আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ

الشمائل المحمدية للإمام الترمذي

শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১৪৪
রাসূলুল্লাহ্ -এর রুটির বিবরণ
১৪৪।আব্বাস ইবনে মুহাম্মাদ দূররী (রাহঃ)... সোলাইমান ইবনে আমির (রাহঃ) হতে বর্ণিত, তিনি বলেন: আমি আবু উসামা বাহেলী (রাযিঃ)-কে বলতে শুনেছি যে, রাসূলুল্লাহ্ উদ্বৃত্ত থাকত না। -এর গৃহে কখনো যবের রুটি উদ্বৃত্ত থাকত না।
حَدَّثَنَا عَبَّاسُ بْنُ مُحَمَّدٍ الدُّورِيُّ قَالَ : حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِي بُكَيْرٍ قَالَ : حَدَّثَنَا حَرِيزُ بْنُ عُثْمَانَ ، عَنْ سُلَيْمِ بْنِ عَامِرٍ قَالَ : سَمِعْتُ أَبَا أُمَامَةَ الْبَاهِلِيَّ يَقُولُ : مَا كَانَ يَفْضُلُ عَنِ أَهْلِ بَيْتِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خُبْزُ الشَّعِيرِ.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:১৪৫
রাসূলুল্লাহ্ -এর রুটির বিবরণ
১৪৫।আব্দুল্লাহ ইবনে মুয়াবিয়া আল জুমাহী (রাহঃ) ইবনে আব্বাস (রাযিঃ) হতে বর্ণিত তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) এবং তাঁর পরিবারবর্গ একাধারে কয়েক রাত অনাহারে কাটাতেন যে, তাঁরা আহার্য বস্তু কিছু পেতেন না। আর অধিকাংশ সময় তাঁদের খাবার হত যবের রুটি (অর্থাৎ ধারাবাহিক যবের রুটিরও সংস্থান হতো না)।
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُعَاوِيَةَ الْجُمَحِيُّ قَالَ : حَ‍دَّثَنَا ثَابِتُ بْنُ زَيْدٍ ، عَنْ هِلاَلِ بْنِ خَبَّابٍ ، عَنْ عِكْرِمَةَ ، عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ : كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَبِيتُ اللَّيَالِيَ الْمُتَتَابِعَةَ طَاوِيًا هُوَ وَأَهْلُهُ لاَ يَجِدُونُ عِشَاءً وَكَانَ أَكْثَرُ خُبْزِهِمْ خُبْزَ الشَّعِيرِ.
হাদীস নং:১৪৬
রাসূলুল্লাহ্ -এর রুটির বিবরণ
১৪৬।আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান(রাহঃ).... সাহল ইবনে সা’দ (রাযিঃ) হতে বণী্ত।তাঁকে জিজ্ঞাসা করা হলো, রাসূলুল্লাহ্ কি ’আন্-নাকী’ অর্থাৎ ময়দার রুটি আহার করতেন? তিনি বললেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) তাঁর ওফাত পর্যন্ত ময়দা দেখেননি। তারপর তাঁকে বলা হলো, রাসূলুল্লাহ্ -এর যমানায় আপনাদের কি চালুনি ছিল? তিনি বললেন : আমাদের কোন চালুনি ছিল না। তখন তাঁকে (আবার) জিজ্ঞাসা করা হল, তবে আপনারা যবের রুটি কিভাবে ব্যবহার করতেন? তিনি বললেনঃ আমরা তাতে ফুঁ দিতাম, যাতে অখাদ্য কিছু থাকলে যেন উড়ে যায়। এরপর আমরা খামির করে নিতাম।
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ قَالَ : حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ الْمَجِيدِ الْحَنَفِيُّ ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ قَالَ : حَدَّثَنَا أَبُو حَازِمٍ ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ ، أَنَّهُ قِيلَ لَهُ : أَكَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ النَّقِيَّ ؟ - يَعْنِي الْحُوَّارَى - فَقَالَ سَهْلٌ : مَا رَأَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ النَّقِيَّ حَتَّى لَقِيَ اللَّهَ عَزَّ وَجَلَّ تَعَالَى ، فَقِيلَ لَهُ : هَلْ كَانَتْ لَكُمْ مَنَاخِلُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ؟ قَالَ : مَا كَانَتْ لَنَا مَنَاخِلُ. قِيلَ : كَيْفَ كُنْتُمْ تَصْنَعُونَ بِالشَّعِيرِ ؟ قَالَ : كُنَّا نَنْفُخُهُ فَيَطِيرُ مِنْهُ مَا طَارَ ثُمَّ نَعْجِنُهُ.
হাদীস নং:১৪৭
রাসূলুল্লাহ্ -এর রুটির বিবরণ
১৪৭।মুহাম্মাদ ইবন বাশ্শার (রাহঃ)...... আনাস ইবন মালিক (রাযিঃ) হতে বর্ণিত, তিনি বলেন : নবী (ﷺ) ডাইনিং টেবিলে আহার করতেন না, ছোট প্লেটে খাবার নিতেন না এবং তাঁর জন্য চাপাতিও তৈরী করা হতো না। তিনি (য়ূনুস) বলেনঃ আমি কাতাদা (রাযিঃ)-কে লক্ষ্য করে বললাম, তাঁরা তাহলে কোন্ ধরনের প্লেটে আহার করতেন? তিনি বলেনঃ এইসব দস্তরখানের উপর রেখে আহার করতেন। মুহাম্মাদ ইবন বাশ্শার (রাহঃ) বলেন, এতো সেই য়ূনুস যিনি কাতাদা (রাহঃ) সূত্রে রিওয়ায়াত করেন। আর তিনি হলেন চামড়ার মোজা প্রস্তুতকারী য়ূনুস।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ : حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ قَالَ : حَدَّثَنِي أَبِي ، عَنْ يُونُسَ ، عَنْ قَتَادَةَ ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ : مَا أَكَلَ نَبِيُّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى خِوَانٍ وَلاَ فِي سُكُرَّجَةٍ ، وَلاَ خُبِزَ لَهُ مُرَقَّقٌ
قَالَ : فَقُلْتُ لِقَتَادَةَ : فَعَلاَمَ كَانُوا يَأْكُلُونَ ؟ قَالَ : عَلَى هَذِهِ السُّفَرِ.
قَالَ مُحَمَّدُ بْنُ بَشَّارٍ : يُونُسُ هَذَا الَّذِي رَوَى عَنْ قَتَادَةَ هُوَ يُونُسُ الإِسْكَافُ.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:১৪৮
রাসূলুল্লাহ্ -এর রুটির বিবরণ
১৪৮।আহমদ ইবন মানী’ (রাহঃ)... মাসরূক (রাহঃ) হতে বর্ণিত, তিনি বলেন: আমি ’আয়িশা (রাযিঃ)-এর কাছে গেলাম। তিনি আমাকে আহারের জন্য ডাকলেন এবং বললেন : আমি কখনো তৃপ্তি সহকারে আহার করিনি। তিনি বলেন, আমি বললাম, কেন আপনি কাঁদেন? তিনি বললেন : তখন আমার মনে পড়ে রাসূলুল্লাহ্ (ﷺ) -এর ঐ অবস্থার কথা যে অবস্থায় তিনি ইহধাম ত্যাগ করেন। আল্লাহ্র কসম! তিনি কোন দিনই দুইবার তৃপ্তি সহকারে রুটি-গোশত আহার করেননি।
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ قَالَ : حَدَّثَنَا عَبَّادُ بْنُ عَبَّادٍ الْمُهَلَّبِيُّ ، عَنْ مُجَالِدٍ ، عَنِ الشَّعْبِيِّ ، عَنْ مَسْرُوقٍ قَالَ : دَخَلْتُ عَلَى عَائِشَةَ ، فَدَعَتْ لِي بِطَعَامٍ وَقَالَتْ : مَا أَشْبَعُ مِنْ طَعَامٍ فَأَشَاءُ أَنْ أَبْكِيَ إِلَّا بَكِيتُ . قَالَ : قُلْتُ لِمَ ؟ قَالَتْ : أَذْكُرُ الْحَالَ الَّتِي فَارَقَ عَلَيْهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الدُّنْيَا ، وَاللَّهِ مَا شَبِعَ مِنْ خُبْزٍ وَلَحْمٍ مَرَّتَيْنِ فِي يَوْمٍ.
হাদীস নং:১৪৯
রাসূলুল্লাহ্ -এর রুটির বিবরণ
১৪৯।মাহমুদ ইবন গায়লান (রাহঃ)... ’আয়িশা (রাযিঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) তাঁর জীবদ্দশায় একাধারে দুই দিন যবের রুটি আহার করেননি।
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ قَالَ : حَدَّثَنَا أَبُو دَاوُدَ قَالَ : حَدَّثَنَا شُعْبَةُ ، عَنْ أَبِي إِسْحَاقَ قَالَ : سَمِعْتُ عَبْدَ الرَّحْمَنِ بْنَ يَزِيدَ ، يُحَدِّثُ ، عَنِ الأَسْوَدِ بْنِ يَزِيدَ ، عَنْ عَائِشَةَ ، قَالَتْ : مَا شَبِعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ خُبْزِ الشَّعِيرِ يَوْمَيْنِ مُتَتَابِعَيْنِ حَتَّى قُبِضَ.
হাদীস নং:১৫০
রাসূলুল্লাহ্ -এর রুটির বিবরণ
১৫০।’আব্দুল্লাহ ইবন ’আব্দুর রহমান (রাহঃ)... আনাস (রাযিঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (ডাইনিং) টেবিলে আহার করতেন না এবং চাপাতি রুটিও খান নি। আর এভাবেই তাঁর ওফাত হয়।
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ قَالَ : حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَمْرٍو أَبُو مَعْمَرٍ ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي عَرُوبَةَ ، عَنْ قَتَادَةَ ، عَنْ أَنَسٍ قَالَ : مَا أَكَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى خِوَانٍ وَلاَ أَكَلَ خُبْزًا مُرَقَّقًا حَتَّى مَاتَ.