আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ
الشمائل المحمدية للإمام الترمذي
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৬ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:২৮৯
রাসূলুল্লাহ্ -এর চাশতের সালাতের বিবরণ
২৮৯। মুহাম্মাদ ইবনুল মুছান্না (রাহঃ)..... আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ (ﷺ) ছয় রাক'আত চাশতের সালাত আদায় করতেন।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى قَالَ : حَدَّثَنِي حَكِيمُ بْنُ مُعَاوِيَةَ الزِّيَادِيُّ قَالَ : حَدَّثَنَا زِيَادُ بْنُ عُبَيْدِ اللَّهِ بْنِ الرَّبِيعِ الزِّيَادِيُّ ، عَنْ حُمَيْدٍ الطَّوِيلِ ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ : أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُصَلِّي الضُّحَى سِتَّ رَكَعَاتٍ.

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:২৯০
রাসূলুল্লাহ্ -এর চাশতের সালাতের বিবরণ
২৯০। মুহাম্মাদ ইবনুল মুছান্না (রাহঃ)... আব্দুর রহমান ইবন আবু লায়লা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন : একমাত্র উম্মে হানী (রাযিঃ) ব্যতীত আর কেউই রাসূলুল্লাহ্ (ﷺ) কে চাশতের সালাত আদায় করতে দেখেছে বলে আমাকে বলেনি। উম্মে হানী (রাযিঃ) আমাকে বলেছেন যে, রাসূলুল্লাহ্ (ﷺ) মক্কা বিজয়ের দিন আমার ঘরে আসেন এবং গোসল করে আট রাক'আত সালাত আদায় করেন। এর চাইতে সংক্ষিপ্ত আকারে সালাত আদায় করতে আমি আর কখনো দেখিনি। অবশ্য তা সত্ত্বেও তিনি যথারীতি রুকু-সিজ্দা আদায় করেছেন।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى قَالَ : حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ قَالَ : حَدَّثَنَا شُعْبَةُ ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى قَالَ : مَا أَخْبَرَنِي أَحَدٌ ، أَنَّهُ رَأَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي الضُّحَى إِلَّا أُمُّ هَانِئٍ ، فَإِنَّهَا حَدَّثَتْ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ بَيْتَهَا يَوْمَ فَتْحِ مَكَّةَ فَاغْتَسَلَ فَسَبَّحَ ثَمَانِيَ رَكَعَاتٍ مَا رَأَيْتُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى صَلاَةً قَطُّ أَخَفَّ مِنْهَا ، غَيْرَ أَنَّهُ كَانَ يُتِمُّ الرُّكُوعَ وَالسُّجُودَ.

তাহকীক:
তাহকীক চলমান

বর্ণনাকারী:
হাদীস নং:২৯১
রাসূলুল্লাহ্ -এর চাশতের সালাতের বিবরণ
২৯১। ইবন আবী উমার (রাহঃ)..... আব্দুল্লাহ ইবন শাকীক (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেনঃ আমি আয়িশা (রাযিঃ)-কে জিজ্ঞেস করলাম, রাসূলুল্লাহ্ (ﷺ) কি চাশতের সালাত আদায় করেছেন? তিনি বললেন, না; তবে কোন সফর থেকে ফিরে আসলে তা আদায় করতেন।
حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ قَالَ : حَدَّثَنَا وَكِيعٌ قَالَ : حَدَّثَنَا كَهْمَسُ بْنُ الْحَسَنِ ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَقِيقٍ قَالَ : قُلْتُ لِعَائِشَةَ : أَكَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي الضُّحَى ؟ قَالَتْ : لاَ إِلاَ أَنْ يَجِيءَ مِنْ مَغِيبِهِ.

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:২৯২
রাসূলুল্লাহ্ -এর চাশতের সালাতের বিবরণ
২৯২। যিয়াদ ইবন আয়ূব আল-বাগদাদী (রাহঃ)... আবু সাঈদ আল-খুদরী (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন : রাসূলুল্লাহ্ (ﷺ) কখনো কখনো চাশতের সালাত এমনভাবে আদায় করতেন যে, আমরা বলতাম, তিনি হয়ত এই সালাত কখনো পরিত্যাগ করবেন না। আর যখন ছেড়ে দিতেন, তখন আমরা বলতাম, তিনি হয়ত আর কখনো এই সালাত আদায় করবেন না।
حَدَّثَنَا زِيَادُ بْنُ أَيُّوبَ الْبَغْدَادِيُّ قَالَ : حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَبِيعَةَ ، عَنْ فُضَيْلِ بْنِ مَرْزُوقٍ ، عَنْ عَطِيَّةَ ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ : كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي الضُّحَى حَتَّى نَقُولَ : لاَ يَدَعُهَا ، وَيَدَعُهَا حَتَّى نَقُولَ : لاَ يُصَلِّيهَا.

তাহকীক:
তাহকীক চলমান

বর্ণনাকারী:
হাদীস নং:২৯৩
আন্তর্জাতিক নং: ২৯৪
রাসূলুল্লাহ্ -এর চাশতের সালাতের বিবরণ
২৯৩। আহমাদ ইবন মানী' (রাহঃ)... আবু আয়্যূব আনসারী (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেনঃ নবী (ﷺ) সূর্য হেলে গেলে চার রাক'আত সালাত আদায় করতেন। আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ্! আপনি সূর্য হেলে গেলে (খুব গুরুত্বের সঙ্গে) চার রাক'আত সালাত আদায় করেন। রাসূলুল্লাহ্ (ﷺ) বললেনঃ সূর্য হেলার পর আকাশের দ্বার খুলে দেয়া হয় এবং যুহরের সময় পর্যন্ত তা খোলা থাকে। আমি চাই, আমার কোন ভাল কাজ এই সময়ে আকাশে পৌছুক। আমি বললাম, এর প্রতি রাক'আতেই কি কিরাত পড়তে হয়। তিনি বললেন, হ্যাঁ। আমি বললাম, দুই রাক'আতের পর সালাম ফিরাতে হয় কি? তিনি বললেন, না। আহমাদ ইবন মানী' (রাহঃ)... আবু আয়্যূব (রাযিঃ) থেকে রাসূলুল্লাহ্ (ﷺ) -এর বরাতে অনুরূপ একটি হাদীস বর্ণনা করেছেন।
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ ، عَنْ هُشَيْمٍ قَالَ : حَدَّثَنَا عُبَيْدَةُ ، عَنِ إِبْرَاهِيمَ ، عَنْ سَهْمِ بْنِ مِنْجَابٍ ، عَنْ قَرْثَعٍ الضَّبِّيِّ ، أَوْ عَنْ قَزَعَةَ ، عَنْ قَرْثَعٍ ، عَنْ أَبِي أَيُّوبَ الأَنْصَارِيِّ ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُدْمِنُ أَرْبَعَ رَكَعَاتٍ عِنْدَ زَوَالِ الشَّمْسِ فَقُلْتُ : يَا رَسُولَ اللَّهِ ، إِنَّكَ تُدْمِنُ هَذِهِ الأَرْبَعَ رَكَعَاتٍ عِنْدَ زَوَالِ الشَّمْسِ فَقَالَ : إِنَّ أَبْوَابَ السَّمَاءِ تُفْتَحُ عِنْدَ زَوَالِ الشَّمْسِ فَلاَ تُرْتَجُ حَتَّى تُصَلَّى الظُّهْرُ ، فَأُحِبُّ أَنْ يَصْعَدَ لِي فِي تِلْكَ السَّاعَةِ خَيْرٌ قُلْتُ : أَفِي كُلِّهِنَّ قِرَاءَةٌ ؟ قَالَ : نَعَمْ . قُلْتُ : هَلْ فِيهِنَّ تَسْلِيمٌ فَاصِلٌ ؟ قَالَ : لاَ.
أَخْبَرَنِي أَحْمَدُ بْنُ مَنِيعٍ قَالَ : حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ قَالَ : حَدَّثَنَا عُبَيْدَةُ ، عَنِ إِبْرَاهِيمَ ، عَنْ سَهْمِ بْنِ مِنْجَابٍ ، عَنْ قَزَعَةَ ، عَنْ قَرْثَعٍ ، عَنْ أَبِي أَيُّوبَ الأَنْصَارِيِّ ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَحْوَهُ.
أَخْبَرَنِي أَحْمَدُ بْنُ مَنِيعٍ قَالَ : حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ قَالَ : حَدَّثَنَا عُبَيْدَةُ ، عَنِ إِبْرَاهِيمَ ، عَنْ سَهْمِ بْنِ مِنْجَابٍ ، عَنْ قَزَعَةَ ، عَنْ قَرْثَعٍ ، عَنْ أَبِي أَيُّوبَ الأَنْصَارِيِّ ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَحْوَهُ.

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:২৯৫
রাসূলুল্লাহ্ -এর চাশতের সালাতের বিবরণ
২৯৫। মুহাম্মাদ ইবনুল মুছান্না (রাহঃ)... আব্দুল্লাহ ইবন সাইব (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ (ﷺ) সূর্য হেলার পর থেকে যুহরের পূর্ব পর্যন্ত চার রাক'আত সালাত আদায় করতেন এবং বলতেন : এই সময় আকাশের দ্বার খুলে দেয়া হয়। আমার একান্ত ইচ্ছ যে, এই সময় আমার কোন সৎকাজ আল্লাহর দরবারে পৌছুক।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى قَالَ : حَدَّثَنَا أَبُو دَاوُدَ قَالَ : حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُسْلِمِ بْنِ أَبِي الْوَضَّاحِ ، عَنْ عَبْدِ الْكَرِيمِ الْجَزَرِيِّ ، عَنْ مُجَاهِدٍ ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ السَّائِبِ ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُصَلِّي أَرْبَعًا بَعْدَ أَنْ تَزُولَ الشَّمْسُ قَبْلَ الظُّهْرِ وَقَالَ : إِنَّهَا سَاعَةٌ تُفْتَحُ فِيهَا أَبْوَابُ السَّمَاءِ ، فَأُحِبُّ أَنْ يَصْعَدَ لِي فِيهَا عَمَلٌ صَالِحٌ.

তাহকীক:
তাহকীক চলমান