শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

شرح معاني الآثار المختلفة المروية عن رسول الله صلى الله عليه وسلم في الأحكام

২. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১১৭০
আন্তর্জাতিক নং: ১১৭১
১৪- সালাতের প্রথম তাকবীরের পরে কি বলতে হয়?
১১৭০-১১৭১। ইবরাহীম ইবন আবী দাউদ (রাহঃ)....আবু সাঈদ খুদরী (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ্ (ﷺ) যখন রাতের বেলা (সালাতে) দাঁড়াতেন তখন তাকবীরের পর বলতেন:

“হে আল্লাহ, পবিত্রতা এবং প্রশংসা আপনারই, বরকতময় আপনার নাম, অত্যুচ্চ আপনার মর্যাদা, আর কোন ইলাহ নেই আপনি ছাড়া" এরপর বলতেন:(لَا إِلَهَ إِلَّا اللهُ) তারপর তিনবার বলতেন (اللهُ أَكْبَرُ كَبِيرًا) পরে বলতেন:(أَعُوذُ بِاللهِ السَّمِيعِ الْعَلِيمِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ مِنْ هَمْزِهِ , وَنَفْخِهِ وَنَفْثِهِ) আমি পানাহ্ চাই আল্লাহর, যিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ, অভিশপ্ত শয়তান ও তার ওয়াসওয়াসা, দম্ভ ও যাদু টোনা থেকে। তারপর কিরাআত পড়তেন।

ফাহাদ ইবন সুলাইমান (রাযিঃ).... জা'ফর ইবন সুলাইমান (রাযিঃ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। তবে তিনি “এরপর কিরাআত পড়তেন” বাক্যটি বলেননি।
بَابُ مَا يُقَالُ فِي الصَّلَاةِ بَعْدَ تَكْبِيرَةِ الِافْتِتَاحِ
1170 - حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا أَبُو ظَفَرٍ عَبْدُ السَّلَامِ بْنُ مُطَهَّرٍ - عَلَى وَزْنِ مَفْعُولٍ مِنَ التَّفْعِيلِ - قَالَ: ثنا جَعْفَرُ بْنُ سُلَيْمَانَ الضُّبَعِيُّ , عَنْ عَلِيِّ بْنِ عَلِيٍّ الرِّفَاعِيِّ , عَنْ أَبِي الْمُتَوَكِّلِ النَّاجِي , عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ: " كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا قَامَ مِنَ اللَّيْلِ كَبَّرَ ثُمَّ يَقُولُ: «سُبْحَانَكَ اللهُمَّ وَبِحَمْدِكَ , وَتَبَارَكَ اسْمُكَ , وَتَعَالَى جَدُّكَ ,وَلَا إِلَهَ غَيْرُكَ» , ثُمَّ يَقُولُ: «لَا إِلَهَ إِلَّا اللهُ» , ثُمَّ يَقُولُ: «اللهُ أَكْبَرُ كَبِيرًا» ثَلَاثًا ثُمَّ يَقُولُ: «أَعُوذُ بِاللهِ السَّمِيعِ الْعَلِيمِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ مِنْ هَمْزِهِ , وَنَفْخِهِ وَنَفْثِهِ» ثُمَّ يَقْرَأُ.

1171 - حَدَّثَنَا فَهْدُ بْنُ سُلَيْمَانَ، قَالَ: ثنا الْحَسَنُ بْنُ الرَّبِيعِ، قَالَ: ثنا جَعْفَرُ بْنُ سُلَيْمَانَ، فَذَكَرَ مِثْلَهُ بِإِسْنَادِهِ غَيْرِ أَنَّهُ لَمْ يَقُلْ «ثُمَّ يَقْرَأُ»
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা
হাদীস নং:১১৭২
আন্তর্জাতিক নং: ১১৭৩
সালাতের প্রথম তাকবীরের পরে কি বলতে হয়?
১১৭২-১১৭৩। মালিক ইব্ন আব্দিল্লাহ ইব্ন সায়ফ আততুজায়বী (রাহঃ)......আয়েশা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ্ (ﷺ) যখন সালাত শুরু করতেন, তখন হাত দু'টি কাঁধ বরাবর উঠাতেন; তারপর তাকবীর বলতেন; এরপর বলতেন: سُبْحَانَكَ اللهُمَّ وَبِحَمْدِكَ , وَتَبَارَكَ اسْمُكَ , وَتَعَالَى جَدُّكَ , وَلَا إِلَهَ غَيْرُكَ

ফাহাদ (রাযিঃ).....আবু মুআবিয়া (রাহঃ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
উমার ইবন খাত্তাব (রাযিঃ) থেকেও বর্ণিত আছে যে, তিনিও যখন সালাত শুরু করতেন তখন এই বাক্যগুলো বলতেন। যেমনিভাবে নিম্নোক্ত হাদীসটি বর্ণিত আছে :
1172 - وَحَدَّثَنَا مَالِكُ بْنُ عَبْدِ اللهِ بْنِ سَيْفٍ التُّجِيبِيُّ قَالَ: ثنا عَلِيُّ بْنُ مَعْبَدٍ قَالَ: ثنا أَبُو مُعَاوِيَةَ , عَنْ حَارِثَةَ بْنِ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ , عَنْ عَمْرَةَ , عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ: " كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا افْتَتَحَ الصَّلَاةَ , يَرْفَعُ يَدَيْهِ حَذْوَ مَنْكِبَيْهِ , ثُمَّ يُكَبِّرُ , ثُمَّ يَقُولُ: «سُبْحَانَكَ اللهُمَّ وَبِحَمْدِكَ , وَتَبَارَكَ اسْمُكَ , وَتَعَالَى جَدُّكَ , وَلَا إِلَهَ غَيْرُكَ»

1173 - حَدَّثَنَا فَهْدٌ، قَالَ: ثنا الْحَسَنُ بْنُ الرَّبِيعِ، قَالَ: ثنا أَبُو مُعَاوِيَةَ، فَذَكَرَ مِثْلَهُ بِإِسْنَادِهِ وَقَدْ رُوِيَ عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ، رَضِيَ اللهُ عَنْهُ أَيْضًا أَنَّهُ كَانَ يَقُولُ هَذَا أَيْضًا , إِذَا افْتَتَحَ الصَّلَاةَ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা
হাদীস নং:১১৭৪
আন্তর্জাতিক নং: ১১৭৮
সালাতের প্রথম তাকবীরের পরে কি বলতে হয়?
১১৭৪-১১৭৯। ইবরাহীম ইব্ন মারযূক (রাহঃ) ...... আমর ইবন মায়মুন (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, একবার উমার (রাযিঃ) যুলহুলায়ফাতে আমাদেরকে নিয়ে সালাত আদায় করলেন। তিনি বললেন: اللهُ أَكْبَرُ , سُبْحَانَكَ اللهُمَّ وَبِحَمْدِكَ , وَتَبَارَكَ اسْمُكَ , وَتَعَالَى جَدُّكَ

আবু বাকরা (রাযিঃ) ...... হাকাম (রাযিঃ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। আর তিনি বাক্য বৃদ্ধি করেছেন।

আবু বাকরা (রাযিঃ) ...... উমার (রাযিঃ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। তবে তিনি 'যুলহুলায়ফা' শব্দটি উল্লেখ করেননি।

ইবরাহীম ইব্ন মারযূক (রাহঃ) ......উমার (রাযিঃ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। আর তিনি "যে ব্যক্তি তার নিকটবর্তী ছিল সে শুনেছে" বাক্যটি বৃদ্ধি
করেছেন।

আবু বাকরা (রাযিঃ) ...... উমার (রাযিঃ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
1174 - كَمَا حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مَرْزُوقٍ , قَالَ: ثنا وَهْبُ بْنُ جَرِيرٍ , قَالَ: ثنا شُعْبَةُ , عَنِ الْحَكَمِ , عَنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ قَالَ: صَلَّى بِنَا عُمَرُ رَضِيَ اللهُ عَنْهُ بِذِي الْحُلَيْفَةِ , فَقَالَ: «اللهُ أَكْبَرُ , سُبْحَانَكَ اللهُمَّ وَبِحَمْدِكَ , وَتَبَارَكَ اسْمُكَ , وَتَعَالَى جَدُّكَ»

1175 - وَكَمَا حَدَّثَنَا أَبُو بَكْرَةَ قَالَ: ثنا أَبُو دَاوُدَ وَوَهْبٌ قَالَا: ثنا شُعْبَةُ عَنِ الْحَكَمِ فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ وَزَادَ «لَا إِلَهَ غَيْرُكَ»

1176 - وَكَمَا حَدَّثَنَا أَبُو بَكْرَةَ قَالَ: ثنا أَبُو أَحْمَدَ مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ بْنِ الزُّبَيْرِ , قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ الثَّوْرِيُّ , عَنْ مَنْصُورٍ عَنْ إِبْرَاهِيمَ , عَنِ الْأَسْوَدِ , عَنْ عُمَرَ مِثْلَهُ , غَيْرَ أَنَّهُ لَمْ يَقُلْ «بِذِي الْحُلَيْفَةِ»

1177 - حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ بَكْرٍ الْبُرْسَانِيُّ، قَالَ: أنا سَعِيدُ بْنُ أَبِي عَرُوبَةَ، عَنْ أَبِي مَعْشَرٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، وَالْأَسْوَدِ , عَنْ عُمَرَ، مِثْلَهُ , وَزَادَ «يُسْمِعُ مَنْ يَلِيهِ»

1178 - وَكَمَا حَدَّثَنَا أَبُو بَكْرَةَ , قَالَ: ثنا أَبُو الْوَلِيدِ , قَالَ: ثنا شُعْبَةُ , عَنِ الْحَكَمِ , عَنْ إِبْرَاهِيمَ , عَنِ الْأَسْوَدِ , عَنْ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُ مِثْلَهُ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা
হাদীস নং:১১৭৯
সালাতের প্রথম তাকবীরের পরে কি বলতে হয়?
১১৭৯। ফাহাদ (রাহঃ)..... আলকামা (রাহঃ) ও আসওয়াদ (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তাঁরা শুনেছেন, উমার (রাযিঃ) উঁচু আওয়াযে তাকবীর বলেছেন এবং অনুরূপভাবে এই দু'আটি পড়েছেন যেন লোকজন এটি শিখে নেয়।

বিশ্লেষণ
আবু জা'ফর তাহাবী (রাহঃ) বলেন, একদল আলিম এ মত গ্রহণ করেছেন এবং বলেছেন, এরূপভাবে মুসল্লী যখন সালাত শুরু করে তখন তার জন্য এই শব্দগুলো বলা উচিত; এতে আউযুবিল্লাহ ব্যতীত অন্যকিছু অতিরিক্ত বলবেনা, যদি সে ইমাম হয় বা একাকী সালাত আদায় করে। এইমত পোষণকারীদের মধ্যে ইমাম আবু হানীফা (রাহঃ) অন্যতম। পক্ষান্তরে সংশ্লিষ্ট বিষয়ে অপরাপর আলিমগণ তাঁদের বিরোধিতা করেছেন। তাঁরা বলেছেন, বরং তার জন্য উচিত হল, এরপরে সেই দু'আটি অতিরিক্ত করা যা আলী (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত আছে। এ প্রসঙ্গে তারা নিম্নোক্ত রিওয়ায়াত পেশ করেছেন :
1179 - وَكَمَا حَدَّثَنَا فَهْدٌ , قَالَ: ثنا عُمَرُ بْنُ حَفْصِ بْنِ غِيَاثٍ , قَالَ: ثنا أَبِي , قَالَ: ثنا الْأَعْمَشُ , قَالَ: حَدَّثَنِي إِبْرَاهِيمُ , عَنْ عَلْقَمَةَ , وَالْأَسْوَدِ أَنَّهُمَا سَمِعَا عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُ: كَبَّرَ , فَرَفَعَ صَوْتَهُ وَقَالَ: «مِثْلَ ذَلِكَ لِيَتَعَلَّمُوهَا» قَالَ أَبُو جَعْفَرٍ: فَذَهَبَ قَوْمٌ إِلَى هَذَا فَقَالُوا: هَكَذَا يَنْبَغِي لِلْمُصَلِّي إِذَا افْتَتَحَ الصَّلَاةَ , أَنْ يَقُولَ , وَلَا يَزِيدَ عَلَى هَذَا شَيْئًا غَيْرَ التَّعَوُّذِ , إِنْ كَانَ إِمَامًا , أَوْ مُصَلِّيًا لِنَفْسِهِ , وَمِمَّنْ قَالَ ذَلِكَ: أَبُو حَنِيفَةَ رَحِمَهُ اللهُ. وَخَالَفَهُمْ فِي ذَلِكَ آخَرُونَ , فَقَالُوا: بَلْ يَنْبَغِي لَهُ أَنْ يَزِيدَ بَعْدَ هَذَا مَا قَدْ رُوِيَ عَنْ عَلِيٍّ رَضِيَ اللهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:১১৮০
আন্তর্জাতিক নং: ১১৮৩
সালাতের প্রথম তাকবীরের পরে কি বলতে হয়?
১১৮০-১১৮৩। হুসাইন ইব্ন নসর (রাযিঃ) ..... আলী ইবন আবী তালিব (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ (ﷺ) যখন সালাত শুরু করতেন তখন এ দু'আটি পড়তেন: وَجَّهْتُ وَجْهِي لِلَّذِي فَطَرَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ حَنِيفًا مُسْلِمًا وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ , إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ لَا شَرِيكَ لَهُ وَبِذَلِكَ أُمِرْتُ وَأَنَا أَوَّلُ الْمُسْلِمِينَ

“আমি একনিষ্ঠভাবে ও আনুগত্যশীল হয়ে তাঁর দিকে মুখ ফিরাচ্ছি, যিনি আকাশমন্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই” (সূরা : ৬ আয়াত : ৭৯)
“বল, আমার সালাত, আমার ইবাদত, আমার জীবন ও আমার মরণ জগতসমূহের প্রতিপালক আল্লাহ্ই উদ্দেশ্যে, তাঁর কোন শরীক নেই এবং আমি এরই জন্য আদিষ্ট হয়েছি এবং আমিই প্রথম মুসলিম”। (দ্রঃ সূরা : ৬ আয়াত : ১৬২)

মুহাম্মাদ ইব্ন খুযায়মা বসরী (রাহঃ)..... আব্দুল আজীজ ইব্ন আবী সালামা আল-মাজেশুন (রাহঃ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন।

ইবন আবী দাউদ (রাহঃ)..... আরাজ (রাহঃ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন।

রবী' ইব্ন সুলায়মানুল মুয়াযযিন (রাহঃ)..... আরাজ (রাহঃ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
বস্তুত তাঁরা বলেন, যখন হাদীসে এই বাক্যগুলোও এসেছে এবং পূর্ববর্তী বাক্যগুলোও এসেছে তাই আমরা উত্তম মনে করছি যে, মুসল্লী এই উভয় বর্ণনার সবগুলো বাক্য পড়বে। এই অভিমত পোষণকারীদের মধ্যে ইমাম আবু ইউসুফ (রাহঃ) অন্যতম।
1180 - فَذَكَرُوا مَا حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ نَصْرٍ , قَالَ: ثنا يَحْيَى بْنُ حَسَّانَ , قَالَ: ثنا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي سَلَمَةَ الْمَاجِشُونِ , عَنْ عَمِّهِ , عَنِ الْأَعْرَجِ , عَنْ عُبَيْدِ اللهِ بْنِ أَبِي رَافِعٍ , عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ رَضِيَ اللهُ عَنْهُ " أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا افْتَتَحَ الصَّلَاةَ قَالَ: «وَجَّهْتُ وَجْهِي لِلَّذِي فَطَرَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ حَنِيفًا مُسْلِمًا وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ , إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ لَا شَرِيكَ لَهُ وَبِذَلِكَ أُمِرْتُ وَأَنَا أَوَّلُ الْمُسْلِمِينَ»

1181 - وَمَا قَدْ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خُزَيْمَةَ الْبَصْرِيُّ قَالَ: ثنا عَبْدُ اللهِ بْنُ رَجَاءٍ قَالَ: أنا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي سَلَمَةَ الْمَاجِشُونِ

1182 - وَمَا حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ قَالَ: ثنا أَحْمَدُ بْنُ خَالِدٍ الْوَهْبِيُّ , وَعَبْدُ اللهِ بْنُ صَالِحٍ قَالَا: ثنا عَبْدُ الْعَزِيزِ بْنُ الْمَاجِشُونِ عَنِ الْمَاجِشُونِ , وَعَبْدُ اللهِ بْنُ الْفَضْلِ , عَنِ الْأَعْرَجِ , فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ

1183 - وَمَا قَدْ حَدَّثَنَا الرَّبِيعُ بْنُ سُلَيْمَانَ الْمُؤَذِّنُ , قَالَ: ثنا ابْنُ وَهْبٍ قَالَ: أَخْبَرَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي الزِّنَادِ , عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ , عَنْ عَبْدِ اللهِ بْنِ الْفَضْلِ , عَنِ الْأَعْرَجِ فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ قَالُوا: فَلَمَّا جَاءَتِ الرِّوَايَةُ بِهَذَا وَبِمَا قَبْلَهُ اسْتَحْبَبْنَا أَنْ يَقُولَهُمَا الْمُصَلِّي جَمِيعًا , وَمِمَّنْ قَالَ هَذَا أَبُو يُوسُفَ رَحِمَهُ اللهُ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান