শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
شرح معاني الآثار المختلفة المروية عن رسول الله صلى الله عليه وسلم في الأحكام
২. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২০ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১৪৩৬
আন্তর্জাতিক নং: ১৪৩৭
২৫-ফজরের সালাত ও অন্যান্য সালাতে দু'আ কুনূত পাঠ করা ।
১৪৩৬-১৪৩৭। ইউনুস ইবন আব্দুল আ'লা (রাহঃ).... সাঈদ ও আবু সালামা (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তাঁরা উভয়ে আবু হুরায়রা (রাযিঃ)-কে বলতে শুনেছেন, রাসূলুল্লাহ্ (ﷺ) ফজরের সালাতের কিরাআত শেষ করে তাকবীর বলে রুকু করতেন এবং রুকু থেকে মাথা উঠিয়ে-“সামিআল্লাহু লিমান হামিদাহ্, রাব্বানা ওয়ালাকাল হাম্দ" বলতেন। তখন তিনি দাঁড়িয়ে থাকা অবস্থায় বলতেনঃ
اللهُمَّ أَنْجِ الْوَلِيدَ بْنَ الْوَلِيدِ , وَسَلَمَةَ بْنَ هِشَامٍ , وَعَيَّاشَ بْنَ أَبِي رَبِيعَةَ , وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الْمُؤْمِنِينَ , اللهُمَّ اشْدُدْ وَطْأَتَكَ عَلَى مُضَرَ , وَاجْعَلْهَا عَلَيْهِمْ كَسِنِي يُوسُفَ , اللهُمَّ الْعَنْ لِحْيَانَ وَرِعْلًا وَذَكْوَانَ , وَعُصَيَّةَ , عَصَتِ اللهَ وَرَسُولَهُ
হে আল্লাহ! (কাফিরদের কবল থেকে) ওলীদ ইবনুল ওলীদ, সালামাহ ইবন হিশাম, আয়্যাশ ইবন আবু রাবি'আ সহ দুর্বল মুসলমানদেরকে মুক্তি দাও। হে আল্লাহ! মুদার গোত্রের উপর তোমার বিনাশ ও ধ্বংসের তীব্রতা বৃদ্ধি করো। এবং তাদের উপর ইউসুফ (আ)-এর যুগের ভয়াবহ দুর্ভিক্ষের ন্যায় দুর্ভিক্ষ চাপিয়ে দাও। হে আল্লাহ! লাহয়া*, রি'ল, যাক্ওয়ান ও উসাইয়া গোত্রসমূহকে অভিশপ্ত কর, তারা আল্লাহ ও তাঁর রাসূলের অবাধ্য হয়েছে।
আবু বাকরা (রাহঃ)..... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূল (ﷺ)ইশা'র সালাতে (শেষ রাকা'আতে) রুকু থেকে মাথা উঠানোর পর বলতেন, হে আল্লাহ! ওলীদ ইবনুল ওলীদকে (কাফিরদের কবল থেকে) পরিমাণ দাও। তারপর তিনি পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণনা করেন।
اللهُمَّ أَنْجِ الْوَلِيدَ بْنَ الْوَلِيدِ , وَسَلَمَةَ بْنَ هِشَامٍ , وَعَيَّاشَ بْنَ أَبِي رَبِيعَةَ , وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الْمُؤْمِنِينَ , اللهُمَّ اشْدُدْ وَطْأَتَكَ عَلَى مُضَرَ , وَاجْعَلْهَا عَلَيْهِمْ كَسِنِي يُوسُفَ , اللهُمَّ الْعَنْ لِحْيَانَ وَرِعْلًا وَذَكْوَانَ , وَعُصَيَّةَ , عَصَتِ اللهَ وَرَسُولَهُ
হে আল্লাহ! (কাফিরদের কবল থেকে) ওলীদ ইবনুল ওলীদ, সালামাহ ইবন হিশাম, আয়্যাশ ইবন আবু রাবি'আ সহ দুর্বল মুসলমানদেরকে মুক্তি দাও। হে আল্লাহ! মুদার গোত্রের উপর তোমার বিনাশ ও ধ্বংসের তীব্রতা বৃদ্ধি করো। এবং তাদের উপর ইউসুফ (আ)-এর যুগের ভয়াবহ দুর্ভিক্ষের ন্যায় দুর্ভিক্ষ চাপিয়ে দাও। হে আল্লাহ! লাহয়া*, রি'ল, যাক্ওয়ান ও উসাইয়া গোত্রসমূহকে অভিশপ্ত কর, তারা আল্লাহ ও তাঁর রাসূলের অবাধ্য হয়েছে।
আবু বাকরা (রাহঃ)..... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূল (ﷺ)ইশা'র সালাতে (শেষ রাকা'আতে) রুকু থেকে মাথা উঠানোর পর বলতেন, হে আল্লাহ! ওলীদ ইবনুল ওলীদকে (কাফিরদের কবল থেকে) পরিমাণ দাও। তারপর তিনি পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণনা করেন।
بَابُ الْقُنُوتِ فِي صَلَاةِ الْفَجْرِ وَغَيْرِهَا
1436 - حَدَّثَنَا يُونُسُ بْنُ عَبْدِ الْأَعْلَى قَالَ: أنا ابْنُ وَهْبٍ قَالَ: أَخْبَرَنِي يُونُسُ بْنُ يَزِيدَ , عَنِ ابْنِ شِهَابٍ , عَنْ سَعِيدٍ وَأَبِي سَلَمَةَ , أَنَّهُمَا سَمِعَا أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ يَقُولُ: كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ حِينَ يَفْرَغُ مِنْ صَلَاةِ الْفَجْرِ مِنَ الْقِرَاءَةِ وَيُكَبِّرُ وَيَرْفَعُ رَأْسَهُ وَيَقُولُ: «سَمِعَ اللهُ لِمَنْ حَمِدَهُ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ» يَقُولُ وَهُوَ قَائِمٌ: «اللهُمَّ أَنْجِ الْوَلِيدَ بْنَ الْوَلِيدِ , وَسَلَمَةَ بْنَ هِشَامٍ , وَعَيَّاشَ بْنَ أَبِي رَبِيعَةَ , وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الْمُؤْمِنِينَ , اللهُمَّ اشْدُدْ وَطْأَتَكَ عَلَى مُضَرَ , وَاجْعَلْهَا عَلَيْهِمْ كَسِنِي يُوسُفَ , اللهُمَّ الْعَنْ لِحْيَانَ وَرِعْلًا وَذَكْوَانَ , وَعُصَيَّةَ , عَصَتِ اللهَ وَرَسُولَهُ»
1437 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا أَبُو دَاوُدَ، قَالَ: ثنا هِشَامُ بْنُ أَبِي عَبْدِ اللهِ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، رَضِيَ اللهُ عَنْهُ " أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا صَلَّى الْعِشَاءَ الْآخِرَةَ فَرَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ , قَالَ: «اللهُمَّ أَنْجِ الْوَلِيدَ بْنَ الْوَلِيدِ» ثُمَّ ذَكَرَ مِثْلَهُ
1437 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا أَبُو دَاوُدَ، قَالَ: ثنا هِشَامُ بْنُ أَبِي عَبْدِ اللهِ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، رَضِيَ اللهُ عَنْهُ " أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا صَلَّى الْعِشَاءَ الْآخِرَةَ فَرَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ , قَالَ: «اللهُمَّ أَنْجِ الْوَلِيدَ بْنَ الْوَلِيدِ» ثُمَّ ذَكَرَ مِثْلَهُ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১৪৩৮
আন্তর্জাতিক নং: ১৪৪১
ফজরের সালাত ও অন্যান্য সালাতে দু'আ কুনূত পাঠ করা ।
১৪৩৮-১৪৪১। আবু বাকরা(রাহঃ).... আবু সালামা (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, আবু হুরায়রা (রাযিঃ) বলেছেনঃ আমি অবশ্যই তোমাদেরকে রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সালাতের পদ্ধতি দেখার, অথবা তিনি অনুরূপ কোন বাক্য বলেছেন। তিনি (ﷺ) রুকু থেকে নিজ মাথা উঠিয়ে 'সামিআল্লাহু লিমান হামিদাহ' বলার পর মু'মিনদের জন্য দু'আ করতেন এবং কাফিরদের অভিসম্পাত করতেন।
আলী ইবন শায়বা (রাহঃ)....আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ (ﷺ) ইশা'র সালাতের শেষ রাক'আতে ‘সামিআল্লাহু লিমান হামিদাহ' বলার পর এই বলে দু'আ করতেন : হে আল্লাহ্! ওলীদকে মুক্তি দাও। তারপর তিনি আবু দাউদ থেকে আবু বাকরা বর্ণিত হাদীসের অনুরূপ বর্ণনা করেন।
মুহাম্মাদ ইবন আব্দুল্লাহ ইবন মায়মূন (রাহঃ).... ইয়াহইয়া (রাহঃ) আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। আবু হুরায়রা (রাযিঃ) বলেছেন যে, একদিন রাসূলুল্লাহ্ (ﷺ) সকালে তাদের জন্য দু'আ করলেন না, আমি তা উল্লেখ করলে তিনি বললেন, তুমি কি তাদের ব্যাপারে অবহিত নও যে, তারা তো চলে এসেছে।
আহমদ ইব্ন দাউদ (রাহঃ) ...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ (ﷺ) যখন কারো জন্য দুআ অথবা কারো রিরুদ্ধে বদ্ দু'আ করার ইচ্ছা পোষণ করতেন, তখন রুকূ' করার পরে কুনূত পাঠ করতেন। আবু হুরায়রা (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) 'সামিআল্লাহু লিমান হামিদাহ', রাব্বানা ওয়ালাকাল হামদ' বলার পর দু'আ করতেন, হে আল্লাহ! ওলীদকে মুক্তি দাও। তারপর তিনি পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণনা করেন। তবে তিনি "রাসূলুল্লাহ্ (ﷺ) একদিন সকালে তাদের জন্য যথারীতি দু'আ করলেন না...." আবু হুরায়রা (রাযিঃ)-এর এই উক্তির উল্লেখ করেননি এবং রাসূলুল্লাহ্ (ﷺ) কুনূত উচ্চস্বরে পাঠ করতেন। এবং তাঁর কোন কোন সালাতে এইভাবে বদ্ দুআ করতেন : হে আল্লাহ্! আরবের অমুক অমুক গোত্রের উপর লা'নত কর। এই কথাটি তিনি অতিরিক্ত বর্ণনা করেছেন। তারপর আল্লাহ তা'আলা আয়াত অবতীর্ণ করেন :
لَيْسَ لَكَ مِنَ الْأَمْرِ شَيْءٌ أَوْ يَتُوبَ عَلَيْهِمْ أَوْ يُعَذِّبَهُمْ فَإِنَّهُمْ ظَالِمُونَ
“তিনি তাদের প্রতি ক্ষমাশীল হবেন অথবা তাদেরকে শাস্তি দিবেন- এই বিষয়ে তোমার করণীয় কিছুই নেই, কারণ তারা যালিম" (৩:১২৮)
আলী ইবন শায়বা (রাহঃ)....আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ (ﷺ) ইশা'র সালাতের শেষ রাক'আতে ‘সামিআল্লাহু লিমান হামিদাহ' বলার পর এই বলে দু'আ করতেন : হে আল্লাহ্! ওলীদকে মুক্তি দাও। তারপর তিনি আবু দাউদ থেকে আবু বাকরা বর্ণিত হাদীসের অনুরূপ বর্ণনা করেন।
মুহাম্মাদ ইবন আব্দুল্লাহ ইবন মায়মূন (রাহঃ).... ইয়াহইয়া (রাহঃ) আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। আবু হুরায়রা (রাযিঃ) বলেছেন যে, একদিন রাসূলুল্লাহ্ (ﷺ) সকালে তাদের জন্য দু'আ করলেন না, আমি তা উল্লেখ করলে তিনি বললেন, তুমি কি তাদের ব্যাপারে অবহিত নও যে, তারা তো চলে এসেছে।
আহমদ ইব্ন দাউদ (রাহঃ) ...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ (ﷺ) যখন কারো জন্য দুআ অথবা কারো রিরুদ্ধে বদ্ দু'আ করার ইচ্ছা পোষণ করতেন, তখন রুকূ' করার পরে কুনূত পাঠ করতেন। আবু হুরায়রা (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) 'সামিআল্লাহু লিমান হামিদাহ', রাব্বানা ওয়ালাকাল হামদ' বলার পর দু'আ করতেন, হে আল্লাহ! ওলীদকে মুক্তি দাও। তারপর তিনি পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণনা করেন। তবে তিনি "রাসূলুল্লাহ্ (ﷺ) একদিন সকালে তাদের জন্য যথারীতি দু'আ করলেন না...." আবু হুরায়রা (রাযিঃ)-এর এই উক্তির উল্লেখ করেননি এবং রাসূলুল্লাহ্ (ﷺ) কুনূত উচ্চস্বরে পাঠ করতেন। এবং তাঁর কোন কোন সালাতে এইভাবে বদ্ দুআ করতেন : হে আল্লাহ্! আরবের অমুক অমুক গোত্রের উপর লা'নত কর। এই কথাটি তিনি অতিরিক্ত বর্ণনা করেছেন। তারপর আল্লাহ তা'আলা আয়াত অবতীর্ণ করেন :
لَيْسَ لَكَ مِنَ الْأَمْرِ شَيْءٌ أَوْ يَتُوبَ عَلَيْهِمْ أَوْ يُعَذِّبَهُمْ فَإِنَّهُمْ ظَالِمُونَ
“তিনি তাদের প্রতি ক্ষমাশীল হবেন অথবা তাদেরকে শাস্তি দিবেন- এই বিষয়ে তোমার করণীয় কিছুই নেই, কারণ তারা যালিম" (৩:১২৮)
1438 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا أَبُو دَاوُدَ، قَالَ: ثنا هِشَامٌ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ، قَالَ: قَالَ أَبُو هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ: لَأُرِيَنَّكُمْ صَلَاةَ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَكَلِمَةً نَحْوَهَا. فَكَانَ إِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ وَقَالَ: «سَمِعَ اللهُ لِمَنْ حَمِدَهُ» دَعَا لِلْمُؤْمِنِينَ , وَلَعَنَ الْكَافِرِينَ
1439 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ شَيْبَةَ، قَالَ: ثنا عَبْدُ اللهِ بْنُ بَكْرٍ، قَالَ: ثنا هِشَامُ بْنُ أَبِي عَبْدِ اللهِ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، رَضِيَ اللهُ عَنْهُ , عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ كَانَ إِذَا قَالَ: «سَمِعَ اللهُ لِمَنْ حَمِدَهُ» فِي الرَّكْعَةِ الْأَخِيرَةِ مِنْ صَلَاةِ الْعِشَاءِ قَالَ: «اللهُمَّ أَنْجِ الْوَلِيدَ» ثُمَّ ذَكَرَ مِثْلَ حَدِيثِ أَبِي بَكْرَةَ , عَنْ أَبِي دَاوُدَ
1440 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ بْنِ مَيْمُونٍ قَالَ: ثنا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ , عَنِ الْأَوْزَاعِيِّ , عَنْ يَحْيَى , قَالَ: حَدَّثَنِي أَبُو سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ مِثْلَهُ قَالَ أَبُو هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ: وَأَصْبَحَ ذَاتَ يَوْمٍ وَلَمْ يَدْعُ لَهُمْ فَذَكَرْتُ ذَلِكَ فَقَالَ: «أَوَ مَا تَرَاهُمْ قَدْ قَدِمُوا»
1441 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ دَاوُدَ، قَالَ: ثنا أَبُو سَلَمَةَ، مُوسَى بْنُ إِسْمَاعِيلَ , قَالَ: ثنا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، قَالَ: ثنا ابْنُ شِهَابٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، وَأَبِي سَلَمَةَ , عَنْ أَبِي هُرَيْرَةَ، رَضِيَ اللهُ عَنْهُ: أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا أَرَادَ أَنْ يَدْعُوَ لِأَحَدٍ أَوْ يَدْعُوَ عَلَى أَحَدٍ قَنَتَ بَعْدَ الرُّكُوعِ , وَرُبَّمَا قَالَ: إِذَا قَالَ سَمِعَ اللهُ لِمَنْ حَمِدَهُ , رَبَّنَا وَلَكَ الْحَمْدُ: «اللهُمَّ أَنْجِ الْوَلِيدَ» , ثُمَّ ذَكَرَ مِثْلَهُ غَيْرَ أَنَّهُ لَمْ يَذْكُرْ قَوْلَ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ «فَأَصْبَحَ ذَاتَ يَوْمٍ , وَلَمْ يَدْعُ لَهُمْ» إِلَى آخِرِ الْحَدِيثِ. وَزَادَ قَالَ: «يَجْهَرُ بِهِ وَكَانَ يَقُولُ فِي بَعْضِ صَلَاتِهِ اللهُمَّ الْعَنْ فُلَانًا وَفُلَانًا أَحْيَاءً مِنَ الْعَرَبِ , فَأَنْزَلَ اللهُ تَعَالَى {» لَيْسَ لَكَ مِنَ الْأَمْرِ شَيْءٌ أَوْ يَتُوبَ عَلَيْهِمْ أَوْ يُعَذِّبَهُمْ فَإِنَّهُمْ ظَالِمُونَ "} [آل عمران: 128]
1439 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ شَيْبَةَ، قَالَ: ثنا عَبْدُ اللهِ بْنُ بَكْرٍ، قَالَ: ثنا هِشَامُ بْنُ أَبِي عَبْدِ اللهِ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، رَضِيَ اللهُ عَنْهُ , عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ كَانَ إِذَا قَالَ: «سَمِعَ اللهُ لِمَنْ حَمِدَهُ» فِي الرَّكْعَةِ الْأَخِيرَةِ مِنْ صَلَاةِ الْعِشَاءِ قَالَ: «اللهُمَّ أَنْجِ الْوَلِيدَ» ثُمَّ ذَكَرَ مِثْلَ حَدِيثِ أَبِي بَكْرَةَ , عَنْ أَبِي دَاوُدَ
1440 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ بْنِ مَيْمُونٍ قَالَ: ثنا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ , عَنِ الْأَوْزَاعِيِّ , عَنْ يَحْيَى , قَالَ: حَدَّثَنِي أَبُو سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ مِثْلَهُ قَالَ أَبُو هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ: وَأَصْبَحَ ذَاتَ يَوْمٍ وَلَمْ يَدْعُ لَهُمْ فَذَكَرْتُ ذَلِكَ فَقَالَ: «أَوَ مَا تَرَاهُمْ قَدْ قَدِمُوا»
1441 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ دَاوُدَ، قَالَ: ثنا أَبُو سَلَمَةَ، مُوسَى بْنُ إِسْمَاعِيلَ , قَالَ: ثنا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، قَالَ: ثنا ابْنُ شِهَابٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، وَأَبِي سَلَمَةَ , عَنْ أَبِي هُرَيْرَةَ، رَضِيَ اللهُ عَنْهُ: أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا أَرَادَ أَنْ يَدْعُوَ لِأَحَدٍ أَوْ يَدْعُوَ عَلَى أَحَدٍ قَنَتَ بَعْدَ الرُّكُوعِ , وَرُبَّمَا قَالَ: إِذَا قَالَ سَمِعَ اللهُ لِمَنْ حَمِدَهُ , رَبَّنَا وَلَكَ الْحَمْدُ: «اللهُمَّ أَنْجِ الْوَلِيدَ» , ثُمَّ ذَكَرَ مِثْلَهُ غَيْرَ أَنَّهُ لَمْ يَذْكُرْ قَوْلَ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ «فَأَصْبَحَ ذَاتَ يَوْمٍ , وَلَمْ يَدْعُ لَهُمْ» إِلَى آخِرِ الْحَدِيثِ. وَزَادَ قَالَ: «يَجْهَرُ بِهِ وَكَانَ يَقُولُ فِي بَعْضِ صَلَاتِهِ اللهُمَّ الْعَنْ فُلَانًا وَفُلَانًا أَحْيَاءً مِنَ الْعَرَبِ , فَأَنْزَلَ اللهُ تَعَالَى {» لَيْسَ لَكَ مِنَ الْأَمْرِ شَيْءٌ أَوْ يَتُوبَ عَلَيْهِمْ أَوْ يُعَذِّبَهُمْ فَإِنَّهُمْ ظَالِمُونَ "} [آل عمران: 128]

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১৪৪২
ফজরের সালাত ও অন্যান্য সালাতে দু'আ কুনূত পাঠ করা ।
১৪৪২। আবু বাকরা (রাহঃ).... সালিমের পিতা থেকে বর্ণনা করেন যে, তিনি ফজরের সালাতের শেষ রাক'আতে রুকূ' থেকে মাথা উঠানোর পর রাসূলুল্লাহ (ﷺ) 'রাব্বানা ওয়ালাকাল হামদ' বলতে শুনেছেন : তারপর তিনি বলেছেন: হে আল্লাহ! মুনাফিকদের মধ্য থেকে অমুক অমুক এর উপর লা'নত কর। এরপর আল্লাহ তা'আলা অবতীর্ণ করেন : لَيْسَ لَكَ مِنَ الْأَمْرِ شَيْءٌ أَوْ يَتُوبَ عَلَيْهِمْ أَوْ يُعَذِّبَهُمْ فَإِنَّهُمْ ظَالِمُونَ
“তিনি তাদের প্রতি ক্ষমাশীল হবেন অথবা তাদেরকে শাস্তি দিবেন- এই বিষয়ে তোমার করণীয় কিছুই নেই কারণ তারা যালিম" (৩:১২৮)
“তিনি তাদের প্রতি ক্ষমাশীল হবেন অথবা তাদেরকে শাস্তি দিবেন- এই বিষয়ে তোমার করণীয় কিছুই নেই কারণ তারা যালিম" (৩:১২৮)
1442 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا حُسَيْنُ بْنُ مَهْدِيٍّ، قَالَ: ثنا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ: أنا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، أَنَّهُ سَمِعَ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي صَلَاةِ الصُّبْحِ حِينَ رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ قَالَ: «رَبَّنَا وَلَكَ الْحَمْدُ فِي الرَّكْعَةِ الْآخِرَةِ» ثُمَّ قَالَ: " اللهُمَّ الْعَنْ فُلَانًا وَفُلَانًا عَلَى نَاسٍ مِنَ الْمُنَافِقِينَ , فَأَنْزَلَ اللهُ تَعَالَى {لَيْسَ لَكَ مِنَ الْأَمْرِ شَيْءٌ أَوْ يَتُوبَ عَلَيْهِمْ أَوْ يُعَذِّبَهُمْ فَإِنَّهُمْ ظَالِمُونَ} [آل عمران: 128] "

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১৪৪৩
ফজরের সালাত ও অন্যান্য সালাতে দু'আ কুনূত পাঠ করা ।
১৪৪৩। ইব্ন আবু দাউদ (রাহঃ).... আব্দুর রহমান ইবন আবু বাকার (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন, নবী করীম (ﷺ) শেষ রাক্'আতের রুকূ' থেকে মাথা উত্তোলন করে বলতেন : হে আল্লাহ্! পরিত্রাণ দাও। তারপর আবু হুরায়রা (রাযিঃ)-এর হাদীসের অনুরূপ বর্ণনা করেছেন, যা আমি এই পরিচ্ছেদের সূচনায় উল্লেখ করে এসেছি। তিনি অতিরিক্ত বর্ণনা করেছেন : তারপর আল্লাহ্ তা'আলা “এই বিষয়ে তোমার করণীয় কিছুই নাই" আয়াত অবতীর্ণ করেন। রাবী বলেন, এরপর রাসূলুল্লাহ্ (ﷺ) কারো প্রতি বদ্ দু'আ করেননি।
1443 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا الْمُقَدَّمِيُّ، قَالَ: ثنا سَلَمَةُ بْنُ رَجَاءٍ، قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْحَارِثِ، عَنْ عَبْدِ اللهِ بْنِ كَعْبٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرٍ، قَالَ: " كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرَّكْعَةِ الْآخِرَةِ. قَالَ: «اللهُمَّ أَنْجِ» . ثُمَّ ذَكَرَ مِثْلَ حَدِيثِ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ الَّذِي ذَكَرْنَاهُ فِي أَوَّلِ هَذَا الْبَابِ , وَزَادَ " فَأَنْزَلَ اللهُ عَزَّ وَجَلَّ {لَيْسَ لَكَ مِنَ الْأَمْرِ شَيْءٌ} [آل عمران: 128] قَالَ: فَمَا دَعَا رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِدُعَاءٍ عَلَى أَحَدٍ "

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১৪৪৪
ফজরের সালাত ও অন্যান্য সালাতে দু'আ কুনূত পাঠ করা ।
১৪৪৪। ইবন মারযূক (রাহঃ).... বারা ইব্ন আযিব (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ (ﷺ) ফজর ও মাগরিবের সালাতে কুনূত পাঠ করতেন।
1444 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا وَهْبُ بْنُ جَرِيرٍ، قَالَ: ثنا شُعْبَةُ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنِ ابْنِ أَبِي لَيْلَى، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ، حَدَّثَهُ «أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقْنُتُ فِي الصُّبْحِ وَالْمَغْرِبِ»

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১৪৪৫
ফজরের সালাত ও অন্যান্য সালাতে দু'আ কুনূত পাঠ করা ।
১৪৪৫। ফাহাদ (রাহঃ)... বারা ইবন আযিব (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ (ﷺ) ফজর ও মাগরিবের সালাতে কুনূত পাঠ করতেন।
1445 - حَدَّثَنَا فَهْدٌ، قَالَ: ثنا أَبُو نُعَيْمٍ، قَالَ: ثنا سُفْيَانُ، وَشُعْبَةُ عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنِ الْبَرَاءِ «أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , كَانَ يَقْنُتُ فِي الصُّبْحِ وَالْمَغْرِبِ»

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১৪৪৬
ফজরের সালাত ও অন্যান্য সালাতে দু'আ কুনূত পাঠ করা ।
১৪৪৬। ইব্ন আবু দাউদ (রাহঃ).... আব্দুল্লাহ ইবন মাসউদ (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ্ (ﷺ) ত্রিশ দিন কুনূত পাঠ করেছন।
1446 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ قَالَ: ثنا أَحْمَدُ بْنُ يُونُسَ , قَالَ: ثنا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ , عَنْ نُصَيْرٍ , عَنْ أَبِي حَمْزَةَ , عَنْ إِبْرَاهِيمَ , عَنْ عَلْقَمَةَ , عَنْ عَبْدِ اللهِ قَالَ: «قَنَتَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَلَاثِينَ يَوْمًا»

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১৪৪৭
আন্তর্জাতিক নং: ১৪৪৯
ফজরের সালাত ও অন্যান্য সালাতে দু'আ কুনূত পাঠ করা ।
১৪৪৭-১৪৪৯। ফাহাদ (রাহঃ)....খুফাফ ইব্ন ঈ'মা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন : রাসূলুল্লাহ্ (ﷺ) রুকূ এরপর মাথা তুলে বললেন, গিফার গোত্রকে আল্লাহ্ ক্ষমা করুন, আস্লাম গোত্রকে আল্লাহ্ নিরাপদ রাখুন, উসাইয়া গোত্র আল্লাহ্ ও তাঁর রাসূলের অবাধ্য হয়েছে। হে আল্লাহ্! বানূ লাহ্ইয়ান গোত্রকে অভিশপ্ত কর, হে আল্লাহ! রি'ল ও যাক্ওয়ান গোত্রদ্বয়ের উপর লা'নত কর, তারপর আল্লাহু আকবার বলে সিজদা করেন।
মুহাম্মাদ ইব্ন ইবরাহীম ইবন আব্দুর রহমান আল-কাসিরী আল-মাদানী (রাহঃ).... খুফাফ ইব্ন ঈ'মা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন। কিন্তু এতে তিনি “রাসূলুল্লাহ্ (ﷺ)আল্লাহু আকবার বলে সিজদায় চলে যান” এর উল্লেখ করেন নি। বরং এতে অতিরিক্ত বর্ণনা রয়েছে যে, তারপর রাবী খুফাফ বলেছেন, এ কারণেই আমি কাফিরদের প্রতি লা'নত করতে থাকি।
ফাহাদ (রাহঃ)....মুহাম্মাদ ইবন আমর (রাহঃ) সূত্রে অনুরূপ বর্ণনা করেছেন।
মুহাম্মাদ ইব্ন ইবরাহীম ইবন আব্দুর রহমান আল-কাসিরী আল-মাদানী (রাহঃ).... খুফাফ ইব্ন ঈ'মা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন। কিন্তু এতে তিনি “রাসূলুল্লাহ্ (ﷺ)আল্লাহু আকবার বলে সিজদায় চলে যান” এর উল্লেখ করেন নি। বরং এতে অতিরিক্ত বর্ণনা রয়েছে যে, তারপর রাবী খুফাফ বলেছেন, এ কারণেই আমি কাফিরদের প্রতি লা'নত করতে থাকি।
ফাহাদ (রাহঃ)....মুহাম্মাদ ইবন আমর (রাহঃ) সূত্রে অনুরূপ বর্ণনা করেছেন।
1447 - حَدَّثَنَا فَهْدٌ، قَالَ: ثنا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ بِشْرٍ الْعَبْدِيُّ، قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ عَمْرٍو، قَالَ: ثنا خَالِدُ بْنُ عَبْدِ اللهِ بْنِ حَرْمَلَةَ، عَنِ الْحَارِثِ بْنِ خُفَافٍ، عَنْ خُفَافِ بْنِ إِيمَاءٍ، قَالَ: " رَكَعَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ رَفَعَ رَأْسَهُ فَقَالَ: «غِفَارٌ غَفَرَ اللهُ لَهَا وَأَسْلَمُ سَالَمَهَا اللهُ وَعُصَيَّةُ , عَصَتِ اللهَ وَرَسُولَهُ , اللهُمَّ الْعَنْ بَنِي لِحْيَانَ , اللهُمَّ الْعَنْ رِعْلًا وَذَكْوَانَ , اللهُ أَكْبَرُ ثُمَّ خَرَّ سَاجِدًا»
1448 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ الْكُثَيْرِيُّ الْمَدَنِيُّ، قَالَ: ثنا إِسْمَاعِيلُ بْنُ أَبِي أُوَيْسٍ، قَالَ: حَدَّثَنِي عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ عَلْقَمَةَ اللَّيْثِيِّ، عَنْ خَالِدِ بْنِ عَبْدِ اللهِ بْنِ حَرْمَلَةَ الْمُدْلِجِيِّ، عَنِ الْحَارِثِ بْنِ خُفَافِ بْنِ إِيمَاءِ بْنِ رَحْضَةَ الْغِفَارِيِّ، عَنْ خُفَافِ بْنِ إِيمَاءٍ، عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ غَيْرَ أَنَّهُ لَمْ يَذْكُرْ أَنَّهُ لَمَّا خَرَّ سَاجِدًا قَالَ: «اللهُ أَكْبَرُ» وَزَادَ فَقَالَ خُفَافٌ: فَجُعِلَتْ لَعْنَةُ الْكَفَرَةِ مِنْ أَجْلِ ذَلِكَ
1449 - حَدَّثَنَا فَهْدٌ، قَالَ: ثنا عَلِيُّ بْنُ مَعْبَدٍ، قَالَ: ثنا إِسْمَاعِيلُ بْنُ أَبِي كَثِيرٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ
1448 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ الْكُثَيْرِيُّ الْمَدَنِيُّ، قَالَ: ثنا إِسْمَاعِيلُ بْنُ أَبِي أُوَيْسٍ، قَالَ: حَدَّثَنِي عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ عَلْقَمَةَ اللَّيْثِيِّ، عَنْ خَالِدِ بْنِ عَبْدِ اللهِ بْنِ حَرْمَلَةَ الْمُدْلِجِيِّ، عَنِ الْحَارِثِ بْنِ خُفَافِ بْنِ إِيمَاءِ بْنِ رَحْضَةَ الْغِفَارِيِّ، عَنْ خُفَافِ بْنِ إِيمَاءٍ، عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ غَيْرَ أَنَّهُ لَمْ يَذْكُرْ أَنَّهُ لَمَّا خَرَّ سَاجِدًا قَالَ: «اللهُ أَكْبَرُ» وَزَادَ فَقَالَ خُفَافٌ: فَجُعِلَتْ لَعْنَةُ الْكَفَرَةِ مِنْ أَجْلِ ذَلِكَ
1449 - حَدَّثَنَا فَهْدٌ، قَالَ: ثنا عَلِيُّ بْنُ مَعْبَدٍ، قَالَ: ثنا إِسْمَاعِيلُ بْنُ أَبِي كَثِيرٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১৪৫০
ফজরের সালাত ও অন্যান্য সালাতে দু'আ কুনূত পাঠ করা ।
১৪৫০। ইব্ন আবু দাউদ (রাহঃ).... মুহাম্মাদ (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) ফজরের সালাতে কুনূত পাঠ করেছেন কি-না-এ বিষয়ে আনাস (রাযিঃ)-কে জিজ্ঞাসা করা হলে তিনি হ্যাঁ সূচক উত্তর দেন। তারপর আনাস (রাযিঃ)-কে বলা হলো, অথবা রাবী বলেন, আমি তাঁকে বল্লাম, রুকূ'র পূর্বে না পরে কুনূত পাঠ করেছেন? তিনি বললেন, রুকূ'র অল্প পরে।
1450 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا مُسَدَّدٌ، قَالَ: ثنا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ مُحَمَّدٍ، قَالَ: " سُئِلَ أَنَسٌ: أَقَنَتَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي صَلَاةِ الْفَجْرِ؟ قَالَ: «نَعَمْ» فَقِيلَ لَهُ، أَوْ فَقُلْتُ لَهُ: قَبْلَ الرُّكُوعِ أَوْ بَعْدَهُ؟ قَالَ: «بَعْدَ الرُّكُوعِ يَسِيرًا»

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১৪৫১
ফজরের সালাত ও অন্যান্য সালাতে দু'আ কুনূত পাঠ করা ।
১৪৫১। ইব্ন আবু দাউদ (রাহঃ).... আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি আজীবন রাসূলুল্লাহ্ (ﷺ) -এর সাথে সালাত আদায় করেছি, তিনি সর্বদা ফজরের সালাতে কুনূত পাঠ করেছেন। এবং আমি উমার ইবনুল খাত্তাব (রাযিঃ)-এর ইনতিকাল পর্যন্ত তার সঙ্গে সালাত আদায় করেছি। তিনি অবিরত ফজরের সালাতে কুনূত পাঠ করেছেন।
1451 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا أَبُو مَعْمَرٍ، قَالَ: ثنا عَبْدُ الْوَارِثِ، قَالَ: ثنا عَمْرُو بْنُ عُبَيْدٍ، عَنِ الْحَسَنِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: «صَلَّيْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , فَلَمْ يَزَلْ يَقْنُتُ فِي صَلَاةِ الْغَدَاةِ , حَتَّى فَارَقْتُهُ , وَصَلَّيْتُ مَعَ عُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِيَ اللهُ عَنْهُ فَلَمْ يَزَلْ يَقْنُتُ فِي صَلَاةِ الْغَدَاةِ , حَتَّى فَارَقْتُهُ»

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১৪৫২
ফজরের সালাত ও অন্যান্য সালাতে দু'আ কুনূত পাঠ করা ।
১৪৫২। ইব্ন আবু দাউদ (রাহঃ) ...... আনাস (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ (ﷺ) এক মাসব্যাপী কুনূত পাঠের মাধ্যমে উসাইয়া, যাক্ওয়ান, রি'ল ও লাহইয়ান গোত্রসমূহের বিরুদ্ধে বদ্ দুআ করেছেন।
1452 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا يَحْيَى بْنُ صَالِحٍ الْوُحَاظِيُّ، قَالَ: ثنا سَعِيدُ بْنُ بَشِيرٍ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، رَضِيَ اللهُ عَنْهُ «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَنَتَ شَهْرًا يَدْعُو عَلَى عُصَيَّةَ وَذَكْوَانَ وَرِعْلٍ وَلِحْيَانَ»

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১৪৫৩
ফজরের সালাত ও অন্যান্য সালাতে দু'আ কুনূত পাঠ করা ।
১৪৫৩। আবু উমাইয়া (রাহঃ).... আনাস (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, অবশ্যই রাসূলুল্লাহ্ (ﷺ) (রুকু'র) পরে এক মাস ব্যাপী কুনূত পাঠ করেছেন। রাবী বলেন, আমি বললাম, (সাধারণত) কখন কুনূত পাঠ করা হয়? তিনি বললেন, রুকূ'র পূর্বে ।
1453 - حَدَّثَنَا أَبُو أُمَيَّةَ، قَالَ: ثنا قَبِيصَةُ بْنُ عُقْبَةَ، قَالَ: ثنا سُفْيَانُ، عَنْ عَاصِمٍ، عَنْ أَنَسٍ، رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: " إِنَّمَا قَنَتَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعْدَ الرَّكْعَةِ شَهْرًا. قَالَ: قُلْتُ , فَكَيْفَ الْقُنُوتُ؟ قَالَ: قَبْلَ الرُّكُوعِ "

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১৪৫৪
ফজরের সালাত ও অন্যান্য সালাতে দু'আ কুনূত পাঠ করা ।
১৪৫৪। মুহাম্মাদ ইবন আমর ইবন ইউনুস (রাহঃ).... আসিম (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি আনাস (রাযিঃ)-কে জিজ্ঞাসা করলাম, কুনূত পাঠ রুকূ'র পূর্বে না পরে ? তিনি বললেন, না, বরং রুকূ'র পূর্বে। আমি বললাম, লোকেরা ধারণা পোষণ করে যে, রাসূলুল্লাহ্ (ﷺ) রুকু’র পরে কুনূত পাঠ করেছেন। তিনি বললেন, রাসূলুল্লাহ্ (ﷺ) এক মাস ব্যাপী সেই সমস্ত লোকদের বিরুদ্ধে বদ দু'আ করার নিমিত্ত কুনূত পাঠ করেছিলেন, যারা কিছু সংখ্যক কুরআনের দক্ষ হাফিয সাহাবীকে শহীদ করেছিলো।
1454 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرِو بْنِ يُونُسَ قَالَ: ثنا أَبُو مُعَاوِيَةَ , عَنْ عَاصِمٍ قَالَ: سَأَلْتُ أَنَسَ بْنَ مَالِكٍ رَضِيَ اللهُ عَنْهُ , عَنِ الْقُنُوتِ قَبْلَ الرُّكُوعِ أَوْ بَعْدَ الرُّكُوعِ؟ فَقَالَ: لَا , بَلْ قَبْلَ الرُّكُوعِ. قُلْتُ: إِنَّ نَاسًا يَزْعُمُونَ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَنَتَ بَعْدَ الرُّكُوعِ. قَالَ: «إِنَّمَا قَنَتَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَهْرًا , يَدْعُو عَلَى نَاسٍ قَتَلُوا نَاسًا مِنْ أَصْحَابِهِ يُقَالُ لَهُمُ الْقُرَّاءُ»

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১৪৫৫
ফজরের সালাত ও অন্যান্য সালাতে দু'আ কুনূত পাঠ করা ।
১৪৫৫। ইবন আবু দাউদ (রাহঃ)....আনাস (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, ফজর ও মাগরিবের সালাতে কুনূত পাঠ করা হয়।
1455 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا شَاذُّ بْنُ فَيَّاضٍ، قَالَ: ثنا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، رَضِيَ اللهُ عَنْهُ أَنَّهُ قَالَ: «كَانَ الْقُنُوتُ فِي الْفَجْرِ وَالْمَغْرِبِ»

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১৪৫৬
ফজরের সালাত ও অন্যান্য সালাতে দু'আ কুনূত পাঠ করা ।
১৪৫৬। আহমদ ইব্ন আবু দাউদ (রাহঃ).... আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ্ (ﷺ) একমাস রি’ল ও যাক্ওয়ান গোত্রদ্বয়ের বিরুদ্ধে বদ্ দুআ স্বরূপ কুনূত পাঠ করেছিলেন।
1456 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا أَحْمَدُ بْنُ يُونُسَ، قَالَ: ثنا زَائِدَةُ بْنُ قُدَامَةَ، عَنْ سُلَيْمَانَ التَّيْمِيِّ، عَنْ أَبِي مجلز، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: «قَنَتَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَهْرًا , يَدْعُو عَلَى رَعْلٍ , وَذَكْوَانَ»

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১৪৫৭
ফজরের সালাত ও অন্যান্য সালাতে দু'আ কুনূত পাঠ করা ।
১৪৫৭। ইবন মারযূক (রাহঃ).... আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর কুনূত পাঠ ছিলো এইভাবে- “তাদেরকে কাফির নারীদের অন্তরাত্মার ন্যায় করে দাও"
1457 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: ثنا الْحَارِثُ بْنُ عُبَيْدٍ، قَالَ: ثنا حَنْظَلَةُ السَّدُوسِيُّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: كَانَ مِنْ قُنُوتِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَاجْعَلْ قُلُوبَهُمْ عَلَى قُلُوبِ نِسَاءٍ كَوَافِرَ»

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১৪৫৮
ফজরের সালাত ও অন্যান্য সালাতে দু'আ কুনূত পাঠ করা ।
১৪৫৮। ফাহাদ (রাহঃ).... রবী' ইবন আনাস (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি আনাস ইবন মালিক (রাযিঃ)-এর নিকট বসা ছিলাম, এমতাবস্থায় তাঁকে বলা হলো- রাসূলুল্লাহ (ﷺ) এক মাসকাল যাবত কুনূত পাঠ করেছেন? তিনি বললেন, রাসুলুল্লাহ্ (ﷺ) আজীবন ফজরের সালাতে কুনূত পাঠ করতেন।
1458 - حَدَّثَنَا فَهْدٌ، قَالَ: ثنا أَبُو نُعَيْمٍ، قَالَ: ثنا أَبُو جَعْفَرٍ الرَّازِيُّ، عَنِ الرَّبِيعِ بْنِ أَنَسٍ، قَالَ: كُنْتُ جَالِسًا عِنْدَ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللهُ عَنْهُ فَقِيلَ لَهُ: إِنَّمَا قَنَتَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَهْرًا. فَقَالَ: «مَا زَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْنُتُ فِي صَلَاةِ الْغَدَاةِ حَتَّى فَارَقَ الدُّنْيَا»

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১৪৫৯
ফজরের সালাত ও অন্যান্য সালাতে দু'আ কুনূত পাঠ করা ।
১৪৫৯। আহমদ ইবন দাউদ (রাহঃ).... মারওয়ান আসফার (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি আনাস (রাযিঃ)-কে জিজ্ঞাসা করি, উমার (রাযিঃ) কি কুনূত পাঠ করেছেন? তিনি বললেন, যিনি উমার থেকে শ্রেষ্ঠ তিনিও কুনূত পাঠ করেছেন।
1459 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ دَاوُدَ، قَالَ: ثنا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، قَالَ: ثنا شُعْبَةُ، عَنْ مَرْوَانَ الْأَصْفَرِ قَالَ: سَأَلْتُ أَنَسًا: أَقَنَتَ عُمَرُ رَضِيَ اللهُ عَنْهُ؟ فَقَالَ: «قَدْ قَنَتَ مَنْ هُوَ خَيْرٌ مِنْ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُ»

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১৪৬০
ফজরের সালাত ও অন্যান্য সালাতে দু'আ কুনূত পাঠ করা ।
১৪৬০। ইবন আবু দাউদ (রাহঃ).... আনাস (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন : রাসূলুল্লাহ্ (ﷺ) বিশ দিন কুনূত পাঠ করেছেন।
1460 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا أَحْمَدُ بْنُ يُونُسَ، قَالَ: ثنا أَبُو بَكْرٍ، عَنْ حُمَيْدِ، عَنْ أَنَسٍ، رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: «قَنَتَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عِشْرِينَ يَوْمًا»

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১৪৬১
ফজরের সালাত ও অন্যান্য সালাতে দু'আ কুনূত পাঠ করা ।
১৪৬১। হাসান ইব্ন আব্দুল্লাহ্ ইবন মনসুর আল-বালিসী (রাহঃ).... আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে দেখেছি ফজরের সালাতে তাকবীরে তাহরীমার পর কিরা'আত শেষ করে তাকবীর বলে রুকূ' করেছেন, তারপর রুকূ' থেকে মাথা উত্তোলন করে সিজদা করেছেন। তারপর দ্বিতীয় রাক'আতে দাঁড়িয়ে কিরা'আত পড়েছেন। কিরা'আত শেষে তাকবীর বলে রুকূ' করেছেন, রুকূ' থেকে মাথা উত্তোলন করার পর দু'আ করেছেন।
1461 - حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَبْدِ اللهِ بْنِ مَنْصُورٍ الْبَالِسِيُّ، قَالَ: ثنا الْهَيْثَمُ بْنُ جَمِيلٍ، قَالَ: ثنا أَبُو هِلَالٍ الرَّاسِبِيُّ، عَنْ حَنْظَلَةَ السَّدُوسِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: «رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي صَلَاةِ الصُّبْحِ يُكَبِّرُ حَتَّى إِذَا فَرَغَ كَبَّرَ فَرَكَعَ , ثُمَّ رَفَعَ رَأْسَهُ فَسَجَدَ , ثُمَّ قَامَ فِي الثَّانِيَةِ فَقَرَأَ حَتَّى إِذَا فَرَغَ كَبَّرَ فَرَكَعَ , ثُمَّ رَفَعَ رَأْسَهُ فَدَعَا»

তাহকীক:
তাহকীক চলমান