শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

شرح معاني الآثار المختلفة المروية عن رسول الله صلى الله عليه وسلم في الأحكام

১. পবিত্রতা অর্জনের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস ২০ টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৭৮
৪- মানুষের উচ্ছিষ্টের হুকুম
৭৮.মুহাম্মাদ ইবন খুযায়মা (রাহঃ)....... আব্দুল্লাহ ইবন সারজিস (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) মহিলা কর্তৃক ব্যবহৃত পানির অবশিষ্টাংশ দিয়ে পুরুষদেরকে এবং পুরুষ কর্তৃক ব্যবহৃত পানির অবশিষ্টাংশ দিয়ে মহিলাদেরকে গোসল করতে নিষেধ করেছেন। বরং উভয়ে একই সঙ্গে গোসল আরম্ভ করবে।
بَابُ سُؤْرِ بَنِي آدَمَ
78 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خُزَيْمَةَ، قَالَ: ثنا الْمُعَلَّى بْنُ أَسَدٍ، قَالَ: ثنا عَبْدُ الْعَزِيزِ بْنُ الْمُخْتَارِ، عَنْ عَاصِمٍ الْأَحْوَلِ، عَنْ عَبْدِ اللهِ بْنِ سَرْجِسَ، قَالَ: «نَهَى رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَغْتَسِلَ الرَّجُلُ بِفَضْلِ الْمَرْأَةِ، وَالْمَرْأَةُ بِفَضْلِ الرَّجُلِ، وَلَكِنْ يَشْرَعَانِ جَمِيعًا» .
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৭৯
মানুষের উচ্ছিষ্টের হুকুম
৭৯.আহমদ ইবন দাউদ ইবন মুসা (রাহঃ) ....... হুমাইদ ইবন আব্দুর রহমান (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি এরূপ এক ব্যক্তির সাথে সাক্ষাত করেছি, যিনি চার বছর নবী (ﷺ) -এর সংস্পর্শে ছিলেন যেমনটি আবু হুরায়রা (রাযিঃ) চার বছর তাঁর সংস্পর্শে ছিলেন। তিনি বলেন, "রাসূলুল্লাহ (ﷺ) নিষেধ করেছেন-" এই বলে তিনি পর্বের হাদীসের অনুরূপ উল্লেখ করেছেন।
باب سؤر بني آدم
79 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ دَاوُدَ بْنِ مُوسَى، قَالَ: ثنا مُسَدَّدٌ، قَالَ: ثنا أَبُو عَوَانَةَ، عَنْ دَاوُدَ بْنِ عَبْدِ اللهِ الْأَوْدِيِّ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ: لَقِيتُ مَنْ صَحِبَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَمَا صَحِبَهُ أَبُو هُرَيْرَةَ أَرْبَعَ سِنِينَ قَالَ: نَهَى رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. فَذَكَرَ مِثْلَهُ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৮০
মানুষের উচ্ছিষ্টের হুকুম
৮০.আলী ইবন মা'বাদ (রাহঃ)....... হাকাম আল-গিফারী (রাযিঃ) থেকে বর্ণনা করেছেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ মহিলা কর্তৃক ব্যবহৃত ‘পানির অবশিষ্টাংশ' দিয়ে বা তাদের উচ্ছিষ্ট পানি দিয়ে উযু করতে পুরুষদের নিষেধ করেছেন। তিনি এই দুটি কথার মধ্যে কোনটি বলেছিলেন, রাবী আবু হাজিব (রাহঃ) এ ব্যাপারে তাঁর অজ্ঞতা প্রকাশ করেছেন।
باب سؤر بني آدم
80 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ مَعْبَدٍ، قَالَ: ثنا عَبْدُ الْوَهَّابِ بْنُ عَطَاءٍ، عَنْ شُعْبَةَ، عَنْ عَاصِمٍ الْأَحْوَلِ، قَالَ: سَمِعْتُ أَبَا حَاجِبٍ يُحَدِّثُ عَنِ الْحَكَمِ الْغِفَارِيِّ قَالَ: «نَهَى رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَتَوَضَّأَ الرَّجُلُ بِفَضْلِ الْمَرْأَةِ أَوْ بِسُؤْرِ الْمَرْأَةِ» لَا يَدْرِي أَبُو حَاجِبٍ أَيُّهُمَا قَالَ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৮১
মানুষের উচ্ছিষ্টের হুকুম
৮১. হুসাইন ইবন নসর........ হাকাম আল-গিফারী বর্ণনা করেন যে, রাসূল (ﷺ) স্ত্রী লোকের উচ্ছিষ্ট পানি ব্যবহার করতে (পুরুষের) নিষেধ করেছেন।

পর্যালোচনা

ইমাম আবু জাফর তাহাবী (রাহঃ) বলেনঃ একদল আলিম এই সমস্ত হাদীসের মর্ম গ্রহণ করেছেন এবং তাঁরা মহিলা কর্তৃক ব্যবহৃত পানির অবশিষ্টাংশ দিয়ে পুরুষের জন্য উযূ করা অথবা পুরুষ কর্তৃক ব্যবহৃত পানির অবশিষ্টাংশ দিয়ে মহিলাদের জন্য উযূ করা মাকরূহ সাব্যস্ত করেছেন।
باب سؤر بني آدم
81 - حَدَّثَنَا حُسَيْنُ بْنُ نَصْرٍ، قَالَ: ثنا الْفِرْيَابِيُّ، قَالَ: ثنا قَيْسُ بْنُ الرَّبِيعِ، عَنْ عَاصِمِ بْنِ سُلَيْمَانَ، عَنْ سَوَادَةَ بْنِ عَاصِمٍ، أَبُو حَاجِبٍ، عَنِ الْحَكَمِ الْغِفَارِيِّ، قَالَ: «نَهَى رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ سُؤْرِ الْمَرْأَةِ» . قَالَ أَبُو جَعْفَرٍ: فَذَهَبَ قَوْمٌ إِلَى هَذِهِ الْآثَارِ، فَكَرِهُوا أَنْ يَتَوَضَّأَ الرَّجُلُ بِفَضْلِ الْمَرْأَةِ، أَوْ تَتَوَضَّأَ الْمَرْأَةُ بِفَضْلِ الرَّجُلِ.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৮২
মানুষের উচ্ছিষ্টের হুকুম
৮২.পক্ষান্তরে এ বিষয়ে অপরাপর আলিমগণ তাদের বিরোধিতা করে বলেছেনঃ এতে কোনরূপ অসুবিধা নেই। এই বিষয়ে তাঁদের কয়েকটি প্রমাণ হলো :

আলী ইবন মা'বাদ (রাহঃ)....... আয়েশা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি এবং রাসূলুল্লাহ (ﷺ) একই পাত্র থেকে পানি নিয়ে গোসল করেছি।
ইবন খুযায়মা (রাহঃ).......আসিম (রাহঃ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
باب سؤر بني آدم
82- وَخَالَفَهُمْ فِي ذَلِكَ آخَرُونَ، فَقَالُوا: لَا بَأْسَ بِهَذَا كُلِّهِ. وَكَانَ مِمَّا احْتَجُّوا بِهِ فِي ذَلِكَ مَا حَدَّثَنَا عَلِيُّ بْنُ مَعْبَدٍ قَالَ: ثنا عَبْدُ الْوَهَّابِ بْنُ عَطَاءٍ، عَنْ شُعْبَةَ، عَنْ عَاصِمٍ، عَنْ مُعَاذَةَ، امْرَأَةٌ، عَنْ " عَائِشَةَ قَالَتْ: «كُنْتُ أَنَا وَرَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَغْتَسِلُ مِنْ إِنَاءٍ وَاحِدٍ»
حَدَّثَنَا ابْنُ خُزَيْمَةَ، قَالَ: ثنا حَجَّاجُ بْنُ الْمِنْهَالِ، قَالَ: ثنا حَمَّادٌ، عَنْ عَاصِمٍ. فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৮৩
মানুষের উচ্ছিষ্টের হুকুম
৮৩.সালিহ্ ইব্‌ন আব্দুর রহমান (রাহঃ)....... আয়েশা (রাযিঃ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন।
باب سؤر بني آدم
83 - حَدَّثَنَا صَالِحُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَمْرِو بْنِ الْحَارِثِ، قَالَ: ثنا أَبُو عَبْدِ الرَّحْمَنِ بْنُ الْمُقْرِئِ، قَالَ: ثنا اللَّيْثُ بْنُ سَعْدٍ، قَالَ: حَدَّثَنِي ابْنُ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، مِثْلَهُ.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৮৪
মানুষের উচ্ছিষ্টের হুকুম
৮৪. ইউনুস (রাহঃ).........আয়েশা (রাযিঃ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন।
باب سؤر بني آدم
84 - حَدَّثَنَا يُونُسُ، قَالَ: أنا ابْنُ وَهْبٍ، أَنَّ مَالِكًا حَدَّثَهُ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، مِثْلَهُ.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৮৫
মানুষের উচ্ছিষ্টের হুকুম
৮৫.আহমদ ইব্‌ন দাউদ (রাহঃ)........আয়েশা (রাযিঃ) থেকে অনুরূপ উল্লেখ করেছেন
باب سؤر بني آدم
85 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ دَاوُدَ، قَالَ: ثنا أَبُو الْوَلِيدِ، قَالَ: ثنا شُعْبَةُ، عَنْ أَبِي بَكْرِ بْنِ حَفْصٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، مِثْلَهُ.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৮৬
মানুষের উচ্ছিষ্টের হুকুম
৮৬.আলী ইব্‌ন মা'বাদ(রাহঃ).......আয়েশা (রাযিঃ) থেকে অনুরূপ উল্লেখ করেছেন।
باب سؤر بني آدم
86 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ مَعْبَدٍ، قَالَ: ثنا يَعْلَى بْنُ عُبَيْدٍ، عَنْ حُرَيْثٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ، مِثْلَهُ.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৮৭
মানুষের উচ্ছিষ্টের হুকুম
৮৭.নসর ইবন মারযূক (রাহঃ)....... আয়েশা (রাযিঃ) থেকে অনরূপ রিওয়ায়াত করেছেন।
باب سؤر بني آدم
87 - حَدَّثَنَا نَصْرُ بْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا الْخَصِيبُ بْنُ نَاصِحٍ، قَالَ: ثنا وُهَيْبُ بْنُ خَالِدٍ، عَنْ مَنْصُورِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أُمِّهِ، عَنْ عَائِشَةَ، مِثْلَهُ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৮৮
মানুষের উচ্ছিষ্টের হুকুম
৮৮.ইবন আবী দাউদ (রাহঃ).......উম্মু সালামা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন আমি এবং রাসূলুল্লাহ (ﷺ) একই পাত্র থেকে পানি নিয়ে গোসল করেছি।
باب سؤر بني آدم
88 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا الْوَهْبِيُّ، قَالَ: ثنا شَيْبَانُ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، قَالَ: أَخْبَرَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ زَيْنَبَ بِنْتِ أُمِّ سَلَمَةَ، عَنْ أُمِّ سَلَمَةَ، قَالَتْ: «كُنْتُ أَغْتَسِلُ أَنَا وَرَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ إِنَاءٍ وَاحِدٍ»
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৮৯
মানুষের উচ্ছিষ্টের হুকুম
৮৯.আবু বাকরা (রাহঃ).......ইবন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, মায়মুনা (রাযিঃ) আমাকে বলেছেনঃ তিনি এবং নবী (ﷺ) একই পাত্র থেকে পানি নিয়ে গোসল করেছেন।
باب سؤر بني آدم
89 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا إِبْرَاهِيمُ بْنُ بَشَّارٍ، قَالَ: ثنا سُفْيَانُ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ جَابِرِ بْنِ زَيْدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: أَخْبَرَتْنِي «مَيْمُونَةُ» أَنَّهَا كَانَتْ تَغْتَسِلُ هِيَ وَالنَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ إِنَاءٍ وَاحِدٍ "
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৯০
মানুষের উচ্ছিষ্টের হুকুম
৯০. ফাহাদ (রাযিঃ)...... আয়েশা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন : আমি এবং রাসূলুল্লাহ (ﷺ) একই পাত্র থেকে পানি নিয়ে গোসল করেছি।
90 - حَدَّثَنَا فَهْدٌ، قَالَ: ثنا عَلِيُّ بْنُ مَعْبَدٍ، قَالَ: ثنا عُبَيْدُ اللهِ بْنُ عَمْرٍو، عَنْ زَيْدِ بْنِ أَبِي أُنَيْسَةَ، عَنِ الْحَكَمِ بْنِ عُتَيْبَةَ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الْأَسْوَدِ، عَنْ عَائِشَةَ قَالَتْ: «كُنْتُ أَغْتَسِلُ أَنَا وَرَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ إِنَاءٍ وَاحِدٍ» .
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৯১
মানুষের উচ্ছিষ্টের হুকুম
৯১.ইয়াযীদ ইবন সিনান আল-বছরী (রাহঃ)........ আয়েশা (রাযিঃ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন।
91 - حَدَّثَنَا يَزِيدُ بْنُ سِنَانٍ الْبَصْرِيُّ، قَالَ: ثنا أَبُو عَامِرٍ الْعَقَدِيُّ، قَالَ: ثنا رَبَاحُ بْنُ أَبِي مَعْرُوفٍ، عَنْ عَطَاءٍ، عَنْ عَائِشَةَ، مِثْلَهُ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৯২
মানুষের উচ্ছিষ্টের হুকুম
৯২.ইব্‌ন আবী দাউদ (রাহঃ)...... উম্মু সালামা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ আমি এবং রাসূলুল্লাহ (ﷺ) একই গামলা থেকে গোসল করেছি। আমরা আমাদের হাতে পানি ঢেলে তা পাক করতাম। তারপর উপর থেকে পানি ঢেলে দিতাম।
92 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا نُعَيْمُ بْنُ حَمَّادٍ، قَالَ: ثنا عَبْدُ اللهِ بْنُ الْمُبَارَكِ، قَالَ: أنا سَعِيدُ بْنُ يَزِيدَ، قَالَ: سَمِعْتُ عَبْدَ الرَّحْمَنِ بْنَ هُرْمُزَ الْأَعْرَجَ يَقُولُ: حَدَّثَنِي نَاعِمٌ مَوْلَى أُمِّ سَلَمَةَ، عَنْ أُمِّ سَلَمَةَ قَالَتْ: «كُنْتُ أَغْتَسِلُ أَنَا وَرَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ مِرْكَنٍ وَاحِدٍ، نُفِيضُ عَلَى أَيْدِينَا حَتَّى نُنْقِيَهَا، ثُمَّ نُفِيضُ عَلَيْنَا الْمَاءَ»
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৯৩
আন্তর্জাতিক নং: ৯৪
মানুষের উচ্ছিষ্টের হুকুম
৯৩.
৯৪।ইবন মারযূক (রাহঃ) ও আবু বাকরা....... আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে তিনি বলেছেন, রাসূলুল্লাহ এবং তাঁর স্ত্রীদের মধ্য থেকে একজন একই পাত্র থেকে পানি নিয়ে গোসল করতেন।
ইমাম আবু জা'ফর তাহাবী (রাহঃ) বলেন : বস্তুত আমাদের মতে এই সমস্ত হাদীসে প্রথমোক্ত মত পোষণকারীদের বিরুদ্ধে কোন প্রমাণ নেই। যেহেতু সম্ভাবনা আছে যে, তাঁরা উভয়ে এক সঙ্গে গোসল করেছেন।
93 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا عُثْمَانُ بْنُ عُمَرَ، قَالَ: أَخْبَرَنَا شُعْبَةُ رَحِمَهُ اللهُ.

94 - وَحَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا سَعِيدُ بْنُ عَامِرٍ، قَالَ: ثنا شُعْبَةُ، عَنْ عَبْدِ اللهِ بْنِ عَبْدِ اللهِ بْنِ جَابِرٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: «كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَغْتَسِلُ هُوَ وَالْمَرْأَةُ مِنْ نِسَائِهِ مِنَ الْإِنَاءِ الْوَاحِدِ» قَالَ أَبُو جَعْفَرٍ: فَلَمْ يَكُنْ فِي هَذَا عِنْدَنَا حُجَّةٌ عَلَى مَا يَقُولُ أَهْلُ الْمَقَالَةِ الْأُولَى؛ لِأَنَّهُ قَدْ يَجُوزُ أَنْ يَكُونَ كَانَا يَغْتَسِلَانِ جَمِيعًا.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৯৫
মানুষের উচ্ছিষ্টের হুকুম
৯৫.লোকদের মাঝে বিরোধ তো সেই ব্যাপারে, যখন একজন অন্য জনের পূর্বে সূচনা করবে। সুতরাং এই বিষয়ে আমরা নিম্নোক্ত হাদীসগুলো লক্ষ্য করছি :
আলী ইবন মা'বাদ (রাহঃ)...... সালিম (রাহঃ) উম্মু ছুবাইয়্যা আল-জুহানিয়্যা থেকে [(যার সম্পর্কে তাঁর ধারণা যে, তিনি রাসূলুল্লাহ (ﷺ) -এর সাথে সাক্ষাত করেছেন এবং তাঁর (পবিত্র হাতে) | বাইয়াতও করেছেন- বর্ণনা করেন যে, তিনি বলেছেন : একই পাত্র থেকে পানি দিয়ে উযূ করার সময় আমার এবং রাসূলুল্লাহ (ﷺ) এর হাত পর্যায়ক্রমে পাত্রে প্রবেশ করত।
وَإِنَّمَا التَّنَازُعُ بَيْنَ النَّاسِ إِذَا ابْتَدَأَ أَحَدُهُمَا قَبْلَ الْآخَرِ. فَنَظَرْنَا فِي ذَلِكَ، فَإِذَا عَلِيُّ بْنُ مَعْبَدٍ قَدْ
95 - حَدَّثَنَا قَالَ: ثنا عَبْدُ الْوَهَّابِ، عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ، عَنْ سَالِمٍ، عَنْ أُمِّ صَبِيَّةَ الْجُهَنِيَّةِ قَالَ: وَزَعَمَ أَنَّهَا قَدْ أَدْرَكَتْ وَبَايَعَتْ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَتْ: «اخْتَلَفَتْ يَدِي وَيَدُ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْوُضُوءِ مِنْ إِنَاءٍ وَاحِدٍ» .
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৯৬
মানুষের উচ্ছিষ্টের হুকুম
৯৬.ইউনুস (রাহঃ)....... উম্মু সুবাইয়্যা আল-জুহাইনা (রাযিঃ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। এতে প্রমাণিত হয় যে, (প্রত্যেকে) পর্যায়ক্রমে (একজনের পরে অন্যজন) পাত্র থেকে পানি নিতেন।
96 - حَدَّثَنَا يُونُسُ، قَالَ: أنا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي أُسَامَةُ، عَنْ سَالِمِ بْنِ النُّعْمَانِ، عَنْ أُمِّ صَبِيَّةَ الْجُهَنِيَّةِ مِثْلَهُ. فَفِي هَذَا دَلِيلٌ عَلَى أَنَّ أَحَدَهُمَا قَدْ كَانَ يَأْخُذُ مِنَ الْمَاءِ بَعْدَ صَاحِبِهِ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৯৭
মানুষের উচ্ছিষ্টের হুকুম
৯৭.ইবন আবী দাউদ (রাহঃ)....... আয়েশা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি এবং রাসূলুল্লাহ (ﷺ) একই পাত্র থেকে গোসল করেছি। তিনি আমার পূর্বে শুরু করতেন। বস্তুত এতে বুঝা যাচ্ছে যে, পুরুষের উচ্ছিষ্ট (পানি) দিয়ে মহিলার জন্য পবিত্রতা অর্জন করা বৈধ ।
97 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ الْمِنْهَالِ، قَالَ: ثنا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، قَالَ: ثنا أَبَانُ بْنُ صَمْعَةَ، عَنْ عِكْرِمَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: «كُنْتُ أَغْتَسِلُ أَنَا وَرَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ إِنَاءٍ وَاحِدٍ يَبْدَأُ قَبْلِي» فَفِي هَذَا دَلِيلٌ عَلَى أَنَّ سُؤْرَ الرَّجُلِ جَائِزٌ لِلْمَرْأَةِ التَّطْهِيرُ بِهِ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৯৮
আন্তর্জাতিক নং: ১০০
মানুষের উচ্ছিষ্টের হুকুম
৯৮.আহমদ ইবন দাউদ (রাহঃ). ....... আয়েশা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি এবং রাসূলুল্লাহ (ﷺ) একই পাত্র থেকে জানাবাতের (ফরয) গোসল করেছি। আর আমাদের হাত পর্যায়ক্রমে (পাত্রে) প্রবেশ করত।
৯৯-১০০.রবীউল জীযী (রাহঃ) ও ইবন মারযূক (রাহঃ).......আফলাহ (রাহঃ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন।
98 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ دَاوُدَ، قَالَ: ثنا مُسَدَّدٌ، قَالَ: ثنا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَفْلَحَ بْنِ حُمَيْدٍ، عَنِ الْقَاسِمِ، عَنْ " عَائِشَةَ، قَالَتْ: «كُنْتُ أَغْتَسِلُ أَنَا وَرَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ إِنَاءٍ وَاحِدٍ تَخْتَلِفُ فِيهِ أَيْدِينَا مِنَ الْجَنَابَةِ» .

99 - حَدَّثَنَا رَبِيعٌ الْجِيزِيُّ، قَالَ: ثنا عَبْدُ اللهِ بْنُ مَسْلَمَةَ بْنِ قَعْنَبٍ، قَالَ: ثنا أَفْلَحُ رَحِمَهُ اللهُ.

100 - وَحَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا أَبُو عَامِرٍ الْعَقَدِيُّ، قَالَ: ثنا أَفْلَحُ، فَذَكَرَا مِثْلَهُ بِإِسْنَادِهِ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান