শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
شرح معاني الآثار المختلفة المروية عن رسول الله صلى الله عليه وسلم في الأحكام
২. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২০ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১৫৮৩
৩০-সালাতে সালাম ফিরানো প্রসঙ্গ- সালাম কিরূপ?
১৫৮৩। রবিউল জীযী (রাহঃ) এবং রাওহ ইবনুল ফারাজ (রাহঃ)..... সা'দ (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে,
রাসূলুল্লাহ (ﷺ) সালাতের শেষে- السلام عليكم বলে এক সালাম ফিরাতেন।
আবু জাফর (তাহাবী র) বলেনঃ একদল আলিম অভিমত ব্যক্ত করেছেন যে, মুসল্লী তার সালাতে
সামনের দিকে মুখ করে একবার মাত্র সালাম ফিরাবে এবং বলবে السلام عليكم তারা এ ব্যাপারে
এ হাদীস দ্বারা দলীল পেশ করেন।
পক্ষান্তরে অপরাপর আলিমগণ এ ব্যাপারে তাদের বিরােধিতা করে ভিন্নমত ব্যক্ত করেছেন, এবং
বলেছেন, বরং মুসল্লীর জন্য ডানে-বামে সালাম ফিরানাে এবং প্রতি সালামে السلام عليكم ورحمة الله
বলা উচিত। এ বিষয়ে প্রথম মত ব্যক্তকারীদের বিরুদ্ধে আমাদের দলীল হচ্ছে, সা'দ (রাযিঃ)--
হাদীসটি বিশেষভাবে দারাওয়ারদী রিওয়ায়াত করেছেন, অথচ মুসআব (রাহঃ) থেকে বর্ণনাকারী অন্য
সকলেই এ ব্যাপারে তাঁর বিরােধিতা করেছেন।
রাসূলুল্লাহ (ﷺ) সালাতের শেষে- السلام عليكم বলে এক সালাম ফিরাতেন।
আবু জাফর (তাহাবী র) বলেনঃ একদল আলিম অভিমত ব্যক্ত করেছেন যে, মুসল্লী তার সালাতে
সামনের দিকে মুখ করে একবার মাত্র সালাম ফিরাবে এবং বলবে السلام عليكم তারা এ ব্যাপারে
এ হাদীস দ্বারা দলীল পেশ করেন।
পক্ষান্তরে অপরাপর আলিমগণ এ ব্যাপারে তাদের বিরােধিতা করে ভিন্নমত ব্যক্ত করেছেন, এবং
বলেছেন, বরং মুসল্লীর জন্য ডানে-বামে সালাম ফিরানাে এবং প্রতি সালামে السلام عليكم ورحمة الله
বলা উচিত। এ বিষয়ে প্রথম মত ব্যক্তকারীদের বিরুদ্ধে আমাদের দলীল হচ্ছে, সা'দ (রাযিঃ)--
হাদীসটি বিশেষভাবে দারাওয়ারদী রিওয়ায়াত করেছেন, অথচ মুসআব (রাহঃ) থেকে বর্ণনাকারী অন্য
সকলেই এ ব্যাপারে তাঁর বিরােধিতা করেছেন।
بَابٌ السَّلَامُ فِي الصَّلَاةِ , كَيْفَ هُوَ؟
1583 - حَدَّثَنَا رَبِيعٌ الْجِيزِيُّ , وَرَوْحُ بْنُ الْفَرَجِ , قَالَا: ثنا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ الزُّهْرِيُّ قَالَ: ثنا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ الدَّرَاوَرْدِيُّ , عَنْ مُصْعَبِ بْنِ ثَابِتٍ , عَنْ إِسْمَاعِيلَ بْنِ مُحَمَّدٍ , عَنْ عَامِرِ بْنِ سَعْدٍ , عَنْ سَعْدٍ " أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُسَلِّمُ فِي آخِرِ الصَّلَاةِ تَسْلِيمَةً وَاحِدَةً: السَّلَامُ عَلَيْكُمْ " قَالَ أَبُو جَعْفَرٍ: فَذَهَبَ قَوْمٌ إِلَى أَنَّ الْمُصَلِّيَ يُسَلِّمُ فِي صَلَاتِهِ تَسْلِيمَةً وَاحِدَةً تِلْقَاءَ وَجْهِهِ , السَّلَامُ عَلَيْكُمْ. وَاحْتَجُّوا فِي ذَلِكَ بِهَذَا الْحَدِيثِ. وَخَالَفَهُمْ فِي ذَلِكَ آخَرُونَ فَقَالُوا: بَلْ يَنْبَغِي لَهُ أَنْ يُسَلِّمَ عَنْ يَمِينِهِ وَعَنْ شِمَالِهِ يَقُولُ فِي كُلِّ وَاحِدَةٍ مِنَ التَّسْلِيمَتَيْنِ: السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ. وَكَانَ مِنْ حُجَّتِنَا عَلَيْهِمْ فِي ذَلِكَ عَلَى أَهْلِ الْمَقَالَةِ الْأُولَى أَنَّ حَدِيثَ سَعْدٍ هَذَا إِنَّمَا رَوَاهُ كَمَا ذَكَرَهُ الدَّرَاوَرْدِيُّ خَاصَّةً. وَقَدْ خَالَفَهُ فِي ذَلِكَ كُلُّ مَنْ رَوَاهُ , عَنْ مُصْعَبٍ غَيْرُهُ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১৫৮৪
আন্তর্জাতিক নং: ১৫৮৫
৩০-সালাতে সালাম ফিরানো প্রসঙ্গ- সালাম কিরূপ?
১৫৮৪-১৫৮৫। আহমদ ইবনে দাউদ ইবনে মুসা (রাহঃ) ..... সা'দ (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ (ﷺ) ডানে-বামে সালাম ফিরাতেন এবং বলতেন السلام عليكم ورحمة الله । যাতে তার উভয় গণ্ড দেশের শুভ্রতা এদিক থেকে ওদিক পর্যন্ত দেখা যেত।
মুহাম্মাদ ইব্ন খুযায়মা (রাহঃ) এবং ইবরাহীম ইব্ন আবু দাউদ (রাহঃ) .... মুসআব ইবনে সাবিত
(রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি অনুরূপ উল্লেখ করেছেন।
বস্তুত এ আব্দুল্লাহ ইবনে মুবারক (রাহঃ) (তার হাদীস বিষয়ে ‘ইতকান') দৃঢ়তা ও সংরক্ষণ ক্ষমতা
থাকা সত্ত্বেও এটিকে তিনি মুসআব (রাহঃ) থেকে দারাওয়ারদী কর্তৃক বর্ণনাকৃত রিওয়ায়াতের পরিপন্থী।
রিওয়ায়াত করেছেন। এবং মুহাম্মাদ ইবনে আমর (রাহঃ) তার অপেক্ষা প্রবীণ ও মর্যাদাসম্পন্ন হওয়া সত্ত্বেও
এ বিষয়ে তার সমর্থনে রিওয়ায়াত করেছেন। তারপর বিশেষভাবে লক্ষণীয় যে এ হাদীসটি ইসমাঈল
ইবনে মুহাম্মাদ (রাহঃ) থেকে মুসআব (রাহঃ) ব্যতীত অন্যদের সূত্রেও বর্ণিত হয়েছে। যেমনিভাবে এটিকে
মুহাম্মাদ ইবন আমর (রাহঃ) ও ইবনুল মুবারক (রাহঃ) রিওয়ায়াত করেছেন। কিন্তু তা দারাওয়ারদী’র
অনুরূপ নয়।
মুহাম্মাদ ইব্ন খুযায়মা (রাহঃ) এবং ইবরাহীম ইব্ন আবু দাউদ (রাহঃ) .... মুসআব ইবনে সাবিত
(রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি অনুরূপ উল্লেখ করেছেন।
বস্তুত এ আব্দুল্লাহ ইবনে মুবারক (রাহঃ) (তার হাদীস বিষয়ে ‘ইতকান') দৃঢ়তা ও সংরক্ষণ ক্ষমতা
থাকা সত্ত্বেও এটিকে তিনি মুসআব (রাহঃ) থেকে দারাওয়ারদী কর্তৃক বর্ণনাকৃত রিওয়ায়াতের পরিপন্থী।
রিওয়ায়াত করেছেন। এবং মুহাম্মাদ ইবনে আমর (রাহঃ) তার অপেক্ষা প্রবীণ ও মর্যাদাসম্পন্ন হওয়া সত্ত্বেও
এ বিষয়ে তার সমর্থনে রিওয়ায়াত করেছেন। তারপর বিশেষভাবে লক্ষণীয় যে এ হাদীসটি ইসমাঈল
ইবনে মুহাম্মাদ (রাহঃ) থেকে মুসআব (রাহঃ) ব্যতীত অন্যদের সূত্রেও বর্ণিত হয়েছে। যেমনিভাবে এটিকে
মুহাম্মাদ ইবন আমর (রাহঃ) ও ইবনুল মুবারক (রাহঃ) রিওয়ায়াত করেছেন। কিন্তু তা দারাওয়ারদী’র
অনুরূপ নয়।
بَابٌ السَّلَامُ فِي الصَّلَاةِ , كَيْفَ هُوَ؟
1584 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ دَاوُدَ بْنِ مُوسَى، قَالَ: ثنا عَبْدُ اللهِ بْنُ مُحَمَّدٍ التَّيْمِيُّ، قَالَ: ثنا عَبْدُ اللهِ بْنُ الْمُبَارَكِ، قَالَ: ثنا مُصْعَبُ بْنُ ثَابِتٍ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ مُحَمَّدٍ، عَنْ عَامِرِ بْنِ سَعْدٍ، عَنْ سَعْدٍ «أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُسَلِّمُ عَنْ يَمِينِهِ , وَعَنْ يَسَارِهِ ,» السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ «, حَتَّى يُرَى بَيَاضُ خَدَّيْهِ مِنْ هَاهُنَا وَمِنْ هَاهُنَا»
1585 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خُزَيْمَةَ، وَإِبْرَاهِيمُ بْنُ أَبِي دَاوُدَ، قَالَا: ثنا مُسَدَّدٌ، قَالَ: ثنا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، عَنْ مُصْعَبِ بْنِ ثَابِتٍ، فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ فَهَذَا عَبْدُ اللهِ بْنُ الْمُبَارَكِ مَعَ حِفْظِهِ وَإِتْقَانِهِ قَدْ رَوَاهُ عَنْ مُصْعَبٍ عَلَى خِلَافِ مَا رَوَاهُ الدَّرَاوَرْدِيُّ عَنْهُ. وَوَافَقَهُ عَلَى ذَلِكَ مُحَمَّدُ بْنُ عَمْرٍو , مَعَ تَقَدُّمِهِ وَجَلَالَتِهِ. ثُمَّ قَدْ رُوِيَ هَذَا الْحَدِيثُ عَنْ إِسْمَاعِيلَ بْنِ مُحَمَّدٍ عَنْ غَيْرِ مُصْعَبٍ , كَمَا رَوَاهُ مُحَمَّدُ بْنُ عَمْرٍو , وَابْنُ الْمُبَارَكِ لَا كَمَا رَوَاهُ الدَّرَاوَرْدِيُّ
1585 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خُزَيْمَةَ، وَإِبْرَاهِيمُ بْنُ أَبِي دَاوُدَ، قَالَا: ثنا مُسَدَّدٌ، قَالَ: ثنا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، عَنْ مُصْعَبِ بْنِ ثَابِتٍ، فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ فَهَذَا عَبْدُ اللهِ بْنُ الْمُبَارَكِ مَعَ حِفْظِهِ وَإِتْقَانِهِ قَدْ رَوَاهُ عَنْ مُصْعَبٍ عَلَى خِلَافِ مَا رَوَاهُ الدَّرَاوَرْدِيُّ عَنْهُ. وَوَافَقَهُ عَلَى ذَلِكَ مُحَمَّدُ بْنُ عَمْرٍو , مَعَ تَقَدُّمِهِ وَجَلَالَتِهِ. ثُمَّ قَدْ رُوِيَ هَذَا الْحَدِيثُ عَنْ إِسْمَاعِيلَ بْنِ مُحَمَّدٍ عَنْ غَيْرِ مُصْعَبٍ , كَمَا رَوَاهُ مُحَمَّدُ بْنُ عَمْرٍو , وَابْنُ الْمُبَارَكِ لَا كَمَا رَوَاهُ الدَّرَاوَرْدِيُّ

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:১৫৮৬
আন্তর্জাতিক নং: ১৫৮৭
সালাতে সালাম ফিরানো প্রসঙ্গ- সালাম কিরূপ?
১৫৮৬-১৫৮৭। ইউনুস (রাহঃ) মারযুক (রাহঃ)..... সা'দ (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন রাসূলুল্লাহ (ﷺ) ডানদিকে সালাম ফিরাতেন, যাতে আমি তাঁর গণ্ডদেশের শুভ্রতা দেখতে পেতাম, এবং বামদিকে সালাম ফিরাতেন যাতে আমি তার গণ্ডদেশের শুভ্রতা দেখতে পেতাম।
অতএব তার থেকে দারাওয়ারদী যা রিওয়ায়াত করেছেন তা খণ্ডন হয়ে গেল। সাদ (রাযিঃ) সূত্রে
রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণিত আছে যে, তিনি দু’সালাম ফিরাতেন।
এ বিষয়ে রাসূলুল্লাহ -এর একাধিক সাহাবী তার অনুকূলে রয়েছেন।
অতএব তার থেকে দারাওয়ারদী যা রিওয়ায়াত করেছেন তা খণ্ডন হয়ে গেল। সাদ (রাযিঃ) সূত্রে
রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণিত আছে যে, তিনি দু’সালাম ফিরাতেন।
এ বিষয়ে রাসূলুল্লাহ -এর একাধিক সাহাবী তার অনুকূলে রয়েছেন।
1586 - حَدَّثَنَا يُونُسُ، قَالَ: ثنا يَحْيَى بْنُ حَسَّانَ ح
1587 - وَحَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا أَبُو عَامِرٍ، قَالَا: ثنا عَبْدُ اللهِ بْنُ جَعْفَرٍ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ مُحَمَّدٍ، عَنْ عَامِرِ بْنِ سَعْدٍ، عَنْ سَعْدٍ، قَالَ: «كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُسَلِّمُ عَنْ يَمِينِهِ حَتَّى أَرَى بَيَاضَ خَدِّهِ , وَعَنْ يَسَارِهِ حَتَّى أَرَى بَيَاضَ خَدِّهِ» فَقَدِ انْتَفَى بِمَا ذَكَرْنَا مَا رَوَى الدَّرَاوَرْدِيُّ عَنْهُ , وَثَبَتَ عَنْ سَعْدٍ , عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ كَانَ يُسَلِّمُ تَسْلِيمَتَيْنِ. وَقَدْ وَافَقَهُ عَلَى ذَلِكَ غَيْرُ وَاحِدٍ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
1587 - وَحَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا أَبُو عَامِرٍ، قَالَا: ثنا عَبْدُ اللهِ بْنُ جَعْفَرٍ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ مُحَمَّدٍ، عَنْ عَامِرِ بْنِ سَعْدٍ، عَنْ سَعْدٍ، قَالَ: «كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُسَلِّمُ عَنْ يَمِينِهِ حَتَّى أَرَى بَيَاضَ خَدِّهِ , وَعَنْ يَسَارِهِ حَتَّى أَرَى بَيَاضَ خَدِّهِ» فَقَدِ انْتَفَى بِمَا ذَكَرْنَا مَا رَوَى الدَّرَاوَرْدِيُّ عَنْهُ , وَثَبَتَ عَنْ سَعْدٍ , عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ كَانَ يُسَلِّمُ تَسْلِيمَتَيْنِ. وَقَدْ وَافَقَهُ عَلَى ذَلِكَ غَيْرُ وَاحِدٍ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১৫৮৮
সালাতে সালাম ফিরানো প্রসঙ্গ- সালাম কিরূপ?
১৫৮৮। ফাহাদ (রাহঃ)...... আবু মুসা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ আলী (রাযিঃ) (উষ্ট্র)
যুদ্ধে আমাদেরকে নিয়ে এমনভাবে সালাত আদায় করেন যে, আমরা রাসূলুল্লাহ্ (ﷺ) -এর সালাত স্মরণ করেছি। হয়তাে আমরা সে সালাত ভুলে গিয়েছিলাম নয়তাে ইচ্ছাকৃতভাবে তা ছেড়ে দিয়েছিলাম। তিনি প্রত্যেক উঠা-বসায় তাকবীর বলতেন এবং ডানে-বামে সালাম ফিরাতেন।
যুদ্ধে আমাদেরকে নিয়ে এমনভাবে সালাত আদায় করেন যে, আমরা রাসূলুল্লাহ্ (ﷺ) -এর সালাত স্মরণ করেছি। হয়তাে আমরা সে সালাত ভুলে গিয়েছিলাম নয়তাে ইচ্ছাকৃতভাবে তা ছেড়ে দিয়েছিলাম। তিনি প্রত্যেক উঠা-বসায় তাকবীর বলতেন এবং ডানে-বামে সালাম ফিরাতেন।
1588 - فَحَدَّثَنَا فَهْدٌ , قَالَ: ثنا أَحْمَدُ بْنُ يُونُسَ قَالَ: ثنا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ , عَنْ أَبِي إِسْحَاقَ , عَنْ بُرَيْدِ بْنِ أَبِي مَرْيَمَ عَنْ أَبِي مُوسَى , قَالَ: «صَلَّى بِنَا عَلِيٌّ رَضِيَ اللهُ عَنْهُ يَوْمَ الْجَمَلِ صَلَاةً ذَكَّرَنَا صَلَاةَ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، إِمَّا أَنْ يَكُونَ نَسِينَاهَا أَوْ تَرَكْنَاهَا عَلَى عَمْدٍ , فَكَانَ يُكَبِّرُ فِي كُلِّ خَفْضٍ، وَرَفْعٍ , وَيُسَلِّمُ عَنْ يَمِينِهِ , وَعَنْ شِمَالِهِ»

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১৫৮৯
আন্তর্জাতিক নং: ১৫৯২
সালাতে সালাম ফিরানো প্রসঙ্গ- সালাম কিরূপ?
১৫৮৯-১৫৯২। আলী ইব্ন শায়বা (রাহঃ)..... আব্দুল্লাহ্ (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ
রাসূলুল্লাহ্ (ﷺ) ডানে-বামে সালাম ফিরাতেন, যাতে তার গণ্ডদেশের শুভ্রতা প্রকাশ হয়ে যেত।
(সালাম ফিরানাের সময় বলতেন) السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ , السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ
আবু উমাইয়া (রাহঃ)....... আব্দুল্লাহ (রাযিঃ) এর সূত্রে রাসুলুল্লাহ (ﷺ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন।
আহমদ ইবনে আব্দুল মুমিন আল-মারওয়াযী (রাহঃ)...... আলকামা (রাহঃ), আওয়াদ ইবনে ইয়াযিদ (রাহঃ) ও আবুল আহওয়াস (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তাঁরা বলেছেন : আমাদেরকে আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাযিঃ) রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন।
রবী'উল জীযী (রাহঃ).. ..... আব্দুল্লাহ (রাযিঃ) এর সূত্রে রাসুলুল্লাহ (ﷺ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন।
রাসূলুল্লাহ্ (ﷺ) ডানে-বামে সালাম ফিরাতেন, যাতে তার গণ্ডদেশের শুভ্রতা প্রকাশ হয়ে যেত।
(সালাম ফিরানাের সময় বলতেন) السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ , السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ
আবু উমাইয়া (রাহঃ)....... আব্দুল্লাহ (রাযিঃ) এর সূত্রে রাসুলুল্লাহ (ﷺ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন।
আহমদ ইবনে আব্দুল মুমিন আল-মারওয়াযী (রাহঃ)...... আলকামা (রাহঃ), আওয়াদ ইবনে ইয়াযিদ (রাহঃ) ও আবুল আহওয়াস (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তাঁরা বলেছেন : আমাদেরকে আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাযিঃ) রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন।
রবী'উল জীযী (রাহঃ).. ..... আব্দুল্লাহ (রাযিঃ) এর সূত্রে রাসুলুল্লাহ (ﷺ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন।
1589 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ شَيْبَةَ، قَالَ: ثنا عُبَيْدِ اللهِ بْنُ مُوسَى الْعَبْسِيُّ، قَالَ: أنا سُفْيَانُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي الْأَحْوَصِ، عَنْ عَبْدِ اللهِ، قَالَ: «كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُسَلِّمُ عَنْ يَمِينِهِ , وَعَنْ شِمَالِهِ , حَتَّى يَبْدُوَ بَيَاضُ خَدِّهِ , السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ , السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ»
1590 - حَدَّثَنَا أَبُو أُمَيَّةَ، قَالَ: ثنا أَبُو نُعَيْمٍ، قَالَ: ثنا سُفْيَانُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي الْأَحْوَصِ، عَنْ عَبْدِ اللهِ، عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ
1591 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدِ الْمُؤْمِنِ الْمَرْوَزِيُّ , قَالَ: ثنا عَلِيُّ بْنُ الْحَسَنِ بْنِ شَقِيقٍ , قَالَ: ثنا الْحُسَيْنُ بْنُ وَاقِدٍ , قَالَ: ثنا أَبُو إِسْحَاقَ , قَالَ: ثنا عَلْقَمَةُ وَالْأَسْوَدُ بْنُ يَزِيدَ وَأَبُو الْأَحْوَصِ , قَالُوا: حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ مَسْعُودٍ رَضِيَ اللهُ عَنْهُ عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ
1592 - حَدَّثَنَا رَبِيعٌ الْجِيزِيُّ، قَالَ: ثنا أَسَدٌ، قَالَ: ثنا إِسْرَائِيلُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْأَسْوَدِ، عَنْ عَبْدِ اللهِ، عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ
1590 - حَدَّثَنَا أَبُو أُمَيَّةَ، قَالَ: ثنا أَبُو نُعَيْمٍ، قَالَ: ثنا سُفْيَانُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي الْأَحْوَصِ، عَنْ عَبْدِ اللهِ، عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ
1591 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدِ الْمُؤْمِنِ الْمَرْوَزِيُّ , قَالَ: ثنا عَلِيُّ بْنُ الْحَسَنِ بْنِ شَقِيقٍ , قَالَ: ثنا الْحُسَيْنُ بْنُ وَاقِدٍ , قَالَ: ثنا أَبُو إِسْحَاقَ , قَالَ: ثنا عَلْقَمَةُ وَالْأَسْوَدُ بْنُ يَزِيدَ وَأَبُو الْأَحْوَصِ , قَالُوا: حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ مَسْعُودٍ رَضِيَ اللهُ عَنْهُ عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ
1592 - حَدَّثَنَا رَبِيعٌ الْجِيزِيُّ، قَالَ: ثنا أَسَدٌ، قَالَ: ثنا إِسْرَائِيلُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْأَسْوَدِ، عَنْ عَبْدِ اللهِ، عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:১৫৯৩
আন্তর্জাতিক নং: ১৫৯৬
সালাতে সালাম ফিরানো প্রসঙ্গ- সালাম কিরূপ?
১৫৯৩-১৫৯৬। আলী ইবনে শায়বা (রাহঃ) আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন : রাসূলুল্লাহ (ﷺ) আবু বকর (রাযিঃ) ও উমর (রাযিঃ) সালাতের মধ্যে তাদের ডানে-বামে السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ , السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ বলে সালাম ফিরাতেন।
আবু বিশর আল-রুকায় (রাহঃ) ও ইবনে মারযূক (রাহঃ)..... ও উমর রা থেকে অনুরূপ বর্ণনা করেছেন।
আবু বিশর আল-রুকায় (রাহঃ) ও ইবনে মারযূক (রাহঃ)..... ও উমর রা থেকে অনুরূপ বর্ণনা করেছেন।
1593 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ شَيْبَةَ، قَالَ: ثنا عُبَيْدِ اللهِ بْنُ مُوسَى، قَالَ: أنا إِسْرَائِيلُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْأَسْوَدِ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللهِ، قَالَ: كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبُو بَكْرٍ وَعُمَرُ رَضِيَ اللهُ عَنْهُمَا يُسَلِّمُونَ عَنْ أَيْمَانِهِمْ وَعَنْ شَمَائِلِهِمْ فِي الصَّلَاةِ: «السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ , السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ
1594 -» حَدَّثَنَا أَبُو بِشْرٍ الرَّقِّيُّ، قَالَ: ثنا شُجَاعُ بْنُ الْوَلِيدِ، عَنْ زُهَيْرِ بْنِ مُعَاوِيَةَ، ح
1595 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا أَبُو الْوَلِيدِ: قَالَ: ثنا زُهَيْرٌ ح
1596 - وَحَدَّثَنَا عَلِيُّ بْنُ مَعْبَدٍ، قَالَ: ثنا أَبُو الْجَوَّابِ الْأَحْوَصُ بْنُ جَوَّابٍ، قَالَ: أنا زُهَيْرٌ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْأَسْوَدِ، عَنْ أَبِيهِ، وَعَلْقَمَةَ , عَنْ عَبْدِ اللهِ، عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبِي بَكْرٍ وَعُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا مِثْلَهُ
1594 -» حَدَّثَنَا أَبُو بِشْرٍ الرَّقِّيُّ، قَالَ: ثنا شُجَاعُ بْنُ الْوَلِيدِ، عَنْ زُهَيْرِ بْنِ مُعَاوِيَةَ، ح
1595 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا أَبُو الْوَلِيدِ: قَالَ: ثنا زُهَيْرٌ ح
1596 - وَحَدَّثَنَا عَلِيُّ بْنُ مَعْبَدٍ، قَالَ: ثنا أَبُو الْجَوَّابِ الْأَحْوَصُ بْنُ جَوَّابٍ، قَالَ: أنا زُهَيْرٌ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْأَسْوَدِ، عَنْ أَبِيهِ، وَعَلْقَمَةَ , عَنْ عَبْدِ اللهِ، عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبِي بَكْرٍ وَعُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا مِثْلَهُ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১৫৯৭
আন্তর্জাতিক নং: ১৫৯৮
সালাতে সালাম ফিরানো প্রসঙ্গ- সালাম কিরূপ?
১৫৯৭-১৫৯৮। ইব্ন আবু দাউদ (রাহঃ).... আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ মক্কার
এক আমীর (শাসনকর্তা) মক্কাতে সালাত আদায় করেছেন এবং তিনি ডানে-বামে সালাম ফিরান।
আব্দুল্লাহ্ (রাযিঃ) বললেন, কোথেকে এ সুন্নত নিয়েছেন। হাকাম রাবী বলেছেন, রাসূলুল্লাহ্ (ﷺ) সএরূপ করতেন।
আবু উমাইয়া (রাহঃ)..... ইয়াহয়া (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি অনুরূপ উল্লেখ করেছেন।
এক আমীর (শাসনকর্তা) মক্কাতে সালাত আদায় করেছেন এবং তিনি ডানে-বামে সালাম ফিরান।
আব্দুল্লাহ্ (রাযিঃ) বললেন, কোথেকে এ সুন্নত নিয়েছেন। হাকাম রাবী বলেছেন, রাসূলুল্লাহ্ (ﷺ) সএরূপ করতেন।
আবু উমাইয়া (রাহঃ)..... ইয়াহয়া (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি অনুরূপ উল্লেখ করেছেন।
1597 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا مُسَدَّدٌ، قَالَ: ثنا يَحْيَى بْنُ سَعِيدٍ، قَالَ: ثنا شُعْبَةُ، عَنِ الْحَكَمِ، وَمَنْصُورٌ , عَنْ مُجَاهِدٍ، عَنْ أَبِي مَعْمَرٍ، عَنْ عَبْدِ اللهِ، قَالَ: " صَلَّى أَمِيرٌ بِمَكَّةَ , فَسَلَّمَ عَنْ يَمِينِهِ وَعَنْ شِمَالِهِ , فَقَالَ عَبْدُ اللهِ: مِنْ أَيْنَ عَلِقَهَا قَالَ الْحَكَمُ فِي حَدِيثِهِ: «كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَفْعَلُهُ»
1598 - حَدَّثَنَا أَبُو أُمَيَّةَ، قَالَ: ثنا عَلِيُّ بْنُ الْمَدِينِيِّ، قَالَ: ثنا يَحْيَى، فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ
1598 - حَدَّثَنَا أَبُو أُمَيَّةَ، قَالَ: ثنا عَلِيُّ بْنُ الْمَدِينِيِّ، قَالَ: ثنا يَحْيَى، فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১৫৯৯
সালাতে সালাম ফিরানো প্রসঙ্গ- সালাম কিরূপ?
১৫৯৯। সালিহ্ ইবনে আব্দুর রহমান (রাহঃ) এবং আলী ইবনে আব্দুর রহমান (রাহঃ)....... আম্মার (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, রাসুলুল্লাহ (ﷺ) সালাতে ডানে-বামে সালাম ফিরাতেন।
1599 - حَدَّثَنَا صَالِحُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، وَعَلِيُّ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، قَالَا: حَدَّثَنَا يُوسُفُ بْنُ عَدِيٍّ، قَالَ: ثنا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ صِلَةَ بْنِ زُفَرَ، عَنْ عَمَّارٍ «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُسَلِّمُ فِي صَلَاتِهِ عَنْ يَمِينِهِ وَعَنْ شِمَالِهِ»

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১৬০০
সালাতে সালাম ফিরানো প্রসঙ্গ- সালাম কিরূপ?
১৬০০। আলী ইবনে শায়বা (রাহঃ)..... ওয়াসি ইবনে হাব্বান (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ)-কে রাসূলুল্লাহ (ﷺ) -এর সালাত সম্পর্কে জিজ্ঞাসা করেন। উত্তরে তিনি
বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) যখন উঁচু-নিচু হতেন তখন তাকবীর বলতেন এবং ডানে-বামে- السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ , السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ বলে সালাম ফিরাতেন।
বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) যখন উঁচু-নিচু হতেন তখন তাকবীর বলতেন এবং ডানে-বামে- السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ , السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ বলে সালাম ফিরাতেন।
1600 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ شَيْبَةَ، قَالَ: ثنا رَوْحُ بْنُ عُبَادَةَ، قَالَ: ثنا ابْنُ جُرَيْجٍ، قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ يَحْيَى الْمَازِنِيُّ، عَنْ مُحَمَّدِ بْنِ يَحْيَى بْنِ حَبَّانَ، عَنْ عَمِّهِ وَاسِعِ بْنِ حَبَّانَ أَنَّهُ: سَأَلَ عَبْدَ اللهِ بْنَ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا , عَنْ صَلَاةِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , فَقَالَ: " كَانَ يُكَبِّرُ كُلَّمَا خَفَضَ وَرَفَعَ وَيُسَلِّمُ عَنْ يَمِينِهِ وَعَنْ شِمَالِهِ: السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ , السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ "

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:১৬০১
সালাতে সালাম ফিরানো প্রসঙ্গ- সালাম কিরূপ?
১৬০১। ইবনে আবু দাউদ (রাহঃ)..... সালিমের পিতা ইবনে উমর রা থেকে বর্ণনা করেন যে, রাসুলুল্লাহ (ﷺ) সালাতে ডানে-বামে দু‘সালাম ফিরাতেন।
1601 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا حَيْوَةُ بْنُ شُرَيْحٍ، قَالَ: ثنا بَقِيَّةُ، عَنِ الزُّبَيْدِيِّ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ: «أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , كَانَ يُسَلِّمُ فِي الصَّلَاةِ تَسْلِيمَتَيْنِ عَنْ يَمِينِهِ وَعَنْ شِمَالِهِ»

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১৬০২
আন্তর্জাতিক নং: ১৬০৩
সালাতে সালাম ফিরানো প্রসঙ্গ- সালাম কিরূপ?
১৬০২-১৬০৩। আবু বাকরা (রাযিঃ) এবং আবু উমাইয়া (রাহঃ) সূত্রে........ জাবির ইবনে সামূরা (রাযিঃ) থেকে বর্ণনা
করেন যে, তিনি বলেছেনঃ আমরা যখন রাসূলুল্লাহ (ﷺ) এর পিছনে সালাত আদায় করতাম তখন
আমাদের হাত দিয়ে (ইশারা করে) সালাম করতাম, আর বলতাম-. السلام عليكم ، السلام عليكم . তিনি বললেন- লােকদের কি হলাে, তারা যে হাতে (ইশারায়) সালাম ফিরাচ্ছে। যেন হাতগুলাে অস্থির ও দ্রুতগামী ঘােড়ার লেজের ন্যায় (নড়ছে)। তােমাদের জন্য কি যথেষ্ট নয় যে,যখন সে সালাতে বসবে তখন নিজের হাত উরুর উপর রাখবে এবং অঙ্গুলি দিয়ে ইশারা করবে আর السلام عليكم ، السلام عليكم বলবে।
করেন যে, তিনি বলেছেনঃ আমরা যখন রাসূলুল্লাহ (ﷺ) এর পিছনে সালাত আদায় করতাম তখন
আমাদের হাত দিয়ে (ইশারা করে) সালাম করতাম, আর বলতাম-. السلام عليكم ، السلام عليكم . তিনি বললেন- লােকদের কি হলাে, তারা যে হাতে (ইশারায়) সালাম ফিরাচ্ছে। যেন হাতগুলাে অস্থির ও দ্রুতগামী ঘােড়ার লেজের ন্যায় (নড়ছে)। তােমাদের জন্য কি যথেষ্ট নয় যে,যখন সে সালাতে বসবে তখন নিজের হাত উরুর উপর রাখবে এবং অঙ্গুলি দিয়ে ইশারা করবে আর السلام عليكم ، السلام عليكم বলবে।
1602 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا أَبُو أَحْمَدَ مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ بْنِ الزُّبَيْرِ , قَالَ: ثنا مِسْعَرٌ ح
1603 - وَحَدَّثَنَا أَبُو أُمَيَّةَ، قَالَ: ثنا يَعْلَى بْنُ عُبَيْدٍ، قَالَ: ثنا مِسْعَرٌ، عَنْ عُبَيْدِ اللهِ بْنِ الْقِبْطِيَّةِ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ: كُنَّا إِذَا صَلَّيْنَا خَلْفَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَلَّمْنَا بِأَيْدِينَا , قُلْنَا: السَّلَامُ عَلَيْكُمُ السَّلَامُ عَلَيْكُمْ , فَقَالَ: " مَا بَالُ أَقْوَامٍ يُسَلِّمُونَ بِأَيْدِيهِمْ كَأَنَّهَا أَذْنَابُ خَيْلٍ شَمْسٍ أَمَا يَكْفِي أَحَدَكُمْ إِذَا جَلَسَ فِي الصَّلَاةِ أَنْ يَضَعَ يَدَهُ عَلَى فَخِذِهِ وَيُشِيرَ بِأُصْبُعِهِ , وَيَقُولَ: السَّلَامُ عَلَيْكُمْ , السَّلَامُ عَلَيْكُمْ "
1603 - وَحَدَّثَنَا أَبُو أُمَيَّةَ، قَالَ: ثنا يَعْلَى بْنُ عُبَيْدٍ، قَالَ: ثنا مِسْعَرٌ، عَنْ عُبَيْدِ اللهِ بْنِ الْقِبْطِيَّةِ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ: كُنَّا إِذَا صَلَّيْنَا خَلْفَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَلَّمْنَا بِأَيْدِينَا , قُلْنَا: السَّلَامُ عَلَيْكُمُ السَّلَامُ عَلَيْكُمْ , فَقَالَ: " مَا بَالُ أَقْوَامٍ يُسَلِّمُونَ بِأَيْدِيهِمْ كَأَنَّهَا أَذْنَابُ خَيْلٍ شَمْسٍ أَمَا يَكْفِي أَحَدَكُمْ إِذَا جَلَسَ فِي الصَّلَاةِ أَنْ يَضَعَ يَدَهُ عَلَى فَخِذِهِ وَيُشِيرَ بِأُصْبُعِهِ , وَيَقُولَ: السَّلَامُ عَلَيْكُمْ , السَّلَامُ عَلَيْكُمْ "

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১৬০৪
আন্তর্জাতিক নং: ১৬০৫
সালাতে সালাম ফিরানো প্রসঙ্গ- সালাম কিরূপ?
১৬০৪-১৬০৫। আলী ইবনে আব্দুর রহমান (রাহঃ)...... বারা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, রাসুলুল্লাহ (ﷺ) সালাতে দুসালাম দিতেন।
আহমদ ইবনে আবু দাউদ (রাহঃ)...... বারা (রাযিঃ) সূত্রে রাসুলুল্লাহ (ﷺ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন।
আহমদ ইবনে আবু দাউদ (রাহঃ)...... বারা (রাযিঃ) সূত্রে রাসুলুল্লাহ (ﷺ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন।
1604 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ: ثنا أَبُو إِبْرَاهِيمَ التَّرْجُمَانِيُّ، قَالَ: ثنا حُدَيْجُ بْنُ مُعَاوِيَةَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ «أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُسَلِّمُ فِي الصَّلَاةِ تَسْلِيمَتَيْنِ»
1605 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ دَاوُدَ، قَالَ: ثنا مُسَدَّدٌ، وَأَبُو الرَّبِيعِ , قَالَا: ثنا عَبْدُ اللهِ بْنُ دَاوُدَ، عَنْ حُرَيْثٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنِ الْبَرَاءِ، عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ
1605 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ دَاوُدَ، قَالَ: ثنا مُسَدَّدٌ، وَأَبُو الرَّبِيعِ , قَالَا: ثنا عَبْدُ اللهِ بْنُ دَاوُدَ، عَنْ حُرَيْثٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنِ الْبَرَاءِ، عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১৬০৬
আন্তর্জাতিক নং: ১৬০৮
সালাতে সালাম ফিরানো প্রসঙ্গ- সালাম কিরূপ?
১৬০৬-১৬০৮। ইব্ন মারযূক (রাহঃ) এবং আবু বাকরা (রাহঃ)...... ওয়াইল ইব্ন হজুর (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর পিছনে সালাত আদায় করেছেন। তিনি সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর ডানে-বামে সালাম ফিরিয়েছেন।
মুহাম্মাদ ইবনে খুযায়মা (রাহঃ).......ওয়াইল ইবনে হুজর (রাযিঃ) এর সূত্রে রাসুলুল্লাহ (ﷺ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
মুহাম্মাদ ইবনে খুযায়মা (রাহঃ).......ওয়াইল ইবনে হুজর (রাযিঃ) এর সূত্রে রাসুলুল্লাহ (ﷺ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
1606 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا أَبُو الْوَلِيدِ، قَالَ: ثنا شُعْبَةُ ح
1607 - وَحَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا أَبُو دَاوُدَ، قَالَ: ثنا شُعْبَةُ، عَنْ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ، قَالَ: سَمِعْتُ محُجْرًا أَبَا عَنْبَسٍ، يُحَدِّثُ عَنْ وَائِلِ بْنِ حُجْرٍ «أَنَّهُ صَلَّى خَلْفَ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَلَّمَ عَنْ يَمِينِهِ وَعَنْ يَسَارِهِ»
1608 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خُزَيْمَةَ، قَالَ: ثنا عَبْدُ اللهِ بْنُ رَجَاءٍ، قَالَ: أنا شُعْبَةُ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ أَبِي الْبَخْتَرِيِّ، قَالَ: سَمِعْتُ عَبْدَ الرَّحْمَنِ، يُحَدِّثُ , عَنْ وَائِلِ بْنِ حُجْرٍ، عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ
1607 - وَحَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا أَبُو دَاوُدَ، قَالَ: ثنا شُعْبَةُ، عَنْ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ، قَالَ: سَمِعْتُ محُجْرًا أَبَا عَنْبَسٍ، يُحَدِّثُ عَنْ وَائِلِ بْنِ حُجْرٍ «أَنَّهُ صَلَّى خَلْفَ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَلَّمَ عَنْ يَمِينِهِ وَعَنْ يَسَارِهِ»
1608 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خُزَيْمَةَ، قَالَ: ثنا عَبْدُ اللهِ بْنُ رَجَاءٍ، قَالَ: أنا شُعْبَةُ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ أَبِي الْبَخْتَرِيِّ، قَالَ: سَمِعْتُ عَبْدَ الرَّحْمَنِ، يُحَدِّثُ , عَنْ وَائِلِ بْنِ حُجْرٍ، عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১৬০৯
সালাতে সালাম ফিরানো প্রসঙ্গ- সালাম কিরূপ?
১৬০৯। ইবনে আবু দাউদ (রাহঃ)...... আদী ইব্ন আমীরা আল-হারামী (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে,
তিনি বলেছেনঃ রাসূলুল্লাহ (ﷺ) যখন সালাতে সালাম ফিরাতেন তখন ডান দিকে নিজের মুখমণ্ডল ফিরাতেন যাতে তাঁর গণ্ডদেশের শুভ্রতা দেখা যেত, তারপর বাম দিকে সালাম ফিরাতেন এবং মুখমণ্ডল ঘুরাতেন যাতে তার বামপার্শ্বস্থ গণ্ডদেশ দেখা যেত।
তিনি বলেছেনঃ রাসূলুল্লাহ (ﷺ) যখন সালাতে সালাম ফিরাতেন তখন ডান দিকে নিজের মুখমণ্ডল ফিরাতেন যাতে তাঁর গণ্ডদেশের শুভ্রতা দেখা যেত, তারপর বাম দিকে সালাম ফিরাতেন এবং মুখমণ্ডল ঘুরাতেন যাতে তার বামপার্শ্বস্থ গণ্ডদেশ দেখা যেত।
1609 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا يَحْيَى بْنُ مَعِينٍ، قَالَ: ثنا الْمُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ، قَالَ: قَرَأْتُ عَلَى الْفُضَيْلِ حَدَّثَنِي أَبُو حَرِيزٍ، أَنَّ قَيْسَ بْنَ أَبِي حَازِمٍ، حَدَّثَهُ أَنَّ عَدِيَّ بْنَ عَمِيرَةَ الْحَضْرَمِيَّ حَدَّثَهُ , قَالَ: «كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا سَلَّمَ فِي الصَّلَاةِ أَقْبَلَ بِوَجْهِهِ عَنْ يَمِينِهِ حَتَّى يُرَى بَيَاضُ خَدِّهِ , ثُمَّ يُسَلِّمُ عَنْ يَسَارِهِ , وَيُقْبِلُ بِوَجْهِهِ حَتَّى يُرَى بَيَاضُ خَدِّهِ الْأَيْسَرِ»

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১৬১০
সালাতে সালাম ফিরানো প্রসঙ্গ- সালাম কিরূপ?
১৬১০। ইবনে আবু দাউদ (রাহঃ)......আবু মালিক আল-আশআরী (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি
তাঁর সম্প্রদায়কে বললেন, আমি কি তােমাদেরকে রাসূলুল্লাহ (ﷺ)-এর সালাত পড়াব না ? তিনি সালাতের বিবরণ পেশ করলেন এবং ডানে-বামে সালাম ফিরালেন তারপর বললেন, রাসূলুল্লাহ্ (ﷺ) -এর সালাত এরূপ ছিলাে।
তাঁর সম্প্রদায়কে বললেন, আমি কি তােমাদেরকে রাসূলুল্লাহ (ﷺ)-এর সালাত পড়াব না ? তিনি সালাতের বিবরণ পেশ করলেন এবং ডানে-বামে সালাম ফিরালেন তারপর বললেন, রাসূলুল্লাহ্ (ﷺ) -এর সালাত এরূপ ছিলাে।
1610 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا عَيَّاشٌ الرَّقَّامُ، قَالَ: ثنا عَبْدُ الْأَعْلَى، قَالَ: ثنا قُرَّةُ، قَالَ: ثنا بُدَيْلٌ، عَنْ شَهْرِ بْنِ حَوْشَبٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ غَنَمٍ، قَالَ: قَالَ أَبُو مَالِكٍ الْأَشْعَرِيُّ لِقَوْمِهِ: " أَلَا أُصَلِّي بِكُمْ صَلَاةَ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , فَذَكَرَ الصَّلَاةَ وَسَلَّمَ عَنْ يَمِينِهِ , وَعَنْ شِمَالِهِ , ثُمَّ قَالَ: هَكَذَا كَانَتْ صَلَاةُ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ "

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১৬১১
সালাতে সালাম ফিরানো প্রসঙ্গ- সালাম কিরূপ?
১৬১১। আবু উমাইয়া (রাহঃ) ..... তালক ইব্ন আলী (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ আমরা যখন রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সঙ্গে সালাত আদায় করতাম আর তিনি সালাম ফিরাতেন তখন
আমরা তাঁর ডান পার্শ্বস্থ এবং বামপার্শ্বস্থ গণ্ডদেশের শুভ্রতা দেখতে পেতাম।
আমরা তাঁর ডান পার্শ্বস্থ এবং বামপার্শ্বস্থ গণ্ডদেশের শুভ্রতা দেখতে পেতাম।
1611 - حَدَّثَنَا أَبُو أُمَيَّةَ، قَالَ: ثنا عَلِيُّ بْنُ الْمَدِينِيِّ، قَالَ: ثنا مُلَازِمُ بْنُ عَمْرٍو، قَالَ: ثنا هَوْذَةُ بْنُ قَيْسِ بْنِ طَلْقٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، طَلْقِ بْنِ عَلِيٍّ قَالَ: «كُنَّا إِذَا صَلَّيْنَا مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَلَّمَ رَأَيْنَا بَيَاضَ خَدِّهِ الْأَيْمَنِ وَبَيَاضَ خَدِّهِ الْأَيْسَرِ»

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১৬১২
সালাতে সালাম ফিরানো প্রসঙ্গ- সালাম কিরূপ?
১৬১২। নসর ইবনে মারযূক (রাহঃ)....... আউস ইবনে আউস (রাযিঃ) অথবা আউস ইবনে আবু আউস (রাযিঃ)
থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট অর্ধ মাস যাবত অবস্থান করেছি, তাঁকে সালাত আদায় করতে দেখেছি এবং তিনি ডানে এবং বামে সালাম ফিরিয়েছেন।
থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট অর্ধ মাস যাবত অবস্থান করেছি, তাঁকে সালাত আদায় করতে দেখেছি এবং তিনি ডানে এবং বামে সালাম ফিরিয়েছেন।
1612 - حَدَّثَنَا نَصْرُ بْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا أَسَدُ بْنُ مُوسَى، قَالَ: ثنا قَيْسُ بْنُ الرَّبِيعِ، عَنْ عُمَيْرِ بْنِ عَبْدِ اللهِ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ الْمُغِيرَةِ الطَّائِفِيِّ، عَنْ أَوْسِ بْنِ أَوْسٍ، أَوْ أَوْسِ بْنِ أَبِي أَوْسٍ , قَالَ: «أَقَمْتُ عِنْدَ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نِصْفَ شَهْرٍ , فَرَأَيْتُهُ يُصَلِّي ويُسَلِّمُ عَنْ يَمِينِهِ , وَعَنْ شِمَالِهِ»

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১৬১৩
সালাতে সালাম ফিরানো প্রসঙ্গ- সালাম কিরূপ?
১৬১৩। আহমদ ইবনে আব্দুল মু'মিন আল-সূফী (রাহঃ) .... আযরাক ইবনে কায়স (রাহঃ) থেকে বর্ণনা
করেন যে, তিনি বলেছেন, আমাদেরকে নিয়ে আবু উমাইয়া (রাযিঃ) সালাত আদায় করেছেন, তারপর
তিনি আমাদেরকে হাদীস বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ্ (ﷺ) সালাতের মধ্যে ডানে এবং বামে সালাম ফিরিয়েছেন।
আবু জাফর (তাহাবী র) বলেন, সালাতে সালাম সংক্রান্ত রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে আমার জানা মতে যত সহীহ হাদীস রয়েছে সবগুলােকে আমি এ অধ্যায়ে নিয়ে এসেছি। আর সবগুলাে হাদীসই দারাওয়ারদী (রাহঃ)-এর বর্ণনার পরিপন্থী, যে বর্ণনার অসারতা আমরা এ অধ্যায়ের প্রারম্ভে বর্ণনা
করেছি। সংশ্লিষ্ট বিষয়ে আরাে একদল আলিম নীচের হাদীস দ্বারা দলীল পেশ করেছেনঃ
করেন যে, তিনি বলেছেন, আমাদেরকে নিয়ে আবু উমাইয়া (রাযিঃ) সালাত আদায় করেছেন, তারপর
তিনি আমাদেরকে হাদীস বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ্ (ﷺ) সালাতের মধ্যে ডানে এবং বামে সালাম ফিরিয়েছেন।
আবু জাফর (তাহাবী র) বলেন, সালাতে সালাম সংক্রান্ত রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে আমার জানা মতে যত সহীহ হাদীস রয়েছে সবগুলােকে আমি এ অধ্যায়ে নিয়ে এসেছি। আর সবগুলাে হাদীসই দারাওয়ারদী (রাহঃ)-এর বর্ণনার পরিপন্থী, যে বর্ণনার অসারতা আমরা এ অধ্যায়ের প্রারম্ভে বর্ণনা
করেছি। সংশ্লিষ্ট বিষয়ে আরাে একদল আলিম নীচের হাদীস দ্বারা দলীল পেশ করেছেনঃ
1613 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدِ الْمُؤْمِنِ الصُّوفِيُّ، قَالَ: ثنا أَشْعَثُ بْنُ شُعْبَةَ، قَالَ: ثنا الْمِنْهَالُ بْنُ خَلِيفَةَ، عَنِ الْأَزْرَقِ بْنِ قَيْسٍ، قَالَ: صَلَّى بِنَا أَبُو أُمَيَّةَ ثُمَّ حَدَّثَنَا «أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَلَّمَ فِي الصَّلَاةِ عَنْ يَمِينِهِ وَعَنْ يَسَارِهِ»
قَالَ أَبُو جَعْفَرٍ: فَلَمْ نَعْلَمْ شَيْئًا صَحَّ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي السَّلَامِ فِي الصَّلَاةِ إِلَّا وَقَدْ دَخَلَ فِيمَا رَوَيْنَا فِي هَذَا الْبَابِ , فَإِنَّمَا يُخَالِفُ ذَلِكَ مَنْ يُخَالِفُهُ إِلَى حَدِيثِ الدَّرَاوَرْدِيِّ الَّذِي قَدْ بَيَّنَّا فَسَادَهُ فِي أَوَّلِ هَذَا الْبَابِ وَقَدِ احْتَجَّ قَوْمٌ فِي ذَلِكَ أَيْضًا
قَالَ أَبُو جَعْفَرٍ: فَلَمْ نَعْلَمْ شَيْئًا صَحَّ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي السَّلَامِ فِي الصَّلَاةِ إِلَّا وَقَدْ دَخَلَ فِيمَا رَوَيْنَا فِي هَذَا الْبَابِ , فَإِنَّمَا يُخَالِفُ ذَلِكَ مَنْ يُخَالِفُهُ إِلَى حَدِيثِ الدَّرَاوَرْدِيِّ الَّذِي قَدْ بَيَّنَّا فَسَادَهُ فِي أَوَّلِ هَذَا الْبَابِ وَقَدِ احْتَجَّ قَوْمٌ فِي ذَلِكَ أَيْضًا

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১৬১৪
সালাতে সালাম ফিরানো প্রসঙ্গ- সালাম কিরূপ?
১৬১৪। ইবনে আবু দাউদ (রাহঃ) এবং আহমদ ইবনে আব্দুল্লাহ্ (রাহঃ)....... আয়েশা (রাযিঃ) থেকে বর্ণনা
করেন যে, রাসূলুল্লাহ (ﷺ) একবার মাত্র সালাম ফিরাতেন।
তাদেরকে বলা হবে যে, এ হাদীসটি আসলে আয়েশা (রাযিঃ)-এর উক্তি ('মাউকুফ')। হাদীসের
হাফিজগণ এভাবেই রিওয়ায়াত করেছেন। আর যুহায়র ইবনে মুহাম্মাদ (রাযিঃ) যদিও নির্ভরযােগ্য ব্যক্তি
কিন্তু তার থেকে আমর ইবনে সালামী-এর রিওয়ায়াত নিশ্চিতরূপে দুর্বল। ইয়াহইয়া ইবনে মাঈন (রাহঃ)
এরূপ বলেছেন। তার থেকে আমাকে আমাদের অনেকেই এরূপ বর্ণনা করেছন। তাদের থেকে আলী
ইবনে আব্দুর রহমান ইবনুল মুগীরা আমার নিকট এসেছেন এবং তিনি বলেছেন যে, এ রিওয়ায়াতে
অনেক মিশ্রণ ঘটেছে। কেউ যদি বলে যে, আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত রিওয়ায়াত তােমার উল্লেখ মত যদি মেনে নেয়া হয় তাহলে এ বিষয়ে তার রিওয়ায়াত রাসূলুল্লাহ্ (ﷺ) -এর সাহাবীগণের কাদের সাথে সাংঘর্ষিক হবে?
উত্তরে তাকে বলা হবে, আবু বকর (রাযিঃ) এবং উমর (রাযিঃ)-এর (আমলের) সাথে সাংঘর্ষিক।
এ বিষয়ে তাদের থেকে আমরা পূর্বে এ অধ্যায়ে রিওয়ায়াত বর্ণনা করে এসেছি।
এ বিষয়ে দ্বিতীয় দলের আরো দলীল
করেন যে, রাসূলুল্লাহ (ﷺ) একবার মাত্র সালাম ফিরাতেন।
তাদেরকে বলা হবে যে, এ হাদীসটি আসলে আয়েশা (রাযিঃ)-এর উক্তি ('মাউকুফ')। হাদীসের
হাফিজগণ এভাবেই রিওয়ায়াত করেছেন। আর যুহায়র ইবনে মুহাম্মাদ (রাযিঃ) যদিও নির্ভরযােগ্য ব্যক্তি
কিন্তু তার থেকে আমর ইবনে সালামী-এর রিওয়ায়াত নিশ্চিতরূপে দুর্বল। ইয়াহইয়া ইবনে মাঈন (রাহঃ)
এরূপ বলেছেন। তার থেকে আমাকে আমাদের অনেকেই এরূপ বর্ণনা করেছন। তাদের থেকে আলী
ইবনে আব্দুর রহমান ইবনুল মুগীরা আমার নিকট এসেছেন এবং তিনি বলেছেন যে, এ রিওয়ায়াতে
অনেক মিশ্রণ ঘটেছে। কেউ যদি বলে যে, আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত রিওয়ায়াত তােমার উল্লেখ মত যদি মেনে নেয়া হয় তাহলে এ বিষয়ে তার রিওয়ায়াত রাসূলুল্লাহ্ (ﷺ) -এর সাহাবীগণের কাদের সাথে সাংঘর্ষিক হবে?
উত্তরে তাকে বলা হবে, আবু বকর (রাযিঃ) এবং উমর (রাযিঃ)-এর (আমলের) সাথে সাংঘর্ষিক।
এ বিষয়ে তাদের থেকে আমরা পূর্বে এ অধ্যায়ে রিওয়ায়াত বর্ণনা করে এসেছি।
এ বিষয়ে দ্বিতীয় দলের আরো দলীল
1614 - بِمَا حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ , وَأَحْمَدُ بْنُ عَبْدِ اللهِ بْنِ عَبْدِ الرَّحِيمِ الْبَرْقِيُّ , قَالَا: ثنا عَمْرُو بْنُ أَبِي سَلَمَةَ قَالَ: ثنا زُهَيْرُ بْنُ مُحَمَّدٍ , عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ , عَنْ أَبِيهِ , عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا «أَنَّ رَسُولَ اللهِ كَانَ يُسَلِّمُ تَسْلِيمَةً وَاحِدَةً» قِيلَ لَهُمْ هَذَا حَدِيثٌ أَصْلُهُ مَوْقُوفٌ عَلَى عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا هَكَذَا رَوَاهُ الْحُفَّاظُ وَزُهَيْرُ بْنُ مُحَمَّدٍ وَإِنْ كَانَ رَجُلًا ثِقَةً فَإِنَّ رِوَايَةَ عَمْرِو بْنِ أَبِي سَلَمَةَ عَنْهُ تَضْعُفُ جِدًّا. هَكَذَا قَالَ يَحْيَى بْنُ مَعِينٍ فِيمَا حَكَى لَهُ عَنْهُ غَيْرُ وَاحِدٍ مِنْ أَصْحَابِنَا لَآمَنُهُمْ عَلِيُّ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْمُغِيرَةِ إِلَيَّ وَزَعَمَ أَنَّ فِيهَا تَخْلِيطًا كَثِيرًا. فَإِنْ قَالَ قَائِلٌ: فَإِذَا ثَبَتَ عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا فِيمَا ذَكَرْتَ فَبِمَنْ يُعَارِضُهَا فِي ذَلِكَ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. قِيلَ لَهُ بِأَبِي بَكْرٍ وَعُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا قَدْ رَوَيْنَا ذَلِكَ عَنْهُمَا فِيمَا تَقَدَّمَ مِنْ هَذَا الْبَابِ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১৬১৫
আন্তর্জাতিক নং: ১৬১৭
সালাতে সালাম ফিরানো প্রসঙ্গ- সালাম কিরূপ?
১৬১৫-১৬১৭। হুসাইন ইবনে নসর (রাহঃ) এবং আলী ইবুন শায়বা (রাহঃ)...... মাসরূক (রাহঃ) থেকে বর্ণনা করেন
যে, তিনি বলেছেনঃ আবু বকর (রাযিঃ) ডানে এবং বামে সালাম ফিরাতেন। তারপর তিনি দ্রুত
মুক্তাদিদের দিকে মুখ ফিরাতেন যেন তিনি উত্তপ্ত প্রস্তরের উপর অবস্থান করছিলেন।
আবু বাকরা (রাহঃ)..... হাম্মাদ (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি অনুরূপ উল্লেখ করেছেন।
যে, তিনি বলেছেনঃ আবু বকর (রাযিঃ) ডানে এবং বামে সালাম ফিরাতেন। তারপর তিনি দ্রুত
মুক্তাদিদের দিকে মুখ ফিরাতেন যেন তিনি উত্তপ্ত প্রস্তরের উপর অবস্থান করছিলেন।
আবু বাকরা (রাহঃ)..... হাম্মাদ (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি অনুরূপ উল্লেখ করেছেন।
1615 - وَقَدْ حَدَّثَنَا حُسَيْنُ بْنُ نَصْرٍ , وَعَلِيُّ بْنُ شَيْبَةَ , قَالَ: ثنا أَبُو نُعَيْمٍ قَالَ: ثنا سُفْيَانُ , عَنْ حَمَّادٍ , عَنْ أَبِي الضُّحَى , عَنْ مَسْرُوقٍ , قَالَ: كَانَ أَبُو بَكْرٍ رَضِيَ اللهُ عَنْهُ يُسَلِّمُ عَنْ يَمِينِهِ , وَعَنْ شِمَالِهِ , ثُمَّ يَنْتَقِلُ سَاعَتَئِذٍ كَأَنَّهُ عَلَى الرَّضْفِ "
1616 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا أَبُو دَاوُدَ، وَوَهْبٌ قَالَا: ثنا شُعْبَةُ، وَهِشَامٌ، ح
1617 - وَحَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا أَبُو عَامِرٍ، قَالَ: ثنا هِشَامٌ، عَنْ حَمَّادٍ، فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ
1616 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا أَبُو دَاوُدَ، وَوَهْبٌ قَالَا: ثنا شُعْبَةُ، وَهِشَامٌ، ح
1617 - وَحَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا أَبُو عَامِرٍ، قَالَ: ثنا هِشَامٌ، عَنْ حَمَّادٍ، فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ

তাহকীক:
তাহকীক চলমান
