আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ

الشمائل المحمدية للإمام الترمذي

শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১২৬
২০- রাসূলুল্লাহ্ ﷺ -এর মস্তকাবরণ
১২৬।ইউসুফ ইবন ’ঈসা (রাহঃ).... আনাস ইবন মালিক (রাযিঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ ﷺ প্রায়শঃ মস্তকাবরণ ব্যবহার করতেন। তাঁর মস্তকাবরণের বস্ত্রখণ্ডটি (তৈলাক্ত হয়ে) এমন হয়েছিল। যে, মনে হতো তা যেন কোন তৈল বিক্রেতার (তৈল মোছা) একখণ্ড বস্তু ।
بَابُ مَا جَاءَ فِي تَقَنُّعِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
حَدَّثَنَا يُوسُفُ بْنُ عِيسَى قَالَ : حَدَّثَنَا وَكِيعٌ قَالَ : حَدَّثَنَا الرَّبِيعُ بْنُ صَبِيحٍ ، عَنْ يَزِيدَ بْنِ أَبَانَ ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ : كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُكْثِرُ الْقِنَاعَ كَأَنَّ ثَوْبَهُ ثَوْبُ زَيَّاتٍ.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান