَنَّ مَالِكًا، حَدَّثَهُ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، رَضِيَ اللهُ عَنْهَا عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ

1916 - حَدَّثَنَا يُونُسُ، قَالَ: أنا ابْنُ وَهْبٍ، أَنَّ مَالِكًا، حَدَّثَهُ عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ عَمْرَةَ، عَنْ عَائِشَةَ، رَضِيَ اللهُ عَنْهَا , عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ

1917 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا مُؤَمَّلُ بْنُ إِسْمَاعِيلَ، قَالَ: ثنا سُفْيَانُ الثَّوْرِيُّ، قَالَ: ثنا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ عُرْوَةَ، وَهِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، رَضِيَ اللهُ عَنْهَا , عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَحْوَهُ
হাদীস নং: ১৯১৮
নামাযের অধ্যায়
সূর্যগ্রহণের সালাত কিরূপ
১৯১৮। ইউনুস (রাহঃ) ….. ইবন আব্বাস (রাযিঃ) সূত্রে রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন।
كتاب الصلاة
1918 - حَدَّثَنَا يُونُسُ، قَالَ: أنا ابْنُ وَهْبٍ، أَنَّ مَالِكًا، حَدَّثَهُ , عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، رَضِيَ اللهُ عَنْهُمَا , عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ
হাদীস নং: ১৯১৯
নামাযের অধ্যায়
সূর্যগ্রহণের সালাত কিরূপ
১৯১৯। আহমদ ইবন দাউদ (রাহঃ) ..... ইবন উমর (রাযিঃ) এবং উরওয়া ইবন যুবায়র (রাযিঃ) সূত্রে রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন। কিন্তু তিনি তাতে দ্বিতীয় রুকূ প্রথম রুকূ অপেক্ষা সংক্ষিপ্ত ছিল বলে উল্লেখ করেননি; বরং প্রথম ও দ্বিতীয় রুকূ একইরূপ ছিল বলে উল্লেখ করেছন। উরওয়া (রাহঃ) বলেনঃ এ ঘটনা ঘটেছিল (রাসূলুল্লাহ্ (ﷺ) -এর পুত্র) ইবরাহীম (রাহঃ)-এর ওফাত দিবসে।
আবু জা'ফর তাহাবী (রাহঃ) বলেনঃ একদল আলিম উক্ত হাদীস গ্রহণ করেছেন এবং তাঁরা বলেছেন, সূর্যগ্রহণের সালাত এরূপই চার রুকূ এবং চার সিজদা বিশিষ্ট। পক্ষান্তরে অন্যান্য আলিমগণ এ বিষয়ে তাঁদের বিরোধিতা করেছেন । তাঁরা বলেছেনঃ বরং এ সালাত হলো চার সিজদায় আট রুকূ বিশিষ্ট। এ বিষয়ে তাঁরা নিম্নোক্ত হাদীসসমূহ দ্বারা প্রমাণ পেশ করেছেনঃ
كتاب الصلاة
1919 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ دَاوُدَ، قَالَ: ثنا يَعْقُوبُ بْنُ حُمَيْدٍ، قَالَ: ثنا يَحْيَى بْنُ سُلَيْمٍ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أُمَيَّةَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عَمْرٍو، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِنَحْوِهِ إِلَّا أَنَّهُ لَمْ يَذْكُرْ أَنَّ الرُّكُوعَ الثَّانِيَ كَانَ دُونَ الرُّكُوعِ الْأَوَّلِ وَلَكِنْ ذَكَرَ أَنَّهُ مِثْلُهُ قَالَ: وَذَلِكَ يَوْمَ مَاتَ إِبْرَاهِيمُ قَالَ أَبُو جَعْفَرٍ: فَذَهَبَ قَوْمٌ إِلَى هَذَا وَقَالُوا: هَكَذَا صَلَاةُ الْخُسُوفِ , أَرْبَعُ رَكَعَاتٍ وَأَرْبَعُ سَجَدَاتٍ. وَخَالَفَهُمْ فِي ذَلِكَ آخَرُونَ فَقَالُوا: بَلْ هِيَ ثَمَانِ رَكَعَاتٍ فِي أَرْبَعِ سَجَدَاتٍ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৯২০
আন্তর্জাতিক নং: ১৯২২
নামাযের অধ্যায়
সূর্যগ্রহণের সালাত কিরূপ
১৯২০-১৯২২। আবু বাকরা (রাহঃ) …… ইবন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ একবার রাসূলুল্লাহ্ (ﷺ) সূর্যগ্রহণের সালাত আদায় করতে দাঁড়ালেন। সালাত আরম্ভ করলেন, তারপর কিরা'আত পড়লেন। তারপর রুকূ করলেন তারপর মাথা উত্তোলন করে কিরা'আত করলেন। তারপর রুকূ করে মাথা উত্তোলন করলেন, কিরাআত পড়লেন। এরপর রুকূ করলেন। তারপর মাথা উত্তোলন করলেন, কিরা'আত পড়লেন। তারপর রুকূ করলেন । তারপর সিজদা করলেন। তারপর পুন অনুরূপ করলেন।

আবু যুরআ' (রাহঃ) আব্দুর রহমান ইবন আমর (রাহঃ) ….. সুইয়ান (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি অনুরূপ হাদীস উল্লেখ করেছেন।

ইবন আবু দাউদ (রাহঃ) ….. হাবীব (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি অনুরূপ উল্লেখ করেছেন।
كتاب الصلاة
1920 - وَاحْتَجُّوا فِي ذَلِكَ بِمَا حَدَّثَنَا أَبُو بَكْرَةَ قَالَ: ثنا أَبُو أَحْمَدَ مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ بْنِ الزُّبَيْرِ قَالَ: ثنا سُفْيَانُ عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ عَنْ طَاوُسٍ , عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: «صَلَّى رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاةَ الْخُسُوفِ فَقَامَ فَافْتَتَحَ ثُمَّ قَرَأَ ثُمَّ رَكَعَ , ثُمَّ رَفَعَ رَأْسَهُ فَقَرَأَ , ثُمَّ رَكَعَ , ثُمَّ رَفَعَ رَأْسَهُ , فَقَرَأَ , ثُمَّ رَكَعَ , ثُمَّ رَفَعَ رَأْسَهُ فَقَرَأَ , ثُمَّ رَكَعَ , ثُمَّ سَجَدَ , ثُمَّ فَعَلَ مِثْلَ ذَلِكَ مَرَّةً أُخْرَى»

1921 - حَدَّثَنَا أَبُو زُرْعَةَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَمْرٍو، قَالَ: ثنا زُهَيْرُ بْنُ حَرْبٍ، قَالَ: ثنا يَحْيَى الْقَطَّانُ، عَنْ سُفْيَانَ، فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ

1922 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا مُسَدَّدٌ، قَالَ: ثنا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ سُفْيَانَ قَالَ: ثنا حَبِيبٌ، ثُمَّ ذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ
হাদীস নং: ১৯২৩
নামাযের অধ্যায়
সূর্যগ্রহণের সালাত কিরূপ
১৯২৩। ফাহাদ (রাহঃ) ….. আলী (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি সূর্যগ্রহণকালে উপরোক্ত পদ্ধতিতে লোকদেরকে সালাত পড়িয়েছেন। তারপর সালাত শেষে তিনি তাদেরকে হাদীস শুনালেন যে, রাসূলুল্লাহ্ (ﷺ) অনুরূপ করেছেন।
তবে এ বিষয়ে অপরাপর আলিমগণ এঁদের বিরোধিতা করেছেন। তাদের উক্তি হলোঃ সূর্যগ্রহণের সালাতে ছয়টি রুকূ চারটি সিজ্দা। এ বিষয়ে তাঁরা নিম্নোক্ত হাদীসসমূহ দ্বারা প্রমাণ পেশ করেছেনঃ
كتاب الصلاة
1923 - حَدَّثَنَا فَهْدٌ، قَالَ: ثنا أَبُو نُعَيْمٍ، قَالَ: ثنا زُهَيْرٌ، عَنِ الْحَسَنِ بْنِ الْحُرِّ، قَالَ: حَدَّثَنِي الْحَكَمُ، عَنْ رَجُلٍ، يُدْعَى حَنَشًا عَنْ عَلِيٍّ، رَضِيَ اللهُ عَنْهُ أَنَّهُ صَلَّى بِالنَّاسِ فِي كُسُوفِ الشَّمْسِ كَذَلِكَ ثُمَّ حَدَّثَهُمْ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَذَلِكَ فَعَلَ " وَخَالَفَ هَؤُلَاءِ آخَرُونَ فَقَالُوا: بَلْ هِيَ سِتُّ رَكَعَاتٍ فِي أَرْبَعِ سَجَدَاتٍ وَاحْتَجُّوا فِي ذَلِكَ
হাদীস নং: ১৯২৪
আন্তর্জাতিক নং: ১৯২৫
নামাযের অধ্যায়
সূর্যগ্রহণের সালাত কিরূপ
১৯২৪-১৯২৫। রবী'উল মু'আযযিন (রাহঃ) ….. আয়েশা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) দাঁড়িয়ে তিনবার রুকূ করতেন তারপর দুই সিজদা করে দাঁড়াতেন। তারপর তিন রুকূ করে দুই সিজদা আদায় করতেন। অর্থাৎ সূর্যগ্রহণের সালাতে।

মুহাম্মাদ ইবন খুযায়মা (রাহঃ) ….. আয়েশা (রাযিঃ) থেকে নিদর্শনের সালাত (চন্দ্র-সূর্যগ্রহণের সালাত) সম্পর্কে ছয় রুকূ এবং চার সিজ্দার কথা বর্ণনা করেছেন।
كتاب الصلاة
1924 - بِمَا حَدَّثَنَا رَبِيعٌ الْمُؤَذِّنُ , قَالَ: ثنا أَسَدٌ , قَالَ: ثنا حَمَّادُ بْنُ سَلَمَةَ , عَنْ قَتَادَةَ , عَنْ عَطَاءٍ , عَنْ عُبَيْدِ بْنِ عُمَيْرٍ , عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ: «كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُومُ فَيَرْكَعُ ثَلَاثَ رَكَعَاتٍ , ثُمَّ يَسْجُدُ سَجْدَتَيْنِ , ثُمَّ يَقُومُ فَيَرْكَعُ ثَلَاثَ رَكَعَاتٍ , ثُمَّ يَسْجُدُ سَجْدَتَيْنِ» تَعْنِي فِي صَلَاةِ الْخُسُوفِ

1925 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خُزَيْمَةَ، قَالَ: ثنا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: ثنا هِشَامٌ عنْ قَتَادَةَ , عَنْ عَطَاءٍ، عَنْ عُبَيْدِ بْنِ عُمَيْرٍ، عَنْ عَائِشَةَ، رَضِيَ اللهُ عَنْهَا: فِي صَلَاةِ الْآيَاتِ قَالَتْ: «سِتُّ رَكَعَاتٍ , وَأَرْبَعُ سَجَدَاتٍ»
হাদীস নং: ১৯২৬
নামাযের অধ্যায়
সূর্যগ্রহণের সালাত কিরূপ
১৯২৬। আহমদ ইবনুল হাসান আল-কূফী (রাহঃ) জাবির ইবন আব্দুল্লাহ্ (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, যেদিন রাসূলুল্লাহ্ (ﷺ) -এর সাহেবযাদা ইবরাহীম (রাযিঃ)-এর ইন্তিকাল হল সেদিন সূর্যগ্রহণ লেগেছিল । ফলে রাসূলুল্লাহ্ (ﷺ) লোকজন নিয়ে সালাত আদায় করলেন। তারপর বর্ণনাকারী রাবী ...... আসাদ সূত্রে বর্ণিত হাদীসের অনুরূপ হাদীস বর্ণনা করলেন। জাবির (রাযিঃ)-এর হাদীসে তিনি অতিরিক্ত এ অংশটুকুও বর্ণনা করেছন যে, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ চন্দ্র-সূর্য আল্লাহ্ তা'আলার নিদর্শনাবলীর মধ্য থেকে দু'টি নিদর্শন। চন্দ্র-সূর্যগ্রহণ কারো মৃত্যু বা হায়াতের (জন্মের) কারণে হয় না। যখন তোমরা এরূপ কিছু প্রত্যক্ষ করবে তখন তোমরা পূর্ণ আলোর বিকাশ না হওয়া পর্যন্ত সালাত পড়বে।
তাঁরা বলেছেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) -এর ইন্তিকালের পর ইবন আব্বাস (রাযিঃ) ও অনুরূপ করেছেন। এ বিষয়ে তাঁরা হাদীস বর্ণনা করেছেনঃ
كتاب الصلاة
1926 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الْحَسَنِ الْكُوفِيُّ، قَالَ: ثنا أَسْبَاطُ بْنُ مُحَمَّدٍ، قَالَ: ثنا عَبْدُ الْمَلِكِ بْنُ أَبِي سُلَيْمَانَ، عَنْ عَطَاءٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ «أَنَّ الشَّمْسَ انْكَسَفَتْ يَوْمَ مَاتَ إِبْرَاهِيمُ بْنُ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَصَلَّى بِالنَّاسِ» , - فَذَكَرَ مِثْلَ حَدِيثِ رَبِيعٍ , عَنْ أَسَدٍ وَزَادَ - أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ الشَّمْسَ وَالْقَمَرَ آيَتَانِ مِنْ آيَاتِ اللهِ لَا يَنْكَسِفَانِ لِمَوْتِ أَحَدٍ وَلَا لِحَيَاتِهِ , فَإِذَا رَأَيْتُمْ شَيْئًا مِنْ ذَلِكَ , فَصَلُّوا حَتَّى يَنْجَلِيَ» قَالُوا: وَقَدْ فَعَلَ ابْنُ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُ مِثْلَ هَذَا بَعْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
হাদীস নং: ১৯২৭
নামাযের অধ্যায়
সূর্যগ্রহণের সালাত কিরূপ
১৯২৭। সুলায়মান ইবন শু'আইব (রাহঃ) ….. আব্দুল্লাহ্ ইবন হারিস (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ ইবন আব্বাস (রাযিঃ)-এর যুগে একবার ভূমিকম্প হয়েছিল। তখন তিনি বললেন (ভয় ও বিস্ময়ের সুরে) আমি জানিনা এটি জমির কোন্ অংশ অর্থাৎ তাঁর চিন্তার কারণে তিনি এটা বলেছেন। খাসীব নামক বর্ণনাকারী অনুরূপ বর্ণনা করেছেন। অথবা (রাবী বলেছেন) ভূমিকম্প হয়েছিল, ফলে ইবন আব্বাস (রাযিঃ)-কে বলা হল, ভূমিকম্প হয়েছে। তাই তিনি বের হয়ে লোকজনকে নিয়ে সালাত আদায় করলেন। এতে তিনি চারবার তাকবীর বললেন। তারপর দীর্ঘ কিরা'আত পড়লেন। এরপর আল্লাহু আকবার বলে রুকূ করলেন। তারপর সিজদা করে দাঁড়ালেন। তারপর দ্বিতীয় রাক'আতে (প্রথম রাক’আতের) অনুরূপ করলেন। সালাম ফিরিয়ে তিনি বললেনঃ সালাতুল আয়াত (আল্লাহর কুদরতের নিদর্শনের সালাত) এরূপই। তিনি সে সালাতের প্রথম রাক’আতে সূরা বাকারা এবং দ্বিতীয় রাক'আতে সূরা আলে-ইমরান তিলাওয়াত করেছিলেন। এ বিষয়ে অন্য আলিমগণ তাঁদের বিরোধিতা করেছেন। তাঁরা বলেন, সূর্যগ্রহণের সালাতে সময় নির্ধারিত নেই; বরং তখন দীর্ঘ সালাত পড়বে সূর্য আলোকোজ্জ্বল হওয়া পর্যন্ত রুকূ-সিজদা করতে থাকবে। সংশ্লিষ্ট বিষয়ে তাঁরা নিম্নোক্ত হাদীস দ্বারা প্রমাণ পেশ করেনঃ
كتاب الصلاة
1927 - فَذَكَرُوا مَا حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ شُعَيْبٍ قَالَ: ثنا الْخَصِيبُ , قَالَ: ثنا هَمَّامٌ , عَنْ قَتَادَةَ , عَنْ عَبْدِ اللهِ بْنِ الْحَارِثِ قَالَ: زُلْزِلَتِ الْأَرْضُ عَلَى عَهْدِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا فَقَالَ: مَا أَدْرِي أَيَّ أَرْضٍ يَعْنِي مَا كَانَ بِهِ مِنَ التَّفَرُّسِ هَكَذَا ذَكَرَ الْخَصِيبُ أَوْ زُلْزِلَتِ الْأَرْضُ. فَقِيلَ لَهُ: زُلْزِلَتِ الْأَرْضُ فَخَرَجَ فَصَلَّى بِالنَّاسِ فَكَبَّرَ أَرْبَعًا , ثُمَّ قَرَأَ فَأَطَالَ الْقِرَاءَةَ , وَكَبَّرَ فَرَكَعَ , ثُمَّ قَالَ: «سَمِعَ اللهُ لِمَنْ حَمِدَهُ» ثُمَّ كَبَّرَ أَرْبَعًا , فَكَبَّرَ فَأَطَالَ الْقِرَاءَةَ , ثُمَّ كَبَّرَ فَرَكَعَ , ثُمَّ قَالَ: «سَمِعَ اللهُ لِمَنْ حَمِدَهُ» ثُمَّ كَبَّرَ أَرْبَعًا , فَقَرَأَ فَأَطَالَ الْقِرَاءَةَ , ثُمَّ كَبَّرَ , فَرَكَعَ , ثُمَّ سَجَدَ , ثُمَّ قَامَ فَفَعَلَ مِثْلَ ذَلِكَ. فَلَمَّا سَلَّمَ قَالَ: «هَكَذَا صَلَاةُ الْآيَاتِ , وَقَرَأَ فِي الرَّكْعَةِ الْأُولَى بِسُورَةِ الْبَقَرَةِ , وَفِي الْأُخْرَى سُورَةَ آلِ عِمْرَانَ» وَخَالَفَهُمْ فِي ذَلِكَ آخَرُونَ وَقَالُوا: بَلْ يُطِيلُ الصَّلَاةَ كَذَلِكَ أَبَدًا , يَرْكَعُ وَيَسْجُدُ , لَا تَوْقِيتَ فِي شَيْءٍ مِنْ ذَلِكَ حَتَّى تَنْجَلِيَ الشَّمْسُ
হাদীস নং: ১৯২৮
নামাযের অধ্যায়
সূর্যগ্রহণের সালাত কিরূপ
১৯২৮। সুলায়মান ইবন শু'আইব (রাহঃ) ..... ইবন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ যদি চতুর্থ রুকূতে সূর্য আলোকোজ্জ্বল হয় তাহলে রুকূ এবং সিজদা অবশ্যই সম্পন্ন করবে। সাঈদ ইবন যুবায়র (রাহঃ) ইবন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণনা করেন, যদি চতুর্থ রুকূতে সূর্য উজ্জ্বল হয়ে উঠে তাহলে রুকূ এবং সিজদা অবশ্যই সম্পন্ন করবে। আর চতুর্থ রুকূই হল দ্বিতীয় রাক'আতের প্রথম রুকূ ।
এটা এ কথার প্রমাণ বহন করে যে, তিনি সুনির্দিষ্ট রুকূর ইচ্ছা করেননি। বরং যতক্ষণ পর্যন্ত সূর্যগ্রহণ ছিল ততক্ষণ পর্যন্ত রুকূ করছিলেন সূর্য আলোকোজ্জ্বল হওয়া পর্যন্ত কেবল তখনই সালাত সমাপ্ত করবে। বস্তুত এ প্রসঙ্গে তাঁরা রাসূলুল্লাহ্ (ﷺ) -এর বাণী- فَصَلُّوا حَتَّى تَنْجَلِيَ (সূর্য আলোকোজ্জ্বল হওয়া পর্যন্ত সালাত পড়তে থাক) কেই নিজেদের অভিমত (মাযহাব) স্থির করেছেন।
এ বিষয়ে অন্য আলিমগণ তাঁদের বিরোধিতা করেছেনঃ তাঁরা বলেন, সূর্যগ্রহণের সালাত অপরাপর নফল সালাতের ন্যায় দু'রাক'আত। ইচ্ছা করলে আপনি এ দু'রাক'আত সালাত দীর্ঘাকারেও পড়তে পারেন আবার সংক্ষিপ্তাকারেও আদায় করতে পারেন। তারপর উক্ত দু'রাক'আত সালাতের পরে রয়েছে সূর্য পূর্ণ উজ্জ্বল হওয়া পর্যন্ত দু'আ।
এ বিষয়ে তাঁরা নিম্নোক্ত হাদীসসমূহ দ্বারা প্রমাণ দিয়েছেনঃ
كتاب الصلاة
1928 - وَاحْتَجُّوا فِي ذَلِكَ بِمَا حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ شُعَيْبٍ قَالَ: ثنا الْخَصِيبُ , قَالَ: ثنا هَمَّامٌ عَنْ يَعْلَى بْنِ حَكِيمٍ , عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ , عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا أَنَّهُ قَالَ: «لَوْ تَجَلَّتِ الشَّمْسُ فِي الرَّكْعَةِ الرَّابِعَةِ , لَرَكَعَ وَسَجَدَ» فَهَذَا سَعِيدُ بْنُ جُبَيْرٍ يُخْبِرُ عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا أَنَّهُ لَوْ تَجَلَّتْ لَهُ الشَّمْسُ فِي الرَّكْعَةِ الرَّابِعَةِ لَرَكَعَ وَسَجَدَ وَالرَّابِعَةُ هِيَ الْأُولَى مِنَ الرَّكْعَةِ الثَّانِيَةِ. فَهَذَا يَدُلُّ عَلَى أَنَّهُ لَمْ يَكُنْ يَقْصِدُ فِي ذَلِكَ رُكُوعًا مَعْلُومًا , وَإِنَّمَا يَرْكَعُ مَا كَانَتِ الشَّمْسُ مُنْكَسِفَةً حَتَّى تَنْجَلِيَ فَيَقْطَعَ الصَّلَاةَ وَذَهَبُوا فِي ذَلِكَ إِلَى قَوْلِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «فَصَلُّوا حَتَّى تَنْجَلِيَ» وَخَالَفَهُمْ فِي ذَلِكَ آخَرُونَ فَقَالُوا: صَلَاةُ الْكُسُوفِ رَكْعَتَانِ كَسَائِرِ صَلَاةِ التَّطَوُّعِ إِنْ شِئْتَ طَوَّلْتَهُمَا وَإِنْ شِئْتَ قَصَّرْتَهُمَا ثُمَّ الدُّعَاءُ مِنْ بَعْدِهِمَا حَتَّى تَنْجَلِيَ الشَّمْسُ
হাদীস নং: ১৯২৯
আন্তর্জাতিক নং: ১৯৩১
নামাযের অধ্যায়
সূর্যগ্রহণের সালাত কিরূপ
১৯২৯-১৯৩১। রবী' উল-মু'আযযিন (রাহঃ) ….. আব্দুল্লাহ্ ইবন আমর (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ একবার রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সময়ে সূর্যগ্রহণ হয়েছিল। তিনি লোকজন নিয়ে সালাতে দাঁড়ালেন। (দণ্ডায়মান অবস্থায় দীর্ঘক্ষণ থাকলেন) যেন রুকূই করবেন না। তারপর রুকূ করলেন। কিন্তু রুকূ থেকেও যেন মাথা উত্তোলন করবেন না। তারপর মাথা উত্তোলন করলেন। কিন্তু দাঁড়ানো থেকে যেন সিজদায় যাবেন না। তারপর সিজদা করলেন, কিন্তু সিজদা থেকে যেন মাথা উত্তোলন করবেন না। দ্বিতীয় রাক'আতেও অনুরূপ করলেন। যখন সূর্যের আলোর পূর্ণ বিকাশ ঘটল তখন তিনি সিজদা থেকে মাথা তুললেন।

মুহাম্মাদ ইবন খুযায়মা (রাহঃ) ….. হাম্মাদ (রাযিঃ) সূত্রে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন।

আবু বাকরা (রাহঃ) ..... আব্দুল্লাহ্ ইবন আমর (রাযিঃ) সূত্রে রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন।
كتاب الصلاة
1929 - وَاخْتَلَفُوا فِي ذَلِكَ لِمَا حَدَّثَنَا رَبِيعٌ الْمُؤَذِّنُ , قَالَ: ثنا أَسَدٌ , قَالَ: ثنا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ , عَنْ أَبِيهِ , عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو قَالَ: «كَسَفَتِ الشَّمْسُ عَلَى عَهْدِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَامَ بِالنَّاسِ، فَلَمْ يَكَدْ يَرْكَعُ , ثُمَّ رَكَعَ , فَلَمْ يَكَدْ يَرْفَعُ , ثُمَّ رَفَعَ , فَلَمْ يَكَدْ يَسْجُدُ , ثُمَّ سَجَدَ , فَلَمْ يَكَدْ يَرْفَعُ. وَفَعَلَ فِي الثَّانِيَةِ مِثْلَ ذَلِكَ فَرَفَعَ رَأْسَهُ وَقَدْ أَمْحَصَتِ الشَّمْسُ» .

1930 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خُزَيْمَةَ، قَالَ: ثنا الْحَجَّاجُ، قَالَ: ثنا حَمَّادٌ، فَذَكَرَ مِثْلَهُ بِإِسْنَادِهِ.

1931 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا مُؤَمَّلٌ، قَالَ: ثنا سُفْيَانُ، قَالَ: ثنا يَعْلَى بْنُ عَطَاءٍ، عَنْ أَبِيهِ، وَعَطَاءُ بْنُ السَّائِبِ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ
হাদীস নং: ১৯৩২
নামাযের অধ্যায়
সূর্যগ্রহণের সালাত কিরূপ
১৯৩২। আলী ইবন শায়বা (রাহঃ) ..... আব্দুল্লাহ্ ইবন আমর (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) –এর যুগে একবার সূর্যগ্রহণ হয়েছিল। ফলে তিনি (ﷺ) দু'রাক'আত সালাত আদায় করেছিলেন।
كتاب الصلاة
1932 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ شَيْبَةَ، قَالَ: ثنا قَبِيصَةُ بْنُ عُقْبَةَ، قَالَ: ثنا سُفْيَانُ الثَّوْرِيُّ، عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو، قَالَ: «انْكَسَفَتِ الشَّمْسُ عَلَى عَهْدِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَصَلَّى رَكْعَتَيْنِ»
হাদীস নং: ১৯৩৩
নামাযের অধ্যায়
সূর্যগ্রহণের সালাত কিরূপ
১৯৩৩। ইবন আবু দাউদ (রাহঃ) …. আব্দুল্লাহ্ ইবন আমর (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ (ﷺ) সূর্যগ্রহণের দু'রাক'আত সালাত চার সিজদা সহকারে আদায় করেছেন। উক্ত সালাতে তিনি কিয়াম (দাঁড়ানো), রুকূ ও সিজ্দাকে দীর্ঘায়িত করেছেন।
كتاب الصلاة
1933 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا الْحَجَّاجُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: ثنا خَالِدُ بْنُ عَبْدِ اللهِ، عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى فِي كُسُوفِ الشَّمْسِ رَكْعَتَيْنِ وَأَرْبَعَ سَجَدَاتٍ أَطَالَ فِيهِمَا الْقِيَامَ وَالرُّكُوعَ وَالسُّجُودَ»
হাদীস নং: ১৯৩৪
নামাযের অধ্যায়
সূর্যগ্রহণের সালাত কিরূপ
১৯৩৪। ইবন আবু দাউদ (রাহঃ) ….. আয়াস ইবন আমির (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি আলী ইব্‌ন আবু তালিব (রাযিঃ)-কে বলতে শুনেছেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) চারটি সালাত (আল্লাহর হুকুমে) (বিধিবদ্ধ) করেছেন। বাড়ীতে অবস্থানকালে চার রাক'আত। সফরের সালাত দু'রাক'আত। সালাতুল কুসূফ (সূর্যগ্রহণের সালাত) দু'রাক'আত এবং সালাতুল মানাসিক (তাওয়াফ পরবর্তী শুক্রানা সালাত) দু'রাক'আত।
كتاب الصلاة
1934 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا عَمْرُو بْنُ خَالِدٍ، قَالَ: ثنا ابْنُ لَهِيعَةَ، عَنْ مُوسَى بْنِ أَيُّوبَ، عَنْ عَمِّهِ إِيَاسِ بْنِ عَامِرٍ أَنَّهُ سَمِعَ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ، رَضِيَ اللهُ عَنْهُ يَقُولُ: " فَرَضَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَرْبَعَ صَلَوَاتٍ: صَلَاةَ الْحَضَرِ أَرْبَعَ رَكَعَاتٍ , وَصَلَاةَ السَّفَرِ رَكْعَتَيْنِ , وَصَلَاةَ الْكُسُوفِ رَكْعَتَيْنِ وَصَلَاةَ الْمَنَاسِكِ رَكْعَتَيْنِ "
হাদীস নং: ১৯৩৫
আন্তর্জাতিক নং: ১৯৩৬
নামাযের অধ্যায়
সূর্যগ্রহণের সালাত কিরূপ
১৯৩৫-১৯৩৬। ইবন মারযুক (রাহঃ) ….. সামুরা ইবন জুনদুব (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন ও রাসূলুল্লাহ্ (ﷺ) -এর যুগে সূর্যগ্রহণ হয়েছিল। তারপর তিনি রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে উল্লেখ করেছেন যে, তিনি লোকজন নিয়ে সালাত আদায় করেছেন, হুবহু সেরূপ যেরূপ আব্দুল্লাহ্ ইবন উমর (রাযিঃ) বর্ণনা করেছেন।

১৭৯৪. হুসাইন ইবন নসর (রাহঃ) ….. আসওয়াদ (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি অনুরূপ (হাদীস) বর্ণনা করেছেন।
كتاب الصلاة
1935 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا أَبُو الْوَلِيدِ، قَالَ: ثنا أَبُو عَوَانَةَ، عَنِ الْأَسْوَدِ بْنِ قَيْسٍ، عَنْ ثَعْلَبَةَ بْنِ عَبَّادٍ، عَنْ سَمُرَةَ بْنِ جُنْدَبٍ، قَالَ: «انْكَسَفَتِ الشَّمْسُ عَلَى عَهْدِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ صَلَّى بِهِمْ» مِثْلَ مَا ذَكَرَ عَبْدُ اللهِ بْنُ عَمْرٍو , سَوَاءً

1936 - حَدَّثَنَا حُسَيْنُ بْنُ نَصْرٍ، قَالَ: ثنا أَحْمَدُ بْنُ عَبْدِ اللهِ بْنِ يُونُسَ، قَالَ: ثنا زُهَيْرٌ، قَالَ: ثنا الْأَسْوَدُ، فَذَكَرَ مِثْلَهُ بِإِسْنَادِهِ
হাদীস নং: ১৯৩৭
নামাযের অধ্যায়
সূর্যগ্রহণের সালাত কিরূপ
১৯৩৭। ইবন মারযূক (রাহঃ) ….. আবু বাকরা (রাযিঃ) থেকে বর্ণনা করেন, তিনি বলেনঃ (একবার) রাসূলু্লাহ্ (ﷺ) -এর যুগে সূর্যগ্রহণ হয়েছিল। ফলে তিনি দু'রাক'আত সালাত আদায় করেছেন।
كتاب الصلاة
1937 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا سَعِيدُ بْنُ عَامِرٍ، قَالَ: ثنا شُعْبَةُ، عَنْ يُونُسَ بْنِ عُبَيْدٍ، عَنِ الْحَسَنِ، عَنْ أَبِي بَكْرَةَ، قَالَ: «انْكَسَفَتِ الشَّمْسُ عَلَى عَهْدِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَصَلَّى رَكْعَتَيْنِ»
হাদীস নং: ১৯৩৮
নামাযের অধ্যায়
সূর্যগ্রহণের সালাত কিরূপ
১৯৩৮। আলী ইবন মাবাদ (রাহঃ) ..... আবু বাকরা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ আমরা রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট ছিলাম তারপর সূর্যগ্রহণ হল। ফলে তিনি মসজিদের দিকে রওয়ানা হলেন। তাড়াহুড়ার কারণে তিনি চাদর টেনে-হেঁচড়ে যাচ্ছিলেন। লোকজন দ্রুত তাঁর নিকট সমবেত হল। তারপর তিনি সালাত আদায় করলেন, যেমনিভাবে তোমরা সালাত আদায় করে থাক।
كتاب الصلاة
1938 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ مَعْبَدٍ، قَالَ: ثنا الْمُعَلَّى بْنُ مَنْصُورٍ، قَالَ: ثنا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، قَالَ: ثنا يُونُسُ، عَنِ الْحَسَنِ، عَنْ أَبِي بَكْرَةَ، قَالَ: «كُنَّا عِنْدَ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَكَسَفَتِ الشَّمْسُ فَقَامَ إِلَى الْمَسْجِدِ يَجُرُّ رِدَاءَهُ مِنَ الْعَجَلَةِ وَثَابَ النَّاسُ إِلَيْهِ فَصَلَّى كَمَا تُصَلُّونَ»
হাদীস নং: ১৯৩৯
নামাযের অধ্যায়
সূর্যগ্রহণের সালাত কিরূপ
১৯৩৯। সালিহ ইবন আব্দুর রহমান (রাহঃ) আবু বাকরা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর যামানায় চন্দ্ৰ অথবা সূর্যগ্রহণ হয়েছিল। ফলে তিনি বললেনঃ চন্দ্র-সূর্য আল্লাহ্ তা'আলার নিদর্শনাবলী থেকে দু'টি নিদর্শন। এ দুটো কারো হায়াত (জন্ম) মউতের কারণে হয় না। অতএব যখন এমনটি হবে তখন সালাত আদায় করবে, যতক্ষণ না সূর্য আলোকোজ্জ্বল হয়।
كتاب الصلاة
1939 - حَدَّثَنَا صَالِحُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ: ثنا سَعِيدُ بْنُ مَنْصُورٍ، قَالَ: ثنا هُشَيْمٌ، قَالَ: أنا يُونُسُ، عَنِ الْحَسَنِ، عَنْ أَبِي بَكْرَةَ " أَنَّ الشَّمْسَ، أَوِ الْقَمَرَ انْكَسَفَتْ عَلَى عَهْدِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «إِنَّ الشَّمْسَ وَالْقَمَرَ آيَتَانِ مِنْ آيَاتِ اللهِ، وَإِنَّهُمَا لَا يَكْسِفَانِ لِمَوْتِ أَحَدٍ مِنَ النَّاسِ وَلَا لِحَيَاتِهِ , فَإِذَا كَانَ ذَلِكَ فَصَلُّوا حَتَّى تَنْجَلِيَ»
হাদীস নং: ১৯৪০
নামাযের অধ্যায়
সূর্যগ্রহণের সালাত কিরূপ
১৯৪০। ইবরাহীম ইবন মুহাম্মাদ সাইরাফী (রাহঃ) ….. নুমান ইবন বাশীর (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ (ﷺ) সূর্যগ্রহণের সময় তোমরা যেমন সালাত পড় তেমনি সালাত আদায় করতেন (প্রতি রাক'আতে) এক রুকূ দু'সিজদাসহ।
كتاب الصلاة
1940 - حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدٍ الصَّيْرَفِيُّ هُوَ الْبَصْرِيُّ , قَالَ: ثنا أَبُو الْوَلِيدِ , قَالَ: ثنا شَرِيكٌ , عَنْ عَاصِمٍ الْأَحْوَلِ , عَنْ أَبِي قِلَابَةَ , عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُصَلِّي فِي كُسُوفِ الشَّمْسِ كَمَا تُصَلُّونَ رَكْعَةً وَسَجْدَتَيْنِ»
হাদীস নং: ১৯৪১
নামাযের অধ্যায়
সূর্যগ্রহণের সালাত কিরূপ
১৯৪১। ইবন মারযুক (রাহঃ) ..... নুমান ইবন বাশীর (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ (ﷺ) সূর্যগ্রহণের সময় তোমাদের এই সালাতের ন্যায় সালাত আদায় করেছেন। তিনি রুকূ করতেন। সিজদা করতেন।
كتاب الصلاة
1941 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا سَعِيدُ بْنُ عَامِرٍ، قَالَ: ثنا شُعْبَةُ، عَنْ عَاصِمٍ، عَنْ أَبِي قِلَابَةَ، عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ، قَالَ: «انْكَسَفَتِ الشَّمْسُ عَلَى عَهْدِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَكَانَ يَرْكَعُ وَيَسْجُدُ»
হাদীস নং: ১৯৪২
নামাযের অধ্যায়
সূর্যগ্রহণের সালাত কিরূপ
১৯৪২। ফাহাদ (রাহঃ) ….. নুমান ইবন বাশীর (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (ﷺ) সূর্যগ্রহণের সময় তােমাদের এই সালাতের ন্যায় সালাত আদায় করেছেন। তিনি রুকু করতেন। সিজদা করতেন।
كتاب الصلاة
1942 - حَدَّثَنَا فَهْدٌ، قَالَ: ثنا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ: ثنا وَكِيعٌ، قَالَ: ثنا سُفْيَانُ، عَنْ عَاصِمٍ، عَنْ أَبِي قِلَابَةَ، عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى فِي الْكُسُوفِ نَحْوًا مِنْ صَلَاتِكُمْ هَذِهِ يَرْكَعُ وَيَسْجُدُ»