শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

شرح معاني الآثار المختلفة المروية عن رسول الله صلى الله عليه وسلم في الأحكام

২. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস ১৭ টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১৫৫০
আন্তর্জাতিক নং: ১৫৫১
২৯-সালাতের তাশাহ্হুদ কিরূপ
১৫৫০-১৫৫১। ইউনুস ইবন আব্দুল আ'লা (রাহঃ) আব্দুর রহমান ইবন আব্দুল কারী (রাহঃ) থেকে বর্ণনা
করেন যে, তিনি উমর ইবনুল খাত্তাব (রাযিঃ)-কে মিম্বরের উপর লােকদেরকে তাশাহ্হুদ শিখাতে
শুনেছেন, তিনি বলছিলেন- তােমরা বল ঃ
التَّحِيَّاتُ لِلَّهِ الزَّاكِيَاتُ لِلَّهِ , الصَّلَوَاتُ لِلَّهِ , السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللهِ الصَّالِحِينَ , أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ

আবু বাকরা (রাহঃ).....আব্দুর রহমান ইবনে আব্দুল কারী (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি অনুরূপ উল্লেখ করেছেন।
بَابٌ التَّشَهُّدُ فِي الصَّلَاةِ , كَيْفَ هُوَ؟
1550 - حَدَّثَنَا يُونُسُ بْنُ عَبْدِ الْأَعْلَى , قَالَ: ثنا عَبْدُ اللهِ بْنُ وَهْبٍ , قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ , وَمَالِكُ بْنُ أَنَسٍ أَنَّ ابْنَ شِهَابٍ حَدَّثَهُمَا , عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ , عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدٍ الْقَارِيِّ أَنَّهُ سَمِعَ عُمَرَ بْنَ الْخَطَّابِ رَضِيَ اللهُ عَنْهُ يُعَلِّمُ النَّاسَ التَّشَهُّدَ عَلَى الْمِنْبَرِ وَهُوَ يَقُولُ: " قُولُوا: التَّحِيَّاتُ لِلَّهِ الزَّاكِيَاتُ لِلَّهِ , الصَّلَوَاتُ لِلَّهِ , السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللهِ الصَّالِحِينَ , أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ "

1551 - وَحَدَّثَنَا أَبُو بَكْرَةَ , قَالَ: ثنا أَبُو عَاصِمٍ , قَالَ: أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ قَالَ: أنا ابْنُ شِهَابٍ عَنْ حَدِيثِ عُرْوَةَ , عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدٍ الْقَارِئِ فَذَكَرَ مِثْلَهُ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:১৫৫২
আন্তর্জাতিক নং: ১৫৫৪
সালাতের তাশাহ্হুদ কিরূপ
১৫৫২-১৫৫৪। আবু বাকরা (রাহঃ)..... ইবনে জুরায়জ (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি নাফি
(রাহঃ)-কে বলি, ইবন উমর (রাযিঃ) কিভাবে তাশাহহুদ পড়তেন। তিনি উত্তরে বলেন ঃ তিনি বলতেন-
بِسْمِ اللهِ التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ لِلَّهِ , وَالزَّاكِيَاتُ لِلَّهِ , السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللهِ الصَّالِحِينَ

নসর ইবন মারযুক (রাহঃ) এবং রাওহ ইবনুল ফারাজ (রাহঃ)...... আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণনা।
করেন যে, তিনি বলেছেনঃ তােমাদের কেউ যখন তাশাহহুদ পড়ে তখন সে যেন বলেঃ তারপর তিনি
উমর (রাযিঃ)-এর অনুরূপ তাশাহ্হুদ উল্লেখ করেছেন।
1552 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا أَبُو عَاصِمٍ، قَالَ: ثنا ابْنُ جُرَيْجٍ، قَالَ: قُلْتُ لِنَافِعٍ: كَيْفَ كَانَ ابْنُ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا يَتَشَهَّدُ , قَالَ: كَانَ يَقُولُ: «بِسْمِ اللهِ التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ لِلَّهِ , وَالزَّاكِيَاتُ لِلَّهِ , السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللهِ الصَّالِحِينَ» ثُمَّ يَتَشَهَّدُ فَيَقُولُ: «شَهِدْتُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ , شَهِدْتُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللهِ»

1553 - حَدَّثَنَا نَصْرُ بْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا عَبْدُ اللهِ بْنُ صَالِحٍ ح

1554 - وَحَدَّثَنَا رَوْحُ بْنُ الْفَرَجِ، قَالَ: ثنا يَحْيَى بْنُ عَبْدِ اللهِ بْنِ بُكَيْرٍ، قَالَا: حَدَّثَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، قَالَ: حَدَّثَنِي عُقَيْلُ بْنُ خَالِدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ: أَخْبَرَنِي سَالِمُ بْنُ عَبْدِ اللهِ، عَنْ أَبِيهِ، قَالَ: إِذَا تَشَهَّدَ أَحَدُكُمْ فَلْيَقُلْ: ثُمَّ ذَكَرَ مِثْلَ تَشَهُّدِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:১৫৫৫
সালাতের তাশাহ্হুদ কিরূপ
১৫৫৫। মুহাম্মাদ ইবন খুযায়মা (রাহঃ) এবং ফাহাদ (রাহঃ) ......... কাসিম (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি
বলেছেন, আয়েশা (রাযিঃ) আমাদের তাশাহ্হুদ শিখিয়েছেন এবং তিনি নিজ হাতে শক্ত করেছেন।
তারপর কাসিম (রাহঃ)-এর বর্ণনার অনুরূপ উল্লেখ করেছেন।
একদল আলিম এই হাদীসগুলাে গ্রহণ করে বলেছেনঃ সালাতের মাঝে তাশাহহুদ এরূপই। যেহেতু
উমর ইবনুল খাত্তাব (রাযিঃ) মুহাজিরীন ও আন্সারগণের উপস্থিতিতে রাসূলুল্লাহ্ (ﷺ)-এর মিম্বরের উপর লােকদেরকে এটা শিখিয়েছেন। অথচ তাদের মধ্য থেকে কেউ এই তাশাহহুদকে প্রত্যাখ্যান করেননি। এ ব্যাপারে অপরাপর আলিমগণ তাদের বিরােধিতা করে বলেছেনঃ তােমরা যা উল্লেখ করেছ তা যদি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সাহাবীগণের নিকট অপরিহার্য হতাে, তাহলে তাদের কেউ এ ব্যাপারে উমর (রাযিঃ)-এর বিরােধিতা করতেন না। অথচ তারা এতে তার বিরােধিতা করেছেন এবং তাঁরা এর বিপরীত আমল করেছেন। তাঁদের অধিকাংশ সেটিকে রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে রিওয়ায়াত করেছেন।
সাহাবীদের মধ্যে যারা এ ব্যাপারে উমর (রাযিঃ)-এর বিরােধিতা করেছেন, আব্দুল্লাহ ইবন মাসউদ (রাযিঃ)
তাদের অন্যতম। সংশ্লিষ্ট বিষয়ে তার সূত্রে রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে নিম্নোক্ত হাদীসটি বর্ণিত হয়েছে ঃ
1555 - وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خُزَيْمَةَ , وَفَهْدٌ قَالَا: حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ صَالِحٍ , قَالَ: حَدَّثَنِي اللَّيْثُ , قَالَ: حَدَّثَنِي ابْنُ الْهَادِ , عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ , عَنِ الْقَاسِمِ , قَالَ: كَانَتْ عَائِشَةُ رَضِيَ اللهُ عَنْهَا تُعَلِّمُنَا التَّشَهُّدَ وَتُشِيرُ بِيَدِهَا , ثُمَّ ذَكَرَ مِثْلَهُ فَذَهَبَ قَوْمٌ إِلَى هَذِهِ الْأَحَادِيثِ , وَقَالُوا: هَكَذَا التَّشَهُّدُ فِي الصَّلَاةِ ; لِأَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ رَضِيَ اللهُ عَنْهُ قَدْ عَلَّمَ ذَلِكَ النَّاسَ عَلَى مِنْبَرِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِحَضْرَةِ الْمُهَاجِرِينَ وَالْأَنْصَارِ , فَلَمْ يُنْكِرْ ذَلِكَ عَلَيْهِ مِنْهُمْ مُنْكِرٌ. وَخَالَفَهُمْ , فِي ذَلِكَ آخَرُونَ فَقَالُوا: لَوْ وَجَبَ مَا ذَكَرْتُمُوهُ عِنْدَ أَصْحَابِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذًا لَمَا خَالَفَ أَحَدٌ مِنْهُمْ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُ فِي ذَلِكَ فَقَدْ خَالَفُوهُ فِيهِ وَعَمِلُوا بِخِلَافِهِ. وَرَوَى أَكْثَرُهُمْ ذَلِكَ عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. فَمِمَّنْ خَالَفَهُ فِي ذَلِكَ عَبْدُ اللهِ بْنُ مَسْعُودٍ رَضِيَ اللهُ عَنْهُ فَرُوِيَ عَنْهُ فِي ذَلِكَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:১৫৫৬
আন্তর্জাতিক নং: ১৫৬৬
সালাতের তাশাহ্হুদ কিরূপ
১৫৫৬-১৫৬৬। আবু বাকরা (রাহঃ)......ইবনে মাসউদ (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমরা
রাসূলুল্লাহ্ (ﷺ)-এর পিছনে সালাত আদায় করতাম, আর বলতাম
السَّلَامُ عَلَىاللهِ السَّلَامُ عَلَى جَبْرَائِيلُ السَّلَامُ عَلَى مِيكَائِيلَ

অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) আমাদের দিকে তাকালেন এবং বললেন, তােমরা السلام علي الله বলবে না, আল্লাহ’ই হচ্ছেন সালাম। বরং তােমরা বলঃ
التَّحِيَّاتُ لِلَّهِ , وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ , السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ , السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللهِ الصَّالِحِينَ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ , وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ

হুসায়ন ইবনে নসর (রাহঃ)... আব্দুর রহমান (রাযিঃ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন।

নসর ইবনে মারযূক (রাহঃ)..... আব্দুল্লাহ থেকে অনুরূপ বর্ণনা করেছেন।

আবু বাকরা (রাহঃ) এবং হুসায়ন ইবনে নসর (রাহঃ)..... শাকিক (রাহঃ) থেকে বর্ণনা করেন যে,
তিনিও অনুরূপ উল্লেখ করেছেন। আর হুসায়ন (রাহঃ) তাঁর বর্ণনায় অতিরিক্ত বলেছেন যে, তাঁরা
বলেছেনঃ তারা এভাবে তাশাহহুদ শিখতেন, যেমন তােমাদের কেউ কুরআন থেকে সূরা শিখে থাকে।


ইব্‌ন মারযূক (রাহঃ) ..... আব্দুল্লাহ্ (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ আমরা রাসুলুল্লাহ (ﷺ) -এর মুখ থেকে তাশাহহুদ শিক্ষা গ্রহণ করেছি এবং তিনি আমাকে তা এক এক শব্দ
শিক্ষা দিয়েছেন। তারপর তিনি আবু ওয়াইল (রাযিঃ) কর্তৃক বর্ণিত হাদীসের তাশাহহুদ উল্লেখ করেছেন।
এবং তিনি অতিরিক্ত এও বলেছেনঃ তারা তাশাহহুদকে নিঃশব্দে পাঠ করতেন, উচ্চস্বরে তা পাঠ করতেন না।

হুসায়ন ইবন নসর (রাহঃ).... শাকিক ইবনে সালামা (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি আবু
ওয়াইল (রাহঃ) থেকে হাম্মাদ, মনসুর, সুলায়মান ও মুহিল (রাহঃ)-এর হাদীসের অনুরূপ উল্লেখ করেছেন।
কিন্তু তিনি وبركاته শব্দটি বলেননি।

আবু বাকরা (রাহঃ), ইবনে মারযূক (রাহঃ) ও আলী ইবন শায়বা (রাহঃ)...... আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ প্রতি দু'রাকআতের মাঝে কী বলব আমরা জানতাম না, শুধু আমরা আমাদের প্রতিপালক আল্লাহ তা'আলার তাসবীহ, তাকবীর ও হামদ্ করতাম। আর নিশ্চয় মুহাম্মাদ (ﷺ) (আমাদিগকে) তাশাহহুদের প্রথম ও শেষ শব্দমালা কিংবা, রাবী বলেছেন, ব্যাপক
শব্দমালা শিক্ষা দিয়েছেন। তিনি বলেছেন, তােমাদের কেউ যখন দু'রাক'আতের পর বসবে তখন যেন
বলে, তারপর তিনি পূর্বের হাদীসের অনুরূপ উল্লেখ করেছেন।

হুসায়ন ইবনে নসর (রাহঃ)..... আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) আমাদেরকে সালাতের খুতবা (তাশাহহুদ) শিখিয়েছেন। তারপর তিনি অনুরূপ
উল্লেখ করেছেন। তাশাহহুদের বিষয়ে আব্দুল্লাহ্ ইবনে আব্বাস (রাযিঃ) ও উমর (রাযিঃ)-এর বিরােধিতা করেছেন। এ বিষয়ে তাঁর সূত্রে রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে হাদীস বর্ণিত হয়েছে।
1556 - مَا حَدَّثَنَا أَبُو بَكْرَةَ , قَالَ: ثنا أَبُو دَاوُدَ , وَوَهْبٌ , وَأَبُو عَامِرٍ , قَالُوا: ثنا هِشَامٌ الدَّسْتُوَائِيُّ عَنْ حَمَّادِ بْنِ أَبِي سُلَيْمَانَ , عَنْ أَبِي وَائِلٍ , عَنِ ابْنِ مَسْعُودٍ رَضِيَ اللهُ عَنْهُ , قَالَ: كُنَّا إِذَا صَلَّيْنَا خَلْفَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قُلْنَا السَّلَامُ عَلَىاللهِ السَّلَامُ عَلَى جَبْرَائِيلُ السَّلَامُ عَلَى مِيكَائِيلَ فَالْتَفَتَ إِلَيْنَا رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: " لَا تَقُولُوا السَّلَامُ عَلَى اللهِ فَإِنَّ اللهَ هُوَ السَّلَامُ , وَلَكِنْ قُولُوا: التَّحِيَّاتُ لِلَّهِ , وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ , السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ , السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللهِ الصَّالِحِينَ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ , وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ "

1557 - وَمَا حَدَّثَنَا حُسَيْنُ بْنُ نَصْرٍ , قَالَ: ثنا عَبْدُ الرَّحْمَنِ بْنُ زِيَادٍ , قَالَ: ثنا شُعْبَةُ , عَنْ حَمَّادٍ , فَذَكَرَ مِثْلَهُ بِإِسْنَادِهِ

1558 - وَمَا حَدَّثَنَا أَبُو بَكْرَةَ , قَالَ: ثنا يَحْيَى بْنُ حَمَّادٍ , قَالَ: ثنا أَبُو عَوَانَةَ , عَنْ سُلَيْمَانَ , عَنْ شَقِيقٍ , عَنْ عَبْدِ اللهِ مِثْلَهُ

1559 - وَحَدَّثَنَا نَصْرُ بْنُ مَرْزُوقٍ قَالَ: ثنا الْخَصِيبُ بْنُ نَاصِحٍ قَالَ: ثنا وُهَيْبٌ عَنْ مَنْصُورِ بْنِ الْمُعْتَمِرِ عَنْ أَبِي وَائِلٍ عَنْ عَبْدِ اللهِ مِثْلَهُ

1560 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا أَبُو أَحْمَدَ، قَالَ: ثنا مُحِلُّ بْنُ مُحْرِزٍ الضَّبِّيُّ، ح

1561 - وَحَدَّثَنَا حُسَيْنُ بْنُ نَصْرٍ، قَالَ: ثنا أَبُو نُعَيْمٍ، قَالَ: ثنا مُحِلُّ بْنُ مُحْرِزٍ، قَالَ: ثنا شَقِيقٌ، فَذَكَرَ مِثْلَهُ بِإِسْنَادِهِ وَزَادَ حُسَيْنٌ فِي حَدِيثِهِ قَالُوا: وَكَانُوا يَتَعَلَّمُونَهَا كَمَا يَتَعَلَّمُ أَحَدُكُمُ السُّورَةَ مِنَ الْقُرْآنِ

1562 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا عُمَرُ بْنُ حَبِيبٍ، قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْأَسْوَدِ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللهِ، أَنَّهُ قَالَ: «أَخَذْتُ التَّشَهُّدَ مِنْ فِي رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَقَّنَنِيهَا كَلِمَةً كَلِمَةً» ثُمَّ ذَكَرَ التَّشَهُّدَ الَّذِي فِي حَدِيثِ أَبِي وَائِلٍ وَزَادَ قَالَ: «فَكَانُوا يُخْفُونَ التَّشَهُّدَ وَلَا يُظْهِرُونَهُ»

1563 - حَدَّثَنَا حُسَيْنُ بْنُ نَصْرٍ قَالَ: ثنا أَحْمَدُ بْنُ عَبْدِ اللهِ بْنِ يُونُسَ قَالَ: ثنا زُهَيْرٌ قَالَ: ثنا مُغِيرَةُ الضَّبِّيُّ قَالَ: ثنا شَقِيقُ بْنُ سَلَمَةَ , ثُمَّ ذَكَرَ مِثْلَ حَدِيثِ حَمَّادٍ وَمَنْصُورٍ وَسُلَيْمَانَ وَمُحِلٍّ عَنْ أَبِي وَائِلٍ غَيْرَ أَنَّهُ لَمْ يَقُلْ وَبَرَكَاتُهُ

1564 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا سَعِيدُ بْنُ عَامِرٍ، قَالَ: ثنا شُعْبَةُ ح وَحَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا وَهْبٌ، قَالَ: ثنا شُعْبَةُ ح

1565 - وَحَدَّثَنَا عَلِيُّ بْنُ شَيْبَةَ، قَالَ: ثنا عُبَيْدِ اللهِ بْنُ مُوسَى، قَالَ: أنا إِسْرَائِيلُ، كِلَاهُمَا عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي الْأَحْوَصِ، عَنْ عَبْدِ اللهِ، قَالَ: " كُنَّا لَا نَدْرِي مَا نَقُولُ بَيْنَ كُلِّ رَكْعَتَيْنِ غَيْرَ أَنْ نُسَبِّحَ وَنُكَبِّرَ وَنَحْمَدَ رَبَّنَا عَزَّ وَجَلَّ، وَإِنَّ مُحَمَّدًا عُلِّمَ فَوَاتِحَ الْكَلِمِ وَخَوَاتِمَهُ أَوْ قَالَ: وَجَوَامِعَهُ فَقَالَ: إِذَا قَعَدَ أَحَدُكُمْ فِي الرَّكْعَتَيْنِ فَلْيَقُلْ " ثُمَّ ذَكَرَ مِثْلَهُ

1566 - حَدَّثَنَا حُسَيْنُ بْنُ نَصْرٍ، قَالَ: ثنا شَبَابَةُ بْنُ سَوَّارٍ، وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ زِيَادٍ، قَالَا: ثنا الْمَسْعُودِيُّ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي الْأَحْوَصِ، عَنْ عَبْدِ اللهِ، قَالَ: «عَلَّمَنَا رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خُطْبَةَ الصَّلَاةِ» فَذَكَرَ مِثْلَهُ وَخَالَفَهُ فِي ذَلِكَ أَيْضًا عَبْدُ اللهِ بْنُ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا , فَرُوِيَ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي ذَلِكَ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:১৫৬৭
আন্তর্জাতিক নং: ১৫৬৮
সালাতের তাশাহ্হুদ কিরূপ
১৫৬৭-১৫৬৮। রবিউল মু'আযযিন (রাহঃ)...... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ
রাসূলুল্লাহ্ (ﷺ) আমাদেরকে যেভাবে কুরআন শিখিয়েছেন অনুরূপভাবে তাশাহহুদ শিখিয়েছেন। তিনি বলতেন
التَّحِيَّاتُ الْمُبَارَكَاتُ , الصَّلَوَاتُ الطَّيِّبَاتُ لِلَّهِ , السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ , السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللهِ الصَّالِحِينَ , أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ , وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللهِ


আবু বাকরা (রাহঃ)..... ইবনে জুরায়জ (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আতা (রাহঃ) কে তাশাহ্হুদ প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছিল এবং আমি শুনছিলাম। তিনি বলেছেন - التحيات المباركات الصلوات
তারপর তিনি অনুরূপ উল্লেখ করেছেন। আর তিনি বলেছেন, আমি আব্দুল্লাহ ইবন যুবায়র (রাযিঃ)-কে
মিম্বরের উপর উক্ত শব্দগুলো বলতে শুনেছি, এবং তিনি লােকদেরকে তা শিখিয়েছেন। আতা (রাহঃ)
বলেন, আমি অবদুল্লাহ ইবনে আব্বাস (রাযিঃ)-কে ইবনে যুবায়র (রাযিঃ)-এর অনুরূপ বলতে শুনেছি।
(বর্ণনাকারী বলেন) আমি বললাম, ইবনে যুবায়র (রাযিঃ) এবং ইব্‌ন আব্বাস (রাযিঃ)-এর মতে (এ
ব্যাপারে) কোন মত পার্থক্য ছিল না? তিনি বললেন, না।
আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) ও তাশাহহুদ বিষয়ে উমর (রাযিঃ)-এর বিরােধিতা করেছেন ।
1567 - مَا حَدَّثَنَا رَبِيعٌ الْمُؤَذِّنُ قَالَ: ثنا شُعَيْبُ بْنُ اللَّيْثِ , وَأَسَدُ بْنُ مُوسَى , قَالَا: ثنا اللَّيْثُ , عَنْ أَبِي الزُّبَيْرِ , عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ , وَطَاوُسٍ , عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ: كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعَلِّمُنَا التَّشَهُّدَ , كَمَا يُعَلِّمُنَا الْقُرْآنَ , فَكَانَ يَقُولُ: «التَّحِيَّاتُ الْمُبَارَكَاتُ , الصَّلَوَاتُ الطَّيِّبَاتُ لِلَّهِ , السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ , السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللهِ الصَّالِحِينَ , أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ , وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللهِ»

1568 - وَحَدَّثَنَا أَبُو بَكْرَةَ قَالَ: أنا أَبُو عَاصِمٍ , قَالَ: أنا ابْنُ جُرَيْجٍ قَالَ: سُئِلَ عَطَاءٌ , وَأَنَا أَسْمَعُ , عَنِ التَّشَهُّدِ فَقَالَ: التَّحِيَّاتُ الْمُبَارَكَاتُ , الطَّيِّبَاتُ الصَّلَوَاتُ لِلَّهِ , ثُمَّ ذَكَرَ مِثْلَهُ، ثُمَّ قَالَ: لَقَدْ سَمِعْتُ عَبْدَ اللهِ بْنَ الزُّبَيْرِ يَقُولُهُنَّ عَلَى الْمِنْبَرِ , يُعَلِّمُهُنَّ النَّاسَ , وَلَقَدْ سَمِعْتُ عَبْدَ اللهِ بْنَ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا يَقُولُ مِثْلَ مَا سَمِعْتُ ابْنَ الزُّبَيْرِ يَقُولُ قُلْتُ فَلَمْ يَخْتَلِفِ ابْنُ الزُّبَيْرِ وَابْنُ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمْ فَقَالَ: لَا. وَخَالَفَهُ فِي ذَلِكَ أَيْضًا عَبْدُ اللهِ بْنُ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:১৫৬৯
সালাতের তাশাহ্হুদ কিরূপ
১৫৬৯। ইবনে মারযূক (রাহঃ) ..... আব্দুল্লাহ্ ইবনে বাবী আল-মক্কী (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি
বলেছেনঃ আমি আব্দুল্লাহ্ ইবনে উমর (রাযিঃ)-এর পার্শ্বে সালাত আদায় করেছি। তিনি সালাত শেষ
করে তার হাত দিয়ে আমার উরুতে মারলেন এবং বললেন, আমি কি তােমাকে সালাতের সেই তাহিয়াহ (তাশাহ্হুদ) শিখাব না? যা রাসূলুল্লাহ্ (ﷺ) আমাদেরকে শিখিয়েছেন। রাবী বলেন, এরপর তিনি ইবনে মাসউদ (রাযিঃ) কর্তৃক রাসূলুল্লাহ্ থেকে বর্ণিত হাদীসের অনুরূপ শব্দগুলাে পড়লেন।
1569 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا عَفَّانُ بْنُ مُسْلِمٍ، قَالَ: ثنا أَبَانُ بْنُ يَزِيدَ، قَالَ: ثنا قَتَادَةُ، قَالَ: حَدَّثَنِي عَبْدُ اللهِ بْنُ بَابِي الْمَكِّيُّ، قَالَ: " صَلَّيْتُ إِلَى جَنْبِ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا فَلَمَّا قَضَى صَلَاتَهُ ضَرَبَ يَدَهُ عَلَى فَخِذِي , فَقَالَ: أَلَا أُعَلِّمُكَ تَحِيَّةَ الصَّلَاةِ كَمَا كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعَلِّمُنَا , قَالَ: فَتَلَا هَؤُلَاءِ الْكَلِمَاتِ " مِثْلَ مَا فِي حَدِيثِ ابْنِ مَسْعُودٍ رَضِيَ اللهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:১৫৭০
সালাতের তাশাহ্হুদ কিরূপ
১৫৭০। ইবনে আবু দাউদ (রাহঃ) এবং ইয়াহয়া ইবনে ইসমাঈল বাগদাদী (রাহঃ) বাতরিয়া.....মুজাহিদ
(রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি তাশাহহুদ প্রসঙ্গে ইবনে উমর (রাযিঃ) সূত্রে রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে বর্ণনা করেন ঃ
التَّحِيَّاتُ لِلَّهِ , الصَّلَوَاتُ الطَّيِّبَاتُ , السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللهِ , السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللهِ الصَّالِحِينَ , أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ , وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ» إِلَّا أَنَّ يَحْيَى زَادَ فِي حَدِيثِهِ , قَالَ ابْنُ عُمَرَ زِدْتُ فِيهَا: وَبَرَكَاتُهُ , وَزِدْتُ فِيهَا: وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ

কিন্তু বর্ণনাকারী ইয়াহয়া (রাহঃ) তার বর্ণনায় অতিরিক্ত বলেছেন যে, ইবনে উমর (রাযিঃ) বলেছেন, আমি এতে وَبَرَكَاتُهُ এবং وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ বৃদ্ধি করেছি।
1570 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، وَيَحْيَى بْنُ إِسْمَاعِيلَ الْبَغْدَادِيُّ بِطَبَرِيَّةَ , قَالَا: ثنا نَصْرُ بْنُ عَلِيٍّ، قَالَ: ثنا أَبِي قَالَ: ثنا شُعْبَةُ، عَنْ أَبِي بِشْرٍ، قَالَ ابْنُ أَبِي دَاوُدَ فِي حَدِيثِهِ عَنْ مُجَاهِدٍ، وَقَالَ يَحْيَى: سَمِعْتُ مُجَاهِدًا، يُحَدِّثُ عَنِ ابْنِ عُمَرَ، رَضِيَ اللهُ عَنْهُمَا عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي التَّشَهُّدِ: «التَّحِيَّاتُ لِلَّهِ , الصَّلَوَاتُ الطَّيِّبَاتُ , السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللهِ , السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللهِ الصَّالِحِينَ , أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ , وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ» إِلَّا أَنَّ يَحْيَى زَادَ فِي حَدِيثِهِ , قَالَ ابْنُ عُمَرَ زِدْتُ فِيهَا: وَبَرَكَاتُهُ , وَزِدْتُ فِيهَا: وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:১৫৭১
আন্তর্জাতিক নং: ১৫৭৩
সালাতের তাশাহ্হুদ কিরূপ
১৫৭১-১৫৭৩। ইবনে আবু দাউদ (রাহঃ)..... মুজাহিদ (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ আমি ইবনে
উমর (রাযিঃ)-এর সাথে বায়তুল্লাহ’র তাওয়াফ করছিলাম আর তিনি আমাকে তাশাহ্হুদ শিখাচ্ছিলেন, .
তিনি বলছিলেন ঃ
التَّحِيَّاتُ لِلَّهِ , الصَّلَوَاتُ الطَّيِّبَاتُ السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللهِ
ইবনে উমর (রাযিঃ) বলেছেন, আমি এতে
وَبَرَكَاتُهُ , السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللهِ الصَّالِحِينَ , أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ অতিরিক্ত বলেছি।
এবং এতে আরো বাড়িয়ে দিয়েছি ঃ
وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ , وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ


ইবনে আবু দাউদ (রাহঃ) ..... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণনা করেছেন। তিনি রাসূলুল্লাহ (ﷺ)- এর উল্লেখ করেননি।
বস্তৃত হাদীসে ইবনে উমর (রাযিঃ)-এর উক্তি “এবং এতে আমি বাড়িয়ে দিয়েছি” থেকে বুঝা যায় না যে,
তিনি এটিকে অন্য কারাে কাছ থেকে নিয়েছেন, যিনি ইবনে উমর (রাযিঃ)-এর বিরােধী। তিনি হয়তাে
রাসূলুল্লাহ্ (ﷺ) নয়তাে আবু বকর (রাযিঃ)।


হুসায়ন ইবনে নসর (রাহঃ) ......... ইবন্ উমর (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ আবু বকর (রাযিঃ) আমাদেরকে মিম্বরের উপর অনুরূপভাবে তাশাহহুদ শিখিয়েছেন, যেমনিভাবে তােমরা শিশুদেরকে (কুরআন) শিখিয়ে থাক। তারপর তিনি ইবনে মাসউদ (রাযিঃ)-এর তাশাহহুদের অনুরূপ উল্লেখ করেছেন।

বস্তুত ইবনে উমর (রাযিঃ) থেকে আমাদের বর্ণিত এই রিওয়ায়াত সালিম ও নাফি (রাহঃ)-এর রিওয়ায়াত
বিরােধী, যা তারা ইব্‌ন উমর (রাযিঃ) থেকে (এই অনুচ্ছেদের সূচনায় মাউকুফ হিসাবে) বর্ণনা করেছেন।
আর এটি-ই উত্তম। যেহেতু এটি তিনি রাসূলুল্লাহ (ﷺ) ও আবু বকর (রাযিঃ) থেকে (মারফুরূপে) বর্ণনা করেছেন এবং এটি তিনি মুজাহিদ (রাহঃ)-কে (গুরুত্ব সহকারে) শিখিয়েছেন। অতএব ইবনে উমর (রাযিঃ)-এর পক্ষে অসম্ভব ব্যাপার যে, তিনি যে হাদীস রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে গ্রহণ করেছেন, তা পরিত্যাগ করে অন্যের হাদীস গ্রহণ করবেন।
তাশাহ্হুদের ব্যাপারে আবু সাঈদ আল-খুদরী (রাযিঃ) ও উমর (রাযিঃ)-এর বিরােধিতা করেছেন ।
সংশ্লিষ্ট বিষয়ে তাঁর থেকে-
1571 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا عُبَيْدِ اللهِ بْنُ مُعَاذٍ، قَالَ: ثنا أَبِي، قَالَ: ثنا شُعْبَةُ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ مُجَاهِدٍ، قَالَ: كُنْتُ أَطُوفُ مَعَ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا بِالْبَيْتِ وَهُوَ يُعَلِّمُنِي التَّشَهُّدَ , يَقُولُ: «التَّحِيَّاتُ لِلَّهِ , الصَّلَوَاتُ الطَّيِّبَاتُ السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللهِ» قَالَ ابْنُ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا: وَزِدْتُ فِيهَا وَبَرَكَاتُهُ , السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللهِ الصَّالِحِينَ , أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ. قَالَ ابْنُ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا: وَزِدْتُ فِيهَا وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ , وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ

1572 - وَهَكَذَا حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ , عَنْ عُبَيْدِ اللهِ بْنِ مُعَاذٍ , عَنْ أَبِيهِ , عَنْ شُعْبَةَ , عَنْ أَبِي بِشْرٍ , عَنْ مُجَاهِدٍ , عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا وَلَمْ يَذْكُرِ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , إِلَّا أَنَّ قَوْلَ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا فِيهِ , وَزِدْتُ فِيهَا , يَدُلُّ أَنَّهُ أَخَذَ ذَلِكَ عَنْ غَيْرِهِ , مِمَّنْ هُوَ خِلَافُ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُ , إِمَّا رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَإِمَّا أَبُو بَكْرٍ رَضِيَ اللهُ عَنْهُ

1573 - وَحَدَّثَنَا حُسَيْنُ بْنُ نَصْرٍ قَالَ: ثنا أَبُو نُعَيْمٍ قَالَ: ثنا سُفْيَانُ عَنْ زَيْدٍ الْعَمِّيِّ , عَنْ أَبِي الصِّدِّيقِ النَّاجِي , عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ: كَانَ أَبُو بَكْرٍ رَضِيَ اللهُ عَنْهُ يُعَلِّمُنَا التَّشَهُّدَ عَلَى الْمِنْبَرِ , كَمَا تُعَلِّمُونَ الصِّبْيَانَ الْكِتَابَ ثُمَّ ذَكَرَ مِثْلَ تَشَهُّدِ ابْنِ مَسْعُودٍ رَضِيَ اللهُ عَنْهُ سَوَاءً فَهَذَا الَّذِي رَوَيْنَاهُ عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا يُخَالِفُ مَا رَوَاهُ سَالِمٌ وَنَافِعٌ عَنْهُ , وَهَذَا أَوْلَى ; لِأَنَّهُ حَكَاهُ عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَنْ أَبِي بَكْرٍ رَضِيَ اللهُ عَنْهُ وَعَلَّمَهُ مُجَاهِدًا , فَمُحَالٌ أَنْ يَكُونَ ابْنُ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا يَدَعُ مَا أَخَذَهُ مِنَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى مَا أَخَذَهُ عَنْ غَيْرِهِ. وَخَالَفَهُ فِي ذَلِكَ أَبُو سَعِيدٍ الْخُدْرِيُّ , فَرُوِيَ عَنْهُ فِي ذَلِكَ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:১৫৭৪
সালাতের তাশাহ্হুদ কিরূপ
১৫৭৪। ইবনে আবু দাউদ (রাহঃ) আবু সাঈদ আল-খুদরী (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ আমরা কুরআন মজীদের সূরার ন্যায় তাশাহহুদ শিক্ষা করতাম। তারপর তিনি ইবনে মাসউদ (রাযিঃ)-এর তাশাহ্হুদের অনুরূপ উল্লেখ করেছেন। এ ব্যাপারে জাবির (রাযিঃ)ও তাঁর (উমার (রাযিঃ)-এর) বিরােধিতা করেছেন। এ ব্যাপারে রাসূলুল্লাহ (ﷺ) থেকে জাবির (রাযিঃ)-এর সূত্রে হাদীস বর্ণিত হয়েছে।
1574 - مَا حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ قَالَ: ثنا مُوسَى بْنُ هَارُونَ الْبُرْدِيُّ قَالَ: ثنا سَهْلُ بْنُ يُوسُفَ الْأَنْمَاطِيُّ قَالَ ابْنُ أَبِي دَاوُدَ بَصْرِيٌّ ثِقَةٌ قَالَ: ثنا حُمَيْدٌ عَنْ أَبِي الْمُتَوَكِّلِ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ , قَالَ: «كُنَّا نَتَعَلَّمُ التَّشَهُّدَ كَمَا نَتَعَلَّمُ السُّورَةَ مِنَ الْقُرْآنِ» ثُمَّ ذَكَرَ مِثْلَ تَشَهُّدِ ابْنِ مَسْعُودٍ رَضِيَ اللهُ عَنْهُ سَوَاءً. وَخَالَفَهُ فِي ذَلِكَ أَيْضًا جَابِرُ بْنُ عَبْدِ اللهِ , فَرُوِيَ عَنْهُ فِي ذَلِكَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:১৫৭৫
সালাতের তাশাহ্হুদ কিরূপ
১৫৭৫। ইরাহীম ইবনে মারযূক (রাহঃ) জাবির ইবনে আব্দুল্লাহ্ (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ আমাদের কে রাসূলুল্লাহ্ (ﷺ) যেভাবে কুরআনের সূরা শিখাতেন অনুরূপভাবে তাশাহহুদ শিখাতেন, এই বলে.... بسم الله وبالله. তারপর তিনি ইবনে মাসউদ (রাযিঃ)-এর তাশাহহুদের অনুরূপ
হুবহু উল্লেখ করেছেন। কিন্তু তিনি এতটুকু পার্থক্য করে বলেছেন-
عبد الله ورسوله واسأل الله الجنة واعوذ بالله من النار
সংশ্লিষ্ট বিষয়ে আবু মুসা আল-আচআরী (রাযিঃ) ও উমর (রাযিঃ) এর বিরোধিতা করেছেন।
এ বিষয়ে তাঁর সূত্রে রাসুলুল্লাহ থেকে হাদীস বর্ণিত হয়েছে।
1575 - مَا حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مَرْزُوقٍ قَالَ: ثنا أَبُو عَامِرٍ الْعَقَدِيُّ قَالَ: ثنا أَيْمَنُ بْنُ نَابِلٍ قَالَ: حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ مُسْلِمٍ أَبُو الزُّبَيْرِ , عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ قَالَ: «كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعَلِّمُنَا التَّشَهُّدَ كَمَا يُعَلِّمُنَا السُّورَةَ مِنَ الْقُرْآنِ , بِسْمِ اللهِ وَبِاللهِ» ثُمَّ ذَكَرَ مِثْلَ تَشَهُّدِ ابْنِ مَسْعُودٍ سَوَاءً , إِلَّا أَنَّهُ قَالَ: «عَبْدُ اللهِ وَرَسُولُهُ , وَأَسْأَلُ اللهَ الْجَنَّةَ , وَأَعُوذُ بِاللهِ مِنَ النَّارِ» وَخَالَفَهُ فِي ذَلِكَ أَبُو مُوسَى الْأَشْعَرِيُّ , فَرُوِيَ عَنْهُ فِي ذَلِكَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:১৫৭৬
সালাতের তাশাহ্হুদ কিরূপ
১৫৭৬। আবু বাকরা (রাহঃ) এবং ইবনে মারযূক (রাহঃ) ...... হাততান ইব্‌ন আব্দুল্লাহ আল-রাককাশী (রাহঃ)
থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ আমি আবু মুসা আল-আশআরী (রাযিঃ) কে বলতে শুনেছি যে,
রাসূলুল্লাহ্ (ﷺ) খুতবা দিতে গিয়ে আমাকে সালাত শিখিয়েছেন এবং আমাদেরকে আমাদের জীবন পদ্ধতি (সুন্নত) বিশদভাবে বর্ণনা করেছেন। তারপর বলেছেন, দ্বিতীয় বৈঠকে (শেষ বৈঠক)
তােমাদের দু'আ হবেঃ
ألتحيات الطيبات الصلوات لله السلام عليك يا أيها النبي ورحمة الله السلام
علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا اله الا الله وأن محمدا عبده ورسوله
অথবা বলেছেনঃ سلام এ ব্যাপারে রাবী সাঈদ সন্দেহ করেছেন।
1576 - مَا قَدْ حَدَّثَنَا أَبُو بَكْرَةَ , وَابْنُ مَرْزُوقٍ قَالَا: ثنا سَعِيدُ بْنُ عَامِرٍ قَالَ: ثنا سَعِيدُ بْنُ أَبِي عَرُوبَةَ , عَنْ قَتَادَةَ , عَنْ يُونُسَ بْنِ جُبَيْرٍ , عَنْ حِطَّانَ بْنِ عَبْدِ اللهِ الرَّقَاشِيِّ , قَالَ: سَمِعْتُ أَبَا مُوسَى الْأَشْعَرِيَّ يَقُولُ: إِنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَطَبَنَا فَعَلَّمَنَا صَلَاتَنَا وَبَيَّنَ لَنَا سُنَّتَنَا , فَقَالَ: « إِذَا كَانَ فِي الْقَعْدَةِ الثَّانِيَةِ فَلْيَكُنْ مِنْ قَوْلِ أَحَدِكُمْ , التَّحِيَّاتُ الطَّيِّبَاتُ , الصَّلَوَاتُ لِلَّهِ , السَّلَامُ» أَوْ قَالَ: «سَلَّامٌ» شَكَّ سَعِيدٌ , «عَلَيْكَ يَا أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللهِ , السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللهِ الصَّالِحِينَ , أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ , وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ»
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:১৫৭৭
সালাতের তাশাহ্হুদ কিরূপ
১৫৭৭। ইবন মারযূক (রাহঃ) : হাততান ইবনে আব্দুল্লাহ আল-রাককাশী (রাহঃ) থেকে বর্ণনা করেন যে,
তিনি বলেছেন যে, আমাকে আবু মুসা আল-আশআরী (রাযিঃ) বলেছেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) আমাদেরকে খুতবা প্রদান করেছেন, আমাদেরকে তিনি আমাদের সুন্নত ও সালাত শিখিয়েছেন। তারপর বলেছেন, (সালাতের) বৈঠকে তােমাদের দু'আ যেন হয়ঃ
التحيات الطيبات الصلوات لله السلام عليك أيها النبي ورحمة الله وبركاته
السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا اله الا الله وأن محمدا
رسول الله

এ বিষয়ে আব্দুল্লাহ ইবনে যুবায়র (রাযিঃ) ও উমর (রাযিঃ)-এর বিরােধিতা করেছেন ঃ
এ বিষয়ে তার সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণিত আছে,
1577 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا عَفَّانُ، قَالَ: ثنا هَمَّامٌ، قَالَ: ثنا قَتَادَةُ، قَالَ: ثنا أَبُو غَلَّابٍ يُونُسُ بْنُ جُبَيْرٍ أَنَّ حِطَّانَ بْنَ عَبْدِ اللهِ الرَّقَاشِيَّ، حَدَّثَهُ , قَالَ: قَالَ لِي أَبُو مُوسَى الْأَشْعَرِيُّ: إِنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَطَبَنَا فَعَلَّمَنَا سُنَّتَنَا , وَعَلَّمَنَا صَلَاتَنَا فَقَالَ: «إِذَا كَانَ عِنْدَ الْقَعْدَةِ فَلْيَكُنْ مِنْ قَوْلِ أَحَدِكُمْ , التَّحِيَّاتُ الطَّيِّبَاتُ الصَّلَوَاتُ لِلَّهِ , السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ , السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللهِ الصَّالِحِينَ , أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ» وَخَالَفَهُ فِي ذَلِكَ أَيْضًا عَبْدُ اللهِ بْنُ الزُّبَيْرِ فَرُوِيَ عَنْهُ , عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي ذَلِكَ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:১৫৭৮
সালাতের তাশাহ্হুদ কিরূপ
১৫৭৮। মুহাম্মাদ ইবনে হুমায়দ আবু কুররা (রাহঃ)...... আবৃ আসলাম আল-মুয়াযযিন (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি আব্দুল্লাহ ইবনে যুবায়র (রাযিঃ)-কে বলতে শুনেছেন ঃ রাসূলুল্লাহ্ (ﷺ) -এর তাশাহ্হুদ ছিল নিম্নরূপঃ
بِسْمِ اللهِ وَبِاللهِ خَيْرِ الْأَسْمَاءِ , التَّحِيَّاتُ الطَّيِّبَاتُ , الصَّلَوَاتُ لِلَّهِ , أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ , وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ , أَرْسَلَهُ بِالْحَقِّ بَشِيرًا وَنَذِيرًا , وَأَنَّ السَّاعَةَ آتِيَةٌ لَا رَيْبَ فِيهَا , السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ , السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللهِ الصَّالِحِينَ , اللهُمَّ اغْفِرْ لِي وَاهْدِنِي

বিশ্লেষণ
বস্তুত এঁরা সকলেই তাশাহহুদ প্রসঙ্গে রাসূলুল্লাহ্ থেকে রিওয়ায়াত করেছেন, যা আমরা উল্লেখ
করে এসেছি। এদের সকলের রিওয়ায়াত তাশাহহুদ প্রসঙ্গে রাসূলুল্লাহ (ﷺ) থেকে ধারাবাহিক সূত্র পরম্পরায় উমর (রাযিঃ) কর্তৃক বর্ণিত তাশাহ্হুদের বিপরীত প্রমাণিত হয়েছে-
অতএব তাদের রিওয়ায়াতগুলােকে পরিত্যাগ করে অন্য তাশাহহুদ গ্রহণ করা কোনভাবেই সমীচীন
হবে না, এবং তাদের রিওয়ায়াত বহির্ভূত অতিরিক্ত কোন কিছু গ্রহণ করা যেতে পারে না।
তবে ইবনে আব্বাস (রাযিঃ)-এর হাদীসে বর্ণিত তাশাহহুদে অন্যদের তুলনায় '''المباركات শব্দটি
অতিরিক্ত রয়েছে।

কিছু সংখ্যক আলিম বলেছেনঃ অন্য তাশাহ্হুদ অপেক্ষা ইব্‌ন আব্বাস (রাযিঃ)-এর তাশাহ্হুদ উত্তম।
যেহেতু এতে তিনি অতিরিক্ত বর্ণনা করেছেন, আর অতিরিক্ত অসম্পূর্ণ অপেক্ষা উত্তম হয়ে থাকে।
অপরাপর আলিমগণ বলেছেনঃ বরং ইবনে মাসউদ (রাযিঃ), আবু মুসা (রাযিঃ) ও ইবনে উমর (রাযিঃ)-এর
হাদীস যা তার থেকে মুজাহিদ ও ইবনে বারা (রাহঃ) রিওয়ায়াত উত্তম বিবেচিত হবে এ বিষয়ে তাদের
ঐকমত্য এবং তাদের সূত্র সুদৃঢ় হওয়ার কারণে। যেহেতু (ইবনে আব্বাস রা-এর হাদীসের রাবী) আবুয্ যুবায়র (রাহঃ) ইবনে (মাসউদ (রাযিঃ)-এর হাদীসের রাবী) আমাশ, মনসুর ও মুগীরা (রাহঃ) প্রমুখের
সমকক্ষ নন, যারা ইবনে মাসউদ (রাযিঃ)-এর হাদীস রিওয়ায়াত করেছেন। আবু মুসা (রাযিঃ)-এর হাদীসে
আবু যুবায়র কাতাদার সমকক্ষ নন এবং সমকক্ষ নন আবু বিশ-এর ইবনে উমর (রাযিঃ)-এর 'হাদীসে।
বর্ণনাকারীদের মধ্যে দুর্বলতা থাকা সত্ত্বেও অতিরিক্ত শব্দ থাকার কারণে যদি সেই অতিরিক্ত শব্দ
সম্বলিত তাশাহহুদ গ্রহণ করা অপরিহার্য হয় তাহলে (জাবির ইবনে আব্দুল্লাহ্ রা-এর তাশাহহুদ)
আয়মান ইবনে নাবিল (রাহঃ) আবুয্ যুবায়র (রাহঃ) সূত্রে যা অতিরিক্ত করেছেন তাও গ্রহণ করা অপরিহার্য
হয়ে পড়বে। যেহেতু তিনিও তাশাহ্হুদে বাড়িয়ে বলেছেনঃ بسم الله অনুরূপভাবে আব্দুল্লাহ্ ইবনে
যুবায়র (রাযিঃ)-এর তাশাহহুদে যা আবু আসলাম (রাহঃ) অতিরিক্ত বর্ণনা করেছেন, সেগুলােও গ্রহণ করা
অপরিহার্য হয়ে পড়বে, যেহেতু তিনিও তাশাহহুদে বলেছেনঃ بسم الله এবং ইব্‌ন মাসউদ (রাযিঃ)-এর
হাদীস (তাশাহ্হুদ) অপেক্ষা এতে আরাে বাড়তি শব্দ বিদ্যমান রয়েছে।
বস্তুত যখন এই বাড়তি শব্দ গ্রহণযােগ্য নয়, যেহেতু তিনি এটিকে লায়স-এর হাদীসের উপর
অতিরিক্ত করেননি। অনুরূপভাবে ইব্‌ন আব্বাস (রাযিঃ)-এর হাদীসে আতা ইবনে রিবাহ্ (রাহঃ)-এর উপর
আবুয্ যুবায়রের অতিরিক্ত শব্দ গ্রহণযােগ্য নয়। যেহেতু ইবনে জুরায়জ (রাহঃ) এটিকে আতা (রাহঃ)-এর
সূত্রে ইবনে আব্বাস (রাযিঃ) থেকে মাউকুফ’ হিসাবে রিওয়ায়াত করেছেন। আবার এটিকে আবুয্ যুবায়র
(রাহঃ) সাঈদ ইব্‌ন জুবায়র ও তাউস (রাহঃ)-এর সূত্রে ইবনে আব্বাস (রাযিঃ) থেকে মারফু হিসাবে
রিওয়ায়াত করেছেন। যদি এই সমস্ত হাদীস প্রামাণ্য হয় এবং সনদগুলাে সমকক্ষ হয় তাহলে
আব্দুল্লাহ্ ইব্‌ন মাসউদ (রাযিঃ)-এর হাদীস সকলের হাদীস অপেক্ষা অবশ্যই উত্তম বিবেচিত হবে।
যেহেতু তারা সকলে ঐ ব্যাপারে ঐকমত্য পােষণ করেছেন যে, কারাে জন্য আব্দুল্লাহ্ ইবনে মাসউদ (রাযিঃ) তাশাহহুদ ব্যতীত ইচ্ছা মাফিক অন্য তাশাহহুদ পড়া ঠিক নয়।
তাশাহহুদের শব্দগুলাে যখন সুনির্দিষ্ট পন্থায় রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে প্রমাণিত হয়ে আসছে এবং সকলের এ ব্যাপারে ঐকমত্য রয়েছে যে, ইবনে মাসউদ (রাযিঃ)-এর তাশাহহুদে রাসূলুল্লাহ (ﷺ) কর্তৃক বর্ণিত শব্দের উপর সংযােজন নেই। পক্ষান্তরে অন্যদের তাশাহহুদে বিরােধ এবং সংযােজন বিদ্যমান।
অতএব বিরােধমুক্ত তাশাহহুদ বিরােধপূর্ণ তাশাহহুদ অপেক্ষা উত্তম বিবেচিত হবে।
অপর একটি দলীল
আমরা আব্দুল্লাহ্ ইবনে মাসউদ (রাযিঃ)-কে তাশাহহুদের ব্যাপারে কঠোর দেখেছি। তাশাহহুদে একটি
‘ওয়াও' অক্ষর সংযােজন করলে তিনি তাঁর শিষ্যদেরকে পাকড়াও করতেন, যেন তারা রাসূলুল্লাহ্ (ﷺ) কর্তৃক বর্ণনাকৃত শব্দের অনুসরণ করেন। এরূপ অন্য কেউ করেছেন বলে আমরা জানি না।
এজন্য আমরা আব্দুল্লাহ্ ইবনে মাসউদ (রাযিঃ) থেকে বর্ণিত তাশাহ্হুদকে উত্তম হিসাবে সাব্যস্ত করি
অন্য কারাে বর্ণনাকে নয়।
1578 - مَا قَدْ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حُمَيْدٍ أَبُو قُرَّةَ قَالَ: ثنا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ , قَالَ: أنا ابْنُ لَهِيعَةَ , قَالَ: حَدَّثَنِي الْحَارِثُ بْنُ يَزِيدَ , أَنَّ أَبَا أَسْلَمَ الْمُؤَذِّنَ حَدَّثَهُ أَنَّهُ سَمِعَ عَبْدَ اللهِ بْنَ الزُّبَيْرِ يَقُولُ: إِنَّ تَشَهُّدَ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الَّذِي كَانَ يَتَشَهَّدُ بِهِ: «بِسْمِ اللهِ وَبِاللهِ خَيْرِ الْأَسْمَاءِ , التَّحِيَّاتُ الطَّيِّبَاتُ , الصَّلَوَاتُ لِلَّهِ , أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ , وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ , أَرْسَلَهُ بِالْحَقِّ بَشِيرًا وَنَذِيرًا , وَأَنَّ السَّاعَةَ آتِيَةٌ لَا رَيْبَ فِيهَا , السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ , السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللهِ الصَّالِحِينَ , اللهُمَّ اغْفِرْ لِي وَاهْدِنِي» فَكُلُّ هَؤُلَاءِ قَدْ رَوَى عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي التَّشَهُّدِ مَا ذَكَرْنَا عَنْهُمْ وَخَالَفَ مَا رُوِيَ عَنْ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُ , فَقَدْ تَوَاتَرَتْ بِذَلِكَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الرِّوَايَاتُ , فَلَمْ يُخَالِفْهَا شَيْءٌ , فَلَا يَنْبَغِي خِلَافُهَا وَلَا الْأَخْذُ بِغَيْرِهَا وَلَا الزِّيَادَةُ عَلَى شَيْءٍ مِمَّا فِيهَا إِلَّا أَنَّ فِي حَدِيثِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا حَرْفًا يَزِيدُ عَلَى غَيْرِهِ وَهُوَ الْمُبَارَكَاتُ. فَقَالَ قَائِلُونَ: هُوَ أَوْلَى مِنْ حَدِيثِ غَيْرِهِ , إِذَا كَانَ قَدْ زَادَ عَلَيْهِ , وَالزَّائِدُ أَوْلَى مِنَ النَّاقِصِ. وَقَالَ آخَرُونَ: بَلْ حَدِيثُ ابْنِ مَسْعُودٍ رَضِيَ اللهُ عَنْهُ وَأَبِي مُوسَى وَابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا الَّذِي رَوَاهُ عَنْهُ مُجَاهِدٌ وَابْنُ بَابِي أَوْلَى لِاسْتِقَامَةِ طُرُقِهِمْ وَاتِّفَاقِهِمْ عَلَى ذَلِكَ , لِأَنَّ أَبَا الزُّبَيْرِ لَا يُكَافِئُ الْأَعْمَشَ , وَلَا مَنْصُورٌ , وَلَا مُغِيرَةُ وَلَا أَشْبَاهُهُمْ مِمَّنْ رَوَى حَدِيثَ ابْنِ مَسْعُودٍ رَضِيَ اللهُ عَنْهُ , وَلَا يُكَافِئُ قَتَادَةَ فِي حَدِيثِ أَبِي مُوسَى وَلَا يُكَافِئُ أَبَا بِشْرٍ فِي حَدِيثِ ابْنِ عُمَرَ , وَلَوْ وَجَبَ الْأَخْذُ بِمَا زَادَ , وَإِنْ كَانَ دُونَهُمْ , لَوَجَبَ الْأَخْذُ بِمَا زَادَ عَنِ ابْنِ نَابِلٍ , عَنِ اللَّيْثِ عَنْ أَبِي الزُّبَيْرِ , فَإِنَّهُ قَدْ قَالَ فِي التَّشَهُّدِ أَيْضًا: بِسْمِ اللهِ , وَلَوَجَبَ الْأَخْذُ بِمَا زَادَ أَبُو أَسْلَمَ عَنْ عَبْدِ اللهِ بْنِ الزُّبَيْرِ فَإِنَّهُ قَدْ قَالَ فِي التَّشَهُّدِ أَيْضًا: بِسْمِ اللهِ , وَزَادَ أَيْضًا عَلَى مَا فِي ذَلِكَ مِنَ الزِّيَادَةِ عَلَى حَدِيثِ ابْنِ مَسْعُودٍ رَضِيَ اللهُ عَنْهُمَا. فَلَمَّا كَانَتْ هَذِهِ الزِّيَادَةُ غَيْرَ مَقْبُولَةٍ لِأَنَّهُ لَمْ يَزِدْهَا عَلَى اللَّيْثِ مِثْلَهُ , لَمْ يَقْبَلْ زِيَادَةَ ابْنِ أَبِي الزُّبَيْرِ فِي حَدِيثِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا عَلَى عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ لِأَنَّ ابْنَ جُرَيْجٍ رَوَاهُ عَنْ عَطَاءٍ , عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا , مَوْقُوفًا. وَرَوَاهُ أَبُو الزُّبَيْرِ عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ , وَطَاوُسٍ عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمْ مَرْفُوعًا , وَلَوْ ثَبَتَتْ هَذِهِ الْأَحَادِيثُ كُلُّهَا وَتَكَافَأَتْ فِي أَسَانِيدِهَا لَكَانَ حَدِيثُ عَبْدِ اللهِ أَوْلَاهَا , لِأَنَّهُمْ قَدْ أَجْمَعُوا أَنَّهُ لَيْسَ لِلرَّجُلِ أَنْ يَتَشَهَّدَ بِمَا شَاءَ مِنَ التَّشَهُّدِ غَيْرَ مَا رُوِيَ مِنْ ذَلِكَ. فَلَمَّا ثَبَتَ أَنَّ التَّشَهُّدَ بِخَاصٍّ مِنَ الذِّكْرِ , وَكَانَ مَا رَوَاهُ عَبْدُ اللهِ قَدْ وَافَقَهُ عَلَيْهِ كُلُّ مَنْ رَوَاهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ غَيْرُهُ وَزَادَ عَلَيْهِ غَيْرُهُ مَا لَيْسَ فِي تَشَهُّدِهِ , كَانَ مَا قَدْ أُجْمِعَ عَلَيْهِ مِنْ ذَلِكَ أَوْلَى أَنْ يُتَشَهَّدَ بِهِ دُونَ الَّذِي اخْتُلِفَ فِيهِ. وَحُجَّةٌ أُخْرَى أَنَّا قَدْ رَأَيْنَا عَبْدَ اللهِ , شَدَّدَ فِي ذَلِكَ , حَتَّى أَخَذَ عَلَى أَصْحَابِهِ الْوَاوَ فِيهِ , كَيْ يُوَافِقُوا لَفْظَ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَا نَعْلَمُ غَيْرَهُ فَعَلَ ذَلِكَ فَلِهَذَا اسْتَحْسَنَّا مَا رُوِيَ عَنْ عَبْدِ اللهِ دُونَ مَا رُوِيَ عَنْ غَيْرِهِ. فَمِمَّا رُوِيَ عَنْ عَبْدِ اللهِ فِيمَ ذَكَرْنَا
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:১৫৭৯
সালাতের তাশাহ্হুদ কিরূপ
১৫৭৯। আবু বাকরা (রাহঃ)....আব্দুর রহমান ইব্‌ন ইয়াযিদ (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি
বলেছেনঃ আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাযিঃ) তাশাহহুদের মধ্যে 'ওয়াও' (অক্ষর) সংযােজনের ব্যাপারে
আমাদেরকে পাকড়াও করতেন।
1579 - مَا حَدَّثَنَا أَبُو بَكْرَةَ , قَالَ: ثنا أَبُو أَحْمَدَ قَالَ: ثنا سُفْيَانُ عَنِ الْأَعْمَشِ , عَنْ عُمَارَةَ بْنِ عُمَيْرٍ , عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ , قَالَ: «كَانَ عَبْدُ اللهِ يَأْخُذُ عَلَيْنَا الْوَاوَ فِي التَّشَهُّدِ»
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:১৫৮০
সালাতের তাশাহ্হুদ কিরূপ
১৫৮০। আবু বাকর (রাহঃ)..... . মুসাইইব ইবনে রাফি' (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ
আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাযিঃ) তাশাহহুদের মধ্যে জনৈক ব্যক্তি কে بسم الله সংযােজন করে بسم الله التحيات
বলতে শুনেন। এতে আব্দুল্লাহ্ (রাযিঃ) বললেন, (সালাত পড়ছ, না) খানা খাচ্ছ।
1580 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا مُؤَمَّلٌ، قَالَ: ثنا سُفْيَانُ، قَالَ: ثنا إِسْحَاقُ بْنُ يَحْيَى، عَنِ الْمُسَيِّبِ بْنِ رَافِعٍ، قَالَ: سَمِعَ عَبْدُ اللهِ، رَجُلًا يَقُولُ فِي التَّشَهُّدِ: بِسْمِ اللهِ التَّحِيَّاتُ لِلَّهِ , فَقَالَ لَهُ عَبْدُ اللهِ: «أَتَأْكُلُ؟»
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:১৫৮১
সালাতের তাশাহ্হুদ কিরূপ
১৫৮১। আবু বাকরা (রাহঃ) ..... রবী' ইবনে খায়সাম (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি আলকামা
(রাহঃ)-এর সাথে সাক্ষাত করে বললেনঃ আমি তাশাহ্হুদের মধ্যে وبركاته এর পরে ومغفرته বাড়িয়ে
দেই। আলকামা (রাহঃ) বললেন, যতটুকু ইবনে মাসউদ (রাযিঃ) আমাদেরকে শিখিয়েছেন, ততটুকুতেই
আমরা শেষ করি।
1581 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا مُؤَمَّلٌ، قَالَ: ثنا سُفْيَانُ الثَّوْرِيُّ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، أَنَّ الرَّبِيعَ بْنَ خَيْثَمٍ، لَقِيَ عَلْقَمَةَ , فَقَالَ: إِنَّهُ قَدْ بَدَا لِي أَنْ أَزِيدَ فِي التَّشَهُّدِ وَمَغْفِرَتُهُ , فَقَالَ لَهُ عَلْقَمَةُ: «نَنْتَهِي إِلَى مَا عُلِّمْنَاهُ»
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:১৫৮২
সালাতের তাশাহ্হুদ কিরূপ
১৫৮২। ফাহাদ (রাহঃ) .... আবু ইসহাক (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি আস্ওয়াদ
ইবনে ইয়াযিদের নিকট এসে বললাম যে, আবুল আহ্ওয়াস (রাহঃ) সালাতের তাশাহহুদের মধ্যে والمباركات
-বৃদ্ধি করেন। আসওয়াদ ইবনে ইয়াযিদ (রাহঃ) বললেন, তার নিকট গিয়ে বল যে,
আসওয়াদ তােমাকে নিষেধ করছে। এবং তিনি তােমাকে আরাে বলছেন যে, আলকামা ইব্‌ন কায়স
(রাহঃ) আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাযিঃ) থেকে তাশাহহুদের শব্দগুলােকে কুরআনের সূরার অনুরূপ
শিখেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাযিঃ) তাশাহহুদের শব্দগুলােকে হাতের আঙ্গুল দ্বারা গুনে গুনে
শিখিয়েছেন। তারপর তিনি আব্দুল্লাহ্ ইবনে মাসউদ (রাযিঃ)-এর তাশাহহুদ উল্লেখ করেছেন।
অতএব আমরা যে উল্লেখ করেছি সে মতে আব্দুল্লাহ্ ইবনে মাসউদ (রাযিঃ) থেকে বর্ণিত তাশাহ্হুদকে
অপরিহার্যরূপে নিয়েছি। এ ব্যাপারে তাঁর কঠোরতা, গুরুত্ব আরােপ এবং এর উপর ঐকমত্য
প্রতিষ্ঠিত হওয়ার কারণে। যেহেতু তারা সকলেই ঐকমত্য পােষণ করেছেন যে, এটি ব্যতীত অন্য তাশাহ্হুদ সমীচীন হবে না। এটিই হচ্ছে আবু হানীফা (রাহঃ), আবু ইউসুফ (রাহঃ) ও মুহাম্মাদ (রাহঃ) -এর অভিমত।
1582 - حَدَّثَنَا فَهْدٌ، قَالَ: ثنا أَبُو غَسَّانَ، قَالَ: ثنا زُهَيْرٌ، قَالَ: ثنا أَبُو إِسْحَاقَ، قَالَ: أَتَيْتُ الْأَسْوَدَ بْنَ يَزِيدَ فَقُلْتُ: إِنَّ أَبَا الْأَحْوَصِ قَدْ زَادَ فِي خُطْبَةٍ: الصَّلَوَاتُ وَالْمُبَارَكَاتُ قَالَ: فَأْتِهِ فَقُلْ لَهُ: إِنَّ الْأَسْوَدَ يَنْهَاكَ وَيَقُولُ لَكَ: إِنَّ عَلْقَمَةَ بْنَ قَيْسٍ تَعَلَّمَهُنَّ مِنْ عَبْدِ اللهِ كَمَا يَتَعَلَّمُ السُّورَةَ مِنَ الْقُرْآنِ , عَدَّهُنَّ عَبْدُ اللهِ فِي يَدِهِ , ثُمَّ ذَكَرَ تَشَهُّدَ عَبْدِ اللهِ " فَلِهَذَا الَّذِي ذَكَرْنَا اسْتَحْبَبْنَا مَا رُوِيَ عَنْ عَبْدِ اللهِ لِتَشْدِيدِهِ فِي ذَلِكَ وَلِاجْتِمَاعِهِمْ عَلَيْهِ إِذْ كَانُوا قَدِ اتَّفَقُوا عَلَى أَنَّهُ لَا يَنْبَغِي أَنْ يَتَشَهَّدَ إِلَّا بِخَاصٍّ مِنَ التَّشَهُّدِ. وَهَذَا قَوْلُ أَبِي حَنِيفَةَ , وَأَبِي يُوسُفَ , وَمُحَمَّدٍ , رَحِمَهُمُ اللهُ تَعَالَى
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান