শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

شرح معاني الآثار المختلفة المروية عن رسول الله صلى الله عليه وسلم في الأحكام

২. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস ২০ টি

হাদীস নং: ৯৬২
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ ৮- দুই (ওয়াক্তের) সালাত একত্রে আদায় করার বিধান কি?
৯৬২। ফাহাদ (রাহঃ) .... আব্দুল্লাহ ইবন মাসউদ (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, নবী সফর অবস্থায় দুই সালাতকে একত্রে আদায় করতেন।
كتاب الصلاة
بَابُ الْجَمْعِ بَيْنَ صَلَاتَيْنِ , كَيْفَ هُوَ؟
962 - حَدَّثَنَا فَهْدٌ قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ عِمْرَانَ بْنِ أَبِي لَيْلَى قَالَ: حَدَّثَنِي أَبِي عَنِ ابْنِ أَبِي لَيْلَى , عَنْ أَبِي قَيْسٍ الْأَوْدِيِّ , عَنْ هُزَيْلِ بْنِ شُرَحْبِيلَ , عَنْ عَبْدِ اللهِ بْنِ مَسْعُودٍ رَضِيَ اللهُ عَنْهُ «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَجْمَعُ بَيْنَ الصَّلَاتَيْنِ فِي السَّفَرِ»
হাদীস নং: ৯৬৩
আন্তর্জাতিক নং: ৯৬৪
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ দুই (ওয়াক্তের) সালাত একত্রে আদায় করার বিধান কি?
৯৬৩-৯৬৪। ইউনুস (রাহঃ)....আবু তুফায়ল (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, মু'আয ইবন জাবাল (রাযিঃ) তাঁকে বলেছেন যে, ভাবুকের যুদ্ধে সাহাবায়ে কিরাম (রাযিঃ) রাসুলুল্লাহ-এর সঙ্গে রওয়ানা হলেন। পরে রাসূলুল্লাহ (ﷺ) যুহর এবং আসরের সালাত একত্রে আদায় করলেন। আবার মাগরিব ও ইশা একত্রে আদায় করলেন

ইয়াযীদ ইবন সিনান (রাহঃ)..... মু'আয ইবন জাবাল (রাযিঃ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন। আমি বললাম, তিনি এরূপ কেন করতেন? তিনি বললেন, উম্মতের যেন কোন অসুবিধা না হয় তা-ই তিনি চাচ্ছিলেন।
كتاب الصلاة
963 - حَدَّثَنَا يُونُسُ، قَالَ: أنا ابْنُ وَهْبٍ، أَنَّ مَالِكًا حَدَّثَهُ، عَنْ أَبِي الزُّبَيْرِ الْمَكِّيِّ، عَنْ أَبِي الطُّفَيْلِ، أَنَّ مُعَاذَ بْنَ جَبَلٍ، أَخْبَرَهُ أَنَّهُمْ خَرَجُوا مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , عَامَ تَبُوكَ , فَكَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , يَجْمَعُ بَيْنَ الظُّهْرِ وَالْعَصْرِ , وَالْمَغْرِبِ وَالْعِشَاءِ "

964 - حَدَّثَنِي يَزِيدُ بْنُ سِنَانٍ , قَالَ: ثنا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ , قَالَ: ثنا قُرَّةُ بْنُ خَالِدٍ , عَنْ أَبِي الزُّبَيْرِ , قَالَ: ثنا أَبُو الطُّفَيْلِ , قَالَ: ثنا مُعَاذُ بْنُ جَبَلٍ رَضِيَ اللهُ عَنْهُ فَذَكَرَ مِثْلَهُ قَالَ: قُلْتُ: مَا حَمَلَهُ عَلَى ذَلِكَ؟ قَالَ: أَرَادَ أَنْ لَا يُحْرِجَ أُمَّتَهُ
হাদীস নং: ৯৬৫
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ দুই (ওয়াক্তের) সালাত একত্রে আদায় করার বিধান কি?
৯৬৫। ইউনূস (রাহঃ) …. ইবন আব্বাস (রাযিঃ) বর্ণনা করেন তিনি বলেছেন , রাসূলুল্লাহ (ﷺ) আট রাক'আত (যুহর ও আসর) একত্রে এবং সাত রাক'আত (মাগরিব ও ইশা) একত্রে আদায় করেছেন।
كتاب الصلاة
965 - حَدَّثَنَا يُونُسُ، قَالَ: ثنا أَسَدٌ، قَالَ: ثنا شُعْبَةُ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، قَالَ: سَمِعْتُ جَابِرَ بْنَ زَيْدٍ، يُحَدِّثُ عَنِ ابْنِ عَبَّاسٍ، رَضِيَ اللهُ عَنْهُمَا , قَالَ: «صَلَّى رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَمَانِيًا , جَمِيعًا , وَسَبْعًا جَمِيعًا»
হাদীস নং: ৯৬৬
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ দুই (ওয়াক্তের) সালাত একত্রে আদায় করার বিধান কি?
৯৬৬। ইসমাঈল ইবন ইয়াহইয়া (রাহঃ)..... ইবন আব্বাস (রাযিঃ) বলেছেন, আমি মদীনাতে নবী (ﷺ)-এর সঙ্গে আট রাক'আত (যুহর ও আসর) একত্রে এবং সাত রাক'আত (মাগরিব ও ইশা) একত্রে আদায় করেছি। আমর ইবন দীনার (রাহঃ) বলেন, আমি আশ শা'সা (জাবির ইবন যায়দ র)-কে বললাম, আমার ধারণা মতে তিনি যুহরের সালাতকে বিলম্ব করে শেষ ওয়াক্তে ও আসরের সালাতকে জলদি করে প্রথম ওয়াক্তে, আবার মাগরিবকে বিলম্ব করে শেষ ওয়াজে ও ইশাকে জলদি করে প্রথম ওয়াক্তে আদায় করেছেন। তিনি বললেন, আমার ধারণাও তাই।
كتاب الصلاة
966 - حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ يَحْيَى، قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ إِدْرِيسَ، قَالَ: أَخْبَرَنَا سُفْيَانُ، قَالَ: ثنا عَمْرُو بْنُ دِينَارٍ، قَالَ: أنا جَابِرُ بْنُ زَيْدٍ، أَنَّهُ سَمِعَ ابْنَ عَبَّاسٍ، رَضِيَ اللهُ عَنْهُمَا , يَقُولُ: " صَلَّيْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْمَدِينَةِ ثَمَانِيًا جَمِيعًا , وَسَبْعًا جَمِيعًا. قُلْتُ لِأَبِي الشَّعْثَاءِ: أَظُنُّهُ أَخَّرَ الظُّهْرَ وَعَجَّلَ الْعَصْرَ , وَأَخَّرَ الْمَغْرِبَ , وَعَجَّلَ الْعِشَاءَ , قَالَ: وَأَنَا أَظُنُّ ذَلِكَ "
হাদীস নং: ৯৬৭
আন্তর্জাতিক নং: ৯৭০
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ দুই (ওয়াক্তের) সালাত একত্রে আদায় করার বিধান কি?
৯৬৭-৯৭০। ইউনূস (রাহঃ)...... ইবন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে,তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) সফর ও ভয়-ভীতি ব্যতীত আমাদেরকে নিয়ে যুহর ও আসর একত্রে আদায় করেছেন এবং মাগরিব ও ইশা একত্রে আদায় করেছেন।

ইয়াযীদ ইব্‌ন সিনান (রাহঃ)..... আবু যুবাইর (রাহঃ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। তিনি বলেন, আমি আবু যুবাইর (রাহঃ)-কে জিজ্ঞাসা করলাম, তিনি এমনটি কেন করেছেন? তিনি বললেন ঃ উম্মতের যেন কোন অসুবিধা না হয়, তা-ই তিনি চাচ্ছিলেন।

আবু বিশর রকী' (রাহঃ).... আবু যুবাইর (রাহঃ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন।

রবি'উল জীযি (রাহঃ) ইবন আব্বাস (রাযিঃ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। তবে তিনি “সফর এবং বৃষ্টি ব্যতীত” বাক্যটি বলেছেন।
كتاب الصلاة
967 - حَدَّثَنَا يُونُسُ، قَالَ: أنا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي مَالِكٌ، عَنْ أَبِي الزُّبَيْرِ الْمَكِّيِّ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ: «صَلَّى بِنَا رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الظُّهْرَ وَالْعَصْرَ جَمِيعًا , وَالْمَغْرِبَ وَالْعِشَاءَ جَمِيعًا , فِي غَيْرِ خَوْفٍ وَلَا سَفَرٍ»

968 - حَدَّثَنَا يَزِيدُ بْنُ سِنَانٍ، قَالَ: ثنا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، قَالَ: ثنا قُرَّةُ، عَنْ أَبِي الزُّبَيْرِ، فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ قُلْتُ: مَا حَمَلَهُ عَلَى ذَلِكَ؟ قَالَ: أَرَادَ أَنْ لَا يُحْرِجَ أُمَّتَهُ.

969 - حَدَّثَنَا أَبُو بِشْرٍ الرَّقِّيُّ، قَالَ: ثنا حَجَّاجٌ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ

970 - حَدَّثَنَا رَبِيعٌ الْجِيزِيُّ، قَالَ: ثنا عَبْدُ اللهِ بْنُ مَسْلَمَةَ الْقَعْنَبِيُّ، قَالَ: ثنا دَاوُدُ بْنُ قَيْسٍ الْفَرَّاءُ، عَنْ صَالِحٍ، مَوْلَى التَّوْءَمَةِ , عَنِ ابْنِ عَبَّاسٍ، رَضِيَ اللهُ عَنْهُمَا مِثْلَهُ , غَيْرَ أَنَّهُ قَالَ: «فِي غَيْرِ سَفَرٍ وَلَا مَطَرٍ»
হাদীস নং: ৯৭১
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ দুই (ওয়াক্তের) সালাত একত্রে আদায় করার বিধান কি?
৯৭১। মুহাম্মাদ ইবন খুজায়মা (রাহঃ)...... আব্দুল্লাহ ইবন শাকিক (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, একরাতে ইব্‌ন আব্বাস (রাযিঃ) মাগরিবের সালাত বিলম্ব করে আদায় করলেন। এতে জনৈক ব্যক্তি বলে উঠলো, সালাত, সালাত। তিনি বললেন, তোমার জানা নেই, তুমি কি আমাদেরকে সালাত শিখাচ্ছ? নবী (ﷺ) মদীনাতে প্রায়শ দুই সালাতকে একত্রে আদায় করেছেন।
كتاب الصلاة
971 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خُزَيْمَةَ قَالَ: ثنا حَجَّاجٌ , قَالَ: ثنا حَمَّادٌ , عَنْ عِمْرَانَ بْنِ حُدَيْرٍ، عَنْ عَبْدِ اللهِ بْنِ شَقِيقٍ: أَنَّ ابْنَ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا أَخَّرَ صَلَاةَ الْمَغْرِبِ ذَاتَ لَيْلَةٍ , فَقَالَ رَجُلٌ: الصَّلَاةَ الصَّلَاةَ. فَقَالَ: لَا أُمَّ لَكَ , أَتُعْلِمُنَا بِالصَّلَاةِ , وَقَدْ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رُبَّمَا جَمَعَ بَيْنَهُمَا بِالْمَدِينَةِ "
হাদীস নং: ৯৭২
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ দুই (ওয়াক্তের) সালাত একত্রে আদায় করার বিধান কি?
৯৭২। ইয়াযীদ ইব্‌ন সিনান (রাহঃ) ও ফাহাদ (রাহঃ).... নাফি' (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, এক রাতে আব্দুল্লাহ্ ইবন উমার (রাযিঃ) দ্রুত সফর করলেন। তিনি সংবাদ পেলেন যে, তার এক স্ত্রী যিনি আবু উবায়দ-এর কন্যা, মুমূর্ষু অবস্থায় রয়েছেন। তিনি চললেন এবং ‘শাফাক' (লালিমা) অদৃশ্য হতে লাগল। তাঁর সাথীগণ তাঁকে সালাতের জন্য আওয়ায দিতে লাগল, কিন্তু তিনি তাদের প্রতি গ্রাহ্য করলেন না। অবশেষে তারা যখন তাঁর উপর অত্যধিক তাগিদ করতে লাগলেন তখন তিনি বললেনঃ
আমি রাসূলুল্লাহ্ -কে এই দুই সালাত-মাগরিব এবং ইশা একত্রে আদায় করতে দেখেছি, আমিও এ দু'টি একত্রে আদায় করব।
كتاب الصلاة
972 - حَدَّثَنَا يَزِيدُ بْنُ سِنَانٍ، وَفَهْدٌ، قَالَا: ثنا عَبْدُ اللهِ بْنُ صَالِحٍ، قَالَ: حَدَّثَنِي اللَّيْثُ، قَالَ: حَدَّثَنِي نَافِعٌ: أَنَّ عَبْدَ اللهِ بْنَ عُمَرَ، رَضِيَ اللهُ عَنْهُمَا عَجَّلَ السَّيْرَ ذَاتَ لَيْلَةٍ , وَكَانَ قَدِ اسْتُصْرِخَ عَلَى بَعْضِ أَهْلِهِ ابْنَةِ أَبِي عُبَيْدٍ , فَسَارَ حَتَّى هَمَّ الشَّفَقُ أَنْ يَغِيبَ , وَأَصْحَابُهُ يُنَادُونَهُ لِلصَّلَاةِ , فَأَبَى عَلَيْهِمْ , حَتَّى إِذَا أَكْثَرُوا عَلَيْهِ , قَالَ: «إِنِّي رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَجْمَعُ بَيْنَ هَاتَيْنِ الصَّلَاتَيْنِ , الْمَغْرِبِ وَالْعِشَاءِ» , وَأَنَا أَجْمَعُ بَيْنَهُمَا
হাদীস নং: ৯৭৩
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ দুই (ওয়াক্তের) সালাত একত্রে আদায় করার বিধান কি?
৯৭৩। ইউনূস (রাহঃ) ….. ইবন উমার (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে , তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) -এর যখন সফরে কোন ত্বরা থাকত তখন তিনি মাগরিব ও ইশার সালাত একত্রে আদায় করতেন।
كتاب الصلاة
973 - حَدَّثَنَا يُونُسُ، قَالَ: أنا ابْنُ وَهْبٍ، أَنَّ مَالِكًا، حَدَّثَهُ , عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ: «كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا عَجَّلَ بِهِ السَّيْرُ جَمَعَ بَيْنَ الْمَغْرِبِ وَالْعِشَاءِ»
হাদীস নং: ৯৭৪
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ দুই (ওয়াক্তের) সালাত একত্রে আদায় করার বিধান কি?
৯৭৪। ফাহাদ (রাহঃ)..... সালিম (রাহঃ) তার পিতা (ইবন উমার রা) থেকে বর্ণনা করেন যে , রাসূলুল্লাহ (ﷺ) - -এর যখন সফরে কোন ত্বরা থাকত তখন তিনি মাগরিব ও ইশার সালাত একত্রে আদায় করতেন।
كتاب الصلاة
974 - حَدَّثَنَا فَهْدٌ، قَالَ: ثنا الْحِمَّانِيُّ، قَالَ: ثنا ابْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كَانَ يَجْمَعُ بَيْنَ الْمَغْرِبِ وَالْعِشَاءِ إِذَا جَدَّ بِهِ السَّيْرُ»
হাদীস নং: ৯৭৫
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ দুই (ওয়াক্তের) সালাত একত্রে আদায় করার বিধান কি?
৯৭৫। ফাহাদ (রাহঃ)..... ইসমাঈল ইব্‌ন আবী যুওয়াইব (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, একবার আমি ইব্‌ন উমার (রাযিঃ) এর সঙ্গে ছিলাম। যখন সূর্য ডুবে গেল আমরা তাঁকে সালাতের কথা স্মরণ করিয়ে দিতে সাহস পেলাম না। তিনি চলতে চলতে যখন রাতের প্রথমাংশের অন্ধকার এগিয়ে আসতে লাগল এবং আমরা দিগন্তের শুভ্রতা দেখলাম, তখন তিনি অবতরণ করে মাগরিবের সালাত তিন রাক'আত এবং ইশার সালাত দু'রাক'আত আদায় করলেন। তারপর বললেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) কে এভাবেই (সালাত আদায়) করতে দেখেছি।
كتاب الصلاة
975 - حَدَّثَنَا فَهْدٌ، قَالَ: ثنا الْحِمَّانِيُّ، قَالَ: ثنا ابْنُ عُيَيْنَةَ، عَنِ ابْنِ أَبِي نَجِيحٍ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أَبِي ذُؤَيْبٍ، قَالَ: كُنْتُ مَعَ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا فَلَمَّا غَرَبَتِ الشَّمْسُ , هِبْنَا أَنْ نَقُولَ لَهُ الصَّلَاةَ , فَسَارَ , حَتَّى ذَهَبَتْ فَحْمَةُ الْعِشَاءِ , وَرَأَيْنَا بَيَاضَ الْأُفُقِ , فَنَزَلَ فَصَلَّى ثَلَاثًا الْمَغْرِبَ , وَاثْنَتَيْنِ الْعِشَاءَ , ثُمَّ قَالَ: «هَكَذَا رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَفْعَلُ»
হাদীস নং: ৯৭৬
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ দুই (ওয়াক্তের) সালাত একত্রে আদায় করার বিধান কি?
৯৭৬। মুহাম্মাদ ইবন খুয়াজমা (রাহঃ)..... জাবির ইবন আব্দিল্লাহ (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে,তিনি বলেছেন, রাসূলুল্লাহ্ (ﷺ) মদীনাতে কোনরূপ ভয়-ভীতি বা অন্য কোন কারণ ব্যতীত অবকাশ হিসাবে যুহর ও আসর এবং মাগরিব ও ইশা একত্রে আদায় করেছেন।
كتاب الصلاة
976 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خُزَيْمَةَ، وَابْنُ أَبِي دَاوُدَ، وَعِمْرَانُ بْنُ مُوسَى الطَّائِيُّ، قَالُوا: حَدَّثَنَا الرَّبِيعُ بْنُ يَحْيَى الْأُشْنَانِيُّ، قَالَ: ثنا سُفْيَانُ الثَّوْرِيُّ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ، قَالَ: «جَمَعَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ الظُّهْرِ وَالْعَصْرِ وَالْمَغْرِبِ وَالْعِشَاءِ بِالْمَدِينَةِ لِلرُّخَصِ مِنْ غَيْرِ خَوْفٍ وَلَا عِلَّةٍ»
হাদীস নং: ৯৭৭
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ দুই (ওয়াক্তের) সালাত একত্রে আদায় করার বিধান কি?
৯৭৭। আলী ইবন আব্দির রহমান (রাহঃ) …… জাবির ইবন
আব্দিল্লাহ (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ (ﷺ) মক্কাতে অবস্থানকালে সূর্য অস্তমিত হয়ে গেল। এরপর তিনি ‘সারিফ’ নামক স্থানে দুই সালাত (মাগরিব ও ইশা)-কে একত্রে আদায় করলেন।
كتاب الصلاة
977 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ: ثنا نُعَيْمُ بْنُ حَمَّادٍ، قَالَ: ثنا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ الدَّرَاوَرْدِيُّ، عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ، رَضِيَ اللهُ عَنْهُمَا عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ «أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ غَرَبَتْ لَهُ الشَّمْسُ بِمَكَّةَ فَجَمَعَ بَيْنَهُمَا بِسَرِفٍ يَعْنِي الصَّلَاةَ»
হাদীস নং: ৯৭৮
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ দুই (ওয়াক্তের) সালাত একত্রে আদায় করার বিধান কি?
৯৭৮। ইব্‌ন খুযায়মা (রাহঃ).... আনাস ইব্‌ন মালিক (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ সফরে মাগরিব ও ইশা (এর সালাত) একত্রে আদায় করতেন।

ইমাম আবু জা'ফর তাহাবী (রাহঃ) বলেনঃ একদল আলিম এই মত গ্রহণ করেছেন যে, যুহর ও আসরের সালাতের একই ওয়াক্ত। তাঁরা বলেন, এজন্যই নবী এ এই দুই সালাতকে ওই দুইটির একটির ওয়াক্তে একত্রে আদায় করেছেন। অনুরূপভাবে তাঁদের মতে মাগরিব ও ইশার সালাতের ওয়াক্তও অভিন্ন। যতক্ষণ পর্যন্ত দ্বিতীয় সালাতের ওয়াক্ত শেষ না হবে প্রথম সালাত কাযা হবে না। পক্ষান্তরে এ বিষয়ে অপরাপর আলিমগণ তাঁদের বিরোধিতা করে বলেছেন, (বিষয়টি এরূপ নয়) বরং এই সমস্ত সালাতের প্রত্যেকটির ওয়াক্ত অপরটির ওয়াক্ত থেকে পৃথক। তাঁরা বলেন, রাসূলুল্লাহ্ থেকে দুই সালাত একত্রে আদায় করার যে রিওয়ায়াত আপনারা উদ্ধৃত করেছেন, এটা তাঁর থেকে সেই ভাবেই বর্ণিত আছে। কিন্তু তাতে একথার কোন প্রমাণ নেই যে, তিনি তা এক সালাতের ওয়াক্তে আদায় করেছেন। দুই সালাতের মাঝে একত্রীকরণ সেইভাবেও হতে পারে, যেভাবে আপনারা উল্লেখ করেছেন। আবার একথারও সম্ভাবনা রয়েছে যে, তিনি প্রত্যেক সালাত তার নিজস্ব ওয়াক্তে আদায় করেছেন। যেমনটি জাবির ইব্‌ন যায়দ (রাহঃ) ধারণা পোষণ করেছেন এবং তিনি তা ইব্‌ন আব্বাস (রাযিঃ) থেকে রিওয়ায়াত করেছেন। আর তাঁর পরে আমর ইব্‌ন দীনার (রাহঃ) ও রিওয়ায়াত করেছেন।
প্রথমোক্ত অভিমত পোষণকারীগণ বলেন, কিছু সংখ্যক হাদীস থেকে বুঝা যাচ্ছে যে, (দুই সালাতকে) একত্রে আদায় করার পদ্ধতি তা-ই, যা আমরা বলেছি। তাঁরা এ বিষয়ে নিম্নোক্ত রিওয়ায়াত উল্লেখ করেছেনঃ
كتاب الصلاة
978 - حَدَّثَنَا ابْنُ خُزَيْمَةَ قَالَ: ثنا , مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ , قَالَ: ثنا أَبَانُ بْنُ يَزِيدَ , عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ , عَنْ حَفْصِ بْنِ عُبَيْدِ اللهِ , عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ «أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَجْمَعُ بَيْنَ الْمَغْرِبِ وَالْعِشَاءِ فِي السَّفَرِ» قَالَ أَبُو جَعْفَرٍ: فَذَهَبَ قَوْمٌ إِلَى أَنَّ الظُّهْرَ وَالْعَصْرَ وَقْتُهُمَا وَاحِدٌ , قَالُوا: وَلِذَلِكَ جَمَعَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَهُمَا فِي وَقْتِ إِحْدَاهُمَا , وَكَذَلِكَ الْمَغْرِبُ وَالْعِشَاءُ , فِي قَوْلِهِمْ وَقْتُهُمَا وَقْتٌ لَا يَفُوتُ إِحْدَاهُمَا حَتَّى يَخْرُجَ وَقْتُ الْأُخْرَى مِنْهُمَا. وَخَالَفَهُمْ فِي ذَلِكَ آخَرُونَ , فَقَالُوا: بَلْ كُلُّ وَاحِدَةٍ مِنْ هَذِهِ الصَّلَوَاتِ وَقْتُهَا مُنْفَرِدٌ مِنْ وَقْتِ غَيْرِهَا. وَقَالُوا: أَمَّا مَا رَوَيْتُمُوهُ عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ جَمْعِهِ بَيْنَ الصَّلَاتَيْنِ , فَقَدْ رُوِيَ عَنْهُ كَمَا ذَكَرْتُمْ. وَلَيْسَ فِي ذَلِكَ دَلِيلٌ أَنَّهُ جَمَعَ بَيْنَهُمَا فِي وَقْتِ إِحْدَاهُمَا , فَقَدْ يُحْتَمَلُ أَنْ يَكُونَ جَمْعُهُ بَيْنَهُمَا كَانَ كَمَا ذَكَرْتُمْ وَيُحْتَمَلُ أَنْ يَكُونَ صَلَّى كُلَّ وَاحِدَةٍ مِنْهُمَا فِي وَقْتِهَا كَمَا ظَنَّ جَابِرُ بْنُ زَيْدٍ , وَهُوَ رَوَى ذَلِكَ عَنِ ابْنِ عَبَّاسٍ , وَعَمْرِو بْنِ دِينَارٍ , مِنْ بَعْدِهِ. فَقَالَ أَهْلُ الْمَقَالَةِ الْأُولَى: قَدْ وَجَدْنَا فِي بَعْضِ الْآثَارِ , مَا يَدُلُّ عَلَى أَنَّ صِفَةَ الْجَمْعِ الَّذِي فَعَلَهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَمَا قُلْنَا. فَذَكَرُوا فِي ذَلِكَ
হাদীস নং: ৯৭৯
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ দুই (ওয়াক্তের) সালাত একত্রে আদায় করার বিধান কি?
৯৭৯। ইবনে মারযূক (রাহঃ).... নাফি' (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, ইব্‌ন উমার (রাযিঃ) মক্কায় অবস্থানকালে (তাঁর স্ত্রী) সফিয়া বিন্ত আবু উবায়দ এর অসুস্থতার সংবাদ পেলেন। তিনি মদীনা অভিমুখে রওয়ানা হলেন এবং সফর শুরু করলেন। সফর করতে করতে (এক পর্যায়ে) সূর্য অস্তমিত হয়ে গেল এবং তারকারাজি দৃশ্যমান হয়ে পড়ল। তার সফর সঙ্গী জনৈক ব্যক্তি বলতে লাগল, সালাত আদায় করুন। সালাত আদায় করুন। রাবী বলেন, সালিম (রাহঃ) ও তাঁকে বললেন, সালাত আদায় করুন। তিনি বললেনঃ রাসূলুল্লাহ্ -এর যখন সফরে কোন ত্বরা থাকত তখন এই দুই সালাত (মাগরিব ও ইশা) একত্রে আদায় করতেন। আমিও এ দু'টি একত্রে আদায় করতে চাচ্ছি। তিনি সফর অব্যাহত রেখে আরো অগ্রসর হলেন। এমনকি ‘শাফাক' অদৃশ্য হয়ে গেল। তারপর তিনি অবতরণ করে উভয় সালাত একত্রে আদায় করলেন।
كتاب الصلاة
979 - مَا حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ , قَالَ: ثنا عَارِمُ بْنُ الْفَضْلِ , قَالَ: ثنا حَمَّادُ بْنُ زَيْدٍ , عَنْ أَيُّوبَ , عَنْ نَافِعٍ: أَنَّ ابْنَ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا اسْتُصْرِخَ عَلَى صَفِيَّةَ بِنْتِ أَبِي عُبَيْدٍ , وَهُوَ بِمَكَّةَ , فَأَقْبَلَ إِلَى الْمَدِينَةِ , فَسَارَ حَتَّى غَرَبَتِ الشَّمْسُ , وَبَدَتِ النُّجُومُ , وَكَانَ رَجُلٌ يَصْحَبُهُ , يَقُولُ: الصَّلَاةَ الصَّلَاةَ. قَالَ وَقَالَ لَهُ سَالِمٌ: الصَّلَاةَ. فَقَالَ: «إِنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا عَجَّلَ بِهِ السَّيْرُ فِي سَفَرٍ، جَمَعَ بَيْنَ هَاتَيْنِ الصَّلَاتَيْنِ، وَإِنِّي أُرِيدُ أَنْ أَجْمَعَ بَيْنَهُمَا، فَسَارَ حَتَّى غَابَ الشَّفَقُ، ثُمَّ نَزَلَ فَجَمَعَ بَيْنَهُمَا»
হাদীস নং: ৯৮০
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ দুই (ওয়াক্তের) সালাত একত্রে আদায় করার বিধান কি?
৯৮০। ইব্‌ন আবী দাউদ (রাহঃ).... ইবন উমার (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তাঁর যখন সফরে কোন ত্বরা থাকত তখন তিনি ‘শাফাক’ অদৃশ্য হওয়ার পর মাগরিব ও ইশা একত্রে আদায় করতেন। আর বলতেন, যখন সফরে কোন ত্বরা থাকত তখন রাসূলুল্লাহ্((ﷺ)) ওই দুই সালাত একত্রে আদায় করতেন।

ইমাম তাহাবী (রাহঃ)-এর ভাষ্য
তাঁরা বলেন এতে (রিওয়ায়াত সমূহে) তাঁর একত্রীকরণের পদ্ধতি কিরূপ ছিল তার দলীল বিদ্যমান রয়েছে। তাঁদের বিরোধী গণ তাঁদের বিরুদ্ধে দলীল দিতে গিয়ে বলেছেন যে, আয়্যূব (রাহঃ) এর রিওয়ায়াত যাতে বলা হয়েছে, তিনি সফর করতে ছিলেন তারপর 'শাফাক' অদৃশ্য হয়ে গেল। তারপর তিনি অবতরণ কররেন।

নাফি' (রাহঃ)-এর কোন সাথীই ওই কথাটি উল্লেখ করেননি, উবায়দুল্লাহ (রাহঃ), মালিক (রাহঃ) ও লায়স (রাহঃ) কেউ না। ঐ ব্যক্তি যার থেকে আমরা এই বিষয়ে ইবন উমার (রাযিঃ)-এর হাদীস বর্ণনা করেছি। এই হাদীসে ইব্‌ন উমার (রাযিঃ)-এর আমলের সংবাদ দেয়া হয়েছে। তিনি নবী থেকে (সালাতসমূহ) একত্রে আদায় করার উল্লেখ করেছেন। কিন্তু কিভাবে একত্রে আদায় করেছেন তা তিনি উল্লেখ করেননি। উবায়দুল্লাহ্ (রাহঃ)-এর হাদীসে রয়েছে যে, রাসূলুল্লাহ্((ﷺ)) ওই দুই সালাতকে একত্রে আদায় করেছেন। তারপর তিনি ইব্‌ন উমার (রাযিঃ)-এর একত্রে আদায় করা কিরূপ ছিল তা উল্লেখ করেছেন এবং বলেছেন যে, তিনি ‘শাফাক' অদৃশ্য হওয়ার পর এরূপ করেছেন। তাঁর উদ্দেশ্য এটা হতে পারে যে, যখন উভয় সালাতকে একত্রে আদায় করেছেন তাহলে ইশার সালাত ‘শাফাক 'অদৃশ্য হওয়ার পর ছিল এবং মাগরিবের সালাত ‘শাফাক' অদৃশ্য হওয়ার পূর্বে আদায় করে ফেলেছিলেন।

যেহেতু ইশার সালাত আদায় না করা পর্যন্ত তিনি 'দুই সালাতের মাঝে একত্রে আদায়কারী' গণ্য হবেন না। তাই এভাবে তিনি মাগরিব ও ইশার মাঝখানে একত্রে আদায়কারী হয়েছিলেন। আমাদের বক্তব্যের স্বপক্ষে আয়্যব (রাহঃ) ব্যতীত অন্য রাবীগণ তা ব্যাখ্যা করে বিস্তারিতভাবে রিওয়ায়াত করেছেন।
كتاب الصلاة
980 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا مُسَدَّدٌ، قَالَ: ثنا يَحْيَى، عَنْ عَبْدِ اللهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، رَضِيَ اللهُ عَنْهُمَا أَنَّهُ كَانَ إِذَا جَدَّ بِهِ السَّيْرُ جَمَعَ بَيْنَ الْمَغْرِبِ وَالْعِشَاءِ , بَعْدَمَا يَغِيبُ الشَّفَقُ , وَيَقُولُ: «إِنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا جَدَّ بِهِ السَّيْرُ , جَمَعَ بَيْنَهُمَا» قَالُوا: فَفِي هَذَا دَلِيلٌ عَلَى صِفَةِ جَمْعِهِ , كَيْفَ كَانَ. فَكَانَ مِنَ الْحُجَّةِ عَلَيْهِمْ لِمُخَالِفِهِمْ أَنَّ حَدِيثَ أَيُّوبَ , الَّذِي قَالَ فِيهِ: فَسَارَ حَتَّى غَابَ الشَّفَقُ ثُمَّ نَزَلَ كُلُّ أَصْحَابِ نَافِعٍ لَمْ يَذْكُرُوا ذَلِكَ , لَا عُبَيْدِ اللهِ , وَلَا مَالِكٌ , وَلَا اللَّيْثُ , وَلَا مَنْ رَوَيْنَا عَنْهُ حَدِيثَ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا فِي هَذَا الْبَابِ. وَإِنَّمَا أَخْبَرَ بِذَلِكَ مِنْ فِعْلِ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا , وَذَكَرَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْجَمْعَ , وَلَمْ يَذْكُرْ كَيْفَ جَمَعَ فَأَمَّا حَدِيثُ عُبَيْدِ اللهِ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جَمَعَ بَيْنَهُمَا ثُمَّ ذَكَرَ جَمْعَ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا كَيْفَ كَانَ وَأَنَّهُ بَعْدَمَا غَابَ الشَّفَقُ. فَقَدْ يَجُوزُ أَنْ يَكُونَ أَرَادَ أَنَّ صَلَاتَهُ الْعِشَاءَ الْآخِرَةَ , الَّتِي بِهَا كَانَ جَامِعًا بَيْنَ الصَّلَاتَيْنِ , بَعْدَمَا غَابَ الشَّفَقُ , وَإِنْ كَانَ قَدْ صَلَّى الْمَغْرِبَ قَبْلَ غَيْبُوبَةِ الشَّفَقِ , لِأَنَّهُ لَمْ يَكُنْ قَطُّ جَامِعًا بَيْنَهُمَا , حَتَّى صَلَّى الْعِشَاءَ الْآخِرَةَ , فَصَارَ بِذَلِكَ جَامِعًا بَيْنَ الْمَغْرِبِ وَالْعِشَاءِ.وَقَدْ رَوَى ذَلِكَ , غَيْرُ أَيُّوبَ مُفَسَّرًا عَلَى مَا قُلْنَا
হাদীস নং: ৯৮১
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ দুই (ওয়াক্তের) সালাত একত্রে আদায় করার বিধান কি?
৯৮১। ফাহাদ (রাহঃ)..... নাফি' (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, (একবার) ইবন উমার (রাযিঃ) এর সফরে ত্বরা ছিল, তিনি অব্যাহতভাবে চলতে ছিলেন। তিনি একমাত্র যুহর বা আসরের (সালাতের) জন্য অবতরণ করলেন এবং মাগরিবের সালাতের ব্যাপারে বিলম্ব করলেন। এরপর সালিম (রাহঃ) তাকে আওয়ায দিলেন, বললেন, ‘সালাত'। ইবন উমার (রাযিঃ) চুপ রইলেন। এরপর যখন ‘শাফাক’ অদৃশ্য হওয়ার উপক্রম হল তখন তিনি অবতরণ পূর্বক উভয় সালাত (মাগরিব ও ইশা) একত্রে আদায় করলেন এবং বললেনঃ রাসূলুল্লাহ্((ﷺ)) কে এরূপ করতে দেখেছি, যখন তাঁর কোন ত্বরা থাকত।

ব্যাখ্যা
বস্তুত এই হাদীসে ব্যক্ত হয়েছে যে, তাঁর মাগরিবের সালাতের জন্য অবতরণ করা ‘শাফাক’ অদৃশ্য হওয়ার পূর্বে ছিল। সুতরাং আয়ূব (রাহঃ)-এর হাদীসে নাফি' (রাহঃ)-এর উক্তি ‘শাফাক অদৃশ্য হওয়ার পর হতে একথার সম্ভাবনা রয়েছে যে, তাঁর উদ্দেশ্য ছিল শাফাক অদৃশ্য হওয়ার নিকটবর্তী তথা উপক্রম হয়ে পড়েছিল। এ ব্যাখ্যা অনুযায়ী তাঁর থেকে এ বিষয়ে বর্ণিত রিওয়ায়াতের মধ্যে পারস্পরিক বৈপরিত্য থাকে না।

এ হাদীটি উসামা (রাযিঃ) ব্যতীত অন্য রাবীগণও নাফি (রাহঃ) থেকে রিওয়ায়াত করেছেন, যেমনিভাবে তা উসামা (রাযিঃ) বর্ণনা করেছেন।
كتاب الصلاة
981 - حَدَّثَنَا فَهْدٌ، قَالَ: ثنا الْحِمَّانِيُّ، قَالَ: ثنا عَبْدُ اللهِ بْنُ الْمُبَارَكِ، عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ، قَالَ: أَخْبَرَنِي نَافِعٌ،: أَنَّ ابْنَ عُمَرَ، رَضِيَ اللهُ عَنْهُ جَدَّ بِهِ السَّيْرُ , فَرَاحَ رَوْحَةً , لَمْ يَنْزِلْ إِلَّا لِظُهْرٍ أَوْ لِعَصْرٍ , وَأَخَّرَ الْمَغْرِبَ حَتَّى صَرَخَ بِهِ سَالِمٌ , قَالَ: الصَّلَاةَ , فَصَمَتَ ابْنُ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا , حَتَّى إِذَا كَانَ عِنْدَ غَيْبُوبَةِ الشَّفَقِ , نَزَلَ فَجَمَعَ بَيْنَهُمَا , وَقَالَ: «رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصْنَعُ هَكَذَا إِذَا جَدَّ بِهِ السَّيْرُ» فَفِي هَذَا الْحَدِيثِ أَنَّ نُزُولَهُ لِلْمَغْرِبِ , كَانَ قَبْلَ أَنْ يَغِيبَ الشَّفَقُ , فَاحْتُمِلَ أَنْ يَكُونَ قَوْلُ نَافِعٍ , بَعْدَمَا غَابَ الشَّفَقُ فِي حَدِيثِ أَيُّوبَ إِنَّمَا أَرَادَ بِهِ قُرْبَهُ مِنْ غَيْبُوبَةِ الشَّفَقِ , لِئَلَّا يَتَضَادَّ مَا رُوِيَ عَنْهُ فِي ذَلِكَ. وَقَدْ رَوَى هَذَا الْحَدِيثَ غَيْرُ أُسَامَةَ , عَنْ نَافِعٍ , كَمَا رَوَاهُ أُسَامَةُ
হাদীস নং: ৯৮২
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ দুই (ওয়াক্তের) সালাত একত্রে আদায় করার বিধান কি?
৯৮২। রবীউল মুয়াযযিন (রাহঃ)..... নাফি' (রাহঃ) থেকে বর্ণনা করেন যে তিনি বলেছেন, আব্দুল্লাহ্ ইবন উমার (রাযিঃ)-এর কিছু জমি ছিল। সেখানে যাওয়ার উদ্দেশ্যে আমি তাঁর সঙ্গে বের হলাম। আমরা এক স্থানে অবতরণ করলাম। এক ব্যক্তি তাঁর নিকট এসে সংবাদ দিল যে, ‘সফিয়া' বিত আবী উবায়দ (রাযিঃ) মুমূর্ষু অবস্থায় রয়েছেন। আমার আশঙ্কা যে, আপনি তাঁকে (জীবিত) পাবেন না। তখন তিনি দ্রুতবেগে চললেন। এক কুরায়শী ব্যক্তি তাঁর সফরসঙ্গী ছিলেন। আমরা চলতে লাগলাম । অবশেষে যখন সূর্য অস্তমিত হলো তিনি (মাগরিবের) সালাত আদায় করলেন না। আমি লক্ষ্য ও প্রত্যক্ষ করেছি যে, তিনি সর্বদা সালাতের হিফাযত করতেন, এরপরও যখন দেরী করছেন, তখন আমি বললামঃ আল্লাহ্ আপনাকে রহম করুন। 'সালাত' (আদায় করুন)। তিনি আমার দিকে তাকালেন না এবং পূর্বের মত চলতে লাগলেন। এ অবস্থায় যখন (পশ্চিম আকাশের) লালিমা প্রায় অদৃশ্য হওয়ার উপক্রম হলো, তিনি অবতরণ করলেন এবং মাগরিবের সালাত আদায় করলেন। তারপর লালিমা অদৃশ্য হলে ইশার সালাত আদায় করলেন। এরপর আমাদের অভিমুখী হয়ে বললেন ঃ যখন সফরে কোন ত্বরা থাকত তখন রাসূলুল্লাহ্((ﷺ)) এরূপ করতেন।
كتاب الصلاة
982 - حَدَّثَنَا رَبِيعٌ الْمُؤَذِّنُ، قَالَ: ثنا بِشْرُ بْنُ بَكْرٍ، قَالَ: حَدَّثَنِي ابْنُ جَابِرٍ، قَالَ: حَدَّثَنِي نَافِعٌ، قَالَ: خَرَجْتُ مَعَ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا , وَهُوَ يُرِيدُ أَرْضًا لَهُ , قَالَ: فَنَزَلْنَا مَنْزِلًا , فَأَتَاهُ رَجُلٌ فَقَالَ لَهُ: إِنَّ صَفِيَّةَ بِنْتَ أَبِي عُبَيْدٍ لِمَا بِهَا , وَلَا أَظُنُّ أَنْ تُدْرِكَهَا. فَخَرَجَ مُسْرِعًا وَمَعَهُ رَجُلٌ مِنْ قُرَيْشٍ , فَسِرْنَا حَتَّى إِذَا غَابَتِ الشَّمسُ لَمْ يُصَلِّ الصَّلَاةَ , وَكَانَ عَهْدِي بِصَاحِبِي وَهُوَ مُحَافِظٌ عَلَى الصَّلَاةِ. فَلَمَّا أَبْطَأَ قُلْتُ الصَّلَاةَ رَحِمَكَ اللهُ , فَلَمَّا الْتَفَتَ إِلَيَّ وَمَضَى كَمَا هُوَ , حَتَّى إِذَا كَانَ فِي آخِرِ الشَّفَقِ , نَزَلَ فَصَلَّى الْمَغْرِبَ ثُمَّ الْعِشَاءَ وَقَدْ تَوَارَتْ , ثُمَّ أَقْبَلَ عَلَيْنَا فَقَالَ: «كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا عَجَّلَ بِهِ أَمْرٌ , صَنَعَ هَكَذَا»
হাদীস নং: ৯৮৩
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ দুই (ওয়াক্তের) সালাত একত্রে আদায় করার বিধান কি?
৯৮৩। ইয়াযীদ ইব্‌ন সিনান (রাহঃ).... নাফি' (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমরা একবার ইবন উমার (রাযিঃ)-এর সঙ্গে (সফরে মক্কা থেকে) আসছিলাম। আমরা তখনও পথেই ছিলাম যে তাঁর স্ত্রী (সফিয়া) বি আবী উবায়দ-এর মুমূর্ষু অবস্থার সংবাদ দেয়া হল। তিনি দ্রুতবেগে চলতে লাগলেন। যখন সূর্য অস্তমিত হল এবং সালাতের জন্য আযান হল তখনও কিন্তু তিনি অবতরণ করলেন না। অবশেষে সন্ধ্যা হল, আমরা ধারণা করলাম, তিনি (সালাতের কথা) ভুলে গিয়েছেন, এজন্য আমি তাঁকে সালাতের কথা স্মরণ করিয়ে দিলাম। তিনি চুপ রইলেন (এবং আরো অগ্রসর হলেন)। তারপর ‘শাফাক’ (আকাশের লালিমা) অদৃশ্য হওয়ার উপক্রম হলে অবতরণ করে মাগরিবের সালাত আদায় করলেন। তারপর যখন শাফাক অদৃশ্য হয়ে গেল তখন তিনি ইশার সালাত আদায় করলেন। তারপর বললেন: রাসূলুল্লাহ((ﷺ)) -এর সঙ্গে যখন সফরে আমাদের কোন ত্বরা থাকত, তখন আমরা এরূপ করতাম।

ইমাম তাহাবী (রাহঃ)-এর বিশ্লেষণ
বস্তুত এই সকল রাবীগণ নাফি (রাহঃ) থেকে রিওয়ায়াত করেন যে, ইব্‌ন উমার (রাযিঃ)-এর অবতরণ ‘শাফাক’ অদৃশ্য হওয়ার পূর্বে ছিল। আমরা নাফি' (রাহঃ) থেকে আয়্যূব (রাহঃ)-এর উক্তি “যখন শাফাক অদৃশ্য হয়ে গেল” এর সম্ভাবনার কথা উল্লেখ করেছি যে, এতে ‘শাফাক' অদৃশ্য হওয়ার নিকটবর্তী হওয়ার সম্ভানাও রয়েছে। সুতরাং আমাদের জন্য সর্বোত্তম বিবেচনা হচ্ছে যে, এই সমস্ত রিওয়ায়াতকে ঐকমত্য বিষয়ের উপর প্রয়োগ করা বৈপরিত্যের উপর নয়। তাই আমরা ইবন উমার (রাযিঃ) থেকে বর্ণিত রিওয়ায়াতকে যে “মাগরিবের সালাতের জন্য তাঁর অবতরণ ‘শাফাক' অদৃশ্য হওয়ার পর ছিল”— এটাকে এই অর্থে প্রয়োগ করব যে তা ‘শাফাক’ অদৃশ্য হওয়ার নিকটবর্তী ছিল। যখন কিনা তাঁর থেকে এটাও বর্ণিত আছে যে, ‘শাফাক’ অদৃশ্য হওয়ার পূর্বে তাঁর ওই অবতরণ ছিল। আর একান্তই যদি ওই হাদীসসমূহের মধ্যে বৈপরিত্য থাকে, তাহলে ইব্‌ন জাবির (রাহঃ)-এর হাদীস ঐ দুইটার মধ্যে উত্তম হিসাবে বিবেচিত হবে। যেহেতু আয়্যূব (রাহঃ)-এর হাদীসেও ব্যক্ত হয়েছে যে, রাসূলুল্লাহ্((ﷺ)) দুই সালাতকে একত্রে আদায় করতেন। তার পর তিনি ইবন উমার (রাযিঃ)-এর আমাল কিরূপ ছিল তা উল্লেখ করেছেন। আর ইব্‌ন জাবির (রাযিঃ)-এর হাদীসেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কর্তৃক দুই সালাতকে একত্রে আদায় করার পদ্ধতি কিরূপ ছিল তা ব্যক্ত হয়েছে। সুতরাং এটাই উত্তম হবে। তাঁরা যদি বলেনঃ আনাস (রাযিঃ) থেকে হাদীস বর্ণিত আছে, যাতে একত্রীকরণের পদ্ধতি কিরূপ ছিল তা স্পষ্টরূপে বর্ণনা রয়েছে। তাঁরা এ বিষয়ে নিম্নোক্ত রিওয়ায়াত উল্লেখ করেছেন :
كتاب الصلاة
983 - حَدَّثَنَا يَزِيدُ بْنُ سِنَانٍ، قَالَ: ثنا أَبُو عَامِرٍ الْعَقَدِيُّ، قَالَ: ثنا الْعَطَّافُ بْنُ خَالِدٍ الْمَخْزُومِيُّ، عَنْ نَافِعٍ، قَالَ: أَقْبَلْنَا مَعَ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُ حَتَّى إِذَا كُنَّا بِبَعْضِ الطَّرِيقِ , اسْتُصْرِخَ عَلَى زَوْجَتِهِ بِنْتِ أَبِي عُبَيْدٍ , فَرَاحَ مُسْرِعًا , حَتَّى غَابَتِ الشَّمْسُ , فَنُودِيَ بِالصَّلَاةِ فَلَمْ يَنْزِلْ , حَتَّى إِذَا أَمْسَى فَظَنَنَّا أَنَّهُ قَدْ نَسِيَ , فَقُلْتُ: الصَّلَاةُ , فَسَكَتَ , حَتَّى إِذَا كَادَ الشَّفَقُ أَنْ يَغِيبَ , نَزَلَ فَصَلَّى الْمَغْرِبَ , وَغَابَ الشَّفَقُ فَصَلَّى الْعِشَاءَ وَقَالَ: «هَكَذَا كُنَّا نَفْعَلُ مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا جَدَّ بِنَا السَّيْرُ» فَكُلُّ هَؤُلَاءِ يَرْوِي عَنْ نَافِعٍ أَنَّ نُزُولَ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا كَانَ قَبْلَ أَنْ يَغِيبَ الشَّفَقُ. وَقَدْ ذَكَرْنَا احْتِمَالَ قَوْلِ أَيُّوبَ , عَنْ نَافِعٍ حَتَّى إِذَا غَابَ الشَّفَقُ أَنَّهُ يَحْتَمِلُ قُرْبَ غَيْبُوبَةِ الشَّفَقِ فَأَوْلَى الْأَشْيَاءِ بِنَا أَنْ تُحْمَلَ هَذِهِ الرِّوَايَاتُ كُلُّهَا عَلَى الِاتِّفَاقِ لَا عَلَى التَّضَادِّ. فَنَجْعَلُ مَا رُوِيَ عَنِ ابْنِ عُمَرَ أَنَّ نُزُولَهُ لِلْمَغْرِبِ , كَانَ بَعْدَمَا غَابَ الشَّفَقُ , أَنَّهُ عَلَى قُرْبِ غَيْبُوبَةِ الشَّفَقِ إِذَا كَانَ قَدْ رُوِيَ عَنْهُ أَنَّ نُزُولَهُ ذَلِكَ كَانَ قَبْلَ غَيْبُوبَةِ الشَّفَقِ. وَلَوْ تَضَادَّ ذَلِكَ لَكَانَ حَدِيثُ ابْنِ جَابِرٍ أَوْلَاهُمَا , لِأَنَّ حَدِيثَ أَيُّوبَ أَيْضًا فِيهِ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَجْمَعُ بَيْنَ الصَّلَاتَيْنِ , ثُمَّ ذَكَرَ فِعْلَ ابْنِ عُمَرَ كَيْفَ كَانَ. وَفِي حَدِيثِ ابْنِ جَابِرٍ صِفَةُ جَمْعِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , كَيْفَ كَانَ , فَهُوَ أَوْلَى. فَإِنْ قَالُوا فَقَدْ رُوِيَ عَنْ أَنَسٍ مَا قَدْ فَسَّرَ الْجَمْعَ كَيْفَ كَانَ فَذَكَرُوا فِي ذَلِكَ
হাদীস নং: ৯৮৪
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ দুই (ওয়াক্তের) সালাত একত্রে আদায় করার বিধান কি?
৯৮৪। ইউনুস (রাহঃ).... আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। অর্থাৎ যখন রাসূলুল্লাহ্((ﷺ)) কে কোন দিন সফরে দ্রুত চলতে হত তখন তিনি যুহর ও আসরকে একত্রে আদায় করতেন। আর যখন রাতে সফরের ইচ্ছা পোষণ করতেন তখন মাগরিব ও ইশার সালাতকে একত্রে আদায় করতেন। তিনি যুহরের সালাতকে আসরের প্রথম ওয়াক্ত পর্যন্ত বিলম্ব করে উভয়কে একত্রে আদায় করতেন। এবং মাগরিবকে বিলম্ব করে মাগরিব ও ইশাকে একত্রে আদায় করতেন, যাতে করে শাফাক অদৃশ্য হয়ে যেত।

ব্যাখ্যা
তাঁরা বলেন, এই হাদীসে ব্যক্ত হয়েছে যে, তিনি আসরের ওয়াক্তে যুহর ও আসরের সালাত আদায় করেছেন এবং উভয়ের মাঝে তাঁর একত্রীকরণের পদ্ধতি এরূপই ছিল। প্রথমোক্ত মত পোষণ কারীগণ তাঁদের বিরুদ্ধে দলীল দিতে গিয়ে বলেছেন : এই হাদীসে সেই সম্ভাবনাও রয়েছে যা আমরা উল্লেখ করেছি। আবার এ সম্ভাবনা রয়েছে যে, একত্রীকরণের পদ্ধতির বর্ণনা ইমাম যুহরী (রাহঃ)-এর উক্তি, নবী থেকে বর্ণিত নয়। যেহেতু তিনি অধিকাংশ সময় এমনটি করে থাকেন যে, হাদীসকে নিজের উক্তির সঙ্গে মিশিয়ে দেন, যার কারণে তা হাদীসের অংশ হওয়ার সন্দেহ সৃষ্টি হয়। আবার এটারও সম্ভাবনা আছে যে, তাঁর উক্তি : “আসরের প্রথম ওয়াক্ত পর্যন্ত” দ্বারা আসরের ওয়াক্তের নিকটবর্তী হওয়া' বুঝানো হয়েছে। আর যদি সেই মর্ম হয় যা আমরা পূর্বে উল্লেখ করেছি যে, এর দ্বারা আসরের ওয়াক্তে পড়া আবশ্যক হবে না। তাই এই হাদীসে যাতে বলা হয়েছে যে, তিনি তা আসরের ওয়াক্তে আদায় করেছেন, এর স্বপক্ষে কোন দলীল নেই। যদিও মূল হাদীসে তিনি আসরের ওয়াক্তে এ সালাতগুলো পড়েছেন বলে উল্লেখ আছে । প্রকৃতপক্ষে এর মর্ম হলো তিনি ওই দুই সালাতকে একত্রিত করেছেন। যেহেতু আব্দুল্লাহ্ ইবন উমার (রাযিঃ)-এর রিওয়ায়াত যা আমরা তাঁরই সূত্রে নবী((ﷺ)) থেকে বর্ণনা করেছি তার বিরোধী। এ বিষয়ে আয়েশা (রাযিঃ)-ও তার বিরোধিতা করেছেন :
كتاب الصلاة
984 - مَا حَدَّثَنَا يُونُسُ قَالَ: أنا ابْنُ وَهْبٍ قَالَ: أَخْبَرَنِي جَابِرُ بْنُ إِسْمَاعِيلَ , عَنْ عُقَيْلِ بْنِ خَالِدٍ , عَنِ ابْنِ شِهَابٍ , عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللهُ عَنْهُ مِثْلَهُ يَعْنِي «أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا عَجَّلَ بِهِ السَّيْرُ يَوْمًا , جَمَعَ بَيْنَ الظُّهْرِ وَالْعَصْرِ , وَإِذَا أَرَادَ السَّفَرَ لَيْلَةً , جَمَعَ بَيْنَ الْمَغْرِبِ وَالْعِشَاءِ، يُؤَخِّرُ الظُّهْرَ إِلَى أَوَّلِ وَقْتِ الْعَصْرِ , فَيَجْمَعُ بَيْنَهُمَا، وَيُؤَخِّرُ الْمَغْرِبَ حَتَّى يَجْمَعَ بَيْنَهَا وَبَيْنَ الْعِشَاءِ , حَتَّى يَغِيبَ الشَّفَقُ» قَالُوا: فَفِي هَذَا الْحَدِيثِ أَنَّهُ صَلَّى الظُّهْرَ وَالْعَصْرَ فِي وَقْتِ الْعَصْرِ , وَأَنَّ جَمْعَهُ بَيْنَهُمَا كَانَ كَذَلِكَ. فَكَانَ مِنَ الْحُجَّةِ عَلَيْهِمْ لِأَهْلِ الْمَقَالَةِ الْأُولَى أَنَّ هَذَا الْحَدِيثَ قَدْ يَحْتَمِلُ مَا ذَكَرْنَا. وَقَدْ يَحْتَمِلُ أَنْ يَكُونَ صِفَةُ الْجَمْعِ مِنْ كَلَامِ الزُّهْرِيِّ لَا عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , لِأَنَّهُ قَدْ كَانَ كَثِيرًا مَا يَفْعَلُ هَذَا , يَصِلُ الْحَدِيثَ بِكَلَامِهِ , حَتَّى يُتَوَهَّمَ أَنَّ ذَلِكَ فِي الْحَدِيثِ. وَقَدْ يَحْتَمِلُ أَنْ يَكُونَ قَوْلَهُ: «إِلَى أَوَّلِ وَقْتِ الْعَصْرِ» إِلَى أَقْرَبِ أَوَّلِ وَقْتِ الْعَصْرِ. فَإِنْ كَانَ مَعْنَاهُ بَعْضُ مَا صَرَفْنَاهُ إِلَيْهِ مِمَّا لَا يَجِبُ مَعَهُ أَنْ يَكُونَ صَلَّاهَا فِي وَقْتِ الْعَصْرِ , فَلَا حُجَّةَ فِي هَذَا الْحَدِيثِ الَّذِي يَقُولُ إِنَّهُ صَلَّاهَا فِي وَقْتِ الْعَصْرِ وَإِنْ كَانَ أَصْلُ الْحَدِيثِ عَلَى أَنَّهُ صَلَّاهَا فِي وَقْتِ الْعَصْرِ , فَكَانَ ذَلِكَ هُوَ جَمْعُهُ بَيْنَهُمَا , فَإِنَّهُ قَدْ خَالَفَهُ فِي ذَلِكَ , عَبْدُ اللهِ بْنُ عُمَرَ فِيمَا رَوَيْنَا عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , وَخَالَفَتْهُ فِي ذَلِكَ عَائِشَةُ رَضِيَ اللهُ عَنْهَا أَيْضًا
হাদীস নং: ৯৮৫
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ দুই (ওয়াক্তের) সালাত একত্রে আদায় করার বিধান কি?
৯৮৫। ফাহাদ (রাহঃ)...... আয়েশা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ্((ﷺ)) সফর অবস্থায় যুহরের সালাতকে বিলম্বে ও আসরের সালাতকে আগে (প্রথম ওয়াক্তে) এবং মাগরিবের সালাতকে বিলম্বে ও ইশার সালাতকে আগে (প্রথম ওয়াক্তে) আদায় করতেন। তারপর আব্দুল্লাহ্ ইবন মাসউদ (রাযিঃ)-এর সূত্রেও আমরা রাসূলুল্লাহ্((ﷺ)) থেকে রিওয়ায়াত করেছি যে, তিনি সফর অবস্থায় দুই সালাতকে একত্রে আদায় করতেন। এরপর তাঁর থেকে বর্ণিত আছেঃ
كتاب الصلاة
985 - حَدَّثَنَا فَهْدٌ، قَالَ: ثنا الْحَسَنُ بْنُ بِشْرٍ، قَالَ: ثنا الْمُعَافَى بْنُ عِمْرَانَ، عَنْ مُغِيرَةَ بْنِ زِيَادٍ الْمَوْصِلِيِّ، عَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ، عَنْ عَائِشَةَ، رَضِيَ اللهُ عَنْهَا , قَالَتْ: «كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي السَّفَرِ , يُؤَخِّرُ الظُّهْرَ وَيُقَدِّمُ الْعَصْرَ , وَيُؤَخِّرُ الْمَغْرِبَ وَيُقَدِّمُ الْعِشَاءَ» ثُمَّ هَذَا عَبْدُ اللهِ بْنُ مَسْعُودٍ رَضِيَ اللهُ عَنْهُمَا أَيْضًا , قَدْ رَوَيْنَا عَنْهُ عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «أَنَّهُ كَانَ يَجْمَعُ بَيْنَ الصَّلَاتَيْنِ فِي السَّفَرِ» ثُمَّ قَدْ رُوِيَ عَنْهُ