আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ

الشمائل المحمدية للإمام الترمذي

শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:২০৭
রাসূলুল্লাহ্ -এর পান করার পদ্ধতি
২০৭।কুতায়বা ইবন সাঈদ (রাহঃ)... 'আমর ইবন শু'আয়ব (রাযিঃ) তাঁর পিতার সূত্রে তিনি পিতামহ সূত্রে রিওয়ায়াত করেন, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ) কে দাঁড়িয়ে ও বসে (উভয় অবস্থায়) পান করতে দেখেছি।
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ قَالَ : حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ، عَنْ حُسَيْنٍ الْمُعَلِّمِ ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ ، عَنْ أَبِيهِ ، عَنْ جَدِّهِ قَالَ : رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَشْرَبُ قَائِمًا وَقَاعِدًا.
হাদীস নং:২০৮
রাসূলুল্লাহ্ -এর পান করার পদ্ধতি
২০৮।'আলী ইবন হুজুর (রাহঃ)... ইবন 'আব্বাস (রাযিঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ আমি নবী (ﷺ) -কে যমযমের পানি পান করিয়েছি। আর তিনি তা দাঁড়িয়ে পান করতেন।
حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ قَالَ : حَدَّثَنَا ابْنُ الْمُبَارِكِ ، عَنْ عَاصِمٍ الأَحْوَلِ ، عَنِ الشَّعْبِيِّ ، عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ : سَقَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ زَمْزَمَ فَشَرِبَ وَهُوَ قَائِمٌ.
হাদীস নং:২০৯
রাসূলুল্লাহ্ -এর পান করার পদ্ধতি
২০৯।আবু কুরায়ব মুহাম্মাদ ইবন 'আলা (রাহঃ)... নাযযাল ইবন সাবরা (রাহঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ আলী (রাযিঃ) রাহবা’য় থাকাকালে তাঁর জন্য এক ঘটি পানি আনা হলো। তিনি তা হতে এক অঞ্জলি পানি নিয়ে উভয় হাত ধৌত করলেন। তারপর কুলি করলেন এবং নাকে পানি দিলেন। এরপর মুখমণ্ডল মাসেহ্ করলেন এবং কনুই পর্যন্ত উভয় হাত ও মাথায় ভেজা হাত ফেরালেন। এরপর দাঁড়ানো অবস্থায় থেকেই কিছু পান করলেন। এরপর বললেন : যার উযূ ভঙ্গ হয়নি, তার উযূ হচ্ছে এই। (তিনি বলেন) রাসূলুল্লাহ্ (ﷺ) কে আমি এরূপ করতে দেখেছি।
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ ، وَمُحَمَّدُ بْنُ طَرِيفٍ الْكُوفِيُّ ، قَالاَ : حَدَّثَنَا ابْنُ الْفُضَيْلِ ، عَنِ الأَعْمَشِ ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ مَيْسَرَةَ ، عَنِ النَّزَّالِ بْنِ سَبْرَةَ قَالَ : أَتَى عَلِيٌّ ، بِكُوزٍ مِنْ مَاءٍ وَهُوَ فِي الرَّحْبَةِ فَأَخَذَ مِنْهُ كَفًّا فَغَسَلَ يَدَيْهِ وَمَضْمَضَ وَاسْتَنْشَقَ وَمَسَحَ وَجْهَهُ وَذِرَاعَيْهِ وَرَأْسَهُ ، ثُمَّ شَرِبَ وَهُوَ قَائِمٌ ، ثُمَّ قَالَ : هَذَا وُضُوءُ مَنْ لَمْ يُحْدِثْ ، هَكَذَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَعَلَ.
হাদীস নং:২১০
রাসূলুল্লাহ্ -এর পান করার পদ্ধতি
২১০।কুতায়বা ইবন সাঈদ ও ইউসুফ ইবন হাম্মাদ (রাহঃ)... আনাস ইবন মালিক (রাযিঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ (নিশ্চয়ই) নবী (ﷺ) যখন পান করতেন তখন তিনবার শ্বাস নিতেন এবং বলতেন : তা অধিক স্বাস্থ্যকর ও অধিকতর তৃপ্তিদানে সহায়ক।
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ، وَيُوسُفُ بْنُ حَمَّادٍ ، قَالاَ : حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ بْنُ سَعِيدٍ ، عَنْ أَبِي عصَامَ ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : كَانَ يَتَنَفَّسُ فِي الإِنَاءِ ثَلاَثًا إِذَا شَرِبَ ، وَيَقُولُ : هُوَ أَمْرَأُ وَأَرْوَى.
হাদীস নং:২১১
রাসূলুল্লাহ্ -এর পান করার পদ্ধতি
২১১।'আলী ইবন খাশরাম (রাহঃ)... ইবন 'আব্বাস (রাযিঃ) হতে বর্ণিত যে, নবী (ﷺ) যখন পান করতেন তখন দু'বার শ্বাস নিতেন।
حَدَّثَنَا عَلِيُّ بْنُ خَشْرَمٍ قَالَ : حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ ، عَنْ رِشْدِينِ بْنِ كُرَيْبٍ ، عَنْ أَبِيهِ ، عَنِ ابْنِ عَبَّاسٍ : أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا شَرِبَ تَنَفَّسَ مَرَّتَيْنِ.
হাদীস নং:২১২
রাসূলুল্লাহ্ -এর পান করার পদ্ধতি
২১২।ইবন আবু উমর (রাযিঃ)... কাবশা (রাযিঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ একবার রাসূলুল্লাহ্ (ﷺ) আমার নিকট তাশরীফ আনেন। তখন তিনি লটকানো মশক থেকে দাঁড়ানো অবস্থায় পানি পান করলেন। এরপর আমি উঠে গেলাম এবং মশকের মুখটি কেটে দিলাম।
حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ قَالَ : حَدَّثَنَا سُفْيَانُ ، عَنْ يَزِيدَ بْنِ يَزِيدَ بْنِ جَابِرٍ ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي عَمْرَةَ ، عَنْ جَدَّتِهِ كَبْشَةِ ، قَالَتْ : دَخَلَ عَلَيَّ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَشَرِبَ مِنْ قِرْبَةٍ مُعَلَّقَةٍ قَائِمًا ، فَقُمْتُ إِلَى فِيهَا فَقَطَعْتُهُ.
হাদীস নং:২১৩
রাসূলুল্লাহ্ -এর পান করার পদ্ধতি
২১৩।মুহাম্মাদ ইবন বাশ্শার (রাহঃ)... ছুমামা ইবন 'আব্দুল্লাহ (রাহঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ আনাস ইবন মালিক (রাযিঃ) তিন শ্বাসে পানি পান করতেন এবং বলতেনঃ নবী (ﷺ) তিন শ্বাসে পানি পান করতেন।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ : حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ قَالَ : حَدَّثَنَا عُزْرَةُ بْنُ ثَابِتٍ الأَنْصَارِيُّ ، عَنْ ثُمَامَةَ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ : كَانَ أَنَسُ بْنُ مَالِكٍ ، يَتَنَفَّسُ فِي الإِنَاءِ ثَلاَثًا ، وَزَعَمَ أَنَسٌ ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَتَنَفَّسُ فِي الإِنَاءِ ثَلاَثًا.
হাদীস নং:২১৪
রাসূলুল্লাহ্ -এর পান করার পদ্ধতি
২১৪।'আব্দুল্লাহ ইবন 'আব্দুর রহমান (রাহঃ)... আনাস ইবন মালিক (রাযিঃ) হতে বর্ণিত যে, একবার নবী (ﷺ) আনাস (রাযিঃ)-এর মাতা উম্মে সুলায়ম (রাযিঃ) এর বাড়ি যান। সেখানে একটি মশক ঝুলন্ত ছিল। এরপর তিনি দাঁড়ানো অবস্থায় মশকটির মুখ হতে পানি পান করলেন। এরপর উম্মে সুলায়ম (রাযিঃ) মশকের নিকট পৌঁছান এবং তার মুখ কেটে দেন।
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ قَالَ : حَدَّثَنَا أَبُو عَاصِمٍ ، عَنِ ابْنِ جُرَيْجٍ ، عَنْ عَبْدِ الْكَرِيمِ ، عَنِ الْبَرَاءِ بْنِ زَيْدٍ ابْنِ ابْنَةِ أَنَسِ بْنِ مَالِكٍ ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ : أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ عَلَى أُمِّ سُلَيْمٍ وَقِرْبَةٌ مُعَلَّقَةٌ فَشَرِبَ مِنْ فَمِ الْقِرْبَةِ وَهُوَ قَائِمٌ ، فَقَامَتْ أُمُّ سُلَيْمٍ إِلَى رَأْسِ الْقِرْبَةِ فَقَطَعَتْهَا.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:২১৫
রাসূলুল্লাহ্ -এর পান করার পদ্ধতি
২১৫।আহমাদ ইবন নসর নিশাপুরী (রাহঃ)... 'আয়িশা বিনত সা'দ ইবন আবু ওয়াক্কাস (রাহঃ) তাঁর পিতা সূত্রে রিওয়ায়াত করেন যে, নবী (ﷺ) দাঁড়ানো থেকে পানি পান করতেন।
ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেন, কেউ কেউ বলেছেন, 'উবায়দা বিনত নাবিল। অর্থাৎ 'নায়িল’ এর স্থলে 'নাবিল' বলেছেন।
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ نَصْرٍ النَّيْسَابُورِيُّ قَالَ : حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مُحَمَّدٍ الْفَرْوِي قَالَ : حَدَّثَتْنَا عَبِيدَةُ بِنْتُ نَائِلٍ ، عَنْ عَائِشَةَ بِنْتِ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ ، عَنِ أَبِيهَا ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَشْرَبُ قَائِمًا.
قَالَ : أَبُو عِيسَى : وَقَالَ بَعْضُهُمْ : عُبَيْدَةُ بِنْتُ نَابِلٍ.